Breaking News
ED: শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন শিক্ষকের বাড়িতে ইডি হানা!      Ragging: যাদবপুরে ফের র‍্যাগিংয়ের অভিযোগ! প্রথম বর্ষের ছাত্রকে ফোন করে দেওয়া হত হুমকি...      Film Festival: শুরু ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উদ্বোধনে 'বাদশা' নয় ভাইজান      SSKM: বেড নেই এসএসকেএম-এ! দেড় বছরের শিশুকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে      BJP: জাতীয় সঙ্গীত 'অবমাননা' মামলায় জোর ধাক্কা রাজ্যের! বিজেপি বিধায়কদের গ্রেফতারে 'না' হাইকোর্টের      Recruitment Scam: ফের তৃণমূলের দুই কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত নথি ও অ্যাডমিট কার্ড!      Congress: স্বাধীনতার পর প্রথম তেলেঙ্গানায় সরকার গঠনের পথে কংগ্রেস      Deganga: গুরুতর অভিযোগ! মিড ডে মিলের চাল লুকিয়ে রাখা হচ্ছে স্কুলের শৌচালয়ে      Sujoykrishna: সুজয়কৃষ্ণের ভয়েস স্যাম্পেল টেস্টে 'ঢিলেমি'! এসএসকেএম-এর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন      Recruitment Scam: এবারে দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত একাধিক নথি!     

ShrabontiChatterjee

Nabanita-Jeetu: শ্রাবন্তীর জন্য জিতুর সঙ্গে সম্পর্ক ভেঙেছে নবনীতার? কী বললেন অভিনেত্রী

টলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ছিলেন অভিনেতা জিতু কমল (Jeetu Kamal) এবং অভিনেত্রী নবনীতা দাস (Nabanita Das)। জিতু 'অপরাজিত' সিনেমার জন্য যখন শ্যুটিং করছিলেন, তখনই তাঁদের সম্পর্কের গুঞ্জনে ছয়লাপ হয়েছিল নেট দুনিয়া। শোনা গিয়েছিল, অভিনেতা নাকি আলাদা থাকছিলেন। যদিও পরবর্তীকালে জিতু বলেন, কেবল অভিনয়ের কারণেই আলাদা থাকছিলেন। যদিও সম্পর্কের ভাঙন আটকানো যায়নি শেষ পর্যন্ত। দিন কয়েক আগেই জিতুর সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেছেন নবনীতা।

সামাজিক মাধ্যমে নবনীতা বিচ্ছেদ ঘোষণা করার পর থেকেই নেটিজেনরা তাঁদের নিয়ে নানা মন্তব্য করেছেন। কেউ দুঃখ প্রকাশ করেছেন তাঁদের পছন্দের তারকা দম্পতির বিচ্ছেদে, কেউ আবার বাজে কথা বলতে ছাড়েননি। জিতু অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে 'আমি আমার মতো' সিনেমায় অভিনয় করবেন বলে জানিয়েছিলেন আগেই। শ্রাবন্তীর সঙ্গে জিতুর ছবি দেখে অনেকে মনে করছেন হয়তো শ্রাবন্তীর প্রেমে পড়েছেন অভিনেতা, আর সেই কারণেই সম্পর্ক ভেঙেছে নবনীতার সঙ্গে। এবার নবনীতা নিজেই মুখ খুললেন প্রাক্তন স্বামী সম্পর্কে।

নবনীতা মঙ্গলবার সন্ধ্যেবেলায় একটি লাইভ করেছেন সামাজিক মাধ্যমে। তিনি বলেছেন, বিবাহ বিচ্ছেদ একেবারেই তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তাঁদের জীবনে কোনও তৃতীয় ব্যক্তি আসেনি। বা জিতু সিনেমায় নাম কমিয়ে আগের থেকে বদলে গিয়েছেন, এমনটাও নয়। তবে সামাজিক মাধ্যমে জিতুর দিকে নেটিজেনরা যেভাবে কাদা ছুড়েছেন, তা একেবারেই পছন্দ নয় নবনীতার। তাই নেটিজেনদের এইরকম কোনও মন্তব্য থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন অভিনেত্রী।

5 months ago
Movie: মুক্তির অপেক্ষায় 'দেবী চৌধুরানী', শ্যুটিংয়ের প্রস্তুতি শুরু

বাংলার ব্যান্ডিট কুইন অর্থাৎ দেবী চৌধুরানীর (Devi Chowdhurani) জীবনী সিনেমার পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন বাংলার দর্শক। শুভ্রজিৎ মিত্রর পরিচালনায় সিনেমার পর্দায় দেবী চৌধুরানীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে (Shrabonti Chatterjee)। ভবানীর চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit Chatterjee)। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অনুসরণ করেই এগোবে চিত্রনাট্য। সিনেমাটি মুক্তি পেতে চলেছে ২০২৪ সালে। শ্যুটিং শুরু হতেও ঢের দেরি। কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সিনেমার প্রস্তুতি।

এই সিনেমায় বেশ কিছু অ্যাকশন দৃশ্য থাকবে। সেইসব দৃশ্য পরিচালনা করবেন বিখ্যাত অ্যাকশন পরিচালক শ্যাম কৌশল। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেসব দৃশ্যে অভিনয় করার প্রস্তুতি সারছেন। পুরোনো দিনের অ্যাকশন দৃশ্য, তাই সেখানে ঢাল তরোয়ালের উপস্থিতি থাকবে। সেই সময়কালকে যাতে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা যায়, তার জন্য সচেতন পরিচালক।সিনেমার শ্যুটিং নাকি হতে চলেছে বঙ্গেই। সেই প্রস্তুতিও ধীরে ধীরে সেরে ফেলছেন পরিচালক।

শুধুমাত্র বাংলা নয়, হিন্দি-তামিল-ইংরেজি-কন্নড়-তেলেগু ও মালায়ালম ভাষাতে মুক্তি পাবে সিনেমাটি। ইংরেজদের সঙ্গে লড়াইতে বাংলার প্রথম মহিলা সংগ্রামীর চিত্রনাট্য ফুটে উঠবে সিনেমায়। শ্রাবন্তী ও প্রসেনজিৎ ছাড়াও সিনেমায় দেখা যাবে অর্জুন চক্রবর্তী, বিবৃতি চট্টোপাধ্যায় এবং দর্শনা বণিককে। সিনেমাটি দেখতে অধীর আগ্রহে রয়েছেন দর্শকেরা।

6 months ago