Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

SoorajPancholi

Sooraj Pancholi: সলমানের জনপ্রিয় শো 'বিগ বস' করতে নারাজ সুরজ, মনে কীসের ক্ষোভ

জনপ্রিয় অভিনেতা আদিত্য পাঞ্চোলির ছেলে সুরোজ পাঞ্চোলি (Sooraj Pancholi) বাবার পদক্ষেপ অনুসরণ করেই সিনেমা জগতে পা রেখেছিলেন। হিরো, হাওয়া সিং, টাইম টু ডান্স, স্যাটেলাইট শঙ্করের মতো কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। অভিনয় জগতে নিজের নিজের জায়গা তৈরী করার আগেই, তাঁর গায়ে লাগে কলঙ্ক।। অভিনেত্রী জিয়া খানের (Jiya Khan) সঙ্গে সম্পর্কে ছিলেন সুরজ। ২০১৩ সালে জিয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয় বাড়ি থেকে। কাঠগড়ায় তোলা হয় সুরজকে।

জিয়া মৃত্যুর আগে একটি সুইসাইড নোট লিখেছিলেন। তাতে উল্লেখ ছিল সুরজ জিয়াকে শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করেছেন, তাই জন্যই আত্মহননের পথ বেছে নিয়েছেন অভিনেত্রী। এমনকি অভিনেত্রীর মা সুরজের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। মামলার তদন্ত শুরু হয়। দীর্ঘ ১০ বছর মামলা চলার পর সুরজকে আদালত উপযুক্ত প্রমাণের অভাবে নির্দোষ প্রমাণ করেন। 'বিগ বস' প্রসঙ্গ উঠলে সুরজ পুরোনো স্মৃতি টেনে আনেন।

সম্প্রতি সুরজকে প্রশ্ন করা হয়, তিনি কী বিগ বসে যাবেন? এর উত্তরে সুরজ বলেন, 'আমি জানি না কোথা থেকে এই খবর রটেছে। তবে আমি অবশ্যই এরকম কোনও অনুষ্ঠান করছি না। এমনকি সলমান স্যারকে আমি খুব সম্মান করি কিন্তু তবুও এই শোতে আমি কোনোদিনই অংশ নেব না।' অভিমানের সুর চড়িয়ে সুরজ যোগ করেন, 'গত ১০ বছরে আমার ব্যক্তিগত জীবন নিয়ে জনসমক্ষে অনেক আলোচনা হয়েছে। তবে আমি আমার গোপনীয়তা বজায় রাখতে চাই।'

11 months ago
Sooraj: নির্দোষ প্রমাণিত হতেই আশীর্বাদ নিতে গুরুদ্বারে সুরজ, ইনস্টাগ্রামে ছবি শেয়ার করলেন নিজেই

জিয়া খান আত্মহত্যা মামলায় দীর্ঘ ১০ বছর ধরে অভিযুক্ত থাকার পর অবশেষে বেকসুর খালাস হয়েছেন প্রেমিক সুরজ পাঞ্চোলি। নির্দোষ প্রমাণিত হওয়ার পরই তিনি সংবাদমাধ্যমে বলেছিলেন, 'তাঁর অতীতের ১০ বছর কেউ কি ফিরিয়ে দিতে পারবে?' এরপরই সম্প্রতি তাঁকে দেখা গেল গুরুদ্বারে। তিনি হঠাৎ গুরুদ্বারে কী করছেন, সব কিছু ছেড়ে ধর্মে মন দিলেন নাকি তিনি, এই নিয়ে বেশ কৌতুহলী হয়ে পড়েছেন নেটাগরিকরা।

সুরজ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে দুটো ছবি শেয়ার করেছেন। দেখা গিয়েছে, দিল্লির বাংলা সাহিব গুরুদ্বারের সামনে দাঁড়িয়ে প্রণাম করছেন তিনি। তাঁর পরনে ছিল নীল জিন্স ও টি-শার্ট। আবার গুরুদ্বারের রীতি মতো মাথায় রুমালও বেঁধেছেন। ছবিতে দেখা গিয়েছে, গুরুদ্বারের দিকে তাকিয়ে প্রণাম করছেন তিনি। তবে শুধু গুরুদ্বার নয়, আদালতের বেকসুর খালাস রায়ের পর তাঁকে পরদিনই সিদ্ধি ভিনায়ক মন্দিরেও দেখা গিয়েছিল। সেখানেও তিনি আশীর্বাদ নিতে পৌঁছে গিয়েছিলেন। তবে ধর্মীয়স্থান যাওয়ার নেপথ্যে কী কারণ, তা স্পষ্ট নয়। তবে তাঁর অনুরাগীদের বক্তব্য, ভগবানের থেকে আশীর্বাদ নিতেই পৌঁছে গিয়েছে তিনি।

View this post on Instagram

A post shared by Sooraj P (@soorajpancholi)

উল্লেখ্য, ২০১৩ সালের জুন মাসে সুরজের প্রেমিকা জিয়া খানের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতারও করা হয়। এরপর জামিন পেলেও গত ১০ বছর ধরে এই দোষের বোঝা নিয়েছিলেন। ফলে আদালতে তাঁর বিরুদ্ধে প্রমাণ না পাওয়ায় নির্দোষ প্রমাণিত হতেই বর্তমানে স্বস্তিতে সুরজ পাঞ্চোলি।

12 months ago
Jiah:জিয়া খানকে আত্মহত্যায় প্ররোচনা মামলা, বেকসুর খালাস 'প্রেমিক' সুরজ পাঞ্চোলি
প্রায় ১০ বছর পার জিয়া খান আত্মহত্যা মামলার। এবারে দীর্ঘ ১০ বছর পর জিয়া আত্মহত্যার মামলায় অভিযুক্ত সুরজ পাঞ্চোলিকে বেকসুর খালাস করলো আদালত। জিয়া খানের আত্মহত্যার পিছনে অভিনেতা সুরজ পাঞ্চোলির হাত রয়েছে, এমনটাই অভিযোগ এনেছিলেন জিয়ার মা। এরপর তাঁকে এই অভিযোগে গ্রেফতার করাও হয়েছিল। যদিও পরে তিনি জামিন পেয়ে যান। কিন্তু অভিযু্ক্ত ১০ বছর ধরে এই মামলার সঙ্গে জড়িত ছিলেন। এবারে তিনি এই মামলায় স্বস্তি পেলেন। তদন্তকারী সংস্থা সিবিআইয়ের বিশেষ আদালত সুরজের বিরুদ্ধে কোনও প্রমাণ না থাকায় তাঁকে নির্দোষ বলে রায় দিয়েছে।

২০১৩ সালের ৩ জুন মুম্বইয়ের বাড়ি থেকে জিয়া খানের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তাঁর বাড়ি থেকেই উদ্ধার হওয়া এক চিঠি থেকে জানা গিয়েছিল, আদিত্য পাঞ্চোলির ছেলে সুরজ পাঞ্চোলির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু চিঠি থেকে আরও জানা যায়, জিয়ার উপরে মানসিক ও শারীরিক অত্যাচার করতেন সুরজ। এরপরেই জিয়ার মা রাবিয়া খান তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ আনেন ও সুরজকে এই অভিযোগে গ্রেফতারও করা হয়। জামিন পেয়ে গেলেও এই মামলা ১০ বছর ধরে চলছিল। শুক্রবার এই মামলায় রায় দিল সিবিআইয়ের বিশেষ আদালত। সুরজের বিরুদ্ধে তেমন কোনও প্রমাণ না থাকায় বিচারক এএস সৈয়দ তাঁকে বেকসুর খালাস করলেন।
12 months ago