Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

rohit

Virat: বিরাটকে নিয়ে এবার মুখ খুললেন রোহিত, কী বললেন তিনি!

বিদেশে বিরাট কোহলি'র ক্রমাগত ব্যাডপ্যাচ নিয়ে ফের প্রশ্ন করা হল রোহিত শর্মাকে। এই বিষয়ে প্রাক্তন ভারত অধিনায়ক এবং তাঁর ফর্ম নিয়ে বিস্তারিত বললেন 'হিটম্যান'। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, বিদেশে টেস্টে ৫ বছর ধরে বিরাট কোহলির ব্যাটে যে শতরানের খরা, তা নিয়ে তিনি কী মনে করেন।

তিনি উত্তরে জানান, 'আমি বহুবার এই প্রশ্নের জবাব দিয়েছি। কে কত রান করেছে, কে কত উইকেট নিয়েছে, এইসব বিষয়ে মানুষ বাইরে বসে কিছু না জেনেই কথা বলতে আরম্ভ করে। দলের ভিতরের কথা ভিতরেই থাকে। আমরা বাইরে থেকে আসা কথায় কান দিই না। আমরা কেমনভাবে ম্যাচ বা সিরিজ জিততে পারি, শুধু তাই নিয়েই আমাদের আগ্রহ। এটা আমি আগেও বলেছি, ভবিষ্যতেও একই কথা বলব।'

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে দুর্দান্ত শতরানের 'পুরস্কার' পেলেন রোহিত শর্মা। এক লাফে বিশ্ব ক্রিকেটে আইসিসি-র টেস্ট ব্যাটারদের তালিকায় নবম স্থানে উঠে এলেন তিনি।

9 months ago
Rohit: ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে অধিনায়ক রোহিতের উপর বিরক্ত গাভাস্কার

বুধবার থেকে নতুন সিরিজ। ডোমিনিকা থেকে শুরু হবে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন অভিযান। তার আগেই ফের ভারত অধিনায়ক (Captain) রোহিত শর্মার (Rohit Sharma) উপর বিরক্তি প্রকাশ করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। প্রথম টেস্ট শুরুর আগে সানির বক্তব্য, বিশ্বকাপের আগে রোহিতকে আরও ফোকাস হতে হবে। ওয়েস্ট ইন্ডিজ সফরেও ভারতীয় দলকে দেখে মনে হচ্ছে যেন ছুটি কাটাতে গিয়েছে। এই অভিযোগও করেছেন সানি গাভাসকর।

এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় দল। গাভাসকরের মতে, এই সিরিজ থেকে নিজেদের ভুল শুধরে নিতে পারেন ভারতীয় ব্যাটাররা। কারণ, ওভালে তাঁরা যে ভুল করেছিলেন, তা এখনও ক্ষমা করা যাচ্ছে না। কিন্তু ভুল শুধরে নেওয়া তো দূরের ব্যাপার। সানি মনে করেন, ক্যারিবিয়ান সিরিজে ভারতীয় দলকে দেখে মনে হচ্ছে, দীর্ঘ ক্রিকেটের পর সবাই ছুটি কাটাতে এসেছেন।

শুধু রোহিত শর্মা নন, গাভাসকরের তোপ কোচ রাহুল দ্রাবিড়ের দিকেও। সানির দাবি, ভারতীয় দলে আরও শৃঙ্খলা প্রয়োজন। এই ব্যাপারে তিনি জানান, সৌরভ ও ধোনির সময় এমনকী, বিরাটের সময়েও ভারতীয় দলে যে শৃঙ্খলা ছিল, এখন তার অনেক ঘাটতি। রাহুল দ্রাবিড়ের মতো কোচের কাছে এটা তিনি আশা করেন না।

10 months ago
India: আগারকার ফেরার পর টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়লেন বিরাট, রোহিতরা

আগারকার (Agarkar) ফেরার পরেই দল থেকে বাদ পড়লেন বিরাট (Virat), রোহিতরা (Rohit)! ওয়েস্ট ইন্ডিজ সফরে টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই। টিমে নেই বিরাট কোহলি ও রোহিত শর্মা। অধিনায়ক হার্দিক পান্ডিয়া। সহ অধিনায়ক সূর্যকুমার যাদব। দলে ফিরলেন সঞ্জু স্যামসন। এছাড়াও একঝাঁক তারকা এবার টিটোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন। দলে এসেছেন তিলক ভার্মা, যশস্বী জয়সওয়াল। সুযোগ পেয়েছেন বাংলার পেসার মুকেশ কুমার।

বোর্ডের নির্বাচক প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম দল ঘোষণা অজিত আগরকরদের। দায়িত্ব নেওয়ার পরই টি টোয়েন্টি দল বেছে নিল নির্বাচক কমিটি। ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টেস্ট টিমও বেছে নিতে হবে তাঁদের। এরপরই আসল পরীক্ষা। এশিয়া কাপের দল ঘোষণা করবেন আগরকররা।

কারা কারা রয়েছেন টি টোয়েন্টি দলে: 

হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ অধিনায়ক), ইশান কিষাণ, সঞ্জু স্যামসন, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, অক্ষর প্যাটেল, যুজভেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, উমরান মালিক, আবেশ খান, মুকেশ কুমার।

10 months ago


Arshdip: ম্যাচ জিতিয়েও বদনাম কাঁধে, আইপিলের বড় ক্ষতি করলেন অর্শদীপ সিং

দুর্দান্ত বল করলেন অর্শদীপ সিং (Arshdip Singh)। মুম্বই ইন্ডিয়ান্সের (MI) বিরুদ্ধে শেষ ওভারে জ্বলে উঠলেন তিনি। অর্শদীপের জন্যই কাছে গিয়েও ম্যাচ জিততে পারলেন না রোহিত শর্মারা (Rohit Sharma)। দলকে জেতালেও অর্শদীপের জন্য আইপিএলের বড় আর্থিক ক্ষতি হয়ে গেল।

মুম্বইয়ের বিরুদ্ধে শেষ ওভারে বল করতে গিয়েছিলেন অর্শদীপ। তখন জেতার জন্য দরকার ছিল ১৬ রান। আইপিএলে ৬ বলে ১৬ রান তাড়া করা খুব কঠিন নয়। তখন ব্যাট করছেন টিম ডেভিড ও তিলক বর্মা। দু’জনেই বড় শট খেলতে পারেন। অর্থাৎ, জেতার সুযোগ বেশি ছিল মুম্বইয়ের।

অর্শদীপের প্রথম বলে ১ রান নেন ডেভিড। পরের বলে রান হয়নি। তৃতীয় বলে তিলককে বোল্ড করে দেন অর্শদীপ। তাঁর ইয়র্কার মিডল স্টাম্পে গিয়ে লাগে। স্টাম্প দু’ভাগ হয়ে যায়। পরের বলে আবার বোল্ড করেন অর্শদীপ। এ বার তাঁর শিকার নেহাল ওয়াধেরা। সেই বলটিও মিডল স্টাম্পকে দু’ভাগ করে দেয়। পঞ্চম বলে কোনও রান হয়নি। শেষ বলে হয় ১ রান। অর্থাৎ, শেষ ওভারে মাত্র ২ রান দেন অর্শদীপ। ১৩ রানে ম্যাচ হারে মুম্বই।

কিন্তু অর্শদীপ দু’বার স্টাম্প ভাঙায় আইপিএলের বড় ক্ষতি হয়ে গিয়েছে। এলইডি আলো যুক্ত স্টাম্পের একটি সেটের দাম ২৪ লক্ষ টাকা। একটি স্টাম্প ভেঙে গেলে পুরো সেটটিই বদল করতে হয়। অর্থাৎ, দু’টি সেট নষ্ট করেছেন অর্শদীপ। ৪৮ লক্ষ টাকা লোকসান হয়েছে আইপিএলের।

one year ago
Gill: কিউইদের বিরুদ্ধে ১৪৫ বলে ২০০ শুভমানের, হায়দরাবাদ ওডিআইতে একাধিক নজির তরুণ তুর্কির

নিউজ়িল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে প্রথম ওডিআই (ODI Match) ম্যাচে দ্বিশতরান শুভমন গিলের। ১৪৫ বলে ওভার বাউন্ডারি মেরে করা এই দ্বিশতরানের সঙ্গে তিনি (Shubman Gill) গড়লেন আরও একাধিক নজির। একদিনের ক্রিকেটে কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে হায়দরাবাদে দ্বিশতরান করেন শুভমন। ভাঙলেন আরও দুই ভারতীয়র ব্যাটারের নজির। ১০ ডিসেম্বরের আগে পর্যন্ত কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে দ্বিশতরানের তালিকায় এক নম্বরে ছিলেন রোহিত শর্মা। ২০১৩-তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিশতরান করার সময় রোহিতের বয়স ছিল ২৬ বছর ৬ মাস।

২০২২ সালের ১০ ডিসেম্বর বাংলাদেশের বিরুদ্ধে দ্বিশতরান করে সেই নজির ভাঙেন দেন ঈশান কিষাণ। ঈশান ২৪ বছর ৫ মাসে দ্বিশতরান করেন। সেই নজির এবার দেন  শুভমন। ২৩ বছর ৫ মাস বয়সে দ্বিশতরান করলেন তিনি।

এখানেই থামেননি ভারতীয় ক্রিকেটের এই তরুণ তুর্কি। কিউইদের বিরুদ্ধে হায়দরাবাদে আরও একটি নজির গড়েন শুভমন। এতদিন নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে এক ইনিংসে সব থেকে বেশি রান সচিন তেন্ডুলকরের (১৮৬) ঝুলিতে ছিল। সেই রেকর্ড ভেঙে দিলেন শুভমন। এদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরান করে একাধিক লেজেন্ডদের সঙ্গে রেকর্ড খাতায় নাম তুললেন শুভমন গিল। সেই তালিকায় রয়েছেন রোহিত শর্মা, সচিন তেন্ডুলকর, মার্টিন গাপ্টিল, বীরেন্দ্র শেহবাগের মতো তাবড় ব্যাটাররা।


one year ago


Accident: গ্রেটার নয়ডায় গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় তারকা

সোমবার দুর্ঘটনায় (Accident) প্রাণ (Death) হারান সোশ্যাল মিডিয়া (Social Media celebrity) সেলিব্রিটি রোহিত ভাটি (Rohit Bhati)। যিনি রাউডি ভাটি (Rowdy Bhati) নামে পরিচিত। ঘটনার দিন গাড়িতে ২৫ বছর বয়সী এই তারকার সঙ্গে আরও ২ জন ছিলেন। জানা গিয়েছে, গ্রেটার নয়ডায় একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে তাঁদের গাড়ির। আহত অবস্থায় উদ্ধার করা হয় দুই বন্ধুকে। একজন পুলিস কর্মকর্তা জানিয়েছেন, রোহিত ভাটি দুর্ঘটনায় মারা যান। আর তাঁর সঙ্গে থাকা দুই বন্ধু হাসপাতালে চিকিৎসাধীন। একজন গ্রেটার নয়ডায় গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে (জিআইএমএস) এবং অন্যজনকে গুরুতর অবস্থার কারণে দিল্লিতে রেফার করা হয়েছে।

পুলিসের ইনচার্জ অনিল কুমার বলেন, "চৌহাদপুর আন্ডারপাসের কাছে ভোর ৩ টের দিকে ঘটনাটি ঘটে।  জানা গিয়েছে, তাঁরা একটি পার্টি থেকে ফিরছিলেন। দ্রুতগতিতে গাড়িটি চলছিল। এর ফলে একটি গাছে ধাক্কা লাগে। দুর্ঘটনাটি ঘটে।"

ভাটি বুলন্দশহরের বাসিন্দা। কিন্তু বর্তমানে তিনি গ্রেটার নয়ডায় বসবাস করছিলেন। গুজ্জর সম্প্রদায়ের অন্তর্গত, ভাটি ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জনপ্রিয় ছিলেন। আর তাঁর অনুরাগীর সংখ্যা হাজার হাজার বললে ভুল বলা হবে না। ভাটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই শোকের ছায়া নেমে আসে ভক্তদের মধ্যে। কয়েকজন অনুরাগী তাঁকে  শ্রদ্ধা জানাতে শেষকৃত্যের রিল এবং ভিডিও পোস্ট করেন নেটপাড়ায়।

one year ago
BCCI: ক্রিকেট বোর্ডে এখন সৌরভ অতীত, কোথায় দাঁড়িয়ে দাদার প্রিয় পাত্র দ্রাবিড় রোহিতরা

প্রসূন গুপ্ত: সৌরভ গাঙ্গুলি এখন ভারতীয় ক্রিকেট বোর্ডে অতীত। তাঁর সভাপতিত্ব এক প্রকার কেড়ে নেওয়া হয়েছে এবং যুক্তি দেখানো হয়েছে, তিন বছরের বেশি কেউ বোর্ডের সভাপতি থাকেননি। অথচ অতীত ঘেঁটে দেখা যাবে জগমোহন ডালমিয়া টানা বহু বছর বিসিসিআই সভাপতি ছিলেন। এদিকে, সৌরভ সরে যাওয়ার পর তাঁর প্রিয়পাত্রদের সরানোর কি সূক্ষ্ম পরিকল্পনা চলছে? গুঞ্জন অবশ্য এমনটাই শোনা যাচ্ছে। সৌরভ সভাপতি থাকার আগে ভারতীয় দলের কোচ করতে চেয়েছিলেন বন্ধু অনিল কুম্বলেকে, হয়েও ছিলেন তিনি কিন্তু বিরাট কোহলিদের আস্থা অর্জন করতে না পারার জন্য তাঁকে দ্রুত সরে যেতে হয়।

কোচ হয় আসেন রবি শাস্ত্রী। সৌরভের অত্যন্ত অপছন্দের চরিত্র বরাবরই রবি। অন্যদিকে বিরাট কিন্তু একটা সময়ে সৌরভের প্রিয়পাত্র ছিলেন কিন্তু রবি-কোহলি জুটি অনেকটাই তাঁদের মতো করে দল চালাতে শুরু করেন। ৫০ ওভারের বিশ্বকাপ-সহ বহু আইসিসি ট্রফি হাতছাড়া হয় ভারতের। সৌরভ পুরো দায়িত্ব পাওয়ার পর ধীরে ধীরে অধিনায়কত্ব হারান বিরাট কোহলি এবং কোচিংয়ের দায়িত্ব থেকে সরানো হয় রবি শাস্ত্রীকে।

কোচিংয়ের দায়িত্ব এক প্রকার জোর করেই রাহুল দ্রাবিড়ের কাঁধে চাপিয়ে দেওয়া হয়। সৌরভ চেয়েছিলেন বন্ধু রাহুল দায়িত্ব নিক। অন্যদিকে তিন ধরণের অর্থাৎ টেস্ট, ওয়ান ডে এবং টি২০-র অধিনায়কত্বের দায়িত্ব যাক রোহিত শর্মার কাছে। রোহিত, সৌরভ ও গাভাস্কারের প্রিয়পাত্র বলে গুঞ্জন। কথাতো বাস্তব সৌরভ এবং সানির সখ্যতা সর্বজনবিদিত। এবার টি-২০ বিশ্বকাপে ভারত বিদায় নেওয়ার পর টিম জয় শাহ সক্রিয়  রোহিতকে নেতৃত্ব থেকে সরানোর জন্য বলে সংবাদ।

অন্যদিকে ফের যদি সুযোগ আসে এই আশায় রবি শাস্ত্রী চরম সমালোচনা শুরু করেছেন রাহুল দ্রাবিড়ের। তিনি বলছেন কেন দ্রাবিড় নিউজিল্যান্ডে গেলেন না। তিনি আরও অনেক বিষয়ে দ্রাবিড়ের সমালোচনা করছেন। এদিকে সৌরভের আরেক প্রিয়পাত্র ভিভিএস লক্ষণ বর্তমানে সাময়িক কোচের দায়িত্ব নিয়ে নিউজিল্যান্ডে। কিছু একটা না দেখতে পারলে কে বলতে পারে তাঁর উপরও কোপ পড়তে পারে। রাজনীতির পাঁকচক্রে এখন ভারতীয় ক্রিকেট দল।

one year ago
Team: শিয়রে টি-২০ বিশ্বকাপ, কিন্তু কোথায় দাঁড়িয়ে ভারতের প্রথম একাদশ?

প্রসূন গুপ্ত: মহেন্দ্র সিং ধোনি চলে যাওয়ার পরে ভারতীয় ক্রিকেট দল কেমন একটা ছন্নছারা ভাবে চলছে। রবি শাস্ত্রীর আমলে আইসিসির কোনও বড় ট্রফি নেই। বিরাট কোহলি অধিনায়ক হওয়ার পরে তাঁর মধ্যে সৌরভ গাঙ্গুলির আগ্রাসন দেখা গেলেও নিজের ফর্ম হারিয়ে গত দু-আড়াই বছর বড় রানের বাইরে। নেতৃত্ব ছেড়েও ফর্মে ফিরতে পারছিলেন না বিরাট। তবে এশিয়া কাপ এবং সাম্প্রতিক অস্ট্রেলিয়া সিরিজে বড় রান তাঁকে হয়তো কিছুটা অক্সিজেন দিয়েছে। অন্যদিকে ভারতীয় দলে প্রতিদিনই কেউ না কেউ ভালো খেলে দিলেও ধারাবাহিকতার অভাব। বিশেষ করে ডেথ ওভার বোলিংয়ে শামি, বুমরাহর অভাব দেখা যাচ্ছে। ব্যাটিংয়ে কেএল রাহুল অফ ফর্ম, কোনওদিন রান পাচ্ছেন রোহিত, কোনওদিন ফ্লপ।

এভাবেই ব্যাটিং চলছে, তবে এর মধ্যে ধারাবাহিক ভালো খেলছেন সূর্যকুমার যাদব| বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুর্দান্ত খেলে রেকর্ড করলেন সূর্য। টি-২০ বিশ্বকাপের একটু স্বস্তিতে টিম ইন্ডিয়া। অন্যদিকে বোলিংয়ের অবস্থা তথৈবচ। ভুবনেশ্বর কুমারের মতো প্রতিভাবান বোলারের অফ ফর্ম ভাবাচ্ছে দ্রাবিড়দের। যদিও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে আর্ষদীপের বোলিং কিছুটা কমিয়েছে দুশ্চিন্তা।  ঠিক কোন রহস্যে ফাস্ট বোলার মহম্মদ শামিকে দলের বাইরে রাখা হয়েছে কেউ জানে না। আসলে ভারতীয় ক্রিকেট দল নিয়ে বড্ড বেশি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। মিডল অর্ডার থেকে টেল এন্ড, বিশেষ করে উইকেট কিপিং, সব জায়গাতেই চলছে পরীক্ষা-নিরীক্ষা। ধারাবাহিক অফ ফর্মে থাকা ঋষভ পন্থ যেমন জায়গা পাচ্ছে। তেমনই জায়গা পাচ্ছেন দীনেশ কার্তিক।

গত তিন মাসে দ্বিপাক্ষিক সিরিজে ভারতের ফল আশানুরূপ হলেও, আইসিসি টুর্নামেন্টে তীরে এসে তরী ডোবার ইতিহাস ভারতের সেই ২০১৪ থেকে।  এদিকে, আসন্ন টি-২০ বিশ্বকাপ অস্ট্রেলিয়াতে। সেখানে ভারত প্রতিকূল পিচে খেলবে। সেখানে গ্রিনটপ বা দ্রুতগামী বোলারদের উপযুক্ত উইকেটই অপেক্ষা করবে। এই মুহূর্তে আর্ষদীপের বল সুইং করেছে। চোটের কবলে জসপ্রীত বুমরা। এই মুহূর্তে দরকার উইকেট টেকার মহম্মদ শামিকে। প্রশ্ন উঠেছে মহম্মদ সিরাজকে নিয়েও। তিনি এত আশা জাগানোর পর কোথায়? প্রশ্ন উইকেটের পিছনে কে থাকবে পন্থ নাকি কার্তিক? এসব নিয়ে ভারতের এখনই ভাবা দরকার।

2 years ago


Asia Cup: শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরে কার্যত এশিয়া কাপের বাইরে ভারত

হারের পর হার। পাকিস্তানের (Pakistan Cricket Team) পর শ্রীলঙ্কাও (Srilanka Cricket Team) হারালো ভারতকে। এবার এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে হার রোহিতদের (Rohit Sharma)। সুপার ফোরের ম্যাচে ভারতকে ৬ উইকেটে হারিয়ে এশিয়া কাপের (Asia Cup 2022) ফাইনালের টিকিট কার্যত পাকা করে ফেলল লঙ্কাবাহিনী। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় দ্বীপরাষ্টের দলটি। রোহিত শর্মার ৭২ এবং সূর্যকুমারের ৩৪ রানে ভর করে ভারত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭৩ রান তোলে। রান পেলেন না কোহলি (virat kohli)। মিডল অর্ডার ভরসা দিতে ব্যর্থ। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় শ্রীলঙ্কা। উল্লেখ্য, ১৯তম ওভারে বড় রান দিলেন ভুবনেশ্বর কুমার। মিস ফিল্ডিং, গুরুত্বপূর্ণ সময়ে ওয়াইড বল। খুচরো ভুলে ম্যাচ হাতের বাইরে গেল। শেষ ওভারে পঞ্চম বলে রান আউট মিস করলেন পন্থ। এর পরেই ঝড় উঠেছে সোশ্যাল সাইটে। ধোনির প্রসঙ্গ তুলে নেটিজেনরা বলছেন, পন্থের শিক্ষা নেওয়া উচিত পূর্বসূরীর কাছ থেকে। এই হারেই চলতি টুর্নামেন্ট থেকে কার্যত ছিটকেই গেলেন রোহিতরা। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ বাকি থাকলেও এখন অনেক জটিল অঙ্কের হিসেব ভারতের কাছে। বিশ্বকাপের আগে এশিয়া কাপ হলুদ কার্ড দেখিয়ে গেল ম্যানেজমেন্টকে।

হারের পর হার। পাকিস্তানের (Pakistan Cricket Team) পর শ্রীলঙ্কাও (Srilanka Cricket Team) হারালো ভারতকে। এবার এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে হার রোহিতদের (Rohit Sharma)। সুপার ফোরের ম্যাচে ভারতকে ৬ উইকেটে হারিয়ে এশিয়া কাপের (Asia Cup 2022) ফাইনালের টিকিট কার্যত পাকা করে ফেলল লঙ্কাবাহিনী। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় দ্বীপরাষ্টের দলটি। রোহিত শর্মার ৭২ এবং সূর্যকুমারের ৩৪ রানে ভর করে ভারত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭৩ রান তোলে। রান পেলেন না কোহলি (virat kohli)। মিডল অর্ডার ভরসা দিতে ব্যর্থ। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় শ্রীলঙ্কা।

উল্লেখ্য, ১৯তম ওভারে বড় রান দিলেন ভুবনেশ্বর কুমার। মিস ফিল্ডিং, গুরুত্বপূর্ণ সময়ে ওয়াইড বল। খুচরো ভুলে ম্যাচ হাতের বাইরে গেল। শেষ ওভারে পঞ্চম বলে রান আউট মিস করলেন পন্থ। এর পরেই ঝড় উঠেছে সোশ্যাল সাইটে। ধোনির প্রসঙ্গ তুলে নেটিজেনরা বলছেন, পন্থের শিক্ষা নেওয়া উচিত পূর্বসূরীর কাছ থেকে।

এই হারেই চলতি টুর্নামেন্ট থেকে কার্যত ছিটকেই গেলেন রোহিতরা।  আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ বাকি থাকলেও এখন অনেক জটিল অঙ্কের হিসেব ভারতের কাছে। বিশ্বকাপের আগে এশিয়া কাপ হলুদ কার্ড দেখিয়ে গেল ম্যানেজমেন্টকে।

2 years ago