Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

chandrayan3

Bollywood: চন্দ্রযান থ্রি-এর সফল অবতরণে গর্বিত তারকারা, সামাজিক মাধ্যমে পোস্ট

২৩ অগাস্ট ২০২৩, বুধবার ভারতবাসীর জন্য গর্বের দিন হয়ে থাকল। নির্দিষ্ট সময়ের কিছুটা আগেই চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করেছে চন্দ্রযান থ্রি (Chandrayan 3)। এমন ঐতিহাসিক মুহূর্তে গর্বে বুক ফুলে উঠেছে ভারতবাসীর। বলিউড (Bollywood) তারকারাও এই তালিকা থেকে বাদ যাননি। সকাল থেকেই নানারকম পোস্ট করেছিলেন তাঁরা। ভারতের সাফল্যের পর সামাজিক মাধ্যমে আবারও নিজেদের অনুভূতির কথা প্রকাশ করেছেন তাঁরা।  

অভিনেতা অক্ষয় কুমার সামাজিক মাধ্যমে লিখেছেন, 'লক্ষ লক্ষ হৃদয় ধন্যবাদ জানাচ্ছে ইসরো। আপনারা আমাদের গর্বিত করেছেন। ভারত ইতিহাস তৈরী করছে, এমন মুহূর্তের সাক্ষী থেকে গর্বিত। ভারত চাঁদে, আমরা চাঁদে।'


অভিনেতা অজয় দেবগণ লিখেছেন, 'গর্বিত, অভিভূত, উচ্ছ্বাসিত, সম্মানিত, এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পেরে। ভারত মায়ের জয়।' 


অভিনেতা শাহরুখ খান লিখেছেন, 'আজ ভারত এবং ইসরো সারা বিশ্বে ছেয়ে গিয়েছে। সমস্ত বিজ্ঞানীদের, ইঞ্জিনিয়ারদের এবং পুরো টিম যারা আমাদের গর্বিত করেছেন তাঁদের শুভেচ্ছা। চাঁদের বুকে সফলভাবে অবতরণ করেছে চন্দ্রযান তিন।'তাঁর টুইট শেয়ার করেছেন,প্রাক্তন বিশ্বসুন্দরী ও অভিনেত্রী সুস্মিতা সেন। 


পদ্মশ্রী সম্মান প্রাপ্ত অভিনেত্রী কঙ্গনা রানাউত একটু ভিন্নভাবে দেখছেন এই বিষয়টি। তিনি লিখেছেন, 'কি অদ্ভুত। যে বিজ্ঞানী এই মিশনে নেতৃত্ব দিয়েছেন, তাঁর নাম সোমনাথ। সোম মানে চাঁদ, নাথ মানে ঈশ্বর। সোমনাথ মানে চাঁদের ভগবান। কি সুন্দর।'


9 months ago
ISRO: 'মহাকাশে ম্যাজিক', চন্দ্রযান-৩ এর সফল অভিযান চাঁদমামার দেশে, ইতিহাস গড়ল ভারত

ইতিহাস গড়তে সফল 'চন্দ্রযান-৩' (Chandrayan-3)। আজ, বুধবার সন্ধ্যা ৬.০৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করে ভারতের চন্দ্রযান। আবেগে আপ্লুত হয়ে পড়েন দেশবাসী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণ আফ্রিকা থেকে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন। তিনি ইসরোর সকল বিজ্ঞানীকে অভিনন্দন জানান। অবশেষে চাঁদের মাটিতে ল্যান্ড করল ভারতের 'বিক্রম'।

বিশ্বের প্রথম দেশ হিসেবে ভারত চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান নামাতে সফল হয়েছে। পৃথিবীর আর কোনও দেশ সেখানে পৌঁছতে পারেনি। জানা গিয়েছে, চূড়ান্ত পর্যায়ের এই অবতরণ প্রক্রিয়ায় ১৯ মিনিট সময় লেগেছে। চাঁদে মহাকাশযান নামানোর ক্ষেত্রে ভারত চতুর্থ।

9 months ago
Mamata: চন্দ্রযানের সাফল্য কামনা করে টুইট মমতার

চন্দ্রযানের সাফল্য কামনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার এক টুইট বার্তায় বিক্রমের চন্দ্রে অবতরণের আগে তিনি জানিয়েছেন, চন্দ্রযানের সাফল্য গোটা দেশের কাছে গর্বের বিষয়। একইসঙ্গে তিনি স্পষ্ট করছেন, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।

বুধবার সন্ধ্যায় চন্দ্রপৃষ্ঠে অবতরণ করার কথা রোভার বিক্রমের। তার জন্য সব তোরজোর সারা। বিকেল সাড়ে পাঁচটা থেকে নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার লাইভ সম্প্রচার করবে ভারতের বিজ্ঞান গবেষণা কেন্দ্র ইসরো। দক্ষিণ আফ্রিকা থেকে বসে ভার্চুয়ালি এই দৃশ্য দেখবেন স্বয়ং প্রধানমন্ত্রীও।

এদিন সকালে টুইট বার্তায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দেশের বিজ্ঞানি থেকে অর্থনীতিবিদরা এই অভিযানের জন্য কঠিন পরিশ্রম করেছেন। যার সাফল্যের নাম চন্দ্রযান-৩। একসঙ্গে তাঁর দাবি, আজ দেশ ও দুনিয়া সবাই চন্দ্রমুখী। গত ১৪ জুলাই শ্রীহরিকোটা থেকে চাঁদের দিকে রওনা দিয়েছিল এই চন্দ্রযান।

9 months ago


Celebrity: চন্দ্রযান-৩ এর চাঁদে অবতরণের অপেক্ষা, উচ্ছ্বাস প্রকাশ বলিউড তারকাদের

ভারতের জন্য বহু প্রতীক্ষিত দিন বুধবার, ২৩ অগাস্ট। সব ঠিক থাকলে আজই সন্ধ্যে ৬টা ৪ মিনিটে চাঁদের বুকে নামতে চলেছে চন্দ্রযান থ্রি-এর (Chandrayan-3) ল্যান্ডার বিক্রম। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, ভারতের স্বপ্ন পূরণের। এই স্বপ্নে সামিল হয়েছেন বলিউড সিনেমা জগতের তারকারা। বহু তারকাই সামাজিক মাধ্যমে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করছেন। করিনা কাপুর, অভিষেক বচ্চন, আর মাধবন, সকলেই নিজেদের আনন্দ ব্যক্ত করেছেন।

অভিনেত্রী করিনা কাপুর বলেছেন, 'ভারত এবং সকল ভারতীয়দের জন্য গর্বের মুহূর্ত। হৃদয়ে সেই গর্ব অনুভূত হয়। সব ভারতীয়রা তাই অনুভব করছি এখন। সেই মুহূর্ত প্রত্যক্ষ করার জন্য অনেক ভারতীয় অপেক্ষায় রয়েছেন। একেবারে স্নান সেরে, আমি আমার ছেলেদের সঙ্গে সেই মুহূর্ত দেখব।'

জুনিয়র বচ্চন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'আমি গর্ব অনুভব করছি। ২৩ তারিখ বিকেলে অবতরণ করবে এবং আমাদের বুক গর্বে চওড়া হবে কারণ আমাদের মহাকাশযান চাঁদে পৌঁছে গিয়েছে।

বলিউড তথা দক্ষিণী অভিনেতা আর মাধবন সামাজিক মাধ্যমে লিখেছেন, 'চন্দ্রযান সফল হবেই। আমার কথা মিলিয়ে নেবেন ইসরো। আগাম এই দর্শনীয় সাফল্যে আমি খুব খুশি এবং গর্বিত।'

9 months ago