
দুর্গম পথ, প্রতি পদে মৃত্যু, আমৃত্যু যুদ্ধ পেরিয়ে অবশেষে স্বস্তি। ঘরে ফিরছেন পর্বতারোহী (Mountaineer) পিয়ালী বসাক (Piyali Basak)। বৃহস্পতিবার বিকেলে কাঠমান্ডু থেকে কলকাতা পৌঁছনোর কথা ছিল পিয়ালীর। কিন্তু কিছু নথি খুঁজে না পাওয়াতে এদিন সে তাঁর বিমানটি সময় মতো ধরতে পারেননি। বৃহস্পতিবার বিকেলে সিএন ডিজিটালকে পর্বতারোহী পিয়ালী বসাক জানান, তিনি বৃহস্পতিবার ফিরতে পারবেন না। বৃহস্পতিবারের বদলে তিনি শুক্রবার ফিরছেন।
মাকালু জয়ের পর পর প্রথমে নিখোঁজ হলেও পরে উদ্ধার করা হয় পিয়ালীকে। তারপর কাঠমান্ডুর হাসপাতালে ভর্তি ছিলেন দীর্ঘ দিন। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগে ছিল গোটা রাজ্য।
গত মাসে অক্সিজেন ছাড়া মাকালু অভিযান শুরু করেন পিয়ালী। সফলভাবে শৃঙ্গজয়ের পরে নেমে আসার পথে সমস্যার শুরু, প্রথমে নিখোঁজ ছিলেন। পরে তাঁকে হেলিকপ্টারে উদ্ধার করে কাঠমাণ্ডু নিয়ে আসা হয়। পিয়ালীর দু'পায়েই প্রবল ফ্রস্টবাইট হয়েছিল, করে নিউমোনিয়াতেও আক্রান্ত হয়েছিলেন পিয়ালী। আপাতত, তিনি সম্পূর্ণ সুস্থ। বাংলার গর্ব পিয়ালীর ঘরে ফেরার অপেক্ষায় গোটা রাজ্যবাসী।
গত বছর এভারেস্ট জয়ের পর এ'বছর পিয়ালী প্রথমে অন্নপূর্ণা, তারপর মাকালু জয় করেন।