Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

border

Cash: বেল্ট এবং জুতার নিচে লুকিয়ে পাচারের চেষ্টা, বসিরহাট সীমান্তে বাংলাদেশের টাকা-সহ ধৃত ১

বসিরহাটের (Basirhat) ঘোজাডাঙা সীমান্তে বাংলাদেশে (Bangladesh) পাচারের মুহূর্তে বিপুল পরিমাণ বাংলাদেশি টাকা-সহ এক ব্যক্তিকে আটক করে সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ। সূত্র থেকে জানা গিয়েছে, বাজেয়াপ্ত টাকার পরিমাণ প্রায় ৬ লক্ষ। গোপন তথ্যের ভিত্তিতে বিএসএফ-র ১৫৩ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা ৬ লক্ষ বাংলাদেশী টাকা-সহ ওই পাচারকারীকে আটক করেন। ধৃত পাচারকারীর নাম সফিকুল গাজী (৩৭), ঘোজাডাঙ্গা উত্তরপাড়ার বাসিন্দা। ওই ধৃত ব্যক্তি এই টাকা ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল।

ধৃতকে জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, এই টাকা তাকে দমদমের বাসিন্দা সন্দীপ সরকার বসিরহাটে এসে দিয়েছিল। সে আরও জানায়, তার আরেক বন্ধু উত্তরপাড়ার বাসিন্দা খঞ্জন মণ্ডলের সহায়তায় সে সীমান্তে এসেছিল। আর এই টাকা সে তার কোমরের বেল্টের মধ‍্যে এবং জুতার নিচে লুকিয়ে রেখে অভিনবভাবে পাচারের চেষ্টা করছিল।

জানা গিয়েছে, এই বিপুল পরিমাণ টাকা সীমান্তের ওপারে আনারুলের কাছে হস্তান্তরের কথা ছিল। এই কাজের জন্য সে ৬ হাজার টাকা পেত। পাচারকারীকে ঘোজাডাঙ্গা শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এর সঙ্গে কত বড় পাচার চক্রের যোগ আছে, সেটাও খতিয়ে দেখছে সীমান্তরক্ষী বাহিনী।

one year ago
Smuggling: ফের উত্তেজনা অসম-মেঘালয় সীমান্ত! কাঠ পাচারে বাধা, গুলি বিনিময়ে মৃত ৬

কাঠ পাচারে বাধা, পরিণাম মৃত্যু (Death)! ঘটনায় একজন বনরক্ষী-সহ ছয়জন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে অসম-মেঘালয় সীমান্তে (Assam-Meghalaya border)। অভিযোগ, গোপন সূত্রে খবর পেয়ে কাঠ পাচার রুখতে একটি ট্রাক আটকায় পুলিস (Police)। তখনই পুলিস-পাচারকারীদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে  মারা যান বনরক্ষী-সহ ছয়জন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাতটি জেলায় ৪৮ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে মেঘালয় সরকার। ইতিমধ্যে ট্রাক চালক, হ্যান্ডম্যান এবং আরেক জনকে আটক করেছে পুলিস। বনরক্ষীরা ঘটনার বিষয়ে জিরিকেন্ডিং থানাকে অবহিত করে এবং শক্তিবৃদ্ধির জন্য বলে।

জানা গিয়েছে, ভোর ৩টের দিকে এই সংঘর্ষ শুরু হয়। ট্রাকটিকে পশ্চিম কার্বি আংলং জেলার মইকরাং-এর মেঘালয় সীমান্তে অসম বন বিভাগের কর্মীরা আটক করেন। প্রথমে পালানোর চেষ্টা করে ট্রাকটি। তখনই পরিস্থিতি বেগতিক বুঝে বনরক্ষীরা গাড়িটিকে লক্ষ্য করে গুলি চালায় এবং একটি টায়ার পাংচার করে। সূত্রের খবর, পুলিস নিজেদের আত্মরক্ষার্থে গুলি চালায়। আর তাতে নিহত হন ছয় জন।

উল্লেখ্য, মৃত বনরক্ষীর নাম বিদ্যা সিং লেহেতে এবং অপর এক বনরক্ষী, অভিমন্যু এই ঘটনায় আহত হয়েছেন। পুলিস অফিসার বলেন, "এ ঘটনায় একজন ফরেস্ট গার্ড এবং খাসি সম্প্রদায়ের তিনজন নিহত হয়েছেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।"

one year ago
Gold: গোয়ালপোখরে ৮৪ লক্ষ টাকা মূল্যের সোনার বিস্কুট-সহ বিএসএফ-র হাতে ধৃত ১

পাচারের (trafficking) আগে ভারত-বাংলাদেশ সীমান্ত (India-Bangladesh border) থেকে ১৪টি সোনার বিস্কুট (Gold Biscuit)-সহ এক ভারতীয় নাগরিককে আটক করল বিএসএফ (BSF)। ঘটনাটি উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলার গোয়ালপোখর থানা অন্তর্গত ভারত বাংলাদেশ আমবাড়ী-ডাঙ্গিপাড়া এলাকার। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির কাছ থেকে যে সোনার বিস্কুটগুলো পাওয়া গিয়েছে তার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৪ লক্ষ ৪৮ হাজার টাকা।

ইসলামপুর কাস্টম অফিসার শ্যামল কুমার বর্ধন জানান, বিএসএফ ১৪টি সোনার বিস্কুট-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে সোমবার রাতে তাঁদের হাতে তুলে দিয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮৪ লক্ষ্য ৪৮ হাজার, ২৩৯ টাকা। ধৃত ওই ব্যক্তির নাম হরসিত বিশ্বাস।

সূত্রের খবর, ধৃতের বাড়ি গোয়ালপোখর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ডাঙ্গিপাড়া এলাকায়। ধৃত ব্যক্তি ওই সোনার বিস্কুটগুলি অন্য কোনও ব্যক্তির হাতে হস্তান্তর করার সময় বিএসএফের হাতে ধরা পড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে বিএসএফ ও কাস্টম।

2 years ago


Border: পেট্রাপোলের পর এবার মহদীপুর সীমান্তে মিলবে 'সুবিধা অ্যাপ'-এর সুবিধা

ইতিমধ্যেই পেট্রাপোলে (Petrapole Border) চালু হয়েছে 'সুবিধা অ্যাপ' (Suvidha App) । সোমবার থেকে মালদহের (Maldaha) মহদীপুর সীমান্তে (Mahaidpur Border) এই অ্যাপ চালু করতে চলেছে মালদহ জেলা প্রশাসন। ১০ হাজার টাকা দিয়ে অ্যাপের মাধ্যমে স্লট বুকিং করতে হবে রপ্তানিকারকদের। এই অ্যাপ থেকে নির্দিষ্ট দিন এবং সময় জানিয়ে দেওয়া হবে রপ্তানি কারককে। সেই দিনেই পণ্য নিয়ে বাংলাদেশের যেতে পারবে নির্দিষ্ট নম্বরের লরি। এখন থেকে এইভাবে নিয়ন্ত্রিত হবে সীমান্ত বাণিজ্য (Business)।

আর এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ী এবং রপ্তানি কারকরা। মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি মোহাম্মদ ফজলুল হক বলেন, এক গাড়ি পাথর বাংলাদেশের রপ্তানি করে তিন হাজার টাকা লাভ হয়। সরকারকে যদি ১০ হাজার টাকা করে দিতে হয় তাহলে ৭০০০ টাকা করে ক্ষতির সম্মুখীন হবেন ব্যবসায়ীরা। ক্ষতি করে ব্যবসা করা সম্ভব নয়। মালদহ জেলায় বহু মানুষ মহদীপুর সীমান্তে ব্যবসার সঙ্গে যুক্ত। সমস্যায় পড়বেন তাঁরাও।

মহদীপুর এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক তপন দাস বলেন, মহদীপুরে পরিকাঠামো নেই। সরকারি পার্কিংয়ের ব্যবস্থা নেই। এই অবস্থায় অ্যাপ চালু হলে ব্যাপক সমস্যার সম্মুখীন হবেন ব্যবসায়ীরা। পরিকাঠামো তৈরি করে অ্যাপ চালু করা হোক।

আর এই অ্যাপ চালু ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক শ্রীরুপা মিত্র চৌধুরী বলেন, মহদীপুর একটা প্রতারণার জায়গায় পরিণত হয়েছে। এই অ্যাপ ভুয়ো।

এই বিষয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, রাজ্য সরকার যা সিদ্ধান্ত নিয়েছে তা সবাইকে মানতে হবে। রাজ্য সরকার ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছে। ব্যবসায়ীরা নিজেদের স্বার্থে এসব বলছেন।

মালদহ জেলা প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যে পার্কিংয়ের জন্য জায়গা চিহ্নিত করেছে প্রশাসন। সরকারের অনুমতি পেলেই শুরু হবে পার্কিং তৈরির কাজ। পার্কিং হলে আর সমস্যায় পড়তে হবে না ব্যবসায়ীদের।

2 years ago
Basirhat: সীমান্তে ভারতীয় ভূখণ্ডে দুই শিশু রহস্য ভেদ, গ্রেফতার বাবা

বসিরহাটের (Basirhat) স্বরূপনগর থানার ভারত বাংলাদেশের গাবড্ডা (Gabada border) সীমান্তের ঘটনা। বছর ৭ এর নঈম কলু আর বছর ৫ এর মোস্তাকিন, বাবার নাম নাজিম কলু। হঠাত্ই এই দুই শিশু ভারতীয় সীমান্তে ঢুকে পড়ে। এরপরই তদন্তে নামে পুলিস (police)। শনিবার পুলিসের তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।

জানা যায়, এই দুই সন্তানের বাবা নাজিম কলু তাঁর সন্তানদের পাচার করে মোটা টাকা পাওয়ার জন্য। ২১ শে সেপ্টেম্বর নাজিম কলু শিশুদের রেখে স্বরূপনগরের ভাদুরিয়ার এক গ্রামে আত্মগোপন করেন। ঘটনার পর তদন্ত করে নাজিম কলুকে গ্রেফতার (arrest) করা হয়। তাঁকে পুলিস হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। এরপরই পুলিসের জেরায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। দুই সন্তানকে নিজের বাবাই মোটা টাকার জন্য বিক্রি করার চেষ্ঠা করেন। এই কারণে বাবা ও তাঁর দুই সন্তান এদেশে ঢুকে পড়ে। তাঁরা বাংলাদেশের সাতক্ষীরা জেলার বৈকারী গ্রামের বাসিন্দা।

আরও জানা যায়, ২১ শে সেপ্টেম্বর বুধবার বিকেল পাঁচটা নাগাদ কোনওভাবে ভারতীয় সীমান্তে ১১২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের নজর এড়িয়ে ভারতীয় গাবড্ডা সীমান্তে ঢুকে পড়ে। স্বরূপনগর থানার পুলিস আধিকারিক প্রতাপ মোদকের নেতৃত্বে পেট্রোলিং-এর সময় বাবা নাজিম কলু এসে দুই শিশুকে ফেলে পালিয়ে যায়। সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিস তাঁদেরকে জিঞ্জাসাবাদ করলে, তারা জানায়, সীমান্ত দেখতে এসে কীভাবে এ দেশে ঢুকে পড়েছে তা বুঝতে পারছে না। এই নিয়ে রীতিমতো পুলিস দ্বন্দ্বে পড়েছিল।

তাদেরকে খাওয়া দাওয়া দিয়ে সুস্থ করে শনিবার সল্টলেকের সরকারি হোমে পাঠানো হয়। এখন প্রশ্ন, সীমান্ত নজর এড়িয়ে কীভাবে তারা এদেশে ঢুকলো? শিশু পাচার চক্র সক্রিয় যোগ? ঘটনায় তদন্ত শুরু করছে পুলিস। পাশাপাশি পুরো ঘটনা ১১২ নম্বর ব্যাটেলিয়ানদের সীমান্তে অধিকারিদের জানানো হয়েছে। তাদের দেওয়া নাম ও ঠিকানা সঠিক কিনা তা তদন্ত করছে স্বরূপথানার পুলিস। এছাড়াও আন্তর্জাতিক শিশু পাচার চক্রের এই ঘটনার কোনও যোগচক্র আছে কিনা সেটাও তদন্তকারীরা খতিয়ে দেখা হচ্ছে।

2 years ago


Basirhat: সীমান্ত দেখতে এসে ভারতীয় ভূখণ্ডে সাতক্ষীরার দুই শিশু, পাঠানো হল সল্টলেকের হোমে

বসিরহাটের (Basirhat) স্বরূপনগর (Swarupnagar police station) থানার ভারত-বাংলাদেশের গাবড্ডা সীমান্তের (India-Bangladesh Border) ঘটনা। বছর ৭ এবং ৫-এর দুই শিশু (Child) ঢুকে পড়ে ভারতের সীমানায়। পুলিস তদন্তে নেমে জানতে পারে, ওই দুই শিশুর বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার বৈকারী গ্রামে। বুধবার বিকেল পাঁচটা নাগাদ কোনওভাবে ভারতীয় সীমান্তে ১১২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের নজর এড়িয়ে ভারতের গাবড্ডা সীমান্তে ঢুকে পড়ে।

সেই সময় স্বরূপনগর থানার পুলিস আধিকারিক প্রতাপ মোদকের নেতৃত্বে পেট্রোলিং-এর সময় নজরে আসে ওই দুই শিশুকে। সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তখনই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিস।

তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, সীমান্ত দেখতে এসে কীভাবে এ দেশে ঢুকে পড়েছে বুঝতে পারেনি। এই নিয়ে রীতিমতো পুলিস দ্বন্দ্বে পড়েছে। তাদেরকে খাইয়ে সুস্থ করে আজ, বৃহস্পতিবার সল্টলেকের একটি সরকারি হোমে পাঠানো হয়।

এখন প্রশ্ন হচ্ছে সীমান্তরক্ষীদের নজর এড়িয়ে কীভাবে এদেশে ঢুকলো? তাহলে কি এর পিছনে কোনও শিশু পাচার চক্র কাজ করছে। কীভাবেই বা ওই শিশুরা নিজের গ্রাম বৈকারী থেকে সীমান্ত অবধি পৌঁছলো। তদন্ত শুরু করেছে পুলিস। পাশাপাশি পুরো ঘটনা ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্ত আধিকারিকদের জানানো হয়েছে। তাদের দেওয়া নাম ঠিকানা সঠিক কিনা তাও তদন্ত করে দেখছে স্বরূপনগর থানার পুলিস।

2 years ago