Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

YashasviJaiswal

Jaiswal: ভারতীয় দলে সুযোগ যশস্বী জয়সওয়ালের, আবেগে ভাসলেন বাবা

ওয়েস্ট ইন্ডিজ (West Indies) সফরে ভারতীয় (India) দলে সুযোগ। এখনও বিশ্বাস হচ্ছে না যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal)। নিজের চেনা পরিবেশ ভাদোহি থেকে আজাদ ময়দানের তাবুতে ক্রিকেটের জন্য দীর্ঘ সময় কাটানো। আইপিএলে এত লড়াই। সব কিছু যেন সফল হল। শুক্রবার যখন দলঘোষণার খবর আসে, আবেগে ভাসলেন যশস্বী জয়সওয়াল। পিটিআইয়ের একটি সাক্ষাৎকারে যশস্বী জানান, খবর পাওয়ার পরই আবেগে কেঁদে ফেলেন তাঁর বাবা। মায়ের সঙ্গে দেখা করার সময়ও পাননি। জানালেন যশস্বী।

দুদিনের মধ্যে বেঙ্গালুরু ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে যেতে হবে। মুম্বই থেকে ঘরে ফিরেই এই খবর পান যশস্বী। একটি বিজ্ঞাপনী শুটিং করে ট্রেনিংয়ে যাচ্ছিলেন তিনি। সেই সময়ই টিম ইন্ডিয়ায় নির্বাচিত হওয়ার খবর শোনেন যশস্বী।

চলতি বছর আইপিএলেও দুর্ধর্ষ ফর্মে ছিলেন যশস্বী। ঘরোয়া ক্রিকেটেও দারুণ পারফরম্যান্স করেন। টিমে সুযোগ পাওয়ার পর যশস্বী বলেন, "ভাল লাগছে, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।"

11 months ago
IPL: ভেঙেছেন দ্রুততম অর্ধশত রানের রেকর্ড, আরও একটি বড় রেকর্ড থেকে সামান্য দূরে যশস্বী

যশস্বী জয়সওয়াল  (Yashasvi Jaiswal) এখন আইপিএলে (IPL) স্বপ্নের নাম। এখনো জাতীয় দলের হয়ে খেলার শিঁকে ছেড়েনি। কিন্তু তিনি গোটা ভারতে অভূতপূর্ব খেলোয়াড় হিসেবেই নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসের (RR) যশস্বী ইডেনে ৪৭ বলে ৯৮ রানের যে ইনিংস খেলেছেন, তাতে করে তাঁকে নিয়ে উন্মাদনা হওয়া স্বাভাবিক বিষয়। এখনও ভেঙেছেন দ্রুততম অর্ধশত রান করার রেকর্ড। সামনেও দূরে একটি বড় রেকর্ডের।

 ২১ বছর বয়সী ছয় ফুট উচ্চতার বাঁহাতি এই ওপেনারের মোট রান ১২টি ম্যাচে ৫৭৫। আর মাত্র ৪২ রান করলেই তিনি আইপিএলে মোট রানের দিক থেকে সবাইকে টপকে যাবেন। শন মার্শের মোট রান হল ৬১৬। এর আগে আইপিএলে সব থেকে কম বলে হাফসেঞ্চুরির রেকর্ড ছিল লোকেশ রাহুলের। তিনি ২০১৮ সালে পঞ্জাব কিংসের হয়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৪ বলে ওই নজির গড়েছিলেন। আইপিএলে একটি মরশুমে কোনও অবাছাই ক্রিকেটারের সব থেকে বেশি রান করার রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার শন মার্শের নামে। তিনি ২০০৮ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ১১টি ইনিংসে ব্যাট করে ৬১৬ রান করেছিলেন।

আইপিএলের একটি মরশুমে অনামী ক্রিকেটার হিসেবে সব থেকে বেশি রানের নিরিখে যশস্বী এখনই টপকে গিয়েছেন ঈশান কিষাণ ও সূর্যকুমার যাদবকে। ঈশান ২০২০ সালে ৫১৬ ও সূর্যকুমার ২০১৮ সালে ৫১২ রান করেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল,  মার্শ ২০০৮ সালে আইপিএলের সর্বোচ্চ রানের মালিক হয়ে অরেঞ্জ ক্যাচ জিতেছিলেন। যশস্বীও এবার অরেঞ্জ ক্যাপের দৌড়ে রয়েছেন। ফ্যাফ ডু’প্লেসির (৫৭৬) পিছনে দ্বিতীয় স্থানে রয়েছেন রাজস্থানের ওপেনার।

12 months ago
RR: জয়সওয়াল ঝড়ে বধ কেকেআর, প্লেঅফের আশা কার্যত শেষ নাইট বাহিনীর

যস্বশী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) একার ঝড়েই বধ কেকেআর(KKR)। কলকাতার বিরুদ্ধে ৯ উইকেটে বড় জয় পেল রাজস্থান (RR)। কলকাতার ঘরের মাঠে যস্বশী জয়সওয়াল ও স্যামসনের ব্যাটের দাপটে ৪২ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় রাজস্থান।

প্রথমে ব্যাট করতে নেমে জয়ের জন্য রাজস্থানকে ১৫০ রানের লক্ষ্যমাত্রা দেয় কলকাতা। সেই রান যেন কোনো ব্যাপারই না। পাওয়ার প্লে একাই খেললেন যস্বশী জয়সওয়াল। সে যেন তাঁর স্বপ্নের ফর্মে। একটুর জন্য তাঁর সেঞ্চুরি হলো না। ১৫০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটে নেমে বাটলার কে তৃতীয় বলে রান আউট করে রাসেল। ঠিক তার পরেই যেন জ্বলে ওঠে যস্বশী জয়সওয়াল। খেললেন ৪৭ টি বল করলেন ৯৮ রান। পাশাপাশি সমান ছন্দে ২৯ বল খেলে ৪৮ রান করলেন স্যামসন। কলকাতার কোনো বলারকে যেন ছাড়লেন না এই দুজন।

মরণবাচন ম্যাচ জেনেই প্রথম থেকেই ছন্দে ছিলেন জয়সওয়াল। শুরুও করলেন সেভাবে। জয়সওয়ালের ইনিংসে ফিকে হয়ে গেল ভেঙ্কটেশ আইয়ারের ইনিংস। এদিন বল করতে এসে নীতিশ রানা অর্থাৎ অধিনায়ক ১ ওভারে ২৬ রান দেন। পাশাপাশি অনুকুল রায় এক ওভারে ২০ রান দেন। কলকাতাকে হারিয়ে রান রেটে কিছু এগিয়ে থাকলো রাজস্থান। সেইসঙ্গে কলকাতাকে হারিয়ে লিগ টেবিলে তিন নম্বরে উঠে এলো রাজস্থান।

12 months ago


Jaiswal: আইপিএল ইতিহাসে দ্রুততম অর্ধশত রান, রেকর্ড গড়লেন যশস্বী জয়সওয়াল

এখনও অবধি আইপিএলের (IPL) দ্রুততম অর্ধশতরান করে সবার রেকর্ড ভাঙলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ইডেনে কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে ১৩ বলে ৫০ রান করে ভেঙে দিলেন লোকেশ রাহুল এবং প্যাট কামিন্সের নজির।

এ বারের আইপিএলে স্বপ্নের ছন্দে রয়েছেন রাজস্থান রয়্যালসের যশস্বী। কলকাতার বিরুদ্ধে নতুন নজির গড়লেন ব্যাট হাতে। বৃহস্পতিবার শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে শুরু করেন তিনি। প্রথম ওভারেই কলকাতার অধিনায়ক নীতীশ রানাকে দু’টি ছক্কা এবং তিনটি চার মারেন। প্রথম ৬ বলে করেন ২৬ রান। তার পরেও তাঁকে থামাতে পারেননি কেকেআরের বোলাররা। ১৩ বলে ৫০ রান পূর্ণ করতে যশস্বী মারলেন ৬টি চার এবং ৩টি ছয়।

এর আগে আইপিএলে দ্রুততম অর্ধশতরান করার নজির ছিল রাহুল এবং কামিন্সের। তাঁরা ১৪ বলে ৫০ রান পূর্ণ করেছিলেন। তাঁদের থেকে ১ বল কম খেলেই ইডেনে অর্ধশতরান পূর্ণ করলেন যশস্বী। তাঁর সামনে কলকাতার কোনও বোলারই সুবিধা করতে পারলেন না। যশস্বীর দাপটে রাজস্থানের অন্য ব্যাটাররাও কার্যত দর্শকের ভূমিকা পালন করলেন। ২১ বছরের বাঁহাতি ব্যাটার একাই দলের ৭০ শতাংশের বেশি রান করলেন। এ ক্ষেত্রে বিশ্বরেকর্ড যুবরাজ সিংহের দখলে। তিনি ১২ বলে অর্ধশতরান করেছিলেন।

12 months ago