Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

social

Mahua Moitra: 'খুলে হ্যায় বিজেপি কে দ্বার...', বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক পোস্ট মহুয়ার

প্রাক্তন তৃণমূল সাংসদ তথা বর্তমানে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে এফআইআর নথিভুক্ত করেছে ইডি। এই প্রেক্ষিতে মহুয়া মৈত্র সংসদে টাকার বদলে প্রশ্ন কাণ্ডে কটাক্ষপূর্ণ পোস্ট করলেন সমাজমাধ্যমে। এর আগে সিবিআই মহুয়া মৈত্রের বিরুদ্ধে মামলা করে তাঁর নিউ আলিপুরের বাড়িতে তল্লাশি চালায়। ইডি মহুয়া মৈত্রকে এর আগে তিনটি সমন পাঠালেও, তিনি হাজিরা দেননি।

বুধবার এক্স হ্যান্ডেলে মহুয়া পোস্ট করে লেখেন, 'খুলে হ্যায় বিজেপি কে দ্বার/ আ যাও নহি তো অব কে বার— তিহাড়।' যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'বিজেপির দরজা খোলা আছে। চলে এস, নইলে এই বার ঠিকানা তিহাড়।' অর্থাৎ, বিজেপির বিরুদ্ধে ফের প্রতিহিংসামূলক রাজনীতির অভিযোগ তুললেন মহুয়া।


ইডির অভিযোগ, তৃণমূল নেত্রী ফেমার নিয়ম লঙ্ঘন করেছেন। এর আগে ইডি মহুয়া মৈত্রকে ফেমা সম্পর্কিত একটি মামলায় সমন পাঠিয়ে ২৮ মার্চ হাজিরার নির্দেশ দিয়েছিল। সেই সময় মহুয়া মৈত্র বলেছিলেন, লোকসভা নির্বাচনের প্রচারে ব্যস্ত থাাকায় তিনি হাজির হতে পারবেন না।

বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে সংসদে টাকার বদলে প্রশ্ন মামলায় লোকপালের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। লোকপালের তরফে এব্যাপারে তদন্তের নির্দেশ দেওয়া হয়। লোকপাল সিবিআইকে মহুয়া মৈত্রের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার নির্দেশ দিয়েছিল। সেইসঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ছয় মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছিল লোকপাল। লোকপাল তার আদেশে বলেছিল মহুয়া মৈত্রের বিরুদ্ধে ওঠা অভিযোগ মূল্যায়নের পরে দেখা গিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে প্রমাণ রয়েছে এবং তা খুবই গুরুতর প্রকৃতির। ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেছিলেন, শিল্পপতি গৌতম আদানি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে দুবাই ভিত্তিক ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে নগদ ও উপহারের বিনিময়ে লোকসভায় প্রশ্ন করেছিলেন মহুয়া মৈত্র। যদিও মহুয়া মৈত্র এই অভিযোগ অস্বীকার করেছিলেন।

নিশিকান্ত দুবে অভিযোগ করেছিলেন, মহুয়া মৈত্র লোকসভা সদস্য হিসেবে পোর্টালের লগইন পাসোয়ার্ড দর্শন হিরানন্দানিকে শেয়ার করেছিলেন। নিশিকান্ত দুবের অভিযোগ অনুযায়ী, মহুয়া মৈত্র লোকসভায় অন্তত ৫০ টি এমন প্রশ্ন করেছিলেন, যা হিরানন্দানি ও তার পরিবারের ব্যবসার সঙ্গে সম্পর্ক যুক্ত। বিজেপি সাংসদ আরও অভিযোগ করেছিলেন, এই প্রশ্ন করার পরিবর্তে মহুয়া মৈত্র নগদে দুই কোটি টাকা পেয়েছিলেন। মহুয়া মৈত্র নিজের লোকসভার পোর্টালের লগইন পাসোয়ার্ড শেয়ার করার বিষয়টি স্বীকার করে নিয়েছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, অভিযোগ ওঠার পরে লোকসভার অধ্যক্ষ এম বিড়লা একটি কমিটি গঠন করেন। সেখানে নিশিকান্ত দুবে, মহুয়া মৈত্র-সহ অনেকের বয়ান রেকর্ড করা হয়।

এরপর গত নয় নভেম্বর ক্যাশ ফর কোয়ারির অভিযোগে মহুয়া মৈত্রের লোকসভা সদস্যপদ বাতিলের সুপারিশ করা হয়। কমিটির ছয় সদস্য রিপোর্টের পক্ষে ভোট দেন এবং গত ডিসেম্বরে মহুয়া মৈত্রের লোকসভা সদস্যপদ খারিজ করা হয়। আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কৃষ্ণনগর আসন থেকে মহুয়া মৈত্রকে ফের মনোনয়ন দিয়েছে। তৃণমূল প্রার্থী আবারও তাঁর জয় নিয়ে আত্মবিশ্বাসী।

a month ago
Mamata: কালীপুজোর প্রস্তুতি, সোশ্যাল মিডিয়ায় বাড়ির পুজোর ছবি পোস্ট মুখ্যমন্ত্রী মমতার

রবিবার কালীপুজো। প্রতিবারের মতো এবারও কালীঘাটে তাঁর বাড়িতে পুজোর প্রস্তুতিতে ব্যস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেল থেকে তাঁর বাড়ির ছবি পোস্ট করলেন তিনি। ক্যাপশনে লিখেছেন, তাঁর বাড়ির ব্রহ্মময়ী। তাঁর চরণে শতকোটি প্রমাণ। রবিবার সন্ধ্যা থেকেই তাঁর বাড়ি হয়ে উঠবে ভিড়ে ঠাসা। 

দিন  কয়েক আগে নিজের বিধানসভা ভবানীপুরে বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মমতা। সেখানে কর্মীদের নানা কথার মধ্যেই জানান, প্রতিবারের মতো এবার বাড়ির পুজোতে তিনি উপোস করে ঠাকুরের ভোগ তৈরি করবেন। 

এবার পায়ের জন্য দুর্গাপুজোর উদ্বোধনে যেতে পারেননি। কিন্তু কালীপুজোর উদ্বোধনে গিয়েছিলেন স্বশরীরে। গত বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষ করেই মধ্য কলকাতার বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করেন তিনি। 

6 months ago
Social Work: বহরমপুরে ভবঘুরেদের পাশে বেসরকারি সংস্থা, দিলেন একবেলার আহারও

রাস্তায় কেউ অসুস্থ অবস্থায় পড়ে রয়েছেন, কিংবা কেউ দীর্ঘদিন ধরে ভবঘুরের মত রাস্তায় দিন কাটাচ্ছেন, আমরা কত জন তাঁদের কথা ভাবি? কতজনেরই বা এই ভাবনার প্রয়োজন আছে! এবার পথে দিন কাটানো ওই দুঃস্থ, ভবঘুরে মানুষদের পাশে এসে দাঁড়ালো মুর্শিদাবাদের বহরমপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বেশ কিছু পথশিশু ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের হাতে একবেলার খাবার তুলে দেওয়া হল ওই বেসরকারি সংস্থার তরফে।

জানা গিয়েছে, রবিবার সকালে বহরমপুরের রেল স্টেশন সংলগ্ন এলাকায়, রাস্তায় ভবঘুরে ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের হাতে তুলে দেওয়া হল এক বেলার খাবার। ওই বেসরকারি সংস্থা সূত্রে খবর, ওই স্বেচ্ছাসেবী সংস্থার পথচলা শুরু হয়েছিল তিন বছর আগে। দেখতে দেখতে অনেকটা পথ পার। গত দিন গুলিতে প্রয়োজন মত মানুষের পাশে থেকেছে ওই সংগঠনটি। ওই সংগঠনের তরফে সংগঠনের কোষাধ্যক্ষ রচিতা  বিশ্বাস বলেন, 'অভুক্ত মানুষদের হাতে খাবার তুলে দেওয়ার মত এই মহৎ কাজ শুরু হয় ৪-৫মাস আগে। এখন মাসে একবার এই আহার সাহায্য চলে। আমরা চেষ্টা করছি মাসে দুইবার এই প্রচেষ্টা করার।'

জানা গিয়েছে,  প্রতিমাসের প্রথম রবিবার এইভাবেই খাবার বিতরণ করে থাকেন সংস্থার সদস্যরা। মাসের শুধু প্রথম রবিবার নয়, অন্যদিনও যাতে দু'মুঠো আহারের ব্যবস্থা করা যেতে পারে সেই লক্ষ্যেই ছুটে চলেছেন তাঁরা। হিংসা হানাহানিতে যখন বিষাক্ত পৃথিবী, তখন এহেন কর্মকাণ্ডে যেন পৃথিবী শুদ্ধিকরণ ঘটে। মানুষ মানুষের জন্য সেকথাই আরও একবার প্রমাণ করলেন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। রবিবার ওই সংগঠনের আরও এক সদস্যা পাপড়ি বাঁঠিয়া বলেন, 'এই সংস্থা সবার জন্য, সবার পাশে থাকার চেষ্টা করে, গত তিন বছর ধরে এই প্রচেষ্টা একই ভাবে চলছে। আমরা এই সংস্থাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যাতে সমাজের সমস্ত শ্রেণীর প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে পারি।'

6 months ago


Social Media: শিশু যৌনতা নিয়ে কনটেন্ট অবিলম্বে সরাতে হবে, সোশ্যাল মিডিয়াকে নোটিশ কেন্দ্রের

শিশুদের নিরাপত্তার কথা ভেবে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। এবারে শিশু যৌন নির্যাতন (Child Abuse) সংক্রান্ত সমস্ত ধরনের কনটেন্ট সরিয়ে ফেলার জন্য পরামর্শ দিল কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রক। সূত্রের খবর, শুক্রবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স, ইউটিউব এবং টেলিগ্রামকে এ বিষয়ে নোটিশ পাঠিয়ে সতর্ক করেছে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রক। কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেছেন 'ভারতীয় ইন্টারনেট অপরাধমূলক ও ক্ষতিকারক কনটেন্টের জন্য জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আর তা কার্যকর করা হবে।'

কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, "সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে যে কোনও শিশু যৌন নির্যাতনের কনটেন্ট অবিলম্বে এবং স্থায়ীভাবে অপসারণ করতে হবে। সেগুলি যাতে কেউ ব্যবহার করতে না পারে, সেই ব্যবস্থাও করতে হবে। ভবিষ্যতে যাতে শিশুদের যৌন নির্যাতনের বিষয়গুলি আর ছড়াতে না পারে, তার জন্য কনটেন্ট মডারেশন অ্যালগরিদম এবং রিপোর্টিং মেকানিজমের মতো সক্রিয় পদক্ষেপ করতে হবে।"

কেন্দ্রীয় মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, যদি সোশ্যাল মিডিয়াগুলো এই নোটিশের পরও দ্রুত কোনও পদক্ষেপ না নেয়, তাহলে আইটি অ্যাক্টের ৭৯ ধারার অধীনে তাদের নিরাপদ আশ্রয় প্রত্যাহার করা হবে ও তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

7 months ago
Sonarpur: সামাজিক মাধ্যমে প্রেম থেকে বিয়ে, তারপর যা চরম পরিণতি হল দ্বাদশ শ্রেণির...

সোশ্যাল মিডিয়ায় আলাপ থেকে প্রেম, তারপর বিয়ে। বিয়ের তিন মাসের মধ্যেই দাম্পত্য জীবনে শুরু হয় টানা পোড়েন। যার ফলে অকালে ঝরে গেল একটি জলজ্যান্ত প্রাণ। এই ঘটনায় ওই স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পুলিস সূত্রে খবর, মৃতার নাম পিঙ্কি মাইতি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। 

জানা গিয়েছে, দ্বাদশ শ্রেণির ছাত্রী পিঙ্কি মাইতির সঙ্গে সোশাল মিডিয়ায় আলাপ হয়েছিল সোনারপুরের যুবক ঈশান দাসের। তারপরেই প্রেমের সম্পর্কে আবদ্ধ হয় তাঁরা। তিনমাস আগে পরিবারের অমতে বাড়ি থেকে পালিয়ে ঈশানকে বিয়ে করেছিল পিঙ্কি। কিন্তু বিয়ের পর থেকেই পিঙ্কির উপর শুরু হয় অত্যাচার। এরপর হঠাৎই পিঙ্কির দিদির কাছে ফোন আসে যে, তাঁর বোন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তড়িঘড়ি হাসপাতালে গিয়ে দেখেন অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে পিঙ্কি। শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পাওয়া গিয়েছে তাঁর। 

এই ঘটনায় ঈশান সহ তার পরিবারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয় সোনারপুর থানায়। অভিযোগের ভিত্তিতে ঈশানকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিস। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃতার পরিবার।

8 months ago


Speial story: "তরুণ সমাজ তোমাদের আশায় সমাজের নাগরিকবৃন্দ"

দেশের যুবসম্প্রদায় হলো শক্তির উত্স। দেশের মানুষ তাদের কাছ থেকে অনেক কিছু আশা করে। তারা যদি দেশের মানুষের পাশে দাঁড়ায় তাহলে সাধারণ মানুষ তাদের অধিকার সম্পর্কে কতটা সচেতন, তা একমাত্র তরুণ সমাজই অনুধাবন করতে পারে। এখন তরুণ সমাজকে প্রথমে দেশকে জানতে হবে। দেশের সমাজ সংস্কৃতিকে ভাল করে বুঝতে হবে। নাগরিকদের অধিকার সুরক্ষা করার জন্য় সমাজ সেবামূলক কর্মসূচী গ্রহন করতে হবে। ক্রমবর্ধমান জনসংখ্য়া, সাম্প্রদায়িকতা, সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ ভারতবর্ষের সংহতি বিনষ্ট করছে। তাই দেশের নাগরিক হিসাবে দেশ সেবার ক্ষেত্রে প্রত্য়েক নাগরিকের দায়িত্ব ও কর্তব্য় রয়েছে। দেশের জন্য় আমরা, দেশ না থাকলে, আমাদের অস্তিত্ব যে বির্পযস্ত, একথা উপলব্ধি করলে দেশ গঠনের উপযোগিতা চোখের সামনে ভেসে উঠবে। তাই দেশকে গঠন করার লক্ষ্য়ে দেশের সেবার প্রয়োজনীয়তা আছে। এই ব্য়াপারে সর্বাগ্রে তরুণ সমাজই একমাত্র উপযুক্ত-একথা বলাই বাহুল্য়।

 তরুণ সমাজকে ভাবতে হবে, রাতের গভীরে ফুটে আছে সকাল, তাকেই নিয়ে আসতে হবে এই জীবনে। যা কিছু অসত্য়, যা কিছু মিথ্য়া, তাকে অতিক্রম করে সত্য়কে প্রতিষ্ঠা করা মানবজীবনের সার্থকতা। একথা তরুণ সমাজকে ভাবতে হবে, বুঝতে হবে। আমাদের জীবনের সংগ্রামই হলো-অন্ধকার থেকে আলোয় আসা। রাত্রির অন্ধকার চিরস্থায়ী নয়, একসময় অন্ধকার ভেদ করে ফুটে উঠবে সকাল। তখন সবকিছু দৃশ্য়মান হয়ে যাবে। অতএব তরুণ সমাজকে জাগ্রত থাকতে হবে, তাদের মাথায় নৈতিকতার আকাশ। সেখানে আলো তাদের ফোটাতেই হবে। মানুষের কাছে তরুণ সমাজ ঝড়ের বার্তা, আগাম জানিয়ে সেটা রোধ করার জন্য় তাদের এগিয়ে এসে, সমাজকে কলুষ মুক্ত করার জন্য় সতর্ক হয়ে কর্মে প্রবেশ করতে হবে। তরুণ সমাজকে ভাবতে হবে, জীবনের নানান অন্ধকারকে দূর করতে পারলে জীবন সত্য়ের আলোয় উদ্ভাসিত হবেই। 

9 months ago
Youth: নবপ্রজন্ম সাহিত্যের হাত ধরে সমাজপথে এগিয়ে চলুক

সৌমেন সুর: এই বিষয়টি নব প্রজন্মের কাছে তুলে ধরতে চাই। তারাই দেশের আগামী শেকড়। তাদেরকে সুন্দরভাবে বাঁচতে হবে। বাঁচতে গেলে রসদ চাই। সেই রসদের একটা অংশ- সাহিত্য। সাহিত্যকে জানতে হবে, বুঝতে হবে। এই প্রজন্ম, মন্মথ রায় কে জানে না। রমাপদ চৌধুরীকে চেনে না, প্রভাত মুখোপাধ্যায়ের নাম শোনেনি, মানিক বন্দ্যোপাধ্যায়কে চেনে না- শুনে আমি ভীষণ স্তম্ভিত হয়ে গেলাম। এরপর ভাবলাম, আমার কর্তব্যটুকু অন্তত করি। সাহিত্যের উপযোগিতাটা তুলে ধরি।  প্রথমে বলি,  ' Feeling is not a particular content, but the whole universe Subspecie intuition। ' সাহিত্য সমাজের দর্পণ, তবে হুবহু অনুকরণ নয়, এর সাথে আছে কবি- সাহিত্যিকের আপন মনের মাধুরী, তখনই সৃষ্টি হয় ধ্রুপদী সাহিত্য। সাহিত্যের অর্থ হলো পারস্পরিক যোগ। একেরসঙ্গে বহুর মিলন ঘটিয়ে সাহিত্য আত্মীয়তার সূত্র তৈরি করে। তবে বর্তমানে ব্যস্ত জীবনে সাহিত্য পাঠের অবকাশ কমলেও এর প্রয়োজনীয়তাকে অস্বীকার করা যায় না। মানুষ আর প্রকৃতি নিয়েই সাহিত্যের জীবন। সাহিত্য না পড়লে জ্ঞান সঞ্চয় হয় না। একজন জ্ঞানী মানুষ আর একজন অজ্ঞান মানুষ আকাশ পাতাল তফাৎ। 

সাহিত্য সমাজের মাটিতে ফোঁটা ফুল। তবে হুবহু দর্পণ নয়, তার সঙ্গে মিশে আছে আপন মনের মাধুরী। সাহিত্য সমাজের একটি বিচিত্র সুন্দর সংগ্রহশালা। এই সংগ্রহশালা থেকে আহরণ করে নিতে হবে অজানা তত্ত্ব। আসলে পড়তে হবে। পড়লে দোষ কোথায়!  পড়লে বরং জ্ঞান বাড়ে। না পড়লে অজ্ঞানী হয়ে থাকতে হয়। কোনটা শ্রেয়, সেটা বোঝার চেষ্টা করুন। কে নাট্যকার, কে কবি, কে সাহিত্যিক, কে লেখক- তারা কি লিখেছেন, তারা কেন নক্ষত্র, এগুলো বুঝতে হবে। জানতে হবে। 

সবশেষে বলি, সাহিত্য হল আমাদের আনন্দের আশ্রয়, অবকাশের সঙ্গী, দুঃখের সান্ত্বনা এবং ন্যায় বিচারের হাতিয়ার। সাহিত্য আমাদের হৃদয়কে প্রস্ফুটিত করে। নব প্রজন্মকে অনুরোধ- সাহিত্যকে মনে প্রাণে ভালোবেসে- অফুরন্ত জ্ঞান আহরণ কোরে, নিজেকে প্রকাশ করুন শিক্ষিত মানুষ হিসেবে।

10 months ago
Humanity: শুধু রাষ্ট্র কিংবা প্রশাসন নয়, এ লজ্জা এড়াতে পারেন না আপনিও

মণি ভট্টাচার্য: নেহাত লজ্জাই বটে এবং এ লজ্জা সবারই। কথা বলছি রাষ্ট্রের একপ্রান্ত মণিপুর ও অন্যপ্রান্ত মালদহের ঘটনা নিয়ে। না, দুটি ঘটনা আমি গুলিয়ে না ফেললেও, উভয় ক্ষেত্রেই যে আমাদের মানবিকতা ও সমাজতান্ত্রিক অবক্ষয় হয়েছে সেটা বলা যায়। অনেক ক্ষেত্রে কিছু ঘটনায় প্রশাসন কিংবা পুলিস, এদের কিছুই করার থাকে না, তখন সহায় হয় কেবল মানুষই। যেমন ধরুন এই মালদহ কিংবা মণিপুর। উভয় ক্ষেত্রেই একটি বড় অংশের মানুষ কেবল এই দৃশ্যগুলো দেখেছে, উপভোগ করেছে, তর্কের খাতিরে যদি ধরেও নিই যে উপভোগ করেনি, তাহলেও তাদের পক্ষে এই ঘটনার দায় এড়ানো অসম্ভব। কারণ তারা হয়তো চাইলেই এই ঘটনাগুলি আমাদের লজ্জার কারণ হওয়া থেকে রুখতে পারত।

দীর্ঘদিন ধরেই অশান্ত মণিপুর। এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছে একদল যুবক দুটি মহিলাকে যৌন নিগ্রহ করতে করতে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে (ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন-ডিজিটাল)। যা নিয়ে তোলপাড় হয় গোটা দেশ। এরপর স্বয়ং প্রধানমন্ত্রীও নড়েচড়ে বসেন এবং এ ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেন। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরও এ ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেন। এরপরই গ্রেফতার হয় এ ঘটনার মূল অভিযুক্ত এক যুবক। এরপর ওই যুবকের বাড়ি ঘর ভেঙে পুড়িয়ে দেন স্থানীয় মহিলারাই।

অন্যদিকে, মালদহে লেবু চুরির অপবাদে দুই মহিলাকে ভরা বাজারের সামনে কার্যত জুতোপেটা করলেন মহিলারাই। মারধর করা হল বিবস্ত্র অবস্থায়। সেই অবস্থাতেই পুলিস চুরির অভিযোগে নির্যাতিতা মহিলাদেরই গ্রেফতার করল। এই ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। গ্রেফতার করা হয় এই ঘটনায় জড়িত থাকা পাঁচ অভিযুক্তকে।

কিন্তু প্রশ্ন থাকছেই। পৃথক ধরনের দুই ঘটনাতেই প্রশাসন ও পুলিস দায় এড়াতে পারে না। ফলে তাঁদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ রয়েছেই। কিন্তু সমান ভাবে দায়ী ওই মানুষ গুলিও যারা এই দুর্বিসহ অন্যায় হতে দেখেও চুপ করে দাঁড়িয়েছিলেন। বাধা তো দেনই নি, বরং অন্যায় দেখে এক প্রকার উল্লাস করছিলেন।

মণিপুরের ঘটনা সামনে আসতেই, যেমন বিক্ষোভ প্রতিবাদ দেখিয়েছে দেশ, তেমনই মালদহের ঘটনা সামনে আসতেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য তথা গোটা দেশ। কিন্তু প্রশ্ন কেবল রাষ্ট্র কিংবা প্রশাসনকে নিক্ষেপ করে বা তীরে বিধে নয়। প্রশ্ন মানবিকতার, প্রশ্ন মানবিক ন্যায়দণ্ডেরও। মনিপুরের ঘটনা কিংবা মালদহের ঘটনা, এই ঘটনায় যারা দূর থেকে দাঁড়িয়ে দেখছিলেন কিংবা ওই অন্যায়ের ভিড়ে মিশে গিয়েছিলেন, তারা চাইলেই কি এই ঘটনার রুখতে পারতেন না, হয়তো পারতেন। কিংবা পারতেন না। প্রশ্ন সেখানে নয়, প্রশ্ন অন্যায় রোখার চেষ্টা করেছিলেন কি! উত্তর যদি না হয়, তবে বিবস্ত্র নারীকে হেনস্তার লজ্জা শুধু রাষ্ট্রের কিংবা প্রশাসনের নয়, লজ্জা আমার এবং আপনারও।

10 months ago


Job: দুবাইতে কাজে গিয়ে প্রতারণার শিকার ৪৫ জন বাঙালিকে রাজ্যে ফেরানোর আশ্বাস মন্ত্রীর

দুবাইতে (Dubai) কাজে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন ৪৫ জন বাঙালি (Bengali)। বাড়ি ফিরতে চেয়ে সামাজিক যোগাযোগ (Social Media) মাধ্যমে তাঁরা করুণ আর্তি জানিয়েছেন, ইতিমধ্যে ভাইরাল (Viral Video) সেই ভিডিও। জানা গিয়েছে, ওই ৪৫ জনের বাড়ি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা, নদিয়া সহ বিভিন্ন জেলায়। সোমবার সিএন এই খবর সম্প্রচার করে। সেই খবর দেখে বুধবার সকালে মন্ত্রী শান্তনু ঠাকুর প্রতারিতদের পরিবারের লোকজনকে ডেকে পাঠালেন। আর দুবাইতে আটকে পড়া সকলকে ফেরাবে বলে তাদের আশ্বস্ত করলেন তিনি।

আটক ওই বাঙালি পরিযায়ী শ্রমিকদের দাবি, নদিয়ার একজন এজেন্ট নাজমুল তাঁদের কাছ থেকে লক্ষাধিক টাকা নেয় দুবাই শহরে কাজ দেবে বলে। গত একমাস আগে তাঁদেরকে দুবাইতে নিয়ে গিয়ে একটি হোটেলে রেখে পাসপোর্ট কেড়ে নেয়। কোনও রকম কাজও দেয় না বলে অভিযোগ। বর্তমানে অনাহারে দিন কাটছে তাঁদের। এরফলে বাড়ি ফেরার কাতর আর্জি জানাচ্ছেন তাঁরা। দুঃশ্চিন্তায় রয়েছেন পরিবার পরিজনেরা।

10 months ago
Metro: ফের চর্চায় 'দিল্লি মেট্রো', দুই শক্তিমানের লড়াইয়ের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, দেখুন

ফের চর্চায় দিল্লি মেট্রো (Delhi Metro)। প্রায়শই কিছু না কিছু ঘটেই চলেছে রাজধানীর মেট্রোয়। কখনও পোশাক নিয়ে বিতর্ক, কখনও যুগলের চুম্বন, কখনও আবার বসার জায়গা নিয়ে দুই যাত্রীর মধ্যে চুলোচুলি, এই সব কিছু নিয়েই দিল্লির বুক চিড়ে যাত্রী বহন করে চলেছে দিল্লি মেট্রো। এবার মেট্রোর মধ্যে দুই ব্যক্তির মারপিটের ভিডিও প্রকাশ্যে (Viral Video) এসেছে। যদিও সেই ভিডিওর (Social Media) সত্যতা যাচাই করেনি সি এন পোর্টাল।

ভাইরাল ওই ভিডিওতে দেখা গিয়েছে, দুই ব্যক্তির মধ্যে কোনও একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। সেখান থেকে মারপিটে পৌঁছয়। দুজনেই একে অপরকে চড়-কিল-ঘুষি  মারতে থাকে। বাকি মেট্রো যাত্রীরা তাঁদের সামাল দেওয়ার চেষ্টা করলেও বিশেষ কিছু লাভ হয়নি। তবে স্টেশন চলে আসায় মারপিট থামিয়ে তাঁদের মধ্যে হঠাৎই এক জন মেট্রো থেকে নেমে যান।

ভিডিওটি প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে বিবৃতি জারি করেছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি)। এই প্রসঙ্গে, ডিএমআরসির জনসংযোগ আধিকারিক অনুজ দয়াল বলেন, ‘‘আমরা অনুরোধ করছি যাতে মেট্রোতে ভ্রমণ করার সময় যাত্রীরা সঠিক আচরণ করেন। কোনও যাত্রীর আপত্তিকর আচরণ লক্ষ করলে অন্যরা যেন অবিলম্বে ডিএমআরসির হেল্পলাইন নম্বরে যোগাযোগ করেন। মেট্রোর নিরাপত্তা কর্মীরা ইতিমধ্যেই যাত্রীদের অভব্য আচরণ বন্ধ করতে নজরদারি বাড়িয়েছে।’’

ভাইরাল হতেই ভিডিওটিতে একাধিক মন্তব্য করেন নেটাগরিকরা। কেউ কেউ মজার ছলে বলে বসেন, দুই শক্তিমানের লড়াই চলছে।

11 months ago


MSD: মাঝ আকাশে মন জিতলেন মাহি, কেন জানেন!

ফের মন জিতলেন মাহি (MSD)। তবে এবার মাঠে নয়, একেবারে আকাশে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি ভিডিও ভাইরাল (Viral) হয়েছে। যেখানে দেখা যাচ্ছে উড়ানে সফর করছেন মহেন্দ্র সিং ধোনি। আর তাঁকে সামনে পেয়ে আপ্লুত ওই উড়ানের সেবিকারা। ধোনির জন্য এক থালা চকোলেট সাজিয়েও আনা হয়েছে। বিমান সেবিকাদের অনুরোধে সেই চকোলেট গ্রহণও করেছেন ধোনি। 

আইপিএলে চেন্নাই সুপার কিংসকে চ্যাম্পিয়ন করিয়ে এখন ক্রিকেট থেকে আপাতত বিশ্রামে রয়েছেন মাহি। সম্প্রতি মুম্বইয়ে তাঁর হাঁটুতে অপারেশনও রয়েছে। এই হাঁটুর চোট নিয়ে গোটা আইপিএল খেলেছেন। কিন্তু কখনও তাঁর চোট বাকিদের বুঝতে দেননি। আবার মাঠে ফিরবেন, এমন আশ্বাসই আমেদাবাদ থেকে তাঁর ভক্তদের দিয়েছেন মাহি।

11 months ago
Punjab: পঞ্জাবের মোহালিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পার্কিং জোনের একাংশ, ক্ষতিগ্রস্ত বহু গাড়ি

তাসের ঘরের মতো ভেঙে পড়ল দোতলা পার্কিং জোনের একাংশ। ক্ষতিগ্রস্ত হল বেশ কয়েকটি গাড়ি এবং বহু বাইক। দুর্ঘটনায় কোনও হতাহতের খবর নেই। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর পৌনে ১টা নাগাদ পঞ্জাবের (Punjab) মোহালির (Mohali) সেক্টর ৮৩-তে। দুর্ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral)।

মোহালির পুলিস সূত্রে জানা গিয়েছে, গত বেশ কয়েকদিন ধরে পার্কিং জোনের পাশেই চলছিল একটি ভবনের বেসমেন্ট তৈরির কাজ। বুধবার দুপুরে নির্মীয়মান ভবনের কাজ চলকালীন হঠাৎ পার্কিং জোনটি ধসে পড়ে। ঘটনায় পার্কিং জোনে থাকা অন্তত ১২টি গাড়ি কমবেশি ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে বেশ কয়েকটি গাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পুলিস।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই ভেঙে পড়া পার্কিং লটের পাশে একটি বিল্ডিং -এ ছিল বেশ কয়েকটি অফিস। ওই অফিসের কর্মীরাই তাঁদের গাড়ি দোতলা পার্কিং লটে রাখেন। ঘটনার সময় ওই পার্কিং জোনে কেউ না থাকায়, কোনও হতাহতের ঘটনা ঘটেনি। হঠাৎ পার্কিং জোন ধসে পড়ায়, আতঙ্ক তৈরি হয় স্থানীয়দের মধ্যেও।

মোহালির ডিএসপি হরসিমরান সিং জানিয়েছেন, পার্কিং জোনের একাংশ ধসে পড়ার ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মোটরবাইক। প্রায় ৯ থেকে ১০টি বাইক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। এছাড়া ২টি চারচাকার গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন। তবে, দুর্ঘটনার সময় পার্কিং জোনটিতে কোনও মানুষ না থাকায়, বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন মোহালি পুলিসের ওই ডিএসপি।

11 months ago
Mobile: জামার পকেটে রাখা মোবাইল ফেটে আগুন বৃদ্ধের গায়ে! দেখুন সেই ভিডিও

মোবাইল ফেটে (Mobile exploded) মৃত্যুর খবর এর আগে বহুবার শোনা গিয়েছে। ফের মোবাইল বিস্ফোরণেরে জন্য খবরের শিরোনামে উঠে এল কেরল (Kerala)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। প্রতিদিনের অভ্যাস মতো ঘটনার দিনও চা খেতে বেরিয়েছিলেন বছর সত্তরের ইলিয়াস। চা-এর দোকানে বসে আরাম করে চা খাচ্ছিলেন। আর জামার পকেটে ছিল তাঁর মোবাইল ফোনটি। আচমকা কিছু বুঝে ওঠার আগেই বিস্ফোরণ হয়। সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (Social Media)। যদিও ভিডিয়োটির (Viral Video) সত্যতা যাচাই করেনি সিএন পোর্টাল।

জানা গিয়েছে, ইলিয়াস নামের ওই ব্যক্তি মারাত্তিচালের বাসিন্দা। পাড়ারই একটি দোকানে চা খেতে গিয়েছিলেন তিনি। তখনই এই দুর্ঘটনা ঘটে। ভিডিওতে দেখা গিয়েছে, ওই ব্যক্তির জামায় আচমকা আগুন ধরে যায়। মোবাইলটি পকেট থেকে বার করে বাইরে ফেলে দেন। কিন্তু জামার আগুন নেভাতে হিমশিম খেতে হয়েছে তাঁকে। দোকানের মালিককেও ছুটে আসতে দেখা যায় ভিডিওতে। তিনিও আগুন নেভাতে এগিয়ে যান।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ব্যাটারি গরম হওয়ার কারণে মোবাইলটি ফেটে যায়। এর আগেও এরকম বহু ঘটনা ঘটেছে। যার ফলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন অনেকে। শিশু মৃত্যুর মতো মর্মান্তিক দুর্ঘটনাও ঘটেছে।

12 months ago


Amitabh: পাকিস্তানের খুদে ক্রিকেটারের ভিডিও শেয়ার করে সমালোচনার মুখে অমিতাভ

বলিউডের বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) সামাজিক মাধ্যমে (Social Media) বেশ সক্রিয়। কাজের ফাঁকে কিংবা অবসরে সামাজিক মাধ্যমে নানা ভিডিও পোস্ট করে থাকেন তিনি। তাঁর সামাজিক মাধ্যমের নিউজফিডে আধ্যাত্মিক ছবি বা ভিডিও বেশি থাকলেও, কখনও মজার আবার কখনও নানা শিক্ষণীয় ভিডিও শেয়ার করে থাকেন অমিতাভ। শেহেনশাহের ভক্ত সংখ্যা অনেক। তাঁর বেশিরভাগ পোস্টের প্রতিক্রিয়ায় নেটিজেনদের ভালো মন্তব্য থাকলেও সমালোচনাও জোটে কপালে। এই যেমন সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছিলেন অমিতাভ, সেই পোস্টেই বিগ-বিকে তোপ দাগতে ছাড়েননি সাধারণ মানুষ।

অমিতাভ বচ্চন নিজের সামাজিক মাধ্যমে যে ভিডিওটি শেয়ার করেছিলেন তাতে দেখা গিয়েছে, এক খুদে ক্রিকেট খেলছে। প্রত্যেক বলেই চার-ছয় হাঁকাচ্ছে বাচ্চাটি। এই ভিডিও গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিও অমিতাভও দেখেছেন। সামাজিক মাধ্যমে ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, 'ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ খুব ভালো হাতে রয়েছে।' এই থেকেই সূত্রপাত সমালোচনার।

View this post on Instagram

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan)

নেটিজেনরা বলছেন, অমিতাভের শেয়ার ভিডিওর ক্যাপশনে ভুল তথ্য লিখেছেন তিনি। এই খুদে না কি পাকিস্তানবাসী। ফলে তাঁর হাতে ভারতীয় ক্রিকেট থাকবে, এই কথাতেই আপত্তি নেটিজেনদের। সকলে অবশ্য এমনটা ভাবছেন না, কেউ কেউ পাকিস্তান থেকেই অমিতাভকে ধন্যবাদ জানাচ্ছেন বাচ্চাটির ভিডিও শেয়ার করার জন্য। আবার ক্রিকেটের হাত ধরে ভারত-পাকিস্তানের মিলন হবে, একথাও প্রকাশ করছেন নেটিজেনরা।


12 months ago
Anindya: প্রতারণা ও মহিলাদের কটূক্তি করার অভিযোগে গ্রেফতার তৃণমূল ঘনিষ্ঠ ইউটিউবার

প্রতারণা (Fraud) ও সোশ্যাল মিডিয়ায় (Social Media) মহিলাদের কটূক্তি করার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তৃণমূল (TMC) ঘনিষ্ঠ ইউটিউবার অনিন্দ্য চৌধুরী। মঙ্গলবার সন্ধ্যায় বাঁশদ্রোণী থানার  পুলিস তাঁকে গ্রেফতার করেন। আজ সন্ধ্যায় তাঁর জামিন হয়, জামিন হবার পর আদালত চত্তরে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।  কলকাতা পুলিস ও জেলা পুলিসের বেশ কিছু থানায় অনিন্দ্যর বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সরকারি বিভিন্ন দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ এর আগে উঠেছিল তার বিরুদ্ধে। মঙ্গলবার গভীর রাতে থানায় জিজ্ঞাসাবাদ করতে নিয়ে যাওয়া হয়। ওখানেই রাট ১ টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া তৃণমূল ঘনিষ্ঠ ইউটিউবারেরে বিরুদ্ধে অভিযোগ বহু। সূত্রের খবর, কোনও ব্যক্তির কাছ থেকে ড্রাগ লাইসেন্স করে দেওয়ার নামে নিয়েছেন প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকা। কিন্তু আদতে ওই ব্যক্তি লাইসেন্স পায় নি। আবার কারোর অভিযোগ স্বাস্থ্য দফতরে চুক্তিভিত্তিক পদে কাজ দেওয়ার জন্য নিয়েছেন অনেক টাকা। কাউকে বিধায়ক ও কাউন্সিলর পদের টিকিট পাইয়ে দেওয়ার নাম করেও লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছেন তিনি।

পুলিস সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ায় এক মহিলাকে অশ্লীল মন্তব্য ও হুমকি দেয় বলে অভিযোগ এই অনিন্দ্য চৌধুরী। মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার ইউটিউবার অনিন্দ্য চৌধুরী বলে অভিযোগ। বাঁশদ্রোণী থানার পুলিশ গতকাল বেলঘড়িয়া থেকে অনিন্দ্য চৌধুরী কে গ্রেফতার করে। ধৃতকে আজ আলিপুর আদালতের পেশ করা হলে নিজেদের হেফাজতে চেয়ে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাবে বাঁশদ্রোণী থানার পুলিশ।

12 months ago