Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

mountaineer

Air Force: হিমবাহে আটকে দুই পর্বতারোহী, উদ্ধার করল ভারতীয় বায়ুসেনা

কাশ্মীরের সোনমার্গ এলাকায় থাজিওয়াস হিমবাহে আরোহণের সময় বিপদের মুখে পড়েছিলেন দুই পর্বতারোহী। রবিবার সন্ধ্যায় ভারতীয় বায়ুসেনার তরফে তাঁদের উদ্ধার করে শ্রীনগরে নিয়ে আসা হয়। আহত অবস্থায় শ্রীনগর বায়ুসেনার হাসপাতালে ভর্তি করানো হয় তাঁদের। জানা গিয়েছে, দুই পর্বতারোহীর নাম হল জিশান মুস্তাক এবং ফয়জল ওয়ানি।

শ্রীনগরের প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র এই প্রসঙ্গে জানিয়েছেন, ফয়জল এবং জিশান যে বরফে আটকে গিয়েছিলেন। তাঁদের হেলিকপ্টার থেকে প্রথমে লক্ষ করা হয়। এরপর তাঁদের উদ্ধারের জন্য সেখানে হেলিকপ্টার নামানোর চেষ্টা করা হলেও সব চেষ্টা বিফল হয়। মুখপাত্র জানান, হেলিকপ্টার নামানোর জন্য কোনও ফাঁকা জায়গা খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার পর শ্রীনগর বায়ুসেনাকে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং তাঁদের উদ্ধার করে। ভারতীয় বায়ুসেনা এএলএইচ এমকে ৩ হেলিকপ্টার নিয়ে ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে উদ্ধার করে।

প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র জানিয়েছেন দুই পর্বতারোহীর মধ্যে এক জনের হাড় ভেঙেছে, দীর্ঘক্ষণ ঠান্ডা আবহাওয়ায় থাকার কারণে শরীরের তাপমাত্রা অস্বাভাবিক হারে কমে গিয়েছে এবং শরীরের অন্যান্য জায়গাতেও তিনি চোট পেয়েছেন বলে জানা গিয়েছে। রবিবার সন্ধ্যায় দুই পর্বতারোহীকেই শ্রীনগর বায়ুসেনার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।

10 months ago
Piyali: মাকালু জয় করে তুষারঝড়ে আটকে পড়েছিলেন, অবশেষে বাধা কাটিয়ে বাড়ি ফিরলেন পিয়ালি

বাড়ি ফিরলেন পিয়ালি (Piyali Basak)। মাকালু (Makalu) জয় করে অবশেষে শনিবার চন্দননগরে ফিরেছেন বাংলার এই পর্বতারোহি। গত ১৭ মে সামিটের পর তুষারঝড়ের মধ্যে আটকে গিয়েছিলেন তিনি। এক রুশ এবং তাঁর শেরপার সাহায্য ওই দুর্যোগের হাত থেকে রেহাই পান তিনি। নিউমোনিয়ায় আক্রান্ত পিয়ালিকে ভর্তি করা হয়েছিল কাঠমান্ডুর হাসপাতালে। সেইসব ঝঞ্ঝা কাটিয়ে অবশেষে বাংলায় ফিরলেন পিয়ালি বসাক।

প্রবল তুষার ঝড়ে চোখ ও পায়ের সমস্যায় পড়েছিলেন পিয়ালি। বেশ কয়েকদিন ভর্তি ছিলেন কাঠমান্ডুর হাসপাতালে। সম্প্রতি সেখান থেকে ছাড়া পান। এরমধ্যে এই ঝড়ের ফলে তাঁর ব্যাগ থেকে অনেক মূল্যবান কাগজ হারিয়ে যায়। প্রথমবার কাঠমান্ডু বিমানবন্দরে গিয়েও তাঁকে ফিরে আসতে হয়েছিল। অবশেষে যাবতীয় চেষ্টার পর শনিবার নিজের বাড়িতে ফিরলেন প্রাথমিক স্কুলের শিক্ষিকা পিয়ালি।

11 months ago
Piyali: মাকালু জয় করে ফেরার পথে নিখোঁজ, বিপত্তি কাটিয়ে ঘরে ফিরছেন বাংলার মেয়ে পিয়ালী

দুর্গম পথ, প্রতি পদে মৃত্যু, আমৃত্যু যুদ্ধ পেরিয়ে অবশেষে স্বস্তি। ঘরে ফিরছেন পর্বতারোহী (Mountaineer) পিয়ালী বসাক (Piyali Basak)। বৃহস্পতিবার বিকেলে কাঠমান্ডু থেকে কলকাতা পৌঁছনোর কথা ছিল পিয়ালীর। কিন্তু কিছু নথি খুঁজে না পাওয়াতে এদিন সে তাঁর বিমানটি সময় মতো ধরতে পারেননি। বৃহস্পতিবার বিকেলে সিএন ডিজিটালকে পর্বতারোহী পিয়ালী বসাক জানান, তিনি বৃহস্পতিবার ফিরতে পারবেন না। বৃহস্পতিবারের বদলে তিনি শুক্রবার ফিরছেন।

মাকালু জয়ের পর পর প্রথমে নিখোঁজ হলেও পরে উদ্ধার করা হয় পিয়ালীকে। তারপর কাঠমান্ডুর হাসপাতালে ভর্তি ছিলেন দীর্ঘ দিন। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগে ছিল গোটা রাজ্য।

গত মাসে অক্সিজেন ছাড়া মাকালু অভিযান শুরু করেন পিয়ালী। সফলভাবে শৃঙ্গজয়ের পরে নেমে আসার পথে সমস্যার শুরু, প্রথমে নিখোঁজ ছিলেন। পরে তাঁকে হেলিকপ্টারে উদ্ধার করে কাঠমাণ্ডু নিয়ে আসা হয়। পিয়ালীর দু'পায়েই প্রবল ফ্রস্টবাইট হয়েছিল, করে নিউমোনিয়াতেও আক্রান্ত হয়েছিলেন পিয়ালী। আপাতত, তিনি সম্পূর্ণ সুস্থ। বাংলার গর্ব পিয়ালীর ঘরে ফেরার অপেক্ষায় গোটা রাজ্যবাসী।

গত বছর এভারেস্ট জয়ের পর এ'বছর পিয়ালী প্রথমে অন্নপূর্ণা, তারপর মাকালু জয় করেন।

11 months ago