Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

factory

Fire: প্লাস্টিক রিসাইকেলিং কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৫ টি ইঞ্জিন

বুধবার ভোররাতে আগুন লাগে প্রগতি ময়দান থানা এলাকার কয়লা ডিপো অঞ্চলের একটি প্লাস্টিক রিসাইকেলিং কারখানায়। আনুমানিক এদিন রাত ২ টো নাগাদ আগুন লাগে ওই কারখানায়। রাত ২:৩০ নাগাদ খবর দেওয়া হয় দমকলবাহিনীকে। মূলত ওই কারখানায় প্লাস্টিক রিসাইকেলিং-এর কাজ করা হত। অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছয় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। 

দমকলের পাঁচটি ইঞ্জিন দ্বারা আগুন নেভানোর কাজ চললেও আগুন নিয়ন্ত্রণে না এলে পরবর্তীতে আরও একটি দমকলের ইঞ্জিন আনা হয়। একইসঙ্গে ব্যবহার করা হয় পোর্টেবল পাম্প মেশিন। দমকলের দীর্ঘ প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। তারপরেও বেশ কিছুক্ষণ কুলিং প্রসেস চালিয়ে যান দমকলের আধিকারিকরা। যাতে আর কোনো পকেট ফায়ার থেকে পুনরায় না আগুন ছড়িয়ে পড়তে পারে। সেই দিকেই নজর রাখছে দমকলের কর্মীরা। আগুন লাগার পর নিমেষেই সমস্ত কিছু পুড়ে যায় এবং কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। যদিও কোথা থেকে কীভাবে প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে তা জানা যায়নি। 

4 months ago
IT Raid: ফের রাজ্যে আয়কর হানা, ভোররাত থেকে পোলবার মদের কারখানায় চলছে জোর তল্লাশি

ফের রাজ্যে আয়কর হানা (Income Tax Raid)। এবারে এক মদের কারখানায় হানা দিল আয়কর দফতরের আধিকারিকরা। জানা গিয়েছে, মঙ্গলবার ভোর রাতে হুগলির পোলবার মহানাদ গ্রামে এক মদের কারখানায় হানা দিলেন আয়কর আধিকারিকরা। ভোর সাড়ে ৪টে নাগাদ অ্যালপাইন ডিস্টিলারিজ প্রাইভেট লিমিটেডে পৌঁছে যান আয়কর দফতরের টিম।

সূত্রের খবর, মঙ্গলবার যখন ভোরের আলোও ফোটেনি, সে সময় হুগলির পোলবার মহানাদ গ্রামে পৌঁছে যান আয়কর দফতরের আধিকারিকরা। এর পর অ্যালপাইন ডিস্টিলারিজ প্রাইভেট লিমিটেড নামে এক মদের কারখানায় হানা দেন তাঁরা। তবে শুধুমাত্র আয়কর আধিকারিকরা নন, তাঁদের সঙ্গে আসেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। এরপর শুরু হয় তল্লাশি। জানা গিয়েছে, এদিন ভোরে মোট পাঁচটি গাড়িতে আয়কর দফতরের আধিকারিকরা আসে। গ্রামের লোকজনও একে একে আসতে শুরু করেন এলাকায়। তারাও এই ঘটনায় হতবাক। উল্লেখ্য, এই কারখানায় পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় ৩০০ জন কাজ করেন।

6 months ago
Explosion: ভয়াবহ বিস্ফোরণ ইস্পাত কারখানায়, আগুনে ঝলসে আহত ১৭ জন শ্রমিক

এবারে ভয়াবহ বিস্ফোরণ (Explosion) হল একটি ইস্পাত কারখানায়। ঘটনাটি বুধবার রাতে উত্তরাখণ্ডের হরিদ্বারে ঘটেছে। সূত্রের খবর, হরিদ্বারে রুড়কির মুন্ডিয়াকি গ্রামে একটি ইস্পাত কারখানায় এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে পুলিস জানতে পেরেছে, কারখানার বয়লারে বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণের ফলে ঝলসে আহত হয়েছেন ১৭ জন শ্রমিক। এই বিস্ফোরণের পরই গোটা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিস সূত্রে খবর, বুধবার হরিদ্বারের মুন্ডিয়াকি গ্রামের গায়ত্রী স্টিল সার্ভিস নামের ইস্পাত কারখানায় বিস্ফোরণ ঘটে। কারখানায় বয়লারে বিস্ফোরণ হয়েছে বলে খবর। জানা গিয়েছে, বুধবার যখন কারখানায় এই দুর্ঘটনাটি ঘটে, তখন কারখানায় একাধিক শ্রমিক কাজ করছিলেন। আচমকা জোরালো আওয়াজে চমকে যান তাঁরা। তাঁদের মনেই হয়েছিল এটি কোনও বিস্ফোরণের আওয়াজ। এর পরই তাঁরা আতঙ্কে কারখানা ছেড়ে বেরিয়ে আসেন। কিন্তু তাঁরা বাইরে এসে বুঝতে পারেন বিস্ফোরণ কারখানার ভিতরেই হয়েছে। সেই দুর্ঘটনাস্থলে পৌঁছতেই দেখা যায় চারিদিকে পড়ে রয়েছেন বেশ কয়েক জন শ্রমিক। আগুনে ঝলসে তাঁরা গুরুতর আহত।

এর পর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। জানা গিয়েছে, প্রথমেই তাঁরা পুলিসে খবর দেননি। আহতদের হাসপাতালে ভর্তি করানোর পর সেখান থেকেই পুলিসে খবর দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

8 months ago


Blast: এগরার পর দত্তপুকুর, বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিন্নভিন্ন দেহাংশ

এগরার পর এবার দত্তপুকুর (Dattapukur)। তিন মাস পর আবারও বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ (Firecracker Factory blast)। ঘটনাটি ঘটেছে বারাসত লাগোয়া দত্তপুকুর থানার অন্তর্গত নীলগঞ্জ ফাঁড়ির নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার মোষপোল পশ্চিমপাড়া অঞ্চলের একটি বাজি কারখানায়। এখনও অবধি ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত অবস্থায় ৯ জনকে জন বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে মৃত্যু হয় এক জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ঘটনায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দত্তপুকুর থানার পুলিস। পুলিসকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। প্রশ্ন উঠছে এগরার ঘটনার পরও কেন পদক্ষেপ করল না প্রশাসন?

জানা গিয়েছে, রবিবার সকালে আচমকাই বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। অভিযোগ,  একটি দোতলা বাড়িতে মজুত করে রাখা হত বাজি। বিস্ফোরণে প্রায় ধূলিসাৎ হয়ে গিয়েছে বাড়িটি। আশপাশের বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের বিস্ফোরক দাবি,  বাজি কারখানার মালিকরা শসকদলের সমর্থক হওয়ায় কেউ ভয়ে কিছু বলতেন না। এই কারখানার পিছনে প্রশাসনের মদত ছিল বলে অভিযোগ স্থানীয়দের। 

প্রশাসনের নাকের ডগায় বাজি কারখানা চললেও পুলিস কোনও ব্যবস্থা নেয়নি বলেই অভিযোগ। বিস্ফোরণস্থলে কোথাও ৫০ মিটার, কোথাও ১০০ মিটার দূরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে দেহাংশ। ঘটনাস্থল পরিদর্শনে যান মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, রথীন ঘোষ এবং সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এছাড়াও রবিবার সন্ধেবেলা উত্তরবঙ্গ থেকে ফিরেই বিস্ফোরণস্থলে পৌঁছে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

9 months ago
Fire: বিস্কুট ফ্য়াক্টরিতে বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা

বিস্কুট ফ্যাক্টরিতে বিধ্বংসী আগুন (Fire)। গলগল করে বেরিয়ে আসছে কালো ধোঁয়া। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। সোমবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর (Kharagpur) শহরের মালাঞ্চ রোডে অবস্থিত একটি বিস্কুট ফ্যাক্টরিতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের (Fire Brigade) চারটি ইঞ্জিন। ফ্যাক্টরির পাশেই রয়েছে একটি পেট্রোল পাম্প। পাম্পে যাতে কোনওভাবে আগুন ছড়িয়ে না পড়ে সেইজন্য চলছে কুলিং প্রসেস। তিন ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পর্য়ন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

সূত্রের খবর, সোমবার সকালে যখন বিস্কুট তৈরির কাজ চলছিল, ঠিক সেই সময়ই আগুনের ফুলকি গিয়ে পড়ে। ফুলকির জেরে প্রথমে আগুন লাগে তিন তলার একটি ঘরে। সেই ঘরে মজুত ছিল একাধিক বিস্কুট এর রেপার, প্লাস্টিক, পুরোনো বস্তা সহ একাধিক বস্তু। সেখান থেকেই আগুন গোটা ফ্যাক্টরিতে ছড়িয়ে যায় বলে প্রাথমিক অনুমান। তবে এই বিধ্বংসী আগুন কতক্ষণে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে তা নিয়ে সন্ধিহান দমকলের আধিকারিকরাও।

9 months ago


Blast: বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ৮, ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর

বাজি কারখানায় (Cracker Factory) ভয়াবহ বিস্ফোরণ (Blast)। এই ঘটনায় আগুনে ঝলসে মৃত্যু হল ৮ জনের। শনিবারের ঘটনাটি তামিলনাড়ুর (Tamilnadu) কৃষ্ণগিরি জেলার। জানা গিয়েছে, মৃতদের মধ্যে ৩ জন মহিলা ছিলেন। কৃষ্ণগিরির পাজায়াপেট্টাইতে ওই বাজি কারখানায় আচমকাই এদিন বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, কারখানার একাংশ ভেঙে পড়ে। এমনকি বিস্ফোরণের তীব্রতায় কারখানার কাছে থাকা একটি হোটেলও ভেঙে পড়ে। ঘটনায় অনেকেই আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও করেছেন তিনি।

সূত্রের খবর, শনিবার ভোরে ওই বিস্ফোরণ ঘটে কৃষ্ণগিরি এলাকার একটি বাজি কারখানায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে এলাকায়। আশপাশের বাড়ির বিভিন্ন অংশে আগুন লেগেছে বলে জানা যায়। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের একাধিক হোটেল এবং বাড়ি ভেঙে পড়ে। সেগুলোর নীচে অনেকেই আটকে পড়েন। তাঁদেরকে ভেতর থেকে কোনওক্রমে বের করেন উদ্ধারকারী বাহিনীর সদস্যরা। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। যদিও ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে অন্তত ৮ জনের। অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ১২ জন।

কী কারণে এই বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখছে পুলিস। বিস্ফোরণের খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছয় পুলিস এবং দমকল। তবে স্থানীয়রা জানিয়েছেন, কারখানায় বিস্ফোরণের পর দাউ দাউ করে আগুন জ্বলছিল। স্থানীয়রাই প্রথমে মৃতদের উদ্ধারের কাজে হাত লাগান। তারপর আসে পুলিস ও দমকল।

মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং দুর্ঘটনায় আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেন প্রধানমন্ত্রী মোদী। এর পাশাপাশি এই বিস্ফোরণে আহত ও নিহতদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়ে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে স্ট্যালিনও।

10 months ago
Explosion: এগরায় বাজি কারখানায় বিস্ফোরণে মৃত ৭, ক্ষতিপূরণের আশ্বাস মমতার

অবৈধ বাজি কারখানায় (Factory) বিস্ফোরণের (explosion) অভিযোগ। চলতি বছরে রাজ্যে বেশ কয়েকবার বিস্ফোরণে কেঁপে ওঠে বিভিন্ন এলাকা। এবার বিস্ফোরণে কেঁপে উঠল পূর্ব মেদিনীপুরের (East Medinipur) এগরা এলাকা।

মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল এলাকায়। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, হঠাৎ তীব্র বিস্ফোরণের আওয়াজ শোনা যায় গ্রামে। বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে, ঘটনাস্থল থেকে কিছুটা দূরে গ্রামের রাস্তায় ছিন্নভিন্ন দেহ ছড়িয়ে ছিটিয়ে ছিল বলেও স্থানীয় সূত্রে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের আশঙ্কা, বিস্ফোরণের জেরে অনেকের মৃত্যু হয়েছে। তবে জেলা  পুলিস সূত্রে খবর এখনও এ ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে।

পুলিস সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের জেরে বাজি কারখানাটি সম্পূর্ণ ভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জখমদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে নিকটবর্তী হাসপাতালে। এ নিয়ে প্রাথমিক ভাবে পূর্ব মেদিনীপুরের পুলিস সুপার অমরনাথ কে বলেন, 'ওড়িশা সীমানা থেকে ২০ কিলোমিটার দূরে একটা বাড়িতে বিস্ফোরণ হয়েছে। সেখানে বাজি তৈরি হচ্ছিল। বিস্ফোরণের জেরে এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন চার জন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। উদ্ধারকাজ এখনও চলছে।'

ইতিমধ্যে মৃতদের পরিবারের আর্থিক ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের পরিবারকে আড়াই লক্ষ টাকা ও আহতদের পরিবারকে ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য। চিকিৎসা-সহ একাধিক পরিষেবা ও এখনই ১ লক্ষ টাকা দেওয়া হবে। নবান্নে সাংবাদিক বৈঠক করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই এনআইএ তদন্তের দাবি করেছেন। এদিন সাংবাদিক বৈঠকে NIA তদন্তে আপত্তি জানানানি মুখ্যমন্ত্রী। তিনি জানান, এগরার বাজি কারখানায় বিস্ফোরণ নিয়ে সিআইডি ও রাজ্য পুলিস ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ওই এলাকায় বিজেপির পঞ্চায়েত। সরকারি আধিকারিকদের এলাকায় যেতে বাধা দেওয়াও হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

শুধু তাই নয়, রাজ্যে আর কোথায় বেআইনি বাজি কারখানা আছে, এবার তাও দেখবে রাজ্য। নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, এই বাজি কারখানার মালিক ওড়িশার। ঘটনার পরই পালিয়েছে। আপাতত এ ঘটনার তদন্ত সিআইডি করবে বলে জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়।

12 months ago
Factory: এগরাতে অবৈধ বাজি কারখানায় আগুন, মৃত এক

ফের অবৈধ বাজি কারখানায় (Cracker Factory) আগুন (Fire) লেগে মৃত্যু (Death) হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নং ব্লকের আর বি সি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পুরন্দা গ্রামে। প্রথমে আহত ২ জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে (Hospital)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহুদিন ধরে ওই এলাকায় একটি অবৈধ বাজি খারাখানা চালাচ্ছিলেন দুর্গাপদ জানা ও তাঁর বাবা নারায়ণ চন্দ্র জানা। ঘটনার সময় নারায়ণচন্দ্র জানা আতশবাজি তৈরি করছিলেন। হঠাৎই অসাবধানতাবশত আগুন লেগে যায়। ছেলে দুর্গাপদ জানা ও স্ত্রী গৌরী জানার গায়ে আগুন লেগে যায়।

এলাকাবাসী দেখতে পেয়ে দমকলে ফোন করলে ২ টি দমকল ইঞ্জিন এসে আগুন নেভায়। গুরুতর আহত অবস্থায় দুর্গাপদ ও গৌরীকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুর্গাপদকে মৃত বলে ঘোষণা করেন। গৌরী এখনও গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

one year ago


Fire: বাঁশদ্রোণীর কাঠের গুদামে ভয়াবহ আগুন, পাশে জনবসতি থাকায় আতঙ্ক

মঙ্গলবার সকালে বাঁশদ্রোণীতে (Bansdroni) একটি কাঠের গুদামে (Factory) আগুন (Fire) লাগার ঘটনা। ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন এখনও আগুন নেভানোর কাজ করছে। সূত্রের খবর, মঙ্গলবার দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণী বটতলা বাজারে সকাল ১১টা নাগাদ একটি কাঠের গুদামে আগুন লাগতে দেখে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দমকলের ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। স্থানীয় সূত্রে খবর, আগুন ছড়িয়েছে স্থানীয় এলাকাতেও। 

বাঁশদ্রোণীর বটতলা বাজারে একটি কাঠের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় খবর পেয়ে ছুটে আসে দমকল। কীভাবে আগুন লাগল তা এখনও পরিষ্কার নয়। গুদামে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল। ফলে আগুন ছড়িয়ে পড়ে গোটা গুদামে। গুদামে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কিনা তা খতিয়ে দেখবে দমকল। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এলেও তা পুরোপুরি নিভিয়ে ফেলা যায়নি। গুদামের আশপাশেই রয়েছে একাধিক বস্তি। গুদামের আগুন যাতে বস্তিতে ছড়িয়ে পড়তে না পারে, সেদিকে খেয়াল রাখা হচ্ছে।

one year ago
Bagda: কাঠ চেরাই মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে খাক ৯ লক্ষ টাকার সম্পত্তি

ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire)। বাগদার খদ্দকুলবেড়িয়াতে কাঠ চেরাই করার মিলে(Wooden Factory) আগুন। পুড়ে ছাই কয়েক লক্ষ টাকার সম্পত্তি। ঘটনাস্থলে বাগদা থানার(Bagdah police) পুলিস। ঘটনাস্থলে দমকলের(Fire Brigade) দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে আতঙ্কিত এলাকাবাসীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১২টা নাগাদ আগুন দেখতে পান তাঁরা। তত্ক্ষণাত্ মিলের মালিক তাপস রায়কে ফোন করে আগুন লাগার খবরটি জানায় তাঁরা। কিছুক্ষণ পরে দমকলের দুটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মিলের মালিক তাপস রায় জানান, মঙ্গলবার গভীর রাতে হঠাৎ করে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তারপর তাঁকে ফোন করে জানান স্থানীয়রা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাপস রায় বাগদা থানায় খবর দেন। পুলিসের পক্ষ থেকেই দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে টানা তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মিলের মালিক তাপস রায় আরও জানান, 'প্রায় ৯ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি কাঠ চেরাই করার মেশিনগুলিও পুড়ে ছাই হয়ে গিয়েছে।' তবে মূলত শর্টসার্কিট থেকেই আগুন লাগতে পারে বলে অনুমান তাপস রায়ের। তবে পুলিসের কাছে এই ঘটনার সঠিক তদন্ত করার আবেদন জানান তিনি।

one year ago


Raid: বিড়ি-চায়ের ব্যবসায় যুক্ত সংস্থার তিন অফিসে ম্যারাথন আয়কর হানা

জনপ্রিয় বিড়ি প্রস্তুতকারী সংস্থার একাধিক অফিসে আয়কর হানা (IT Raid in Kolkata)। বুধবার সকালে ৬ জন আয়কর অফিসার ৫৭বি মির্জা গালিব স্ট্রিটে এই বিড়ি সংস্থার (Biri Factory) অফিসে হানা দেন। জানা গিয়েছে, সংশ্লিষ্ট বিড়ি সংস্থার প্রধান কার্যালয় মির্জা গালিব স্ট্রিটের এই অফিস। পাশাপাশি মুর্শিদাবাদের দুটি অফিসেও চলছে আয়কর হানা। কেন্দ্রীয় বাহিনী (Central Forces) দিয়ে ঘিরে কলকাতার অফিসে অভিযান চালাচ্ছে আয়কর দফতর। জানা গিয়েছে, এই বিড়ি সংস্থা চায়ের ব্যবসাতেও বিনিয়োগ করেছে। ব্যবসার হিসেবে গরমিল পেয়ে এবং সংস্থার দুই অধিকর্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা লেনদেন হয়েছে। সেই গরমিল খতিয়ে দেখতেই এই ম্যারাথন অভিযান। এমনটাই সূত্রের খবর।

জানা গিয়েছে, এই সংস্থার বিড়ি ব্যবসা বেশি লাভজনক। পাশাপাশি রয়েছে চায়ের ব্যবসা। ব্যবসা সংক্রান্ত আয়কর সঠিক ভাবে পরিশোধ করা হতো কি? সেই দিকটাও খতিয়ে দেখছেন আয়কর কর্তারা। সূত্রের খবর, এই বিল্ডিংয়ের ভিতর থেকে বাইরে আসতে এবং বাইরে থেকে ভিতরে ঢুকতে বিশেষ নথি রাখতে হচ্ছে। পাশাপাশি বিড়ি সংস্থার দুই কর্তাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এমনটাই আয়কর দফতর সূত্রে খবর।

এদিকে, মুর্শিদাবাদের সুতি ঔরঙ্গাবাদে এই বিড়ি সংস্থার একটি অফিসে আয়কর হানা। বেআইনি লেনদেন খতিয়ে দেখতেই এই হানা বলে খবর। কোথাও নগদ রয়েছে কিনা খতিয়ে দেখতেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে এই অভিযান। পাশাপাশি ওই জেলার সামসেরগঞ্জের ডাকবাংলো মোড়ের বিড়ি সংস্থার এক অফিসে হানা দিয়েছে আয়কর কর্তারা। জানা গিয়েছে, ৪টি গাড়ি করে আধিকারিকরা এসে কেন্দ্রীয় বাহিনী দিয়ে অফিস ঘিরে চলছে অভিযান। আয়কর হানার প্রাথমিক পর্যায়ে বিড়ি শ্রমিকদের অফিসে ঢুকতে বাধা দিলে সাময়িক উত্তেজনা তৈরি হয়েছিল বলে খবর।

one year ago
Fire: ফুলবাড়িতে ডিটারজেন্ট কারখানায় আগুন, ক্ষতিগ্রস্ত প্রায় ৮ থেকে ১০ কোটি টাকার ডিটারজেন্ট

ডিটারজেন্ট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire)। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি (Siliguri) শহর সংলগ্ন ফুলবাড়ির আমাইদিঘি এলাকার একটি ডিটারজেন্ট কারখানায় (Detergent factory)। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ৫টি দমকলের গাড়ি আসে। প্রায় ১০ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। আতঙ্কে ফুলবাড়ির ডিটারজেন্ট কারখানার কর্মীরা।  

জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা ৬ টা নাগাদ শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ির আমাইদিঘি এলাকাস্থিত একটি ডিটারজেন্ট কারখানায় আগুন লাগে। মূহুর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। প্রায় ১০ ঘণ্টার চেষ্টার পর শেষ পর্যন্ত দমকল কর্মীদের সহায়তায় ভোর রাতে আগুন নিয়ন্ত্রণে আসে৷ তবে কারখানার ভেতরে থাকা সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুনের এই লেলিহান শিখায় ক্ষতি হয়েছে প্রায় ৮ থেকে ১০ কোটি টাকার ডিটারজেন্ট। 

কারখানার কর্মীরা জনান, ডিটারজেন্ট কারখানার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার জেরে ফ্লোর ক্লিনার প্লান্ট ধ্বসে পড়ে। আগুন লাগার পর কারখানার কর্মীরা কারখানায় সংরক্ষিত জল দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে চেষ্টা করে। দমকলের তরফ থেকে দ্রুততার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার কাজ শুরু হলে ক্ষতির পরিমাণ অনেকটাই কম হত। তবে কিভাবে কারখানার গুদামে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়।

 

one year ago
Fire: কারখানার আগুনে ঝলসে গেল একই পরিবারের তিন, ফিরোজাবাদে মৃত ৩ শিশু-সহ ৬

ইনভার্টার তৈরির কারখানায় (Factory) ভয়াবহ আগুন (Fire)। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৮টি ইঞ্জিন। আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় একই পরিবারের ৩ শিশু-সহ ৬ জনের মৃত্যু (Death) হয়েছে। আহত আরও ৩ জন বলে সূত্রের খবর। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ফিরোজাবাদে।

জানা গিয়েছে, ফিরোজাবাদের একটি বাড়িতে উপর তলায় থাকত একটি পরিবার। আর একতলায় ছিল ইনভার্টার তৈরির কারখানা। আচমকাই মঙ্গলবার সন্ধ্যায় কারখানায় আগুন লেগে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পরে সর্বত্র। উপরের তলায়ও আগুন ছড়িয়ে পড়ে। আর তাতেই একসঙ্গে ৬ জনের মৃত্যু হয়েছে। তাঁরা সকলেই একই পরিবারের সদস্য ছিলেন। উল্লেখ্য, মৃতদের মধ্যে ৩ জন শিশুও ছিল। সেই সময় বাড়িতে উপস্থিত আরও তিন আত্মীয় আগুনে ঝলসে গিয়েছেন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

স্থানীয়রা দমকলে খবর দেন। এরপর ১৮টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফিরোজ়াবাদের পুলিস সুপার জানিয়েছেন, প্রাথমিক ভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। তবে ঠিক কী কারণে আগুন তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। তিনি মৃতের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীনদের যাতে কোনওরকম অসুবিধা না হয়, সে বিষয়টিও সুনিশ্চিত করেন তিনি। এর জন্য জেলা প্রশাসনকে বাড়তি উদ্যোগ নেওয়ারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। চিকিৎসার সমস্ত খরচও বহন করবে রাজ্য সরকার।

one year ago


Durgapur: গাড়ির চাকায় পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির, উত্তেজনা পানাগড়ে

পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে (Panagarh Industrial Park) এক ব্যক্তির মৃত্যুতে (death) উত্তেজনা ছড়ায় ওই এলাকারই এক বেসরকারি সিমেন্ট কারখানার (cement factory) গেটের সামনে। অভিযোগ ওঠে, বেআইনি পার্কিংয়ের (Illegal parking)। মঙ্গলবার মৃতদেহ (deadbody) ফেলে রেখেই চলে বিক্ষোভ।

স্থানীয়রা জানায়, বেসরকারি সিমেন্ট কারখানার গেটের সামনে একটি গাড়ি পার্কিংয়ের জায়গা ছিল। সেখানে কোনও গাড়ির চাকায় পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়। স্থানীয়রা মৃতদেহ দেখতে পেয়ে তড়িঘড়ি বুদবুদ থানায় খবর দেয়। বুদবুদ থানার পুলিস রাতেই মৃতদেহ উদ্ধার করতে আসলে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখায়।

স্থানীয়দের অভিযোগ, বেসরকারি সিমেন্ট কারখানার গেটের সামনে গ্রামবাসীদের না জানিয়েই বেআইনিভাবে পার্কিং গড়ে তোলা হয়েছে। একাধিকবার এই বিষয়ে অভিযোগ জানানো হলেও কোনও পদক্ষেপ নেয়নি কারখানা কর্তৃপক্ষ। এছাড়াও অভিযোগ, মঙ্গলবার বিক্ষোভ চলাকালীনই ওই কারখানার নিরাপত্তারক্ষীরা আচমকা তাঁদের ওপর হামলা চালায়। আহত হন গোটা গ্রামের বেশ কয়েকজন মানুষ।

প্রথমে মৃতের নাম পরিচয় জানা না গেলেও পরে পুলিসের তত্পরতায় মৃতের পরিচয় জেনে পরিবারকে খবর দেওয়া হয়। তবে এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পৌঁছয় বুদবুদ থানার বিশাল পুলিসবাহিনী।

2 years ago
Fire: অঙ্কিতা ভান্ডারী হত্যা মামলার অভিযুক্তের কারখানায় আগুন

উত্তরাখণ্ডে (Uttarakhand) অঙ্কিতা ভান্ডারি (Ankita Bhandari) হত্যা মামলার (murder case) অভিযুক্ত প্রাক্তন বিজেপি নেতার ছেলে পুলকিত আর্যের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের (Fire) ঘটনা ঘটে রবিবার। ভিডিও এবং ছবিতে আগুন লাগার পর স্বদেশী আয়ুর্বেদ কারখানার ছাদ থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গিয়েছে। কারখানাটি ঋষিকেশের গঙ্গাভোগপুরে অবস্থিত।

তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। দমকল কর্মী ও পুলিস আধিকারিকরা ঘটনাস্থলে যান। এবং আগুন নেভানোর চেষ্টা চালান।

অঙ্কিতা ভান্ডারি হত্যা মামলার তদন্তকারী বিশেষ তদন্ত দল (এসআইটি) এলাকাটি সিল করে দিয়েছিল। কারণ অঙ্কিতার হত্যার পর দেশজুড়ে ব্যাপক প্রতিবাদ শুরু হয়।

পুলকিত আর্য, প্রধান অভিযুক্ত, প্রাক্তন মন্ত্রী বিনোদ আর্যের ছেলে, যাঁকে তাঁর ছেলের নামে মামলা হওয়ায় ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে বহিষ্কার করা হয়েছিল। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, এই হত্যা মামলার সঙ্গে যারা যুক্ত তাদের কাউকে রেহাই দেওয়া হবে না। এবং সমস্ত দিক তদন্তের জন্য ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পি রেনুকা দেবীর নেতৃত্বে একটি এসআইটি গঠন করা হয়েছিল৷ এসআইটি মামলার তদন্তের গতি বাড়াতে পাঁচটি দল গঠন করেছিল৷

অঙ্কিতা ভান্ডারি ​​(১৯), যিনি উত্তরাখণ্ডের পাউরি জেলার বনন্তরা রিসর্টে কাজ করতেন, ২৫ সেপ্টেম্বর, ২০২২-এ ঋষিকেশের কাছে চেলা খালে তাঁর মৃতদেহ পাওয়া গিয়েছিল। থানায় ডায়েরি করার অর্থাৎ অঙ্কিতার বাবা-মা তাঁর নিখোঁজ ডায়েরি করার ছয় দিন পরে পুলিস তাঁর লাশ উদ্ধার করে।

2 years ago