Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

aadhaar

Crime: আধার কার্ডে বায়োমেট্রিক তথ্য প্রতারণা, তদন্তে নেমে গ্রেফতার ১ অভিযুক্ত

আধার কার্ডে বায়োমেট্রিক তথ্য হাতিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ। ৫০ হাজার টাকা খোয়ালেন এক ব্যক্তি। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের সাইবার শাখা। ধৃতের নাম ছোট্টু কুমার। উল্লেখ্য, সম্প্রতি, শহরে আধারের বায়োমেট্রিক তথ্য হাতিয়ে টাকা তোলার একাধিক ঘটনা ঘটেছে। এই সংক্রান্ত বহু অভিযোগও জমা পড়েছে পুলিশে। পুলিশের প্রাথমিক অনুমান, গোটা ঘটনার প্রধান মাথা হতে পারে ওই ছোট্টু।

পুলিস সূত্রে খবর, ধৃত ব্যক্তি আসলে বিহারের বাসিন্দা। তার নামে আগেও অভিযোগ রয়েছে। এমনকী, ওই ব্যক্তি হরিয়ানায় জেলবন্দি ছিল বলে খবর। জানা গিয়েছে, অগাস্ট মাসে তপনকুমার লাহা নামে এক ব্যক্তি বড়তলা থানায় আর্থিক প্রতারণার অভিযোগ তোলেন। তারই তদন্তে নেমে ছোট্টুকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক ২৩ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

7 months ago
Aadhaar Card: বায়োমেট্রিক প্রতারণার পর্দা ফাঁস, চোপড়ায় আধার জালের ঘটনায় গ্রেফতার তিন

সাইবার প্রতারণার বড়সড় পর্দাফাঁস করল ইসলামপুর থানার পুলিস। গোপন সূত্রে খবর পেয়ে চোপড়া এলাকায় অভিযানে নামে পুলিস। বায়োমেট্রিক নম্বর জাল করে অর্থ লোপাট করার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিস। তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হয় বেশ কিছু কম্পিউটার, ফ্রিঙ্গারপ্রিন্ট, ও ফ্রিঙ্গারপ্রিন্ট স্ক্য়ানার। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্য়ে। 

পুলিস জানিয়েছে, সাইবার প্রতারণার অভিযোগে গ্রেফতার হওয়া তিনজন ধৃতই চোপড়া এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে আধার কার্ড নম্বর জাল করে টাকা লোপাট সংক্রান্ত ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে। পুলিসের অনুমান, এই জালিয়াতির ঘটনা চোপড়ার বাইরেও রয়েছে। 

রবিবার এই বিষয়ে ইসলামপুর পুলিস জেলার পুলিস সুপার কার্তিক চন্দ্র মণ্ডল সাংবাদিক সম্মেলন করেন। তিনি বলেন, সাইবার প্রতারণা চক্রের হদিস পাওয়ার পর চোপড়া থানার নারায়ণপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় তিনজনকে। তবে এই ঘটনার সঙ্গে আরও কোনও বড় চক্র রয়েছে কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিস। 

8 months ago
Aadhaar Card: ডাস্টবিন থেকে উদ্ধার ছয়টি আধারকার্ড, ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছে অশোকনগরে

ডাস্টবিন থেকে উদ্ধার হল ছয়টি আধার কার্ড (Aadhaar Card)। বুধবার অশোকনগর গোল বাজারে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় অশোকনগর (Ashokanagar) থানার পুলিস। এই আধারকার্ড দিয়ে যেভাবে প্রতারণার ঘটনা ঘটে চলেছে সেই জায়গায় দাঁড়িয়ে বেশ আতঙ্কিত রয়েছেন সাধারণ মানুষ।

জানা গিয়েছে, বাজারের এক দোকানদার ডাস্টবিনের পাশের একটি কলে জল আনতে গিয়ে দেখতে পান বেশ কয়েকটি আধার কার্ড পড়ে রয়েছে সেখানে। তারপর পরবর্তীতে খবর দেওয়া হয় বাজার কমিটির সম্পাদক এবং ওয়ার্ড কাউন্সিলরকে। যদিও উদ্ধার হওয়া ছয়টি আধারকার্ডের ঠিকানা দেখে বোঝা যাচ্ছে প্রত্যেকেই অশোকনগরের বাসিন্দা। তবে কিভাবে ডাস্টবিনে আধারকার্ডগুলি আসলো তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বাজার চত্বর এলাকায়। 

এ বিষয়ে বাজার কমিটির সম্পাদক জানিয়েছেন, এই সমস্ত কার্ডগুলো প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে। এই পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিস প্রশাসন। 

8 months ago


Durgapur: বায়োমেট্রিকেই বিপদ! ওটিপি ছাড়াই গুম হচ্ছে টাকা, আর্থিক প্রতারণার শিকার ব্যবসায়ী

সিভিভিও (CVV) দেননি, ওটিপিও (OTP) দেননি। তবুও হাতছাড়া ব্যাঙ্কে জমানো টাকা? বাজারে নয়া আর্থিক প্রতারণা (Financial fraud) থেকে সাবধান। বেশি কিছু নয়। শুধুমাত্র আধার কার্ডের (Aadhaar Card) বায়োমেট্রিক চুরি (Biometric theft) করেই গুম হচ্ছে হাজার হাজার টাকা। ঠিক এমনই কায়দায় প্রতারিত হয়েছেন দুর্গাপুরের (Durgapur) ইলেকট্রিকের সরকারি ঠিকাদারী সংস্থার কর্ণধার বিবেকানন্দ মুখার্জি। ঘটনায় তাজ্জব সাইবার ক্রাইম থানার পুলিস।

কিন্তু কীভাবে হচ্ছে এই অপরাধ? জানা গিয়েছে, ঠিকাদারী সংস্থার নানা কাজের বরাত পেতে বিবেকানন্দ বাবু নিজের আধার কার্ড জমা করছেন বিভিন্ন জায়গায়। যেখানে লুকিয়ে রয়েছে এই অপরাধের মূল সূত্র। বিবেকানন্দ বাবুর আধার কার্ডের লিঙ্ক ধরেই তাঁর বায়মেট্রিক হ্যাক হয়ে যায়। গত শুক্রবার রাত্রি ৮.৩৫ মিনিট নাগাদ প্রথম বিবেকানন্দ বাবুর অ্যাকাউন্ট থেকে ১০ হাজার টাকা উধাও হয়ে যায়। আর সন্ধে ৮.৩৬ মিনিট নাগাদ রাষ্ট্রয়ত্ত একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আরও ১০ হাজার টাকা উধাও হয়ে যায়। এই ব্যাবসায়ীর আশঙ্কা আরও একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেও হয়তো হ্যাকাররা টাকা তুলে নিয়েছে।

ইতিমধ্যে দুর্গাপুর সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। সাইবার পুলিস খতিয়ে দেখছে পুরো ঘটনাটি। কিন্তু আধার কার্ডের বায়োমেট্রিক হ্যাক করে টাকা চুরির ঘটনায় তোলপাড় দুর্গাপুর। সরকার আর ব্যাঙ্ককে আরও সতর্ক হতে হবে, প্রয়োজনে সচেতনার ক্যাম্প করতে হবে, অভিমত আই. টি সেক্টরের কর্মী সিদ্ধার্থ মুখার্জীর।

কিন্তু, এর থেকে বাঁচবেনই বা কীভাবে? একমাত্র উপায়, ওয়েবসাইট বা এম আধার অ্যাপের মাধ্যমে লক করে রাখতে হবে যাবতীয় বায়োমেট্রিক তথ্য। প্রয়োজনে কিছুক্ষণের জন্য চালু রেখে ফের লক করে রাখতে হবে সেই তথ্য। একশো দিনের কাজ থেকে আরও সরকারি নানা সুযোগ সুবিধে পেতে আধার কার্ড লিঙ্ক বাধ্যতামূলক। প্রশ্ন, খেটে খাওয়া সাধারণ মানুষ এই সম্পর্কে কতটা জানবেন?

8 months ago
Seema: 'প্রীতি' নামে ভারতে প্রবেশ করেছিলেন সীমা, আধার কার্ডও ছিল সেই নামে!

পাকিস্তান (Pakistan) থেকে আসা 'গৃহ বধূ' সীমা হায়দারকে (Seema Haider) নিয়ে সমালোচনা তুঙ্গে। প্রেমিক সচিনের (Sachin Meena) ভালোবাসার টানে কাঁটাতার পেরিয়ে আসেন তিনি। বেআইনিভাবেই ভারতে প্রবেশ করেন। কিন্তু এখানেই থেমে নয়, তিনি আসার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু হয়েছে, তিনি কি শুধুই সচিনের জন্য এসেছেন নাকি তিনি কোনও পাকিস্তানি গুপ্তচর? এমন প্রশ্ন ওঠায় তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে উত্তরপ্রদেশের এটিএস-এর আধিকারিকরা। কিন্তু এর মধ্যেই আরও এক তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে, ভারতে প্রবেশ করার সময় নাকি 'প্রীতি' নাম বলে প্রবেশ করেছিলেন সীমা।

জানা গিয়েছে, মে মাসে নেপালের পোখরা হয়ে ভারতে বেআইনিভাবে প্রবেশ করেছিলেন সীমা হায়দার। আর পোখরা থেকে তিনি একটি বাসে করেই ভারতে প্রবেশ করেছিলেন, এমনটাই জানিয়েছেন বাস সংস্থার ম্যানেজার। তিনি জানিয়েছেন, সীমা তাঁর চার সন্তানদের নিয়ে যখন পোখরা থেকে বাসে উঠেছিলেন, তখন তিনি নিজেকে প্রীতি নামেই সবাইকে পরিচয় দিয়েছিলেন। এমনকি তাঁর কাছে সেই নামের আধার কার্ডও ছিল। ফলে তিনি নিজেকে ভারতীয় বলেই পরিচয় দিয়েছিলেন।

সেই বাস সংস্থার ম্যানেজার প্রসন্ন গৌতম জানিয়েছেন, সীমা বাসের জন্য চারটি টিকিট কেটেছিলেন। কিন্তু সেসময় তাঁর কাছে নেপালের টাকা কিছু কম থাকায় তিনি ভারতের কোনও এক বন্ধুকে ফোন করেছিলেন, সম্ভবত তিনি সচিনই ছিলেন। এরপর ইউপিআই-এর মাধ্যমে নেপালের মুদ্রায় ৬০০০ টাকা দিয়েছিলেন সেই 'বন্ধু'। সীমা মোট ১২হাজার নেপালের টাকা দিয়েছিলেন পোখরা থেকে গ্রেটার নয়ডা যাওয়ার জন্য। প্রসন্ন গৌতম আরও জানিয়েছেন, সীমা তাঁরই অফিসের ওয়াইফাই ব্যবহার করেছিলেন ইউপিআই-এর মাধ্য়মে টাকা ট্রান্সফারের জন্য।

ফলে সীমা, সচিন ও তাঁর বাবা নেত্রপালকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হলেও অন্যদিকে সীমাকে ঘিরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে উঠে আসছে। ফলে এখন এটাই দেখার, পরবর্তীতে আর কী কী তথ্য পাওয়া যায় সীমাকে কেন্দ্র করে।

10 months ago


Aadhaar: কুকুরদেরও পরিচয়পত্র! মুম্বইয়ের কুকুরদের গলায় ঝুলিয়ে দেওয়া হল 'আধারাকার্ড'

এতদিন ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে মানুষের প্রয়োজন হত ভোটার কার্ড, আধার কার্ডের (Aadhaar Card)। কিন্তু এবারে আর শুধু মানুষ নয়, 'আধার কার্ড' দেওয়া হবে কুকুরদেরও (Dog)। অবাক লাগছে তো? তবে এটাই সত্যি। মুম্বইয়ের বিমানবন্দরের (Mumbai Airport) বাইরে রাস্তার কিছু কুকুরদের গলায় পরিয়ে দেওয়া হয়েছে আধার কার্ড। এই উদ্যোগ নেওয়া হয়েছে এক পশুপ্রেমী সংগঠনের তরফে। কুকুরদের গলায় আধারকার্ড দেওয়ায় এবার থেকে তারাও পেল পরিচয়পত্র।

জানা গিয়েছে, ১৫ জুলাই, শনিবার মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের বাইরে ২০ টি কুকুরকে চিহ্নিত করে তাদের গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছে আধার কার্ড। সেগুলোতে কিউআর কোড রয়েছে, যা স্ক্যান করলেই জানা যাবে তার নাম, কোন প্রজাতির সেই কুকুরটি ও তাকে কী কী ভ্যাকসিন দেওয়া হয়েছে। সেদিন কুকুরদের গলায় শুধুমাত্র সেই কিউআর কোডই ঝোলানো হয়নি, তাদের ভ্যাকসিনও দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, এই অভিনব উদ্যোগের পিছনে রয়েছেন অক্ষয় রিদলান নামের এক ব্যক্তি, যিনি পেশায় ইঞ্জিনিয়ার। তিনি জানিয়েছেন, এই উদ্যোগের নাম pawfriend.in। তিনি বলেন, 'শনিবার সকাল সাড়ে ৮ টা থেকে বিমানবন্দরের বাইরের ২০ টি কুকুরকে চিহ্নিত করা হয় ও তাদের ভ্যাকসিন দেওয়া হয়। এই কিউআর কোডের মাধ্যমে কোনও হারানো কুকুরকেও খুঁজে পাওয়া যাবে।' জানা গিয়েছে, প্রথম ধাপে ২০ টি কুকুরকে এই কার্ড পরানো হলেও ধীরে ধীরে শহরের সমস্ত কুকুরদের ক্ষেত্রেই এমনটাই করা হবে।

10 months ago
Aadhaar: পোস্ট অফিসের কর্মীর রান্না ঘর থেকে উদ্ধার প্রায় দুই হাজার আঁধার কার্ড

তল্লাশি চালিয়ে পুলিস উদ্ধার করল প্রায় দু হাজার আধার কার্ড (Aadhaar Card)। পোস্ট অফিসে অস্থায়ীভাবে কর্মরত এক ব্যক্তির রান্না ঘর থেকেই উদ্ধার কার্ডগুলি। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) হাবরা থানার আটুলিয়া এলাকায়। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য এলাকায়। ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় হাবরা থানার (Habra Police) পুলিস। জানা গিয়েছে, শুক্রবার রাতেই এই আধার কার্ড উদ্ধারের ঘটনাটি ঘটে। ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম গৌরাঙ্গ শীল (৪৫)। তিনি দক্ষিণ ২৪ পরগনার তিলজলা থানা এলাকার তিলজলা পোস্ট অফিসের একজন কর্মী।    

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে স্থানীয় দুই কিশোর খেলতে খেলতে গৌরাঙ্গ শীল নামে এক ব্যাক্তির রান্না ঘরে ঢুকে পড়ে। তখনই তারা উনুনের পাশে শতাধিক আধার কার্ড পড়ে থাকতে দেখে। পরে তারা তাদের বাড়ির সদস্যদের এই বিষয়টি জানায়। বিষয়টি জানাজানি হতেই খবর দেওয়া হাবরা থানায়। এরপরেই পুলিস এসে ওই ব্যক্তির ঘরে তল্লাশি চালিয়ে উদ্ধার করে আরও বান্ডিল বান্ডিল আধার কার্ড। যদিও এই ঘটনায় সংবাদমাধ্যমের ক্যামেরার সামনেই গৌরাঙ্গ শীল দাবি করেছেন, সব কার্ড বিলি করা হবে। এখনো বিলি করার সময় হয়নি তাই বাড়িতে এনে রেখেছি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। 

one year ago
Savings: স্বল্প সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করতে বাধ্যতামূলক আধার-প্যান, বড় ঘোষণা

আধার (Aadhaar) ও প্যান (Pan) নিয়ে ফের বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এবার থেকে পোস্ট অফিসের মাধ্যমে করা স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির জন্য বিনিয়োগ করতে গ্রাহকদের আধার ও প্যান কার্ড নম্বর দেওয়া বাধ্যতামূলক করল সরকার। শুক্রবার এক বিজ্ঞপ্তি জারি করে অর্থ মন্ত্রক জানিয়েছে যে, স্বল্প সঞ্চয় প্রকল্প অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সুকন্যা সমৃদ্ধি যোজনা, সিনিয়র সিটিজেন সেভিং স্কিম, মহিলা সম্মান স্কিম ইত্যাদির জন্য গ্রাহকদের আধার কার্ড ও প্যান কার্ডের তথ্য দিতেই হবে।

এতদিন পর্যন্ত এসব স্বল্প সঞ্চয় প্রকল্পের জন্য আধার ও প্যান নম্বর দেওয়া বাধ্যতামূলক ছিল না। তবে এবার ৩১ মার্চ, শুক্রবার এই নতুন নিয়ম জারি করা হয়েছে। এই নতুন নিয়মে আরও জানানো হয়েছে, স্বল্প সঞ্চয়ের প্রকল্পের ক্ষেত্রে কোনও অ্যাকাউন্ট খুলতে গেলে আধার কার্ড না দিলে গ্রাহককে সেই সময় আধারের প্রমাণ হিসেবে নথিভুক্ত স্লিপ দিতে হবে। তবে এটা দেওয়ার পরেও অ্যাকাউন্ট খোলার ছয় মাসের মধ্যে আধার নম্বর দিতে হবে, নয়তো সেই অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে জানানো হয়েছে।

আবার প্যান কার্ডের ক্ষেত্রে আলাদা নিয়ম রয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বল্প সঞ্চয়ের অ্যাকাউন্ট খোলার জন্যও দিতে হবে প্যান নম্বর। আর যদি অ্যাকাউন্ট খোলার সময় প্যান নম্বর না দেওয়া হয়, তারপর ২ মাসের মধ্যে প্যান নম্বর দিতেই হবে। নয়তো অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে কোনও কোনও ক্ষেত্রে এই দু'মাসের সময় কাজে দেবে না। যেমন- যদি অ্যাকাউন্টে টাকার পরিমাণ ৫০ হাজার অতিক্রম করে যায়, তখন প্যান নম্বর দিতেই হবে। কোনও অর্থবর্ষে জমা টাকার পরিমাণ ১ লক্ষ টাকার বেশি হলেও প্যানের নথি দিতেই হবে। আবার একমাসে ১০ হাজার টাকার বেশি ট্রান্সফার বা তোলা হলেও প্যান কার্ডের নম্বর বাধ্যতামূলক। নয়তো নিষ্ক্রিয় হয়ে যাবে ব্যাঙ্কের অ্যাকাউন্ট।

one year ago


Pan: স্বস্তি সাধারণ মানুষের, বাড়ানো হল আধার-প্যান লিঙ্কের সময়সীমা

চিন্তা দূর হল সাধারণ মানুষের। শেষবেলায় আধার-প্যান (Aadhaar-Pan) লিঙ্ক করার জন্য হুড়োহুড়ি শুরু হয়ে গিয়েছিল। ফলে যাঁরা এখনও আধার-প্যান লিঙ্ক করেননি, তাঁদের জন্য সুখবর দিল কেন্দ্রীয় সরকার। বাড়ানো হল আধার-প্যানের সংযুক্তিকরণের সময়সীমা। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সময় বাড়িয়ে দিল সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস। একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে মঙ্গলবার সিবিডিটি জানিয়েছে, করদাতাদের সুবিধার্থের জন্যই আধার ও প্যান কার্ডের নম্বর লিঙ্ক করার সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। 

এই নিয়ে সিবিডিটি আধার-প্যান লিঙ্ক করার সময়সীমা পাঁচবার বাড়াল। মার্চ মাসের ৩১ তারিখই শেষদিন ছিল আধার-প্যান কার্ড লিঙ্ক করার জন্য। এর আগেই সময়সীমা বাড়িয়ে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত করেছিল। তবে সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধায় না পড়তে হয় তার জন্য কিছু সময় ফের বাড়িয়ে দিল সিবিডিটি। 

তবে এখন আধার-প্যান লিঙ্ক করার জন্য ১০০০ টাকা করে জরিমানা দিতে হচ্ছে যা আগে ছিল মাত্র ৫০০ টাকা। তবে ব্যস্ততার মাঝে যাঁদের এই লিঙ্ক করা হয়ে ওঠেনি, তাঁরা কিছুটা স্বস্তি পেলেন। 


one year ago