Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

TapasSaha

Eti: তাপস সাহার গার্লফ্রেন্ড ইতি সরকার! সমাজমাধ্যমে এমন পোস্ট করে গ্রেফতার যুবক

তেহট্টের বিধায়ক তাপস সাহা (Tapas Saha) ঘনিষ্ঠ তৃণমূল (TMC) নেত্রীকে নিয়ে, কুকথা সমাজ মাধ্যমে পোস্ট করার অভিযোগে গ্রেফতার (Arrest) এক যুবক। শনিবার ওই তৃণমূল নেত্রী ইতি সরকারের অভিযোগের ভিত্তিতে, তেহট্ট থানার পুলিস ওই যুবককে গ্রেফতার করে। সূত্রের খবর, শনিবার ওই যুবক ফেসবুকে একটি পোস্ট করেন, যেখানে ওই যুবক উল্লেখ করেন, তৃণমূল নেত্রী ইতি সরকার তাপস সাহার গার্লফ্রেন্ড। এ সংক্রান্ত পোস্ট সমাজের মাধ্যমে নজরে আসার পরেই ইতি সরকার লিখিত অভিযোগ দায়ের করেন। তারপরেই তড়িঘড়ি ওই যুবককে গ্রেফতার করে পুলিস। পুলিস জানিয়েছে, ওই যুবকের নাম রতন ভুঁইয়া, এছাড়া রবিবার তাঁকে কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে তোলা হয়।

সিবিআই তল্লাশি চালিয়ে, শনিবার তাপস সাহার বাড়ি থেকে পাওয়া নথির ভিত্তিতে তাপস ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী ইতি সরকারের বাড়ি হানা দেয় সিবিআই। পাশাপাশি প্রাক্তন আপ্ত সহায়ক প্রবীর কয়ালের বাড়িতেও হানা দেয় সিবিআই।

one year ago
CBI:সিবিআই বাড়ি ছাড়তেই 'নির্দোষ' দাবি তাপস ঘনিষ্ঠ ইতির! বললেন, 'আমি নিজেই দেউলিয়া'

নিয়োগ দুর্নীতি-কাণ্ডে তেহট্টের বিধায়ক (Tehatta MLA) তাপস সাহার সঙ্গেই সিবিআই র‍্যাডারে তৃণমূল মহিলা সেলের নেত্রী ইতি সরকার। এই নেত্রী নাকি তাপস সাহা ঘনিষ্ঠ। এমনটাই স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে। এদিকে শনিবার ইতির বাড়িতেও ঢুঁ মারে কেন্দ্রীয় সংস্থা। যদিও নিয়োগ দুর্নীতির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই এদিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ইতি দেবী। তিনি বলেন, 'আমি নিজেই ধারদেনায় ডুবে রয়েছি। আমি যে দেউলিয়া সেটা সিবিআই (CBI) আমার বাড়িতে এসে নথি ঘেঁটে বুঝে গিয়েছে। আমার বাড়িতে শুধু সরকারি একাধিক প্রকল্পের সাহায্যপ্রার্থীদের নথি মিলেছে। আমি একটা সেলফ হেল্প গ্রুপ চালাই। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে তৃণমূল কংগ্রেস করি। একুশের ভোটে তাপস সাহা দলের প্রার্থী হলে প্রচারে সাহায্য করেছিলাম। সেই সূত্রে শুধু পরিচয়।'

তিনি জানান, 'শুক্রবার তাপস সাহার বাড়িতে সিবিআই এসেছে। আমি একসময় ব্লক নেত্রী ছিলাম, এখন মহিলা সেলের জেলার জেনারেল সেক্রেটারি। যেহেতু আমি রাজনীতির সঙ্গে যুক্ত তাই হয়তো সিবিআই এসেছে। একুশের প্রার্থী হওয়ার পর থেকে আমার সঙ্গে তাপস সাহার পরিচয়। আমার সঙ্গে কোনও চাকরিপ্রার্থী যোগাযোগ নেই।'

ইতি সরকার জানান, 'আমি চাকরির সুপারিশ কোনওদিন করিনি। আমি শুধুই রাজনীতি করি। তাপস কাকু ভোটের সময় শুধু প্রচারের কাজে এসেছেন আর বাড়িতে কোনওদিন আসেনি। সিবিআই এসে আমার ফোন, কিছু নথি ঘেঁটে দেখেছে। আমি চেয়েছিলাম সিবিআই এসে দেখুক আমি কী অবস্থায় আছি।'

one year ago
Tapas: আদালতের নির্দেশের ৩ দিনের মাথায় তাপস সাহার বাড়িতে সিবিআই

নিয়োগ দুর্নীতির (Scam) তদন্তে তেহট্টের তৃণমূল (Tmc) বিধায়ক (MLA) তাপস সাহার বাড়িতে সিবিআই হানা। আজ অর্থাৎ শুক্রবার সকালে একদল সিবিআই আধিকারিকরা সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দেন। এরপরে শুক্রবার বিকেলে তাপস সাহার বাড়িতে হানা দেন সিবিআই আধিকারিকরা।

সূত্রের খবর, হাইকোর্টের নির্দেশের তিন দিনের মধ্যে বিধায়কের বাড়িতে সিবিআই। গত তিন দিন আগে অর্থাৎ ১৮ই এপ্রিল হাইকোর্ট তাপস সাহার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয়। সেই মত শুক্রবারই তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতে সিবিআই হানা। সূত্রের খবর, এখনও অবধি তাপস সাহা বাড়িতেই আছেন এবং কেন্দ্রীয় জওয়ানরা তাঁর বাড়ি ঘিরে রেখেছেন। তাপসাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দারা।

one year ago


Tapas: নিয়োগ দুর্নীতির জালে কি আরও এক বিধায়ক! সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

রাজ্য পুলিসের দুর্নীতি দমন শাখার থেকে তদন্তভার সরিয়ে সিবিআইয়ের (CBI) হাতে দিলো কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। নিয়োগ দুর্নীতি মামলায় এ বার নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার (Tapas Saha) বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার এই নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা।

তৃণমূল বিধায়ক তাপসের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ প্রকাশ্যে আসে অনেক আগেই। মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, অবিলম্বে পুলিশের কাছ থেকে মামলাটি সিবিআইকে হস্তান্তর করতে হবে। বলা হয়েছে, কেস ডায়েরি-সহ মামলার নথি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দেবে পুলিশ।

গত বছর তাপসের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ প্রকাশ্যে আসে। অভিযোগ, বিভিন্ন সরকারি দফতরে চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১৬ কোটি টাকা নিয়েছেন তাপস। তেহট্টের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ২০১৮ সাল থেকে চাকরি দেওয়ার নামে ৫ কোটি টাকা প্রতারণার অভিযোগে হাই কোর্টে মামলা করেন বিজেপি নেতা-আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি।

মঙ্গলবার হাই কোর্টের নির্দেশের পর আইনজীবী তিওয়ারি বলেন, ‘প্রাইমারি (প্রাথমিক), আপার প্রাইমারি (উচ্চ প্রাথমিক), এসএসসি, দমকল, ডব্লিউবিসিএস, আইসিডিএস-সহ বিভিন্ন জায়গায় নিয়োগে দুর্নীতিতে তাপস সাহার নাম আসে। পুলিশের দুর্নীতি দমন শাখা তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে। তাপসের আপ্ত সহায়ক গ্রেফতার হন। তাঁর জামিনের আবেদন খারিজ হয়। এক বছর ধরে চার্জশিট পেশ হয়নি। কেন তাপসকে ডাকা হয়নি, আদালতের এই প্রশ্নে কোনও উত্তর দিতে পারেনি তদন্তকারীরা। এর পরই রাজ্য পুলিশ থেকে এই মামলা সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি মান্থা।’

উল্লেখ্য, তাপসের বিরুদ্ধে তদন্তভার ছিল রাজ্য পুলিশের দুর্নীতিদমন শাখার হাতে। নিম্ন আদালতে তারা যে রিপোর্ট পেশ করে, তাতে উল্লেখ করা ছিল বিধায়কের আপ্ত সহায়ক প্রবীর কয়াল জেরায় দাবি করেন, চাকরি দেওয়ার নাম করে ৩০-৩৬ জনের কাছ থেকে টাকা নিয়েছিলেন। সেই টাকা তাঁর মাধ্যমেই তৃণমূল বিধায়কের কাছে গিয়েছে। চাকরি বিক্রির কমিশন হিসাবে তিনি আরও ৩০-৪০ লক্ষ টাকা পেয়েছেন।

one year ago