Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Terrorist

Abhishek Banerje: মুম্বই হামলার ষড়যন্ত্রকারীর টার্গেটে অভিষেক! বাড়ি ও অফিসের সামনে রেইকি জঙ্গির

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ছক জঙ্গিদের। সোমবার সাংবাদিক সম্মেলন করে কলকাতা পুলিসের অ্যাডিশনাল কমিশনার মুরলীধর শর্মা জানান, অভিষেকের বাড়িতে হামলার ছক কষছে। এমনকি জঙ্গিরা নাকি এরই মাঝে অভিষেকের বাড়িতে রেইকি করেও গিয়েছে। অর্থাৎ বাড়ির চারপাশে নিঃশব্দে তারা ঘুরে বেড়িয়েছে। আর এই পরিকল্পনায় নাম উঠে আসছে রাজারাম রেগির। মুম্বই হামলার ষড়যন্ত্রকারীদের মধ্যে একজন এই রাজারাম রেগি। সোমবার তাঁকে মুম্বই থেকে গ্রেফতার করে কলকাতা পুলিস।

তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের আপ্তসহায়কের সঙ্গে যোগাযোগ করেছিল রাজারাম রেগি। তারপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে ঘুরে যায় সে। ২৬/১১-র মুম্বই হামলার তদন্তে এই জঙ্গির নাম প্রকাশ্যে এসেছিল।

কলকাতা পুলিসের অতিরিক্ত সুপার মুরলীধর শর্মা জানিয়েছেন, আজ, সোমবার মুম্বইয়ে তাঁকে গ্রেফতার করা হয়েছে। রাজারাম রেগি কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভিডিওগ্রাফি করেছিলেন, কেন অভিষেকের এবং তাঁর আপ্তসহায়কের ফোন নম্বর নিয়েছিলেন সেটা তদন্ত করে দেখা হচ্ছে। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামক স্ট্রিটের অফিসেও তিনি গিয়েছিলেন। হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন টার্গেট করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

কলকাতা পুলিসের তরফে আরও জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেও রাজারাম রেইকি করেছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। সেইসঙ্গে এই ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে।

5 days ago
Goldy Brar: সিধু মুসাওয়ালা খুন, সলমান খানকে খুনের হুমকি! অভিযুক্ত গোল্ডি ব্রারকে 'জঙ্গি' তকমা কেন্দ্রের

পঞ্জাবের জনপ্রিয় গায়ক সিধু মুসাওয়ালা খুনের অন্যতম অভিযুক্ত গোল্ডি ব্রার (Goldy Brar)। আবার বলিউড অভিনেতা সলমান খানকে হুমকি দেওয়ার পিছনের মূলচক্রী এই গোল্ডি ব্রার। এবারে এই গ্য়াংস্টারকে 'জঙ্গি' তকমা দিল কেন্দ্রীয় সরকার। নতুন বছরের শুরুতেই, সোমবার এই বিষয়ে নোটিস জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে গ্যাংস্টার গোল্ডি ব্রারকে সন্ত্রাসবাদী ঘোষণা করল কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোল্ডি ব্রার নিষিদ্ধ খালিস্তানি সংগঠন বাব্বর খালসা ইন্টারন্যাশনালের সঙ্গে যুক্ত।

জানা গিয়েছে, ভার‍তবিরোধী কাজের সঙ্গে একাধিকবার জড়িয়েছে বব্বর খালসার নাম। আর এই সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগেই গ্যাংস্টারকে সন্ত্রাসবাদী তকমা দিয়েছে ভারত। উল্লেখ্য, ২০২২ সালে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার হত্যার পরেই আলোচনায় উঠে এসেছিল গোল্ডি ব্রারের নাম। কানাডানিবাসী গ্যাংস্টারের মদতেই মুসেওয়ালাকে খুনের অভিযোগ ওঠে। তার পরে নিজেই এই খুনের দায় স্বীকার করে গোল্ডি ব্রার। এর পর সলমান খানকে হুমকি দেওয়ারও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এবারে তাকেই জঙ্গি তকমা দিল কেন্দ্র।

স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতিতে আরও বলা হয়েছে, বিদেশি একটি সংস্থার মদতে খুন, হুমকি ফোন, অস্ত্র পাচারের মতো একাধিক অপরাধ করেছে গোল্ডি ব্রার। এছাড়া পঞ্জাবে অশান্তি ছড়ানো, নাশকতা-সহ দেশ-বিরোধী কার্যকলাপে গোল্ডি ব্রারের নাম রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। তবে খলিস্তানি নেতার বিরুদ্ধে ইন্টারপোলের নোটিস, জামিন অযোগ্য ওয়ারেন্ট সমস্ত কিছু জারি করা হলেও এখনও পাকড়াও করা যায়নি গোল্ডি ব্রারকে।

4 months ago
Jammu & Kashmir: উত্তপ্ত ভূস্বর্গ! আজান দেওয়ার সময় জঙ্গিদের গুলিতে মৃত্যু অবসরপ্রাপ্ত পুলিস আধিকারিকের

জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন এক অবসরপ্রাপ্ত পুলিস আধিকারিক। স্থানীয় মসজিদে আজান দেওয়ার সময়ই তাঁর উপরে হামলা চালানো হয় বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। বছর শেষে উৎসবের মরশুমে একের পর এক জঙ্গি হামলায় চাঞ্চল্য ছড়িয়েছে ভূস্বর্গে।

সূত্র মারফত জানা গিয়েছে, নিহত অবসরপ্রপ্ত পুলিস অফিসারের নাম মহম্মদ শাফি। তিনি পুলিসের অবসরপ্রাপ্ত সিনিয়র সুপারিটেন্ডেন্ট। মসজিদে আজান দিতে এসেই তিনি আক্রান্ত হলেন। জঙ্গিদের গুলিতে হারালেন প্রাণ। এরপরই এলাকা ঘিরে ফেলে পুলিস। গোটা এলাকা জুড়ে শুরু হয়েছে তল্লাশি।

উল্লেখ্য, রাজৌরি সেক্টরের পুঞ্চে জঙ্গি হামলায় পাঁচ সেনা জওয়ান শহিদ হন দু'দিন আগেই। এদিকে এরপর এনকাউন্টারে তিন জন স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়। এই হামলাকারী জঙ্গিদের কাছে প্রচুর অস্ত্র ছিল বলে খবর। পুঞ্চের ঢেরা কি গলির থানামান্ডি-সুরানকোট এলাকায় জঙ্গিরা রয়েছে বলে বুধবারই খবর পেয়েছিল সেনা।

4 months ago


Kashmir: জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলায় শহিদ ৫, পুঞ্চে হামলার দায় স্বীকার করল পাকিস্তানি জঙ্গি সংগঠন

পুলওয়ামার স্মৃতি উস্কে দিল পুঞ্চের জঙ্গি হামলা। শহিদের রক্তে ভিজল কাশ্মীর উপত্যকা। বৃহস্পতিবার বিকেলে জম্মুর পুঞ্চে ভারতীয় সেনার একটি ট্রাক লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। প্রথমে গুলিবিদ্ধ হয়ে ট্রাকের ভিতের থাকা তিনজন জওয়ানের মৃত্য়ু হয়। পরে সেই মৃত্য়ুর সংখ্য়া বেড়ে দাঁড়ায় পাঁচ। আহত অবস্থায় এখনও চিকিৎসাধীন ২। 

পুঞ্চের এই জঙ্গি হামলার দায় স্বীকার করল পিপলস অ্যান্টি-ফ্যাসিস্ট ফ্রন্ট (PAFF)। পাকিস্তান-ভিত্তিক লস্কর-ই-তৈয়বা (এলইটি) এর একটি শাখা দ্বারা এই অতর্কিত হামলার দায় স্বীকার করা হয়েছে। একই বছরে রাজৌরি এবং পুঞ্চের যমজ সীমান্ত জেলায় চতুর্থবার এই হামলা চলে। এবার পুঞ্চের ডেরা কি গালি এবং বুফলিয়াজের মধ্যে ধাতিয়ার মোড়ে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে পাঁচ সেনা সৈন্য শহীদ এবং আহত আরও দু'জন।

রাজৌরি-পুঞ্চ সীমান্তে সেনার কনভয়ে জঙ্গি হানার ঘটনাস্থল পরিদর্শন করলেন এনআইএ এর সদস্যরা। এছাড়া এ ঘটনায় এখনও অবধি ৬ জন স্থানীয়কে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। ঘটনাস্থলের ছবিতে বেশ কয়েকজন সৈন্যের লাশ বিকৃত অবস্থায় দেখা গেছে।

সূ্ত্রের খবর, পাকিস্তান, জম্মু ও কাশ্মীরের রাজৌরি-পুঞ্চ সেক্টরে সন্ত্রাসবাদ পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। শুক্রবার প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, প্রায় ২৫-৩০ জন পাকিস্তানী সন্ত্রাসী এই অঞ্চলের বনাঞ্চলে লুকিয়ে আছে বলে সন্দেহ করা হচ্ছে। প্রতিরক্ষা বিভাগের দাবি, ওই এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ পুনরুজ্জীবিত করার পরিকল্পনাটি পাকিস্তান এবং চীনের একটি বৃহত্তর গেম প্ল্যানের অংশ। যা ভারতীয় সেনাবাহিনীকে লাদাখ সেক্টর থেকে সৈন্য অপসারণ করতে এবং এই এলাকায় বাহিনীকে পুনরায় মোতায়েন করার চাপ সৃষ্টি করবে। 

ভারত পুঞ্চ সেক্টর থেকে লাদাখে রাষ্ট্রীয় রাইফেলসের ইউনিফর্ম বাহিনীকে ২০২০ সালে ভারসাম্য বজায় রাখার অংশ হিসাবে চীনা আগ্রাসনের মোকাবিলা করতে এবং ভারতীয় শক্তির সাথে সামঞ্জস্য করার জন্য PLA এর উপর চাপ সৃষ্টি করে। সূত্র জানিয়েছে যে, প্রায় ২৫-৩০ জন পাকিস্তানি সন্ত্রাসবাদী নিরাপত্তা বাহিনীর উপর আক্রমণ চালানোর জন্য একটি জঙ্গল এলাকায় পুঞ্চ রাজৌরি সেক্টরের উপরের অংশে লুকিয়ে আছে। ইতিমধ্যে সন্ত্রাসীদের খোঁজে তল্লাশি শুরু করেছে সেনাবাহিনীর জওয়ান।

4 months ago
Kashmir: ফের কাশ্মীরে সেনা-জঙ্গির গুলির লড়াই, নিকেশ ২ জঙ্গি

ফের উপত্যকায় জঙ্গি-নিধন অভিযানে সেনাবাহিনী। এবার গুলির লড়াইয়ে কাঁপল কাশ্মীরের (Kashmir) শোপিয়ান অঞ্চল। নিরাপত্তাবাহিনীর গুলিতে (Encounter) মৃত্যু হয় ২ জঙ্গির। সেনা সূত্রে খবর, নিহত জঙ্গিরা পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তইবার সঙ্গে যুক্ত ছিল।

কাশ্মীর পুলিস সূত্রে খবর, জঙ্গিদের লুকিয়ে থাকার খবর গোপন সূত্রে পেয়ে জম্মু ও কাশ্মীরের শোপিয়ানের জেলার আলশিপোরা অঞ্চলে অভিযান চালায় সেনা ও পুলিসের যৌথ বাহিনী। জঙ্গিদের নিকেশ করতে শুরু হয় এনকাউন্টার। তাতেই মিলল সাফল্য। মঙ্গলবার যৌথবাহিনীর গুলিতে খতম দুই লস্কর জঙ্গি। নিহতদের নাম মরিফাত মকবুল, জাজিম ফারুক ওরফে আব্রার।

কাশ্মীরের এক শীর্ষ পুলিস কর্তা বিজয় কুমার জানিয়েছেন, মৃত আব্রার কাশ্মীরি পণ্ডিত সঞ্জয় শর্মা খুনের ঘটনায় জড়িত ছিল। গত ফেব্রুয়ারি মাসে পুলওয়ামায় নিজের বাড়ির সামনে খুন হন সঞ্জয়। গত মাস থেকে দক্ষিণ কাশ্মীরের ৩ জেলার ৭টি অঞ্চলে এই খুনের সঙ্গে জড়িতদের খুঁজতে তল্লাশি শুরু করে স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি।


7 months ago


Terrorists: গ্রেফতার দিল্লিতে লুকিয়ে থাকা 'মোস্ট ওয়ান্টেড' আইসিস জঙ্গি শাহনওয়াজ

জঙ্গি (Terrorists) দমনে বড় সাফল্য পেল দিল্লির পুলিস (Delhi Police)। গত মাসেই এনআইএ-এর তরফে জানানো হয়েছিল, দিল্লির বুকে ঘুরে বেড়াচ্ছে তিন আইএস (ISIS) জঙ্গি। তাদের মধ্যেই এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করল দিল্লি পুলিসের স্পেশাল সেল। সোমবার সকালে দিল্লি পুলিসের স্পেশাল সেল এনআইএ-এর তালিকাভুক্ত 'মোস্ট ওয়ান্টেড' সন্ত্রাসবাদী শাহনওয়াজ ওরফে শৈফি উজ্জমাকে গ্রেফতার করল। এই শাহনওয়াজের মাথার দাম তিন লক্ষ টাকা ঘোষণা করেছিল এনআইএ। এছাড়াও আরও তিন জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে স্পেশাল সেল।

এনআইএ সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই এই মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের খোঁজার জন্য দিল্লি জুড়ে তল্লাশি চালানো হচ্ছিল। অবশেষে তাদের মধ্যে একজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিসের স্পেশাল সেল। জানা গিয়েছে, উত্তর ভারতে এক বড়সড় সন্ত্রাসবাদী হামলার ছক কষেছিল তারা। কিন্তু সেই ছক বানচাল করেই তাকে গ্রেফতার করতে সফল হয়েছে দিল্লি পুলিস। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সূত্রের খবর, সন্দেহভাজন আইএস জঙ্গি শাহনওয়াজ পেশায় ইঞ্জিনিয়ার। পরে সন্ত্রাসবাদী সংগঠন আইএসআইএস-এর সঙ্গে যুক্ত হয়।। জানা গিয়েছে, শাহনওয়াজ 'পুনে আইসিস মডিউল' কেসের সঙ্গেও জড়িত ছিল। সেসময় তাকে পুনে পুলিস গ্রেফতার করলেও পরে পালিয়ে গিয়ে দিল্লিতে আশ্রয় নেয়। এর পর আজ দিল্লির গোপন ডেরা থেকেই তাকে গ্রেফতার করা হয়। যা বড়সড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।

7 months ago
Terrorists: দিল্লির বুকে ঘুরে বেড়াচ্ছে তিন আইএস জঙ্গি! তল্লাশি অভিযান শুরু এনআইএ-র

রাজধানী দিল্লির (Delhi) বুকে নাকি ঘুরে বেড়াচ্ছে তিন আইএস বা 'ইসলামিক স্টেট'-এর তিন জঙ্গি (ISIS Terrorists)। ফলে তাঁদের খুঁজে বের করতে দিল্লিতে চিরুনি তল্লাশি করছে সন্ত্রাসদমন শাখা। জঙ্গিদের খুঁজে বের করে দিতে পারলেই দেওয়া হবে পুরষ্কার, এমনটাই ঘোষণা করা হয়েছে সন্ত্রাসদমন শাখার পক্ষ থেকে। আবার এনআইএ অর্থাৎ জাতীয় তদন্তকারী সংস্থাও তাদের তল্লাশি শুরু করেছে বলে খবর। সূত্রের খবর, আইএস জঙ্গিদের খোঁজ দিলেই মাথাপিছু দেওয়া হবে তিন লক্ষ টাকা। অর্থাৎ যে তাদের খোঁজ দেবেন, তিনি পুরষ্কার হিসাবে পেয়ে যাবেন ৯ লক্ষ টাকা।

এনআইএ সূত্রে খবর, ওই তিন জঙ্গির নাম মহম্মদ শেহনওয়াজ সুফিউজ্জামা আলম ওরফে আবদুল্লা, রিজওয়ান আব্দুল হাজি আলি এবং আবদুল্লা ফৈয়াজ শেখ। জানা গিয়েছে, এই তিন জঙ্গি 'পুনে আইসিস মডিউল' কেসের 'মোস্ট ওয়ান্টেড'। এই জঙ্গিদের দিল্লি কানেকশন প্রকাশ্যে আসার পর দিল্লি পুলিসের স্পেশাল সেলও তল্লাশি শুরু করেছে। পুনে পুলিস এবং জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ মিলে নানা জায়গায় ইতিমধ্যেই তল্লাশি চালিয়েছে, কিন্তু কোনও তথ্যপ্রমাণ মেলেনি।

7 months ago
India: জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থান হয়ে উঠছে কানাডা! অভিযোগ বিদেশমন্ত্রকের

খলিস্তানিপন্থি শিখ নেতা তথা জঙ্গি (Terrorists) হিসাবে পরিচিত নিজ্জর সিং-এর হত্যার পিছনে ভারত রয়েছে, এমনটাই দাবি করেছে ট্রুডোর দেশ। এর পরই কানাডা-ভারত সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে। আর এই দুই দেশের মধ্যে সংঘাত বৃদ্ধি পেয়ে চরমে পৌঁছেছে। এতদিন এই অভিযোগের সরাসরি উত্তর না দিলেও এবারে উপযুক্ত জবাব দিয়েছে ভারত। আজ অর্থাৎ ২১ সেপ্টেম্বর ভারতের বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, কানাডা ধীরে ধীরে জঙ্গিদের আশ্রয়স্থ হয়ে উঠছে। ফলে এই বক্তব্যের পরই বোঝা যাচ্ছে, ভারত এবারে কানাডাকেও পাকিস্তানের আসনে বসিয়েছে।

খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর খুনে ভারতের যোগ রয়েছে বলে কয়েকদিন আগে অভিযোগ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বৃহস্পতিবার তার নিন্দা করে বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, 'জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থান হয়ে উঠছে কানাডা।' ট্রুডোর এই অভিযোগকে 'পলিটিক্যালি ড্রিভেন' বলে মনে করছেন তিনি। এছাড়াও অরিন্দম বাগচি জানিয়েছেন, আশ্রয় পাওয়া ২০-২৫ জন জঙ্গিদের ভারতের কাছে তুলে দেওয়ার কথাও বলা হয়। কিন্তু সেই ক্ষেত্রে কোনও পদক্ষেপ করেনি কানাডা। আবার নিজ্জর খুনের অভিযোগ আনার পিছনে তেমন কোনও প্রমাণও দেয়নি কানাডা, এমনটাই জানিয়েছে বিদেশমন্ত্রক। ফলে কানাডাকে উপযুক্ত জবাব দিতে বিদেশমন্ত্রকের মুখপাত্র পাকিস্তানের জায়গায় কানাডাকে বসালেন।

7 months ago


Terrorist: ফের ভারতে পাক জঙ্গির হানা! অনুপ্রবেশের সময় গুলিতে নিহত ১ ও আহত ১

২৪ ঘণ্টার মধ্যেই দু'বার সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। কুপওয়ারার পর এবারে জম্মু-কাশ্মীরের (Jammu & Kashmir) পুঞ্চে ফের এক জঙ্গিকে (Terrorist) নিকেশ করল নিরাপত্তা বাহিনী। সূত্রের খবর, জম্মু-কাশ্মীরের পুঞ্চের (Poonch) কাছে নিয়ন্ত্রণ রেখা দিয়ে জঙ্গিদের অনুপ্রবেশ রুখে দেয় সেনা। এরপরই শুরু হয় সংঘর্ষ। অবশেষে গুলির লড়াইয়ে নিকেশ হয় এক জঙ্গি ও আহত হয়েছে অন্য এক জঙ্গি। নিহত জঙ্গির কাছ থেকে উদ্ধার করা হয়েছে রাইফেল, ম্যাগাজিন, পিস্তল ইত্যাদি।

সেনা সূত্রে খবর, সোমবার গভীর রাতে জম্মু কাশ্মীরের পুঞ্চের দেগওয়ার সেক্টরে নিয়ন্ত্রণ রেখা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল জঙ্গিদের একটি দল। যার ইঙ্গিত পেতেই সেনা জওয়ানরা তল্লাশি শুরু করে গোটা এলাকা ঘিরে। এরপরই পাক জঙ্গিদের দেখতে পেয়ে তাদের বাধা দেয়। কিন্তু জঙ্গিরা গুলি চালাতে শুরু করলে এরপর সেনা জওয়ানরাও তাদের লক্ষ্য করে গুলি চালায়। এরপর গুলির লড়াইতে নিহত হয় এক জঙ্গি। অন্য একজন আহত হয়। সূত্রের খবর, নিরাপত্তা বাহিনী ও জম্মু-কাশ্মীরের যৌথ অভিযানে জঙ্গি নিকেশ করা হয়েছে। ওই এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, সে বিষয়ে জোর খোঁজ শুরু করেছে সেনা বাহিনী।

সূত্রের খবর, নিহত জঙ্গির দেহ উদ্ধার করা হলেও অন্য এক জঙ্গিকে এখনও খুঁজে পাওয়া যায়নি। তাকে গুলি করার পরেই সে নিয়ন্ত্রণ রেখার দিকে পালাতে থাকে। আরও জান গিয়েছে, নিহত জঙ্গির কাছ একে ৪৭ রাইফেল, ম্যাগাজিন, ১৫ রাউন্ড একে ৪৭ গুলি, ৫টি ৯ এমএম পিস্তল, ১টি ১৫ এমএমের পিস্তল ও প্রচুর বুলেট উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য,স্বাধীনতা দিবসের আগে ভারতে এক বড়সড় হামলার পরিকল্পনা করছে পাক সংগঠনের জঙ্গিরা, এমনটাই সূত্রের খবর। ফলে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।

9 months ago
Jammu: ফের জম্মু ও কাশ্মীরে কুপওয়াড়ায় গুলির লড়াই, নিহত দুই জঙ্গি

ফের জম্মু ও কাশ্মীরে (Jammu-Kashmir) গুলির (Shot) লড়াই। সেনার এনকাউন্টারে নিহত (Death) পাঁচ জঙ্গি (Terrorist)। শুক্রবার ভোর রাতে কুপওয়াড়া জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। সেই সময় নিরপত্তাবাহিনী এবং পুলিসের যৌথ গোলাগুলিতে পাঁচ বিদেশি জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে কাশ্মীর জোন পুলিস। এলাকায় চলছে তল্লাশি অভিযান। 

পুলিস সূত্রে খবর, উত্তর কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার কাছে জুমাগুন্ড এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে গোপন সূত্রে খবর পায় নিরাপত্তা বাহিনী। তার পরেই ওই এলাকায় তল্লাশি অভিযান চালায় সেনা এবং পুলিসের যৌথ দল। সেই সময়ই শুরু হয় গুলির লড়াই।

সেনার তরফে জানানো হয়েছে, কুপওয়াড়ার কেরান সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকায় জঙ্গি অনুপ্রবেশ রোখা হয়েছে। এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। চলতি মাসের ১৩ জুন, কুপওয়াড়া জেলার ডোবানর মাচাল এলাকায় সেনাবাহিনী এবং কুপওয়াড়া পুলিসের যৌথ অভিযানে অন্তত দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছে। 

10 months ago


BSF: মণিপুরে আতঙ্কবাদীদের গুলিতে মৃত্যু এক বিএসএফ কমান্ডো বাহিনীর জওয়ানের

মণিপুরে (Manipur) আতঙ্কবাদীদের (Terrorists) গুলিতে মৃত্যু (Death) হল এক বিএসএফ (BSF) কমান্ডো বাহিনীর জওয়ানের। মঙ্গলবার ভোরে মণিপুরে এই ঘটনাটি ঘটেছে। ফোন করে এই খবরটি বিএসএফ কমান্ডোর মৃত্যুর খবরটি তাঁর পরিবারকে জানানো হয়।

জানা গিয়েছে, মৃত ওই জওয়ানের নাম রঞ্জিত যাদব (৩৬)। তিনি ভাটপাড়া পুরসভা ১৪ নম্বর ওয়ার্ডের সুুকিয়া পাড়া এলাকার ২২ নম্বর গলির বাসিন্দা। মঙ্গলবার ভোরে দেশের জন্য গুলিবিদ্ধ হয়ে শহীদ হন তিনি। বিএসএফ কমান্ডো রঞ্জিত যাদবের মৃত্যুর খবর পেয়ে তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং এলাকা সহ শোকে ভেঙে পড়েছে।

মৃত জওয়ানের পরিবারের লোকজনদের কাছ থেকে জানা গিয়েছে, কমান্ডো রঞ্জিত যাদব ২০০৯ সালে বিএসএফ-এ যোগদান করেন। তিনিই বাড়ির একমাত্র ছেলে। সরকারের কাছে তার পরিবারের একটাই আবেদন, তাঁদের বাড়িতে আয় এবং উপার্জন একমাত্র রঞ্জিত যাদব করতেন। তাই পরিবারের কাউকে যদি একটা চাকরি দেওয়া হয় তাহলে তাঁদের পরিবারটা রক্ষা পাবে।

11 months ago
NIA: প্রচুর বিস্ফোরক-সহ গ্রেফতার বিকাশ ভবনের এক অস্থায়ী কর্মী, এনআইএ-র জঙ্গি যোগ দাবি

রাজ্যজুড়ে ৩ জায়গায় তল্লাশি চালিয়ে, জাতীয় তদন্ত সংস্থার (NIA) হাতে গ্রেফতার নিষিদ্ধ জঙ্গি (Terrorist) সংগঠনের দুই ব্যক্তি। প্রচুর বিস্ফোরক (Explosive)-সহ তাঁদের গ্রেফতার করে এনআইএ। জাতীয় এই তদন্তকারী সংস্থা সূত্রে খবর, একজনের নাম মহম্মদ নুরুজ্জামান, অপর একজন মিরাজুদ্দিন আলী। তাঁদের জিজ্ঞাসাবাদ করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল-কায়দা যোগের সূত্র পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। যারপর প্রশ্ন উঠছে সব মহলে, প্রশ্ন উঠছে কীভাবে ফের বাংলাজুড়ে স্লিপার সেলের এজেন্টরা ব্যাপকভাবে সক্রিয় হয়ে উঠেছে? যদিও তার তদন্ত চালাচ্ছে এনআইএ।

সূত্রের খবর, শনিবার রানীগঞ্জ, রাজারহাট ও মঙ্গলপুরে তল্লাশি চালায় জাতীয় তদন্তকারী সংস্থা। রাজ্য পুলিসের এসটিএফ, শুক্রবার সন্ধ্যায় খোদ বিকাশ ভবন থেকে মহম্মদ নুরুজ্জামান নামে, এক চুক্তিভিত্তিক কর্মীকে গ্রেফতার করে। জাতীয় তদন্ত সংস্থা জেরা করে জানতে পারে, গ্রেফতারি এড়াতে, রাজ্য শিক্ষা দফতরের কার্যালয়, বিকাশ ভবনে সফ্টওয়ার ডেভেলপার হিসেবে মির মহাম্মদ নুরুজ্জুমান কাজে যোগ দেয়। জানা গিয়েছে, এনআইসি প্রজেক্টে কাজ করছিল সে। নুরুজ্জামানের গ্রেফতারির পর, তাঁকে জিজ্ঞাসাবাদ করে, শনিবার মিরাজুদ্দিন আলীকে গ্রেফতার করে এনআইএ। তাঁদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, প্রভাবশালীদের সাহায্যেই দিনের পর দিন, প্রচুর পরিমানে বিস্ফোরক সরবরাহ করে গিয়েছে মীর মহাম্মদ নুরুজ্জুমান ও মিরাজুদ্দিন। কে এই প্রভাবশালী! যার নির্দেশে এই বিস্ফোরক পাচার হত! তার তদন্ত করে দেখছে এনআইএ।

এনআইএ সূত্রের খবর, ৮১ হাজার ডিটনেটর আর ২৭ হাজার কেজি আমোনিয়াম নাইট্রেট এই দুজনই সাপ্লাই করেছিল। সব সমেত এনআইএ আধিকারিকরা তাদের গ্রেফতার করে বলে সূত্রের খবর।

one year ago
Terrorist: জম্মু-কাশ্মীরে সেনা এনকাউন্টারে নিকেশ দুই জঙ্গি, প্রজাতন্ত্র দিবসের আগে চূড়ান্ত সতর্ক উপত্যকা

জম্মু-কাশ্মীরের (Jammu-Kashmir Encounter) বদগাম জেলায় মঙ্গলবার ভোরে সেনাবাহিনীর এনকাউন্টারে নিহত দুই জঙ্গি। মঙ্গলবার ভোরে নিরাপত্তাবাহিনীর কাছে খবর পৌঁছয় ওই দুই জঙ্গির লুকিয়ে থাকার বিষয়ে। দ্রুত একটি বাহিনী গঠন করে তাদের পাকড়াও করার কাজ শুরু হয়। এরপর শুরু হয় গুলির লড়াই। এনকাউন্টারে নিহত হয়েছেন দুই জঙ্গি (Terrorist)। এরপর সঙ্গে সঙ্গে জায়গাটি ঘিরে তল্লাশি শুরু করে নিরাপত্তাবাহিনী।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, উপত্যকায় সন্ত্রাস ছড়ানোর জন্য সীমান্ত পার করে ঢোকে জঙ্গিরা। সূত্র মারফৎ জানা গিয়েছে, বদগাম জেলার কোর্ট কমপ্লেক্সের কাছে এনকাউন্টার হয়েছে। এর আগেও জম্মু-কাশ্মীরের বালাকোটে একইভাবে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয়েছিল দুই জঙ্গি। সেই থেকে উপত্যকার নিরাপত্তা অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে। এবারও প্রশাসন থেকে সন্দেহজনক এলাকায় তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে। আরও কোনও জঙ্গি ওই অঞ্চলে আছে কিনা, তাও খতিয়ে দেখছে যৌথ বাহিনী।

দেশব্যাপী প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মেট্রো শহরগুলোকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার কাজ চলছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক স্বরাষ্ট্র মন্ত্রক এবং রাজ্যের স্বরাষ্ট্র দফতর।

one year ago


Terrorist: আইএস জঙ্গি সন্দেহে ধৃত আব্দুল ১০ বছর জেল খেটেছে, অভিযোগ খুনের চেষ্টা

মধ্যপ্রদেশের (Madhya Pradesh) খাণ্ডোয়া থেকে ধৃত জঙ্গি আব্দুল রাকিব কুরেশির সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে কলকাতা পুলিসের এসটিএফ (STF)। সূত্রের খবর, আব্দুল রাকিব কুরেশি ২০০৯ সালে খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। প্রায় ১০ বছর জেল খেটে ২০১৯ সালে জেল থেকে মুক্তি পান আব্দুল। তারপরেই সোশাল মিডিয়ার মাধ্যমে সাদ্দামের সঙ্গে পরিচয় হয় আব্দুল রাকিবের। এই দুই সন্দেহভাজনের পরিকল্পনা ছিল বাংলা-সহ ভিন রাজ্য এবং মধ্যপ্রদেশে তাঁদের জঙ্গি সংগঠনকে (Terrorist Organisation) আরও মজবুত করা।

তাঁদের নজরে ছিল উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড এবং ঝাড়খণ্ডে সংগঠন মজবুত করা। জানা গিয়েছে, সাদ্দাম- আব্দুলের দায়িত্ব ছিল যুব সমাজকে আইএস মতাদর্শে অনুপ্রাণিত করা। এবং তহবিল সংগ্রহের বিশেষ দায়িত্বে ছিলেন আব্দুল রাকিব কুরেশি। এই মুহূর্তে সাদ্দাম এবং আব্দুল রাকিবকে একসঙ্গে বসিয়ে জেরা করছে এসটিএফ।

সম্প্রতি হাওড়া থেকে দুই সন্দেহভাজন আইএস জঙ্গিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিসের এসটিএফ। তাদের জেরা করে আব্দুল রাকিবের খোঁজ পায় এসটিএফ। তাকে খাণ্ডোয়া থেকে গ্রেফতার করে এসটিএফ। রিমান্ডে আনা হয়েছে কলকাতায়।


one year ago
Terrorist: কলকাতা পুলিসের এসটিএফ-র জালে আরও এক আইএস জঙ্গি, মধ্যপ্রদেশে ধৃত আব্দুল

আইএস জঙ্গি (IS Terrorist) কাণ্ডে ফের কলকাতা পুলিসের এসটিএফ-এর (Kolkata Police STF) জলে আরও এক সন্দেহভাজন গ্রেফতার। সন্দেহভাজন ওই ব্যক্তির নাম আব্দুল রাকিব কুরেশি। সোমবার সন্ধ্যায় মধ্যপ্রদেশের (Madhya Pradesh) খান্ডোয়া থেকে গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে। ধৃতকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনার কাজ শুরু হয়েছে। ধৃতর কাছ থেকে উদ্ধার হয়েছে একটি মোবাইল ফোন, একটি পেনড্রাইভ এবং অন্যান্য অপরাধমূলক প্রবন্ধ। সম্প্রতি হাওড়া থেকে ধৃত দুই সন্দেহভাজন জঙ্গিকে জেরা করেই আব্দুলের খোঁজ পেয়েছে কলকাতা পুলিসের এসটিএফ। 

জানা গিয়েছে, কিছুদিন আগে সৈয়দ এবং সাদ্দাম নামে দুই আইএস জঙ্গিকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিসের এসটিএফ। সোমবার ফের এক সন্দেহভাজন ব্যক্তিকে মধ্যপ্রদেশের খান্ডোয়া থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিসের এসটিএফ।

পুলিস সূত্রে খবর, সৈয়দ এবং সাদ্দামের সঙ্গে এই আব্দুল রাকিব কুরেশির একটা প্রত্য়ক্ষ যোগাযোগ ছিল। এমনকি তদন্তে সৈয়দ এবং সাদ্দামকে জিজ্ঞাসাবাদ করেই ধৃতর খোঁজে ভিনরাজ্য়ে গিয়েছিল এসটিএফ। যার ফলে মধ্যপ্রদেশ থেকে ধৃতকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। 

এমনকি তদন্তে পুলিস আধিকারিকরা জানতে পারেন, এই সৈয়দ এবং সাদ্দামের কাজ ছিল মডিউল তৈরি করা। তারা বেশকিছু ভুয়ো কোম্পানি তৈরি করেছিল এবং যথারীতিভাবে তাতে লোকজন নিয়োগ করত। এমনকি পুলিসের সন্দেহ এড়াতে কাজের নাম করে তাদের বাইরে পাঠানো হত, যাতে তদন্তকারী পুলিস আধিকারিকরা বুঝতে না পারে যে বাইরে পাঠনোর নাম করে তাদের আইএস জঙ্গি সংগঠনের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। এদিকে মঙ্গলবার আব্দুল রাকিব কুরেশিকে কোর্টে পেশ করা হবে। এমনকি পরে এই সৈয়দ এবং সাদ্দামের সঙ্গে এই আব্দুল রাকিব কুরেশীকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

কী ধরনের নাশকতার ছক কষছিলেন এই তিন সন্দেহভাজন জঙ্গি, সেটা জানতেই মুখোমুখি জেরা করবে এসটিএফ।

one year ago