Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

rohit

WC: রোহিতের আর একটা ম্যাচ ও নজরে অশ্মিন

চিরঞ্জিত চক্রবর্তী (বিধায়ক/অভিনেতা): রবিবারের ফাইনালে শেষ পর্যন্ত সেই অস্ট্রেলিয়া? আমি সিএন পোর্টালে শুরুর দিকে লিখেছিলাম, অস্ট্রেলিয়া যা করছে তা আনপ্রেডেক্টিবল। কিন্তু একই সাথে শেষ ৮টি ম্যাচ জিতে তারা ফাইনালে গেলো। এই মুহূর্তে টিম ইন্ডিয়া তুলনাহীন। বিশ্বের সর্বকালের সেরা কম্বিনেশন কিন্তু তা সত্ত্বেও বলবো লীগ একরকম আর ফাইনাল আরেক রকম। কাজেই অজিদের খাটো করা চলবে না। আবার অস্ট্রেলিয়া ফাইনালে ঘাবড়ে যাওয়াও চলবে না। হতে পারে ফাইনালে অস্ট্রেলিয়া সাংঘাতিক কিন্তু পুরোনো ইতিহাস ঘেঁটে দেখুন ১৯৯৬-এ টপ ফর্মে থাকা শ্রীলংকা অস্ট্রেলিয়াকে হেলায় হারিয়ে দিয়েছিলো। তা হলে ভারত পারবে না কেন। স্টিভ ওয়া বা রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার থেকে এই দল যথেষ্ট দুর্বল। এই টুর্নামেন্টে দুর্দান্ত জিতেছে এমন উদাহরণ কই? আফগানিস্তানের দিন ম্যাক্সওয়েলের ক্যাচ ধরে নিলে বা দক্ষিণ আফ্রিকা আর ২০টি রান করলে তো অস্ট্রেলিয়া হারে। আরও একটি বিষয়ে এই দলে বয়স্ক খেলোয়াড় যথেষ্ট। কাজেই ভারত কয়েকটি স্ট্র্যাটেজি নিয়ে খেলুক। মনে রাখতে হবে এখনও পর্যন্ত ১০টি ম্যাচে ভারত কোনও চাপেই পরেনি সুতরাং ফাইনাল নিয়ে ভাবনা কিসের?

দুটি বিষয় বলতে চাই। আহমেদাবাদের পিচ বা উইকেট যেন স্পিনারদের অনুকূলে থাকে। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্পিনে হাবুডুবু খাচ্ছিলো। অন্যদিকে ভারতীয় স্পিনাররা এই মুহূর্তে বিশ্ব সেরা। আমার মনে হয় অশ্মিনকে দলে নেওয়া উচিত। প্রশ্ন কার জায়গায়? আমি সিরাজকে বাদ দিতে বলবো। যদিও সিরাজ শুরুর বোলার কিন্তু এভারেজ বলছে যথেষ্ট রান দিচ্ছেন। তিনি পক্ষান্তরে উইকেট পেয়েছেন কম। বুমরা শামিকে দিয়ে পাওয়ার প্লের প্রথম দশ ওভার করিয়ে অশ্মিনকে বা জাদেজাকে নিয়ে আসুক যদি অস্ট্রেলিয়া প্রথম ব্যাট করে। পরে হলে ৭/৮ ওভারের মধ্যেই স্পিনার নিয়ে আসা হোক।

আমি কিন্তু অনেক বেশি আশা রাখছি রোহিতের উপর। ওর আরও একটা ভালো শুরু চাই। ইদানিং ওঁর পেটানোতেই কাহিল হয়েছে। শুরুতেই সমস্ত দল কাজেই আরও একটা হোক। আর রোহিত মোটেই ৫০ বা সেঞ্চুরির দিকে নজর দিচ্ছে না। ফাইনালে দিক। পিছনে কোহলি, শ্রেয়স, রাহুল, সূর্য জাদেজা ছিলই তার সঙ্গে যুক্ত হোক অশ্মিন। মনে রাখতে হবে যিনি টেস্টে প্রচুর রান করেন বা সেঞ্চুরি করেন বা টি-২০ তে ভালো ব্যাট চালান তাঁকে ব্যাটারই বলা হয়। তাই অশ্মিন। যদি অতিরিক্ত বোলার নেহাতই দরকার হয় তবে সূর্য অস্ত যাক। আলোর খেলায় সূর্য না থাকলেও চলবে। ইডেনে দেখলাম তো। পুরো খেলাটাই বিদ্যুতের আলোতেই হলো।

ইন্ডিয়া জিতে এস। 

5 months ago
Rohit: সেমিতে নিউজিল্যান্ডকে হারিয়ে সতীর্থদের প্রশংসা রোহিতের

নিউজিল্যান্ডের প্রথম পাঁচ-ছয় বিশ্বমানের ব্যাটারকে একাই ফেরালেন মহম্মদ শামি। ফাইনালে ওঠার পর  সতীর্থের প্রশংসায় হিটম্যান। এবার লক্ষ্য আহমেদাবাদের ফাইনাল। টিমের প্রত্যেক সতীর্থের প্রশংসা করেন ভারত অধিনায়ক।

রোহিত জানান, আরও ৩০-৪০ রান কম করলে ঝুঁকি নিতে পারত নিউজিল্যান্ড। কিন্তু উইলিয়ামসন ও ড্যারিল মিচেলের ব্যাটিংয়ের প্রশংসা না করে পারেননি হিটম্যান। তিনি জানান, ওই সময় ওয়াংখেড়ে নিস্তব্ধ হয়ে গিয়েছিল। সেমিফাইনালের মতো ম্যাচে চাপ ছিল। কিন্তু শামির বোলিং অভাবনীয়, মত রোহিতের।

ম্যাচের পর টিমের প্রশংসা করতে গিয়ে রোহিত জানান, প্রত্যেকেই দারুণ খেলেছেন। বিরাট ভাল ফর্মে আছেন। অভূতপূর্ব সেঞ্চুরি করেছেনয ব্যাট করতে গিয়ে শুভমানের পায়ে ক্র্যাম্প ধরে। কিন্তু পার্টনার গিলেরও প্রশংসা করেন রোহিত। প্রশংসা করেন টানা দু ম্যাচে সেঞ্চুরি পাওয়া শ্রেয়স আইয়ারেরও।

5 months ago
Rohit: ইতিহাস ভুলে নতুন ইতিহাস তৈরী করতে চান রোহিত ব্রিগেড

এক বিখ্যাত ব্যক্তি বলেছেন, বিশ্বকাপ জেতা না হলে, জীবনে কোনও কিছুই পূর্ণ হয় না। মুম্বইয়ে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল খেলতে নামার আগে মেসি মন্ত্রকেই স্মরণ করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। জানালেন, পিছনে নয়, তাঁর টিম ইন্ডিয়া সামনে তাকাতে চায়। তাই ১৯৮৩ থেকে ২০১৯, কী হয়েছিল এই সময়ে তা ভুলে গিয়েছেন তাঁরা। বরং ফোকাস করছেন ১৫ নভেম্বর ২০২৩ সালে কী হতে চলেছে।

ভারতের প্রথম বিশ্বজয়ের সময় তাঁর জন্ম হয়নি। ১২ বছর আগে ভারতে দ্বিতীয় বিশ্বজয়ে জাতীয় দলে তাঁর ঠাঁই হয়নি। এসব কিছু তিনি বা তাঁর দল ভাবছে না। প্রথম সেমিফাইনালে আগে রোহিত জানিয়েছেন, এই দলের অর্ধেক সদস্য ১২ বছর আগে দলে ছিলেন না। তাতেও বিশ্বকাপের উপলব্ধি বুঝতে কারুর কোনও অসুবিধা হয়নি।

ধর্মশালায় ২০ আগে বছর বিশ্বকাপের মঞ্চে নিউজিল্যান্ডকে হারিয়েছিল ভারত। মাত্র তিন সপ্তাহের মধ্যে বুধবার ফের রোহিতদের সামনে কিউইরা। তবে ল্যাথম নন, টিম ইন্ডিয়ার চ্যালেঞ্জ এবার কেন উইলিয়ামসন। মাঠে নামার আগে রোহিতের দাবি, ইতিহাস ভুলতে তাঁরা নতুন ইতিহাস তৈরি করবেন। এটাই তাঁর টিম ইন্ডিয়ার প্রত্যাশা। 

5 months ago


Rohit: লড়াই হবে, ফর্মে থাকা সাউথ আফ্রিকার বিরুদ্ধে নামার আগে হুঙ্কার রোহিতের

সেমিফাইনাল নিশ্চিত করলেও বিশ্বকাপের সবথেকে হাইভোল্টেজ ম্যাচ। ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি রোহিত ব্রিগেড। বিধ্বংসী মেজাজে থাকা দক্ষিণ আফ্রিকা। ওয়াংখেড়েতে জিতেই রোহিত ইডেন ম্যাচ নিয়ে মুখ খুললেন। জানালেন, দক্ষিণ আফ্রিকা ভাল খেলছে। ইডেনে জমজমাট লড়াই দেখার জন্য তৈরি থাকবেন ক্রিকেটপ্রেমীরা।

এদিকে ওয়াংখেড়েতে ম্যাচের সেরা হয়ে এবার ঘরের মাঠ ইডেনে খেলতে নামছেন মহম্মদ শামি। এবারের বিশ্বকাপ স্বপ্নের মতো। ম্যাচের পর শামি জানালেন, পেসারদের ধারাবাহিকতা ধরে রাখাই সবথেকে বেশি জরুরি। প্রত্যেকে একে অন্যের সাফল্য উপভোগ করছেন। টিম হিসেবে লড়াই হচ্ছে, জানালেন শামি।

রবিবার শেষ চারে প্রবেশ করেই প্রথম ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। পয়েন্ট টেবিলে ৭ ম্যাচ জিতে ১৪ পয়েন্ট তুলে নিয়েছে টিম। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারলেও তেমন কোনও প্রভাব পড়বে না। শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। কিন্তু ইডেনে জিতে এক নম্বরে শেষ করতে চাইছে রোহিত ব্রিগেড।

6 months ago
Hardik: চোট সরিয়ে কি বিশ্বকাপে ফিরবে হার্দিক! জানালেন অধিনায়ক রোহিত

বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ। কিন্তু, এবারও দলে ফেরা সম্ভব হল না হার্দিক পাণ্ডিয়ার। ৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তিনি অনিশ্চিত। আদৌ কি বিশ্বকাপের একটি ম্যাচেও আর দেখা যাবে হার্দিককে ? বৃহস্পতিবার ম্যাচের আগে হার্দিককে নিয়ে বড় আপডেট দিলেন রোহিত শর্মা।

কী জানালেন ভারতীয় অধিনায়ক ? রোহিত জানিয়েছেন, হার্দিক ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। খুব তাড়াতাড়ি উন্নতি করছেন। খুব শীঘ্রই তাঁকে আবার মাঠে দেখা যাবে। তবে, কবে, সেই বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলতে পারেননি হিটম্যান।

রোহিতের কথায়, "হার্দিকের উন্নতি হচ্ছে ভালই। এটাকে ঠিক রিহ্যাব বলা চলে না। তবে যে পরিস্থিতির মধ্যে দিয়ে হার্দিক যাচ্ছে,যে ভাবে উন্নতি করছে তাতে আমরা খুশি। কিন্তু এটা এমন ধরনের চোট যেখানে আমাদের প্রতি দিন নজর রাখতে হবে। হার্দিক কতটা সুস্থ, কত শতাংশ ফিট হয়েছে সেটা নজর করতে হবে। তবে এটা বলতে পারি, হার্দিকের উন্নতি যে ভাবে এগোচ্ছে তাতে খুব শিগগিরই আমরা ওকে মাঠে দেখতে পাব।'

হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে প্রয়োজনে তিন স্পিনার এবং দুই ফাস্ট বোলারকেও খেলাতে পারে ভারতীয় দল। এই বিষয়ে রোহিত বলেন, ' হার্দিকের অনুপস্থিতিতে আমি আমার সব বিকল্প খোলা রেখেছি। পরিস্থিতি যদি দাবি করে, আমরা অবশ্যই তিনজন স্পিনার নেব। আমাদের বোলাররা পরিস্থিতির সুবিধা নিতে জানে।’

6 months ago


Rohit: 'বুমরা, শামি,' দলের সম্পদ, ইংল্যান্ডকে হারিয়ে মন্তব্য রোহিতের

ধর্মশালায় পাঁচ। লখনউয়ে চার। দু ম্যাচে ৯ উইকেট নিয়ে বিশ্বকাপে ছুটছেন বাংলার মহম্মদ শামি। যিনি প্রথম চার ম্যাচ উপেক্ষিত ছিলেন। নিউজিল্যান্ডের পর ইংল্যান্ড বধেও জ্বলে উঠলেন বল হাতে। ফেরালেন স্টোকট, বেয়ারস্ট্রো, মইন আলি এবং আদিল রশিদকে। তাই ম্যাচ শেষে অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে গেলেন, এরাই এই দলের সম্পদ।

বিশ্বকাপের এই ম্যাচে চ্যালেঞ্জ ছিল বোলারদের কাছে। যা দুর্দান্ত ভাবে করে দেখালেন বুমরা, শামি, কুলদীপ, জাডেজারা। কারণ, রোহিতও স্বীকার করলেন, এই মাঠে ২২৯ রান খানিকটা হলেও কম ছিল। কিন্তু তিনি ভাবতে পারেননি, ইংল্যান্ডের এই ভাবে ব্যাটিং ধস নামবে। তার জন্য অবশ্য বোলারদের পুরো কৃতিত্ব দিচ্ছে অধিনায়ক।

ব্যাটিং ভাল হয়নি। তাঁর ৮৭ রান ছাড়া বাকিরা সেইভাবে দানা বাঁধতে পারেননি। ভারত অধিনায়কের দাবি, শ্রীলঙ্কা ম্যাচে ভুল শুধরে নেওয়ার চেষ্টা হবে। ১২ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের শীর্ষে এখন টিম ইন্ডিয়া। পরের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আর সেই মাঠ সেখানে ১২ বছর আগে এই দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। 

6 months ago
Deepika Padukone: পরনে উর্দি, হাতে বন্দুক, মুখে ক্রূর হাসি! 'লেডি সিংহম' রূপে দীপিকা পাডুকোন

দেবীপক্ষের সূচনালগ্নে রণংদেহি রূপ দেখা গেল বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের। পরনে পুলিসের ইউনিফর্ম, হাতে বন্দুক, চোখে-মুখে হিংস্রতার ছাপ। জানা গিয়েছে, 'সিংঘম এগেইন' (Singham Again) ছবিতে দেখা যাবে দীপিকা পাডুকোনকে (Deepika Padukone)। আর সেই ছবিতে দীপিকার লুকই প্রথম প্রকাশ্যে আনলেন খোদ পরিচালক রোহিত শেট্টি। দীপিকার এই রূপ দেখে বেজায় খুশি তাঁর অনুরাগীরা। 'কপ ইউনিভার্স'-এর ছবি 'সিংহম এগেইন'-এ পুলিসের চরিত্রে দেখবার জন্য মুখিয়ে রয়েছেন দীপিকার ভক্তরা।

View this post on Instagram

A post shared by Rohit Shetty (@itsrohitshetty)

বলিউডে 'কপ ইউনিভার্স'-এর সূচনাই পরিচালক রোহিত শেট্টির হাতে। প্রথমে 'সিংহম' ছবিতে পুলিসের চরিত্রে দেখা যায় অজয় দেবগনকে। 'সিংহম রিটার্নস'-এও ছিলেন অজয় দেবগন। এর পর 'সিম্বা'-তে রণবীর সিং ও 'সূর্যবংশী'-তে অক্ষয় কুমারকে পুলিসের চরিত্রে দেখা যায়। এবারে 'সিংহম এগেইন'-এ দেখা যায় দীপিকা পাডুকোনকে। জানা গিয়েছে, ছবিতে অজয় দেবগনের বোন শক্তি শেট্টি হিসাবে দেখা যাবে রণবীর পত্নীকে।

শনিবার সোশ্যাল মিডিয়ায় দীপিকার 'লেডি সিংহম' লুক প্রকাশ্যে এনে রোহিত লিখলেন, 'নারী যেমন সীতার রূপ, প্রয়োজনে দুর্গারও রূপ নিতে পারে। এই হিংস্র, অসহিষ্ণু অফিসারের সঙ্গে পরিচয় করুন। যিনি আমাদের পুলিm ব্রহ্মাণ্ডের শক্তি। আমার 'লেডি সিংহম' দীপিকা পাডুকোন।' উল্লেখ্য, রোহিত শেট্টির সিংহম এগেইম ২০২৪ সালের ১৫ অগাস্ট মুক্তি পাওয়ার কথা।

6 months ago
Rohit: টপ অর্ডারের ব্যর্থতা, দলে পরিবর্তনের ইঙ্গিত রোহিতের

এবার দিল্লি চলো। চেন্নাই অতীত করে বিশ্বকাপে এগিয়ে চলার ডাক ভারত অধিনায়ক রোহিত শর্মার। ১১ অক্টোবর অরুণ জেটলি স্টেডিয়ামে প্রতিপক্ষ আফগানিস্তান। মাঠে নামার আগেই এই ম্যাচে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে রাখলেন রোহিত। অস্ট্রেলিয়া ম্যাচে টপ অর্ডারের ব্যর্থতা থেকেই এই পরিবর্তন বলে মনে করা হচ্ছে।

ঘরের মাটিতে বিশ্বকাপে ভারতকে প্রতিটি ম্যাচ আলদা মাঠে খেলতে হবে। তাই চেন্নাই ছাড়ার আগে রোহিত জানালেন, প্রতিটি মাঠের জন্য তাঁদের প্রস্তুত থাকতে হবে। ভিন্ন জায়গায়, ভিন্ন আবহাওয়ার জন্য তাঁদের প্রস্তুতি নিতে হবে। আর সেটাই এই বিশ্বকাপের চ্যালেঞ্জ।

রবিবার চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার ২০০ রান তাড়া করতে নেমে শুরুটা মোটেই ভাল হয়নি আয়োজক দেশের। অধিনায়ক আউট হয়েছেন রিভিউয়ে। কিন্তু ইশান এবং শ্রেয়স যে ভাবে উইকেট দিয়ে গেলেন, তাতে মনে হল বিশ্বকাপ নয়, পাড়ার ক্রিকেটে ব্যাট করছেন।

পরিবর্তন কোথায় হবে ? ডেঙ্গির কারণে হয়তো আফগানিস্তান ম্যাচেও খেলতে পারবেন না শুভমন। ফলে ইশান দিল্লিতেও থাকছেন। তাহলে চার নম্বর থেকে সরতে পারেন শ্রেয়স। ওই জায়গায় ব্যাট করতে পারেন রাহুল। সেক্ষেত্রে সূর্য যাদব বা শার্দূল ঠাকুরের কেউ একজন আসতে পারেন প্রথম একাদশে।

7 months ago


Rohit: ফোকাসে এখন বিশ্বকাপ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরজি জিতে আরও কড়া রোহিত ব্রিগেড

অস্ট্রেলিয়া অতীত। ফোকাসে এখন বিশ্বকাপ। আগামী বৃহস্পতিবার থেকে ভারতের মাটিতে শুরু হচ্ছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। তার আগে ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, তাঁর দল তৈরি। তাঁর দলের ১৫ জন ক্রিকেটার কী করবেন, তাও ঠিক হয়ে গিয়েছে। অপেক্ষা এখন মাঠে নামার।

আট তারিখ থেকে বিশ্বকাপে শুরু ভারতের অভিযান। চেন্নাই টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ পাঁচ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের আগে সিরিজ জিতে রোহিত জানিয়েছেন, যা হয়েছে ভালই হয়েছে। তাদের হাতে প্রস্তুতির সময় আছে।

বিশ্বকাপের আগে ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। তার আগে ব্যাটে রান ফিরে পেয়ে খুশি ভারত অধিনায়ক। রোহিতের মতে, তাড়াহুড়ো না করলে রাজকোটে একটা শতরান আসতে পারত।

7 months ago
Rohit: 'এশিয়া কাপের পারফম্যান্স বিশ্বকাপেও থাকবে,' জয়ের পর জানালেন রোহিত

এই দুর্ধর্ষ ফাইনাল মনে থাকবে আজীবন। এশিয়া কাপ জয়ের পর এমনই জানালেন রোহিত শর্মা। রোহিতের নেতৃত্বে আটবার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হল ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের পর দেশের মাটিতে বিশ্বকাপ। রোহিত আশাবাদী, এই জয় বিশ্বকাপে তাঁদের আত্মবিশ্বাস বাড়াবে।

ম্যাচের পর রোহিত মহম্মদ সিরাজের বোলিংয়ের প্রশংসা করে বলেন, 'সিরাজ দুরন্ত। যা বল করল, অনেকদিন মনে থাকবে। এই বোলিং দেখার জন্য ১০০ ওভার ফিল্ডিং করা যায়। বুমরাও ফিট হয়ে গিয়েছে। রাহুল, ইশান, বিরাটের ব্যাটেও রান এসেছে। আশা করি এই পারফরম্যান্স বিশ্বকাপেও থাকবে।'

এদিন এশিয়া কাপ ফাইনালে প্রথম ওভার থেকেই বিধ্বংসী মেজাজে বল করেন মহম্মদ সিরাজ। প্রথম ওভারে আসে ১ উইকেট। দ্বিতীয় ওভারে ৪ উইকেট তুলে নেন। তৃতীয় ওভার পান আরও ১ উইকেট। সব মিলিয়ে ৬ উইকেট তুলে নেন তিনি।

7 months ago


Final: এশিয়া কাপের ফাইনালের আগে রানে এগিয়ে গিল, ছক্কায় এগিয়ে রোহিত

বিশ্বকাপের আগে রবিবার এশিয়া কাপের ফাইনাল (Asia Cup)। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও ভারত। ফরম্যাট বদলে এবার ৫০ ওভারের টুর্নামেন্ট। আর তাতেই পরিসংখ্যানে দাপট ভারতীয়দের।

পাঁচ ম্যাচে ২৭৫ রান করে এশিয়া কাপের এখনও পর্যন্ত টপ স্কোরার ভারতের শুভমন গিল। শুক্রবারই বাংলাদেশের বিরুদ্ধে ১৩৩ বলে ১২১ রান করেছেন ভারতীয় এই ওপেনার। শুভমনের ঝুলিতে রয়েছে আরও একটি নজির

এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি বাউন্ডারি এসেছে তাঁর ব্যাট থেকেই। ফাইনালের আগে পর্যন্ত টুর্নামেন্টে মোট বাউন্ডারি ৪৭৩। এর মধ্যে ২৯টি এসে গিলের ব্যাট থেকে। পাশাপাশি ১১টি ওভার বাউন্ডারি মেরে শীর্ষে ভারত অধিনায়ক রোহিত শর্মা।

বাংলাদেশের বিরুদ্ধে দলে পরীক্ষা করেছিলেন রোহিত। কিন্তু ফাইনালে আবার পুরনো দল। কারণ রোহিত জানিয়েছেন, বিশ্বকাপের আগে এশিয়া কাপ নিয়ে দেশে ফিরতে চায় টিম ইন্ডিয়া।

7 months ago
Rohit: ১০ হাজার রান পূর্ণ রোহিতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে রান পেল না বিরাট

একদিনের ক্রিকেটে নজির রোহিত শর্মার। ১০ হাজার রান পূরণ করলেন ভারতীয় অধিনায়ক।মঙ্গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নেমেছে ভারত। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। শুভমন গিলকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন। প্রথম থেকেই ভাল খেলছেন রোহিত  তাই সময় লাগল না বেশিক্ষণ, সপ্তম ওভারের পঞ্চম বলেই ১০ হাজার রানের মাইলস্টোন পেরোলেন তিনি। ছক্কা হাঁকিয়ে ভারতের ষষ্ঠ ও বিশ্বের ১৫তম ক্রিকেটার হিসেবে এই রান পূরণ করলেন রোহিত।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলে একটি পরিবর্তন হয়েছে। শার্দুলের জায়গায় দলে এসেছেন অক্ষর প্যাটেল। ফলে তিন স্পিনার নিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে বল করবে ভারত। মঙ্গলবার যে টিম জিতবে তাদের সংগ্রহে ৪ পয়েন্ট থেকে যাবে। ভারতের রানরেট এখন ৪.৫৬০ অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। তাদের রানরেট ০.৪২০, যা ভারতের থেকে অনেকটাই কম।

প্রথমে ব্যাট করতে নেমে রোহিত ও গিল ভালো শুরু করলেও গিল ও বিরাটের উইকেট পরপর পরে যায়। এরপর রোহিতের উইকেটও হারায় ভারত। এরপর রাহুল ও ঈশান ম্যাচের হাল ধরে। এখনও অবধি ভারতের স্কোর ৩০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৫৪ রান।

8 months ago
Rohit: পাকিস্তানের বিরুদ্ধে বড় জয়, কি জানালেন রোহিত!

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ২২৮ রানে জয়ে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত দলের অধিনায়ক রোহিত শর্মা। তবে দলে সবার খেলার সুযোগ পাওয়ায় সবচেয়ে বেশি স্বস্তি পেয়েছেন রোহিত।

বৃষ্টির জন্য দু'দুবার পণ্ড হয়েছিল ভারত-পাক ম্যাচ। এই অবস্থায় দলের সকলের খেলাটার খুব দরকার ছিল বলে মনে করছেন রোহিত, সে কারণে ম্যাচ শেষের পরেই সতীর্থদের আগে তিনি ধন্যবাদ জানান কলম্বোর স্টেডিয়াম কর্মীদের। বলেন, তাঁরা যাতে ঠিক মত খেলতে পারেন, তা নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন মাঠকর্মীরা।

তারপর অবশ্য একে একে সতীর্থদের প্রশংসা করতে ছাড়েননি রোহিত। বিশেষ ভাবে প্রশংসা করেন বিরাট কোহলি-লোকেশ রাহুল জুটির।

8 months ago


Rohit: রেকর্ড ভাঙার লক্ষ্য নিয়ে বিশ্বকাপে নামছেন রোহিত, জানালেন নিজেই

ক্রিস গেইলের ছক্কার সংখ্যা ৫৫৩টি। আর ভারত অধিনায়ক রোহিত শর্মা ছক্কা মেরেছেন ৫৩৯ টি। বিশ্বকাপে 'ক্যারিবিয়ান দৈত্য' গেইলের ছক্কার রেকর্ড ভাঙতে চান হিটম্যান। সম্প্রতি এমনটাই জানিয়্যেছেন রোহিত।

আপাতত এশিয়া কাপ নিয়ে ব্যস্ত রয়েছেন অধিনায়ক রোহিত। রবিবার পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে ভারত। তার আগেই এক সাক্ষাৎকারে রোহিত জানিয়েছেন, 'তিনি ক্রিস গেইলের ছক্কার বিশ্বরেকর্ড ভাঙতে চান।'

সঙ্গে একথাও জানিয়েছেন তিনি, গেইলের ছক্কার রেকর্ড তিনি যে ভাঙতে পারবেন, তা কোনওদিনই ভাবেননি। গেইলের রেকর্ড ভাঙতে পারলে এক নজির গড়তে পারবেন।

8 months ago
Rohit: 'দলের আরও উন্নতি প্রয়োজন,' নেপালের সঙ্গে জিতে মন্তব্য অধিনায়ক রোহিতের

প্রথম ম্যাচে শুধু ব্যাট করে। আর দ্বিতীয় ম্যাচে ব্যাট-বল দুটোই করে এশিয়া কাপের সুপার ফোরে ভারত। তাতেও দলের পারফরম্যান্সে খুশি নন অধিনায়ক রোহিত শর্মা। নেপালকে ১০ উইকেটে হারানোর পর তিনি জানিয়েছেন, এই দলের আরও উন্নতি প্রয়োজন রয়েছে। এখনও তাঁরা সেরা ফর্মে আসতে পারেননিা।

ইতিমধ্যেই প্রশ্ন উঠছে, যে নেপাল প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ১০৪ রানে অল-আউট হয়ে যায়, তারা কী ভাবে ভারতের বিরুদ্ধে ২৩০ রান করে ফেলল ? ক্যান্ডিতে ভারতীয় ফিল্ডিংয়ের দুর্দশার কাহিনি সোমবারই ধরা পড়েছিল। তারসঙ্গে ছিল বোলারদের প্রাথমিক ব্যর্থতা। বুমরার বদলে শামি খেললেন। কিন্তু নেপালের ওপেনারদের ফেরাতে পারলেন না।

যাই হোক সুপার ফোর থেকে অন্য ভারতকে পাওয়া যাবে। এমনটাই দাবি রোহিত শর্মার। ১০ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধেই এশিয়া কাপের সুপার ফোর শুরু করছে ভারত। গত বছর এই পাকিস্তানের কাছে হেরেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন রোহিত শর্মারা।

8 months ago