Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

SouthAfrica

Australia: চোকার্স তকমা নিয়েই অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় দক্ষিণ আফ্রিকার

১৯৯২, ১৯৯৯, ২০০৭, ২০১৫। এর আগেও চারবার হয়েছে। ২০২৩-এ দক্ষিণ আফ্রিকার অভিশপ্ত সেমিফাইনালের সাক্ষী থাকল ইডেন গার্ডেন্স। ১৯৯৯ সালে টাই করেও ছিটকে যায় তাঁরা। এবার অস্ট্রেলিয়ার মুখের গ্রাস টেনে নেওয়া সময়ের অপেক্ষা ছিল। কিন্তু ম্যাচ হেরে চোকার্স তকমা নিয়েই চোখের জলে মাঠ ছাড়লেন কুইন্টন ডি কক, রাবাদারা। সেঞ্চুরি করেও পূর্বসূরিদের অভিশাপ কাটাতে পারলেন না ডেভিড মিলার।

এবার টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকা প্রথম থেকেই বিধ্বংসী মেজাজে খেলে। কুইন্টন ডি-কক টুর্নামেন্টের অন্যতম সেরা ব্যাটসম্যান। রাসি ভ্যান্ডার ডাসেন, আইডেন মারক্রম, হেনরি ক্লাসেন, ডেভিড মিলার। দুরন্ত ফর্মে ছিলেন প্রত্যেকেই। রাবাদার জুড়ি হিসেবে ছিলেন কেশভ মহারাজ। কোয়েটজে, শামসিরাও নজর কেড়েছিলেন। কিন্তু ইডেনে সেই অভিশাপ মুক্ত হতে পারল না দক্ষিণ আফ্রিকা। চোখের জলে মাঠ ছাড়তে হল অধিনায়ক টেম্বা বাভুমা ও তাঁর দলকে।

১৯৯২ বিশ্বকাপে ১৯ রানে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় দক্ষিণ আফ্রিকা। ১৯৯৯ বিশ্বকাপে ম্যাচ ক্রিকেট ইতিহাসে চিরস্মরণীয়। টাই করেই বিদায় নিতে হয় তাঁদের। ২০০৭ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই হারতে হয় তাঁদের। ২০১৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডেপ বিরুদ্ধে শেষ বলে এসে হারে দক্ষিণ আফ্রিকা। ইডেনে ১৬ বল বাকি থাকতে ৩ উইকেটে হারলেন টেম্বা বাভুমারা। 

5 months ago
India: দক্ষিণ আফ্রিকাকে বড় রানে হারিয়ে লীগ টেবিলের শীর্ষে ভারত

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেনের ম্যাচ নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। পয়েন্ট টেবিলে থাকা প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীর লড়াই উপভোগ্য হবে বলেই মনে করেছিলেন অনেকে। কিন্তু রোহিত শর্মাদের কাছে সেভাবে দাঁড়াতেই পারল না দক্ষিণ আফ্রিকা। তাদের ২৪৩ রানে হারিয়ে দিল ভারত। ইডেনে জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করে ফেলল ভারত। কারণ আরও কোনও দলই তাদের ছুঁতে পারবে না।

বিশ্বকাপে টানা ৮টি ম্যাচ জিতেছে রোহিত ব্রিগেড। ফলে তাদের দখলে ১৬ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকার দখলে ১২ পয়েন্ট। ফলে তারা রয়েছে দ্বিতীয় স্থানে। এবং ৭ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া। এখনও দক্ষিণ আফ্রিকার ১টি এবং অস্ট্রেলিয়ার ২টি ম্যাচ বাকি আছে। ওই ম্যাচগুলি জিতলে তাদের পয়েন্ট হবে ১৪ অর্থাৎ কোনওভাবেই তারা ভারতকে ছুঁতে পারবে না।

ইংল্যান্ড ম্যাচে প্রথমে ব্যাট করে ২২৯ রান তোলে ভারত। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ১২৯ রানে অলআউট করে টিম। ওয়াংখেড়েতে শ্রীলঙ্কা ম্যাচেও একই চিত্র ছিল। মহম্মদ শামি একাই ৫ উইকেট নিয়েছিলেন। ইডেনে এদিন সেরা পারফরম্যান্স রবীন্দ্র জাদেজার। এদিন ইডেনের পিচ নিয়ে খুশি হতে পারেননি রোহিত। জানিয়ে দেন, বিরাট বা শ্রেয়সের মতো ব্যাটসম্যান বলেই খেলতে পেরেছেন। রবীন্দ্র জাদেজার অলরাউন্ড পারফরম্যান্সেরও প্রশংসা করেন ভারত অধিনায়ক।

6 months ago
IND VS SA: ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা মহারণ, প্রতি মুহূর্তের লাইভ আপডেট

ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার হাইভোল্টেজ ম্যাচ। প্রথম স্থান ধরে রাখার জন্য মরিয়া দুই দলই। ওদিকে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলো ভারত।

ভারতের প্রথম একাদশ

রোহিত শর্মা (সি), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ

দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ

কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা, রাসি ভ্যান ডের ডুসেন, এইডেন মার্করাম, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, কেশব মহারাজ, তাবরেজ শামসি, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি

6 months ago


Governor: শহর জুড়ে কালোবাজারি, এরই মধ্যে ইডেনের ম্যাচের টিকিট ফেরালেন রাজ্যপাল

তিলোত্তমায় ভরা হেমন্ত তার উপর রবিবার ইডেনে ভারতের বিরুদ্ধে নামবে দক্ষিণ আফ্রিকা। কার্যত উত্তেজনায় ফুটছে ক্রিকেট বিশ্ব। এই হাইভোল্টেজ ম্যাচের টিকিট খৈয়ের মতো উড়ে গিয়েছে, সঙ্গে চলেছে দেদার কালোবাজারিও। কেউ কেউ খুইয়েছেন কয়েক হাজার টাকা। কালোবাজারির বিরুদ্ধে প্রতিবাদে সিএবির ৪টি টিকিট ফেরত দিয়ে দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবন সূত্রে খবর এমনটাই।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) তাকে ইডেন গার্ডেন্সের এই হাইভোল্টেজ ম্যাচের সাম্মানিক টিকিট দিয়েছিল। সেই টিকিটই ফিরিয়ে দেন রাজ্যপাল। বদলে রাজভবনে 'জনতা স্টেডিয়াম' খোলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

6 months ago
India: ইডেনে দক্ষিণ আফ্রিকাকে কাত করতে পেস অ্যাটাককে অস্ত্র করতে পারে ভারত

শামি-সিরাজ-বুমরা। এই ত্রিফলাকে সামনে রেখেই আজ, রবিবার বিশ্বকাপে সিংহ শিকারে নামছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম একাদশ খোলসা না করলেও ইডেনের পিচের প্রশংসা ভারতের কোচ রাহুল দ্রাবিড়ের গলায়।

তাতে ইঙ্গিত স্পষ্ট কলকাতায় কার্যত অপরিবর্তিত টিম ইন্ডিয়া। সেই কারণেই দ্রাবিড় জানালেন, ভারতীয় পেসারদের দাপট রয়েছে। তাতে ছোট করা যাবে না জাডেজা এবং কুলদীপের অবদান। এমনকী, সূর্য যে তাঁর দলের সম্পদ, সেই ব্যাপারেও অকপট রাহুল দ্রাবিড়। হার্দিক আউট। তাই এই ম্যাচ থেকে রোহিতের ডেপুটি লোকেশ রাহুল। ম্যাচের আগে রাহুলের দাবি, পিচের যা চরিত্র তাতে প্রথমে ব্যাট করলে তিন থেকে সাড়ে তিনশো রান আসতেই পারে। তবে বৃষ্টি বা শিশির কোনওটাই তাঁদের হাতে নেই।

এই বিশ্বকাপে সাতে-সাত হওয়ার রহস্য কী ? তাতে দ্রাবিড়ের উত্তর, তাঁরা কোনও সময় বিশ্বকাপ জিততে হবে এই টার্গেট নিয়ে মাঠে নামছেন না। সবসময় ভাবছেন ম্যাচ কেন্দ্রীক চিন্তা থাকছে। ফলে গুরুত্ব এবং সমীহ দুটোই করছেন দক্ষিণ আফ্রিকাকে। উল্টোদিকে প্রোটিয়াদের চিন্তা ভারতীয় পেস ব্যাটারিকে নিয়ে। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা ভাবুমার সাফ কথা, ওয়াংখেড়ের গতি যদি ইডেনে চলে, তাতে পিষে যেতে পারেন তাঁরা। বুমরা বা সিরাজ নয়, তাঁদের কাছে ডেঞ্জার ম্যান মহম্মদ শামি। কারণ, তাঁর সিম ও গতি একসঙ্গে কাজ করে। 

6 months ago


Traffic: রবিবার ইডেনে বিশ্ব ক্রিকেটে মহারণ, বন্ধ থাকবে বহু রাস্তা, বিজ্ঞপ্তি কলকাতা পুলিসের

চলছে ক্রিকেটের মহাযজ্ঞ। আজ ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের এই ম্যাচ দেখার অপেক্ষায় প্রহর গুনছেন কার্যত কয়েক কোটি মানুষ। এই ম্যাচের টিকিট খইয়ের মতো উড়ে গিয়েছে। সঙ্গে চলেছে দেদার কালোবাজারি।  বোঝাই যাচ্ছে একেবারে কানায় কানায় পূর্ণ থাকবে স্টেডিয়াম। বিভিন্ন রাজ্য থেকে অনুরাগীরা আসবেন, তাই আগেভাগেই কোমর বেঁধে তৈরি কলকাতা পুলিশ। এর জেরে রবিবার সকাল থেকেই যান নিয়ন্ত্রণ করা হবে ইডেন চত্বরে ,কিছু গাড়িকে ঘুরিয়ে দেওয়া হবে। বন্ধ থাকবে একাধিক রাস্তা।

কলকাতা পুলিশ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, সকাল ১০টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত বন্ধ থাকবে অকল্যাড রোড , গোষ্ঠপাল সরণীতে যান চলাচল বন্ধ থাকবে। হাইকোর্টগামী গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে এসপ্ল্যানেড ধরে।

দক্ষিণ কলকাতা থেকে আসা যানবাহন ঘোরানো হবে মেয়ো রোড দিয়ে ,ঘুরিয়ে নেতাজি মূর্তি, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, বিবাদি বাগ পাঠানো হবে।

দক্ষিণ কলকাতা থেকে বাইকে কেউ এলে এজেসি বোস রোড, সেন্ট জর্জ গেট, স্ট্র্যান্ড রোড হয়ে বিবাদিবাগ যেতে হবে।  আবার উত্তর কলকাতা থেকে বাইকে এলে বি বি গাঙ্গুলি স্ট্রিট দিয়ে যাতায়াত করতে পারেন। এস এন ব্যানার্জি রোড দিয়েও ঘোরানো হতে পারে বাইক। হাওড়ার দিকে যাওয়া বাসগুলি ঘুরবে হেস্টিংস ক্রসিং দিয়ে। 

এছাড়াও বেশ কিছু রাস্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে যারা পথ দেখাতে সাহায্য করবেন, এই একই নিয়ম বহাল রইবে ১১ নভেম্বর পাক বনাম ইংল্যান্ডের ম্যাচের দিনেও।

6 months ago
Rohit: লড়াই হবে, ফর্মে থাকা সাউথ আফ্রিকার বিরুদ্ধে নামার আগে হুঙ্কার রোহিতের

সেমিফাইনাল নিশ্চিত করলেও বিশ্বকাপের সবথেকে হাইভোল্টেজ ম্যাচ। ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি রোহিত ব্রিগেড। বিধ্বংসী মেজাজে থাকা দক্ষিণ আফ্রিকা। ওয়াংখেড়েতে জিতেই রোহিত ইডেন ম্যাচ নিয়ে মুখ খুললেন। জানালেন, দক্ষিণ আফ্রিকা ভাল খেলছে। ইডেনে জমজমাট লড়াই দেখার জন্য তৈরি থাকবেন ক্রিকেটপ্রেমীরা।

এদিকে ওয়াংখেড়েতে ম্যাচের সেরা হয়ে এবার ঘরের মাঠ ইডেনে খেলতে নামছেন মহম্মদ শামি। এবারের বিশ্বকাপ স্বপ্নের মতো। ম্যাচের পর শামি জানালেন, পেসারদের ধারাবাহিকতা ধরে রাখাই সবথেকে বেশি জরুরি। প্রত্যেকে একে অন্যের সাফল্য উপভোগ করছেন। টিম হিসেবে লড়াই হচ্ছে, জানালেন শামি।

রবিবার শেষ চারে প্রবেশ করেই প্রথম ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। পয়েন্ট টেবিলে ৭ ম্যাচ জিতে ১৪ পয়েন্ট তুলে নিয়েছে টিম। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারলেও তেমন কোনও প্রভাব পড়বে না। শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। কিন্তু ইডেনে জিতে এক নম্বরে শেষ করতে চাইছে রোহিত ব্রিগেড।

6 months ago
Ticket Black: ইডেনে ভারতের ম্যাচের টিকিট নিয়ে কালোবাজারি, অভিযোগ সিএবির বিরুদ্ধে

৫ নভেম্বর ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে এটাই ভারতের প্রথম ম্যাচ ইডেনে। তাই টিকিটের চাহিদাও তুঙ্গে। তবে, সম্প্রতি, ওই ম্যাচের টিকিট নিয়ে কালোবাজারির অভিযোগ উঠেছে। তাও আবার সিএবি কর্তাদের বিরুদ্ধে। ইতিমধ্যেই ময়দান থানায় অভিযোগ দায়ের করেছেন এক ক্রীড়াপ্রেমী। তদন্ত শুরু করেছে পুলিশ।

ওই ব্যক্তির অভিযোগ, অনলাইনে যে সংস্থা বিশ্বকাপের ম্যাচগুলির টিকিট বিক্রি করছে তারা অর্ধেক টিকিট সরিয়ে দিয়েছেন। চলছে টিকিটের কালোবাজারি। এর সঙ্গে বাংলার ক্রিকেট সংস্থা এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারাও যুক্ত বলে অভিযোগ তুলেছেন তিনি। অভিযোগের ভিত্তিতে সিএবি ও ওই অনলাইন সংস্থাকে চিঠি পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবারই ময়দান থানায় ডেকে পাঠানো হয়েছে তাঁদের।

উল্লেখ্য, সম্প্রতি, কলকাতায় ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট কালোবাজারি করতে গিয়ে ধরা পড়েছে এক ব্যক্তি। ধৃতের নাম অঙ্কিত আগারওয়াল। তার বিরুদ্ধে অভিযোগ আড়াই হাজার টাকা দামের টিকিট ১১ হাজার টাকায় বিক্রি করার। ২০টি টিকিটও উদ্ধার করা হয়েছে তাঁর থেকে। এর আগে উত্তরপ্রদেশের একনা স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ড ম্যাচের টিকিট কালোবাজারির অভিযোগ উঠেছিল। সেখানেও অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছিল উত্তরপ্রদেশ পুলিশ।

6 months ago


South Africa: নিউজিল্যান্ডকে ১৯০ রানে হারিয়ে বিশ্বকাপের লীগ টেবিলের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপে দুরন্ত ফর্মে দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডকে ১৯০ রানে হারিয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে চলে গেল দক্ষিণ আফ্রিকা। দুইয়ে নেমে গেল টিম ইন্ডিয়া। জোড়া সেঞ্চুরির পর একাই ৪ উইকেট নিলেন দক্ষিণ আফ্রিকার বোলার কেশভ মহারাজ। ৩ উইকেট মার্কো জেনসেনের। ১৬৭ রানে শেষ নিউজিল্যান্ডের ইনিংস।

এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। কিন্তু পুনের পিচে দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটসম্যান কুইন্টন ডি কক ও ভ্যান্ডার ডাসেন সেঞ্চুরি করেন। ১১৪ রান করেন ডি কক। ১৩৩ রানের ইনিংস আসে ভ্যান্ডার ডাসেনের ব্যাটে। ৫৩ রান মিলারেরও।

ব্যাট করতে নেমে ভেঙে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপ। ৫০ বলে ৬০ রান করেন একমাত্র কিউয়ি ক্রিকেটার গ্লেন ফিলিপস।  

6 months ago
South Africa: পাকিস্তানের বিরুদ্ধে শেষ উইকেটে নাটকীয় জয় দক্ষিণ আফ্রিকার

চেন্নাইয়ে টানটান লড়াই। এক উইকেটে পাকিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা। তীরে এসেও তরী ডুবল বাবর ব্রিগেডের। ৩৩ ওভারে শাহিন আফ্রিদির ডেলিভারিতে ডেভিড মিলার ফিরতেই দক্ষিণ আফ্রিকার ব্যাটিং শিবিরে ধস নামতে শুরু করে। ৪১ ওভারে ৮ উইকেট হারিয়ে ফেলে তাঁরা। কিন্তু জয়ের জন্য রান বেশি বাকি ছিল না। কেশব মহারাজ ও শামসি ম্যাচ শেষ করেই ফিরলেন।

এদিন পাকিস্তানের ২৭০ রান তাড়া করতে নেমে, শুরুটা প্রত্যাশিত হয়নি দক্ষিণ আফ্রিকার। ২৮ রানে ফেরেন অধিনায়ক টেম্বা বাভুমা। ২৪ রান করে ফেরেন কুইন্টন ডি কক। ২১ রান করেন ভ্যান্ডার ডাসেন। হেনরিক ক্লাসেনও ১২ রান করে ফেরেন। কিন্তু ৯১ রানের ইনিংস আসে আইডেন মারক্রমের ব্যাটে। মিলারের ১৪ বলে ২৯ রানে গতি পায় টিম। ১৬ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা।

6 months ago


England: ১২ বছর পর ওয়াংখেড়েতে বিশ্বকাপ, দক্ষিণ আফ্রিকার মুখোমুখি ইংল্যান্ড

২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির ব্যাটে ছয়। বিশ্বকাপ ভারতের। ওয়াংখেড়ের সঙ্গে কতশত স্মৃতি জড়িয়ে ক্রিকেটবিশ্বের। সেই স্টেডিয়ামে ১২ বছর পর এবার ফিরছে বিশ্বকাপের লড়াই। দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ইংল্যান্ড। গ্রুপ লিগের এই ম্যাচে কে নায়ক হবেন! ইংল্যান্ড টিমে ফিরছেন বেন স্টোকস। তাঁর উপস্থিতি মনোবল বাড়াচ্ছে ব্রিটিশ ব্রিগেডের।  

বিশ্বকাপে অঘটনের শিকার দুই টিমই। ইংল্যান্ড হেরেছে আফগানিস্তানের বিরুদ্ধে। এদিকে দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডসের বিরুদ্ধে হেরেছে। প্রায় এক সপ্তাহ পর মুখোমুখি দুই দল। জয়ের জন্য ঝাঁপাবে দুই টিমই। দলের সঙ্গে যোগ দিচ্ছেন বেন স্টোকস। ম্যাচের আগের দিন একথা জানিয়ে দিলেন অধিনায়ক জস বাটলার।

জানা গিয়েছে, বৃহস্পতিবার টিমের সঙ্গে জমিয়ে অনুশীলন করেছেন বেন স্টোকস। তাঁর মতো অলরাউন্ডার থাকলে, যে কোনও দলের আত্মবিশ্বাস বাড়ে। ফিল্ডে তাঁর উপস্থিতিতেই প্রতিপক্ষ সমীহ করে চলে। বাটলার জানান, স্টোকস টিমে ফেরায় তিনি খুব খুশি। স্টোকসের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা টিমের ফোকাস আরও বাড়াবে।

6 months ago
Australia: দক্ষিণ আফ্রিকার কাছেও বড় রানে হার অজিদের

ভারতের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারল পাঁচবারের বিশ্বজয়ী অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের নেতৃত্বে বিশ্বকাপে এদিন ১৩৪ রানে হার অজি ব্রিগেডের। দক্ষিণ আফ্রিকার ৩১২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪০.৫ ওভারে মাত্র ১৭৭ রানে অলআউট হয়ে যান স্মিথ-ওয়ার্নাররা।

এদিন বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা ম্যাচের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও সেঞ্চুরি করেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার ব্যাটসম্য়ান কুইন্টন ডি কক। ৫৬ রান করেন আইডেন মারক্রম। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩১১ রান তোলে দক্ষিণ আফ্রিকা।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। মাত্র ৭০ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ কঠিন করে ফেলেন অজি ব্রিগেড। লাবুশেনের ব্যাটে আসে ৪৬ রান। পাঁচ ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরই পেরোতে পারেননি। ২৭ রান করেন মিচেল স্টার্ক। অধিনায়ক কামিন্স করেন ২২ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩ উইকেট নেন কাগিসো রাবাদা।

7 months ago
South Africa: ১০২ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ আফ্রিকার

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ১০২ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে অভিযান শুরু দক্ষিণ আফ্রিকার। কোটলায় তৈরি হল একগুচ্ছ রেকর্ড। ৪২৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩২৬ রান তুলল শ্রীলঙ্কা। ৪৪.৫ বলে অলআউট হয়ে গেল টিম।

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। কোটলার উইকেটে তার খেসারত দিতে হল আসালাঙ্কাদের। দক্ষিণ আফ্রিকার হয়ে সেঞ্চুরি করেন কুইন্টন ডি কক, রসি ভ্যানদার ডাসেন ও আইডেন মাক্রাম। বিশ্বকাপে একই টিমে তিন সেঞ্চুরির রেকর্ড এর আগে নেই। তিন সেঞ্চুরির সৌজন্যে স্কোর বোর্ডে ৪২৮ রান ওঠে।

জবাবে ব্যাট করতে নেমে ওপেনিং জুটি ফিরলেও খেলা ধরে নেন কুশল মেন্ডিস। ৪২ বলে ৭৬ রান করেন। ৬৫ বলে ৭৯ রান আসে আসালাঙ্কার ব্যাট থেকে। ৬২ বলে ৬৮ রান করেন অধিনায়ক শনাকা। তবু এই পাহাড় প্রমাণ রান তাড়া করা সম্ভব হয়নি তাঁদের।

এদিন একাধিক রেকর্ড তৈরি হয়েছে। বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি করলেন আইডেন মারক্রম। ৪৯ বলে সেঞ্চুরি করেন তিনি। বিশ্বকাপে ও ওয়ানডে ক্রিকেটে কোনও টিমের সর্বাধিক রানও উঠল এদিন। দুই ইনিংস মিলিয়ে উঠল ৭৫০-এর বেশি রান। যা বিশ্বকাপের ম্যাচে নজির।

7 months ago


Modi: ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে পাড়ি প্রধানমন্ত্রীর

আজ দক্ষিণ আফ্রিকার (South Africa) উদ্দেশে রওনা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে (BRICS Summit) যোগ দিতেই তিনি যাচ্ছেন দক্ষিণ আফ্রিকা। তাঁর বিদেশ ভ্রমণের আগে প্রধানমন্ত্রীর দফতরের থেকে প্রধানমন্ত্রীর মোদীর বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে তিনি জানান, একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন। ব্রিকসের সদস্য হিসাবে সেখানে উপস্থিত থাকবেন চিনা প্রেসিডেন্টও। ফলে তাঁর সঙ্গেও এ যাত্রায় দ্বিপাক্ষিক বৈঠক হবে কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে। তবে এখানেই শেষ নয়, ব্রিকস সম্মেলনের পর তিনি ২৫ অগাস্ট গ্রিসেও যাবেন প্রধানমন্ত্রী, সূত্রের খবর।


সূত্রের খবর, মঙ্গলবার দুপুর নাগাদ প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পৌঁছবেন। আজই তিনি ব্রিকস শীর্ষ সম্মেলনের প্রাক্কালে আয়োজিত বিশেষ কর্মসূচিতে অংশ নেবেন। এরপর ২৩ আগস্ট প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে অংশ নেবেন। ২৪ অগাস্ট, প্রধানমন্ত্রী মোদী ব্রিকস এবং আফ্রিকান দেশগুলির সম্মেলনেও অংশ নেবেন। প্রধানমন্ত্রী মূলত সেদেশের প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে সেই দেশে গিয়েছেন। তবে ব্রিকস সম্মেলন ছাড়াও অন্যান্য নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর দ্বিপাক্ষিক বৈঠক হবে বলে জানা গিয়েছে।

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে প্রধানমন্ত্রীর দক্ষিণ আফ্রিকার কর্মসূচি। সূত্রের খবর, আজ দুপুর ৩টে ৫৫ নাগাদ স্যান্ডটন কনভেনশন সেন্টার পৌঁছবেন তিনি। দুপুর ৪টে যোগ দেবেন ব্রিকস বিজনেস ফোরাম লিডার'স ডায়লগে। বিকাল ৬টায় ব্রিকসের অন্যান্য নেতাদের সঙ্গে দেখা করবেন। এরপর তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে নৈশ্যভোজে যোগ দেবেন। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা সফর শেষে তিনি উড়ে যাবেন গ্রিসেও। প্রধানমন্ত্রী খোদ জানিয়েছেন, দীর্ঘ ৪০ বছর পর ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে তিনি সেখানে পা রাখবেন। ফলে তিনি সেখানে যেতে পেরে খুব সম্মানিত অনুভব করছেন।


8 months ago
Cheetah: তিনমাসের মধ্যে তিনবার! ফের এক চিতার মৃত্যু কুনো জাতীয় উদ্যানে

ফের এক চিতার (Cheetah) মৃত্যু কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park)। এই নিয়ে তিন মাসের মধ্যে মোট ৩ টি চিতার মৃত্যু হল। জানা গিয়েছে, এবারে যে মহিলা চিতার মৃত্যু হয়েছে তার নাম দক্ষ (Daksha)। দেশে চিতার বংশবৃদ্ধি করতে নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে দু'ধাপে চিতা আনা হয়েছিল। মোট ২০ টি চিতা আনা হয়েছিল। কিন্তু এবারে দেশে মোট চিতার সংখ্যা দাঁড়াল ১৭। দেশে ক্রমশ চিতার মৃত্যু সংখ্যা বাড়ায় কপালে চিন্তার ভাঁজ বনদফতরের আধিকারিকদের।

সূত্রের খবর, তবে এবারে চিতার মৃত্যু কোনও রোগের কারণে হয়নি। এক পুরুষ চিতা ফিন্ডার আক্রমণে তার মৃত্যু হয়েছে। শুধুমাত্র ফিন্ডা নয়, বায়ু ও অগ্নি নামের চিতা দুটো এই আক্রমণের সঙ্গে যুক্ত ছিল। ফলে জাতীয় উদ্যানে চিতার সঙ্গে লড়াই করতে গিয়েই মৃত্যু হয় দক্ষের।

উল্লেখ্য, সাশা ও উদয় মার্চ ও এপ্রিল মাসে মারা যায়। সাশার কিডনির অসুখ ছিল আর উদয়ের কার্ডিও-পালমোনারি-ফেলিওর-এর ফলে মৃত্যু হয়। আর এবারে চিতা চিতায় মারামারি করতে গিয়েই প্রাণ হারাল আরও এক চিতা।

12 months ago