Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Shooting

Tollywood: তীব্র দাবদাহে শ্যুটিং নিয়ে নয়া নির্দেশিকা জারি হতে চলেছে

গ্রীষ্ম (Summer) হোক বা বর্ষা, যেকোনও পরিস্থিতিতেই ছেদ নেই বিনোদনে (Entertainment)। কিন্তু পর্দায় গা ভর্তি গয়না, বেনারসি শাড়ি পরিহিতা যে বিলাসী চরিত্রদের দেখা যায়, বাস্তবে শ্যুটিংয়ের (Shooting) অভিজ্ঞতা কিন্তু অন্যরকম। প্রত্যেক মাসের দ্বিতীয় রবিবার ছাড়া বাকি প্রত্যেকটি দিন ১৪ ঘন্টা শ্যুটিং করতে হয়। এই গরমের মধ্যে ফ্লোরে শক্তিশালী আলোর সামনে কাজ করতে হয় অভিনেতাদের। আবার প্রয়োজনে আউটডোর শ্যুটিংয়েও যেতে হয়। এই পরিস্থিতিতে অভিনেতাদের নিয়ে চিন্তিত 'ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান্স এন্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়া'র সভাপতি স্বরূপ বিশ্বাস। শ্যুটিং নিয়ে একাধিক নতুন নিয়ম তৈরী করতে চাইছেন তিনি।

স্বরূপ রায় জানিয়েছেন, এই গরমে শ্যুটিং করা, আউটডোর শ্যুট করা সত্যিই কষ্টের। তাই তিনি ইতিমধ্যেই প্রযোজক গিল্ড (ডব্লুএটিপি) এবং ইম্পা অর্থাৎ ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স এসোসিয়েশকে  আলোচনায় বসার জন্য মেইল করেছেন। তিনি আবেদন জানিয়েছেন, এই গরমে যেন আউটডোর শ্যুটিং বন্ধ রাখা যায়। একইসঙ্গে দুপুরবেলা শ্যুটিং বন্ধ রাখা হোক, এই আবেদনও জানিয়েছেন।

অন্যদিকে গরমে নাজেহাল হয়ে যাচ্ছেন অভিনেতারা। শরীর ডিহাইড্রেটেড রাখতে প্রচুর পরিমানে জল, ফল এবং ওআরএস জাতীয় পানীয় খাচ্ছেন তাঁরা। প্রত্যেকদিনের শ্যুটিংয়ে এই পরিবর্তন এলে, তাঁরা এই গরমে খানিকটা রেহাই পাবেন।


one year ago
Bhatinda: উরির ধাঁচে ভাটিন্ডার সেনা ছাউনিতে ঘুমন্ত জওয়ানদের উপর গুলি, মৃত ৪ সেনা

বুধবার ভাটিন্ডা (Bhatinda) সেনা ছাউনিতে ঘুমন্ত জওয়ানদের উপর গুলি (Shooting) চালানোর ঘটনা ঘটে। ওই ঘটনায় ৪ সেনা জওয়ানের মৃত্যু (Death) হয়। ঘটনার তদন্ত করতে ভারতীয় সেনার তরফে ভাটিন্ডা সেনা (Army) ছাউনিতে একটি নিরাপত্তা অডিট করা হয়েছে। ইতিমধ্যেই তদন্তে খোঁজ মিলেছে হারানো রাইফেলের। 

জানা গিয়েছে, ভাটিন্ডার এই সেনা ছাউনিকে পঞ্জাবের অন্যতম গুরুত্বপূর্ণ সেনাছাউনি হিসাবে গণ্য করা হয়। কিন্তু সেখানেই এমন ঘটনা। তাই এই ঘটনাকে কেন্দ্র করে উঠে এসেছে নানান প্রশ্ন। এমনকি সেনা জওয়ানদের নিরাপত্তা নিয়েও বেশ প্রশ্ন উঠছে। আরও প্রশ্ন উঠছে, যদি দেশের জওয়ানরাই সুরক্ষিত না থাকেন, তা হলে সাধারণ মানুষ কীভাবে সুরক্ষিত থাকবেন।

থানায় করা এফআইআর অনুযায়ী, যে ইনসাস রাইফেল থেকে গুলি চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে, সেটি সপ্তাহ দুয়েক আগেই ল্যান্স নায়েক মুপদি হরিশকে দেওয়া হয়েছিল। এমনকি ৯ এপ্রিল ওই রাইফেলটি সহ হারিয়ে যায় ২৮ রাউন্ড গুলিও। যেখানে জওয়ানদের দেহগুলি পাওয়া গিয়েছে, সেখান থেকে অনেক খালি কার্তুজ উদ্ধার করা হয়েছিল। সেগুলি ওই খোয়া যাওয়া রাইফেলের বলে এফআইআর-এ উল্লেখ রয়েছে।

অনুমান করা হচ্ছে, সাধারণ পোশাক পরে দুষ্কৃতীরা সেনা ছাউনিতে ঢুকেছিলেন। একটি ইনসাস রাইফেল থেকে গুলি চালানোর পর তাঁরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান। দৌড়ে চলে যান পাশের একটি জঙ্গলের দিকে। তবে এই ঘটনায় সংবাদমাধ্যমকে এক তদন্তকারী সেনা আধিকারিক জানান, ‘‘যদি বহিরাগতরা জড়িত থাকেন, তা হলে তাঁরা কীভাবে ছাউনির কড়া নিরাপত্তা লঙ্ঘন করে ভিতরে ঢুকলেন? ছাউনিতে সব সময় জওয়ানরা টহল দিচ্ছেন। এমনকি দ্রুত পদক্ষেপ করার জন্য পুরো ছাউনি জুড়ে বিশেষ ভাবে দক্ষ সেনা জওয়ানের দল রয়েছে।’’ ওই সেনা আধিকারিক আরও বলেন, ‘‘এটি একটি ফ্রন্টলাইন স্টেশন যা পাকিস্তান থেকে খুব বেশি দূরে নয়। তাই এই সেনা ছাউনির নিরাপত্তা আরও কড়া হওয়া উচিত ছিল।’’

তবে এখনও এই ঘটনা নিয়ে তদন্ত চলছে।

one year ago
Sanjay: শুটিং সেটে বোমা ফেটে গুরুতর আহত সঞ্জয় দত্ত, চোট হাতে, মুখে ও কনুইয়ে

কন্নড় ছবি ‘কেডি’-র সেটে বোমাবিস্ফোরক। গুরুতর আহত (Injured) বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। শুটিং (Shooting) চলাকালীন আচমকাই বিস্ফোরণ ঘটে। বেঙ্গালুরুর আশেপাশে মাগাড়ি রোড এলাকায় বিস্ফোরণ ঘটেছে। জানা গিয়েছে, অভিনেতার হাতে, কনুইয়ে ও মুখে চোট লেগেছে। 

‘কেডি’ ছবির মাধ্যমে সর্বভারতীয় স্তরে পা রাখতে চলেছেন সঞ্জয় দত্ত। কন্নড় ছাড়াও তামিল, তেলুগু, মালয়ালম ও হিন্দি ভাষায় মুক্তি পেতে চলেছে এই ছবি। এমনকি কন্নড় ছবি ‘কেডি’-তেও খলনায়কের চরিত্রে দেখা যেতে চলেছে সঞ্জু বাবাকে। তবে হঠাৎ এই বোমা বিস্ফোরণ এই ছবিতে বাধা হয়ে দাঁড়িয়েছে। সেই জন্যে আপাতত ভাবে শুটিং বন্ধ রয়েছে এই সেটের। ফাইট মাস্টার রবি বর্মার উপস্থিতিতেই চলছিল এই ছবির শুটিং। শুটিং চলাকালীনই সেটে ফেটে যায় বোমা। ঘটনাস্থলে অভিনেতা আহত হওয়ার পর বন্ধ করে দেওয়া হয় ছবির শুটিং। খবর, প্রাথমিক চিকিৎসার পর সুস্থ আছেন অভিনেতা। তবে, তিনি পুরোপুরি সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত শুটিং বন্ধ থাকবে। 


one year ago


Shooting: রীতিমতো লাইভ করে গুলি, ৫ সহকর্মীকে খুনে অভিযুক্ত ব্যাঙ্ককর্মী

গুলি (Shooting) চালিয়ে সহকর্মী-সহ পাঁচ জনকে খুন করার অভিযোগ। এমনকি খুন করার পুরো ঘটনা তিনি সমাজমাধ্যমে লাইভও করেন অভিযুক্ত। ঠিক এমনই অভিযোগ উঠেছে এক ব্যঙ্ককর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আমেরিকার (America) কেনটাকির লুইভিলেতে। ঘটনার জেরে আরও আট জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। ঘটনাস্থলে লুইভিলের পুলিস (Police)। জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যাঙ্ককর্মীর নাম কনর স্টার্জন (২৫)। পেশায় তিনি একজন লুইভিলের ওল্ড ন্যাশনাল ব্যাঙ্কের কর্মচারী ছিলেন। 

সূত্রের খবর, সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ ব্যাঙ্কে গুলি চালানো হয়। তবে গুলি চালানোর খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। তবে ঘটনাস্থলে পুলিসকে দেখে স্টার্জন পুলিসের উপরও গুলি চালাতে শুরু করেন।

পুলিস সূত্রে খবর, দুষ্কৃতী পুলিসের দিকে গুলি চালায়। তাই পুলিস আধিকারিকরা নিজেদের আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায় দুষ্কৃতীর দিকে। যার ফলে পুলিসের গুলিতেই মৃত্যু হয় ওই দুষ্কৃতীর। এরপরই ব্যাঙ্কের ভিতরে ঢুকে মৃতদেহগুলি উদ্ধার করে পুলিস এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় লুইভিলের পুলিস প্রধান জ্যাকলিন গুইন-ভিলারোয়েল জানিয়েছেন, এই পুরো ঘটনাটি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে।

one year ago
Pushpa: ওড়িশায় শ্যুটিং হবে 'পুষ্পা ২'-এর, এখন থেকেই উৎসাহী সাধারণ মানুষ

'পুষ্পা দা রুল' (Pushpa The Rule)-এর মুক্তির অধীর অপেক্ষায় দর্শকরা। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে, সিনেমার দ্বিতীয় পর্বের টিজার এবং আল্লু অর্জুনের প্রথম লুক। এবার সেই সিনেমার শ্যুটিং হতে পারে ওড়িশায়। রিপোর্ট বলছে, ওড়িশার মলকানগিরির স্বভিমান অঞ্চলে সিনেমার ফাইটিং দৃশ্যের শ্যুটিং হবে। প্রযোজক সংস্থা 'মৈত্রী মুভিজ' ইতিমধ্যেই মালকানগিরি কালেক্টর বিশাল সিং এবং এসপির কাছে এই বিষয়ে আবেদন জানিয়েছেন। এই খবর শুনে ইতিমধ্যেই স্বভিমান অঞ্চলের সাধারণ মানুষ ভীষণ খুশি।   

একটি জিপ গাড়িকে ধাওয়া করছে লরি, এমনই একটি দৃশ্যের শ্যুটিং হবে সেখানে। তবে সেই দৃশ্যে আল্লু অর্জুন থাকবেন কিনা তা নিয়ে নিশ্চিৎ নয়। এই দৃশ্যের শ্যুটিং হবে দিনের বেলা। প্রচুর পরিমাণে নিরাপত্তারক্ষী উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে। প্রযোজক সংস্থার ৬ সদস্য ইতিমধ্যেই ওড়িশার বিভিন্ন জায়গা ঘুরে দেখেছেন। সব কিছু ঠিক থাকলে মে মাসের দ্বিতীয় সপ্তাহেই শ্যুটিং শুরু হতে পারে।

চলতি বছরের শেষের দিকে মুক্তি পেতে পারে 'পুষ্পা দা রুল '। আল্লু অর্জুনের পাশাপাশি রশ্মিকা মন্দনা ও ফাহাদ ফাসিল ছাড়াও এই পর্বে দেখা যাবে সাঁই পল্লবীকে। পুষ্পার বোনের চরিত্রে দেখা যাবে তাঁকে।

one year ago


Akshay: অক্ষয় কুমারের শুটিং সেটে বড়সড় দুর্ঘটনা, মৃত অভিনেতার এক সহকর্মী

অভিনেতা অক্ষয় কুমারের (akshay Kumar) শ্যুটিং সেটে মর্মান্তিক দুর্ঘটনা। পরিচালক মহেশ মনজেরেকরের মারাঠি পিরিয়ড ড্রামার শ্যুটিংয়ে ব্যস্ত বলিউডের খিলারি। ছত্রপতি শিবাজীর চরিত্রে দেখা যাবে অক্ষয়কে। ছবির নাম 'বেদাত মারাঠে বীর দৌদালে'। এবার সেই সিনেমার সেটেই মারাত্মক দুর্ঘটনা। মৃত্যু অক্ষয় কুমারের এক সহকর্মীর। প্রয়াত নাগেশ প্রশান্ত খোবোড়ে সেটে ঘোড়া দেখাশোনার দায়িত্বে ছিলেন। সিনেমার সেটে পানহালা ফোর্টের সজ্জা কুঠির থেকে পড়ে যান তিনি। মাথায় ও বুকে আঘাত লাগে। দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে প্রাণে বাঁচানো যায়নি।

জানা গিয়েছে কুঠির ছাদে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন তিনি। তখনই অসতর্কতাবশত পড়ে যান তিনি। জানা গিয়েছে, প্রথমে সিনেমার প্রযোজনা সংস্থার তরফে তাঁর চিকিৎসার খরচ দেওয়ার কথা বলা হয়েছিল। তবে সেই অর্থ পায়নি মৃতের পরিবার। এই বিপত্তি কাটিয়ে সিনেমার কাজ শেষ করতে তৎপর হয়ে উঠেছে প্রযোজনা সংস্থা। চলতি বছর দিওয়ালিতে মুক্তি পাবে সিনেমাটি।

one year ago
Shooting: স্কুলে ঢুকে প্রাক্তন ছাত্রীর এলোপাথারি গুলিতে হত ৬!

গুলিবিদ্ধ (Shooting) হয়ে প্রাণ (Death) হারাল ছয় জন। আমেরিকার (America) ন্যাশভিলের এক বেসরকারি স্কুলের এই ঘটনায় মৃতদের মধ্যে স্কুলের পড়ুয়াও রয়েছে। ন্যাশভিল মেট্রোপলিটন পুলিস সূত্রে খবর, সোমবার সকালে কোভিন্যান্ট স্কুলে হঠাত্ করেই এক বন্দুকবাজ ঢুকে পড়ে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। সেই গুলিতে মৃত্যু হয় ওই স্কুলের তিন পড়ুয়ার। পুলিসের অনুমান, আততায়ী এক কিশোরী, সে ওই স্কুলের প্রাক্তন ছাত্রী। পুলিসের পাল্টা গুলিতে তারও নাকি মৃত্যু হয়েছে। এই স্কুলে এখনও প্রায় ২০০ জন পড়ুয়া রয়েছে। 

স্কুল কর্তৃপক্ষ গুলিবিদ্ধ পড়ুয়াদের মোনরো কারেল শিশু হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষরক্ষা হল না, চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। ন্যাশভিলের দমকল দফতর সমাজমাধ্যমে জানান, গুলিতে আহত আরও অনেকেই সেই হাসপাতালে চিকিৎসাধীন।

one year ago
America: ধর্মীয় স্থানে গুলি চালনা ক্যালিফোর্নিয়ায়, জখম দুই! তদন্তে পুলিস

আমেরিকার (America) গুরুদ্বারে চলল গুলি, গুরুতর জখম দু'জন। সূত্রের খবর, প্রাথমিক অনুমান করা হয়েছে যে, এই ঘটনা বিদ্বেষমূলক ঘটনার সঙ্গে জড়িত নয়। তবে তাঁদের গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থা বেশ আশঙ্কাজনক। ক্যালিফোর্নিয়ার স্যাক্রেমেন্টোর একটি গুরুদ্বারে রবিরার বেলা আড়াইটে নাগাদ এই ঘটনা ঘটেছে। সেখানে দুই ব্যক্তির মধ্যে কোনও ঝামেলার কারণেই এই ঘটনা। তবে ঠিক কোন বিষয়ে এই ঘটনা গোলা-গুলি পর্যন্ত গড়ায়, তা এখনও জানা যায়নি।

স্যাক্রেমেন্টোর শেরিফ সংবাদমাধ্যম জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ার স্যাক্রেমেন্টোর এক গুরুদ্বারে দুজন মানুষ একে অপরকে গুলি করে। এই দুই ব্যক্তি একে অপরকে চিনতেন ও কোনও কারণে ঝগড়ার কারণেই তাঁরা একে অপরকে গুলি করেছেন। ঘটনাটিকে 'হেট ক্রাইম' হিসাবে বিবেচনা করেনি মার্কিন পুলিস। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

স্যাক্রেমেন্টো কাউন্টি শেরিফের দফতরের মুখপাত্র অমর গান্ধী দাবি করেছেন, ঝামেলাটি তিনজনের মধ্যে শুরু হয়েছিল। তার জেরেই গুলি চলেছে। প্রথম সন্দেহভাজন ব্যক্তি দ্বিতীয় সন্দেহভাজনের বন্ধুকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা দ্বিতীয় সন্দেহভাজন ব্যক্তি প্রথমজনকে লক্ষ্য করে গুলি চালিয়ে সেখান থেকে পালিয়ে যান। তিনি আরও জানিয়েছেন, ওই ঘটনায় যাঁরা যুক্ত ছিলেন, তাঁরা প্রত্যেকেই একে অপরকে চিনতেন বলে মনে করা হচ্ছে।

one year ago


RRR: অস্কার পর্ব অতীত, 'আরআরআর-টু' সিনেমার শ্যুটিং সূচি জানুন

'আরআরআর' (RRR) সিনেমার দ্বিতীয় পর্বের শ্যুটিং শুরু হতে চলেছে শীঘ্রই। দক্ষিণী ছবি পাড়ায় কান পাতলে আপাতত সেই গুঞ্জনই শোনা যাচ্ছে। এসএস রাজামৌলি (SS Rajamouli) পরিচালিত 'আরআরআর' ছবির প্রথম পর্ব ব্যাপক সাফল্য পেয়েছে। ঠিক যেভাবে বাহুবলীর দ্বিতীয় পর্ব এসেছিল, সেভাবেই এই ছবিরও দ্বিতীয় পর্ব আসবে বলে মনে করছেন দর্শকরা। ২০২২ সালেই 'RRR' সিনেমার দ্বিতীয় পর্বের চিত্রনাট্য নির্মাণের কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছিল।চলতি বছরে শ্যুটিং শুরু হবে বলে কানাঘুষো।

গত এক বছর ধরে রাজামৌলী পরিচালিত 'আরআরআর' সুনাম অর্জন করেছে। শুধুমাত্র ভারত নয়, বিশ্ব দরবারেও প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। গোল্ডেন গ্লোব, দাদা সাহেব ফালকে, অস্কারের মতো পুরস্কার রয়েছে এই সিনেমার ঝুলিতে। প্রবল জনপ্রিয়তা পেয়েছে 'নাটু নাটু' গানটি। সেই গানের কোরিওগ্রাফার প্রেম রক্ষিত আবারও সিনেমার পরিচালকের সঙ্গে কাজ করছেন বলে খবর।

জানা যাচ্ছে, দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি তবে আগামী দুই মাসেই শুরু হতে পারে সিনেমার শ্যুটিং। এবারে কোন গানে পা মেলাতে দেখা যাবে এনটিআর জুনিয়র ও রাম চরণ তেজাকে? সিনেমায় কোন চমক লুকিয়ে থাকবে? তা জানতে অধীর আগ্রহে রয়েছেন দর্শকেরা। যদিও এই বিষয়ে মুখ খোলেননি পরিচালক। মুখ খোলেননি অভিনেতারাও।


one year ago
Amitabh: যন্ত্রণায় বিদ্ধ আমিতাভ! হায়দরাবাদে শ্যুটিং সেটে পাঁজরে চোট বিগ বি-র

আবারও শ্যুটিং সেটে গুরুতর চোট পেলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। হায়দরাবাদে (Hyderabad) অ্যাকশন দৃশ্যের শ্যুট (Action Shooting) চলাকালীন পাঁজরে চোট পেলেন বিগ বি। 'প্রোজেক্ট কে' (Project K) সিনেমার শ্য়ুটিং চলছিল বলে নিজেই ব্লগে জানিয়েছেন তিনি। বুকের পাঁজরের তরুণাস্থি ছিঁড়ে গিয়েছে। এরই সঙ্গে ছিঁড়েছে ডান পাঁজরের পেশি।

আপাতত তিনি মুম্বইয়ের বাড়িতে বিশ্রামে রয়েছেন। অভিনেতা জানিয়েছেন, শ্যুটিং বাতিল করে দিতে হয়েছে। কারণ চোট সারিয়ে উঠতে তাঁর কয়েক সপ্তাহ সময় লাগবে বলে চিকিৎসকরা জানিয়েছেন। হায়দরাবাদের এআইজি হাসপাতালে সিটি স্ক্যান করিয়েছেন বিগ বি। চিকিৎসকরা তাঁকে আপাতত সম্পূর্ণ বিশ্রাম নিতে বলেছেন।

ব্লগে অমিতাভ বচ্চন লিখেছেন, 'হ্যাঁ যন্ত্রণা হচ্ছে। নড়াচড়া করলে বা শ্বাসপ্রশ্বাস নিলে। স্বাভাবিক হতে কয়েক সপ্তাহ লাগতে পার। ব্যথার জন্য ওষুধপত্র চলছে।' তবে তিনি এও জানান, প্রয়োজনে হাঁটাচলা করতে পারছেন। হাঁটতে গেলে বুকে ব্যথা অনুভব হচ্ছে বলে ব্যান্ডেজ করে দিয়েছেন চিকিৎসকরা।

উল্লেখ্য, এর আগেও শুটিং সেটে চোট পেয়েছিলেন অমিতাভ। ১৯৮২ সালে ‘কুলি’ ছবির শুটিং-এ তলপেটে আঘাত পেয়েছিলেন। সে সময় বেশ কয়েক সপ্তাহ হাসপাতালে থাকতে হয়েছিল বিগ-বি কে। সোমবার সকালে এই খবর আসতেই ভক্তরা দ্রুত সুস্থতা কামনা করেন।

one year ago


US: আমেরিকাজুড়ে বন্দুকবাজদের তিনটি পৃথক হামলা, মৃত অন্তত ৯! গুরুতর জখম একাধিক

ফের আমেরিকায় (America) বন্দুকবাজের হামলা (Shooting)। তিনটি পরপর হামলায় মৃত্যু হয়েছে নয় জনের। গত শনিবার ক্যালিফোর্নিয়ায় (Caifornia) চলছিল চাইনিজ লুনার নিউ ইয়ারের অনুষ্ঠান। সেই অনুষ্ঠান চলার সময় চলে গুলি। ওই গুলি চালনার ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছিল। ১৬ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার আচমকা আমেরিকার আইওয়া প্রদেশের ডেস মোইনেস শহরের একটি যুব প্রশিক্ষণ কেন্দ্রে হানা দেয় বন্দুকবাজরা। স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। দুষ্কৃতীদের গুলিতে জখম হন দুই ছাত্র-সহ তিন জন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক ছিল। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা চলাকালীন ওই দুই ছাত্রের মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় শিক্ষকের চিকিৎসা চলছে।

ঘটনার পর স্কুল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ওই বন্দুকবাজদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিস। বিশেষ সূত্র মারফত খবর পেয়ে একটি গাড়ি আটক করে পুলিস। তিন সন্দেহভাজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

অন্যদিকে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হাফ মুন বে শহরের কৃষি কেন্দ্রে দুটি পৃথক গুলিতে অন্তত সাতজন নিহত হয়েছেন। তিন দিনের মধ্যে এটি ছিল রাজ্যে দ্বিতীয় হামলা। সূত্রের খবর, একটি স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় চারজনকে মৃত এবং পঞ্চমজন আহত অবস্থায় পাওয়া গিয়েছে। আরও তিনজনকে কয়েক মাইল দূরে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

one year ago
Brazil: কিশোর বন্দুকবাজের তাণ্ডব ব্রাজিলের দুই স্কুলে, এক শিশু-সহ নিহত ৩

শুক্রবার ব্রাজিলের (Brazil) এসপিরিতো সান্তো (Espirito Santo) প্রদেশের দুটি স্কুলে বন্দুকধারী কিশোরের হামলা (Shooting)। গুলিতে এক শিশু-সহ মৃত্যু (Death) তিনজনের। স্থানীয় পুলিস সূত্রে খবর, আহত হয়েছেন অন্তত আটজন। রাজ্যের রাজধানী ভিটোরিয়া থেকে প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) উত্তরে অবস্থিত ছোট শহর আরাক্রুজ টাউনের দু’টি স্কুলে স্থানীয় সময় সকাল ১০টার দিকে হামলার ঘটনাটি ঘটে।

কর্মকর্তারা জানিয়েছেন, সামরিক পোশাক পরা এক অজ্ঞাত পরিচয় কিশোর স্কুল দুটিতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। একটি বেসরকারি এবং একটি সরকারি স্কুল ছিল। ঘটনার পর থেকেই নিখোঁজ ছিল ওই বন্দুকবাজ কিশোর। পরে আটক করে পুলিস।

স্থানীয় পুলিস বলেছে যে, তারা প্রাথমিকভাবে সন্দেহ করেছিল যে বন্দুকধারী হামলাকারী স্কুলের একজন প্রাক্তন ছাত্র। তবে এসপিরিতো সান্তোর জননিরাপত্তা বিভাগের প্রধান মার্সিও সেলান্তে সাংবাদিকদের বলেছেন যে, সে বিষয়টি এখনও নিশ্চিত নয়।

এসপিরিতো সান্তোর গভর্নর রেনাতো কাসাগ্রান্ডে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। এবং তিনি লেখেন, “আরাক্রুজের দুটি স্কুলে কাপুরুষোচিত হামলা চালিয়েছে এক কিশোর। তাকে আটক করেছে নিরাপত্তারক্ষীরা। নিহতদের শ্রদ্ধা জানাতে তিনদিনের শোকপালন করা হবে। কেন এই হামলা চালানো হয়েছে তা জানতে তদন্ত শুরু করা হয়েছে।” 

পাবলিক সিকিউরিটি অফিস এক বিবৃতিতে বলেছে, ইতিমধ্যে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একজন আহত ব্যক্তিকে হেলিকপ্টারে করে আরাক্রুজ থেকে প্রায় ৬০কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটি বৃহত্তর শহর সেরাায় নিয়ে যেতে হয়েছিল।

one year ago
Ranbir Kapoor: আদরের মেয়েকে রেখে কোথায় গেলেন রণবীর কাপুর?

এইতো সেদিন কোল আলো করে এল সে। তারপর মা আলিয়াকে (Alia Bhatt) পাশে বসিয়ে তাঁকে বুকে জড়িয়ে ধরে বাড়িতেও ফিরে এলেন তিনি। কিন্তু মাত্র একদিনের মধ্যেই লিটল প্রিন্সেসকে ছেড়ে কোথায় গেলেন রণবীর কাপুর (Ranbir Kapoor)? জল্পনার সঙ্গেই অবশ্য ফ্যানেদের জন্য এল সুখবরও। কারণ ফের ঋষি-পুত্রকে (Rishi Kapoor) দেখা যেতে চলেছে কাজের ময়দানে। পর্দায় কামব্যাকের জন্য আবার কোমর বেঁধে লেগে পড়েছেন তিনি।

উল্লেখ্য, গত রবিবারেই বাবা হয়েছেন রণবীর কাপুর। মুম্বইয়ের এক নামকরা হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া ভাট। তারপর থেকেই খুশির জোয়ারে ভেসে গিয়েছে গোটা কাপুর পরিবার। আর আলিয়া ভাট অন্তঃস্বত্তা হওয়ার কিছুদিন পর থেকেই কাজ থেকে সাময়িক বিরতি নিয়ে স্ত্রীকেই বেশিরভাগ সময় দিয়েছেন রণবীর। তবে এবার ফের  কাজে ফেরার পালা। তাই সদ্যোজাত মেয়েকে মা আলিয়ার কাছেই ছেড়ে ফের শ্যুটিং ফ্লোরে ফিরছেন রণবীর। জানা গিয়েছে, আগামী ১৭ নভেম্বর সেটে ফিরবেন তিনি। 'অ্যানিম্যাল' ছাড়াও আরও দুটি সিনেমা হাতে রয়েছে রণবীরের।

প্রসঙ্গত, রণবীর কাপুরকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছে পরিচালক অয়ন মুখোপাধ্যায় নির্মিত হাই গ্রাফিক্স সিনেমা 'ব্রহ্মাস্ত্র'তে। সেখানে প্রথমবার পর্দায় একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে দেখ গিয়েছে রণবীর এবং আলিয়াকে। তবে চলতি বছর শুরুর দিকে রণবীর কাপুরকে 'সামশেরা' ছবিতেও দেখা গিয়েছে। তবে সেই সিনেমা বক্স অফিসে খুব একটা ভালো কিছু করতে না পারলেও হিট হয়েছে 'ব্রহ্মাস্ত্র'।

one year ago


Uttar Pradesh: স্ত্রীকে হেনস্থা! প্রতিবাদ করায় স্বামীকে মার, চলে গুলিও, গ্রেফতার অভিযুক্ত

দেশের কোনও প্রান্তেই সুরক্ষিত নন মেয়েরা, মহিলারা। বিভিন্ন সময় লোভ-লালসার শিকার হতে হয় তাঁদের। সম্প্রতি স্বামীর সামনেই স্ত্রীকে হেনস্থা (Harassment) করার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। প্রতিবাদ করায় স্বামীকে হেনস্থাকারীর হাতে নিগ্রহের শিকার হতে হয়। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আগরায়। অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার (Arrest) করেছে পুলিস।

অভিযোগ করা হয় কালিন্দী বিহারের বাসিন্দা পাপ্পু চৌহানের বিরুদ্ধে। ওই মহিলাকে দেখে তিনি দীর্ঘদিন ধরেই নানারকম অশ্লীল অঙ্গভঙ্গিও করতেন। একপ্রকার হেন্সথার শিকার হতেন ওই গৃহবধূ।  এরপর ওই মহিলা এই ঘটনার কথা তাঁর স্বামীকে জানান। স্বামী সব শুনে অভিযুক্ত পাপ্পুর সঙ্গে কথা বলতে যান। তখনই উল্টে পাপ্পু তাঁকে মারধর শুরু করেন বলে অভিযোগ। শূন্যে কয়েক রাউন্ড গুলিও চালানো হয়। আর তা সিসিটিভিতে ধরা পড়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন পোর্টাল।

জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে। মহিলা থানার দারস্থ হন। এবং লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সোমবার পাপ্পুকে গ্রেফতার করে পুলিস।

2 years ago
Entally: ফের গুলি চালানোর ঘটনা শহর কলকাতায়, গুরুতর জখম মূক ও বধির প্রৌঢ়

ফের গুলি রাতের কলকাতাতে (Kolkata), গুলিবিদ্ধ এক প্রতিবন্ধী প্রৌঢ়। ঘটনাটি এন্টালি (Entally) থানার পটারি রোডের। জানা যায়, মঙ্গলবার রাত পৌনে এগারোটা নাগাদ পটারি রোডের ভাইয়ের বাড়ি থেকে রাতের খাবার খেয়ে দাদার দোকানে ঘুমাতে যাচ্ছিলেন মূক ও বধির বছর ৬৩ এর রতন কুমার সাধুখাঁ। বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে গলির মধ্যেই হঠাৎ গুলিবিদ্ধ হন তিনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধের পেটে গুলি লেগেছে। গুলি লাগার পর ওই বৃদ্ধ দৌড়ে নিজের বাড়িতে গিয়ে আশ্রয় নেন। তাঁর আত্মীয়রা এন্টালি থানার পুলিসকে খবর দিলে এন্টালি থানার পুলিস এবং তাঁর আত্মীয়-প্রতিবেশীরা তাঁকে এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।

আত্মীয়দের প্রাথমিক অনুমান, সম্ভবত অন্য কাউকে গুলি করতে গিয়েই প্রতিবন্ধী এই বৃদ্ধকে গুলি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীপক দাস নামে এক তৃণমূল কর্মী যখন বাইক নিয়ে যাচ্ছিলেন তখন স্থানীয় বাসিন্দা তাপস নস্কর তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। সেগুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ঐ বৃদ্ধের পেটে গিয়ে লাগে। দীপক দাস এবং তাপস নস্কর দুজনেই তৃণমূল কংগ্রেস কর্মী এবং ইমারতি ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে।

ঘটনার পর থেকেই এন্টালি থানার বিরাট পুলিস বাহিনী এলাকায় রয়েছে। আসেন ডিসি (ESD) প্রিয়ব্রত রায়। 

ইতিমধ্যেই পুলিস তদন্ত শুরু করেছে। কী কারণে এই গুলি চলার ঘটনা খতিয়ে দেখচ্ছে পুলিস। এদিকে হাসপাতাল সূত্রে খবর, আপাতত স্থিতিশীল রতন বাবু।

2 years ago