Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

ott

Purushottam Express: দুর্ঘটনার কবলে পুরুষোত্তম এক্সপ্রেস, জরুরি ব্রেক কষতেই তীব্র ঝাঁকুনিতে মৃত ২ যাত্রী

ফের রেলে দুর্ঘটনা। এবার দুর্ঘটনার কবলে পুরী-নয়া দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস (Purushottam Express)। ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ায় এমার্জেন্সি ব্রেক কষেন চালক। ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পান ট্রেন যাত্রীরা। তবে চলন্ত ট্রেনে হঠাৎ ব্রেক কষলে তীব্র ঝাঁকুনিতে ওই ট্রেনের ২ যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনাটি শনিবার দুপুরে ঝাড়খণ্ডের (Jharkhand) কোডার্মা জেলায় ঘটেছে।

সূত্রের খবর, শনিবার দুপুর ১২টা ৫ মিনিট নাগাদ ঝাড়খণ্ডের কোডার্মা রেল স্টেশনের কাছে আচমকাই ওভারহেডের ইলেকট্রিক তার ছিঁড়ে যায়। সঙ্গে সঙ্গে তীব্র ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে পড়ে পুরী-নয়া দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস। তাতেই সিট থেকে বহু যাত্রী ছিটকে পড়েন। আর দুই যাত্রীর মৃত্যুও হয়। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় ট্রেনটি ঘণ্টায় ১৩০ কিমি বেগে ছুটছিল। এই আবহে এমারজেন্সি ব্রেক কষার জেরে কামরার ভিতরে থাকা যাত্রীরা অধিকাংশই টাল সামলাতে পারেননি। তবে কী পরিস্থিতিতে ও ঠিক কোন কারণে দুই যাত্রীর মৃত্যু হয়, তা স্পষ্ট ভাবে জানা যায়নি।

রেল সূত্রে খবর, দুর্ঘটনার পর প্রায় চার ঘণ্টা ধানবাদ রেলওয়ে ডিভিশনের কোডার্মা-গোমোহ সেকশনে ট্রেন চলাচল বন্ধ ছিল। এর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই দিল্লির উদ্দেশে রওনা দেয় পুরুষোত্তম এক্সপ্রেস।

6 months ago
Big Boss OTT: বিগ বস ওটিটি সিজন-২ ফাইনাল, এলভিস না অভিষেক কে হবেন বিজয়ী?

২০০৬ সালে রিয়েলিটি শো বিগ বসের যাত্রা শুরু হয়েছিল। একদিকে অভিনেতা সলমান খানের সাক্ষাৎ পাওয়া, অন্যদিকে বিগ বস হাউজে থাকা মানুষের থালা বাসনের মতো ঠুকোঠুকি। সব মিলিয়ে দর্শকদের হাতে বিনোদনের প্যাকেজ ধরিয়েছে বিগ বস। টেলিভিশনের পাশাপাশি সম্প্রতি বিগ বস এসেছে ওটিটিতেও (Big Boss OTT-2)। দর্শকেরা সেখানেও বিগ বসকে সমান ভালোবাসা দিয়েছে। প্রথম সিজন পেরিয়ে এবার বিগ বস ওটিটির দ্বিতীয় সিজনও শেষের মুখে।

দ্বিতীয় সিজনের ফাইনালিস্টদের মধ্যে রয়েছেন, এলভিস যাদব, অভিষেক মালহান, মনীষা রানি, পূজা ভাট এবং বেবীকা ধ্রুবে। দর্শকরাই ওটিটি মাধ্যমের প্ল্যাটফর্মে গিয়ে সরাসরি ভোট দিয়েছেন। ফাইনালিস্টদের তালিকায় মনীষা, পূজা এবং দেবিকা ভোটে এতটাই পিছিয়ে রয়েছেন যে তাঁদের জেতা প্রায় অসম্ভব। তাই সম্মুখ সমরে এখন কেবল এলভিস ও অভিষেক।

জানা গিয়েছে, এলভিস যাদব এখনও পর্যন্ত ৮০০,৯৯,৯৭৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। অভিষেক মালহান পেয়েছেন, ৬০০,৯৮,৩৬৫ ভোট। মনীষা রানী এখনও পর্যন্ত ১৩,২৩,৮৩০ ভোট পেয়েছেন। বেবীকা ৭৭,২০১ ভোট পেয়েছেন। সবচেয়ে কম ভোট পেয়েছেন পূজা ভাট। তাঁর এখনও পর্যন্ত প্রাপ্ত ভোটের সংখ্যা ৩২,৫০০।

১৪ অগাস্ট বিগ বস ওটিটি দ্বিতীয় সিজনের ফাইনাল। এলভিস এবং অভিষেকের মধ্যে যে জিতবেন, সে ২৫ লক্ষ টাকা এবং বিগ বস ওটিটির ট্রফি পাবেন। দুজনের সমর্থকই অধীর আগ্রহে রয়েছেন ফাইনালের ফলাফলের।

9 months ago
Lottery: চাঁদা তুলে ২৫০ টাকা জমিয়ে লটারির টিকিট কিনলেন ১১ জন মহিলা, আর জিতে নিলেন ১০ কোটি টাকা

অ-জৈব বর্জ্য সংগ্রহের কাজ করতেন কেরলের (Kerala) ১১ জন মহিলা, সংসার চলত টেনে-টুনে। কিন্তু হঠাৎই একদিন তাঁদের ভাগ্য বদলে গেল মুহূর্তের মধ্য়ে। ২৫০ টাকার লটারির (Lottery) টিকিটই বদলে ফেলে তাঁদের জীবন। কারণ তাঁরা সেই ২৫০ টাকার লটারির টিকিট কেটেই নিমেষের মধ্যে হয়েছেন কোটিপতি। জানা গিয়েছে, তাঁরা মোট ১০ কোটি টাকা জিতেছেন লটারিতে। সূত্রের খবর, ঘটনাটি কেরলের মালাপ্পুরমের (Malappuram)।

জানা গিয়েছে, এই ১১ জন মহিলা কেরলের মালাপ্পুরমের হরিথা কর্ম সেনায় কাজ করতেন। তাঁরা বাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্লাস্টিক সংগ্রহের কাজ করতেন। কিন্তু তাঁদের উপার্জনের টাকায় সংসার চালানো ভীষণ কষ্টকর হত। তাই তাঁরা একসঙ্গে প্রায়ই চাঁদা তুলে লটারির টিকিট কাটতেন। কিন্তু এর আগে লটারি কাটলেও তেমন কোনও বিশেষ পুরস্কার পাননি। কিন্তু তাঁরা হাল ছাড়েননি। কষ্ট করে হলেও তাঁরা চাঁদা তুলে ২৫০ টাকা জমান ও লটারির টিকিট কাটেন। এরপর কেরলের লটারি বিভাগ থেকে ঘোষণা করা হয় যে, তাঁরা ১০ কোটি টাকা জিতেছেন। আর এই খবর শুনে আনন্দে আত্মহারা হয়ে পড়েন তাঁরা।

হরিথা কর্ম সেনার চেয়ারম্যান সীজা বলেন, 'এই টাকা যাঁদের বেশি দরকার ছিল তাঁদের কাছেই গিয়েছে। তাঁরা অত্যন্ত পরিশ্রমী মহিলা। তাঁদের অনেকের ঋণ রয়েছে, আবার কারোর মেয়েকে বিয়ে দিতে হবে। ফলে এই টাকা তাঁদের অনেকক্ষেত্রে সাহায্য করতে পারবে।'

10 months ago


Netflix: আর দেখা যাবে না অন্যের অ্যাকাউন্টে নেটফ্লিক্স! বন্ধ করা হচ্ছে 'পাসওয়ার্ড শেয়ারিং'

বর্তমানে ভারতের বাজারে জাঁকিয়ে বসেছে বিভিন্ন ধরনের ওটিটি প্ল্যাটফর্ম (OTT Platform)। ডিজনি হটস্টার, অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স সহ আরও বিভিন্ন প্ল্যাটফর্মের কনটেন্ট দেখতে ভালোবাসেন প্রত্যেকে। ফলে এতদিন এমনটাই দেখা যেত যে, কোনও একজন সাবস্ক্রিপশন নিয়ে অনেকজন মিলে নেটফ্লিক্সের সিরিজ দেখছেন। কিন্তু এবারে সেই সুবিধাই থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে নেটফ্লিক্সের (Netflix) তরফে। অর্থাৎ এখন থেকে নেটফ্লিক্সের পাসওয়ার্ড আর বন্ধু, আত্মীয়দের সঙ্গে শেয়ার (Password Sharing) করা যাবে না। তবে যার অ্যাকাউন্ট, তাঁর বাড়ির পরিবারের সদস্যরা এটি ব্যবহার করতে পারবেন।

সবসময় প্রত্যেক ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন নেওয়া সম্ভব হয় না প্রত্যেকের ক্ষেত্রে। ফলে অনেকেই তাঁদের বন্ধু-বান্ধবীদের থেকে পাসওয়ার্ড নিয়ে নেটফ্লিক্সের মজা নিয়ে থাকেন। কিন্তু এবারে তাঁদের জন্য় দুঃখের খবর। কারণ এবার থেকে সেই পাসওয়ার্ড আর শেয়ার করা যাবে না। পাসওয়ার্ড শেয়ার করার সুবিধা ধীরে ধীরে সরিয়ে নেওয়া হচ্ছে বলে খবর। নেটফ্লিক্সের তরফে আরও বলা হয়েছে, যদি পাসওয়ার্ড শেয়ার করেই ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ টাকাও দিতে হবে প্রতি মাসে।

নেটফ্লিক্স থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, 'আজ থেকেই নেটফ্লিক্স ব্যবহারকারীদের ইমেল পাঠানো হবে। একটি নেটফ্লিক্স অ্যাকাউন্ট একটি পরিবারের ব্যবহারের জন্য৷ সেই পরিবারে বসবাসকারী প্রত্যেকে যেখানেই থাকুন না কেন - বাড়িতে, গাড়িতে চলতে চলতে, ছুটির দিনে। ট্রান্সফার প্রোফাইল এবং অ্যাক্সেস এবং ডিভাইসগুলি পরিচালনা করার মতো নতুন বৈশিষ্ট্যগুলির সুবিধা নিতে পারেন৷'

10 months ago
Prosenjit: যৌনতা এবং হিংসা ছাড়াও ওটিটিতে ভালো গল্প আছে: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

টলিউড সিনেমা জগতের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। 'জুবিলী' সিরিজ দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে ডেবিউ করেছেন। হিন্দি ছবির জগতের জনপ্রিয় তারকাদের মাঝেও নিজেকে অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা করেছেন সফলভাবে। রয় টকিজের কর্ণধার শ্রীকান্ত রয়ের দৃঢ় অভিনয় এখনও দর্শকদের চোখের সামনে ভাসছে। এরপর স্কুপ ওয়েব সিরিজেও জয়দেব সেনের চরিত্রে, অল্প জায়গায় নিজের অভিনয়ের ছাপ রেখেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

তবে অনেকে মনে করেন বড় পর্দায় সিনেমার ক্ষেত্রে যে বেড়াজালগুলো থাকে, ওটিটির ক্ষেত্রে তা থাকে না। ফলে সেখানে অবাধ যৌনতা এবং হিংসার প্রচার করা হয়। সত্যিই কী তাই? এই বিষয়ে কী মত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ? জানালেন তিনি।অভিনেতা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, 'ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা-সিরিজ দেখার এটিই সঠিক সময়। এই মাধ্যমটিকে যৌনতা এবং হিংসা নির্ভর কন্টেন্ট থেকে বেরিয়ে এসেছে অনেক আগেই। বর্তমানে এই মাধ্যম অনেক ভালো গল্প বলে।'

অভিনেতা আরও বলেছেন, 'রকেট বয়েস, জুবিলী, স্ক্যাম-১৯৯২ এর মতো কন্টেন্টগুলি প্রমান দিচ্ছে, যৌনতা এবং হিংসার বাইরে বেরিয়ে গিয়েছে ওটিটি। নির্মাতাদের ওপরেই নির্ভর করবে ছবির মান। টেলিভিশনের তুলনায় ওটিটি মাধ্যমের দর্শক আরও বেশি।' সময়ের সঙ্গে সঙ্গে সেই দর্শক আরও  বাড়বে বলে মনে করেন অভিনেতা। ওটিটিতে প্রথম দুটো কাজ করে যে তিনি তৃপ্ত সেকথাও বলেছেন।

10 months ago


OTT: নতুন সিরিজের জন্য জোট বাঁধছেন সোহিনী-রুদ্রনীল-তৃণা

একসময় সিনেমা-ধারাবাহিক মানেই ছিল বড় পর্দা কিংবা ছোট পর্দা। তবে প্রযুক্তির নতুন আমদানি ওটিটি (OTT), জোর টক্কর দিচ্ছে এই মাধ্যমদুটিকে। আরও একটি নতুন আমদানি 'সিরিজ'। আরও ভালো অর্থে বললে 'ওয়েব সিরিজ'। একসময় অভিনেতা অভিনেত্রীদের কাছে কাজ থাকত না। তবে ওটিটি আসার পর এত বেশি কন্টেন্ট হয়েছে যে সর্বত্র বিরাজ করছেন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। দর্শকদের কাছে পৌঁছাতে এই মাধ্যমটিকে বিরাট মাধ্যম হিসেবে দেখেন তাঁরা। হিন্দির পাশাপাশি বাংলাতেও এখন ওয়েব সিরিজের ছড়াছড়ি। তেমনই একটি সিরিজের জন্য জুটি বাঁধতে চলেছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh), সোহিনী সরকার (Sohini Sarkar) এবং তৃণা সাহা। 

জানা গিয়েছে, আসন্ন সিরিজের নাম 'মাতঙ্গী'। পরিচালনার ব্যাটন ধরবেন সৌমিক চট্টোপাধ্যায় এবং দীপাঞ্জন ভৌমিক। চার মহিলার জীবন কেন্দ্র করে আবর্তিত হবে এই থ্রিলার সিরিজের চিত্রনাট্য। ওয়েব সিরিজের এই চার মহিলার মধ্যে মিল, তাঁরা সকলেই সন্তানের মা। এই চার মহিলার একজনের স্বামী নিখোঁজ হতেই, গল্প নতুন মোর পাবে। সব মিলিয়ে এই সিরিজ নিয়ে আশাবাদী সকলেই।

রুদ্রনীল এবং সোহিনী দুজনেই আগে থ্রিলার সিরিজে কাজ করেছেন। অন্যদিকে ধারাবাহিকে অভিনয় করা তৃণা সাহাও নিজের অভিনয় দক্ষতা প্রমান করেছেন দর্শকদের সামনে। তবে থ্রিলার তৈরী করা অত সহজ নয়।মাতঙ্গীর গল্প কতটা জমাট বাধে, অভিনেতারা দর্শকদের মন কতটা জয় করতে পারেন, এখন সেটাই দেখার।

10 months ago
Byomkesh: দেবের পর এবার সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত দুর্গ রহস্যের প্রথম ঝলক মুক্তি

টলিউডে টানটান ব্যোমকেশ (Byomkesh) দ্বৈরথ। একদিকে বিরসা দাশগুপ্ত পরিচালিত ব্যোমকেশ ও দুর্গ রহস্য। অন্যদিকে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত দুর্গরহস্য। বিরসার ব্যোমকেশের চরিত্রে প্রথমবার দেখা যাবে অভিনেতা দেবকে (Dev)। অন্যদিকে সৃজিতের ব্যোমকেশ অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। ব্যোমকেশ ও দুর্গ রহস্যের অফিশিয়াল ট্রেলার রিলিজ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সিনেমাটি বড় পর্দায় দেখা যাবে ১১ আগস্ট।

অন্যদিকে সৃজিত মুখোপাধ্যায়ের দুর্গ রহস্য কোমর বাঁধছে উন্মোচনের জন্য। শনিবার মুক্তি পেয়েছে প্রথম ঝলক। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় সামাজিক মাধ্যমে সেই ঝলক শেয়ার করে লিখেছেন, দুর্গের দুয়ার খুলছে আসতে আসতে, সত্যের পথ হচ্ছে পরিষ্কার।' যদিও এর থেকে বেশি কিছু এখন জানাননি পরিচালক। এই সত্যের খানিকটা ঝলক দর্শকেরা পাবেন ১৮ জুলাই।

View this post on Instagram

A post shared by Hoichoi (@hoichoi.tv)

সৃজিতের দুর্গ রহস্যে সত্যবতীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী সোহিনী সরকারকে। অন্যদিকে অজিতের ভূমিকায় অভিনয় করবেন রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়। এই সিরিজ মুক্তি পাবে ওটিটিতে। তবে সেই শুভদিন জানা যায়নি এখনও। টলি পাড়ার জনপ্রিয় পরিচালক বিরসা এবং সৃজিত দুজনেই। দুই ব্যোমকেশের গল্প যে একই তাও বোঝা হয়ে গিয়েছে। কেবল অভিনয়ে-পরিচালনায় কে কাকে টেক্কা দেবেন, এইবার সেটাই দেখার।

10 months ago
Salman Khan: হাতে সিগারেট নিয়ে সঞ্চালনায় সলমান, সমালোচনায় নেট দুনিয়া

সামাজিক মাধ্যমে চর্চায় বলিউডের ভাইজান অর্থাৎ সলমান খান (Salman Khan)। বর্তমানে তাঁকে মাঝেমধ্যেই দেখা যাচ্ছে বিগ বস ওটিটি-২ (Big Boss OTT) এর সঞ্চালনায়। তবে সম্প্রতি অভিনেতাকে যে মেজাজে দেখা গেল, তেমনভাবে আগে কখনও তাঁকে দেখা যায়নি। একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। সেই ছবিতে সলমানের এক হাতে দেখা গিয়েছে সিগারেট। এমন মাদকজাত দ্রব্য নিয়েই তিনি সঞ্চালনা করেছেন অনুষ্ঠান।

এই ছবি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। এক নেটিজেন সেই ছবি শেয়ার করে লিখেছেন, 'আমরা জানি তিনি একজন হিপোক্রিট। কিন্তু আপনি যদি অন্যকে জ্ঞান দেন অন্তত তাঁদের সামনে সভ্য ব্যবহার করুন।' আরও একজন নেটিজেন লিখেছেন, 'এটা ওটিটি, জাতীয় টেলিভিশন নয়। তাই আমার মনে হয় এই নিয়ে কোনও আইনি জটিলতা হবে। তবে তিনি সত্যিই হিপোক্রিট। নিজে ভুলভাল কাজ করে অন্যদের সভ্যতা শেখান।'

প্রসঙ্গত বেশ কিছু বছর ধরে টেলিভিশনের পর্দায় বিগ বসের সঞ্চালনা করলেও। বিগ বস ওটিটির দ্বিতীয় সিজনে সঞ্চালনায় ডেবিউ করলেন সলমান। তবে ভাইজান রয়েছেন নিজের মেজাজে। কখনও তিনি হাসাচ্ছেন, কখনও কাঁদাচ্ছেন, আবার কখনও বেশ কড়াভাবে শাসন করছেন নেটিজেনদের। দর্শকেরা বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন এপিসোডগুলি।

10 months ago


Road: রাস্তা না হলে ভোট বয়কট! সরব এবার জন সাধারণ

রাস্তা (Road) না হলে ভোট (Vote Boycott) বয়কট! রাস্তার দাবিতে সরব এবার জন সাধারণ। এই উত্তপ্ত জন সাধরণের ছবিটা পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার কেশিয়াড়ী ব্লকের নছিপুর অঞ্চল এলাকার। এলাকাবাসীদের অভিযোগ, এই বেহাল রাস্তার কথা বারাবার প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা মেলেনি। দীর্ঘ ১০ বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে দিনের পর দিন যাতায়াত করতে হয় ওই বেহাল রাস্তার ওপর দিয়ে। শুধু তাই নয় বর্ষার সময় রাস্তার উপরে জল উঠে আসে। ফলে স্কুলে যেতেও অসুবিধা হয় ছাত্রছাত্রীদের। 

এলাকাবাসীদের দাবি, ওই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে পাঁচটি গ্ৰামের মানুষজন। প্রায় ৭০০ টি পরিবারের বসবাস। গ্ৰাম থেকে ৩ কিমি দূরত্বে রয়েছে নছিপুর আদিবাসী উচ্চমাধ্যমিক হাইস্কুল। পড়ুয়াদের প্রতিনিয়ত ওই বেহাল রাস্তার ওপর দিয়েই যাতায়াত করতে হয়। এমনকি রাস্তার বেহাল দশার কারণে এলাকার অসুস্থ রোগীদের জন্যেও এলাকায় প্রবেশ করতে পারেনা আ্যম্বুলেন্স থেকে শুরু করে বড় গাড়ি। তাই তাঁরা এই রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক দিয়েছেন, এমনটাই দাবি এলাকাবাসীর।

11 months ago
Asin: স্বামীর সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন আসীন, কী বললেন অভিনেত্রী

বলিউডে আমির খানের বিপরীতে গজনী সিনেমায় অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা কুড়িয়েছিলেন অভিনেত্রী আসীন (Asin Thottumkal)। তারপর বলিউডে বেশ কিছ সিনেমায় অভিনয় করলেও তেমন জনপ্রিয়তা পাননি। অভিনেতা অক্ষয় কুমারকে আসীন বলেছিলেন, যোগ্য পাত্র পেলে বিয়ে করে সংসার করবেন তিনি। খিলাড়ি কুমার তাঁর বন্ধুর সঙ্গে আসীনের অপ্রত্যাশিত আলাপ করিয়েছিলেন।

এরপর ২০১৬ সালে অক্ষয়ের বন্ধু ব্যবসায়ী রাহুল শর্মার সঙ্গে বিয়ে করে শুধুমাত্র সংসারী নয়, ঘোরতর সংসারী হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। তাঁদের ছোট্ট কন্যাসন্তানও রয়েছে। তবে শোনা গিয়েছিল, দম্পতির মধ্যে নাকি বনিবনা হচ্ছে না। এদিকে আসীন তাঁর স্বামীর সঙ্গে আপলোড করা ছবি ডিলিট করে দেন সামাজিক মাধ্যম থেকে। তাঁর এই পদক্ষেপে বিচ্ছেদের গুঞ্জনের আগুনের ঘি পড়েছিল। তবে আর জল্পনা নয়, অভিনেত্রী নিজেই মুখ খুললেন এই বিষয়ে।


আসীন সামাজিক মাধ্যমে স্টোরিতে লেখেন, 'গরমের ছুটির মাঝখানে রীতিমতো একে অপরের মুখোমুখি বসে প্রাতঃরাশের মজা নিচ্ছি এবং কিছু পরিকল্পিত সম্পূর্ণ ভিত্তিহীন খবর জানতে পারলাম।' অর্থাৎ অভিনেত্রী বুঝিয়ে দিয়েছেন, জল্পনা যাই হোক না কেন রাহুলের সঙ্গে এখনও যৌথ যাপনে রয়েছেন তিনি।

11 months ago


Aaliya: বিগ বস থেকে বাদ গেলেন নওয়াজের প্রাক্তন স্ত্রী আলিয়া

বিগ বস ওটিটির দ্বিতীয় (Big Boss OTT) সিজন নিয়ে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। প্রথম সিজনে এই জনপ্রিয় অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন করণ জোহার। দ্বিতীয় সিজনেই বিগ বস ওটিটিতে সঞ্চালক হিসেবে ডেবিউ করেছেন অভিনেতা সলমান খান। তাই কারা হবেন এই সিজনের অতিথি, তাই নিয়েও জল্পনা চলেছিল অনেক। দেখা গিয়েছিল, সেই তালিকায় রয়েছেন নওয়াজউদ্দিনের প্রাক্তন স্ত্রী আলিয়া সিদ্দিকী (Aaliya Siddiqui)।

সকলেই মনে করেছিলেন তাঁদের সম্পর্কের গোপন তথ্য ফাঁস হবে পর্দায়। কিন্তু তেমন কিছু হয়নি। কেবল আলিয়া একবার বলেছিলেন, 'আমার ডিভোর্স না হলে সন্তানদের ফেলে বিগ বস-এ আসতে হত না।' তবে আলিয়ার যাত্রা শেষ হল এখানেই। প্রত্যেক সপ্তাহান্তেই কাউকে না কাউকে উচ্ছেদ করা হয়ে থাকে। এই সপ্তাহে সেই তালিকায় ছিলেন আলিয়া। অবশেষে তিনিই বাদ গেলেন বিগ বসের লড়াই থেকে।

11 months ago
OTT: ওটিটিতে জায়গা নেই 'দ্য কেরালা স্টোরি'র, কী বললেন পরিচালক সুদীপ্ত সেন

একাধিক বিতর্ক থাকা সত্ত্বে মুখ ঘুরে বক্স অফিসে দাঁড়িয়েছিল পরিচালক সুদীপ্ত সেনের ছবি 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story)। পশ্চিমবঙ্গে এই ছবিকে নিষিদ্ধ করা হলেও এই ছবি বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে। প্রায় ৩০০ কোটির মতো ব্যবসা করে ফেলেছে এই ছবি। এরপরেই শোনা গিয়েছিল যে, এই ছবি খুব শীঘ্রই ওটিটিতে (OTT Platform) আসতে চলেছে। এও শোনা গিয়েছিল যে, এই ছবি জি৫-এ (ZEE5) আসতে চলেছে। কিন্তু এবারে শোনা যাচ্ছে, এসবই গুঞ্জন। কারণ খোদ পরিচালক সুদীপ্ত সেন (Sudipto Sen) জানিয়েছেন, এই ছবির জন্য এখনও কোনও ওটিটি প্ল্যাটফর্মই বেছে নেওয়া হয়নি।

দ্য কেরালা স্টোরি নিয়ে বিতর্ক-সমালোচনার শেষ ছিল না। কিন্তু বিতর্ককে সঙ্গী করেই ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে ছবিটি। এরপর জানা গিয়েছিল, ছবিটি জি৫-এ আসতে চলেছে। কিন্তু সম্প্রতি ছবির পরিচালক সুদীপ্ত সেন এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এখনও কোনও ওটিটি প্ল্যাটফর্ম বেছেই নেওয়া হয়নি। অবশ্য এখনও কোনও ওটিটিই তেমন কোনও প্রস্তাব দেয়নি। তিনি বলেন, 'কেরালা স্টোরির জন্য এখনও কোনও উপযুক্ত ওটিটি প্ল্যাটফর্ম পাওয়া যায়নি। আগের খবর সব ভুয়ো। আমরাও এই ছবির জন্য কোনও ভালো চুক্তি পাইনি। হয়তো ইন্ডাস্টির কিছু মানুষ একজোট হয়ে শাস্তি দিচ্ছে আমাদের।'

11 months ago
Kerala Story: চলতি মাসেই ওটিটিতে আসছে 'দ্য কেরালা স্টোরি', জানুন কবে ও কোন প্ল্যাটফর্মে মুক্তি

'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) নিয়ে বিতর্কের শেষ নেই। কিন্তু এই বিতর্ককে সঙ্গী করেই বক্স অফিসে ঝড় তুলেছে সুদীপ্ত সেন (Sudipto Sen) পরিচালিত ছবিটি। সূত্রের খবর, এবারে ওটিটিতেও (OTT) আসতে চলেছে এই ছবি। একাধিক সমালোচনা, ব্যান করার পরও এক মাসের মধ্যেই ২০০ কোটির গন্ডি পার করেছে এই ছবিটি। 'পাঠান'-এর পর এই ছবিই চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা ছবি। ফলে যাঁরা এই ছবির জন্য উৎসুক ছিলেন, তাঁরা এখন তাঁদের মুঠোফোনেই দেখতে পাবেন এই ছবি। তাই আর কিছুদিনের অপেক্ষা।

সূত্রের খবর, জুনেই জি ফাইভে আসছে 'দ্য কেরালা স্টোরি'। জানা গিয়েছে, এই ছবি ইতিমধ্যেই জি ফাইভ কিনে ফেলেছে। জানা গিয়েছে, জুনের ২৩ তারিখ এই ছবি ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পেতে চলেছে। হিন্দি, তেলেগু ও তামিল ভাষায় মুক্তি পাবে এটি। তবে জি ফাইভ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি যে, ২৩ তারিখেই এই ছবি মুক্তি পাবে। তবে খুব শীঘ্রই যে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পেতে চলেছে ছবিটি, তা নিশ্চিত।

12 months ago


OTT: ওটিটি সিনেমা-সিরিজেও বাধ্যতামূলক তামাক বিরোধী সতর্কবার্তা, কেন্দ্রের নির্দেশ

এবারে ওটিটি প্ল্যাটফর্মের জন্য় কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। ওটিটি (OTT) প্ল্যাটফর্মগুলিতে তামাক বিরোধী সতর্কীকরণের (Anti-Tobacco Warnings) জন্য নতুন নিয়ম তৈরি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। একটি বিজ্ঞপ্তি জারি করে সেকথা জানানো হয়েছে ৩১ মে, বুধবার। নিয়ম অনুযায়ী এবার ওটিটি প্ল্যাটফর্মগুলিকেও জন্য তামাক বিরোধী সতর্কবার্তা দিতে হবে। আর যেসব ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্টে তামাক বিরোধী কোনও সতর্কবার্তা থাকবে না, তখন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

জানা গিয়েছে, আজ অর্থাৎ ৩১ মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওটিটি প্ল্যাটফর্মগুলিতে তামাক ও মাদক বিরোধী সতর্কবার্তা দিতে হবে। আর কোনও ওটিটি কনটেন্ট পাবলিশার যদি এই নিয়ম মানতে ব্যর্থ হয়, তবে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ও কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। ওটিটিতে কোনও ছবির মাঝে বা প্রথমে এক বার্তামূলক ভিডিও দিতে হবে। যেমনটা কোনও সিনেমার ক্ষেত্রে দেওয়া হয়, তেমনটাই এবারে ওটিটি কনটেন্টেও দিতে হবে বলে নয়া নিয়ম জারি করা হয়েছে।


12 months ago
Lottery: লটারি খেলেই বাজিমাত! কাজ না করেই প্রতি সপ্তাহে এই ব্যক্তি পাবেন ৮২ হাজার টাকা

যদি কোনও কাজ না করেই টাকা পাওয়া যেত, এমনটা হলে দারুণ হতো, তাই তো! কিন্তু এমনটা সম্ভবই নয়, কারণ জীবনে অর্থ উপার্জন করতে কাজ করতেই হবে। কিন্তু এক ব্যক্তি এতটাই ভাগ্যবান যে, তিনি কাজ না করেই টাকা পাবেন। এমনটা কীভাবে সম্ভব, এই প্রশ্নই মনে আসছে তো? তবে তিনি বিনা কাজেই টাকা পাবেন, এটা সত্যি। কিন্তু এই টাকা পাওয়ার ভাগ্য তিনি পেয়েছেন এক লটারির (Lottery) মাধ্যমে। এমন এক লটারি জিতেছেন যেখানে বলা আছে, তিনি  যতদিন বেঁচে থাকবেন, ততদিন প্রতি সপ্তাহে ৮০ হাজার টাকা করে পাবেন তিনি।

জানা গিয়েছে,  রবিন রাইডেল নামের এক ব্যক্তি ওরিগন লটারি গেমস (Oregon Lottery games) খেলে এই লটারিটি জিতেছেন। তিনি এই লটারি প্রায় গত ১৪ বছর ধরে খেলছেন। কিন্তু অবশেষে ভাগ্য খুলেছে তাঁর। সারা জীবনের মতো টাকা উপার্জন করার চাপ তাঁর মাথার উপর আর থাকল না। কারণ এমনই লটারি জিতেছেন তিনি। এই লটারিতে এমনটাই রয়েছে যে, যিনি এটি জিতবেন, তিনি বাকি জীবন প্রতি সপ্তাহে ১০০০ ডলার করে পাবেন। যা ভারতীয় মুদ্রায় ৮২ হাজার টাকা।

আরও জানা গিয়েছে, রবিন রাইডেল পেশায় একজনড ড্রাইভার। তিনি তাঁর লটারিতে জেতা সেই টাকা দিয়ে ভবিষ্যতের সমস্ত বিল মেটাবেন। তাঁর বাড়ি ভালো করে বানাবেন ও নিজের স্ত্রীয়ের সঙ্গে বাইরে ঘুরতে গিয়ে সেখানে তাঁদের বিবাহ বার্ষিকী পালন করবেন।

12 months ago