
জনপ্রিয় বিড়ি প্রস্তুতকারী সংস্থার একাধিক অফিসে আয়কর হানা (IT Raid in Kolkata)। বুধবার সকালে ৬ জন আয়কর অফিসার ৫৭বি মির্জা গালিব স্ট্রিটে এই বিড়ি সংস্থার (Biri Factory) অফিসে হানা দেন। জানা গিয়েছে, সংশ্লিষ্ট বিড়ি সংস্থার প্রধান কার্যালয় মির্জা গালিব স্ট্রিটের এই অফিস। পাশাপাশি মুর্শিদাবাদের দুটি অফিসেও চলছে আয়কর হানা। কেন্দ্রীয় বাহিনী (Central Forces) দিয়ে ঘিরে কলকাতার অফিসে অভিযান চালাচ্ছে আয়কর দফতর। জানা গিয়েছে, এই বিড়ি সংস্থা চায়ের ব্যবসাতেও বিনিয়োগ করেছে। ব্যবসার হিসেবে গরমিল পেয়ে এবং সংস্থার দুই অধিকর্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা লেনদেন হয়েছে। সেই গরমিল খতিয়ে দেখতেই এই ম্যারাথন অভিযান। এমনটাই সূত্রের খবর।
জানা গিয়েছে, এই সংস্থার বিড়ি ব্যবসা বেশি লাভজনক। পাশাপাশি রয়েছে চায়ের ব্যবসা। ব্যবসা সংক্রান্ত আয়কর সঠিক ভাবে পরিশোধ করা হতো কি? সেই দিকটাও খতিয়ে দেখছেন আয়কর কর্তারা। সূত্রের খবর, এই বিল্ডিংয়ের ভিতর থেকে বাইরে আসতে এবং বাইরে থেকে ভিতরে ঢুকতে বিশেষ নথি রাখতে হচ্ছে। পাশাপাশি বিড়ি সংস্থার দুই কর্তাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এমনটাই আয়কর দফতর সূত্রে খবর।
এদিকে, মুর্শিদাবাদের সুতি ঔরঙ্গাবাদে এই বিড়ি সংস্থার একটি অফিসে আয়কর হানা। বেআইনি লেনদেন খতিয়ে দেখতেই এই হানা বলে খবর। কোথাও নগদ রয়েছে কিনা খতিয়ে দেখতেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে এই অভিযান। পাশাপাশি ওই জেলার সামসেরগঞ্জের ডাকবাংলো মোড়ের বিড়ি সংস্থার এক অফিসে হানা দিয়েছে আয়কর কর্তারা। জানা গিয়েছে, ৪টি গাড়ি করে আধিকারিকরা এসে কেন্দ্রীয় বাহিনী দিয়ে অফিস ঘিরে চলছে অভিযান। আয়কর হানার প্রাথমিক পর্যায়ে বিড়ি শ্রমিকদের অফিসে ঢুকতে বাধা দিলে সাময়িক উত্তেজনা তৈরি হয়েছিল বলে খবর।