Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

neighbor

Bankura: জমি সংক্রান্ত বিবাদে খুন বাবা ও ছেলে, ঘটনায় গ্রেফতার অভিযুক্ত প্রতিবেশী

জমি সংক্রান্ত বিবাদের জেরে একসঙ্গে খুন হল বাবা ও ছেলে। খুনের অভিযোগ উঠেছে পাড়ার এক প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার অভিযুক্ত প্রতিবেশী পিন্টু রুইদাস। ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছে বাঁকুড়ার নতুনচটি এলাকায়। পুলিস সূত্রে জানা যায়, মৃত ব্য়ক্তির নাম মথুরা মোহন দত্ত ও তাঁর ছেলের নাম শ্রীধর দত্ত। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে প্রতিবেশী পিন্টু রুইদাসের সঙ্গে জমি সংক্রান্ত বিবাদ চলছিল মথুরা মোহন দত্তের। অভিযোগ মথুরা মোহন দত্তের জমির উপর বাড়ি নির্মান করে পিন্টু রুইদাস। এরপর নিজের জমি ফিরে পেতে আদালতের দ্বারস্থ হয় মথুরা মোহন দত্ত। সম্প্রতি কলকাতা হাইকোর্ট মথুরা মোহন দত্তের জায়গার উপর নির্মাণ করা বাড়ি ভেঙ্গে ফেলার নির্দেশ দেওয়া হয় পিন্টু রুইদাস কে। 

বাড়ি ভেঙ্গে ফেলার নির্দেশ পেতেই প্রতিবেশী মথুরা মোহন দত্তের উপর চড়াও হয় পিন্টু রুইদাস ও তাঁর পরিবার। গত ৩ ডিসেম্বর রাতে মথুরা মোহন দত্ত তাঁর স্ত্রী ও ছেলের উপর চড়াও হয় পিন্টু রুইদাস তার দুই ছেলে ও স্ত্রী। অভিযোগ, ধারালো অস্ত্র ও লাঠিসটা নিয়ে মারধর করা হয় মথুরামোহন দত্ত ও তাঁর ছেলে শ্রীধর দত্ত ও তাঁর স্ত্রীকে। 

ঘটনার খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিস তিনজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেদিন গভীর রাতেই মৃত্যু হয় মথুরা মোহন দত্ত ও ছেলে শ্রীধর দত্তের। এই ঘটনার পরেই পালিয়ে যায় পিন্টু রুইদাস ও তার পরিবার। ৫ ডিসেম্বর দুর্গাপুর থেকে গ্রেফতার হয় পিন্টু রুইদাস সহ অভিযুক্ত চারজন। ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নিমান করে পুলিস। এদিকে শনিবার সকাল থেকে কলকাতা হাইকোর্টের নির্দেশে অভিযুক্ত পিন্টু রুইদাসের বাড়ি ভেঙ্গে ফেলার কাজ শুরু হয়।

5 months ago
Magrahat: কটুক্তি নিয়ে বচসার জেরে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, তদন্তে পুলিস

কটুক্তি করা নিয়ে বচসার জেরে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী (neighbour) যুবকের বিরুদ্ধে। রবিবার, ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট থানার বাঁকিপুর এলাকায়। পুলিস সূত্রে খবর, নিহতের নাম দাইহান গাজী (৩৫)। জানা গিয়েছে, স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় দাইহানকে মগরাহাট ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত (Dead) বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

নিহতের পরিবারের অভিযোগ, এ দিন রাতে প্রতিবেশী নুরুদ্দিন গাজীকে কটুক্তি করা নিয়ে কথা কাটাকাটি থেকে আচমকা মারপিট শুরু হয়। তখনই দাইহানকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। 

নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। যদিও ঘটনার পর থেকে অভিযুক্ত নুরুদ্দিন গাজী ও তার পরিবারের লোকজনেরা পলাতক। তবে শুধুই কি বচসা না কি এর নেপথ্য়ে অন্য় কারণ রয়েছে তা নিয়ে খতিয়ে দেখা হচ্ছে।  

10 months ago
Newtown: দুই ভাড়াটিয়ার মধ্যে বিবাদ কুপিয়ে খুন প্রতিবেশী শিশুকে!

দুই ভাড়াটিয়ার মধ্যে বিবাদ (Dispute), কুপিয়ে খুন প্রতিবেশী (Neighbor) শিশুকে (Minor)। মৃত শিশুকে বাঁচাতে এসে গুরুতর জখম শিশুর মা ও প্রতিবেশী এক মহিলা। বৃহস্পতিবার সন্ধ্যায় ইকোপার্ক থানার শুলংগুড়ি ঘোষপাড়া এলাকার ঘটনা। পুলিস জানিয়েছে মৃত শিশুর নাম দিবাংশু প্যাটেল (৭)। বৃহস্পতিবার ওই এলাকায় দুই ভাড়াটিয়ার মধ্যে অশান্তি চলছিল, সেসময় ওই শিশুর প্রতিবেশী এক ব্যক্তি, শিশুটিকে বারবার কুপিয়ে খুন করে। পুলিস জানিয়েছে, অভিযুক্ত ঘাতক লক্ষণ কুমার পলাতক। তার খোঁজ চালাচ্ছে বলে জানিয়েছে পুলিস। সূত্রের খবর, ওই শিশুকে বাঁচাতে গিয়ে যখন হয়েছেন শিশুর মা সহ, এক প্রতিবেশী মহিলা। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দু'জনেই স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

one year ago