
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ইন্ডাস্ট্রিতে তাঁর বান্ধবী হিসেবে পরিচিত রিয়া চক্রবর্তীকে (Rhea Chakraborty) নিয়ে কম কাটাছেঁড়া হয়নি সোশ্যাল মিডিয়ায়। যে ধরনের সামাজিক বিদ্বেষের মুখোমুখি তাঁকে হতে হয়েছিল, সেই ঝড়-ঝাপ্টা পেরিয়ে এখন স্বাভাবিক ছন্দে জীবন কাটাতে চাইছেন রিয়া। সেই রিয়াকে এবার 'হিরো' বলে আখ্যায়িত করেছেন 'পুষ্পা'-খ্যাত দক্ষিণী সুপারস্টার সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)।
কিন্তু একটা সময় যে রিয়াকে কেবল সন্দেহের বশবর্তী হয়ে অনেকেই সুশান্তের মৃত্যুর জন্য দায়ী করতে উঠে-পড়ে লেগেছিলেন, তাঁকে হঠাৎ 'হিরো' বলতে গেলেন সামান্থা? সুশান্ত মারা যাওয়ার পরের সময়টা যে রিয়ার পরিবারের জন্য অভিশাপ-সম কেটেছে, তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। সম্প্রতি তিনি নিজের ইনস্টাগ্রামে এক সর্বভারতীয় চ্যানেলে দেওয়া একটি সাক্ষাৎকারের ভিডিয়ো শেয়ার করেন যেখানে তাঁকে ওই সময়টা ঠিক কেমন ছিল, সেই নিয়ে কথা বলতে শোনা যায়।
রিয়া বলেন, "(সেই সময়টা) আমায় পুরো শক্তি, প্রতিরোধের ক্ষমতা দিয়েছিল আমার পরিবার। আমার বাবা যেহেতু সেনায় ছিলেন, তাই আমাদের মধ্যেও একটা শৃঙ্খলা ছিল। আমার মনে আছে যখন খুব কঠিন সময় যাচ্ছিল, তখন আমার বাবা আমায় বলেন, 'সেনায় যখন আমাদের দিকে গুলি ছোড়া হয় তখন আমরা শুয়ে পড়ে পালিয়ে আসি না। আমরা উঠে দাঁড়িয়ে কাঁধে গুলি খাই, তোমাকেও খেতে হবে। তারপর যদি সব শেষ হওয়ার হয় এমনিই হবে। কিন্তু মনে রাখতে হবে তুমি উঠে দাঁড়িয়ে নিজেকে অন্তত লড়ার সুযোগটুকু দিয়েছিলে।"
তবে শুধু পরিবার নয়, এই কঠিন সময়ে রিয়ার যে বন্ধুরা পাশে ছিলেন তাঁদের নামও তিনি জানান। রিয়ার আপলোড করা এই ভিডিয়োটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন সামান্থা। সঙ্গে লেখেন 'হিরো' ও রেড হার্ট ইমোজি দিয়ে সেটি পোস্ট করেন। সামান্থার এই পাশে দাঁড়ানো রিয়াকেও যে আনন্দ দিয়েছে তাও স্পষ্ট হয় যখন রিয়া পুনরায় সামান্থার স্টোরি নিজে শেয়ার করে ধন্যবাদ জানান।
সবভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর (Samantha Ruth Prabhu) অসুস্থতার কথা এই মুহূর্তে সকলেই জানেন। শ্যুটিং শিডিউলের মাঝেই একদিন আচমকাই অসুস্থ হয়ে পড়েন সামান্থা। চিকিৎসা করলে বুঝতে পারেন, তিনি মায়োসাইটিস (Myositis) রোগে আক্রান্ত। সাময়িক চিকিৎসা করিয়ে অভিনেত্রী শ্যুটিং ফ্লোরে ফিরেছিলেন আবারও। তবে সহকর্মীদের সঙ্গে অসুস্থতার কথা ভাগ করে নেওয়া সহজ ছিল না, সেসময় মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হয়েছিল অভিনেত্রীকে। তাঁর সেই কঠিন সময়ের কথা ভাগ করে নিয়েছেন সামান্থার সহ অভিনেতা ও ভালো বন্ধু বিজয় দেবেরকোন্ডা (Vijay Deverakonda)।
সম্প্রতি এক মিউজিক কনসার্টে বিজয় বলেছেন, 'আমার থেকেও বেশি আমি সামান্থার মুখে হাসি দেখতে চাই। সে সিনেমার জন্য অনেক সংগ্রাম করেছে। আমরা ২০২২ এলের এপ্রিল মাসে সিনেমার শ্যুটিং শুরু করি, আমাদের মুখে হাসি নিয়ে। প্রায় ৬০ শতাংশ শ্যুটিংয়ের কাজ শেষ করে ফেলেছিলাম। কেবল ৩০ থেকে ৩৫ শতাংশ শ্যুটিংয়ের কাজ বাকি ছিল। জুলাইতে স্যামের (বিজয় ভালোবেসে সামান্থাকে ডাকেন) শারীরিক অবনতি হতে থাকে। সে তখন আমাদের জানায়।'
অভিনেতা সাক্ষাৎকারে আরও বলেন, সামান্থা যখন নিজের অসুস্থতার কথা তাঁকে জানায় প্রথমটায় বিশেষ গুরুত্ব দেননি অভিনেতা। বরং 'তুমি তো এখনও সুন্দর দেখতে' এই বলেই হালকাভাবে নিয়েছিলেন বিষয়টি। বিজয় বলেন, 'একটা সময়ের পর সামান্থা আমাদের সঙ্গে কথা বলা বন্ধ করে দেন, দেখা করা বন্ধ করে দেন। ও ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল। ও অনেকগুলো লড়াই লড়েছে। একটা সময় ও প্রকাশ্যে নিজের অসুস্থতার কথা ভাগ করে নিয়েছিল, এটুকু বোঝাতে যে এখনও আশা আছে।'
সর্বভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। হাতের কাজ সেরে বর্তমানে তিনি অভিনয় জগৎ থেকে বিরতি নিয়েছেন। বর্তমানে তিনি রয়েছেন গোয়ায়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। বেশ কয়েকমাস আগেই অভিনেত্রী 'মায়োসাইটিস' রোগে আক্রান্ত হয়েছিলেন। তবে তখন হাতে অনেক কাজ থাকায় প্রাথমিক চিকিৎসা সেরেই ফিরেছিলেন কাজে। তবে এখন তিনি গুরুত্ব দিচ্ছেন নিজের স্বাস্থ্যে। এরই মাঝে সামান্থাকে নিয়ে এক গুজব ছড়ায়। শোনা যায়, অভিনেত্রী নিজের চিকিৎসার জন্য হাত পেতেছেন। ২৫ লক্ষ টাকা অর্থ সাহায্য নিয়েছেন নাকি। এবার এমন রটনার জবাব দিলেন খোদ সামান্থা।
সামান্থা নিজের সামাজিক মাধ্যমে এই নিয়ে নিজের লিখিত বিবৃতি দিয়েছেন। অভিনেত্রী লিখেছেন, 'মায়োসাইটিসের চিকিৎসা করতে ২৫ লক্ষ টাকা? কেউ আপনাকে ঠকিয়েছে। আমি গর্বিত কারণ এই সংখ্যার মাত্র একটি ভগ্নাংশ আমি খরচ করছি। আর আমার মনে হয় না আমি আমার কর্মজীবনের পারিশ্রমিক মার্বেলে পেয়েছি। তো আমি আমার যত্ন নিজেই নিতে পারি।'
এখানেই শেষ না করে সামান্থা আরও লিখেছেন, 'মায়োসাইটিস এমন এক অবস্থা যা হাজারও মানুষের হয়। এর চিকিৎসার বিষয়ে সমস্ত তথ্য নিয়ে দায়িত্বশীল হওয়া উচিত।'
অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) বর্তমানে ইন্দোনেশিয়ার বালিতে (Bali) রয়েছেন। অভিনয় জীবন থেকে অবসর নিয়ে, সেখানেই নিজের মত মুহূর্ত যাপন করছেন অভিনেত্রী। সিনেমা জগতে এক দশকের বেশি কাজ করে ফেলেছেন। এর মাঝে অনেক কিছু ঘটে গিয়েছে তাঁর জীবনে। স্বামী নাগা চৈতন্যের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটেছে। শরীরে বাসা বেঁধেছে মায়োসাইটিসের মতো রোগ। এদিকে হাতে একের পর এক কাজ। ফলে নিজের জন্য সময় বলতে কিছুই ছিল না তাঁর। তবে হাতের কাজ মিটিয়ে বর্তমানে তিনি বিরতিতে রয়েছেন।
অভিনেত্রী সেখানে কিভাবে সময় কাটাচ্ছেন, সেই ঝলক অবশ্য নিয়মিত দিয়ে চলেছেন সামাজিক মাধ্যমের পর্দায়। সামান্থা সেখানে গিয়েছেন মনের ভার লাঘব করতে। প্রকৃতির কোলে হেসে খেলে ঘুরে বেড়াচ্ছেন। কখনও গাড়িতে চেপে বেরিয়ে পড়ছেন এদিক ওদিক ঘুরতে। কখনও সেখানকার খাবার চেখে দেখছেন। আবার বালির রাস্তায় অনাহুতহনুমানদের সঙ্গে সেলফি তুলছেন।
এরই মাঝে নিজেকে শান্ত করতে বেছে নিয়েছেন আরও একটি পদ্ধতি। বিদেশে বেশ জনপ্রিয় কনকনে ঠান্ডা জলে স্নান। ইদানিং মাঝেমধ্যেই অভিনেতা অভিনেত্রীদের এই ঠান্ডা জলে স্নান করতে দেখা যাচ্ছে। সামান্থাও কনকনে ঠান্ডা জলেই স্নান করলেন। সেই ছবিও সামাজিক মাধ্যমে আপলোড করেছেন তিনি। মাঝেমধ্যে শীতল জলে সামান্য কেঁপেছেন ঠিকই। তবে চোখ বন্ধ করে উপভোগও করেছেন সামান্থা।
দক্ষিণ ভারতীয় সিনেমা জগতে অভিনয়ে হাতেখড়ি। তবে সেই তকমা ঘুচিয়ে তিনি অভিনয় দক্ষতায় সর্বভারতীয় অভিনেত্রী (Actress) হয়ে উঠেছেন। গত কয়েক বছরে সামান্থাকে (Samantha Ruth Prabhu) নিয়ে কম হইচই হয়নি। স্বামীর সঙ্গে তাঁর বিচ্ছেদ নিয়ে চর্চা হয়েছে। চর্চা হয়েছে তাঁর আইটেম ডান্স,'উ আন্তাভা' নিয়ে। অভিনেত্রীর মুখে যতই হৃদয়হরণ হাসি লেগে থাকে না কেন! শরীরে বাসা বাঁধছিল বিরল রোগ মায়োসাইটিস।
রোগের এমনই দাপট, যে অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। কিছুদিন চিকিৎসা করিয়েই ফিরে গিয়েছিলেন শ্যুটিংয়ে, তবে এবার কাজ গুছিয়ে বিরতি নিয়েছেন নিজের ব্যস্ত শিডিউল থেকে। বর্তমানে সামান্থা রয়েছেন বালিতে। সেখানে সমুদ্রের কিনারে ঘুরছেন, রাস্তায় লং ড্রাইভের মজা নিচ্ছেন। গুছিয়ে ব্রেকফাস্ট করছেন। আবার শরীরচর্চাও করছেন। তবে রাতের বেলা চুটিয়ে পার্টি করছেন অভিনেত্রী।
অভিনয় থেকে বিরতি নিয়ে নিজের মধ্যেও খানিকটা বদল এনেছেন সামান্থা। চুল কেটে ফেলেছেন। হয়তো খানিকটা স্ট্রেস কমাতে। শোনা যাচ্ছে, প্রায় এক বছরের বিরতি নিতে পারেন। এরপর মুক্তি পেতে পারে সিটাডেল সিরিজের ভারতীয় সংস্করণ। সেখানে দেখা যেতে পারে সামান্থাকে। আরও একটি দক্ষিণী ছবির কাজ শেষ করে ফেলেছেন সামান্থা। সেই ছবিও মুক্তির অপেক্ষায়।
দক্ষিণী তথা সর্বভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) ইন্ডাস্ট্রিতে এক দশক কাটিয়ে ফেলেছেন। সিনেমার সংখ্যা অনেক। সাফল্যও এসেছে অভিনেত্রীর জীবনে। লাইমলাইটের মধ্যমণি হয়ে তিনি এই সময় বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বেশ কয়েক মাস আগে তিনি মায়োসাইটোসিসের মতো বিরল রোগে আক্রান্ত হয়েছিলেন। তবে তখন শ্যুটিং থাকায় প্রাথমিক চিকিৎসা করিয়ে শ্যুটিংয়ে ফিরেছিলেন।
শুধু কী এই! সামান্থার ব্যক্তিগত জীবনও জেরবার হয়েছিল। স্বামী নাগা চৈতন্যের সঙ্গেও বিচ্ছেদ হয়েছিল। আর কাজের স্ট্রেস তো ছিলই। সব মিলিয়ে এতটা সময় পেরিয়ে বিরতি নিলেন অভিনেত্রী। কাজ থেকে দূরে সরতেই অভিনেত্রী বদল আনলেন নিজের মধ্যে। চুল কেটে ফেলেছেন সামান্থা। সাইকোলজি বলে, চুল কাটলে নাকি স্ট্রেস কমে। অভিনেত্রীও বোধহয় সেই পথেই হাঁটলেন।
তবে অভিনয় জগৎ থেকে সরলেও সামাজিক মাধ্যমে সক্রিয় রয়েছেন অভিনেত্রী। নিজের বেশ কিছু আপডেট তিনি ভাগ করে নিচ্ছেন সেখান থেকে। সামান্থা ঘুরতে গিয়েছেন বালি। সেখানে গিয়ে প্রকৃতির কোলে বেশ কিছুটা সময় কাটিয়েছেন। সামাজিক মাধ্যমে তেমন বেশ কিছু ছবি আপলোড করেছেন তিনি।
সুখে-দুঃখে যারা পাশে থাকেন, তাঁরাই পরিবার। অনেক সময় রক্তের যোগ থানা থাকলেও কেউ কেউ পরিবার হয়ে ওঠেন। এই ঘটনায় ঘটল সামান্থার সঙ্গে। অভিনেত্রী এতদিন শ্যুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন। মার্ভেল খ্যাত রুশো ব্রাদার্সের পরিচালনায় সিটাডেলের (Citadel) প্রথম পর্ব মুক্তি পেয়েছিল কয়েকমাস আগেই। আসল সিরিজে অভিনয় করেছিলেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সেই সিরিজের ভারতীয় সংস্করণে দেখা যাবে সর্বভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে (Samantha Ruth Prabhu)।
ইতিমধ্যেই সেই সিরিজের ভারতীয় সংস্করণের কাজ গোটানো হয়ে গিয়েছে। তবে শ্যুটিং প্রোডাকশনের কাজ শেষে সামান্থা নিজের মানুষদের খুঁজে পেয়েছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে অভিনেত্রী লিখেছেন, 'সিটাডেল ভারতের কাজ সম্পন্ন হল। একটি বিরতি কোনও বড় ব্যাপার নয় যখন তুমি জানো এরপর কী আসতে চলেছে। আমি জানতাম না, এই পরিবার আমার প্রয়োজন ছিল। ধন্যবাদ আমাকে প্রতিটি যুদ্ধে লড়তে সাহায্য করার জন্য এবং কোনওদিনও হাল না ছাড়ার জন্য।'
অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ঘটনাবহুল সময় কাটিয়েছেন। স্বামী নাগা চৈতন্যের সঙ্গে ২০২১ সালে বিচ্ছেদ ঘোষণা করেন তিনি। মাইয়োসাইটিসের মতো বিরল রোগে আক্রান্ত হয়েছেন তিনি। সিটাডেলের কাজ শেষ করে আরও একটি কাজ রয়েছে অভিনেত্রীর হাতে। সেই কাজটিও শেষ করে অভিনেত্রী বিরতি নেবেন এক বছরের। নিজের রোগের চিকিৎসা করিয়ে নাকি ফিরবেন শ্যুটিংয়ের ফ্লোরে।
অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu), দক্ষিণী অভিনেত্রীর তকমা মিটিয়ে সর্বভারতীয় অভিনেত্রী হয়ে উঠেছেন। বহু পরিচালকই তাঁকে সিনেমায় কাস্ট করতে চান। 'উঃ আন্তাভায়' পা মেলানোর পর থেকেই সামান্থার কাছে চিত্রনাট্য নিয়ে ছুঁটছেন তাবড় পরিচালকেরা। কেরিয়ারের এই ভালো সময়েই অভিনয় থেকে বিরতি নিতে চাইছেন সামান্থা। তিনি নাকি লম্বা ছুটি নিতে চাইছেন শ্যুটিং থেকে।
সামান্থা এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন সিটাডেলের বলিউডের সংস্করণের শ্যুটিংয়ে। এই কাজটি শেষ করেই অভিনেত্রীর হাতে রয়েছে তামিল সিনেমা 'খুশি'। এই দুটি কাজ করেই নাকি এক বছরের জন্য নিজেকে শ্যুটিং থেকে সরিয়ে নিচ্ছেন সামান্থা। এমনকি গুঞ্জন, অভিনেত্রী অন্যান্য যে কাজের জন্য আগাম অর্থ নিয়েছেন তাও নাকি ফিরিয়ে দিতে শুরু করেছেন। এই খবর সামাজিক মাধ্যমে প্রকাশ পেতেই উদ্বিগ্ন হয়েছেন নেটিজেনরা। সকলের প্রশ্ন, সামান্থা কী অসুস্থ হয়ে পড়েছেন আবারও?
কিছুদিন আগেই নেট মাধ্যমে সকলে জানতে পেরেছিলেন সামান্থা এক বিরল রোগে আক্রান্ত। রোগটির নাম মাইয়োসিটিস। এই রোগে যখন অভিনেত্রী আক্রান্ত হয়েছিলেন, তখন হাতে অনেক কাজ। তাই প্রাথমিক চিকিৎসা করিয়েই ফিরেছিলেন কাজে। তবে এবার সামান্থা ঠিক করেছেন এক বছরের বিরতি নিয়ে এই রোগের চিকিৎসা করবেন। সম্পূর্ণ সুস্থ হয়ে তবেই তিনি কাজে ফিরবেন।
একদিনে বলিউড তথা হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) অন্যদিকে সর্বভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। দুজনেই দর্শকদের পছন্দের অভিনেত্রী। তবে এবার একইসঙ্গে জুটি বাঁধতে চলেছেন এই দুই তারকা। তবে চরিত্র নিয়ে নেট দুনিয়ায় নাকি চাপা গুঞ্জন শুরু হয়েছে। ওটিটিতে গত এপ্রিল মাসে মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ক্রাইম থ্রিলার 'সিটাডেল' (Citadel)। সেই সিরিজের ভারতীয় সংস্করণ নিয়েই জল্পনা শুরু হয়েছে।
রুশো ব্রাদার্সের সিরিজ সিটাডেলের ভারতীয় সংস্করণ আসছে, তা আগেই জানা গিয়েছিল। সিরিজে সামান্থা এবং বরুণ ধাওয়ানকে দেখতে পাওয়া যাবে, দর্শক তাও জানতেন। তবে তাঁরা কোন চরিত্রে অভিনয় করবেন তা নিয়ে কোনও স্পষ্ট ধারণা ছিল না। তবে এবার শোনা যাচ্ছে, সিটাডেল সিরিজে প্রিয়াঙ্কা চোপড়ার চরিত্র নাদিয়ার মা হিসেবে দেখা যাবে সামান্থাকে। এই খবর শুনে সামান্থা ভক্তদের মন খারাপ।
তাঁরা বলছেন, 'সামান্থা প্রিয়াঙ্কার থেকে ৪ বছরের ছোট। তিনি কেন প্রিয়াঙ্কার মায়ের চরিত্র করবেন?' যদিও এর কোনও সদুত্তর পাওয়া যায়নি। কারণ সিটাডেলের প্রযোজনা সংস্থার তরফে এখনও চরিত্রের বিষয়ে খোলসা করে কিছু বলা হয়নি। তাই আপাতত সবটাই গুঞ্জন। তবে এতটুকু জানা গিয়েছে, সিটাডেলের ভারতীয় সংস্করণের প্রেক্ষাপট তৈরী হবে ৮০ বা ৯০ এর দশকের সময়কালের উপর। সিরিজ নিয়ে বিশদে জানতে অপেক্ষায় দর্শকেরা।
অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu), স্বামী নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পাঠ চুকিয়েছেন। বর্তমানে সিঙ্গেল তিনি। মন দিয়েছেন সিনেমার কাজে। সারা ভারতে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে শীর্ষে রয়েছেন। হাতে বেশ কিছু কাজ। সম্প্রতি 'কুশি' ছবির জন্য শ্যুটিং করছেন অভিনেত্রী। সেই সিনেমায় তাঁর সহ অভিনেতা বিজয় দেবেরকোন্ডা (Vijay Deverakonda)। সামান্থা শ্যুটিংয়ে যোগ দিতেই বেশ খুশি তিনি। আনন্দে নিজের ভালোবাসার কথা একপ্রকার স্বীকার করেই ফেললেন সামাজিক মাধ্যমে।
সামান্থাকে নিয়ে নিজের ইনস্টাগ্রামে একটি রিল ভিডিও শেয়ার করেছেন বিজয়। কুশির সেটের বেশ কিছু মুহূর্ত শেয়ার করেছেন তিনি। সেই ভিডিওতে কখনও সামান্থাকে বাইকের পিছনে বসিয়ে গান গাইতে দেখা গিয়েছে বিজয়কে। আবার কখনও সামান্থার অদূরে বসে তাঁর দিকে তাকিয়ে থাকতে দেখা গিয়েছিল অভিনেতাকে। রিলের শেষের দিকে দেখা গিয়েছে সামান্থা গল্প করতে ব্যস্ত, এমন সময় তাঁকে পিছন থেকে জড়িয়ে ধরছেন বিজয়। ভিডিওতে ভালোবাসা বর্ষণ করেছেন নেটিজেনরা।
এর আগে অভিনেত্রী রশ্মিকা মন্দনার সঙ্গে বিজয়ের সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল একসময়। কিন্তু রশ্মিকা সাফ জানিয়েছিলেন, তাঁদের মধ্যে এমন কোনও সম্পর্ক নেই। অন্যদিকে বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের সঙ্গেও বিজয়ের সম্পর্ক নিয়ে বিস্তর জল্পনা হয়েছে। বিজয়ের মনের চাবি আসলে কার হাতে রয়েছে তা জানতে না পেরে, তাঁদের নিয়ে নেটিজেনদের কৌতূহল ধীরে ধীরে বাড়ছে।
দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu), এবং অভিনেতা নাগা চৈতন্যের (Naga Chaitanya) জুটি সারা ভারতে বেশ জনপ্রিয় ছিল। দম্পতিদের সিনেমার পর্দায়, কিংবা সামাজিক মাধ্যমে ছবিতে-ভিডিওতে একসঙ্গে দেখতে বেশ পছন্দ করতেন নেটিজেনরা। পাওয়ার কাপল বলতে যা বোঝায়, তেমনটাই ছিল নাগা এবং সামান্থার জুটি। কিন্তু সকলকে অবাক করে দিয়ে ২০২১ সালের অক্টোবর মাসে বিচ্ছেদ (Divorce) ঘোষণা করেন তাঁরা। এরপর দু'বছর পেরিয়ে গিয়েছে। কিন্তু তাঁদের বিচ্ছেদ নিয়ে এখনও দর্শকদের মনে বিষণ্ণতা রয়ে গিয়েছে। রয়ে গিয়েছে অনেক প্রশ্ন। বিচ্ছেদ পরবর্তী সময়ে সামান্থাকে নিয়ে কী ভাবেন প্রাক্তন স্বামী? সেকথা এল প্রকাশ্যে।
নতুন সিনেমার প্রচারে ব্যস্ত নাগা। সেই প্রচারেই নিজের প্রাক্তন স্ত্রীকে নিয়ে মন্তব্য করলেন অভিনেতা। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, 'সামান্থা ভালোবাসা-যোগ্য মানুষ। সমস্ত আনন্দ ওঁর প্রাপ্য। মিডিয়া যখন আমাদের নিয়ে ভুল প্রচার করেছিল, তখন আমাদের মধ্যে বোঝাপড়ায় সমস্যা হয়েছিল। তখন আমার খারাপ লেগেছিল।'
তাঁরা কী অতীত সম্পর্ক ভুলতে পেরেছেন? এর উত্তরে নাগা চৈতন্য বলেন, 'দু বছরের বেশি হয়ে গেল আমরা আলাদা রয়েছি এবং এক বছর হয়ে গেল আমাদের আইনত বিচ্ছেদ হয়ে গিয়েছে। আদালত আমাদের বিচ্ছেদে মান্যতা দিয়েছে। আমরা দু'জনেই দু'জনের জীবনে এগিয়ে গিয়েছি। আমি ওই সময়টুকুকে সম্মান করি।'
'ও আন্তাভা' গার্ল সামান্থার (Samantha Ruth Prabhu) ভক্ত সংখ্যা কেবল বাড়ছে। শুধুমাত্র দক্ষিণ ভারত নয়, সারা দেশে জনপ্রিয় সামান্থা। সেই ব্যাপ্তি আরও বাড়ছে তাঁর অভিনয় দক্ষতায়। তাঁর প্রতি ভক্তি এতটাই বেড়েছে যে তাঁর জন্য মন্দির বানানোর সিদ্ধান্ত নিয়েছেন এক ভক্ত। এত বড় পদক্ষেপ কি আর গোপন থাকে! তাই এই খবরও ছয়লাপ হল চারদিকে। চলতি বছরের এপ্রিলের ২৮ তারিখ ৩৬-এ পা দিয়েছেন সামান্থা। জন্মদিনের উপহার স্বরূপ, সুদীপ নামক এক ভক্ত এই মন্দির (Temple) উপহার দিয়েছেন সামান্থাকে। অন্ধ্রপ্রদেশের বাপাতলায় এই মন্দির তৈরী হয়েছে।
সামান্থার অভিনয় জীবন যতই অপ্রতিরোধ্য দেখাক না কেন, ব্যক্তিগত জীবনে সামান্থাকে বেশ লড়তে হয়েছে। সিনেমা জগতে নিজেকে প্রতিষ্ঠার লড়াই, স্বামীর সঙ্গে বিচ্ছেদের লড়াই, বিরল-কঠিন রোগের সঙ্গে লড়াই, এমনকি চরিত্রের জনও প্রতি মুহূর্তে কত ভাঙা-গড়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। নিজের সামাজিক মাধ্যমে সেই লড়াইয়ের কথাও তুলে ধরেছেন সামান্থা। অভিনয় জগতের পাশাপাশি সামান্থার জীবন থেকেও অনুপ্রেরণা খুঁজে পান তাঁর ভক্তরা। এত সংগ্রামের উপহার স্বরূপ এই মন্দির পেয়ে নিশ্চয়ই খুশি সামান্থা।
প্রিয়াঙ্কা চোপড়ার স্পাই থ্রিলার সিটাডেলের (Citadel) প্রিমিয়ারে যোগ দিলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) এবং বরুণ ধাওয়ান (Varun Dhawan)। উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, রিচার্ড ম্যাডেন এবং স্ট্যানলি টুসি সহ অনেকে। রুশো ব্রাদারের সিরিজ সিটাডেলের ভারতীয় সিরিজে অভিনয় করবেন বরুণ এবং সামান্থা। ভারতীয় সিটাডেলের নির্মাতা রাজ নিদিমোরু এবং কৃষ্ণ ডিকে এই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন।
লন্ডনে পৌঁছে বরুণ এবং সামান্থা দুজনেই ছবি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। লন্ডনে প্রিমিয়ারে যোগ দেওয়ার আগে তাঁরা ক্যাফেতে কিছুটা সময় কাটিয়েছেন। উপস্থিত ছিলেন ভারতীয় সিটাডেলের নির্মাতারাও। ছবিতে বরুণ এবং সামান্থা দুজনেই ক্যাজুয়াল পোশাক পরেছিলেন। নীল ক্যাজুয়াল প্যান্টের সঙ্গে সামান্থা পরেছিলেন ডেনিম জ্যাকেট। অন্যদিকে বরুণকে দেখা গিয়েছিল হলুদ জ্যাকেটে।
প্রিমিয়ারে বরুণ এবং সামান্থা দুজনেই কালো পোশাক বেছে নিয়েছেন। বরুণ কালো প্যান্ট এবং কালো টিশার্টের উপরে কালো লেদার জ্যাকেট পরেছিলেন। প্রিমিয়ারে ঢোকার আগে পোজ দিয়েছেন ক্যামেরার সামনে। অন্যদিকে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুও কালো রঙের পোশাকে যথারীতি গ্ল্যামার ছড়াচ্ছিলেন। সামান্থা কালো ক্রপ টপের সঙ্গে কালো লং স্কার্টের আদলে একটি ছবি বেছে নিয়েছিলেন। দুজনে পোজ দিয়েছেন একে ওপরের সঙ্গে।
সারা ভারতে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে শীর্ষে রয়েছেন সামান্থা রুথ প্রভু। একাধিক চরিত্রে অভিনয় করছেন তিনি। প্রত্যেকটি চরিত্রেই যেন লুকিয়ে রয়েছে চ্যালেঞ্জ। সামান্থাকে তিনি প্রতিনিয়ত ভাঙছেন, গড়ছেন, তৈরী করছেন নতুন একটা চরিত্র। সেই চরিত্রে বুঁদ হয়ে যাচ্ছে দর্শককুল। ফ্যামিলি ম্যান হোক ও আন্তাভা হোক, সামান্থার গ্ল্যামারে জোয়ার ওঠে ভক্তমনে। এবার নতুন চরিত্রে আত্মপ্রকাশ করেছেন সামান্থা। মুক্তি পেয়েছে 'শকুন্তলম'। সিনেমায় শকুন্তলা হয়ে ওঠা সহজ ছিল না। চরিত্রের জন্য কঠিন শর্ত দেওয়া হয়েছিল সামান্থাকে।
শকুন্তলমের পরিচালক গুণশেখর জানিয়েছেন, 'আমি সামান্থাকে বলেছিলাম, শকুন্তলা হয়ে উঠতে হলে এই অ্যাবস তাঁকে বাদ দিতে হবে। সেকথা শুনে সামান্থা সিনেমা নাকচ করে দেননি। বরং আমার থেকে কিছুটা সময় চেয়ে নিয়ে শকুন্তলার জন্য যথার্থ ফিগার তৈরী করেন। শকুন্তলার চরিত্রে অভিনয়ের জন্য আমার মাথায় অন্য কোনও অভিনেত্রীর ভাবনা ছিল না। প্রথম দিন থেকে আমি শকুন্তলার চরিত্রে সামান্থাকেই ভেবে রেখেছিলাম।'
১৪ এপ্রিল মুক্তি পেয়েছে 'শকুন্তলম'। মুখ্য চরিত্রেই অভিনয় করছেন সামান্থা। রাজা দুষ্মন্তের সঙ্গে ভালোবাসা এই সিনেমার প্রেক্ষাপট। ইতিমধ্যেই ভালো ব্যবসা করেছে সিনেমাটি। সামান্থার অভিনয়ে মুগ্দ্ধ দর্শক।
বক্স অফিসে সাম্প্রতিক বাণিজ্যিকভাবে সফল সিনেমার মধ্যে রয়েছে, পুষ্পা দা রাইজ (Pushpa The Rise)। তেলেগু ভাষায় সিনেমাটি তৈরী হয়। পরবর্তীকালে হিন্দি, তামিল, মালায়ালম ও কন্নড় ভাষায় সিনেমাটি মুক্তি পায়। সিনেমার চিত্রনাট্য, গল্প, সংলাপ, অভিনয় যতটা প্রশংসা কুড়িয়েছিল, পাল্লা দিয়ে হিট করেছিল সিনেমার গানগুলি। শ্রীবল্লী, স্বামী স্বামী জনপ্রিয়তা পেয়েছিল ঠিকই তবে গানের লিস্টে সবার উপরে ছিল 'ও আন্তাভা' (Oo Antava)। নেটিজেনরা যখনই জানতে পেরেছেন, পুষ্পার দ্বিতীয় পর্ব আসতে চলেছে, তখন থেকেই প্রশ্ন উঠেছে তাহলে কী 'ও আন্তাভা'র তালে আবারও প্রত্যাবর্তন (Remake) করবেন সামান্থা?
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী সামান্থাকে জিজ্ঞেস করা হয়, পুষ্পার দ্বিতীয় পর্বে কি তিনি 'ও আন্তাভা'র রিমেক করবেন? অভিনেত্রী উত্তরে সাফ জানান, 'পুষ্পার দ্বিতীয় পর্বে আমি এরকম কোনও আইটেম নাম্বার করছি না।' এরপরেই দর্শকের মন সামান্য বিষণ্ণ হয়েছিল। তবে এবার আশার আলো দেখালেন পুষ্পার মিউজিক ডিরেক্টর দেবী শ্রী প্রসাদ।
এক সাক্ষাৎকারে দেবী শ্রী প্রসাদ বলেন, 'পুষ্পার দ্বিতীয় পর্বে ও আন্তাভার রিমেক করার কোনও পরিকল্পনা আমরা করিনি। তবে দ্বিতীয় পর্বে আমরা চমক রাখতে চাইছি। তাই এখনই চূড়ান্ত কিছু বলা যাবে না।' তাঁর কথায় 'পুষ্পা দা রুল'-এ আবারও সামান্থাকে দেখার আশায় বুক বাঁধছে নেটিজেনরা।