Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

AbhijitGangopadhyay

Siliguri: শিলিগুড়িতে সভা প্রধানমন্ত্রীর, মঞ্চে উপস্থিত থাকবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কী বার্তা দেবেন মোদী?

লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। কোমর বেঁধে ময়দানে নেমেছে বিজেপি, তৃণমূল। তৃতীয় দফায় সভা করতে বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, শনিবার বিকেলে শিলিগুড়িতে সভা করছেন তিনি। সেখানে উপস্থিত থাকছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা অধুনা বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এমনটাই দলীয় সূত্রে খবর।

জানা গিয়েছে, শনিবার সকাল ১১টা ১৫ নাগাদ বাগডোগরায় নেমেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উত্তরবঙ্গের বিজেপি নেতা শঙ্কর ঘোষ তাঁকে বিমানবন্দর থেকে নিয়ে যান। লোকসভা নির্বাচনের মুখে উত্তরবঙ্গের প্রথম সভাটি শিলিগুড়ি দিয়ে শুরু করেছেন তিনি। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ সংলগ্ন কাওয়াখালি মাঠে বিকেল তিনটেয় ওই সভা করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে শিলিগুড়ি শহর সংলগ্ন এলাকার বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রিণ করা হচ্ছে যান চলাচল।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে বিচারপতির পদ থেকে ইস্তফা দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপরই ৭ই মার্চ সুকান্ত মজুমদার ও শুভেন্দুর উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেন। বিজেপিতে যাওয়ার পর এটাই প্রথম মোদীর সঙ্গে সাক্ষাৎ হতে চলেছে প্রাক্তন বিচারপতির।

2 months ago
Resign: বিচারপতির পদ থেকে ইস্তফা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, তবে এবার কি রাজনীতির ময়দানে?

রবিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে চর্চার শেষ ছিল না। যে বিচারপতির কাছে, সঠিক বিচারের আশায় বুক বাঁধতেন সাধারণ, সেই বিচারপতিই এবার নিতে চলেছেন অবসর। সেদিনই বিচারপতি ঘোষণা করেন, আজ, মঙ্গলবারই বিচারপতির পদ থেকে অবসর গ্রহণ করবেন তিনি। ঘোষণামতোই কাজ। মঙ্গলবার দুপুরে বিচারপতির পদ থেকে ইস্তফা দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র পাঠান তিনি।

২০২৪ সালের অগাস্ট মাসেই অবসর গ্রহণের সময়সীমা ছিল বিচারপতির। কিন্তু অবসরের নির্ধারিত সময়সীমার মাত্র কয়েক মাস আগেই কেন আচমকা অবসরের সিদ্ধান্ত নিলেন তিনি? তা এখনও স্পষ্ট নয়। প্রসঙ্গত, এই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই শুরু হয়েছিল রাজ্যে দুর্নীতির শিকড় খোঁড়ার অভিযান। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশও সবার প্রথম দিয়েছিলেন এই বিচারপতি গঙ্গোপাধ্যায়ই। যে মামলা এখনও বিচারাধীন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। সেই বিচারপতি তাই আপামর চাকরিপ্রার্থীদের কাছে ভগবান, তা বারংবার বঞ্চিত চাকরিপ্রার্থীরা স্বীকার করেছেন নিজের মুখে। এমন একজন বিচক্ষণ বিচারপতির আচমকা অবসর গ্রহণ স্বাভাবিকভাবেই ভাবাচ্ছে মানুষকে।

পাশাপাশি বঙ্গের ওয়াকিবহাল মহল প্রশ্ন তুলছে, তবে কি এবার আদালতের ময়দান ছেড়ে রাজনীতির ময়দানে নামতে চলেছেন বিচারপতি? যদিও এই বিষয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় স্পষ্ট করে কিছু জানাননি। কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আচমকা অবসরের সিদ্ধান্তে গজিয়ে ওঠা বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে একমাত্র সময়ই, তা বলাই যায়।

2 months ago
Resign: হঠাৎ অবসর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, 'রাজনীতি যোগ' জল্পনা তুঙ্গে

রবিবার বেলা গড়াতেই উঠে এল বড় খবর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে। যে বিচারপতির কাছে, সঠিক বিচারের আশায় বুক বাঁধতেন সাধারণ, সেই বিচারপতিই এবার নিতে চলেছেন অবসর। রবিবারই বিচারপতি ঘোষণা করেন, আগামী মঙ্গলবারই বিচারপতির পদ থেকে অবসর গ্রহণ করতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

২০২৪ সালের অগাস্ট মাসেই অবসর গ্রহণের সময়সীমা ছিল বিচারপতির। কিন্তু অবসরের নির্ধারিত সময়সীমার মাত্র কয়েক মাস আগেই কেন আচমকা অবসরের সিদ্ধান্ত নিলেন তিনি? তা এখনও স্পষ্ট নয়। প্রসঙ্গত, এই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই শুরু হয়েছিল রাজ্যে দুর্নীতির শিকড় খোঁড়ার অভিযান। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশও সবার প্রথম দিয়েছিলেন এই বিচারপতি গঙ্গোপাধ্যায়ই। যে মামলা এখনও বিচারাধীন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। সেই বিচারপতি তাই আপামর চাকরিপ্রার্থীদের কাছে ভগবান, তা বারংবার বঞ্চিত চাকরিপ্রার্থীরা স্বীকার করেছেন নিজের মুখে। এমন একজন বিচক্ষণ বিচারপতির আচমকা অবসর গ্রহণ স্বাভাবিকভাবেই ভাবাচ্ছে মানুষকে। 

পাশাপাশি বঙ্গের ওয়াকিবহাল মহল প্রশ্ন তুলছে, তবে কি এবার আদালতের ময়দান ছেড়ে রাজনীতির ময়দানে নামতে চলেছেন বিচারপতি? যদিও এই বিষয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় স্পষ্ট করে কিছু জানাননি। কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আচমকা অবসরের সিদ্ধান্তে গজিয়ে ওঠা বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে একমাত্র সময়ই, তা বলাই যায়।

2 months ago


Justice:জাস্টিস গাঙ্গুলির ৩৬ হাজার চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ, জোড়া মামলা কলকাতা হাইকোর্টে

প্রাথমিকের ৩৬ হাজার চাকরি বাতিল নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে এবার চ্যালেঞ্জ জানাল পর্ষদ। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলা করা হয়। আদালত সূত্রে খবর, মঙ্গলবারই এই চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি হতে পারে।

এই চাকরি বাতিল নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ে ধোঁয়াশা ছিলই। বারবার প্রশ্ন উঠছিল অ্যাপটিটিউট টেস্ট নিয়ে বিবাদ ও অপ্রশিক্ষিত শিক্ষকদের চাকরি বাতিল হলে গোটা প্যানেলটা কেন বাতিল হচ্ছে না।

যদিও বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই রায় নিয়ে পর্ষদ সভাপতি গৌতম পাল আগেভাগেই জানিয়েছিল, ২০১৬ সালে নিয়োগের সময়ে প্রাথমিকে ডিএলড ট্রেনিং বাধ্যতামূলক ছিল না। যদিও এই নিয়োগ পর এনসিটিই এর নিয়ম মেনে দু বছরের মধ্যেই ওই শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল বলে জানায় গৌতম পাল। ফলতো এই রায় যে ভুল বা এই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা হবে তা জানিয়েছিলেন পর্ষদ সভাপতি।

২০১৬ সালের প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত মামলায় ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল করে হাইকোর্ট। যদিও বিচারপতি জানিয়েছিল চাকরিচ্যুতরা আগামী চার মাস প্যারা টিচার হিসাবে স্কুলে কাজ করবেন। আর এই চার মাসের মধ্যেই এই শিক্ষকদের ছেড়ে যাওয়া পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ শুরু করে শেষ করতে হবে পর্ষদকে। সোমবার এই চাকরিচ্যুতদের তরফেও বিচারপতির নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে একটি মামলা হয়েছে হাই কোর্টের ডিভিশন বেঞ্চে।

12 months ago
Abhijit: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় অপ্রশিক্ষিত ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল

২০১৬-র প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় ৩৬ হাজার অপ্রশিক্ষিত শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay)। শুক্রবার এই নিয়োগ দুর্নীতি মামলায় এখনও অবধি হওয়া সম্ভবত সবথেকে বড় রায়। সূত্রের খবর, শুক্রবার বিচারপতি গঙ্গোপাধ্যায় (Calcutta High Court) রাজ্যকে ৩ মাসের মধ্যে পুনরায় সঠিক পদ্ধতিতে নিয়োগ সেরে ফেলার নির্দেশ দেয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুক্রবার বেনজির ভাবে সরকারকে নির্দেশ দেয় সরকার চাইলে মানিকের কাছ থেকে টাকা নিয়ে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারে। সূত্রের খবর, এই মামলায় চাকরিচ্যুতরা আর আবেদন করতে পারবে না। এছাড়া জাস্টিস গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সাড়ে ৬ হাজার প্রশিক্ষিত শিক্ষকের চাকরি বহাল।

সূত্রের খবর, নিয়োগে নিয়ম মানা হয়নি, এই অভিযোগে ২০১৬ সালের প্রাথমিক নিয়োগ নিয়ে মামলা হয়। অভিযোগ অ্যাপটিটিউড টেস্ট ছাড়া ওই চাকরি প্রার্থীদের নিয়োগ হয়। এখন প্রশ্ন হচ্ছে এই অ্যাপটিটিউড টেস্ট কী? শিক্ষক চাকরি প্রার্থীদের পড়ানোর কৌশল চক-ডাস্টার দিয়ে দেখাতে হয়। বোঝাতে হয়। অভিযোগ ওই প্রথা না মেনেই চাকরি দেওয়া হয় ওই ৩৬ হাজার চাকরিপ্রার্থীদের। জাস্টিস গঙ্গোপাধ্যায় আরও জানিয়েছেন নিয়োগ বাতিল হলেও এখনই কারোর চাকরি যাবে না। অপ্রশিক্ষিতদের চাকরি বহাল আগামী চার মাস। চাকরি বহাল থাকলেও তাঁর বেতন পাবেন পার্শ্বশিক্ষকদের স্কেলে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশে রীতিমত শোরগোল পড়েছে গোটা রাজ্যে।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আরও নির্দেশ চাকরিচ্যুত রা আবেদন তো করতেই পারবে না, বরং যে প্রার্থীরা পূর্বে আবেদন করেছিল কিন্তু চাকরি পায় নি। তাঁদের বয়সসীমা পেরিয়ে গেলেও তাঁদেরকে সুযোগ দিতে হবে বলে নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

12 months ago


Court: 'আমি যা ৬ মাসে করতে চেয়েছিলাম...' মামলা সরানো নিয়ে জাস্টিস গাঙ্গুলির গলায় কি আক্ষেপ

সুপ্রিম পর্যবেক্ষণের পর দু’টি মামলা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) এজলাস থেকে সরাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। তাঁর দেওয়া দু’টি নির্দেশে স্থগিতাদেশও জারি করল একই দিনে। এর পর বিচারপতি (Judge) অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনে হচ্ছে, ধীরে ধীরে সব মামলাই সরিয়ে নেওয়া হবে তাঁর হাত থেকে। শুক্রবার রাতে সুপ্রিম কোর্টের শেষ আদেশ শোনার পর কলকাতা হাইকোর্ট ছেড়ে বাইরে এসে বিচারপতি গঙ্গোপাধ্যায় বললেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ আমার কাছে স্পষ্ট নয়। পড়ে দেখব। আমার ধারণা, এরপর আমার এজলাস থেকে সব মামলাই সরিয়ে নেওয়া হবে।’

রাত ৯টা ৩৯ মিনিটে হাইকোর্ট চত্বর ছেড়ে বাইরে আসেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সংবাদমাধ্যমের অপেক্ষারত প্রতিনিধিরা নানা প্রশ্ন করতে শুরু করেন তাঁকে। এর মধ্যেই একজনের জিজ্ঞাসা ছিল, ‘নিয়োগের কোনও মামলাই কি আর আপনার এজলাসে থাকছে না?’ জবাবে বিচারপতি ওই জবাব দেন। একই সঙ্গে বলেন, ‘সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, তা মেনে চলাই আমার কাজ। আমরা হাইকোর্টের বিচারপতি। সুপ্রিম কোর্ট যা বলবে আমরা তা-ই করব।’

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অবশ্য আরও অনেক কথাই বলেছেন বিচারপতি। এক সময় তাঁকে প্রশ্ন করা হয়, ‘আপনি বলেছিলেন ভবিষ্যদ্বাণী মিলে গেল। সত্যিই কি মিলে গেল?’ দুপুরে নিজের এজলাসে অল্প সময়ের জন্য বসে ভবিষ্যদ্বাণী সংক্রান্ত মন্তব্যটি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সম্পর্কে করেছিলেন বিচারপতি। বলেছিলেন, ‘কুণাল ঘোষকে আমার প্রণাম জানাবেন। উনি যে এত ভাল ভবিষ্যদ্রষ্টা, তা জানা ছিল না।’ রাতে অবশ্য কুণালের নাম না করেই বিচারপতি বলেন, ‘মিলে গেল তো! ভবিষ্যদ্বাণী মিলে গেল কী করে তা ভেবে আমি সত্যিই আশ্চর্য। আবার বলতে পারি, আশ্চর্য নইও।’ বিচারপতি অবশ্য একই সঙ্গে জানিয়েছেন, তিনি পালিয়ে যাওয়ার লোক নন। বলেছেন, ‘যত দিন বিচারপতি থাকব, দুর্নীতির বিরুদ্ধে লড়ব। যখন থাকব না, যখন অন্য কাজ করব, তখনও দুর্নীতির বিরুদ্ধে লড়ব।’

কিন্তু নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর চলে যাওয়া কি তদন্তকে প্রভাবিত করবে? বিচারপতি জবাব দেন, ‘প্রত্যেকের বিচারের করার স্টাইল আলাদা। আমি যা ৬ মাসে করতে চেয়েছিলাম, সেটা কেউ ৬০ বছর ধরে করবে। তাতে আমারও কিছু বলার নেই। সুপ্রিম কোর্টেরও কিছু বলার নেই।’

12 months ago
Abhijit: বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতি মামলা থেকে সরালো সুপ্রিম কোর্ট

নিয়োগ দুর্নীতি (Scam) মামলায় বড়সড় বদল। বিচারপতি (Judge) অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে  (Abhijit Gangopadhyay)নিয়োগ দুর্নীতি মামলা থেকে সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের। আজ অর্থাৎ শুক্রবার এই নির্দেশ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বিচারপতি মনু সিংভি ও কপিল সিব্বাল সওয়াল করেন, যে অভিজিৎ গাঙ্গুলী সংবাদমাধ্যমের কাছে বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য  করেছেন। 

এরপরেই সেই মামলা সংক্রান্ত রিপোর্ট, শুক্রবারের মধ্যে জানতে চাওয়া হয় কলকাতার অ্যাডভোকেট জেনারেলের কাছে। সেই মামলার শুনানি আজ অর্থাৎ শুক্রবার ছিল। রাজ্যের রিপোর্টের পর আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নিয়োগ দুর্নীতি মামলা থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে এই মর্মে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 

12 months ago