Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

policestation

Death: পুকুর থেকে উদ্ধার গলায় ওড়না জড়ানো মহিলার মৃতদেহ, চাঞ্চল্য় ছড়িয়েছে এলাকায়

সাতসকালে গলায় ওড়না জড়ানো অবস্থায় পুকুর থেকে উদ্ধার এক মহিলার মৃতদেহ। শুক্রবার ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছে পর্ণশ্রী থানার অন্তর্গত শ্যামসুন্দর পল্লীতে। খবর পেয়ে ঘটনাস্থলে পর্ণশ্রী থানার পুলিস গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য় পাঠিয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে শ্যামসুন্দর পল্লীতে রাস্তায় ধারের একটি পুকুরে পাশ দিয়ে যাওয়ার সময় এক মহিলার দেহ ভাসতে দেখা যায়। তারপর খবর দেওয়া হয় পুলিসকে। মৃত ওই মহিলার মুখে জড়ানো ছিল ওড়না, পায়ে চটিও পড়েছিল। যদিও এখনও পর্যন্ত ওই মহিলার কোনও পরিচয় পাওয়া যায়নি। 

স্থানীয়দের অনুমান, অন্য কোনও জায়গায় খুন করে হয়তো এই পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তবে খুন নাকি আত্মহত্যা? তা জানতে পুরো ঘটনাটাই খতিয়ে দেখছে পর্ণশ্রী থানার পুলিস। তবে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছে গোটা এলাকায়। 

2 months ago
Bankura: থানার পুরনো কোয়ার্টারে উদ্ধার পুলিস কর্মীর ঝুলন্ত মৃতদেহ, চাঞ্চল্য় বাঁকুড়ার ছাতনা থানা

থানা চত্বর থেকে উদ্ধার হল এক পুলিস কর্মীর ঝুলন্ত মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছে বাঁকুড়ার ছাতনা থানায়। পুলিস জানিয়েছে, মৃত ওই পুলিস কর্মীর নাম হরেন্দ্র নাথ বাউরী। নিছক আত্মহত্যা নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ তা খতিয়ে দেখতে ইতিমধ্য়ে তদন্ত শুরু করেছে পুলিস। 

ছাতনা থানা সূত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ শুক্রবার গভীর রাতে হরেন্দ্রনাথ বাউরী নামের ওই পুলিস কর্মীকে দেখতে না পেয়ে তাঁর সহকর্মীরা খোঁজ শুরু করেন। এরপর ছাতনা থানা চত্বরে একটি পরিত্যক্ত কোয়ার্টারের সিলিং থেকে হরেন্দ্রনাথ বাউরী-র ঝুলন্ত মৃতদেহ দেখতে পান তাঁর সহকর্মীরা। পুলিস কর্মীর মৃতদেহটি উদ্ধার করে দ্রুত নিয়ে যায় ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে। তবে কী কারণে আত্মঘাতী হলেন ওই পুলিস কর্মী তা নিয়ে দ্বন্ধে রয়েছে গোটা পুলিস মহল। গোটা ঘটনার আসল কারণ জানতে তদন্তে নেমেছে পুলিস। 

3 months ago
Asansol: প্রকাশ্য দিবালোকে পেট্রোল পাম্পের মহিলা কর্মীকে লক্ষ্য করে গুলি, ভাইরাল সিসিটিভি ফুটেজ

প্রকাশ্য দিবালোকে শুটআউট (Shoot Out)। পেট্রোল পাম্পের এক মহিলা কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আসানসোলের (Asansol) সালানপুর থানার (Salanpur Police Station) অন্তর্গত জেমারী এলাকায়। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে বিশাল পুলিস বাহিনী। ইতিমধ্যে ভাইরাল ঘটনার সিসিটিভি ফুটেজ।

যদিও ভাগ্যক্রমে বেঁচে যান ওই মহিলা কর্মী মঞ্জু মারান্ডি। তিনি জানান, একটি স্কুটি করে তিন যুবক তেল ভরতে এসেছিল। ৫৫ টাকার তেল ভরে গাড়িতে। তারপর তাঁর চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। কিন্তু মিস ফায়ার হয়ে যায়। এরপর মহিলা কর্মী সহ পেট্রোল পাম্পের কর্মীরা ছুটে পালাতে শুরু করে। অপরদিকে স্কুটিতে আসা ওই তিনজনও পালিয়ে যায়। তবে পালানোর আগে আরও একবার গুলি করে জানান মঞ্জু।

ঘটনার খবর পেয়েই ছুটে আসে সালানপুর থানার বিশাল পুলিস বাহিনী। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।

8 months ago


Malda: অপহৃত নাবালিকা, ফিরিয়ে আনতে টাকার দাবি পুলিসের!

দোকানে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে অপহৃত অষ্টম শ্রেণির নাবালিকা ছাত্রী (Student)। অপহরণের পর উদ্ধার হলেও নাবালিকাকে ফেরত আনতে যেতে টাকা চাইছে পুলিস। এমনটাই বিস্ফোরক অভিযোগ নাবালিকার পরিবারের। তাহলে রক্ষকই ভক্ষক? উঠেছে এমনই প্রশ্ন। গাজিয়াবাদে নাবালিকাকে উদ্ধার করতে যাওয়ার জন্য ৪০ হাজার টাকা চাইছে স্থানীয় চাঁচল থানার (Chanchal Police Station) অন্তর্গত খরবা ফাঁড়ির পুলিস। সমগ্র ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের (Malda) চাঁচল থানার মল্লিক পাড়া এলাকায়।

পরিবার সূত্রে খবর, গত সাত দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল মালদহের চাঁচল ১ নং ব্লকের মল্লিকপাড়া এলাকার এক নাবালিকা। ওই নাবালিকাকে অপহরণ করা হয়েছে এমনটাই অভিযোগ তুলেছিল তার পরিবার। অভিযোগের তীর এক প্রতিবেশী বান্ধবীর বিরুদ্ধে। তারপর বৃহস্পতিবার দিল্লির গাজিয়াবাদ থানা থেকে খবর আসে ওই থানায় রয়েছে নাবালিকা। অপহরণ করে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল পাচারের উদ্দেশে। রাস্তায় কোনও এক সহৃদয় ব্যক্তি ওই নাবালিকাকে উদ্ধার করে থানায় দিয়ে আসে।

এই মুহূর্তে ওই থানা থেকে স্থানীয় থানায় যোগাযোগ করে বলা হয়েছে, স্থানীয় থানা উপযুক্ত প্রমাণ সহ গেলে তবেই নাবালিকাকে ছাড়বে পুলিস। ওই নাবালিকার পরিবার খরবা ফাঁড়ির দ্বারস্থ হন। কিন্তু নাবালিকার পরিবারের অভিযোগ, পুলিসের নাম করে ওই ফাঁড়ির এক সিভিক নাবালিকার পরিবারের কাছ থেকে গাজিয়াবাদ যাওয়ার জন্য চল্লিশ হাজার টাকা দাবি করেছেন। টাকা না পেলে তারা কোনোভাবে নাবালিকাকে দিল্লি থেকে চাঁচলে আনতে পারবেনানা বলেও জানান। নাবালিকার পরিবারের এই অভিযোগ সামনে আসতে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য।

মহানন্দা নদীর তীরে সরকারি খাস জায়গায় বসবাস ওই নাবালিকার পরিবার। হতদরিদ্র, দিনমজুর পরিবারের সামর্থ্য নেই সেই টাকা যোগানের। মেয়েকে ফেরানোর চিন্তায় ব্যাকুল মা। পুলিসের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন।

8 months ago
Basirhat: পুকুর থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ, তদন্তে হাড়োয়া থানার পুলিস

পুকুরের জলে পড়ে গিয়ে মৃত্য়ু হল এক ব্য়ক্তির। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে বসিরহাটের হাড়োয়া থানার অন্তর্গত হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের আটঘরা এলাকায়। পুলিস সূত্রে খবর, মৃত ব্য়ক্তির নাম শেখ করিম (৫৫)। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস এসে পুকুর থেকে ওই ব্য়ক্তির দেহ উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে গোটা এলাকায়। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিনও পুকুরে গিয়েছিলেন শেখ করিম। কিন্তু কিভাবে পুকুরে পড়ে যান তা এখনও পর্যন্ত জানা যায়নি। এরপর স্থানীয়রা খবর দেন পুলিসকে। ইতিমধ্যে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে এই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিস। 

তবে কীভাবে জলে পড়লেন ওই ব্যক্তি? নিজেই পড়ে গেলেন নাকি কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন? এর পেছনে অন্য কোন কারণ রয়েছে কিনা সমস্তটাই খতিয়ে দেখছে হাড়োয়া থানার পুলিস। মৃতদেহটি ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিস মর্গে পাঠানো হয়েছে।

8 months ago


Bhangar: দায়িত্ব নিয়ে বন্ধ করতে হবে বোমার কারখানা, ভাঙড়ের নতুন ৮ থানার টার্গেট বেঁধে দিল লালবাজার

দায়িত্ব নিয়েই বন্ধ করতে হবে বোমার কারাখানা। দত্তপুকুরের ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভাঙড়ের নতুন আট থানার সামনে এই টার্গেট বেধে দিল লালবাজার। আগামী কয়েকদিনের মধ্যেই দক্ষিণ ২৪ পরগনার এই অঞ্চলে তৈরি হবে কলকাতা পুলিশের দশম ডিভিশন। আটটি থানায় ১৭৫ জন করে থাকবেন পুলিশ কর্মী। সেই কাজ শুরুর আগেই লালবাজার জানিয়েদিল, যে করেই হোক ভাঙড়কে বোমামুক্ত করতেই হবে।

আগে ছিল দুটি থানা, তা ভেঙে নতুন করে মোট আটটি থানা তৈরি করা হচ্ছে। পঞ্চায়েত ভোট এবং তার পরবর্তী সময়েও কাশীপুর-সহ ভাঙড়ের একাধিক এলাকায় রোজই বোমাবাজির ঘটনা ঘটেছে।এমনকী, কাশীপুর থানা এলাকার একাধিক গ্রামে যে বোমা তৈরির কারখানা রয়েছে, সেই ব্যাপারে স্পষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে নতুন থানা হওয়ার আগেই ভাঙড় নিয়ে সতর্ক লালবাজার। সাফ নির্দেশ, যে করেই হোক এই বোমা কারখানা বন্ধ করতেই হবে।

এদিকে, দত্তপুকুরের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯। এই ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে নীলগঞ্জ ফাঁড়ির ওসিকে ইতিমধ্যেই সাসপেন্ড করা রয়েছে। পুলিশের নিচু তলায় দুর্নীতিতে যে এখনও মজুত রয়েছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন মুখ্যমন্ত্রী।

8 months ago
Smuggling: ভিন রাজ্যের গরু পাচার করতে গিয়ে খড়দহ পুলিসের জালে দুই পাচারকারী

গরুপাচার চক্র (Cattle trafficking) নিয়ে তোলপাড় রাজ্য। এই আবহে গরুপাচার করতে গিয়ে খড়দহ থানার পুলিসের (Khardah police station) জালে ধরা পড়ল দুই পাচারকারী। আটক করা হয় ম্যাটাডোর ভ্যানটি। সেই ভ্যানে ছিল ভিন রাজ্যের পাঁচটি মূল্যবান গরু।

জানা গিয়েছে, সোদপুর আর এন এভিনিউ রোড ধরে একটি ম্যাটাডোর ভ্যান খড়দহ থেকে সোদপুরের দিকে যাচ্ছিল। সেই সময় টহলরত খড়দহ থানার পুলিস ভ্যানে থাকা আধিকারিকের সন্দেহ হওয়ায় সে ম্যাটাডোর ভ্যানকে ধাওয়া করে। সোদপুর গোশালার সামনে ম্যাটাডোর ভ্যানটিকে ধরে ফেলে খরদহ থানার পুলিস। তল্লাশি চালানোর পর ম্যাটাডোর ভ্যানের ভিতরে ভিন রাজ্যের গরুগুলিকে দেখে পুলিসের চক্ষু চড়কগাছ হয়ে যায়।

পুলিস সূত্রে খবর, গাড়ির চালক ও খালাসিকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে গরুগুলোকে তারা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। গরুগুলিকে হরিয়ানা থেকে নিয়ে আসা হচ্ছিল বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

9 months ago
Arrest: ৮ কিলো গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করল ইসলামপুর থানার পুলিস

ফের গাঁজাসহ গ্রেফতার এক ব্যক্তি। গ্রেফতার (Arrest) করল ইসলামপুর থানার পুলিস (Islampur Police Station)। জানা গিয়েছে অভিযুক্তের (Accused) নাম দীনেশ চৌধুরী। বাড়ি জলঙ্গী থানার অন্তর্গত চুয়াপারা গ্রামে।

পুলিস সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ইসলামপুর বাস স্ট্যান্ড থেকে বহরমপুর-জলঙ্গী গামী বেসরকারি একটি বাস থেকে দীনেশ চৌধুরী নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিস। তাঁর কাছ থেকে ৮ কিলো গাঁজা উদ্ধার করে ইসলামপুর থানার পুলিস। পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, দীঘা থেকে জলঙ্গীর দিকে নিয়ে যাওয়া হচ্ছিল বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে গাঁজা। তবে পাচারের আগেই হাতেনাতে ধরে ফেলে গাঁজাসহ অভিযুক্তকে।

12 months ago


Arrest: বসিরহাট সীমান্তে ডাকাতির উদ্দেশে জমায়েত, পুলিসি অভিযানে বমাল ধৃত তিন

ফের সীমান্তবর্তী এলাকায় দুষ্কৃতীদের তাণ্ডব। তার আগেই রুখে দিল পুলিস-প্রশাসন (Police)। গুলি ভর্তি দেশি পিস্তল (Gun), ভোজালি ও ছুরি সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার (Arrest) করল স্বরূপনগর থানার পুলিস (Swarupnagar Police Station)।

জানা গিয়েছে, বসিরহাটের স্বরূপনগর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের ধোপাপুকুর এলাকার ঘটনা। এলাকায় সমাজবিরোধী কাজ, ডাকাতি ও ছিনতাই করার জন্য একজায়গায় জড়ো হয়েছিল দুষ্কৃতীরা। গোপন সূত্রে খবর যায় স্বরূপনগর থানার পুলিস আধিকারিক প্রতাপ মোদকের কাছে। তারপর তাঁর নেতৃত্বে একদল পু্লিস গিয়ে হাতেনাতে পাকড়াও করে তিন দুষ্কৃতীকে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে গুলিভর্তি দেশি পিস্তল, ভোজালি, ছুরি ও লোহার রডের মতো ডাকাতি করার একাধিক সরঞ্জাম।

পুলিস সূত্রে খবর, এই তিন দুষ্কৃতীর বিরুদ্ধে বসিরহাটের বিভিন্ন থানায় লিখিত অভিযোগ ছিল। দীর্ঘদিন ধরে তাঁদের খোঁজ চালাচ্ছিল পুলিস। ওই তিনজন দুষ্কৃতীর নাম আশিকুল গাজী ও ইউনুস সানা, তাদের বাড়ি গোকুলপুর এলাকায়। অন্যজন, কাইয়ুম গাজী, তার বাড়ি স্বরূপদহ এলাকায়৷ ধৃত তিন দুষ্কৃতীকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।

12 months ago
Paskura: থানায় মজুত বাজিতে বিস্ফোরণ, অগ্নিকাণ্ড! মৃত এক সিভিক ভলান্টিয়ার

পাঁশকুড়া থানায় (Paskura Police Station) মজুত বাজি থেকে বিস্ফোরণ (Blast)। ভয়াবহ এই বিস্ফোরণে মৃত এক সিভিক ভলান্টিয়ারের (Civic Police)। একাধিক ব্যক্তির আহত হওয়ার খবর মিলেছে। এমনটাই সূত্রের মারফৎ খবর পাওয়া গিয়েছে। বিস্ফোরণে তীব্রতায় ক্ষতিগ্রস্ত থানা চত্বরে থাকা একাধিক বাইক।  স্থানীয়রা উদ্যোগ নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তমলুক থেকে আসে দমকলের ইঞ্জিন। থানায় হওয়া এই বিস্ফোরণ ঘিরে এলাকায় আতঙ্ক এবং চাঞ্চল্য।

বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটা নাগাদ বিস্ফোরণের এই ঘটনা। জানা গিয়েছে পাঁশকুড়া থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হওয়া বাজি ও বাজি তৈরির মশলা বারুদ জমা রাখা হয়েছিল থানার সামনেই। সেই মজুত থাকা বাজি ও বারুদে হঠাৎই আগুন লাগে।

আগুন লাগার সঙ্গে সঙ্গে দ্রুততার সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে ছড়িয়ে ছিটিয়ে  যায় থানায় কর্তব্যরত পুলিসকর্মী ও থানায় আসা সাধারণ মানুষ। তারপর কর্তব্যরত পুলিস কর্মী ও আশেপাশের লোকজন জল ঢেলে আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আনে। কিছুক্ষণ পর ঘটনাস্থলে আসে তমলুক থেকে একটি দমকলের ইঞ্জিন। চলে পুরোদমে আগুন নিয়ন্ত্রণের কাজ, এমনটাই সূত্রের খবর।

জানা গিয়েছে, গুরুতর আহত হন এক সিভিক ভলান্টিয়ার। তাঁকে নিয়ে যাওয়া হয় পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই সিভিক কর্মীকে মৃত ঘোষণা করে হাসপাতাল । হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু বলে জানান চিকিৎসকরা। মৃত ওই সিভিক ভলান্টিয়ার গোপাল মান্নার বাড়ি পাঁশকুড়া থানা এলাকার হাউরে।

one year ago


Police: হরিদেবপুরে তদন্তে গিয়ে মহিলাকে কুপ্রস্তাব! ১০০ ডায়ালে অভিযোগ, সাসপেন্ড সাব-ইনস্পেক্টর

এক মহিলাকে কুপ্রস্তাব (Indecent to Woman) দেওয়ার অভিযোগে সাসপেন্ড হরিদেবপুর থানার সাব ইনস্পেক্টর (Police SI) আইনুল হক। সেই মহিলার ১০০ ডায়ালে (100 Dial) অভিযোগ পেয়ে তা খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত। অভিযুক্তর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে লালবাজার (Lalbazar)। জানা গিয়েছে, সম্পত্তিগত বিবাদের অভিযোগ জানাতে হরিদেবপুর থানায় (haridevpur PS) যান ওই মহিলা। সেই অভিযোগ খতিয়ে দেখতে অভিযুক্ত এসআই ওই মহিলার বাড়িতে যান। সেখানেই তাঁকে কুপ্রস্তাব দেওয়ার পাশাপাশি অভব্য আচরণের অভিযোগ ওঠে এসআইয়ের বিরুদ্ধে।

সঙ্গে সঙ্গেই ওই মহিলা ১০০ ডায়ালে ফোন করে এসআই-র বিরুদ্ধে অভিযোগ জানান। অভিযোগ খতিয়ে দেখেই আইনুল হককে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে লালবাজার। তাঁর বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। এদিকে, রক্ষকের এভাবে ভক্ষক হয়ে ওঠার ঘটনায় স্বাভাবিক ভাবেই নাগরিক সমাজে চাঞ্চল্য। এখন দেখার সাসপেনশন ছাড়াও বিভাগীয় তদন্ত শেষে আর কতটা শাস্তি অপেক্ষা করছে ওই এসআই-য়ের।

one year ago
TMC: দক্ষিণ দমদমে এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দু'পক্ষের সংঘর্ষ, গ্রেফতার পাঁচ

দক্ষিণ দমদমে (South Dumdum) প্রভাব কার কুক্ষিগত থাকবে, এই তরজায় মঙ্গলবার রাত থেকে উত্তপ্ত প্রমোদনগর ডাম্পিং গ্রাউন্ড এলাকা। তৃণমূলের (TMC Clash) বর্তমান কাউন্সিলর ও প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল নেতার অনুগামীদের মধ্যে এলাকা দখল নিয়ে লড়াইয়ের অভিযোগ। দমদম থানায় (Police Station) অভিযোগ দায়ের দু'পক্ষের। দু'পক্ষের পাঁচ জনকে গ্রেফতার করেছে দমদম থানার পুলিশ। গত পুরনির্বাচনের পর থেকেই দক্ষিণ দমদম পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের দখল কার হাতে থাকবে, তা নিয়ে কাউন্সিলর গোপা পাণ্ডের অনুগামী ও প্রাক্তন কাউন্সিলর প্রদীপ মজুমদারের অনুগামীদের মধ্যে ঠাণ্ডা লড়াই।

মঙ্গলবার রাতে সংঘর্ষে জড়ায় দু'পক্ষের অনুগামীরা। অভিযোগ, প্রাক্তন কাউন্সিলরের অনুগামী প্রদীপ গায়েন ডাম্পিং গ্রাউন্ড এলাকার দখল রাখতে তোলাবাজি করেন। শনিবার ওই এলাকার বাসিন্দারা বর্তমান কাউন্সিলরের দ্বারস্থ হলে প্রদীপ গায়েন মারধর করেন এবং হুমকি দেন বলে অভিযোগ। এমনকি পানীয় জল ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রদীপ গায়েন, উলটে  তাঁর অভিযোগ, বর্তমান কাউন্সিলরের লোকজন হুমকি দিচ্ছে এলাকায় এবং তাঁকে মারধর করা হয়েছে বলেও সরব ছিলেন প্রদীপ গায়েন। বিজেপির লোকদের নিয়ে ঘুরছেন বর্তমান কাউন্সিলর, দাবি মূল অভিযুক্ত প্রদীপ গায়েনের।

স্থানীয় কাউন্সিলর গোপা পাণ্ডের অভিযোগ, 'ডাম্পিং গ্রাউন্ড এলাকার বাসিন্দাদের থেকে নানা পরিষেবা পাইয়ে দেওয়ার অছিলায় তোলা তোলেন প্রদীপ গায়েন। এসব নিয়ে স্থানীয় একজন ওয়ার্ড অফিসে অভিযোগ জানাতে এলে প্রদীপ গায়েন তাঁকে মারতে উদ্যত হয়েছিলেন। এমনকি এলাকার প্রতিবাদীদের বিরুদ্ধে থানায় গিয়েছে অভিযোগ জানিয়ে এসেছেন প্রদীপ গায়েন। এই ঘটনার প্রতিবাদে এলাকার মানুষ এবং আমি গিয়ে থানায় অভিযোগ করেছি।'

2 years ago
Birbhum: স্কুলের জমি দখলের অভিযোগ কলেজের বিরুদ্ধে, স্থানীয় তৃণমূল নেতার নামও উঠে আসছে

স্কুলের (school) জমি দখলের অভিযোগ কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। এমনই অভিযোগ বীরভূমের (Birbhum) নানুর ব্লকের অন্তর্গত চন্ডীদাস মহাবিদ্যালয়ের বিরুদ্ধে। অভিযোগ, চন্ডীদাস মহাবিদ্যালয় কর্তৃপক্ষ রাধা গোবিন্দ জিউ ছাত্রাবাসের জমি দখল করে একটি গার্লস হস্টেল (hostel) তৈরি করছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন কলেজের প্রধান শিক্ষক আতাউর রহমানের। তাঁর দাবি, স্কুলের পরিচালন সমিতির প্রেসিডেন্ট তাঁদের স্কুলের প্যাডে ৬ কাঠা জমি লিখে দিয়েছেন এই গার্লস হস্টেল তৈরির জন্য। আর এই অভিযোগের তীর স্থানীয় তৃণমূল এক নেতার বিরুদ্ধে।

অন্যদিকে স্কুল কর্তৃপক্ষের দাবি, ইতিমধ্যেই গোটা বিষয়ে ব্লক প্রশাসনিক আধিকারিককে জানানো হয়েছে। যে জায়গাটিতে কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে গার্লস হস্টেল তৈরি করা হচ্ছে সেই জায়গাটিতে স্কুলের ছাত্রাবাস রয়েছে। করোনার কারণে সেটি দীর্ঘদিন ধরে বন্ধ। স্কুল চালু হলেও ছাত্রাবাস এখনও চালু হয়নি। আর এই সুযোগে কলেজ কর্তৃপক্ষ সেই জায়গাটি দখলের চেষ্টা করছে, এমনই অভিযোগ এসসি, এসটি এবং ওবিসি জয়েন্ট ফোরাম মাইনরিটি ফোরামের। ঘটনায় নানুর থানাতে (police station) অভিযোগ দায়ের করেছে তারা। এসবের পিছনে রয়েছে খুজুটি পাড়া স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা স্থানীয় তৃণমূল নেতা সাইফুল ইসলামের নির্দেশে, এমনটাই অভিযোগ তাদের।

জানা যায়, বোলপুর মহকুমার অন্তর্গত ছাতিম গ্রাম নানুর ব্লকের বাসিন্দা দেবেন্দ্রনাথ দাস। তিনি রাধাগোবিন্দ জিউ ছাত্রবাসের জন্য ৯৮ শতক জমি দান করেন। পরবর্তীকালে ওই জমিতে চন্ডীদাস মহাবিদ্যালয় নামে একটি কলেজ হয়। এরপর সরকারের অনুমোদন পায় এই কলেজ। আর এরপরই শুরু বিপত্তি। দখলদার হিসাবে এই জমির ৯৮ শতকের অর্ধেক জমির মালিক রাধাগোবিন্দ জিউ ছাত্রাবাস এবং বাকি জমি দখল করে চন্ডীদাস মহাবিদ্যালয়। উভয়ের নামে এই জমি রেকর্ড করা হয়। অভিযোগ, এই হস্টেল ক্যাম্পাসে একটি বেআইনি নির্মাণের কাজ চলছে। 

2 years ago


Fraud: চাকরির খোঁজে প্রতারিত বাংলাদেশী যুবক, মানবিক কলকাতা পুলিসের সহায়তায় ফিরে পেল বাড়ি

সিলেট থেকে বেনাপোল(benapole) - পেট্রাপোল(petrapole) হয়ে কলকাতা। কলকাতা থেকে দিল্লি। সেখান থেকে যাওয়ার কথা ছিল তুর্কি (turkey)। কিন্তু প্রতারকের খপ্পরে পড়ে সব খুইয়ে ফিরতে হয় কলকাতায়। সেখান থেকে নিঃস্ব(destitute) হয়ে বহুকষ্টে ঘরের ছেলে ফিরল ঘরে।

বাংলাদেশের সিলেটের(sylhet) বাসিন্দা তোফায়েল আহমেদ। নিজের পায়ে দাঁড়াতে প্রস্তাব আসে তুর্কিতে একটি ভালো চাকরির। তার জন্য খসাতে হবে গ্যাটের কড়ি। তা সে যাই হোক না কেন? ভবিষ্যত্ তো সুরক্ষিত হবে। আগুপিছু ভাবেননি তোফায়েল। টাকা পয়সা যোগার করে রওনা দেন তুর্কির উদ্দেশে। প্রথমে তাকে কলকাতা আনা হয়, সেখান থেকে দিল্লিতে। দিল্লিতে যুবকের সব টাকা আত্মসাত্ করে প্রতারকরা (cheater)। এমনটাই অভিযোগ করেন তোফায়েল ।

প্রতারিত হয়েছেন বুঝতে পেরে আর দেরি করেননি তোফায়েল। প্রতারকদের খপ্পর থেকে কোনওভাবে পালিয়ে কলকাতা ফেরেন বাংলাদেশের ওই যুবক। তাতেও শেষরক্ষা হয় না। ঢাকা নিয়ে যাওয়ার নাম করে যুবকের শেষ সম্বল মোবাইল ও ৩০০০ টাকা নিয়ে চম্পট দেয় এক দুষ্কৃতী। সঙ্গে টাকা নেই, মোবাইলটাও হাতছাড়া। পাসপোর্টও খোয়া গিয়েছে। অসহায় অবস্থায় শিয়ালদা স্টেশনে বসে কাঁদতে থাকে ওই যুবক। যুবকের পরিস্থিতি বুঝে কয়েকজন পথচারি তাকে ময়দান থানায় (moidan police station) যাবার পরামর্শ দেয়।

পাসপোর্ট খোয়া যাওয়ায় বেশ খানিকটা কাঠখড় পোড়াতে হয় কলকাতা পুলিসকে।তারপর সব পরিস্থিতি সামাল দিয়ে ময়দান থানার কর্তব্যরত অফিসার নিজের উদ্যোগে যুবককে কলকাতা-ঢাকা একটি বাসে তুলে দেন। সঙ্গে দিয়ে দেন পথের খাবার, জল ও কিছু টাকা। শেষপর্যন্ত কলকাতা পুলিসের সহায়তায় যুবক পৌঁছতে পেরেছে বাংলাদেশে তার নিজের গ্রামে। বাসে ওঠার আগে ভেজা চোখে কলকাতাকে ধন্যবাদ জানাতে ভোলেননি ওই যুবক।


2 years ago
Police: স্বাধীনতা দিবসে থানার মধ্যেই 'নাগিন ডান্স' দুই পুলিসকর্মীর

আহা, পুলিস (police) বলে কি নাচতে (dance) নেই? চাকরি (service) করেন বলেই কি সব শখ একেবারে জলাঞ্জলি দিতে হবে? এমন তো কেউ মাথার দিব্যি দেয়নি। তাই একটু নাচলে ক্ষতি কী? তাই স্বাধীনতা দিবসে (independence day) থানার মধ্যেই ‘নাগিন ডান্স’(nagin dance)! ঘটনাটি উত্তরপ্রদেশের কোতোয়ালি জেলার একটি থানার। 

ঠিক কী হয়েছিল? সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, স্বাধীনতা দিবস উদ্‌যাপনের আয়োজন করা হয়েছিল থানায়। উদযাপনের পাশাপাশি নাচ করে শাস্তির মুখে পড়লেন দুই পুলিসকর্মী। দুই পুলিসকর্মীর নাচের ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় উপরমহলে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক পুলিসকর্মী ভেঁপুতে নাগিন-এর তালে মত্ত। বাজাতে বাজাতে তিনি ঘুরছেন। আর অন্য পুলিসকর্মী মাটিতে হাঁটু গেড়ে বসে নাগিন ডান্স করছেন। দু’জনের নাচের সময় তাঁদের এই নাচের মজা নিচ্ছিলেন পাশে দাঁড়িয়ে থাকা সহকর্মীরা। তালে তালে তাঁরা হাততালিও দিচ্ছিলেন। ভিডিওটি সামনে আসতেই নড়েচড়ে বসে পুলিসের উপর মহল। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন পোর্টাল।

তবে শাস্তির মুখে সাব-ইনস্পেক্টর ও কনস্টেবল। তাঁদের দু’জনকে অন্যত্র বদলি করে দেওয়া হয়েছে বলে পুলিস সূত্রে খবর।

2 years ago