Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Ticket

Kolkata Airport: মোবাইলে ভুয়ো টিকিটের কারসাজি! কাউন্টারে টিকিট দেখাতেই গ্রেফতার যাত্রী

ভুয়ো টিকিটে কলকাতা থেকে আইজল যাওয়ার পথে গ্রেফতার এক যাত্রী। সোমবার সন্ধ্য়ায় কলকাতা থেকে বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর বিমানে আইজল যাচ্ছিলেন লালমাল সাওমা নামে শিলং এর এক যাত্রী। বিমান বন্দরে ঢুকে সে যখন ইন্ডিগো কাউন্টারে টিকিট নিতে যান তখনই ইন্ডিগো কর্তৃপক্ষের বিষয়টি নিয়ে সন্দেহ হয়। টিকিট খতিয়ে দেখার পর সামনে আসে গোটা বিষয়টি। এরপর ইন্ডিগো কর্তৃপক্ষ গোটা ঘটনাটি সিআইএসএফকে খবর দেয়। 

পরবর্তীতে সিআইএসএফ আধিকারিকেরা ওই ভুয়ো টিকিট সহ যাত্রীকে এন এস সিবিআই থানার হাতে তুলে দেন। এরপর পুলিস ওই যাত্রীকে গ্রেফতার করে। পুলিস ওই যাত্রীকে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে, ১৫ দিন আগে একটি রেস্টুরেন্টে কাজের জন্য় কলকাতায় এসেছিল ওই যাত্রী। তারপর তিনি কলকাতা থেকে আইজল ফিরে যাবে বলে ভাবেন। এবং যে টিকিটে তিনি আইজল থেকে কলকাতায় এসেছিলেন সেই একই টিকিটে মোবাইলে তারিখ চেঞ্জ করে আইজল যাওয়ার চেষ্টা করে। 

অভিযুক্ত ওই যাত্রীর বক্তব্য তার কাছে টাকা না থাকার কারণে সে বাধ্য় হয়ে এই কাজ করেছে। যদিও গোটা ঘটনাটি পুলিস খতিয়ে দেখছে। মঙ্গলবার অভিযুক্ত ওই যাত্রীকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয়।

5 months ago
Durgapur: ৭ কোটি টাকার 'দুর্নীতি'! দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ

রাজ্য়ের পরিবহন সংস্থার বিরুদ্ধে উঠল দুর্নীতির অভিযোগ। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অনুমদিত ই-টিকিট বিক্রির ট্রাভেল সংস্থার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ। এই খবর চাউর হতেই নড়েচড়ে বসল সরকারি পরিবহন সংস্থা। টার্মিনিটেড করা হল দুর্গাপুরের সরকারি পরিবহন সংস্থার অনুমোদিত ট্রাভেল এজেন্ট নিউ ইউরেকা ট্রাভেলস ক্লাবকে।  

দুর্গাপুরের সিটি সেন্টারে ওই বেসরকারি ট্রাভেল সংস্থা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ই-টিকিটের প্রিন্সিপাল বিক্রয় এজেন্ট ছিল। অভিযোগ, গত ২০১৮ থেকে ২০২১ এই তিন বছরে ওই সংস্থা সরকারি পরিবহন সংস্থার আই.ডি পাসওয়ার্ড ব্যবহার করে অনৈতিক কিছু কাজ করে। এরপর ২০১৮ থেকে ২০২১ আর্থিক বর্ষে ৭ কোটি ১৯ লক্ষ টাকা এই সংস্থা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কোশাগাড়ে জমা দেয়নি। 

এরপর চলতি বছরের ২৩ নভেম্বর দুর্গাপুরের কোকওভেন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ওই বেসরকারি ট্রাভেল সংস্থার বিরুদ্ধে। তারপরেও কোনও গুরুত্ব দেওয়া হয়নি এই বিষয়ে। এরপর গত ২৬ নভেম্বর সিএন এই খবর সম্প্রচার করে। তারপরেই নড়েচড়ে বসে সরকারি পরিবহন সংস্থা।

চলতি মাসের ৫ তারিখ একটি চিঠি ইস্যু করে জানিয়ে দেওয়া হয় গত ২৭ নভেম্বর ওই সংস্থাকে টার্মিনিটেড করা হয়। এখন প্রশ্ন উঠেছে এতো বড় আর্থিক দুর্নীতির প্রমাণ পেয়েও কেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা একটা সিদ্ধান্ত নিতে এত দেরি করে ফেললো? তাহলে কি কোনও প্রভাবশালীর ভয়েই কি এই কড়া সিদ্ধান্ত নিতে এতো দেরি? নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে। যদিও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত ট্রাভেল সংস্থার কর্তারা। 

5 months ago
Governor: শহর জুড়ে কালোবাজারি, এরই মধ্যে ইডেনের ম্যাচের টিকিট ফেরালেন রাজ্যপাল

তিলোত্তমায় ভরা হেমন্ত তার উপর রবিবার ইডেনে ভারতের বিরুদ্ধে নামবে দক্ষিণ আফ্রিকা। কার্যত উত্তেজনায় ফুটছে ক্রিকেট বিশ্ব। এই হাইভোল্টেজ ম্যাচের টিকিট খৈয়ের মতো উড়ে গিয়েছে, সঙ্গে চলেছে দেদার কালোবাজারিও। কেউ কেউ খুইয়েছেন কয়েক হাজার টাকা। কালোবাজারির বিরুদ্ধে প্রতিবাদে সিএবির ৪টি টিকিট ফেরত দিয়ে দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবন সূত্রে খবর এমনটাই।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) তাকে ইডেন গার্ডেন্সের এই হাইভোল্টেজ ম্যাচের সাম্মানিক টিকিট দিয়েছিল। সেই টিকিটই ফিরিয়ে দেন রাজ্যপাল। বদলে রাজভবনে 'জনতা স্টেডিয়াম' খোলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

6 months ago


Eden: ইডেনে টিকিটের কালোবাজারি, এখনও অবধি গ্রেফতার ২১

কলকাতায় বিশ্বকাপের টিকিট কালোবাজারির অভিযোগে এখনও পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। ময়দান থানায় ডেকে নিয়ে গিয়ে জেরা করা হয়েছে সিএবির কর্তা নরেশ ওঝাকে। ছিলেন আর এক আধিকারিক বিশ্বপতি সেন। কলকাতা পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত নয়টি মামলায় ২১ জন গ্রেফতার হয়েছে।

ম্যাচের আগের দিন প্রচুর পরিমাণে টিকিট উদ্ধার হয়েছে বলেও খবর মিলেছে। ম্যাচের জন্য মোট ৬৪ হাজার টিকিট ছাপানো হয়েছিল। এরমধ্যে ১৮ হাজার টিকিট পেয়েছে বুকিংঅ্যাপ। আর এখান থেকে কালোবাজারি হয়েছে বলে অভিযোগ। গোয়েন্দাদের দাবি, বেশি টাকার বিনিময়ে আইডি এবং কিউআর কোড কেনা হয়েছে। এবং তা কিনেছে মুম্বই-সহ ভিন রাজ্যের ব্ল্যাকাররা।

রবিবার বিশ্বকাপের ম্যাচের আগে ইডেনে কিউআর কোড মিলিয়ে দেখা হবে। পুলিশের দাবি,  তাতেই জাল টিকিট ছাপানো হয়েছে কি না, সেই ব‌্যাপারে তথ‌্য মিলতে পারে। 

6 months ago
CAB: টিকিট কালোবাজারি নিয়ে ময়দান থানায় হাজিরা সিএবি কর্তাদের

শিহরে বিশ্বকাপের বড় ম্যাচ। কিন্তু বঙ্গ ক্রিকেটের কর্তারা রয়েছে ময়দান থানাতেই। শুক্রবারের পর শনিবার টিকিট কালোবাজারির অভিযোগ তাঁদের ডেকে পাঠানো হয়েছে। এর আগে ডেকে পাঠানো হয়েছিল অনলাইন বুকিং অ্যাপের কর্তাদের।

অভিযোগ, ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচের টিকিট সরিয়েছেন বিসিসিআই এবং সিএবির কর্তারা। তার ভিত্তিতে শুক্রবার রাত পর্যন্ত ময়দান এবং এন্টালি এই দুই থানা মিলিয়ে মোট সাতটি এফআইআর জমা পড়ছে। অভিযোগ, কর্তাদের মদতেই কালোবাজারিদের হাতে গিয়েছে টিকিট। এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।

রবিবার ইডেনে বিশ্বকাপের অন্যতম বড় ম্যাচ। সেই ম্যাচের টিকিট নিয়ে গত কয়েকদিন ধরেই জলঘোলা হয়েছে শহরে। আটক করা হয়েছে বেশ কিছু টিকিটও। দামও উঠছে চড়া। ক্রিকেটপ্রেমীদের একাংশ অনলাইনে টিকিট বিক্রি করার সংস্থার বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ এনে এফআইআর দায়ের করেছেন। তারই ভিত্তিতে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা।

6 months ago


CAB: ইডেনে টিকিটের কালোবাজারি, সিএবি কর্তাকে তলব ময়দান থানার

ইডেনে টিকিট নিয়ে হাহাকার। রবিবার কলকাতায় বিশ্বকাপে নামছে ভারত-দক্ষিণ আফ্রিকা। টিকিটের কালোবাজারি নিয়ে ময়দান থানায় সিএবি, বিসিসিআই ও অনলাইন বুকিং অ্যাপ সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন এক ব্যক্তি। তাঁর অভিযোগের ভিত্তিতে এবার সিএবির কর্তাও বুকিং সংস্থার প্রতিনিধিকে তলব কলকাতা পুলিশের।

সিএবি-এর এক উচ্চপদস্থ কর্তা যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। সিএবির পক্ষ থেকে জানা গিয়েছে, তাঁরা শুধু ম্যাচ আয়োজন করছে। কিন্তু টিকিট বণ্টনের দায়িত্ব তাঁদের নয়। আইসিসি ও অনলাইন পোর্টাল গোটা ব্যাপারটি আয়োজন করছে।

বিশ্বকাপে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের দিন বিরাট কোহলির জন্মদিন। ওই ম্যাচে আতসবাজি, লেজার লাইটের আয়োজন করেছে সিএবি। বিরাটের মুখোশও বিলি করা হবে। বিরাটের জন্মদিনে কেকও আয়োজন করেছে সিএবি। এরই মধ্যে কালোবাজারির অভিযোগে ময়দান থানায় মামলা দায়ের নিয়ে অস্বস্তিতে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। 

6 months ago
Ticket Black: ইডেনে ভারতের ম্যাচের টিকিট নিয়ে কালোবাজারি, অভিযোগ সিএবির বিরুদ্ধে

৫ নভেম্বর ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে এটাই ভারতের প্রথম ম্যাচ ইডেনে। তাই টিকিটের চাহিদাও তুঙ্গে। তবে, সম্প্রতি, ওই ম্যাচের টিকিট নিয়ে কালোবাজারির অভিযোগ উঠেছে। তাও আবার সিএবি কর্তাদের বিরুদ্ধে। ইতিমধ্যেই ময়দান থানায় অভিযোগ দায়ের করেছেন এক ক্রীড়াপ্রেমী। তদন্ত শুরু করেছে পুলিশ।

ওই ব্যক্তির অভিযোগ, অনলাইনে যে সংস্থা বিশ্বকাপের ম্যাচগুলির টিকিট বিক্রি করছে তারা অর্ধেক টিকিট সরিয়ে দিয়েছেন। চলছে টিকিটের কালোবাজারি। এর সঙ্গে বাংলার ক্রিকেট সংস্থা এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারাও যুক্ত বলে অভিযোগ তুলেছেন তিনি। অভিযোগের ভিত্তিতে সিএবি ও ওই অনলাইন সংস্থাকে চিঠি পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবারই ময়দান থানায় ডেকে পাঠানো হয়েছে তাঁদের।

উল্লেখ্য, সম্প্রতি, কলকাতায় ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট কালোবাজারি করতে গিয়ে ধরা পড়েছে এক ব্যক্তি। ধৃতের নাম অঙ্কিত আগারওয়াল। তার বিরুদ্ধে অভিযোগ আড়াই হাজার টাকা দামের টিকিট ১১ হাজার টাকায় বিক্রি করার। ২০টি টিকিটও উদ্ধার করা হয়েছে তাঁর থেকে। এর আগে উত্তরপ্রদেশের একনা স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ড ম্যাচের টিকিট কালোবাজারির অভিযোগ উঠেছিল। সেখানেও অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছিল উত্তরপ্রদেশ পুলিশ।

6 months ago
Lalbazar: বিশ্বকাপের টিকিট কালোবাজারি! কলকাতা পুলিশের হাতে গ্রেফতার ১

লখনউয়ের পর এবার কলকাতা। বিশ্বকাপের টিকিট কালোবাজারি করার অভিযোগ। এই অভিযোগে শহর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম অঙ্কিত আগারওয়াল। তার বিরুদ্ধে অভিযোগ আড়াই হাজার টাকা দামের টিকিট ১১ হাজার টাকায় বিক্রি করার। পুলিশ জানিয়েছে, মূলত ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট কালোবাজারি করতে গিয়ে ধরা পড়েছে ওই ব্যক্তি। তার থেকে ২০টি টিকিটও উদ্ধার করা হয়েছে।

উত্তরপ্রদেশের একনা স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ড ম্যাচের আগেও কালোবাজারির অভিযোগ উঠেছিল। সেখানেও অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছিল উত্তরপ্রদেশ পুলিশ। অভিযোগ, কলকাতা বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে ইডেনের আশপাশে বেশ চড়া দামে টিকিটের কালোবাজারি হয়েছে।

এখনও প্রশ্ন হচ্ছে, অনলাইনের টিকিট কী ভাবে বাইরে চলে আসছে। কারণ, নিয়ম অনুযায়ী এই বিশ্বকাপে বেশি ভাগ টিকিটই অনলাইনে বণ্টন করা হচ্ছে। আর এই টিকিট কাটতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির কাছেই ওই টিকিট আসবে। তাহলে কী এখানেও প্রতারকরা জাল ফেলেছে। তদন্ত করছে লালবাজার। 

6 months ago


Rail: পুজোর আগে টিকিটের কালোবাজারি রুখতে আরও কড়া হল রেল

সামনেই পুজো। অনেকেই বেড়াতে যাবেন বলে পরিকল্পনা করে ফেলেছেন। কিন্তু রেলের টিকিট কোথায়? কারণ, অনেক আগে থেকেই তা শেষ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে রেলের অন্দর থেকেই অভিযোগ উঠেছে, এমারজেন্সি কোটার অপব্যবহারের। এই অভিযোগকে বেশ গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে বলে খবর। রেল সূত্রে জানা গিয়েছে, এবার থেকে এমারজেন্সি কোটার টিকিট কনফার্ম করতে হলে সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে যাত্রীর সম্পর্কের তথ্য জানতে হবে।

রেল কর্তাদের দাবি, যে কোনও উৎসবের মরশুমে রেলের টিকিটের চাহিদা তুঙ্গে ওঠে। আর সেই সুযোগকে কাজে লাগায় কালোবাজারিরা। মোটা টাকার বিনিময়ে তারা গ্রাহকদের টিকিট রেলের ভিতর থেকেই কনফার্ম করিয়ে নেয়। এমনকী এই ক্ষেত্রে মন্ত্রী, বিধায়ক, সাংসদদের সই জাল করা হয় বলেও দাবি রেলের একাংশের।

রেলের এক আধিকারিক জানিয়েছেন, কোটার মাধ্যমে যে বেআইনি কাজ হয়, তা বলাই বাহুল্য। আবার অনেক সময় বিভিন্ন মহল থেকে এমন সুপারিশ আসে, যা অস্বীকার করা যায় না। তবে প্রাচীন এই পদ্ধতি এবার বন্ধ করতে চায় রেল। আর সেই কারণেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমারজেন্সি কোটায় টিকিট কনফার্ম করতে হলে দু তরফের সম্পর্কের কথাই সংশ্লিষ্ট দফতরকে জানাতে হবে।

8 months ago
Sachin: অমিতাভের পর শচীনকে বিশ্বকাপের গোল্ডেন টিকিট দিল বিসিসিআই

ঘরের মাঠে বসছে ওয়ানডে বিশ্বকাপের আসর। আর এক মাসও বাকি নেই। ৫ অক্টোবর শুরু হচ্ছে বিশ্বকাপ। দেশের ভিভিআইপিদের গোল্ডেন টিকিট দিচ্ছে বিসিসিআই। অমিতাভ বচ্চনের পর এবার ভিভিআইপি টিকিট পেলেন সচিন তেন্ডুলকর।

মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর বিশ্বকাপের গোল্ডেন টিকিট দেওয়া হয় অমিতাভ বচ্চনকে। বিসিসিআই সচিব জয় শাহ এই টিকিট তুলে দেন। শুক্রবার সচিন তেন্ডুলকরকে সেই টিকিট তুলে দিলেন জয় শাহ।

এক্স প্ল্যাটফর্মে বিসিসিআই জানিয়েছে, ক্রিকেট ও দেশের জন্য অবিশ্বাস্য মুহূর্ত। 'গোল্ডেন টিকিটস ফর ইন্ডিয়ান আইকন' এই কর্মসূচিতে এবার সচিনের হাতে টিকিট তুলে দেওয়া হল। সচিনের ক্রিকেট প্রতিভা ও তাঁর সফর প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে। তিনিও এবার বিশ্বকাপের সঙ্গে জুড়ে গেলেন। বিশ্বকাপে মাঠে উপস্থিত থাকবেন তিনি।

8 months ago


ICC: অক্টোবরে ভারতে শুরু হচ্ছে বিশ্বকাপ, জানুন কবে শুরু হচ্ছে বিশ্বকাপের টিকিট বিক্রি

বিশ্বকাপ ক্রিকেটের দামামা বেজে গিয়েছে। সূচিও ঘোষণা করে দিয়েছে আইসিসি। ভারত তথা আপামর বিশ্বের ক্রিকেটপ্রেমীদের মূল আগ্রহ ছিল একটি জায়গাতেই। কবে থেকে শুরু হবে এই রাজসূয় যজ্ঞের টিকিট বিক্রি? সেই চিন্তার অবসান ঘটাল আইসিসি। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ২০২৩ সালের বিশ্বকাপ ক্রিকেট। তার টিকিট বিক্রি শুরু হবে চলতি মাসেই ২৫ অগাস্ট থেকে।

উল্লেখ্য, ইতিমধ্যেই আইসিসি জানিয়ে দিয়েছে, ৯টি ম্যাচে সূচি বদলেছে। ভারত-পাকিস্তান (India-Pakistan) ম্যাচ হবে ১৪ অক্টোবর। আহমেদাবাদে।

শুধু ২৫ অগাস্টই নয়, টিকিট পাওয়া যাবে অন্যান্য তারিখেও। দেখে নিন কোন কোন তারিখে পাওয়া যাবে টিকিট

২৫ অগাস্ট: ভারতের ম্যাচ বাদে অন্য়ান্য ম্যাচগুলির টিকিট।

৩০ অগাস্ট: গুয়াহাটি ও তিরুঅনন্তপুরমে ভারতের (India war-up match) ওয়ার্ম-আপ ম্যাচের টিকিট

৩১ অগাস্ট: চেন্নাই ( বনাম অস্ট্রেলিয়া, ৮ অক্টোবর), দিল্লি (বনাম আফগানিস্তান, ১১ অক্টোবর) এবং পুনে (বনাম বাংলাদেশ, ১৯ অক্টোবর) 

১ সেপ্টেম্বর: ভারতের বিশ্বকাপ ম্যাচের (India world cup) টিকিট ধর্মশালা (বনাম নিউজিল্যান্ড, ২২ অক্টোবর), লখনউ (বনাম ইংল্যান্ড, ২৯ অক্টোবর) এবং মুম্বই (বনাম শ্রীলঙ্কা, ২ নভেম্বর)

২ সেপ্টেম্বর: ভারতের বিশ্বকাপ ম্যাচের টিকিট কলকাতা (বনাম দক্ষিণ আফ্রিকা, ৫ নভেম্বর) এবং বেঙ্গালুরু (বনাম নেদারল্যান্ডস, ১২ নভেম্বর)

৩ সেপ্টেম্বর: ভারত বনাম পাকিস্তান ম্যাচের টিকিট (আহমেদাবাদ, ১৪ অক্টোবর)

১৫ সেপ্টেম্বর: সেমিফাইনাল এবং ফাইনালের টিকিট।

9 months ago
WC: বিশ্বকাপে ই-টিকিট থাকছে! কি জানাল বিসিসিআই সচিব জয় শাহ

আর তিনমাসও বাকি নেই। আগামী ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। যা নিয়ে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। ইতিমধ্যেই ভারতে আয়োজিত পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ নিয়ে শুরু হয়েছে টিকিটের জন্য হুড়োহুড়ি।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই-র সচিব জয় শাহ জানিয়েছেন, কোনও ই-টিকিটের ব্যবস্থা থাকবে না বিশ্বকাপে। দর্শকদের খেলা দেখার জন্য টিকিটের ফিজিক্যাল কপি হাতে রাখতেই হবে।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে বোর্ড সচিব বলেন, "আমরা ই-টিকিটের ব্যবস্থা করব না৷ তবে ফিজিক্যাল টিকিট রিডেম্পশনের জন্য ৭-৮টি সেন্টারের ব্যবস্থা থাকে। দর্শকদের অবশ্যই ফিজিক্যাল টিকিট সঙ্গে রাখতে হবে।" জয় শাহ আরও জানিয়েছেন, খুব দ্রুতই টিকিট সংক্রান্ত যাবতীয় তথ্য একযোগে শেয়ার করবে আইসিসি এবং বিসিসিআই।

9 months ago
Ticket:কনফর্ম টিকিট বাতিল হয়ে যাওয়ায় বিপাকে ট্রেন যাত্রী

কনফর্ম করা টিকিট (Ticket) হঠাত্ বাতিল (Canceled) হওয়ায় চিন্তার মুখে বহু যাত্রী। স্টেশন ম্যানেজারের কাছে টিকিট নিয়ে ক্ষোভ প্রকাশ যাত্রীদের। এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়া (Bankura) স্টেশনে। ঘটনায় ব্য়পক শোরগোল পড়ে গিয়েছে গোটা স্টেশন চত্বর এলাকায়। 

অনলাইনের মাধ্য়মে কনফর্ম করা টিকিট কারও বাতিল কারও আবার কনফর্ম। টিকিট আরএসি আবার কারও কনফর্ম টিকিট হয়ে গিয়েছে ওয়েটিং লিস্ট। টিকিট নিয়ে এমন বড় বিপাকে পড়লেন বহু যাত্রী। ট্রেনের সময় হয়ে গেলেও ট্রেনে কিভাবে চড়বেন তা নিয়ে বেশ চিন্তায় পড়ে গিয়েছেন যাত্রীরা। যে সব যাত্রীর এই সমস্যায় পড়েছে তারা বেশিরভাগ সকলেই চিকিত্সা করাতে যাচ্ছেন কাটপাটি। তবে এইভাবে টিকিটের সমস্যায় পড়ে স্টেশন ম্যানেজারের কাছে ক্ষোভ প্রকাশ করলেন যাত্রীরা। ২২৬০৫ পুরুলিয়া ভেল্লিপুরম ট্রেন ধরতে বাঁকুড়া স্টেশনে এসে দেখেন টিকিট নিয়ে এই সমস্যা। 

এরপরেই রেলের বিরুদ্ধে উঠছে বিভিন্ন প্রশ্ন। বাঁকুড়া স্টেশন ম্যানেজার সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন। বিষয়টি উচ্চ পর্যায়ে পৌঁছনোর আগে জানানো হয়েছে বলে জানিয়েছেন রেল স্টেশন ম্যানেজার।

9 months ago


Adipurush: ৫০০ কোটির বাজেটের ছবি 'আদিপুরুষ' প্রেক্ষাগৃহে দেখা যাবে মাত্র ১১২ টাকায়!

২০২৩-এর সবচেয়ে বেশি চর্চিত ও বহু প্রতীক্ষিত ছবি ছিল 'আদিপুরুষ'। এই ছবি প্রেক্ষাগৃহে দেখার জন্য মুখিয়ে বসেছিলেন দেশবাসী। এমনকি বিদেশের দর্শকরাও এই ছবির জন্য উৎসাহী ছিলেন। কিন্তু ১৬ জুন এই ছবি মুক্তি পাওয়ার পর দর্শকদের মন একেবারেই ভেঙে যায়। এমনকি প্রভাসও খুশি করতে পারেননি তাঁর দর্শকদের। ফলে এই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়তে শুরু করেছে। ব্যবসার ক্ষেত্রে গ্রাফ নিম্নমুখী। ফলে এবারে শোনা গিয়েছে, যে ছবির টিকিটের দাম ছিল ২০০০ টাকা, সেটি এখন নেমে দাঁড়িয়েছে ১১২ টাকায়। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

রামায়ণের প্রেক্ষাপটে তৈরি ছবি আদিপুরুষ প্রথম থেকেই বিতর্কের সৃষ্টি করেছে। এমনকি মুক্তি পাওয়ার পর বিতর্ক আরও জোরালো হয়ে ওঠে। নিম্নমানের ভিএফএক্স থেকে শুরু করে বিকৃত সংলাপ, হিন্দু ভাবাবেগে আঘাত ইত্যাদির মতো একাধিক অভিযোগ উঠেছে। পরে সংলাপে পরিবর্তন করা হলেও অবশেষে কোনও কিছুই এই ছবির ব্যবসা বৃদ্ধি করতে পারল না। গত বৃশুরু করে বিকৃত সংলাপ, হিন্দু ভাবাবেগে আঘাত ইত্যাদির মতো একাধিক অভিযোগ উঠেছে। পরে সংলাপে পরিবর্তন করা হলেও অবশেষে কোনও কিছুই এই ছবির ব্যবসা বৃদ্ধি করতে পারল না। গত বৃহস্পতিবার ও শুক্রবারেই টিকিটের দাম কমে হয়েছিল ১৫০ টাকা। এবার এই ছবির টিকিটের দাম সোমবারে এসে ঠেকেছে মাত্র ১১২ টাকায়। টি-সিরিজ থেকে একটি পোষ্ট শেয়ার করা হয়েছে যেখানে লেখা রয়েছে, 'বুক মাই শো-তে এবার থেকে আদিপুরুষের টিকিট কাটা যাবে ১১২ টাকায়।'

10 months ago
Salman: তিলোত্তমায় অনুষ্ঠান সলমনের! টিকিটমূল্যে অরিজিৎকে টেক্কা ভাইজানের

অপেক্ষার অবসান! অবশেষে চলতি মাসেই তিলোত্তমায় (Kolkata) আসতে চলেছেন সলমন খান (Salman Khan)। ভাইজানের দর্শন পেতে গত কয়েক মাস থেকেই অধীর আগ্রহে বসে ছিলেন শহরবাসী। এবারে তাঁদের দীর্ঘ প্রতীক্ষা শেষ হতে চলল। ১৩ মে অনুষ্ঠান করতে চলেছেন বলিউডের ভাইজান। প্রাণনাশের হুমকির মাঝেই সলমন শহরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। বলিউডের অন্যতম জনপ্রিয় ডান্স ও মিউজিক্যাল শো দা-বাং (Da-Bangg) কলকাতার ইষ্ট বেঙ্গল ক্লাবে (East Bengal Club) অনুষ্ঠিত হতে চলেছে। তবে এই অনুষ্ঠানে যেতে ও ভাইজানকে দেখতে কাটতে হবে টিকিট। তবে টিকিটের দাম শুনলে আকাশ থেকে পড়বেন। কারণ টিকিটের দাম ৬৯৯ টাকা থেকে শুরু হলেও তা পৌঁছেছে ২-৩ লক্ষ টাকায়।

জানা গিয়েছে, কিছু মাস আগেই ইষ্ট বেঙ্গল ক্লাব শতবর্ষ পালন করেছে। আর এবারে ইষ্ট বেঙ্গল ক্লাব সলমন খানের এই অনুষ্ঠান অনুষ্ঠিত করতে চলেছে। তবে এই অনুষ্ঠানে শুধুমাত্র সলমন খান নয়, তাঁর সঙ্গে আসতে চলেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা, গুরু রান্ধাবা, সোনাক্ষী সিনহা, পূজা হেগড়ে ও মণীশ পল। ১৩ মে-এর আগে ১২ তারিখে তাঁদের স্টেজ প্র্যাকটিসও রয়েছে। দীর্ধ বছর পর ভাইজানের পদধূলি এবারে কলকাতায় পড়তে চলেছে, ফলে তাঁকে নিয়ে উন্মাদনা তুঙ্গে। বলিউডের হার্টথ্রব কলকাতায় আসতে চলেছেন, যার ফলে উত্তেজনা তুঙ্গে। হাতে মাত্র ১ দিন তাই তাড়াতাড়ি কেটে ফেলতে হবে টিকিট। তবে আগে টিকিটের মূল্য দেখে নিন।ভাইজানের শোয়ে টিকিটের দাম বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।

পিডব্লুডি গ্যালারি (জোন ১০)- ৬৯৯ টাকা।

পিডব্লুডি গ্যালারি (জোন ১১)- ১২৫০ টাকা।

ভাইজান জোন- ১৫০০ টাকা।

টাইগার জোম- ২২৫০ টাকা।

কিক জোন- ২৫০০ টাকা।

ভাইজান জোন- ৩০০০ টাকা।

সুলতান-টাইগার জোন- ৪০০০টাকা।

ওয়ান্টেড ডোন- ৪৫০০ টাকা।

রেডি জোন- ১২০০০ টাকা।

দাবাং জোন- ৪০০০০ টাকা।

লাউঞ্চ ২- ২ লক্ষ টাকা।

লাউঞ্চ ১- ৩লক্ষ টাকা।

12 months ago