Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

XiJingping

Jinping: চিনা প্রেসিডেন্ট পদে হ্যাটট্রিক শি জিংপিংয়ের, ছুঁলেন মাও জে দং-কে

চিনের (China) ইতিহাসে নয়া রেকর্ড গড়লেন শি জিনপিং (Xi Jinping)। টানা তৃতীয়বার চিনের প্রেসিডেন্ট (China President) পদে নির্বাচিত শি জিনপিং। তৃতীয়বার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়ে তিনি ছুঁলেন চিনের কমিউনিস্ট পার্টির স্রষ্টা মাও জে দং(Mao Zedong)-এর কীর্তি। গত অক্টোবরেই চিনের কমিউনিস্ট পার্টির প্রধান হিসাবে আগামী পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছিলেন শি। সেই সময়ই চিনের সর্বশক্তিমান নেতা হিসাবে নিজের প্রতিপত্তি প্রমাণ করেছিলেন। এবার তৃতীয়বারের জন্য প্রেসিডেন্ট হিসাবেও নির্বাচিত হলেন তিনি। আর এই খবর শুক্রবার একদলীয় চিনের শাসক দল কমিউনিস্ট পার্টি জানিয়েছে।

পাশাপাশি চিনা রাজনীতিতে সবথেকে গুরুত্বপুর্ণ দুটি পদে তিনি আরও পাঁচ বছর থাকছেন। ৬৯ বয়সী নেতার বিরুদ্ধে শূন্য কোভিড নীতি, দীর্ঘ লকডাউন এবং করোনায় মৃতের সংখ্যা লুকানোর অভিযোগে বিদ্রোহ হয়েছিল। লকডাউন শিথিল করার পর দেখা গিয়েছিল চিনে মৃত্যমিছিল ঘটেছে। তারপরও ফের শি জিনপিংকেই সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেওয়া হল চিনে।

শুক্রবারই তাঁকে সেন্ট্রাল মিলিটারি কমিশনের প্রধান হিসাবেও সর্বসম্মত ভোটে পুনরায় নির্বাচিত করা হয়। মনে করা হচ্ছে, বিশ্বের সর্বোচ্চ শক্তিমান নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য়ই পরিকল্পিতভাবে জিনপিংকে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করা হয়েছে। শপথ গ্রহণের পর জিনপিং চিনের সর্বোচ্চ সময়ের জন্য নির্বাচিত প্রেসিডেন্ট হবেন।

one year ago
China: তৃতীয়বারের জন্য চিনের প্রেসিডেন্ট হলেন শি জিনপিং, মাওয়ের রেকর্ড ছুঁলেন শি

রেকর্ড গড়লেন চিনের প্রেসিডেন্ট (China President) শি জিনপিং (Xi Jingping)। তৃতীয়বারের (Third Time) জন্য চিনা কমিউনিস্ট পার্টির (China Communist Party) সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হলেন তিনি। শনিবারই দেশের প্রেসিডেন্ট পদে আরও পাঁচ বছরের জন্য র্নির্বাচিত হয়েছেন তিনি। তিনি শুধু দেশের নয়, দলেরও সর্বেসর্বা থাকছেন। এর আগে একমাত্র চিনা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মাও জে দং এই রেকর্ডের  অধিকারী ছিলেন। এবার তাঁর পথে শি জিনপিং-ও।

৬৯  বছর বয়সী শি জিনপিং, যিনি ৬৮ বছর সরকারি অবসরের বয়স পেরিয়ে এবং ১০ বছরের মেয়াদ পূর্ণ করার পরেও দলের শক্তিশালী কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হয়েছিলেন। তারপরও দলের সবচেয়ে ক্ষমতাশালী সেন্ট্রাল কমিটি তাঁকে তৃতীয়বারের জন্য দলের সর্বেসর্বা হিসেবে বেছে নিল। সেন্ট্রাল কমিটি ২৫ জন সদস্যকেও বেছে নিয়েছে। যারা আবার স্ট্যান্ডিং কমিটির সদস্যদের নির্বাচিত করবেন । এছাড়া জিনপিংয়ের সহযোগী হিসেবে রাষ্ট্র পরিচালনা করবেন।

উল্লেখ্য, ২০৫ জন নিয়মিত কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ১৭১ জন বিকল্প সদস্য নির্বাচনের মাধ্যমে শনিবার পাঁচ বছরের মধ্যে একবার কংগ্রেস তার সপ্তাহব্যাপী অধিবেশন শেষ করেছে। তবে আলোচ্য বিষয়, এবার পলিটব্যুরোয় কোনও মহিলা প্রতিনিধি নেই। এৰে গতবারের পলিটব্যুরোয় একজনই মহিলা সদস্য ছিলেন। বর্তমানে তিনি অবসর নিয়েছেন। যার ফলে পলিটব্যুরো মহিলাশূণ্য। যা গত ২৫ বছরের ইতিহাসে প্রথমবার।

রবিবার কেন্দ্রীয় কমিটির সদস্যরা ২৫ সদস্যের একটি রাজনৈতিক ব্যুরো নির্বাচন করেছেন, যা দেশ পরিচালনার জন্য স্থায়ী কমিটির সদস্যদের বাছাই করেছে। বেশ কয়েকটি নাম, বিশেষ করে ৬৭ বছর বয়সী প্রিমিয়ার লি, দেশটির ২ নং কর্মকর্তা, ৭২ বছরের ন্যাশনাল পিপলস কংগ্রেসের চেয়ারম্যান লি ঝানশু, ৬৭ বছরের চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের চেয়ারম্যান ওয়াং ইয়াং এবং ভাইস-প্রিমিয়ার হান ঝেং,৬৮। কেন্দ্রীয় কমিটির তালিকা থেকে স্পষ্টভাবে অনুপস্থিত। তাঁরা সবাই শির নেতৃত্বে বিদায়ী সাত সদস্যের স্থায়ী কমিটির অংশ। লি এবং ওয়াং উভয়কেই মধ্যপন্থী হিসেবে গণ্য করা হয়।

২০১২ সালে চিনের প্রেসিডেন্ট নির্বাচিত হন জিনপিং। একই সঙ্গে তিনি চিনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদকও। জিনপিংয়ের জমানায় চিনের বৃদ্ধি এবং কূটনৈতিক স্তরে তৎপরতা গোটা দুনিয়ার নজর কেড়ে নেয়। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন জিনপিংয়ের হাত ধরে চিন এক নতুন জাগরণ দেখা দিয়েছে। শক্তিধর দেশ হিসেবে বিশ্বের কাছে চিন সম্ভ্রম কুড়িয়েছে।

2 years ago