Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

celebrities

Bollywood: গণপতি বাপ্পাকে স্বাগত জানালেন শাহরুখ থেকে অনুষ্কা

মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে শুরু হয়ে গেল গণপতি (Ganapati) আরাধনা। আগামী ১০ দিন উৎসবের মরশুম। আর এই উৎসবে প্রত্যেক বারের মতো মেতে উঠেছেন, বলিউড তারকারা। অভিনেত্রী মাধুরী দীক্ষিত, অনুষ্কা শর্মা, শিল্পা শেট্টি একাত্ম হয়েছেন গণপতি আরাধনায়। অন্যদিকে রাজকুমার রাও এবং তাঁর স্ত্রী তথা অভিনেত্রী পত্রলেখা থেকে শুরু করে শাহরুখ খান, সকলেই 'সুখ কর্তা, দুখ হর্তা'র আগমনবার্তা ছড়িয়ে দিয়েছেন সামাজিক মাধ্যমে।

শাহরুখ খানের বাড়িতে মঙ্গলবার গণপতি এসেছেন। অভিনেতা সামাজিক মাধ্যমে তাঁর দর্শন দিয়েছেন সকলকে। একইসঙ্গে ক্যাপশনে লিখেছেন, 'বাড়িতে স্বাগত গণপতি বাপ্পাজি।' অভিনেতা সকলের জন্য আনন্দ, জ্ঞান, সুস্বাস্থ্য এবং অনেক মোদক চেয়েছেন আশীর্বাদে। কিং খান, ধর্ম নিরপেক্ষ। প্রত্যেক বছরই তাঁর বাড়িতে গণেশ আরাধনা হয়। এর আগে গণপতির ছবি দেয়া সমালোচিত হয়েছিলেন তিনি। তবে সেসব কাদা কোনওদিনও গায়ে মাখেন না অভিনেতা।

অভিনেত্রী অনুষ্কা শর্মার বাড়িতেও গণপতি এসেছেন। স্বামী বিরাট কোহলির সঙ্গে তাঁর আরাধনায় মন দিয়েছেন অভিনেত্রী। চতুর্থীর দিন, ঘিয়ে জমি-লাল পাড়ের শাড়ি পেয়েছিলেন অভিনেত্রী। গলায় পরেছিলেন ভারী গয়না। অন্যদিকে বিরাট সেজেছিলেন সাদা পাঞ্জাবিতে। বহুদিন পরে ভারতীয় পোশাকে দেখা গেল দম্পতিকে।

অন্যদিকে অভিনেত্রী শিল্প শেট্টিও প্রত্যেক বছরের মতো গণপতিকে স্বাগত জানিয়েছেন। একেবারে জাঁকজমক আয়োজন করেছেন অভিনেত্রী। স্বামী রাজ কুন্দ্রা, ছেলে ও মেয়ের সঙ্গে ছবি দিয়েছেন। অভিনেত্রী পুজোয় বেছে নিয়েছিলেন ইন্দো ওয়েস্টার্ন পোশাক।

অভিনেত্রী মাধুরী দীক্ষিতও সকলকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছিলেন।  গণপতি মূর্তির সামনে দাঁড়িয়ে ছবি দিয়েছেন সামাজিক মাধ্যমে।

অভিনেতা রাজকুমার রাও এবং পত্রলেখা বাড়িতে একেবারে ছোট করে গণপতি আরাধনা করছেন।  জাঁকজমক নেই তাঁদের আয়োজনে কিন্তু ভক্তি রয়েছে ষোলো আনা। সেই ছবি তাঁরা আপলোডকরেছেন স্বামাজিক মাধ্যমে।

8 months ago
Celeb: বিয়েতে অতিথি হয়ে বিপত্তি, ইডির নজরে সানি লিওনি, আতিফ আসলাম-সহ এই তারকারা

মহা বিপাকে পড়লেন বলিউডের অভিনয় ও সঙ্গীত জগতের তারকারা। একটি বিয়েতে অতিথি হয়ে গিয়েছিলেন সানি লিওনি (Sunny Leone), আতিফ আসলামের (Atif Aslam) মতো ব্যক্তিত্বরা। সেই আমন্ত্রণ রক্ষা কাল হল। একেবারে ভারতের তদন্তকারী সংস্থা ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডির (ED) নজরে পড়লেন তাঁরা। তারকারা চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ২০০ কোটি টাকা বাজেটের একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। দুবাইতে বিলাসবহুল আয়োজনে বিয়ে করেছিলেন সৌরভ চন্দ্রকর।

এই সৌরভ চন্দ্রকর একেবারেই ভারতের সাধারণ শিল্পপতি নয়। তিনি অনলাইনে একটি বেটিং অ্যাপ চালাতেন। সেই অ্যাপের নাম 'মহাদেব বেটিং অ্যাপ'। ভোপাল-মুম্বই ও কলকাতায় তল্লাশি চালিয়ে এই বেটিং অ্যাপ থেকে আদায় করা ৪১৭ কোটি টাকার সম্পত্তি উদ্ধার ও বাজেয়াপ্ত করেছে ইডি। কিন্তু ইডি তাকে খুঁজছে তা জানতে পেরেই বিদেশে পালান সৌরভ চন্দ্রশেখর। এমনকি দুবাইতে বিয়েও সারেন সবার অলক্ষ্যে। তবে সেই বিয়েতে জাঁকজমকের কোনও কমতি ছিল না।

ভারতের এমনকি পাকিস্তানের নানা জনপ্রিয় তারকাকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে যাওয়া হয় সেখানে। এই তালিকায় ছিলেন, সানি লিওনি, টাইগার শ্রফ, ভাগ্যশ্রী, কৃতি খরবান্দা, নুসরাত বারুচার মতো অভিনেতা-অভিনেত্রী। এছাড়াও কমেডি তারকাদের মধ্যে ক্রুষ্ণা অভিষেক, ভারতী সিং-কে আমন্ত্রণ জানানো হয়েছিল। সঙ্গীত জগৎ থেকে আমন্ত্রণ পেয়েছিলেন, আতিফ আসলাম, রাহাত ফতেহ আলি খান। জানা গিয়েছে, মোটা অংকের টাকার চুক্তির বিনিময়ে দুবাইতে গিয়েছিলেন এই তারকারা। তাই এই মুহূর্তে ইডির নজরে রয়েছেন এই তারকারা।

8 months ago
Celebrities: চন্দ্রযান-৩ উৎক্ষেপণের আগেই শুভেচ্ছায় ভাসালেন বলিউড তারকারা

আজ ভারতের জন্য গর্বের দিন। চাঁদের উদ্দেশ্যে মহাকাশে পাড়ি দিতে চলেছে চন্দ্রযান-৩ (Chandrayaan 3)। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্টেডিয়াম থেকে দুপুর ২টো বেজে ৩৫ মিনিট ১৭ সেকেন্ডে এই মহাকাশযানের উৎক্ষেপণ হবে। ভারতের স্বপ্ন ও আশায় সামিল হয়েছেন বলিউডের (Bollywood) তারকারা (Celebrities)। নিজেদের আনন্দ সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন অক্ষয় কুমার থেকে অনুপম খের। কে কী লিখলেন সামাজিক মাধ্যমে পড়ুন।

অক্ষয় কুমার সামাজিক মাধ্যমে লিখেছেন, 'উত্থানের সময় এসেছে। চন্দ্রযান ৩ এর জন্য ইসরোর বিজ্ঞানীদের শুভ কামনা জানাই, লক্ষ কোটি হৃদয় তোমাদের জন্য প্রার্থনা করছেন।' প্রসঙ্গত অভিনেতা 'মিশন মঙ্গল' বলে একটি সিনেমায় অভিনয় করেছিলেন। ফলে চন্দ্রযানের সঙ্গে তাঁর আলাদা আবেগ জড়িয়ে রয়েছে। সামাজিক মাধ্যমে তাঁর এই টুইটের প্রশংসা করছেন নেটিজেনরা।

অন্যদিকে অভিনেতা অনুপম খেরও সামাজিক মাধ্যমে চন্দ্রযান ৩ নিয়ে নিজের মতামত জানিয়েছেন। তিনি টুইট করে লিখেছেন, 'চাঁদে তৃতীয় মিশনের জন্য তৈরী ভারত। চন্দ্রযান-৩ এর উৎক্ষেপণের জন্য ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানাই।' 

অভিনেতা রীতেশ দেশমুখও সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, 'চন্দ্রযান-৩ এর উত্থাপনের জন্য উত্তেজিত। আমাদের ভারতের গৌরব ইসরোকে শুভেচ্ছা জানাই। এর সাফল্যের জন্য প্রার্থনা করি।'

10 months ago


Celebrities: পঞ্চায়েত নির্বাচনী উৎ'শব' নিয়ে সরব ঋত্বিক-জয়জিৎ-ঋদ্ধি

৮ জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election 2023) হয়েছে। শনিবার দিনভর নির্বাচনী উৎ'শব' প্রত্যক্ষ করেছেন বাংলার মানুষ। বিভিন্ন জায়গায় ভোট বাক্স চুরি, নথি জ্বালিয়ে দেওয়া তো সাধারণ ঘটনা। নির্বাচনের দিনের শেষে হিসেবে করে দেখা গিয়েছে ভোট হিংসায় মৃতের সংখ্যা ২০। আরও আগে থেকে হিসেবে করলে সেই সংখ্যা প্রায় ৪৪। এদিকে নির্বাচন কমিশনার বলেছেন, 'মোটের মধ্যে ভোট শান্তিপূর্ণ হয়েছে। কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া।' গণতান্ত্রিক রাজ্যের এই পরিস্থিতি দেখে আর চুপ থাকতে পারেননি বিনোদন জগতের প্রতিষ্ঠিত ব্যক্তিত্বরা।

অভিনেতা ঋত্বিক চক্রবর্তী সামাজিক মাধ্যমে একটি ছবি আপলোড করেছেন। ছবিতে দেখা গিয়েছে, অভিনেতার হাতে থাকা পুতুল তাঁকে প্রশ্ন করছে, 'আচ্ছা বদ্দা, পুলিস কবে পুলিস পুলিস খেলে?' নির্বাচনের দিন এমন পোস্ট অভিনেতা কেন করেছেন তা বুঝতে বেশি গভীরে যেতে হয় না। তিনি যে প্রশাসনকেই দুষেছেন, তা স্পষ্ট ওই পোস্ট থেকে।

অন্যদিকে বাংলা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা জয়জিৎ বন্দোপাধ্যায়ের তোপ সমাজের 'বুদ্ধিজীবীদের' দিকেই। অভিনেতা সামাজিক মাধ্যমে লিখেছেন, 'এটা ভোট? তথাকথিত বুদ্ধিজীবীরা পথে নামবেন না ?'

অভিনেতা ঋদ্ধি সেন রাজনৈতিকভাবে বেশ সচেতন এবং সক্রিয়। তাই অল্প কথায় নয়, বেশ ঝাঁঝালোভাবেই আঙুল তুলেছেন রাজনৈতিক হিংসের দিকে। অভিনেতা লিখেছেন, 'পড়ে থাক গণতন্ত্রের লাশ, পচুক , গন্ধ বেরোক , সেই গন্ধ নাকে নিয়ে মাংস ভাত খাক রাজনৈতিক শিবিরগুলো, দুপুরবেলা আমরাও খাই পেট ভরে। গন্ধটা আরও তীব্র হওয়ার আগে চলুন খেয়েনি , আসুন, যোগ দিন মাংস ভাত খাওয়ায় , আমাদের ভাগাড়ের মাংস।'



10 months ago