Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Thakurpukur

Accident: ঠাকুরপুকুরে বহুতল থেকে পড়ে মৃত্যু কিশোরীর

শহরের বুকে অ্যাপার্টমেন্ট থেকে পড়ে মৃত্যু হল এক ছাত্রীর। পুলিস সূত্রে খবর, ঠাকুরপুকুর জোকার ডায়মন্ড হারবার রোডের পাশে অন্তরা অ্যাপার্টমেন্ট। এই অন্তরা অ্যাপার্টমেন্টের ১০ তলা থেকেই শনিবার সকালে পড়ে মৃত্যু ১৮ বছরের ওই কিশোরীর।

জানা গিয়েছে, ওই কিশোরী একাদশ শ্রেণীতে পাঠরত ছিলেন। প্রাথমিক তদন্তে অনুমান সম্ভবত আত্মহত্যা করেছে ওই ছাত্রী। বাড়ি থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। পারিবারিক তরফে কোনও অভিযোগ দায়ের হয়নি। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে ঠাকুরপুকুর থানার পুলিস।

3 months ago
Mahestala: বর্ষবরণের রাতে পিটিয় খুন ঠাকুরপুকুর মহেশতলায়, তদন্তে আশুতি থানার পুলিস

ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের আশুতিতে বর্ষবরণের রাতে পিকনিক করে বাড়ি ফেরার পথে পিটিয়ে খুনের অভিযোগ। ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের আশুতি ১ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত রথ তলায় বর্ষবরণের রাতে পিকনিক করে বাড়ি ফিরছিলেন প্রবীর মণ্ডল। মধ্যরাত দেড়টা নাগাদ বাড়ি ফেরার পথে অভিযুক্ত শুভেন্দু নস্কর প্রবীর মণ্ডলের পথ আটকায়। এরপর হঠাৎই তাকে বেধড়ক মারধর করে ।কাঠ দিয়ে তার ঘাড়ে এবং মুখে আঘাত করে। চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসে ঠিক তখনই অভিযুক্ত ঘটনাস্থল থেকে চম্পট দেয়। ঘটনাস্থল থেকে প্রবীর মণ্ডলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

তবে মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ অভিযুক্ত শুভেন্দু নস্কর এর আগেও ওই এলাকায় বিভিন্ন দুষ্কর্মের সঙ্গে সঙ্গে জড়িত ছিল । থানার তার নামে অভিযোগও জানানো হয় একাধিকবার।তবে প্রতিবারই কোনও অজানা কারণে ছাড়া পেয়ে যায় সে। তাই এবার আর যেন সে ছাড়া পেয়ে না য়ায়,  অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি করেছেন মৃতের পরিবার।

কী কারণে এই ঘটনা? এই খুনের ঘটনায় কী কোনও পুরানো শত্রুতা ছিল?  নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ? গোটা ঘটনার তদন্তে নেমেছ কালিতলা আশুতি থানার পুলিস। কালিতলা আশুতি থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে সবকিছু খতিয়ে দেখে।অভিযুক্ত শুভেন্দু নস্কর শেষ পাওয়া খবর অনুযায়ি এখনও পলাতক। অভিযুক্তের উদ্দেশ্যে খোঁজ শুরু করেছে পুলিস।

4 months ago
Accident: ঠাকুরপুকুর খাল পোলে পথ দুর্ঘটনায় মৃত এক বৃদ্ধ, রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের

রাস্তা যেন মরণ ফাঁদ। কলকাতা পুরসভার ১৪৪ নম্বর ওয়ার্ড-এর ঠাকুর পুকুর খাল পোলের রাস্তায় পথ দুর্ঘটনা যেন নিত্যনৈমিত্তিক ঘটনা। প্রশাসনের নজর নেই। স্থানীয় মানুষের ক্ষোভ জমতে জমতে বিক্ষোভে পরিণত হয় যখন শুক্রবার ভোর রাতে এক বৃদ্ধ দুর্ঘটনার কবলে পড়েন। নাড়ু গোপাল পাল নামের ৫০ বছরের ওই বৃদ্ধকে ধাক্কা মারে একটি লরি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই মর্মান্তিক পথ দুর্ঘটনার পর পথে নেমে রাস্তা অবরোধ করেন স্থানীয় মানুষ। তাঁরা অভিযোগ করেন, দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় ওই বৃদ্ধ রাস্তায় পরে থাকলেও তার উপর দিয়েই বেশ কিছু গাড়ি ইচ্ছাকৃত চালানো হয়।

রাস্তার দুধারে বস্তি এলাকা। সেখানকার ছোট ছোট শিশুরা প্রতিদিন এই রাস্তা পারাপার করে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনকে বারবার জানানোর পরও এখনও কোনও বাম্পার তৈরি করা হয়নি। গাড়ি চালকদের গাড়ি আস্তে চালাতে বললে কেউ শোনে না, যান চলাচল নিয়ন্ত্রণের জন্য কোনও ব্যবস্থাও করেনি প্রশাসন। তাই মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটতেই থাকে।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, ভোটের সময় দেখা মেলে স্থানীয় কাউন্সিলরের। প্রতিশ্রতির বন্যা বয়ে যায়। আর ভোট মিটলেই সব ভোঁভা। স্থানীয় ঠাকুরপুকুর থানাকেও বিষয়টি জানানো হয়েছে, কিন্তু কর্ণপাত করেনি তারাও। আতঙ্কিত এলাকার মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তাই এবার রাস্তায় নেমে প্রতিবাদ করছেন তার। তাদের সাফ কথা দুদিনের মধ্যে যদি বাম্পার তৈরি না হয় তাহলে আবারও রাস্তা অবরোধ করতে বাধ্য হবেন তারা।

উন্নয়নের নামে ভুরিভুরি টাকা খরচের কথা বলে সরকার। দান খয়রাতিতেও কোটি কোটি টাকা খরচ করতে দ্বিধা করেন না মানবিক মুখ্যমন্ত্রী। উন্নয়নের জোয়ারের মাঝে একটা এলাকার মানুষদের জীবন সুনিশ্চিত করতে দুর্ঘটনার কবল থেকে বাঁচাতে কয়েকটা বাম্পার তৈরি করে দিতে পারছে না প্রশাসন? নাকি বস্তি এলাকায় বাস করে বলে এই মানুষগুলোর জীবনের কোনও জীবনের দামই নেই মানবিক সরকারের কাছে? নাড়ু গোপাল পালের মত আর কতগুলো প্রাণ গেলে তবে ঘুম ভাঙবে প্রশাসনের? উত্তরের অপেক্ষায় ১৪৪ নম্বর ওয়ার্ড এর ঠাকুর পুকুর খাল পোলের বাসিন্দারা।

5 months ago


Thakurpukur: বেহালার ঠাকুরপুকুর বাস দুর্ঘটনায় মৃত্যু হল এক প্রাক্তন পুলিসকর্মীর

সোমবার সকালে বেহালার ঠাকুরপুকুরে ভয়ঙ্কর বাস দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিসকর্মীর। মঙ্গলবার এই দুঃসংবাদ জানা যায়। ঘটনায় প্রায় ১৯ জন আহত হয়েছিলেন। বর্তমানে তাঁদের মধ্য়ে বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। সূত্রের খবর, মৃত প্রাক্তন পুলিসকর্মীর নাম নির্মল কুমার দাস (৬৯)। বাড়ি রিজেন্ট পার্ক থানা এলাকায়। 

গতকাল অর্থাৎ সোমবার ঠাকুরপুকুর ত্রিএ বাসস্ট্যান্ডে প্রাক্তন পুলিসকর্মী নির্মল কুমার দাস নিজের স্ত্রীর সঙ্গে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন বুরুল যাবে বলে। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লাক্সারি বাস ধাক্কা মারে ২৩৫ নং রুটের একটি বাসে। গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। এরপর গ্রিন পুলিস ওই প্রাক্তন পুলিসকর্মীকে উদ্ধার করে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। 

হাসপাতাল সূত্রে খবর, গতকাল অর্থাৎ সোমবার দুপুর তিনটে চল্লিশ নাগাদ মৃত্যু হয়েছে প্রাক্তন পুলিস কর্মী নির্মল কুমার দাস এর। বাস দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে ট্রমা কেয়ার সেন্টার ভর্তি ছিলেন তিনি।

6 months ago
Accident: সাতসকালে ঠাকুরপুকুরে ভয়াবহ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কা, আহত বহু

নিয়ন্ত্রণ হারিয়ে একটি লাক্সারি বাস ধাক্কা মারে ২৩৫ নং রুটের একটি বাসে। ধাক্কার জেরে বাসটি ডিভাইডারে উঠে যায়। সোমবার সকাল ৯.১০ নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বেহালার ঠাকুরপুকুর ৩এ বাস স্ট্যান্ডের নিকট। ঘটনায় প্রায় ২১ জন আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দা ও পুলিসের তৎপরতায় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

জানা গিয়েছে, ২৩৫ নং বাসটি একটি প্রাইভেট গাড়ির উপর উঠে যায়। বাস দুটি ও চার চাকা গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। এছাড়াও সাতসকালের এই দুর্ঘটনায় রাস্তার ধারে ফল নিয়ে বসা এক ব্যবসায়ীও গুরুতর আহত হয়েছেন। ব্যবসায়ীর অবস্থা আশঙ্কাজনক বলেই হাসপাতাল সূত্রে খবর।

উল্লেখ্য, কয়েক মাস আগেই বেহালার চৌরাস্তায় ঘটেছিল ভয়াবহ দুর্ঘটনা। এরপর আবার ঠাকুরপুকুরে। স্থানীয়দের দাবি, ট্রাফিক পুলিসদের আরও কড়া হতে হবে। প্রশাসনকে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন।

6 months ago


Thakurpukur: স্কুটি থেকে নামিয়ে যুবককে ধারালো অস্ত্রের কোপ! ঠাকুরপুকুরে গ্রেফতার অভিযুক্ত

চতুর্থীর দিন সকালে ঠাকুরপুকুরে এক যুবককে খুনের অভিযোগ। সকাল সাড়ে আটটার সময় নিজের বোনকে টিউশনি দিয়ে ফিরছিলেন নিহত যুবক অনিমেষ সিং (২৬)। সেই সময় আচমকা রাস্তার মধ্যেই এক ব্যক্তি অনিমেষকে স্কুটি থেকে নামিয়ে ধারালো অস্ত্রের কোপ মারে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন অনিমেষ। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে কী কারণে খুন করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে ঠাকুরপুকুর থানার পুলিস। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

পুলিস সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তির নাম সুবল সর্দার। ঠাকুরপুকুর থানা এলাকার ভট্টাচার্য পাড়ায় বাড়ি অভিযুক্তের। ঠাকুরপুকুর শীলপাড়া এলআইসি মোড়ের কাছে সকাল সাড়ে আটটা নাগাদ সুবল অনিমেষকে স্কুটি থেকে নামিয়ে কোপানো শুরু করে বলে অভিযোগ। তারপর ঘটনাস্থল থেকে চম্পট দেন অভিযুক্ত। তড়িঘড়ি স্থানীয়রা অনিমেষকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয়নি।

কী কারণে এই খুন, তা এখনও জানা যায়নি। পুলিস জিজ্ঞাসাবাদ শুরু করেছে। সাতসকালে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

7 months ago
Thakurpukur: আবারও পথ দুর্ঘটনার শিকার দুই স্কুল পড়ুয়া

আবারো পথ দুর্ঘটনার (Road Accident) শিকার হল একটি স্কুলের পুল কার (Pool Car)। ঘটনার জেরে গাড়িতে থাকা দুই স্কুল পড়ুয়া আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুর (Thakurpukur) দাসপাড়া জেমস লং-এর কাছে। সূত্রের খবর, একটি স্কুলের পুল কার চারজন স্কুল পড়ুয়াকে নিয়ে যাচ্ছিল জোকা থেকে তারাতলার দিকে। ঠিক ঠাকুরপুকুর দাসপাড়া জেমস লং-এর কাছে গাড়ির চাকা রাস্তায় থাকা ডিভাইডারে ধাক্কা মারে। এই ধাক্কা খেয়েই পুল কারটি উল্টে যায়। গাড়ির কাজ ভেঙে যায় এবং গাড়িতে থাকা চারজন পড়ুয়ার মধ্যে দুজনের আঘাত লাগে।

সম্প্রতি, বেহালাতে ঘটেছিল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। বাবার হাত ধরে স্কুলে বেরিয়েছিলেন ক্ষুদে শিশুটি। হঠাৎ মাটি বোঝাই একটি লরি প্রচণ্ড গতিতে এসে ধাক্কা মারে বড়িশা হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির ওই পড়ুয়া এবং তার বাবাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল শিশুটির। 

9 months ago
Death:ডিউটি সেরে বাড়ির পথে লরির ধাক্কা, পুলিস কনস্টেবল মৃত ঠাকুরপুকুরে

ফের সাত সকালে পথদুর্ঘটনায় (Road Accident) মৃত্যু (Death)। এবার পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক পুলিস কনস্টেবল (Police constable)। মৃত পুলিসকর্মীর নাম শিশির মণ্ডল। তিনি ঠাকুরপুকুর থানায় কর্মরত ছিলেন। বালির লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁর বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, শনিবার সকালবেলা কনস্টেবল শিশির মণ্ডল বেহালা চৌরাস্তা থেকে ডিউটি করে ঠাকুরপুকুর থানায় ফিরছিললেন। সে সময় ঠাকুরপুকুর থানার সামনে আচমকা একটি বালির লরি তাঁকে পিছন থেকে ধাক্কা মারে। তখন শিশির বাইকে ছিলেন। এর ফলে বাইক থেকে ছিটকে পড়েন তিনি। তখন বালির লরির চাকা কনস্টেবলের গায়ে উঠে যায়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন। তড়িঘড়ি বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘাতক লরিকে আটক করেছে ঠাকুরপুকুর থানার পুলিস। যদিও চালক ও খালাসি পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চলছে।

উল্লেখ্য, একের পর এক শহরের বুকে দুর্ঘটনা ঘটে চলেছে। প্রত্যকদিনই কোথাও না কোথাও পথদুর্ঘটনা, মৃত্যু, এসব খবরে আতঙ্ক ছড়িয়েছে শহরবাসীর মধ্যে। এর বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানান নিত্যযাত্রীরা।

one year ago


Accident: সাতসকালে মহানগরীতে রেষারেষির বলি, মৃত ইএসআই হাসপাতালের কর্মী

সাতসকালে মহানগরীতে রেষারেষির বলি। ঠাকুরপুকুর (Thakurpukur) ৩-এ বাস স্ট্যান্ড (3A Bus Stand)-এর সামনে দুটি বেসরকারি বাসের রেষারেষির জেরে মৃত্যু (Death) হয়েছে জোকা ইএসআই হাসপাতালের মহিলা কর্মীর। জানা গিয়েছে, ওই মহিলার মাথার ওপর দিয়ে চলে গিয়েছে বাসের চাকা।

সূত্র মারফত খবর, নাইট ডিউটি করে ইএসআই হাসপাতাল থেকে ছেলের স্কুটিতে করে বাড়ি ফিরছিলেন বছর ৩৯-এর রুপা মণ্ডল। সেই সময় পৈলানের দিক থেকে দুটি বেসরকারি বাস রেষারেষি করতে করতে এগিয়ে আসছিল। স্থানীয় সূত্রে দাবি, নিয়ন্ত্রণ হারিয়ে এসডি-সিক্সটিন বাস থ্রি-এ বাসস্ট্যান্ড মোড়ে রুপা মণ্ডলের স্কুটিতে ধাক্কা মারে।

ধাক্কার ফলে রুপা মণ্ডল রাস্তায় ছিটকে পড়েন। হেলমেট থাকা সত্ত্বেও এসডি-সিক্সটিন বাসের চাকার তলায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। দেহটি ময়নাতদন্তের জন্য বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হয়েছে। বাস এবং বাস চালক দুজনকেই আটক করেছে ঠাকুরপুকুর থানার পুলিস। এই প্রথম নয়, এর আগেও ওই রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। উল্লেখ্য, সোমবার থেকে শুরু হয়েছে সেফ ড্রাইভ, সেভ লাইভ কর্মসূচি (Safe Drive, Save Life)। আর এই কর্মসূচি শুরুর দিনই ঘটে গেল মর্মান্তিক ঘটনা।

one year ago
Thakurpukur: মদ্যপানের আসরে ভাইয়ে ভাইয়ে হাতাহাতি, রক্তপাত! নেপথ্যে সম্পত্তি বিবাদ

তিন ভাই একসঙ্গেই বসে মদ্যপান করছিলেন। এমন সময় হঠাত্ই রক্তারক্তি কাণ্ড। খুনের (murder) চেষ্টার অভিযোগ উঠল এক ভাইয়ের (brother) বিরুদ্ধে অপর ভাইয়ের। মর্মান্তিক ঘটনাটি ঠাকুরপুকুর (Thakurpukur) মহেশতলা ব্লকের আশুতি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কলাগাছিয়া স্কুলমোড়ের।

পরিবার সূত্রে জানা গিয়েছে, আহত ভাইয়ের নাম অমর ধারা। অভিযুক্ত ভাই অসীম ধারা। মঙ্গলবার রাতে তিন ভাই একসঙ্গেই মদ্যপান করছিলেন। ঠিক সেই সময় মদের আসরে মদ্যপান করতে করতেই সম্পত্তি নিয়ে বিবাদের জেরে শুরু হয় বচসা। যা ধীরে ধীরে পৌঁছয় হাতাহাতিতে। অভিযোগ, পরিবারের লোকজন ছাড়াতে এলে তাঁদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। এরপর সামনে পড়ে থাকা কাঠের বাটাম দিয়ে মেজ ভাই অমর ধারাকে মাথায় আঘাত করে অভিযুক্ত। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে অমর বাবু।

তড়িঘড়ি খবর দেওয়া হয় কালীতলা আশুতি থানায়। ঘটনাস্থলে পুলিস পৌঁছে আহতকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে (hospital) নিয়ে যায়। কিন্তু তাঁর অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা এসএসকেএম (SSKM) হাসপাতালে স্থানান্তরিত করে। আহত অমর ধারা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে চিকিৎসাধীন রয়েছে। পাশাপশি অভিযুক্ত অসীম ধারাকে আটক করেছে কালীতলা আশুতি থানার পুলিস (police) ঘটনার তদন্তে পুলিস। 

2 years ago


Death: ফের খাস কলকাতায় শিশু মৃত্যু ঘিরে বিক্ষোভ, কাঠগড়ায় নার্সিং হোম কর্তৃপক্ষ

সদ্যোজাত শিশু মৃত্যুকে (child death) ঘিরে তোলপাড় শহর কলকাতা (Kolkata)। খাস কলকাতার ঠাকুরপুকুর (Thakurpukur) থানা এলাকার একটি বেসরকারি নার্সিং হোমে (nursing home) শনিবার বেলা গড়াতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। শোকের ছায়া পরিবারে।

ঠাকুরপুকুর থানার অন্তর্গত একটি বেসরকারি নার্সিং হোমে উত্তেজনা ও বিক্ষোভের অভিযোগ রোগীর পরিবারের লোকজনেদের বিরুদ্ধে। জানা গিয়েছে, বিজয় দশমীর দিন ঠাকুরপুকুর থানার দাস পাড়ার বাসিন্দা সুপর্ণা দত্ত গর্ভ যন্ত্রনা নিয়ে রাত ৮ টা নাগাদ ভর্তি হন। এরপর রাত ৯ টা নাগাদ সিজার হয় তাঁর এবং একটি পুত্র সন্তানের জন্ম দেন। কিন্তু অভিযোগ, ৬ তারিখ বিকালেই শিশুটি মারা যায়। এরপরই ওই নার্সিং হোমের গাফিলতির অভিযোগ তোলে মৃত শিশুর পরিবারের লোকজন। পাশাপাশি বিক্ষোভে সামিল হয়।

উত্তেজনা ছড়িয়ে পড়তেই মোতায়েন করা হয় ঠাকুরপুকুর থানার পুলিস। এই বিষয়ে কোনও সদুত্তর দেয়নি নার্সিং হোম কর্তৃপক্ষ। এরপরই মৃত শিশুর পরিবারের লোকজন স্বাস্থ্য দফতর ও ঠাকুর পুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তবে আদতে কী ঘটেছিল বলতে চায়নি নার্সিং হোম কর্তৃপক্ষ। 

2 years ago