Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

wife

Body: ঘরে ঝুলন্ত অবস্থায় স্ত্রী, গাছে ঝুলন্ত স্বামী, দম্পতির রহস্য মৃত্যুতে জোর চাঞ্চল্য

কয়েক ঘন্টার ব্যবধানে উদ্ধার হল দম্পতির জোড়া ঝুলন্ত মৃতদেহ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের ভুটকি হাট এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, রমেশ মাহাতো (২৫) ও কাকলি বিশ্বাস (২২)। ঘটনায় ব্য়াপক চাঞ্চল্য় ছড়িয়েছে এলাকায়। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় দেড় বছর আগে রমেশ ও কাকলি প্রেম করে বিয়ে করেন। রমেশ ভুটকি হাটে এক কাপড়ের দোকানে কাজ করতেন। একই বাড়িতে স্ত্রীকে নিয়ে আলাদা থাকেন তাঁর দাদা।মৃতের দাদা রাজেশ মাহাতো বলেন, বুধবার সন্ধ্যায় পার্শ্ববর্তী এক বিয়ে বাড়িতে যাবে বলে তাঁরা তৈরি হচ্ছিলেন। স্ত্রীকে সাজতে বলে রমেশ পাশের বাজারে যান উপহার আনতে। ফিরে এসে দেখেন ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। এরপর দুই ভাই মিলে দরজা ভেঙে দেখেন রমেশের স্ত্রীর দেহ ঝুলছে। সঙ্গে সঙ্গে তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। 

এদিকে স্ত্রীর মৃত্যুর পরেই রমেশ বেপাত্তা হয়ে যান। এরপর বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে গাছ থেকে উদ্ধার তাঁর ঝুলন্ত মৃতদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে আমবাড়ি ফাঁড়ির পুলিস গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল তা নিয়ে তৈরী হয়েছে রহস্য়। দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আমবাড়ি ফাঁড়ির পুলিস।

4 months ago
Garia: স্ত্রীকে নিয়েই বন্ধুর বউয়ের সঙ্গে লিভ ইন! অবশেষে পরিণতি হল ভয়াবহ...

গড়িয়ায় লিভ ইন পার্টনারকে প্রকাশ্যে ছুরি। সেই ভয়াবহ ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আসায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়৷ ইতিমধ্যে অভিযুক্ত বাবু হালদারকে গ্রেফতার করেছে পুলিস৷ চাঞ্চল্য়কর ঘটনাটি ঘটেছে গড়িয়ার স্টেশন সংলগ্ন এলাকার সোনারপুরের সুভাসগ্রামে।

আক্রান্ত মিতা গায়েন জানিয়েছেন, স্বামী তাঁকে ছেড়ে চলে যাওয়ায় স্বামীরই বন্ধু বাবু হালদারের সঙ্গে সম্পর্ক তৈরি হয় তাঁর৷ এরপর বাবু ও তাঁর স্ত্রী এবং মিতা তারা একসঙ্গে এক বাড়িতেই থাকতেন। যদিও পরবর্তীকালে মিতার জন্য আলাদা বাড়ির ব্যবস্থা করে দেয় বাবু৷ একই সঙ্গে বাবু আরও একাধিক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ছিলেন বলে মিতার অভিযোগ৷ তারই প্রতিবাদ করেন তিনি৷ 

অভিযোগ, মিতা সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইলে তাঁর উপর হামলা চালানো হয়৷ এমনকি ভাড়া বাড়ির ঘরের চাবি দেওয়ার নাম করে তাঁকে ডেকে প্রকাশ্যে ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করা হয়৷ কোনোরকমে পালিয়ে বাঁচেন তিনি৷ এরপর পুলিস তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ ঘটনার পর থেকে অভিযুক্ত বাবু পলাতক থাকলেও মাঝেমধ্যেই মিতাকে হুমকি দিত বলে অভিযোগ৷ এই বিষয়টি থানায় জানায় মিতা৷ অবশেষে মোবাইল ফোনের সুত্র মারফত নরেন্দ্রপুর থানা এলাকার দাসপাড়া থেকে অভিযুক্ত বাবুকে গ্রেফতার করে পুলিস।

5 months ago
Bhangar: পারিবারিক অশান্তি জেরে গৃহবধূকে কুপিয়ে খুনের অভিযোগ দেওরের বিরুদ্ধে, আটক অভিযুক্ত

পারিবারিক অশান্তি জেরে গৃহবধূকে কুপিয়ে খুনের অভিযোগ দেওরের বিরুদ্ধে। আটক অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গর থানার মাধবপুর এলাকায়। মৃত গৃহবধূর নাম জাহানারা বিবি।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১৩ বছর আগে বারুইপুর চম্পাহাটি এলাকার বাসিন্দা জাহানারা বিবির সঙ্গে বিবাহ হয় ভাঙ্গড় মাধবপুর এলাকার বাসিন্দা আনোয়ার আলী মোল্লার। তাঁদের চার সন্তান রয়েছে। সোমবার বাড়ির মধ্যে ইলেকট্রিকের তার টাঙানো নিয়ে ঝগড়া বাধে। আর সেই বিবাদের জেরে ওই গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে দেওর কুপিয়ে খুন করে বলে অভিযোগ। অভিযোগ মৃতা গৃহবধূর মা ও দিদির।

রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে নলমুড়ি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় ভাঙ্গড় থানার পুলিস। এই ঘটনায় অভিযুক্ত ওই দেওরকে আটক করে পুলিস। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

5 months ago


Madhyamgram: দাম্পত্য় কলহ! স্বামী-স্ত্রী একে অপরকে ধারালো অস্ত্রের আঘাত, মৃত্য়ু স্ত্রীর

সাংসারিক অশান্তির জেরে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল অশান্তি। দু'জন দুজনকে ধারালো অস্ত্রের আঘাত করেন। গুরুতর জখম হয়ে মৃত্য়ু হল স্ত্রীর। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রাম পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের চন্ডীগড় এলাকায়। জানা গিয়েছে, মৃত মহিলার রিমা সাধুকার (৪৯)। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় জখম স্বামী কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য় ছড়িয়েছে এলাকায়। 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায়শই স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা অশান্তি হত। তেমনি গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে ঝামেলা চলছিল স্বামী ও স্ত্রীর মধ্য়ে। সেই সময় চিৎকার চেঁচামেচি শুনে এলাকার লোকজন যায় তাঁদের বাড়িতে। এরপর স্থানীয়রা ভিতরে গিয়ে দেখেন স্বামী ও স্ত্রী দুজনে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এরপর খবর দেওয়া হয় মধ্যমগ্রাম থানায়।

খবর পেয়ে মধ্যমগ্রাম থানার পুলিস গুরুতর জখম অবস্থায় স্বামী ও স্ত্রীকে বারাসত হাসপাতালে নিয়ে গেলে স্ত্রী মারা যায়। রাতে স্বামীর অবস্থার অবনতি-স্ত্রীর মধ্যে বিবাদ তা তদন্ত করে দেখছে মধ্যমগ্রাম থানার পুলিস।

5 months ago
Jhargram: সাংসারিক অশান্তি জের! স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ, পলাতক অভিযুক্ত স্বামী

পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই গায়েব অভিযুক্ত স্বামী গঙ্গাধর বেরা। অভিযোগ, মদ্য়প অবস্থায় থাকার কারণে এই ঘটনাটি ঘটেছে। সোমবার সকালে ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রাম থানার বামুনমারা গ্রামে। জানা গিয়েছে, মৃত মহিলার নাম কনিকা বের (৬০) খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য় ঝাড়গ্রাম জেলা পুলিস মর্গে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মত রবিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্য়ে তুমুল অশান্তি চলছিল। অভিযোগ, ঝামেলা চলাকালীন রাগের মাথায় স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে স্বামী। এরপর এদিন সকালে স্থানীয় বাসিন্দারা ওই মহিলাকে রক্তাক্ত অবস্থায় মহুল গাছের নিচে পড়ে থাকতে দেখেন। এমনকি গলায় একাধিক জায়গায় ক্ষতের চিহ্ণও দেখায় যায়। এরপরেই খবর দেওয়া হয় ঝাড়গ্রাম থানায়। অভিযুক্ত স্বামীর খোঁজে তল্লাশি পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঝাড়গ্রাম থানার পুলিস।

5 months ago


Tarakeshwar: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে খুনের অভিযোগ, ঘটনায় আটক অভিযুক্ত স্বামী

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। সোমবার সকালে ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় তারকেশ্বরের নস্কর পুর এলাকায়। অভিযোগ, স্ত্রীকে খুন করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে অভিযুক্ত স্বামী। জানা গিয়েছে, মৃত মহিলার নাম নমিতা দাস (২৬)। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে তারকেশ্বর থানার পুলিস গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় এবং অভিযুক্ত স্বামী সৌমেন দাসকে আটক করে।

মৃতের পরিবার সূত্রে জানা যায়, বছর সাতেক আগে অভিযুক্ত সৌমেন দাসের সঙ্গে বিয়ে হয় নমিতা দাসের। তাঁদের একটি সাড়ে তিন বছরের কন্যা সন্তানও আছে। মৃতার পরিবারের অভিযোগ, অভিযুক্ত সৌমেন দাস অন্য এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল। যা নিয়ে প্রায়ই অশান্তি হত স্বামী-স্ত্রীর মধ্যে। এরপর এদিন সকালে অভিযুক্ত সৌমেন দাস তাঁর শ্বশুর বাড়িতে ফোন করে জানায় তাঁর স্ত্রী অসুস্থ। এরপর তাঁরা এসে দেখেন নমিতা দাস মৃত অবস্থায় পড়ে আছেন ঘরের মেঝেতে এবং গলায় ছিল ওড়নার ফাঁস। 

খবর দেওয়া হয় তারকেশ্বর থানার পুলিসকে। এরপর পুলিস এসে মৃতদেহ উদ্ধার করতে গেলে, পুলিসের গাড়ি আটক করে অভিযুক্তের শাস্তির দাবি জানান মৃতার পরিবারের লোকজন ও স্থানীয়রা। এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তারকেশ্বর থানার পুলিস। 

5 months ago
Raiganj: বিবাহ বহির্ভূত সম্পর্ক! স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত স্বামী। শনিবার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার পানিশালার কাশিমপুর এলাকায়। রবিবার হাসপাতালে মৃত্যু হয় ওই মহিলার (স্ত্রী)। জানা গিয়েছে মৃত মহিলার নাম বুলি খাতুন (৩৫)। রবিবার রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাঁর মৃতদেহের ময়নাতদন্ত হয়। 

পরিবার সূত্রে খবর, ১৫ বছর আগে অভিযুক্ত দুলাল মহম্মদের সঙ্গে বিয়ে হয় বুলি খাতুনের। বর্তমানে ওই দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। মৃতার বাড়ির লোকের অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁদের মেয়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত দুলাল। এই কারণে অনেকবার অশান্তি হয়েছে। অভিযোগ, অভিযুক্ত দুলালের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। সেই কারণে বুলির সঙ্গে থাকতে চাইছিল না সে। এমনকি স্ত্রীর হাতে কখনও টাকা পয়সাও দিত না। ফলে নিজে জমিতে খেটে ৩ টি সন্তানকে মানুষ করছিলেন ওই মহিলা।

এরপর শনিবার বাড়িতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা হয়। আর এরই জেরে মহিলার হাত-পা বেধে শরীরে কেরোসিন তেল ঢেলে দুলাল আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। এরপর অর্ধমৃত অবস্থায় ওই মহিলাকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার একদিন পর মৃত্যু হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিসে দ্বারস্থ হয় মৃতের বাড়ির লোকেরা। অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিস।

5 months ago
Jayanagar: রিলস বানানো নিয়ে অশান্তি! গলার নলি কেটে খুন স্ত্রীকে, পলাতক অভিযুক্ত স্বামী

পারিবারিক অশান্তির জেরে স্বামীর হাতে খুন হল স্ত্রী। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত স্বামী। শুক্রবার সকালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জয়নগরের হরিনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের নলিকাটার মোড় এলাকায়। পুলিস সূত্রে খবর মৃত মহিলার নাম অপর্ণা বৈদ্য (৩২) এবং অভিযুক্তের নাম পরিমল বৈদ্য। খবর পেয়ে ঘটনাস্থলে জয়নগর থানার পুলিস গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  মগরাহাট এলাকার বাসিন্দা অপর্ণা বৈদ্য। তাঁর সঙ্গে ১৭ বছর আগে বিয়ে হয় পরিমল বৈদ্যর। পেশায় রাজমিস্ত্রির কাজ করতেন পরিমল বৈদ্য। আর সোশ্যাল মিডিয়ায় রিল বানাতেন অপর্ণা। তাই তাঁর বেশকিছু বন্ধুবান্ধবও ছিল। তার জেরেই প্রায়শই অশান্তি লেগে থাকত স্বামী-স্ত্রীর মধ্যে। এমনকি কিছুদিন আগে স্বামীর সঙ্গে ঝামেলা হওয়ায় বাড়ি ছেড়ে পালিয়েও গিয়েছিলেন তিনি। তাঁদের একটি ছেলে ও একটি মেয়ে আছে। ছেলেটি সপ্তম শ্রেণিতে পড়ে ও মেয়েটি নার্সারিতে পড়ে। 

ছেলে অয়ন বৈদ্য জানায়, প্রায়ই বাবা ও মায়ের মধ্যে ঝামেলা হত। এমনকি বাবা মাকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিত৷ তারপর এদিন সকালে টিউশন থেকে বাড়ি ফিরে দেখে তার মা রক্তাক্ত অবস্থায় রান্না ঘরের মেঝেতে পড়ে রয়েছেন। এরপর স্থানীয়রা খবর দেন পুলিসকে। তবে শুধুই কি পারিবারিক অশান্তি নাকি অন্য কোনও কারণ রয়েছে এর পিছনে তা জানতে তদন্তে নেমেছে পুলিস। ইতিমধ্যে অভিযুক্ত স্বামীর খোঁজ শুরু করেছে পুলিস।

5 months ago


Nadia: প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন, ঘটনায় গ্রেফতার স্ত্রী

প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীয়ের বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার অভিযুক্ত স্ত্রী পাপিয়া ব্যাপারী এবং পলাতক প্রেমিক জয়ন্ত বাইন। অভিযোগ, হাতুড়ি দিয়ে মাথায় মেরে খুন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কোতোয়ালি থানার অন্তর্গত গোয়ালপাড়া এলাকায়। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম বিপুল ব্যাপারী (৩৯)। ঘটনাকে ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। 

পরিবার সূত্রে খবর, বিপুল ব্যাপারী কাজের সুবাদে দিন এবং রাতের বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতেন। সেই সুযোগে মোবাইল ফোনে মত্ত থাকতেন অভিযুক্ত স্ত্রী পাপিয়া ব্যাপারী। একমাত্র মেয়ের বিয়ে দেওয়ার পরেও বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে অভিযোগ। এমনকি প্রেমিকের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে সামাজিক মাধ্যমে ছবিও পোস্ট করতেন। মৃতের পরিবারের দাবি, অভিযুক্ত পাপিয়া ব্যাপারী অনেক দিন ধরেই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত ছিলেন। সেখান থেকেই শুরু হয় বিবাদ। আর সেই কারণে এই খুন বলে অভিযোগ জানিয়েছে মৃতের পরিবার। 

পুলিস সূত্রে জানা গিয়েছে, বিপুল ব্যাপারী বাড়ি ফিরে তাঁর স্ত্রী ও স্ত্রীয়ের প্রেমিক জয়ন্তকে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পান। তারপরই অভিযুক্ত জয়ন্ত বিপুলের মাথায় একাধিকবার হাতুড়ি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ। তারপর সেখান থেকে পালিয়ে যান জয়ন্ত। অনেকক্ষণ পর বিপুলের স্ত্রী পাপিয়া চিৎকার করে লোকজন ডাকেন। তখন নিহতের বৃদ্ধ বাবা হীরালাল ব্যাপারী এসে দেখেন তাঁর ছেলে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন। 

এরপর তড়িঘড়ি বিপুলকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার নীলরতন মেডিকেল কলেজ ও  হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার একদিন পর কলকাতার পার্ক সার্কাসের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। বেসরকারি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করানো হয়। এবং শনিবার তাঁকে পুনরায় শান্তিপুর জেলা হাসপাতালে ফিরিয়ে আনা হয়। এরপর রবিবার তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে পুলিস সূত্রে। এই ঘটনার বিরুদ্ধে মৃতের পরিবার অভিযুক্ত পাপিয়া ব্যাপারী ও জয়ন্ত বাইনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিস।

6 months ago
Property: সম্পত্তির লোভে স্বামীকে খুন! ঘটনায় গ্রেফতার স্ত্রী এবং প্রতিবেশী এক যুবক

সম্পত্তির লোভে স্বামীকে খুনের অভিযোগ উঠেছে স্ত্রী ও ছেলের বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার ধৃত স্ত্রী ফতেমা বিবি ও প্রতিবেশী যুবক রিন্টু মোল্লা। ঘটনার পর থেকে পলাতক ছেলে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে। অভিযোগ, বালিশ চাপা দিয়ে খুন করা হয়েছে। সম্পত্তির কারণেই এই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিসের। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রহমান গায়েন। ভাঙড় থানা এলাকার মাধবপুরের বাসিন্দা। 

পুলিস সূত্রে খবর, ২২শে অক্টোবর অষ্টমীর দিন সোনারপুরের খেয়াদহ ২ পঞ্চায়েতের হরপুরে একটি জলাশয় থেকে বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার হয়। জলাশয় পরিষ্কার করতে গিয়ে বস্তাবন্দি মৃতদেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপর খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিস গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য় পাঠায়। 

পুলিস সূত্রে আরও খবর, রহমান গায়েনের নামে কিছু জমি জায়গা ছিল। তিনি তা তাঁর স্ত্রী ও ছেলেকে না দিয়ে বিক্রি করছিলেন। সেই নিয়েই শুরু হয় পারিবারিক বিবাদ। তার জেরেই স্ত্রী ও সন্তান মিলে বালিশ চাপা দিয়ে তাঁকে খুন করেছে বলে অভিযোগ। অভিযুক্ত ছেলের খোঁজ চালাচ্ছে পুলিস বলে জানিয়েছেন বারুইপুর পুলিস জেলার ডিএসপি মোহিত মোল্লা।

6 months ago


Sonarpur: পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে খুন, ঘটনায় গ্রেফতার অভিযুক্ত স্বামী

পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে খুন করে পলাতক অভিযুক্ত স্বামী। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার শীতলা এলাকায়। পুলিস সূত্রে খবর, মৃত মহিলার নাম মালা বোস এবং অভিযুক্ত স্বামীর নাম সমীর মণ্ডল। পেশায় কাপড় ব্যবসায়ী। অভিযোগ, প্রায়শই মদ্যপান করে মালা বোসের উপর শারীরিক ও মানসিক অত্যাচার করত তাঁর স্বামী সমীর মণ্ডল।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতা মালা বোস একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। স্বামীর সঙ্গে ঝামেলার কারণে মালা তাঁর বাপের বাড়িতে থাকছিলেন। সোমবার রাত এগারোটা নাগাদ মালা বোসের বাপের বাড়ি গিয়ে তাঁকে বাইরে বেরতে বলেন তাঁর স্বামী। তারপর স্ত্রী বাড়ির বাইরে বেরোতেই শুরু হয়ে যায় কথা কাটাকাটি। কিছুক্ষণ পর হঠাৎ ছুরি নিয়ে স্বামী সমীর মণ্ডল তাঁর স্ত্রী মালা বোসের উপর হামলা চালান। চিৎকার শুনে বাইরে আসতেই পালিয়ে যান অভিযুক্ত স্বামী। আর ঘটনাস্থলেই মৃত্যু হয় মালা বোসের। এরপর খবর দেওয়া হয় পুলিসকে এবং থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়।

স্ত্রীকে খুন করে পালালেও মঙ্গলবার সকালেই অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে সোনারপুর থানার পুলিস। ধৃতকে এদিন বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়।

6 months ago
Birbhum: পুলিসি অসহযোগিতা! বাড়িতে ঢুকে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে

ভোররাতে বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা  ও শ্লীলতাহানির অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে।। ঘটনাটি ঘটেছে বীরভূমের লাভপুর থানার অন্তর্গত বিষয়পুর গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।  জানা গিয়েছে, ওই গ্রামের বাসিন্দা হেমন্ত ধীবর প্রতিদিনের মতো ঘটনার দিনও ভোর তিনটে নাগাদ মাছ ধরে বিক্রি করার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়েন। সেই সুযোগ কাজে লাগিয়ে তাঁর বাড়িতে ঢোকেন অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা মন্মথ পাল। অভিযোগ, এরপর হেমন্ত ধীবরের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। কিন্তু তাঁর স্ত্রী বাধা দিলে শ্লীলতাহানিরও চেষ্টা করেন বলে অভিযোগ জানান হেমন্ত। পাশপাশি পুলিসি অসহোযগিতার অভিযোগও এনেছেন হেমন্ত।

হেমন্ত ধীবর আরও জানিয়েছেন, ঘটনার সময় বাড়িতে ছিলেন তাঁর ১১ ও ১৫ বছরের মেয়ে। বড় মেয়ে চিৎকার শুনে এগিয়ে আসতেই পালিয়ে যান অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা। তাঁর আরও দাবি, লাভপুর থানায় অভিযোগ দায়ের করতে গেলেও অভিযোগ নেওয়া হয়নি। এমনকি কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পরিবারের সদস্যরা ও গ্রামবাসীরা সকলেই চাইছেন অভিযুক্তের শাস্তি হোক। তাঁদের দাবি, এই ঘটনা প্রথম নয় এর আগেও অভিযুক্ত ওই ব্যক্তি এমন ঘটনা ঘটিয়েছেন। রীতিমতো আতঙ্কে থাকতে হচ্ছে গ্রামবাসীদের। বিশেষ করে মেয়েদের এবং বাড়ির মহিলাদের নিরাপত্তা নিয়ে ভয়ে থাকতে হচ্ছে।

তবে ঘটনার পর থেকে অভিযুক্তের বাড়ি ফাঁকা। গ্রামেও তাঁদের দেখা পাওয়া যাচ্ছে না। গোটা ঘটনায় অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। যদিও পুলিস সূত্রে খবর, ইতিমধ্যেই মামলা রাজু করে তদন্ত শুরু করেছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি করছে পুলিস।

6 months ago
Mursidabad: শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে মৃত্যু জামাইয়ের, ঘটনায় আটক স্ত্রী ও শাশুড়ি

শ্বশুর বাড়িতে বেড়াতে এসে মৃত্যু হল জামাইয়ের। ঘটনায় আটক করা হয়েছে স্ত্রী ও শাশুড়িকে। সোমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার সাদিখান দেয়ার অঞ্চলের ইন্নাত পুর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে জলঙ্গি থানার পুলিস গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিস সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম আনোয়ার মালিথ্যা (২৬)। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর পাঁচেক আগে সাদিখান দেয়ার অঞ্চলের জতছিদাম গ্রামের আনোয়ার মালিথ্যার সঙ্গে ইন্নাত পুরের রেহেনা বিবির বিবাহ হয়। তাঁদের একটি সন্তানও রয়েছে। কয়েকদিন আগেই আনোয়ার তাঁর শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন। এরপর এদিন সকালে শ্বশুরবাড়ি থেকেই উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। তারপরেই খবর দেওয়া হয় পুলিসকে। অভিযোগ, আনোয়ারের বাড়ির লোকের সঙ্গে নাকি তাঁর স্ত্রী দেখা করতে দিতেন না। যদিও আনোয়ারের স্ত্রী তা অস্বীকার করে জানিয়েছেন, তাঁর স্বামী নেশা করতেন। যার জন্য  সে জেলেও গিয়েছে। 

সত্যি আত্মহত্যা নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য তা খতিয়ে দেখছে জলঙ্গি থানার পুলিস।

6 months ago


Baruipur: স্ত্রীকে খুন করে পলাতক স্বামী, ঘটনায় চাঞ্চল্য় বারুইপুরে

স্ত্রীকে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনায় পলাতক অভিযুক্ত স্বামী। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। খবর পেয়ে ঘটনাস্থলে বারুইপুর থানার আইসি সৌমজিৎ রায়ের নীতিতে বিশাল পুলিস বাহিনী যায়। পুলিস সূত্রে খবর, মৃত মহিলার নাম অঞ্জলি মণ্ডল (৩৭)। এবং অভিযুক্ত স্বামীর নাম রবিন মণ্ডল। বাড়ি বারুইপুর থানার অন্তর্গত শিখর বালি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রপালার মনসাতলা গ্রামে। এই ঘটনাকে ঘিরে ব্য়াপক চাঞ্চল্য় ছড়িয়েছে এলাকায়। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, দশমীর দিন অর্থাৎ মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল ওই গৃহবধূ। তারপর থেকে অনেক খোঁজাখুঁজির পরেও কোনো খবর মেলেনি তাঁর। এরপরেই বাড়ির ভিতর থেকে একটা পচাগন্ধ পায় স্থানীয়রা। এই বিষয়ে সন্দেহ হওয়া মাত্রই পুলিসে খবর দেওয়া হয়। এরপর পুলিস গিয়ে ছাগলের ঘর থেকে মাটি খুঁড়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য় পাঠায়। ইতিমধ্য়ে এই ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস প্রশাসন। 

6 months ago
Howrah: ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে গৃহবধূ, খুন নাকি অন্য কোনও রহস্য, তদন্তে পুলিস

বালিতে খুন গৃহবধূ। রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়েছিল তাঁর দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় বালি থানার পুলিস। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিস। বেলুড় ধর্মতলা রোডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ ওই ঘটনা ঘটে।

জানা গিয়েছে, বেলুড় ধর্মতলা রোডের বাসিন্দা গৃহবধূ দীপা পালের (৩১) দেহ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বালি থানার পুলিস। তাঁর স্বামী অক্ষয় পাল কাজের সূত্রে সকালে বের হয়েছিলেন। রাতে বাড়ি ফিরে তিনি দেখেন তাঁর স্ত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ঘরের মেঝেতে। মেঝে রক্তে ভেসে যাচ্ছে। এরপর ঘটনাস্থলে বালি থানার পুলিস এসে দেহটিকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে পাঠায়। তবে কী কারণে এই খুন এখনও পর্যন্ত তা জানা যায়নি। ফরেন্সিক পরীক্ষার জন্য ঘরটিকে ঘিরে রাখা হয়েছে। বালি থানার পুলিস এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। মৃতার স্বামী অক্ষয় পালকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিস। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

7 months ago