Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Sealdah

Train:কাকিনাড়া স্টেশনে প্রায় আধঘন্টা দাঁড়িয়ে নৈহাটি লোকাল, এখন স্বাভাবিক পরিষেবা

সপ্তাহের শেষ কাজের দিনে অফিসে বেরিয়ে বিপাকে নিত্যযাত্রীরা। শুক্রবার পৌনে দশটা নাগাদ হঠাৎ কাকিনাড়া স্টেশনে ঢুকে প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে থাকে ডাউন নৈহাটি লোকাল। ঘোষিত সূচির প্রায় পনেরো মিনিট পরে ছেড়েও যান্ত্রিক ত্রুটিতে দাঁড়িয়ে যায় ট্রেনটি। এমনটাই স্টেশন মাস্টার সূত্রে খবর। কাকিনাড়ায় এভাবে প্রায় আধ ঘন্টা ট্রেন দাঁড়িয়ে থাকার পর ফের শিয়ালদহের উদ্দেশে রওয়ানা দেয় নৈহাটি লোকাল। 

এই বিপত্তির কারণে পরপর বেশ কিছু ট্রেন লেটে চলতে শুরু করে। দিনের ব্যস্ত সময়ে এই ট্রেন লেটের কারণে বিপাকে পড়েন নিত্যযাত্রী থেকে কলেজ পড়ুয়ারা। যদিও এখন শিয়ালদহ-নৈহাটি শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক বলেই খবর।


one year ago
Sealdah: শিয়ালদহ স্টেশন সংলগ্ন এটিএম-এ আগুন, ভস্মীভূত দুটি এটিএম মেশিন

শিয়ালদহ স্টেশনের (Sealdah Station) ২১ নম্বর প্লাটফর্মের সামনে ইন্ডিয়া ওভারসিস ব্যাঙ্কের (Indian Overseas Bank) এটিএম-এ আগুন (ATM Fire)। পাশে থাকা পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এটিএম-এও ছড়িয়ে পড়ে সেই আগুন। দুটি এটিএম-ই আগুনে পুড়ে প্রায় ভস্মীভূত হয়ে গিয়েছে। ঠিক কত টাকা আগুনে পুড়ে গিয়েছে  তা এখনও জানা যায়নি। তবে একটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনার জেরে আতঙ্কিত রেল যাত্রীরা। 

প্রাথমিকভাবে রেল কর্মীদের অনুমান, এসির শট সার্কিট থেকেই আগুন লাগে এটিএম মেশিন গুলিতে। জানা গিয়েছে, পর্যাপ্ত পরিমাণ টাকা মজুত ছিল ওই দুই এটিএম মেশিনে। তবে ঠিক কত পরিমাণ টাকা পুড়ে গিয়েছে তা রেল কর্মীদের কাছে পরিষ্কার নয়।

উল্লেখ্য, কয়েক মুহূর্তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কীভাবে আগুন লাগল তা তদন্ত করে দেখছে দমকলকর্মীরা।

one year ago
Rail: ট্রেনের ধাক্কা, বজবজ-নুঙ্গির মাঝে রেললাইনে উদ্ধার যুবক-যুবতীর দেহ!

বজবজ-শিয়ালদা শাখায় বজবজ এবং নুঙ্গির মাঝে রেললাইনে উদ্ধার অল্পবয়সী দু'জনের দেহ। ট্রেনের ধাক্কায় মৃত ২, মৃতদের একজন যুবক, অন্যজন যুবতী। বজবজ থেকে শিয়ালদহগামী লোকালের ধাক্কায় এই মর্মান্তিক ঘটনা বলে দাবি স্থানীয়দের। তবে এটা আত্মহত্যা না নিছক দুর্ঘটনা? সে বিষয়ে স্পষ্ট জানাতে পারেনি স্থানীয়রা। সকাল প্রায় সাড়ে ১১টা নাগাদ ১৩ নম্বর রেলগেট লাগোয়া আপ-ডাউন লাইন দিয়ে  একইসময়ে একটি ট্রেন বজবজের দিকে যাচ্ছিল, আরও একটি ট্রেন নুঙ্গি আসছিল। সেই সময় শিয়ালদহগামী ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা।

যাঁদের মৃতদেহ উদ্ধার হয়েছে, তাঁরা স্থানীয় নয়। এমনটাই দাবি করেন স্থানীয় এক ব্যক্তি। সম্ভবত রেল লাইন দিয়ে হাঁটার সময় কোনওভাবে ট্রেন আসার শব্দ শুনতে না পেয়ে এই দুর্ঘটনা, মনে করছেন স্থানীয়রা। এদিকে, স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে রেল পুলিস এবং আরপিএফ।

one year ago


Sealdah: শিয়ালদহে রানাঘাট লোকালের ধাক্কায় লাইনচ্যুত কারশেডগামী ট্রেন, চূড়ান্ত যাত্রী ভোগান্তি

অল্পের জন্য বড়সড় রেল দুর্ঘটনা (Rail Accident) থেকে রক্ষা শিয়ালদহ মেইন সেকশনের (Sealdah Main Section)। শিয়ালদহ কারশেডের মুখেই লাইনচ্যুত (derail Train) কারশেডগামী একটি ট্রেন। জানা গিয়েছে, রানাঘাটগামী একটি লোকালের সঙ্গেই ধাক্কা লেগে এই দুর্ঘটনা। ধাক্কার অভিঘাতে তুবড়ে গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত লোকালের মোটর ম্যানের কেবিন। পূর্ব রেল সূত্রে খবর, এই ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি। কীভাবে এই দুর্ঘটনা। জানতে তদন্ত কমিটি গঠন করেছে পূর্ব রেল। একদিনের মধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

একটি লোকাল লাইনচ্যুত হওয়ায় সাময়িক ভাবে ব্যাহত শিয়ালদহ উত্তর শাখার ট্রেন চলাচল। বহু মানুষকে লাইন ধরে হেঁটেই শিয়ালদহ স্টেশনে পৌঁছতে দেখা গিয়েছে। চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা। দুর্ঘটনাস্থল ঘিরে রেখেছে আরপিএফ, মাইকিং করে সতর্ক করা হচ্ছে লাইনে থাকা যাত্রীদের। অবিলম্বে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনকে লাইন থেকে সরিয়ে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টায় রেলের ইঞ্জিনিয়াররা। পাশাপাশি কিছুটা এগিয়ে গিয়ে দাঁড়িয়ে রয়েছে রানাঘাট লোকালটিও। জানা গিয়েছে, ৬,৭ এবং ৮ নম্বর লাইন ধরে কোনও আপ এবং ডাউন ট্রেনকে শিয়ালদহে ঢুকতে দেওয়া হচ্ছে না।


দুর্ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, প্ল্যাটফর্ম ছেড়ে কিছুটা এগোতেই ধাক্কা লাগে। দুটি ট্রেনই ঘষটে ঘষটে কিছুটা এগিয়ে যায়। ধুয়োয় ভরে যায় এলাকা। আতঙ্কে আমরা ট্রেন থেকে নেমে পড়ি।

সিগনালিং সমস্যা না চালকের গাফিলতি, এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে নিত্যযাত্রীদের। প্রায় আধ ঘণ্টা বেশি সময় ট্রেন দাঁড়িয়ে থাকায় পায়ে অপেক্ষা করতে না পেরে হেঁটে শিয়ালদহ পৌঁছন নিত্যযাত্রীরা। স্টেশনে দাঁড়িয়েও প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে অপেক্ষায় যাত্রীরা। বিধাননগর থেকেও অনেক যাত্রীকে হেঁটে শিয়ালদহে আসতে দেখা গিয়েছে। জানা গিয়েছে ১২টার কিছু আগে ঘটেছে এই দুর্ঘটনা, একটা বিকট শব্দও শোনা গিয়েছে।

one year ago
Metro: ডিসেম্বর থেকে বাড়ছে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা, কমছে দুই মেট্রোর অন্তর

পয়লা ডিসেম্বর থেকে বাড়ছে ইস্ট-ওয়েস্ট মেট্রো (East West Metro) পরিষেবা। মাস ঘুরলেই সন্ধ্যার ব্যস্ত সময়ে ১৫ মিনিটের জায়গায় ১২ মিনিট অন্তর মিলবে মেট্রো (kolkata Metro)। পাশাপাশি ডিসেম্বর থেকেই এই লাইনে ৫৩ জোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে। রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কলকাতা মেট্রো। এই মুহূর্তে ইস্ট-ওয়েস্ট লাইনে অর্থাৎ সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ (Sector v to Sealdah) পর্যন্ত ৫০ জোড়া মেট্রো চলে। সেই সংখ্যা বেড়ে ৫৩ জোড়া অর্থাৎ ১০৬টি হচ্ছে বলেই জানিয়েছেন ওই বিজ্ঞপ্তি।

তবে দিনের প্রথম মেট্রো এবং শেষ মেট্রোর সময়ের কোনও বদল নেই। এমনটাই মেট্রোর জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ। এদিকে, সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো চালু হওয়ার পর ব্যাপক হারে বেড়েছে যাত্রী সংখ্যা। সেই যাত্রী চাপ সামাল দিতেই মেট্রো সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত।  

one year ago


Sealdah: দিনদুপুরে শিয়ালদহে স্টেশনে পুলিসের গাড়িতে হঠাৎই আগুন, অনুমান শটসার্কিটের

শিয়ালদহ স্টেশনের (Sealdah Station) বাইরে দাঁড়িয়ে থাকা পুলিসের একটি গাড়িতে (Police Van) হঠাৎই আগুন। শনিবার সকাল ১১টা ২০ নাগাদ এই অগ্নিসংযোগের (Fire Incident) ঘটনা ঘটে। দমকলের দুটি ইঞ্জিন ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় গাড়িটি। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও দুটি বাইক। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই গাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা। তবে পিছনে অন্য কেউ রয়েছে কিনা খতিয়ে দেখতে স্টেশন চত্বরের সিসিটিভি খতিয়ে দেখছে পুলিস। 

প্রথমে গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে ক্ষতিগ্রস্ত গাড়িটি। পাশাপাশি গাড়ির ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ সরিয়ে নিরাপদে নিয়ে যাওয়া হয়েছে গাড়িটি। দিনের ব্যস্ত সময়ে জনবহুল শিয়ালদহ স্টেশন চত্বরে এই অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাভাবিক কারণেই চাঞ্চল্য ছড়িয়েছিল। যদিও পুলিস এবং দমকলের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।

one year ago
Murder: চলন্ত ট্রেনে ব্যবসায়ীকে এলোপাথাড়ি ধারালো অস্ত্রের কোপ, চাঞ্চল্য

সাত সকালেই মর্মান্তিক ঘটনা। ভোরের চলন্ত লোকাল ট্রেনে ব্যবসায়ীকে (businessman) এলোপাথাড়ি ধারালো অস্ত্রের কোপ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শিয়ালদহ (Sealdah) দক্ষিণ শাখার দেউলা ষ্টেশনে।

জানা যায়, আহত ব্যক্তি বছর ৩৮ এর মসিয়ার জমাদার, নেতড়ার বাসিন্দা। রবিবার  ভোর ৫ টা ৪০ মিনিটে নেতড়া স্টেশন থেকে শিয়ালদহ আপ লোকাল ট্রেনে চেপে গড়িয়ার উদ্দেশ্য রওনা দিয়েছিলেন মসিয়ার জমাদার। নেতড়া স্টেশন থেকে ট্রেন ছাড়লে ট্রেনের কামরায় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে মসিয়ার জমাদারের উপর চড়াও হয় বেশ কয়েকজন দুষ্কৃতী। এছাড়াও এলোপাথাড়ি কোপ মারতে থাকে মসিয়ার জমাদার এ উপর বলেই অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ট্রেনের কামরায়। এরপর দেউলা ষ্টেশন এলে ট্রেন থেকে নেমে দুষ্কৃতীরা চম্পট দেয় বলেই জানায় প্রত্যক্ষদর্শীরা।

অন্যদিকে ট্রেনের যাত্রীরা আশঙ্কাজনক অবস্থায় মসিয়ার জমাদারকে উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে কলকাতায় স্থানান্তরিত করেন।

পরিবার সূত্রে জানা যায়, মসিয়ার জমাদার পুরোনো জিনিসপত্র কেনাবেচার ব্যবসা করেন। গড়িয়াতে তাঁর দোকান রয়েছে। নিত্যদিনের মত রবিবার ভোর ৫ টা ৪০ মিনিটের শিয়ালদহ আপ লোকাল ট্রেনে ওঠেন তিনি। সেই সময় দুষ্কৃতীরা তাঁর পেছনে ধাওয়া করে ট্রেনে চাপে। তবে ঘটনার পেছনে পুরোনো কোনও শত্রুতা রয়েছে বলে জানায় মসিয়ার জমাদারের পরিবার। তবে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার জিআরপি থানার পুলিস। 

2 years ago
Train: বনগাঁ-শিয়ালদহ শাখায় ফের চলন্ত ট্রেনে উড়ে এল পাথর! গুরুতর জখম এক যাত্রী

ফের বনগাঁ-শিয়ালদহ (Bangaon-Sealdah) শাখায় চলন্ত ট্রেনে (train) রেল যাত্রীকে উদ্দেশ্য করে পাথর ছোড়ার ঘটনা। সাত সকালের এমন ঘটনায় গুরুতর জখম (seriously injured) এক যুবক। জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বনগাঁ থেকে শিয়ালদহগামী একটি ডাউন ট্রেন সংহতি স্টেশন ছাড়ে। এরপর হাবড়ার কাছাকাছি ৩০ নম্বর রেলগেট লাগোয়া এলাকায় ট্রেন আসতেই আচমকা চলন্ত ট্রেনে রেললাইন থেকে ছুটে আসে পাথর। পাথরের আঘাতে গুরুতর জখম হন ট্রেনের গেটের পাশে দাড়িয়ে থাকা এক যাত্রী।

জানা যায়, ওই আহত যাত্রী চাঁদপাড়ার বাসিন্দা, বছর ২৮ এর পীযুষ সাহা। এরপরে ট্রেন হাবড়া প্লাটফর্মে এলে ট্রেনে থাকা অন্যান্য রেল যাত্রীদের সহযোগিতায় রক্তাক্ত অবস্থায় যুবককে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পাথরের আঘাতে যুবকের নাকের মধ্যে গভীর ক্ষত এবং অতিরিক্ত মাত্রায় রক্তক্ষরণ হয়েছে। আর এইজন্যই হাবরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পরেই উন্নত চিকিৎসার জন্য যুবককে কলকাতা আরজিকর হাসপাতালে রেফার করা হয়। জিআরপি সূত্রে জানা যায়, আহত যুবকের বাড়ি গাইঘাটা থানার চাঁদপাড়া বাজার এলাকায়। এদিন ঠাকুরনগর থেকে তিনি বনগাঁ-শিয়ালদহগামী ট্রেনে করে কলকাতার দিকে ব্যক্তিগত কাজে যাচ্ছিলেন, তখনই ঘটে এই দুর্ঘটনা।

তবে কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে তদন্তে নেমেছে জিআরপি এবং আরপিএফ। অন্যদিকে ফের একবার বনগাঁ-শিয়ালদহ শাখায় রেল যাত্রীদের উপর পাথরের হামলার ঘটনায় রেল যাত্রীদের নিরপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এই ঘটনার পরে নিত্যযাত্রীরা জানান, ট্রেনে নিয়মিত যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তার আশঙ্কা রয়েই গিয়েছে। পাশাপাশি যাত্রী পরিষেবা সু-নিশ্চিত করার ক্ষেত্রে রেল আধিকারিক এবং রেল প্রশাসনকে আরও সজাগ দৃষ্টি রাখার আবেদন জানিয়েছেন তাঁরা।

2 years ago


Rail: লাইনে ফেন্সিং দেওয়ার প্রতিবাদ, দিনের ব্যস্ত সময়ে দত্তপুকুরে রেল অবরোধ, সমস্যায় যাত্রীরা

রেললাইন (rail line) পারাপারের রাস্তায় আচমকাই বেড়া লাগানোয় প্রতিবাদে সরব স্থানীয় বাসিন্দারা। সকাল থেকেই ঘটনাকে ঘিরে উত্তেজনা বনগাঁ-শিয়ালদহ (Bangaon-Sealdah) রেলপথের দত্তপুকুরে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পর থেকেই দত্তপুকুরে (Dattapukur) রেল অবরোধ করে বিক্ষোভে (protest) সরব হন স্থানীয়রা। এর জেরে হয়রানির শিকার হন নিত্যযাত্রীরা। উত্তেজনা বাড়তেই ঘটনাস্থলে এসে পৌঁছয় রেল পুলিস (rail police)। রেল পুলিস বিক্ষোভকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে অবরোধ তুলতে সক্ষম হয়।

স্থানীয়রা জানান, ১০০ বছরের পুরোনো একটি গ্রাম। যেখানে যাতায়াতের একমাত্র রাস্তা রেললাইন পারাপার করেই। নেই কোনও ব্রিজ। বারবার প্রশাসন থেকে স্থানীয় নেতৃত্বদের জানিয়েও মেলেনি সুরাহা। 

রেল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার স্টেশন সংলগ্ন এলাকায় বেড়া দিয়েছিল রেল কর্তৃপক্ষ। আর তার জেরেই এই অবরোধ। তবে স্থানীয়দের অভিযোগ, এভাবে বেড়া দেওয়া হলে অসুবিধায় পড়তে হবে তাঁদের। এই রেললাইন দিযেই যাতায়াত তাঁদের। ওই বেড়ার কিছু অংশ খোলা রাখার দাবি করেছেন তাঁরা।

এদিকে, অবরোধের জেরে বনগাঁ-শিয়ালদহ রেলপথে আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যহত হয়েছিল।

2 years ago
Metro: পাতাল রেলের লাভের অঙ্ক ৫ কোটি পার! পুজোর ৫ দিন ৩৯ লক্ষের বেশি যাত্রী বহন মেট্রোর

পুজোর ছয় দিন ৩৯ লক্ষের বেশি যাত্রী বহন করেছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। রীতিমতো প্রেস বিবৃতি দিয়ে জানালো কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। পঞ্চমী-দশমী (Durga Puja 2022) পর্যন্ত ৩৯ লক্ষ ২০ হাজার ৭৮৯ জন যাত্রী মেট্রো ব্যবহার করেছেন। কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ শাখা (দক্ষিণেশ্বর-নিউ গড়িয়া) ব্যবহার করেছে ৩৭ লক্ষ ৪১ হাজার ৩৬১ জন। আর ইস্ট-ওয়েস্ট মেট্রো বহন করেছে ১ লক্ষ ৭৯ হাজার ৪২৮ জন যাত্রী। কলকাতা পরিবহণের মেরুদণ্ড হিসেবে পরিচিত পাতাল রেলের এই ছয় দিনে আয় হয়েছে ৬ কোটি ০৬ লক্ষ ৯৪ হাজার ০৫৬ টাকা।

জানা গিয়েছে, উত্তর-দক্ষিণ মেট্রো আয় করেছে ৫ কোটি ৭৯ লক্ষ ৯০ হাজার ৭১৬ টাকা। ইস্ট-ওয়েস্ট মেট্রোর আয় ২৭ লক্ষ ০৩ হাজার ৩৪০ টাকা। স্মার্ট কার্ড, টোকেন, কার্ড রিচার্জ পরিষেবার মাধ্যমে এই আয়ের অঙ্ক ঝুলিতে ভরেছে কলকাতা মেট্রো।

এদিকে, দুবছর পর অতিমারী বিধিনিষেধ না থাকায় পুজোর তিন দিন ভোররাত পর্যন্ত মেট্রো চলেছে। সপ্তমী, অষ্টমী, নবমী দুপুর একটা থেকে পরের দিন ভোর ৪টে পর্যন্ত চলেছে মেট্রো। ইস্ট-ওয়েস্ট মেট্রো চলছে মধ্যরাত পর্যন্ত। পুজোর ক্রাউড ম্যানেজমেন্ট এবং রাতভর বাঙালির ঠাকুর দেখার আনন্দে উৎসাহ দিতে এই সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা মেট্রো। এমনটাই মেট্রো রেল ভবন সূত্রে খবর।

2 years ago


Gaighata: রেললাইনের পাশ থেকে অর্ধ দগ্ধ ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

অষ্টমীর দিন সকালেই রেল লাইনের (rail line) পাশ থেকে অর্ধ দগ্ধ বিবস্ত্র ক্ষতবিক্ষত দেহ (body) উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি উত্তর ২৪ পরগনার গাইঘাটা (Gaighata) থানার মনমোহনপুর এলাকার। সাত সকালে এমন হাড়হিম করা ঘটনায় আতঙ্কিত সাধারম মানুষ। যদি ওই ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে বনগাঁ শিয়ালদহ (Bangaon-sealdah) শাখার বিভূতিভূষণ হল্ট স্টেশনে প্রায় ৬০০ মিটার দূরে ডাউন লাইনের পাশে দেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়। তারাই তড়িঘড়ি খবর দেয় পুলিসে (police)। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাইঘাটা থানার পুলিস ও বনগাঁ রেল পুলিস। পুলিস ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। পাশাপাশি লাইনের পাশ থেকে পোড়া জামা কাপড়ের টুকরোও উদ্ধার করে।

স্থানীয়রা আরও জানিয়েছে, দেহটি উলঙ্গ অবস্থায় ক্ষতবিক্ষত অবস্থায় পড়েছিল। দেহের স্বল্প পোড়া পোশাক রয়েছে। দেহের বেশ কিছুটা অংশ লাইনের পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

তবে ঘটনাটি খুন না আত্মহত্যা জানতে দেহটিকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে রেল পুলিস। ঘটনার তদন্তে পুলিস। 

2 years ago
Canning: শিক্ষকদের বদলি রুখতে ট্রেন অবরোধ, বিক্ষোভে সামিল শতাধিক স্কুল পড়ুয়া

শিক্ষকদের বদলি রুখতে ট্রেন (train) অবরোধ করে বিক্ষোভ স্কুল পড়ুয়াদের। এমনই ঘটনার সাক্ষী থাকল ক্যানিং (Canning) লাইনের যাত্রীরা।

দক্ষিণ ২৪ পরগনা শিয়ালদহ (Sealdah) দক্ষিণ শাখার ক্যানিং লাইনে মঙ্গলবার সকালে রেললাইনে বসে বিক্ষোভ দেখায় কয়েকশো পড়ুয়া (student)। ট্রেন অবরোধ (Train blockade) করে বিক্ষোভের কর্মসূচি পালন করে তারা। মূলত, স্কুল শিক্ষকদের বদলি রুখতে এই ট্রেন অবরোধ কর্মসূচি পালন করে পড়ুয়ারা। তাঁদের দাবি, এক সঙ্গে নারায়ণপুর অক্ষয় বিদ্যামন্দিরের পাঁচজন শিক্ষক শিক্ষিকাকে অন্যত্র বদলি করে দেওয়া হয়েছে। এর ফলে স্কুলে মাত্র তিনজন শিক্ষক শিক্ষিকা থাকছেন। যারা উচ্চ মাধ্যমিক স্তরে ক্লাস নিতে সক্ষম।

এই অবস্থায় উচ্চ মাধ্যমিক স্তরে স্কুলের পঠন পাঠন সম্পূর্ণ বন্ধের মুখে পড়বে। তাই পাঁচ শিক্ষকের বদলি রুখতে গৌরদহ স্টেশানে এসে রেল লাইনে পোস্টার প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ শুরু করেছে পড়ুয়ারা। ঘটনাস্থলে উত্তেজনা ছড়াতেই উপস্থিত হয় পুলিস।

2 years ago