Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

ViratKohli

Virat: অস্ট্রেলিয়ার বিপরীতে ক্রিকেটের ময়দানে 'নাটু নাটু' গানে নাচলেন বিরাট কোহলি

চলতি অস্ট্রেলিয়া সিরিজ যেন বিরাট কোহলির (Virat Kohli) পুনরুত্থানের গল্প। ফাইনাল টেস্ট ম্যাচে ভালোই ফলাফল করেছেন কিং কোহলি। সাধারণত কোহলি মাঠে নামলে বিনোদনের কোনও ত্রুটি হয় না। কখনও চারে, কখনও ছক্কায় 'পাঞ্জাবি মুন্ডা' বিরাট নেচেই ময়দান মাতান। এবার বিরাট 'নাটু নাটু' (Naatu Naatu Song) গানের স্টেপে পা মেলালেন।

অস্ট্রেলিয়া ও ভারতের ওয়ান ডে সিরিজের লাইভ স্ট্রিমিং'এ এই দৃশ্য প্রত্যক্ষ করলেন বিরাটের অগণিত ভক্তরা। বিরাটের সতীর্থ মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজের দারুন পারফরমেন্স দেখে খুশি হন কোহলি। বিরাটচিত স্টাইলে সদ্য অস্কার পাওয়া 'নাটু নাটু' গানের স্টেপে পা নাচাতে দেখা যায় তাঁকে।

'আরআরআর' সিনেমায় ঠিক যেভাবে নায়কেরা ইংরেজদের বিরুদ্ধে 'নাটু নাটু' গানে নেচে তাক লাগিয়েছিলেন, ঠিক সেইভাবেই যেন অস্ট্রেলিয়ার সামনে ভারতের ভালো ফলের উচ্ছ্বাস প্রকাশ পেল কোহলির নাচে। পর্দার ইংরেজ ও ভারতীয়দের লড়াই ও জয়ের আনন্দ যেন প্রকাশ পেল বাস্তবের মাটিতে। রিল-রিয়েল মিলেমিশে একাকার হয়ে গেল, বলছেন বিরাটের ভক্তরা।

রাজামৌলি পরিচালিত 'আরআরআর' সিনেমার 'নাটু নাটু' গানটি প্রায় এক বছর ধরে ইন্টারনেট মাতিয়ে চলেছে। ইন্সটাগ্রাম কিংবা ফেসবুক এই গানের রিলিস'এ ছেয়ে গিয়েছে। এই গানটির এবং গানের নাচের ভক্ত সংখ্যা অনেক। বিরাট কোহলিও যে এই গানের ভক্ত তা বোঝা গেল তাঁর নাচেই। 'নাটু নাটু' গানের আনন্দে যে সেলিব্রিটি ক্রিকেটাররাও সামিল, তাও স্পষ্ট।


one year ago
Test: ক্রমেই ড্রয়ের দিকে আহমেদাবাদ টেস্ট, তৃতীয় দিনে শুভমান-কোহলির দাপট

ইন্দোর টেস্টের ঘূর্ণি উইকেটের পালা চুকিয়ে আমদাবাদে ব্যাটিং সহায়ক উইকেট। ফলে যত দিন গড়াচ্ছে কমছে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টে ফলাফলের আশা। শনিবার এই টেস্টের তৃতীয় দিনের শেষে ভারতের প্রথম ইনিংসের রান ৩ উইকেটে ২৮৯।  শতরান শুভমান গিলের, পাল্লা দিয়ে অর্ধ সেঞ্চুরি বিরাট কোহলির। এই টেস্টে দ্বিতীয় শতরান করলেন শুভমন। প্রায় ১৪ মাস পর টেস্টে অর্ধশতরান কোহলির। এদিকে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ ৪৮০ রানে।

ক্রিকেট লিখিয়েরা বলছেন, ব্যাটাররা ভুল না করলে আমদাবাদের ২২ গজে তাঁদের আউট করা প্রায় অসম্ভব। ভারতীয় বোলারদের মতো অস্ট্রেলিয়ার বোলারদেরও উইকেটের জন্য সারা দিন মাথা খুঁড়তে হয়েছে। ম্যাচের তৃতীয় দিনে স্টিভ স্মিথদের প্রাপ্তি মাত্র ৩ উইকেট। অন্যদিকে ভারতের প্রাপ্তি ২৫৩ রান।  সাদা বলের ক্রিকেটে আগেই রানে ফিরেছেন ভিকে। এবার লাল বলের ক্রিকেটে রান পেলেন কিং কোহলি। দিনের শেষে তিনি অপরাজিত ৫৯ রানে। শুরুতে একটু সাবধানে খেললেও সময়ে সঙ্গে সঙ্গে সাবলীল লেগেছে ভারতের প্রাক্তন অধিনায়ককে।

এদিকে, কেএল রাহুলের প্রথম একাদশে ফেরার সম্ভাবনা ক্ষীণ করে নজরকারা শুভমনের শতরান। ইন্দোর টেস্টে রান পাননি এই তরুণ ক্রিকেটার। তবে আমদাবাদে খেলেছেন নিখুঁত ইনিংস। তাঁর ১২৮ রানের ইনিংসে ছিল পরিণত টেস্ট ওপেনারের ছাপ। তাঁর ২৩৫ বলের ইনিংসে রয়েছে ১২টি চার এবং ১টি ছয়।

one year ago
Virat Kohli: উত্তরাখণ্ডে ভামিকাকে পিঠে চাপিয়ে ট্রেকিং বিরুষ্কার, ছবি দেখুন তারকা দম্পতির

বলিউডের অন্যতম চর্চিত দম্পতি বিরুষ্কা। বর্তমানে মেয়ে ভামিকাকে নিয়ে ছুটি কাটাচ্ছেন উত্তরাখণ্ডে। সম্প্রতি ঋষিকেশের দয়ানন্দ গিরি আশ্রমে গিয়েছিলেন অনুষ্কা (Anushka Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। এমনকি তাঁদের ছোট্ট মেয়েকে নিয়ে ঋষিকেশের (Rishikesh) পাহাড়ে ট্রেকিং করতেও দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।

বিরাট ও অনুষ্কা দু'জনেই নিজেদের ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিগুলিতে দেখা যাচ্ছে, লাঠি হাতে পাহাড়ে উঠছেন বিরাট। আর বাবার পিঠে করে পাহাড় চড়ছে ছোট ভামিকা। এমনকি ভামিকাকে বাবার কোলে থেকেই নদীর জল ছুঁতে দেখা যায়। সেই সঙ্গে উত্তরাখণ্ডের প্রকৃতির ছবিও সমাজমাধ্যমে দিয়েছেন তাঁরা। দেখে বোঝা যাচ্ছে, দৈনন্দিন জীবনের বাইরে বেরিয়ে বেশ আনন্দে রয়েছেন তাঁরা। অনুষ্কা ছবির ক্যাপশনে লিখেছেন, "পাহাড়ের মধ্যে একটি পর্বত আছে এবং শীর্ষে কেউ নেই।" আর বিরাট কোহলিও হার্ট ইমোজি সহ একটি ছবি শেয়ার করেছেন।

View this post on Instagram

A post shared by Virat Kohli (@virat.kohli)

যদিও এদিন আশ্রম সফরে দেখা গেল না কন্যা ভামিকাকে। আশ্রমের সভাঘরে বসে আছেন অনুষ্কা এবং বিরাট। অনুষ্কার পরনে বাদামি রঙের আনারকলি। বিরাট পরেছেন কালো প্যান্ট এবং ঘিয়ে রঙের সোয়েটার। গলার কাছে জড়ানো শাল। চোখে চশমা। মাথায় সবুজ রং-এর টুপি।এমনই একটি ছবি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।



one year ago


Cricket: সচিনের রেকর্ড ভাঙতে দরকার আর ৪টি সেঞ্চুরি! শ্রীলঙ্কার বিরুদ্ধে রেকর্ডের বন্যা বিরাটের

বিশাল জয়ে বিরাট রেকর্ড। শ্রীলঙ্কাকে (Srilanka Cricket Team) ৩১৭ রানের রেকর্ড ব্যবধানে হারিয়েছে ভারত (India Cricket Team)। কিন্তু রেকর্ড রুমের খাতায় শুধু কোহলি আর কোহলি (Virat Kohli)। কী কিরেছেন কিং কোহলি? ১৬৬ নট আউট। এটা শুধু পরিসংখ্যান নয়। এই নিয়ে একদিনের ক্রিকেটে ৪৬তম সেঞ্চুরি বিরাটের। সচিনকে (Sachin Tendulkar) ছুঁতে দরকার আরো ৩ টে সেঞ্চুরি। দেশের মাটিতে ওয়ান ডে ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি ছিল মাস্টার ব্লাস্টারের। সেই ম্যাজিক নম্বর ২০ ছাপিয়ে বিরাট করলেন ২১ নম্বর সেঞ্চুরি। এখানেই শেষ নয়।

কোনও একটি দেশের বিরুদ্ধে সর্বোচ্চ ১০টি শতরানের মালিকের নাম বিরাট কোহলি। এতদিন পর্যন্ত সেই রেকর্ড ছিল সচিনের দখলে। অজিদের বিরুদ্ধে ৯টি সেঞ্চুরি ছিল মাস্টারের। এখনও শেষ হয়নি। একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় বিরাট এখন পাঁচ নম্বরে রয়েছেন। ১২৭৫৪ রান রয়েছে বিরাটের।

যতদিন যাচ্ছে ছাপিয়ে যাচ্ছেন নিজেকে। নতুন নতুন রেকর্ড। সবচেয়ে বড় কথা, অন্তত বছর দুয়েক রানের দেখা পাননি। সমালোচনায় ক্ষতবিক্ষত হয়েছেন কিং। এবার ব্যাটে রানের বন্যা। সবুজ মাঠে ব্যাট হাতে যেন দাপুটে রাজা বিরাট।

one year ago
Cricket: নিয়মরক্ষার ম্যাচে দ্বিশতরান ঈশান কিষাণের! চতুর্থ ভারতীয় হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে রেকর্ড বুকে নাম

আন্তর্জাতিক মঞ্চে (International Cricket) প্রথম শতরান ঈশান কিষাণের। রোহিত শর্মার জায়গায় খেলতে নেমে তিনি ১০০ করেই থামেননি পৌঁছে যান দ্বিশতরানে। ক্রিজে সেই সময় তাঁর সঙ্গী বিরাট কোহলি (Virat Kohli)। উলটো দিকে দাঁড়িয়ে তিনি দেখলেন তরুণ ওপেনারের ব্যাটে ভারতের বিরাট রানের ইনিংস। ২১০ রান করেন ঈশান (Ishan Kisan), গত ম্যাচে চোট পাওয়া রোহিত খেলতে পারেননি। বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে তাই সুযোগ পান ঈশান। সেই সুযোগ কাজে লাগাতে ভুল করেননি তিনি। ১২৬ বলে দ্বিশতরান ঈশানের। একদিনের ক্রিকেটে যা দ্রুততম দ্বিশতরান। তিনি ভেঙে দিলেন ক্রিস গেইলের (Chris Gayle) রেকর্ড।

সচিন তেণ্ডুলকর, বীরেন্দ্র সহবাগ, রোহিত শর্মার পর চতুর্থ ভারতীয় ব্যাটার হিসাবে একদিনের ক্রিকেটে দ্বিশতরান করলেন ঈশান। পড়শি দেশের মাটিতে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংসটাও ঈশানের। এর আগে বিশ্বের কোনও ব্যাটার একদিনের ক্রিকেটে বাংলাদেশে ২১০ রান করেননি।

ভারতের যখন মাত্র ১৫ রান, তখনই সাজঘরে ফেরেন ধাওয়ান। সেখান থেকে ২৯০ রানের জুটি গড়েন ঈশান-বিরাট। ১৩১ বলে ২১০ রানে করেন ঈশান। তাঁর ইনিংস সাজানো ২৪টি চার এবং ১০টি ছক্কায়। শুরু থেকেই আক্রমণাত্মক এই তরুণ ব্যাটার। বিরাটও যোগ্য অভিভাবকের মতো এই তরুণ তুর্কিকে সুযোগ দিয়ে যাচ্ছিলেন। এক দিকে ধরে রেখেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

সিরিজ়ের ফলাফলের দিক থেকে চট্টগ্রামের ম্যাচের কোনও গুরুত্ব নেই। কিন্তু সেই ম্যাচকে কাজে লাগিয়ে বিশ্বকাপের আগে নির্বাচকদের খাতায় নিজের নামটা তুললেন ঈশান। এদিকে, দীর্ঘদিন বাদে জাতীয় দলে সুযোগ পাওয়া শিখর ধাওয়ান এদিন ব্যর্থ হয়েছেন। পরের সিরিজ়ে রোহিত ফিরলে তাঁর সঙ্গে যে তরুণ ঈশানকে দেখা যেতেই পারে। সেক্ষেত্রে সাজঘরে বসতে হতে পারে ধাওয়ানকে।

one year ago


Virushka: সপরিবারে উত্তরাখণ্ড ঘুরতে গিয়ে পুরনো ভালবাসা খুঁজে পেলেন অনুষ্কা, সে কে?

এই তারকা জুটি ঘুরে বেড়াতে বেজায় পছন্দ করেন। সুযোগ পেলেই বেড়িয়ে পড়েন ভ্রমণে। আর এখন কেবল দুজনে একা নয়, তাঁদের সঙ্গে এখন ঘুরে বেড়ায় তাঁদের ছোট্ট মেয়ে ভামিকা। এতক্ষণে নিশ্চয় বুঝে গিয়েছেন, কাঁদের কথা বলা হচ্ছে? হ্যাঁ ঠিকই ধরেছেন, বিরাট কোহলি (Virat Kohli), অনুষ্কা শর্মা (Anushka Sharma) ও তাঁদের মেয়ে ভামিকা। টি-২০ বিশ্বকাপ শেষ করে দেশে ফিরলেন বিরাট। আর ইতিমধ্যেই বিরুষ্কা ও তাঁদের ভমিকাকে নিয়ে বেরিয়ে পড়লেন। তবে এবার দেশের বাইরে নয়, দেশের মধ্যেই ঘুরছেন তাঁরা। ছুটি কাটানোর জন্য বেছে নিলেন উত্তরাখণ্ড (Uttarakhand)। সেখানে গিয়ে অনুষ্কা খুঁজে পেলেন ছেলেবেলার ভালোবাসাকে।

বিরাট সোশাল মিডিয়ায় সেভাবে কোনও ছবি পোস্ট না করলেও অনুষ্কা বেশ কিছু ছবি শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে। খোলাখুলি জানালেন তাঁর ছেলেবেলার কোন স্মৃতি ফিরে এল এই সফরে। আসলে ছুটির মেজাজে ডায়েটকে একেবারে ‘বাই-বাই’ করে অনুষ্কা নানা ধরনের খাবার উপভোগ করছেন। উত্তরাখণ্ডের এক রেস্তোরাঁয় মিষ্টি বান পাউরুটি দেখে ভীষণ খুশি হলেন অভিনেত্রী। ছবি তুলে ইনস্টাগ্রামে লিখলেন, 'ছেলেবেলার স্মৃতিগুলি এই দিয়েই তৈরি...।’

কেবল তা নয়, ডায়েট ভুলে খেলেন সয়াচাপও! তারও ছবি দিয়ে অভিনেত্রী লেখেন, 'দারুণ সয়াচাপ!' সম্প্রতি উত্তরাখণ্ডের এক আশ্রমে দেখা গিয়েছে বিরুষ্কাকে। সেখানে অনুরাগীদের সঙ্গে খোশ মেজাজে দেখা গিয়েছে তাঁদের। কালো রঙের পোশাকে দু'জনেই সেজেছিলেন। খুব বেশি নিরাপত্তাও লক্ষ্য করা যায়নি তাঁদের সঙ্গে। কারণ সাধারণ মানুষের যাতে কোনও রকম অসুবিধে না হয়, সে কথা ভেবে সাধারণের মতো রয়েছেন তাঁরা।                                                                                                                                                                                                                     

one year ago
Kohli: হ্যাপি বার্থ ডে বিরাট! কোহলির জন্মদিনে ভক্তদের আশা এই ফর্মেই থাকুক ভিকে

প্রসূন গুপ্ত: ভারতীয় ক্রিকেটের সুপার স্টারের সংখ্যা খুব বেশি নয়। প্রচুর রান করলেই সুপারস্টার হওয়া যায় না। দেখতে হয়ে যে জনতার মনে সেই খেলোয়াড় কতটা দাগ কেটেছেন। ভারতীয় ক্রিকেটের প্রথম সুপারস্টার সুনীল গাভাস্কার, দ্বিতীয় কপিলদেব, তৃতীয় সচিন তেন্ডুলকার এবং শেষ যিনি, তিনি আজকের নায়ক বিরাট কোহলি। ক্রিকেটে বিশ্বনাথ ভেঙ্গসরকার, বেদি, অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি থেকে মহেন্দ্র সিং ধোনি; এঁদের অবদান বিশাল। এছাড়াও অনেকেই তাঁদের ক্রিকেট জীবনে ভারতের হয়ে সেরা সব ম্যাচ খেললেও এঁদের নিয়ে ক্রিকেট বিশ্ব মাতামাতি করেনি। যদিও ভারতীয় ক্রিকেটে এঁদের অস্বীকার করা অন্যায়। তবুও আলোচিত সেরা চারে, উপরের নামগুলো নিজেদের সময় বিশ্ব সেরা ছিলেন।

বিরাট ক্রিকেটে এসেছেন সচিনের খেলা ছাড়ার আগে পরে। সচিন খেলা ছেড়ে দেওয়ার পর হা হুতাশ উঠেছিল যে বিশ্বসেরা খেতাব আর বোধহয় আর ভারতে রইল না। কিন্তু দ্রুত কোহলি সচিনের জায়গাটা নিয়ে নিল, যদিও এখনও অনেক পথ বাকি। অবশ্য বিরাটের বয়স আজ ৩৪ পূর্ণ হল। বিরাটের খেলার মধ্যে, বিশেষ করে স্ট্রোক নেওয়ার ক্ষেত্রে কপিবুক গাভাস্করকে যেমন পাওয়া যায় তেমনই ফ্রন্টফুটে বা ব্যাকে গিয়ে অফ সাইড স্ট্রোক দেখলে সচিনকে মনে পরে। এযাবৎ বিরাট ১০২ টেস্টে ৮০৭৪ রান করেছেন, ৫০ ওভারের খেলায় ১২,৩৪৪ রান এবং টি-২০ তে ১১৩ ম্যাচে করেছেন ৩৯৩২। সচিনের মতো ১০০ সেঞ্চুরি না থাকলেও আরও দৃঢ়তার সঙ্গে খেললে তাঁর রেকর্ড ভেঙে দেবে বিরাটই, বলেছেন স্বয়ং সচিন তেন্ডুলকার।

গত তিন বছর ধরে রানের খরা চলছিল কোহলির। এত দীর্ঘ সময় এর আগে কারুর ব্যাড প্যাচ থাকে না। নেতৃত্ব হারালেন তবুও ফর্মে ফিরতে পারছিলেন না। সানি গাভাস্কর বারবার সতর্ক করেছিলেন। ইতিমধ্যে বিয়ে করেছেন অভিনেত্রী অনুষ্কা শর্মাকে, সন্তানও হয়েছে।  হয়তো এদর সাথে অনেকটাই জড়িয়ে পড়েছিলেন বিরাট। কিন্তু সুসময় এলো অবশেষে, এশিয়া কাপ যদি ট্রেলার হয়, তাহলে টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচ পুরো সিনেমা। হারা ম্যাচ যেভাবে জিতিয়েছেন বিরাট, তার তুলনা কোনও কিছুতেই হয় না। একার খেলাতেই কামাল করছে ভারত। সবার আশা ফাইনাল অবধি এই ফর্মেই যেন থাকে ভিকে।

2 years ago
Kohli: বিরাট যখন মাঠে, তাঁর রুমে ঢুকে সামগ্রির ভিডিওগ্রাফি অত্যুৎসাহীদের! ক্ষুব্ধ কিং কোহলি

বিরাট সমস্যায় বিরাট(Virat kohli)। আমজনতার দুয়ারে কিং বিরাটের অন্দরমহল। সৌজন্যে অত্যুৎসাহী ভক্ত আর সোশ্যাল মিডিয়া (Social Media)। টি টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2022) খেলতে অস্ট্রেলিয়াতে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। রোহিত, হার্দিকরা শেষ ম্যাচ খেলেছেন পার্থে। ওখানেই ক্রাউন টাওয়ার হোটেলে ছিল টিম ইন্ডিয়া।

অভিযোগ, মাঠে ছিলেন বিরাট। ওই সময় হোটেলের ফাঁকা ঘরে ঢুকে কেউ বানিয়ে ফেলেন ভিডিও। ব্যাট, বুট, জুতো, জামা-কাপড়, চশমা ,টুপি, ডায়রি এমনকি ওয়ার্ডরোবের দৃশ্য রয়েছে ভিডিওতে। ব্যস, আর যায় কোথায়। মুহূর্তে ভাইরাল ওই ভিডিও। বিরাটের নজরে আসতে দেরি হয়নি। প্রচন্ড ক্ষুব্ধ হন তিনি। প্রোটিয়া ম্যাচের পর হোটেলে ফিরে সোশ্যাল সাইটে পোস্ট করেন তিনি। এই ধরণের ভিডিও তাঁর গোপনীয়তা ক্ষুন্ন করেছে। হোটেলের রুমে এমনটা হলো কি করে? প্রশ্ন তুলেছেন তারকা ক্রিকেটার।

বিরাটের স্ত্রী তথা সিলভার স্ক্রিনের তারকা অনুষ্কা শর্মাও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি নিন্দা করে কড়া পোস্ট করেছেন। সব মিলিয়ে হাওয়া গরম। হোটেল কর্তৃপক্ষ চেষ্টা করছে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত সেটা খুঁজে বার করার। ভিডিওতে দেখা গিয়েছে,  যারা ভিডিওটি বানিয়েছিলেন, তাঁরা কোট-প্যান্ট পরে রয়েছেন। পোশাক দেখে মনে হচ্ছে, তাঁরা হোটেলেরই কর্মী। যদিও এব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

এই ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বিরাট।পাশাপাশি তিনি আতঙ্ক প্রকাশও করেছেন। সেই ভিডিও শেয়ার করে কোহলি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘‘আমি জানি,  অনুগামীরা সবসময় তাঁদের প্রিয় খেলোয়াড়কে দেখে আনন্দ পান, তাঁর সঙ্গে দেখা করতে চান। আমি তাঁদের সমর্থন করি। কিন্তু এই ভিডিও দেখে আমি আতঙ্কিত। যদি আমার হোটেলের ঘরেই আমার গোপনীয়তা রক্ষা না হয়, তা হলে কোথায় আমার ব্যক্তিগত বিষয় রক্ষা হবে?’’

এই ঘটনায় যে তিনি চরম বিরক্ত, তা বুঝিয়ে দিয়েছেন কোহলি। লিখেছেন, ‘‘এই ধরনের ভালবাসা আমি চাই না। এভাবে কারও ব্যক্তিগত পরিসরে ঢোকা উচিত নয়। দয়া করে প্রত্যেকের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন। তাঁদের বিনোদনের পণ্য করে তুলবেন না।’’

View this post on Instagram

A post shared by Virat Kohli (@virat.kohli)

উল্লেখ্য, কয়েকদিন আগেই ঠান্ডা খাবার নিয়ে সমস্যায় পড়েছিল ভারতীয় দল। অনুশীলনের পর ঠান্ডা, শক্ত স্যান্ডউইচ দেওয়া হয়েছিল দলকে। ক্ষুব্ধ ভারতীয় দল খাবার প্রত্যাখ্যান করে। অভিযোগ করা হয় আইসিসির কাছে। সেই বিতর্ক মিটতে না মিটতেই ফের বিড়ম্বনা। সমস্যা কিছুতেই পিছু ছাড়ছে না। তারকা হবার জ্বালা কি কম?

2 years ago


Cricket: বিশ্বকাপে বিরাট জয়! কোহলির ব্যাটে ভর করে পাকিস্তানকে হারালো ভারত

মেলবোর্নে বিরাট জয়। টি টোয়েন্টি বিশ্বকাপে (T-20 World Cup 2022) শেষ বলের থ্রিলার। পাকিস্তানকে চার উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত (India VS Pakistan) । জয় এল ভারতের ঝুলিতে।দীপাবলির আগেই বড়ো উপহার দিল কিং কোহলির (Virat Kohli) ব্যাট। একা কুম্ভের মতো দুর্গ রক্ষা করলেন। কোহলির চওড়া ব্যাট যেন খাপ খোলা তরবারি। ৫৩ বলে অপরাজিত ৮২। ছ'টা চার। চারটে ছয়। শাহীন আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রৌফদের জারিজুরি শেষ কোহলির ব্যাটের সামনে। আর বিরাটকে সঙ্গ দেন হার্দিক। ৪০ রান করে দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দেন। আর ফ্রি হিট, ওয়াইড, আউট, ওভার বাউন্ডারির মতো ঘটনাবহুল রুদ্ধশ্বাস শেষ ওভারে আসে তৃপ্তির জয়।

মেলবোর্নে শুরুটা ছিল ভারতের। শেষেও মেন ইন ব্লু-এর দাপট বজায় ছিল।টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। বাবর আজম, মহম্মদ রিজওয়ান রান পাননি। তবে লড়াই করার মতো রান করেছিল পাকিস্তান। ৮ উইকেটে ১৫৯। তিন উইকেট পেলেন পান্ডিয়া। অর্শদীপ আরও তিন। আর ভারত করেছে ৬ উইকেটে ১৬০ রান।

প্রথমে নড়বড়ে শুরু করেছিল ভারত। রাহুল, রোহিত, সূর্যকুমার কেউ রান পাননি। কিন্তু কোহলি ছিলেন। ওয়াঘার সীমান্তের ওপারে পৌঁছে যাওয়া ম্যাচ এপারে নিয়ে এলেন। মেলবোর্ন থেকে ভারত। শুধু জয় হো।

2 years ago
Shami: ডেথ ওভারে শামির আগুনে স্পেল, কোহলির ফিল্ডিং! বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে অজিদের হারাল ভারত

ডেথ ওভারে মহম্মদ শামির বোলিংয়ে বিশ্বকাপ (T-20 World Cup) প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়াকে (India beats Australia) ৬ রানে হারাল ভারত। ২০ ওভারে পড়েছে চার উইকেট, তার মধ্যে একটি রান আউট বাদে বাকি তিন উইকেট শামির (Mohammad Shami) ঝুলিতে। এদিন ফিল্ডিংয়ে অসামান্য ছিলেন বিরাট কোহলি (virat kohli)। ডিরেক্ট থ্রো-তে একটি রান আউট করেন কিং কোহলি। পাশাপাশি শেষ ওভারে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে তাঁর দুর্দান্ত ক্যাচ ম্যাচ ঘুরিয়েছে ভারতের দিকে।

টি-২০ বিশ্বকাপের আগে এশিয়া কাপ এবং তারপর সাউথ আফ্রিকা সিরিজ, ডেথ অভার ভুগিয়েছে ভারতকে। ১৯ ওভারে ভুবনেশ্বর কুমারের স্পেলে বিপক্ষ ম্যাচ জিতে বেড়িয়ে গিয়েছে। মহম্মদ শামির এদিনের আগুনে বোলিং সেই শূন্যস্থান পূরণ করে দিল। এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

টি-২০ বিশ্বকাপে নামার আগে প্রস্তুতি ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৮৬ রান তোলে ভারত। অর্ধশতরান করেন কেএল রাহুল ও সূর্যকুমার যাদব। সেই রান তাড়া করতে পারেনি অস্ট্রেলিয়া। ডেথ ওভারে ভাল বল করলেন ভারতীয় বোলাররা। দীর্ঘদিন পর ভারতীয় দলের প্রথম একাদশে ফিরে সেই আগুনে স্পেল মহম্মদ শামির। যা কিছুটা হলেও উদ্বেগ কমিয়েছে রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়দের।

2 years ago


Asia Cup: শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরে কার্যত এশিয়া কাপের বাইরে ভারত

হারের পর হার। পাকিস্তানের (Pakistan Cricket Team) পর শ্রীলঙ্কাও (Srilanka Cricket Team) হারালো ভারতকে। এবার এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে হার রোহিতদের (Rohit Sharma)। সুপার ফোরের ম্যাচে ভারতকে ৬ উইকেটে হারিয়ে এশিয়া কাপের (Asia Cup 2022) ফাইনালের টিকিট কার্যত পাকা করে ফেলল লঙ্কাবাহিনী। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় দ্বীপরাষ্টের দলটি। রোহিত শর্মার ৭২ এবং সূর্যকুমারের ৩৪ রানে ভর করে ভারত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭৩ রান তোলে। রান পেলেন না কোহলি (virat kohli)। মিডল অর্ডার ভরসা দিতে ব্যর্থ। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় শ্রীলঙ্কা। উল্লেখ্য, ১৯তম ওভারে বড় রান দিলেন ভুবনেশ্বর কুমার। মিস ফিল্ডিং, গুরুত্বপূর্ণ সময়ে ওয়াইড বল। খুচরো ভুলে ম্যাচ হাতের বাইরে গেল। শেষ ওভারে পঞ্চম বলে রান আউট মিস করলেন পন্থ। এর পরেই ঝড় উঠেছে সোশ্যাল সাইটে। ধোনির প্রসঙ্গ তুলে নেটিজেনরা বলছেন, পন্থের শিক্ষা নেওয়া উচিত পূর্বসূরীর কাছ থেকে। এই হারেই চলতি টুর্নামেন্ট থেকে কার্যত ছিটকেই গেলেন রোহিতরা। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ বাকি থাকলেও এখন অনেক জটিল অঙ্কের হিসেব ভারতের কাছে। বিশ্বকাপের আগে এশিয়া কাপ হলুদ কার্ড দেখিয়ে গেল ম্যানেজমেন্টকে।

হারের পর হার। পাকিস্তানের (Pakistan Cricket Team) পর শ্রীলঙ্কাও (Srilanka Cricket Team) হারালো ভারতকে। এবার এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে হার রোহিতদের (Rohit Sharma)। সুপার ফোরের ম্যাচে ভারতকে ৬ উইকেটে হারিয়ে এশিয়া কাপের (Asia Cup 2022) ফাইনালের টিকিট কার্যত পাকা করে ফেলল লঙ্কাবাহিনী। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় দ্বীপরাষ্টের দলটি। রোহিত শর্মার ৭২ এবং সূর্যকুমারের ৩৪ রানে ভর করে ভারত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭৩ রান তোলে। রান পেলেন না কোহলি (virat kohli)। মিডল অর্ডার ভরসা দিতে ব্যর্থ। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় শ্রীলঙ্কা।

উল্লেখ্য, ১৯তম ওভারে বড় রান দিলেন ভুবনেশ্বর কুমার। মিস ফিল্ডিং, গুরুত্বপূর্ণ সময়ে ওয়াইড বল। খুচরো ভুলে ম্যাচ হাতের বাইরে গেল। শেষ ওভারে পঞ্চম বলে রান আউট মিস করলেন পন্থ। এর পরেই ঝড় উঠেছে সোশ্যাল সাইটে। ধোনির প্রসঙ্গ তুলে নেটিজেনরা বলছেন, পন্থের শিক্ষা নেওয়া উচিত পূর্বসূরীর কাছ থেকে।

এই হারেই চলতি টুর্নামেন্ট থেকে কার্যত ছিটকেই গেলেন রোহিতরা।  আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ বাকি থাকলেও এখন অনেক জটিল অঙ্কের হিসেব ভারতের কাছে। বিশ্বকাপের আগে এশিয়া কাপ হলুদ কার্ড দেখিয়ে গেল ম্যানেজমেন্টকে।

2 years ago