Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Ticket

Pet: পোষ্য প্রাণীদের সঙ্গে নিয়ে ভ্রমণ! বড় সুখবর এনেছে ভারতীয় রেলকর্তৃপক্ষ

বাড়িতে পোষ্য (Pets) থাকলে, তাদের সবসময় বাইরে ভ্রমণে (Trip) নিয়ে যাওয়া সম্ভব হয় না। অনেকেই তাঁদের পোষ্যদের সঙ্গে নিয়ে বেড়াতে যেতে চান, কিন্তু তা আর সম্ভব হয়ে ওঠে না। সেই সকল পোষ্য অভিভাবকদের জন্য সুখবর এনেছে ভারতীয় রেল (Indian Railways) কর্তৃপক্ষ। পোষ্য কুকুর এবং বিড়ালদের জন্য অনলাইনে টিকিট (Online ticket) বুকিং পরিষেবা চালু করার কথা ভাবছে রেলমন্ত্রক। এই পরিষেবা চালু হয়ে গেলেই রেলযাত্রীরা (Passengers) তাঁদের পোষ্যদের সঙ্গে নিয়ে কোনওরকম সমস্যা ছাড়াই ভ্রমণের উদ্দেশ্যে বেড়াতে পারবেন তা অনুমান করা হচ্ছে।

এখন পোষ্যের অভিভাবকদের জন্য একটি চার সিটের কেবিন অথবা কুপের টিকিট বুক করতে হয়। কারণ, পুরো কেবিন বুক করলে তবেই তাঁরা পোষ্যের সঙ্গে যাত্রা করতে পারবেন। এছাড়াও ভ্রমণযাত্রার আগে পোষ্যকে অবশ্যই টিকাকরণ করাতে হবে। অনলাইনে পোষ্যের টিকিট বুক করার পরে তাঁর ফোটোকপি করিয়ে নিজের সঙ্গে রাখুন। পার্সেল বুকিং কাউন্টারে গিয়ে পোষ্যের টিকিটটি সংগ্রহ করতে হয়। ট্রেন ছাড়ার ঘণ্টাখানেক আগে স্টেশনে পৌঁছে যেতে হয় পোষ্যকে নিয়ে। স্টেশনে গিয়ে আপনাকে পার্সেল অফিসে যেতে হয়। সেখানে যাত্রীকে টিকিট, পোষ্যের টিকাকরণ এবং ফিটনেস সার্টিফিকেট, ভ্রমণের সার্টিফিকেট তৈরি করাতে হয়। এই প্রক্রিয়াগুলি শেষ হলে, বুকিং করা টিকিট হাতে পাওয়া যায়। 


one year ago
Mumbai: বিমানবন্দরের টিকিট বদল করলেন দুই বিদেশি, পৌঁছে গেলেন ভিন্ন গন্তব্য়ে

বিমানবন্দরে একে অপরের টিকিট (Ticket) বদলে ভিন্ন গন্তব্যে পৌঁছে গেলেন দুই বিদেশি। যাঁর যাওয়ার কথা ছিল কাঠমান্ডুতে, তিনি চলে গেলেন লন্ডনে (London)।আবার যিনি লন্ডনে যাবেন তিনি পৌঁছে গেলেন নেপালের (Nepal) রাজধানীতে। রীতিমতো পরিকল্পনা করেই এই ঘটনা ঘটিয়েছেন তাঁরা।

পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্য়ে এক জন শ্রীলঙ্কার বাসিন্দা এবং অন্য জন জার্মানির বাসিন্দা। মুম্বই বিমানবন্দরের কাছে একটি হোটেলে ছিলেন তাঁরা। সেখানেই গন্তব্য অদলবদলের পরিকল্পনা করেন তাঁরা। সোমবার, যাত্রার দিন তাঁরা যথাসময়ে বিমানবন্দরে পৌঁছে যান। সেখানকার শৌচালয়ে গিয়ে দু’জন একে অপরের সঙ্গে বিমানের টিকিট বদলে নেন। তার পর ব্রিটেনের বিমানে উঠে পড়েন শ্রীলঙ্কান নাগরিক এবং কাঠমান্ডুর বিমানে নেপালের উদ্দেশ্য়ে পাড়ি দেন জার্মান যাত্রী। 

বিমানে টিকিট পরীক্ষার করা সময় ধরা পড়ে যান শ্রীলঙ্কার যুবক। বিমানকর্মীরা দেখেন, তাঁর পাসপোর্টে যাত্রার সময়টি সঠিক সময়ের সঙ্গে মিলছে না। সন্দেহের বশে টিকিটের সঙ্গে পাসপোর্টের পরীক্ষা করে দেখা যায় যাত্রা সময়ের কোনও মিল নেই। এমনকি, তাঁর পাসপোর্টটিও ভুয়ো বলে অভিযোগ। ধরা পড়েন জার্মান নাগরিকও। ষড়যন্ত্রের অভিযোগে তাঁদের গ্রেফতার করেছে মুম্বই পুলিস। পুলিসের জেরার শ্রীলঙ্কার যুবক স্বীকার করেছেন, কেরিয়ারের ভাল সুযোগের জন্য লন্ডনে যেতে চেয়েছিলেন। তাই জার্মান যুবকের সঙ্গে এই পরিকল্পনা করেছিলেন। 


one year ago
Ticket: লক্ষাধিক টাকার বিমান টিকিটের জালিয়াতি! ট্রাভেল এজেন্সির মহিলা কর্ণধার ধৃত

বিমানের জাল (Fake) টিকিট (Flight Ticket) প্রতারণার ঘটনায় এক মহিলাকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার (Narendrapur Police) পুলিস৷ অভিযুক্তকে নরেন্দ্রপুর থানা এলাকার জগদীপোতা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিস৷ অভিযুক্তর বিরুদ্ধে আইপিসির ৪২০, ৪০৭, ৪৬৭ ও ৪৭১ ধারায় মামলা রুজু করেছে পুলিস৷ ধৃতকে শুক্রবার বারুইপুর আদালতে পেশ করা হয়৷ জানা গিয়েছে, অভিযুক্তর নাম সোমা চট্টোপাধ্যায়। তিনি বাঁকুড়ার দোলতলা এলাকার বাসিন্দা। দক্ষিণ ২৪ পরগনা জেলায় তিনি গত ৫ বছর ধরে ছেলেকে নিয়ে ভাড়ায় থাকেন। মাই ট্রিপ নামে একটি এজেন্সি খুলে গত ১৫ বছর ধরে তিনি ট্রাভেলের ব্যবসা করছেন। 

পুলিস সূত্রে খবর, বেহালার পাঠকপাড়া অঞ্চলের ট্রাভেল এজেন্সি মেরিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলের কর্ণধার আশিস গোস্বামী। গত ২ বছর ধরে তিনি সোমা চট্টোপাধ্যায়কে চেনেন৷ তাই তাঁকে ২৪ জনের কাশ্মীর ট্রিপের আপ ও ডাউনের টিকিট কাটতে দেন আশিসবাবু৷ এমনকি এই টিকিট কাটার জন্য তাঁকে দেওয়া হয় ২ লক্ষ ৬৪ হাজার টাকা৷ এর মধ্যে ওই মহিলাকে ১ লক্ষ ৩২ হাজার টাকা ক্যাশে এবং বাকি টাকা অ্যাকাউন্টে পেমেন্ট করেন আশিসবাবু৷ গত বছর আগষ্ট মাসেই তিনি এই টাকা দিয়েছিলেন৷ এর আগেও একাধিকবার ওই মহিলাকে টিকিট কাটতে দিয়েছিলেন আশিসবাবু৷ 

বৃহস্পতিবার অর্থাৎ ৮ই এপ্রিল ২৪ জনের একটি দলের কাশ্মীর যাওয়ার কথা এবং তাঁদের ফেরার কথা ছিল ১৬ই এপ্রিল৷ তবে গতকাল বিকাল ৩টা নাগাদ তিনি জানতে পারেন তাঁকে যে টিকিট দেওয়া হয়েছিল সেগুলি নকল। তারপরই তিনি পুলিসে খবর দেন।

one year ago


Eden: আইপিএল-র ম্যাচে টিকিটের কালোবাজারি! ৭০০ টাকার টিকিটের দর ২ হাজার টাকা

বিক্রেতা: দাদা আইপিএলের টিকিট লাগবে?

ক্রেতা: কত?

বিক্রেতা: কোন টিকিট লাগবে?

ক্রেতা: ১০০০ টাকার টিকিট!

বিক্রেতা : ৩৫০০ টাকা।

ক্রেতা: একটু কম হবে না।

বিক্রেতা: না।

তেমন কিছু না, এটা ইডেনে আইপিএল-র টিকিট নিয়ে দরদামের কথোপকথন সিএন ডিজিটালের প্রতিনিধি মণি ভট্টাচার্য ও একজন অসৎ ব্যবসায়ী অর্থাৎ টিকিটের কালোবাজারির সঙ্গে যুক্ত এক ব্যক্তির। কোথাও এই টিকিট বিক্রির চেষ্টা চলছে ৩০০০ টাকায়, কোথাও আবার ৩৫০০ টাকা। এই মরশুমের আইপিএলে ইডেনে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে বৃহস্পতিবার। কলকতার ঘরের মাঠের বিপক্ষে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অর্থাৎ বিরাট কোহলির দল, ৮৩ দিন পর ইডেনে নামছেন কিং কোহলি। এছাড়া ২০১৯-এর পর এই ২০২৩, কলকাতা নাইট রাইডার্স ঘরের মাঠে আইপিএল খেলতে নামছে।  ফলে স্বাভাবিক কোহলির ঝড়ে এবং নাইট রাইডার্সের ভাবেই মেতে রয়েছে কলকাতার ইডেন গার্ডেন্স। এরই মধ্যে ইডেনের টিকিট নিয়ে কালোবাজারির অভিযোগ উঠল একদল অসৎ কারবারীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার ইডেনে খেলার আগে উন্মাদনা রয়েছে চোখে পড়ার মতো। স্বাভাবিক ভাবেই শহরের ক্রিকেটপ্রেমী জনতার মধ্যে বৃহস্পতিবারের ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে। এরই মধ্যে অভিযোগ মাঠের পিছন দিকে ৭০০ টাকার টিকিট বিক্রি হচ্ছে কারও কাছে ২০০০ টাকা। আবার কারও কাছে ১৫০০ টাকা।

বুধবার গোটা দিন এভাবেই চললো আইপিএল টিকিটের কালোবাজারি। বৃহস্পতিবার আইপিএলে ইডেনে ৬৮ হাজার আসন যে টইটম্বুর থাকবে নিশ্চিত। কিন্তু এই কালোবাজারি নিয়ে অভিযোগ তুলছে সাধারণ ক্রিকেট প্রেমীরা। এ বিষয়ে নিয়ে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের কর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁদের ফোনে পাওয়া যায়নি।

one year ago
Crime: ট্রেনের টিকিট বুক করতে গিয়ে ভুয়ো অ্যাপের ফাঁদে ব্যবসায়ী! খোয়ালেন দেড় লক্ষ টাকা

অনলাইনে (Online Ticket Booking) ট্রেনের টিকিট বুক করতে গিয়ে ভুল অ্যাপ ব্যবহার করায় দেড়-লক্ষ টাকা খোয়ালেন মুম্বইয়ের এক ব্যাবসায়ী। সাইবার প্রতারণার (Cyber Crime) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী।

জানা গিয়েছে, ২৪ শে জানুয়ারি ওই ব্যবসায়ী তাঁর পরিবারের সদস্যের জন্য মুম্বই থেকে অমৃতসর যাওয়ার একটি দূরপাল্লার ট্রেনের আসন বুকিং করার জন্য অনলাইনে টিকিট কেটেছিলেন। কিন্তু টিকিট কাটার দু-মাস পরেও ওই অ্যাপে বুকিং করা আসনের কোনও লিস্ট পাননি। সেইকারণে অ্যাপের কাস্টমার কেয়ারে ফোন করেন তিনি, সেখান থেকে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলানোর নাম করে আরও দুটি অ্যাপ ডাউনলোড করতে বলে ওই ব্যবসায়ীকে। এমনকি তাদের কথা অনুযায়ী, এটিএম কার্ডের পিন নম্বর পর্যন্ত দিয়ে দেন ওই ব্যবসায়ী।

অভিযোগ, কিছুসময় পর ওই ব্যবসায়ী মেসেজে জানতে পারলেন তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৪০ হাজার টাকা তোলা হয়। পরে ওই ব্যবসায়ীকে একটি নম্বর থেকে ফোন করে বলা হয়, কোনও ভাবে ভুল করে তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়। ওই ব্যবসায়ীর বুকিং করা আসন ও টাকা ফেরত দেওয়ারর মিথ্যে প্রতিশুতি দেয়। 

ব্যবসায়াীর অভিযোগ,বুকিং করা টিকিট ও উধাও হওয়া টাকা কোনোটাই পাননি তিনি।বরং ধাপে ধাপে প্রায় দেড়-লক্ষ টাকা গায়েব হয় তাঁর। সাইবার প্রতারণার ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

one year ago


Train: বিহারে টিকিট পরীক্ষার সময় হঠাৎ রেল বগিতে পাথরবৃষ্টি, আহত অন্তত ১১

ফের খবরের শিরোনামে বিহার (Bihar)। কখনও ট্রেনের কামরা চুরি তো আবার কখনও ট্রেন থেকে তেল চুরি। এবার ট্রেনের একটি বগিকে (Train Compartment) লক্ষ্য করে ছোড়া হয় পাথর (Stone Pelting)। আর তাতে ৬ সাধারণ যাত্রী সহ আহত হয়েছেন মোট ১১ জন। টিকিট পরীক্ষক সহ রেলের পাঁচ কর্মী আহত। ঘটনাটি শুক্রবার রাতে বিহারের মাধেপুর জেলার সমস্তিপুর ডিভিশনের। রেল সূত্রে খবর, এই ঘটনায় ট্রেনের একটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্রের খবর, ০৫২৯৯ নং প্যাসেঞ্জার ট্রেনটি সহর্ষ থেকে বিহারিগঞ্জে যাচ্ছিল। বুধমা স্টেশনে থামতেই ঘটে বিপত্তি। ইঞ্জিন লাগোয়া বগিকে লক্ষ্য করে একদল উত্তেজিত জনতা পাথর ছুড়তে শুরু করেন। তখন ওই বগিতে চলছিল টিকিট চেকিং। ঘটনায় টিকিট চেকার-সহ সাধারণ যাত্রীরা আহত হন। কারও মাথায়, কারও হাতে বা পায়ে পাথর লাগে।

রেলের এক কর্মী জানান, কেন এমন ঘটনা ঘটল তা বুঝতেই পারছেন না। সেসময় তাঁরাও ট্রেনের মধ্যে ছিলেন। সকলে নিজেকে বাঁচাতে ট্রেনের আসনের নীচে আশ্রয় নিয়েছিলেন। তাঁর অনুমান, টিকিট পরীক্ষা করা হচ্ছিল বলেই ওই বগিকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে। প্রায় ১০ মিনিট ধরে চলে এই হামলা। 

রেল পুলিস জানিয়েছে, ঘটনার সঙ্গে যাঁরা জড়িত তাঁদের খুঁজে বের করা হবে। তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থাও নেওয়া হবে।

one year ago
FIFA: কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচের টিকিটের দাম জানেন, চোখ কপালে উঠবেই

কমবেশি ২৪ ঘণ্টা কাটলেই কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) উদ্বোধন। কিন্তু প্রথম থেকেই আয়োজক এই দেশের একের পর এক সিদ্ধান্তে তাজ্জব বনে যাচ্ছে ফুটবল বিশ্ব। সামাজিক এবং নাগরিক ব্যবস্থায় একের পর এক বিধিনিষেধ চাপানোর পর এবার ফুটবল বিশ্বকাপের (Football World Cup) ফাইনালের জন্য বড়সড় ঘোষণা। আগের সব রেকর্ডকে ছাপিয়ে কাতার বিশ্বকাপের টিকিটের দাম ধার্য হয়েছে ৬৫ হাজার টাকার বেশি। রাশিয়া বিশ্বকাপের থেকে প্রায় ৪০% বেশি এই বিশ্বকাপের ফাইনাল ম্যাচের টিকিটের দাম।

রাশিয়া বিশ্বকাপে টিকিটের গড় দাম ছিল প্রায় ২১ হাজার টাকা। এবার তা বেড়েছে প্রায় ২৮ হাজার টাকা। যা দেখে চোখ কপালে এখন ফুটবল প্রেমীদের। বিশ্বকাপের ফাইনাল দেখতে গেলে এখন তাই 'কিডনি বেচার' জোগার।

বিশ্বকাপ আয়োজক কমিটিক এক কর্তা জানান, কাতার বিশ্বকাপই এখনও পর্যন্ত সব থেকে ব্যয়বহুল বিশ্বকাপ। বিশ্বকাপের জন্য ছ’টি নতুন স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। সংস্কার করা হয়েছে আরও দু’টি স্টেডিয়াম। আটটি স্টেডিয়ামের জন্যই শুধু খরচ করা হয়েছে ৩ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় সাড়ে ২৪ হাজার কোটি টাকা)।

এ প্রসঙ্গে ২০০৬ জার্মানি বিশ্বকাপের টিকিটের দাম নিয়েও প্রশ্ন উঠেছিল। গত ২০ বছরের বিশ্বকাপগুলির মধ্যে জার্মানি বিশ্বকাপের টিকিটের গড় দাম সর্বোচ্চ। তবে কাতার ছাপিয়ে গিয়েছে জার্মানিকেও। উল্লেখ্য, ২০০৬ বিশ্বকাপের টিকিটের গড় দাম ছিল ১০০ পাউন্ড বা প্রায় ৯৭০০ টাকা।

2 years ago
Ticket: মাত্র ৭৫ টাকায় মাল্টিপ্লেক্সে সিনেমা দেখার সুযোগ, জানুন কবে

জাতীয় চলচ্চিত্র(National cultural day) দিবস উপলক্ষে ঘোষণা করা হয়েছিল, মাত্র ৭৫ টাকায় টিকিট বিক্রি করবে দেশের বহু সিনেমা হল।জলের দামে মিলবে টিকিট এই দিনে।১৬ই সেপ্টেম্বর পালিত হবে ভারতীয় জাতীয় চলচ্চিত্র দিবস।

মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া ওই দিনেই সস্তায় টিকিট অর্থাৎ মাত্র ৭৫ টাকায় দর্শকদের আমন্ত্রন জানাচ্ছেন।এই ওটিটির যুগে যারা হলে এসে সিনেমা দেখতে পছন্দ করেন, কোভিড পরবর্তী সময়ে যদি তারা হলে এসে সিনেমা দেখেন তাই এই ব্যবস্থা।

সেই ক্ষেত্রে দর্শকদের কাছে হল কর্তাদের অনুরোধ এই দিনটিকে সাফল্ করলে তারা উৎসাহিত হবেন।

2 years ago