Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Six

Suspend: গ্রেফতারির পরেই তৃণমূল থেকে ছয় বছরের জন্য সাসপেন্ড সন্দেশখালির 'বেতাজ বাদশা' শাহজাহান

গ্রেফতার হতেই ছয় বছরের জন্য় শেখ শাহজাহানকে সাসপেন্ড করল শাসকদল তৃণমূল। রাজ্য পুলিসের গ্রেফতারের পর ইডি দফতরে শুরু হয় বৈঠক। বৃহস্পতিবার সকাল থেকে দফায় দফায় বৈঠক করছেন ইডির উচ্চপদস্থ আধিকারিকরা।

বুধবার মিঁনাখা থানার বামনপুকুর এলাকা থেকে গ্রেফতার করা হয় শাহজাহানকে। গ্রেফতারির পর ১০ দিনের পুলিসি হেফাজত চেয়ে বসিরহাট আদালতে তোলা হয় তাঁকে। তারপর সেখান থেকে পুলিসি নিরাপত্তা দিয়ে শাহজাহান নিয়ে যাওয়া হয় ভবানী ভবনে। ইডির ওপর যে আক্রমণ করা হয়েছিল সেই নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করবে সিআইডি আধিকারিকরা।  

ইতিমধ্যে রাজ্য পুলিসের তরফ থেকে চাওয়া দশ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক। কিন্তু কোন পথে হাঁটবেন ইডির আধিকারিকরা সেই বিষয়ে চলছে বৈঠক। অ্যাডিশনাল ডিরেক্টর পদমর্যাদা অফিসার ডেপুটি ডিরেক্টর পদমর্যাদা অফিসার সহ রেশনবন্টন দুর্নীতি মামলার ইনভেস্টিগেশন অফিসার এবং অন্যান্য অফিসারদের নিয়ে চলছে সেই বৈঠক। 

2 months ago
Mohunbagan: মহামেডানের বিরুদ্ধে ড্র করেও সুপার সিক্সে মোহনবাগান

কল্যাণী স্টেডিয়ামে কলকাতা ডার্বিতে নাটকীয় প্রত্যাবর্তন মহমেডানের (Mahamedan)। মোহনবাগানের  বিরুদ্ধে ২-২ গোলে শেষ হল ম্যাচ। ড্র করেও সুপার সিক্সে যোগ্যতা অর্জন করে গেল মোহনবাগান (MohunBagan)। কিন্তু শেষ মুহূর্তে গোল কাঁটা হয়ে থেকে গেল সবুজ-মেরুনের।

প্রথমার্ধে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে ছিল মহমেডান। রেমসানগার গোলে এগিয়ে যায় মোহনবাগান। দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে গোল করে সমতা ফেরান মোহনবাগানের কিয়ান নাসিরি। ৮০ মিনিটে দ্বিতীয় গোল আসে। গোল করেন টাইসন সিং। ২-১ গোলে এগিয়ে যায় বাগান। রেফারির শেষ বাঁশি বাজার কিছুক্ষণ আগে ফৈয়জের গোলে সমতা ফেরায় সাদা-কালো ব্রিগেড।

কলকাতা লিগে ডায়মন্ডহারবার এফসির সঙ্গেই শুধু ম্যাচ বাকি মোহনবাগানের। এই ম্যাচ ড্র করেও সুপার সিক্সে যোগ্যতা অর্জন করল সবুজ-মেরুন ব্রিগেড। আগেই সুপার সিক্সে উঠে গেছে ইস্টবেঙ্গলও।

8 months ago
Rohit: রেকর্ড ভাঙার লক্ষ্য নিয়ে বিশ্বকাপে নামছেন রোহিত, জানালেন নিজেই

ক্রিস গেইলের ছক্কার সংখ্যা ৫৫৩টি। আর ভারত অধিনায়ক রোহিত শর্মা ছক্কা মেরেছেন ৫৩৯ টি। বিশ্বকাপে 'ক্যারিবিয়ান দৈত্য' গেইলের ছক্কার রেকর্ড ভাঙতে চান হিটম্যান। সম্প্রতি এমনটাই জানিয়্যেছেন রোহিত।

আপাতত এশিয়া কাপ নিয়ে ব্যস্ত রয়েছেন অধিনায়ক রোহিত। রবিবার পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে ভারত। তার আগেই এক সাক্ষাৎকারে রোহিত জানিয়েছেন, 'তিনি ক্রিস গেইলের ছক্কার বিশ্বরেকর্ড ভাঙতে চান।'

সঙ্গে একথাও জানিয়েছেন তিনি, গেইলের ছক্কার রেকর্ড তিনি যে ভাঙতে পারবেন, তা কোনওদিনই ভাবেননি। গেইলের রেকর্ড ভাঙতে পারলে এক নজির গড়তে পারবেন।

8 months ago


Rishabh: দুর্ঘটনার পর ফের মাঠে ঋষভ, হাঁকালেন ছক্কা

অনুরাগীদের অপেক্ষার অবসান। ২২ গজে ফিরেই ছক্কা হাঁকালেন ঋষভ পন্থ। দুর্ঘটনার দীর্ঘ আট মাস পর মাঠে নামলেন টিম ইন্ডিয়ার তরুণ উইকেট কিপার। আর মাঠে ফিরেই চেনা ছন্দে ছক্কাও মেরেছেন। যে ভিডিয়ো ভাইরাল হয়েছে মুহূর্তেই।

বেঙ্গালুরুর এনসিএতে চলছে ঋষভের রিহ্যাব পর্ব। গতকাল অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন মাঠে ফিরেছেন ঋষভ। আর ফিরতেই এক্কেবারে ফর্মে ফিরে এসেছেন তিনি। যা দেখে বেজায় খুশি ভক্তরা।

গত বছর ৩০ ডিসেম্বর ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েন পন্থ। এরপর একাধিক সার্জারি হয়েছে তাঁর। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন তিনি। জারি ছিল লড়াই।

9 months ago