
সাইবার প্রতারণার বড়সড় পর্দাফাঁস করল ইসলামপুর থানার পুলিস। গোপন সূত্রে খবর পেয়ে চোপড়া এলাকায় অভিযানে নামে পুলিস। বায়োমেট্রিক নম্বর জাল করে অর্থ লোপাট করার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিস। তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হয় বেশ কিছু কম্পিউটার, ফ্রিঙ্গারপ্রিন্ট, ও ফ্রিঙ্গারপ্রিন্ট স্ক্য়ানার। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্য়ে।
পুলিস জানিয়েছে, সাইবার প্রতারণার অভিযোগে গ্রেফতার হওয়া তিনজন ধৃতই চোপড়া এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে আধার কার্ড নম্বর জাল করে টাকা লোপাট সংক্রান্ত ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে। পুলিসের অনুমান, এই জালিয়াতির ঘটনা চোপড়ার বাইরেও রয়েছে।
রবিবার এই বিষয়ে ইসলামপুর পুলিস জেলার পুলিস সুপার কার্তিক চন্দ্র মণ্ডল সাংবাদিক সম্মেলন করেন। তিনি বলেন, সাইবার প্রতারণা চক্রের হদিস পাওয়ার পর চোপড়া থানার নারায়ণপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় তিনজনকে। তবে এই ঘটনার সঙ্গে আরও কোনও বড় চক্র রয়েছে কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিস।