Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Saltlake

Saltlake: সল্টলেকের ভুয়ো কল সেন্টারে পুলিসি অভিযান, ৪ তরুণী-সহ ধৃত ৬

লোনের নামে প্রতারণা চক্র। সল্টলেকে গ্রেফতার চার তরুনী-সহ ছয় জন। শুক্রবার রাতে সল্টলেকের বিডি ব্লকে হানা দিয়ে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের। বিধাননগর উত্তর থানার বিশেষ অভিযানে এই প্রতারণা চক্রের পর্দা ফাঁস। জানা গিয়েছে, রীতিমতো বাড়ি ভাড়া নিয়ে তাঁরা লোনের নামে এই প্রতারণা চক্র চালাচ্ছিল।  

শনিবার বিধাননগর কোর্টে তোলা হয় অভিযুক্তদের। পুলিসের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিডি ব্লকের ৪২২ নম্বর বাড়ি সাত-আট মাস ধরে ভাড়া নিয়ে সেখানে ভুয়ো কল সেন্টার খোলা হয়। আদতে কল সেন্টারের আড়ালে লোন পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা চলতো। বিশেষ অভিযোগের ভিত্তিতে শুক্রবার হানা দেয় বিধাননগর উত্তর থানার পুলিস। 

কল সেন্টার থেকে চার তরুণী-সহ মোট ছয় জনকে গ্রেফতার করা হয়। তদন্তে জানা যায়, এরা ওই কল সেন্টারে বসেই বিভিন্ন মানুষকে ফোন করে লোনের জন্য প্রস্তাব দিতেন। কেউ এই লোনের প্রস্তাবে রাজি হয়ে গেলে, সেই লোন পাইয়ে দিতে নানা পদক্ষেপ বাবদ টাকা নেওয়া হত। এর পাশাপাশি একটি বিমাও করতে হবে বলে টাকা নেওয়া হতো। এই প্রতারণা চক্রের মাথা কে, ধৃতদের জেরা করে জানতে চায় পুলিস। 

one year ago
SSC: 'আমরা উচ্চশিক্ষিত, চোর নয়', করুণাময়ীর বিক্ষোভে পুলিসি ধরপাকড়, সরব চাকরিপ্রার্থীরা

নিয়োগের দাবিতে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের (Upper Primary) বিক্ষোভে ধুন্ধুমার সল্টলেক করুণাময়ী (Karunamoyee) এলাকা। ২০১৪ সালের আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা উত্তীর্ন হয়েও ইন্টারভিউয়ে ডাক পায়নি। দীর্ঘ ৯ বছর ধরে তাঁরা বঞ্চিত, কোনও নিয়োগ নেই। এই অভিযোগে ক্ষোভে ফেটে পড়ে এসএসসি ভবন (SSC Bhawan) অভিযানের ডাক দিয়েছিলেন প্রায় ৫০০ চাকরিপ্রার্থী। ঘোষিত এই কর্মসূচি নিরস্ত্র করতে করুণাময়ী (Saltlake) চত্বরে পুলিসি ব্যবস্থা ছিল চোখে পড়ার মতোন। সেক্টর ফাইভ থেকে তাঁরা মিছিল করে আচার্য ভবনের সামনে আসতেই তাঁদের আটকায় পুলিসের ব্যারিকেড। 

সেখানেই অবস্থানে বসে পড়েন চাকরিপ্রার্থীরা। পুলিস কার্যত বলপূর্বক তোলার চেষ্টা করলে ধুন্ধুমার কাণ্ড করুণাময়ী এলাকায়। যদিও পুলিসের তরফে ঘোষণা করা হয়েছিল, যে এলাকায় তাঁরা অবস্থান করছেন, সেটা ১৪৪ ধারা কার্যকর। কিন্তু সেই ঘোষণায় কর্ণপাত করেননি বঞ্চিত চাকরিপ্রার্থীরা। এতেই শুরু হয় ধরপাকড়। আন্দোলনকারীদের টেনে প্রিজন ভ্যানে তোলে পুলিস। ঘণ্টাখানেকের মধ্যে ফাঁকা করে দেওয়া হয় এলাকা।


এমনকি অবস্থানে থাকা অনেক চাকরিপ্রার্থীকে পুলিসের তরফে মাইকিং করে সহযোগিতার আবেদন করা হয়। এদিকে, মেট্রো স্টেশন থেকে বেরোনোর সময় কিছু চাকরিপ্রার্থীকে আটক করে পুলিস। দীর্ঘদিন ধরে নিয়োগ না পেয়ে তাঁরা এই অভিযানের ডাক দিয়েছিলেন। এমনটাই সংবাদ মাধ্যমের সামনে জানান ক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা। তাঁদের কাতর আর্তি, 'শান্তিপূর্ণ আন্দোলনেও পুলিস টেনে-হিঁচরে প্রিজন ভ্যানে তুলেছে। আমরা উচ্চশিক্ষিত, বিএড করা। সাদা খাতাও জমা দিইনি। আমরা কী চোর, দেখুন পুলিস কী ব্যবহার করছে।'

one year ago
Police: সল্টলেকের গেস্ট হাউসে যুবকের দেহ উদ্ধার! গ্রেফতার রুমমেট তরুণী-সহ ফেসবুক বন্ধু

বুধবার সল্টলেক (Saltlake) এফ-ই ব্লকের গেস্ট হাউস থেকে রনি দত্ত নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছিল। সেই ঘটনায় বিধাননগর পুলিসের (Bidhannagar) হাতে গ্রেফতার দুই। জানা গিয়েছে, রনির সঙ্গে সেদিন গেস্ট হাউসের ঘরে ছিলেন এক যুবতী, তাঁকেই গ্রেফতার করেছে পুলিস। পাশাপাশি সেই যুবতীর ফেসবুক বন্ধু অরিজিৎ পাত্রকে গ্রেফতার করেছে পুলিস। শনিবার দু'জনকেই আদালতে তোলা হয়েছে। আত্মহত্যার প্ররোচনা (Suicide Abetment) দেওয়ার অভিযোগে এই গ্রেফতার, এমনটাই জানিয়েছে পুলিস।

যদিও দুই অভিযুক্ত কেউই তাঁদের অপরাধ স্বীকার করেনি। অরিজিত জানান, আমি কিছু করিনি। সেদিন আমি গিয়েছিলাম ৫ থেকে ৭ মিনিট ছিলাম। সেদিন আমি শেষে গেস্ট হাউসে গিয়েছিলাম বলে আমাকে এরকম ভাবে করছে, আমি কিছু করিনি। ২০২০ থেকে আমার সঙ্গে মেয়েটির ফেসবুকে আলাপ। তারপর থেকে আমরা মাত্র দু-তিন বার দেখা করেছি।

অপর অভিযুক্ত তরুণীর দাবি, 'কেন সুইসাইড করলো, অরিজিত এসেছিল বলে? আমার সঙ্গে ওর কোন সম্পর্ক ছিল না। আমি হাত ভেঙে অজ্ঞান হয়ে পড়েছিলাম। আমি জানিনা ও চলে যাওয়ার পরে কী হয়েছে?'

এ প্রসঙ্গে উল্লেখ্য, বুধবার এফ-ই ব্লকের ওই গেস্ট হাউস থেকে থানায় ফোন আসে যে একটি রুমে চিৎকার-চেঁচামেচি হচ্ছে। এতে অন্য গেস্টে এবং স্থানীয়দের অসুবিধা হচ্ছে। পুলিস পৌঁছে দরজায় ধাক্কালে এক তরুণী বিবস্ত্র ও আহত অবস্থায় দরজা খোলেন। পুলিস ঘরে ঢুকে দেখে, গলায় ওড়না জড়ানো অবস্থায় পড়ে রয়েছে রনি দত্ত। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় তাঁকে। অনুশীলাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হ্বয়েছিল প্রাথমিক চিকিৎসার জন্য। এরপরেই মৃতের পরিবার বিধান নগর দক্ষিণ থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ দায়ের করে।

সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে গেস্ট হাউসের কর্মীদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, ঘটনার দিন রাতে আরও এক যুবক এসেছিল রুমে। সেই যুবকের খোঁজ করতে গিয়ে জানা যায়, তিনি কোন্নগরের বাসিন্দা অরিজিৎ পাত্র। শুক্রবার তাঁকে থানায় ডেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে পুলিস। অবশেষে রাতে গ্রেফতার করা হয় অরিজিৎকে। শনিবার সকালে হাসপাতাল থেকে ঘর থেকে উদ্ধার তরুণীকে থানায় নিয়ে এসে অরিজিতের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার তাঁকেও গ্রেফতার করে পুলিস।

দু'জনকে জিজ্ঞাসাবাদে পুলিস জানতে পারে, রনি দত্ত অভিযুক্ত তরুণীকে ভালোবাসতেন।  কিন্তু সেই তরুণীর তরফে তেমন কোনও সাড়াশব্দ ছিল না। বুধবার রাতে রনি, তরুণী এবং অরিজিৎকে আপত্তিজনক অবস্থায় দেখে ফেলে। সেটা তিনি মেনে নিতে পারেনি। এছাড়াও ওই দিন দু'জনে মিলে রনিকে অপমান করে, গালিগালাজ করে। সেই নিয়ে ব্যাপক চিৎকার-চেঁচামেচি হয়। সেই অপমান সহ্য করতে না পেরেই আত্মহত্যা করেন রনি দত্ত।

এদিকে, যার নামে রুম বুকিং ছিল, সেই নির্ঝর চৌধুরীর এই ঘটনায় ভূমিকা কী, জানতে তাঁকে তলব করবে পুলিস। এমনটাই পুলিস সূত্রে খবর।

2 years ago


Saltlake: গেস্টহাউসে পুরুলিয়ার যুবকের মৃতদেহ, রুমমেট এক যুবতীও! সন্দেহজনক জনৈক ড্রাইভার

বুধবার মধ্যরাতে সল্টলেকের (Saltlake) FE-427 গেস্ট হাউস (Guest House) থেকে উদ্ধার যুবকের মৃতদেহ। একই ঘর থেকে উদ্ধার প্রায় অর্ধনগ্ন যুবতী। এই মৃত্যু ঘিরে একাধিক রহস্য। মৃত যুবকের গলায় ওড়নার ফাঁস এবং ওই যুবতীর গায়ে একাধিক আঘাতের চিহ্ন পেয়েছে বিধাননগর (Bidhannagar) দক্ষিণ থানার পুলিস। পুলিস সূত্রে খবর, বিধাননগর দক্ষিণ থানা অন্তর্গত FE-427 ব্লকের একটি গেস্ট হাউস থেকে বুধবার রাতে ফোন আসে। গেস্ট হাউসের একটি রুম থেকে প্রচণ্ড চিৎকার-চেঁচামেচি হচ্ছে, যার জন্যে আশেপাশের মানুষের সমস্যা হচ্ছে। এই অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর দক্ষিণ থানার পুলিস।

পুলিস গিয়ে দরজায় ধাক্কা দিতেই ভিতর থেকে অর্ধনগ্ন অবস্থায় দরজা খুলে দেন ওই যুবতী। পুলিস ঘরে প্রবেশ করে দেখতে পায় গলায় ওড়নার ফাঁস লাগানো যুবকের নিথর দেহ পড়ে। তড়িঘড়ি দু'জনকেই উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা রনি দত্ত বলে ওই যুবককে মৃত বলে ঘোষণা করে।

প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে, দু'মাস আগে ওই গেস্ট হাউসের এই রুমটি বুক করা হয় নির্ঝর চৌধুরী নামে। সেই সময় থেকেই এই রুমে পুরুলিয়ার বাসিন্দা রনি দত্ত এবং ওই যুবতী বসবাস করছিলেন। বুধবার এই দু'জনের মধ্যে বচসা হয় এবং মারধরের পর এই ঘটনা কিনা খতিয়ে দেখছে পুলিস। যেহেতু যুবতী চিকিৎসাধীন, তাই এখনও তাঁর জবানবন্দি নিতে পারেনি তদন্তকারীরা। তবে নির্ঝর চৌধুরী উদ্ধার হওয়া যুবতীর দাদা। এমনটাই পুলিসকে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।

সল্টলেকের ওই গেস্ট হাউসের এক কর্মী জানান, রাত প্রায় ১২টা নাগাদ আমরা খবর পাই একটি ঘর থেকে চিৎকার-চেঁচামেচি চলছে। উপরে গিয়ে দেখি এক ভদ্রমহিলা বলেন তাঁর ভাইয়ের সঙ্গে কথা বলে দিতে। উনি নিজেই ভাইয়ের সঙ্গে কী কথা বলেছেন জানি না। বরং ভদ্র মহিলার ড্রাইভার এসেছিলেন। ইতিমধ্যে আমরা পুলিসকে খবর দিলে, ওরা কিছুক্ষণের মধ্যেই এসে যান। ওরাই ঘরে ঢুকে ওই ভদ্রমহিলা এবং মৃতদেহ উদ্ধার করে।

এদিকে, পুলিস আসার আগে ওই ঘরে গিয়েছিলেন এক ড্রাইভার। তাঁর ভূমিকা খতিয়ে দেখবে পুলিস। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। রহস্যময় ব্যক্তি ওই ড্রাইভার কেন পুলিস আসার আগে ঘটনাস্থল ছেড়েছেন? তদন্তে সেটাও খতিয়ে দেখা হবে। এমনটাই বিধাননগর পুলিস সূত্রে খবর।

2 years ago
Saltlake: বৈশাখীতে ভিড় মাছের বাজারে ভেঙে পড়লো অ্যাসবেস্টর, আহত ছয় চিকিৎসাধীন

সল্টলেক (Saltlake) বৈশাখী মাছ বাজারে দোকানের অ্যাসবেস্টর ভেঙে পড়ে বিপত্তি। আহত ছয় জন,  আহতদের বিধান নগর হাসপাতালে (Bidhannagar Hospital) নিয়ে যাওয়া হয়েছে। রবিবার রাত থেকেই শুরু হয়েছে ঝিরিঝিরি বিক্ষিপ্ত বৃষ্টি ও মাঝেমধ্যেই হালকা মাঝারি হাওয়া। যার ফলে বৈশাখী মাছ বাজারের (Fish Market) একটি দোকানে অ্যাসবেস্টর ভেঙে পড়ে সকাল ৮.৩০ নাগাদ। সেই সময় বাজারে ক্রেতাদের ভির ছিল ভালোই।

এই প্রসঙ্গে বাজার দোকানদারদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই বাজারের দোকানগুলি খারাপ অবস্থায় রয়েছে। এই দোকানের পরিবর্তে বৈশাখী মলে দোকান দেওয়ার কথা থাকলেও মলে দোকানে তাদের সিট করা হয়নি। দোকান রেডি রয়েছে এমনটাও দাবি। যে মলের দোকানে সিফট করার জন্য মেয়রকে দীর্ঘদিন ধরে বলার পরেও মলের দোকানের তাদেরকে শিফট করা হচ্ছে না। যে কারণে এই দুর্ঘটনা।

এদিকে আবহাওয় দফতর সূত্রে খবর, বাংলাদেশে ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় সিত্রাং। স্থলভূমিতে প্রবেশের সময় তার গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ কিমি। ইতিমধ্যে দুই ২৪ পরগনার উপকূলীয় এলাকা এবং দিঘা-মন্দারমণিতে মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করেছে প্রশাসন।

2 years ago


Arrest: কালীপুজোর আগে দেদার পুলিসি অভিযান, সল্টলেক-রেজিনগরে নিষিদ্ধ বাজি-সহ ধৃত ২

কালীপুজোর (kali pujo) আগেই রাজ্যের বিভিন্ন জায়গায় নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার অভিযানে নেমেছে পুলিস প্রশাসন। বাদ পড়েনি শহর কলকাতার একাধিক জায়গায় তল্লাশি করা। আর এই তল্লাশি করেই সোমবার ফের উদ্ধার ১১৫ কেজি নিষিদ্ধ শব্দবাজি (fireworks)। উদ্ধার করেছে বিধাননগর উত্তর থানার পুলিস (police), ঘটনায় গ্রেফতার এক। সল্টলেকের (salt lake) ইসি মার্কেট থেকে গ্রেফতার (arrest) করা হয় ধৃতকে।

জানা যায়, রবিবার রাতে ইসি মার্কেটের সামনে একটি গাড়ি থেকে মাল নামাচ্ছিল বেশ কয়েকজন। সেই সময়ই টহলরত পুলিসের সন্দেহ হয়। সঙ্গে সঙ্গেই তাঁদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারা যায়, ওই বাক্সগুলিতে নিষিদ্ধ শব্দবাজি রয়েছে। এরপর ঘটনাস্থল থেকে নিমতার বাসিন্দা শুভাশিস মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিস। সোমবার তাঁকে বিধাননগর আদালতে তোলা হয়।

এদিকে, মুর্শিদাবাদেও (Murshidabad) একই ঘটনা। কালীপুজোর আগেই একাধিক আতসবাজি-সহ এক ব্যক্তিকে আটক করে রেজিনগর থানার পুলিস। জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে একটি দোকানে অভিযান চালায় রেজিনগর থানার পুলিস। আর সেখান থেকেই উদ্ধার হয় এই আতসবাজি। সেখানে মজুত থাকা পাঁচ হাজার চকলেট বোম, তিন হাজার কালিপটকা ও আরও সাড়ে তিন হাজার অন্য আতসবাজি উদ্ধার করেছে পুলিস। 

2 years ago
Saltlake: একাদশী থেকে তাঁকে কেউ বেরোতে দেখেনি, সল্টলেকের বাড়ি থেকে উদ্ধার ডাক্তারের পচা-গলা দেহ

খাস কলকাতায় (Kolkata) এমনও ঘটনা ঘটতে পারে যা শুনলেই শিউরে উঠছেন সকলেই। মঙ্গলবার সল্টলেকে (salt lake) একটি বন্ধ ঘর থেকে সরকারি হাসপাতালের চিকিৎসকের পচা গলা দেহ (body) উদ্ধার হয়। ঘটনার পরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে বিধাননগর উত্তর থানার পুলিস (police)। পুলিস সূত্রে খবর, মৃত চিকিৎসকের নাম প্রসেনজিৎ মুখোপাধ্যায়।

জানা যায়, পুজোর সময় বিবি ব্লকের ২১০ নম্বর বাড়িতে আসেন ওই চিকিৎসক। দীর্ঘদিন ধরে ওই বাড়িতে ভাড়ায় ছিলেন তিনি। বাড়ির কেয়ারটেকারের দাবি, দশমীর পর থেকে ওই ঘর থেকে চিকিৎসককে বেরোতে দেখা যায়নি। তবে ২ দিন আগে থেকে পচা গন্ধ পেয়ে বাড়ির মালিকের সঙ্গে ফোনে যোগাযোগ করেন কেয়ারটেকার। এরপর বাড়ির মালিক সোমবার মৃত চিকিৎসকের পরিবারকে খবর দেয়। এরপর মঙ্গলবার সকালে খবর পেয়ে বিধাননগর উত্তর থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। পাশাপাশি মৃতের স্ত্রীও পৌঁছন ওই ঘরে।

কেয়ারটেকারের আরও দাবি, দরজা খোলার পর চিকিৎসকের পচা গলা দেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে, বিধাননগর উত্তর থানার পুলিসের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে বিধাননগর উত্তর থানার পুলিস।

2 years ago
Online: ফাঁকা অফিসে চলছে শুধু সার্ভার-কম্প্যুটার! অনলাইন গেমিং-কাণ্ডের তদন্তে গিয়ে তাজ্জব পুলিস

ফাঁকা অফিসে (Saltlake Office) শুধু রয়েছে আস্ত সার্ভার রুম (Server Room), তাও সক্রিয় অবস্থায়।! স্বয়ংক্রিয় ভাবে চলছে কম্প্যুটার এবং সার্ভার। অনলাইন গেমিং (Online Gaming)-কাণ্ডের তদন্তে নেমে রীতিমতো তাজ্জব কলকাতা পুলিস (kolkata Police)। এই প্রতারণা চক্রের মূল চক্রী আমির খান। গার্ডেনরিচে (Gardenreach) তাঁর বাড়ি থেকে সাড়ে ১৭ কোটি টাকা উদ্ধার করেছে ইডি (ED)। যদিও সেই ঘটনার পর গা ঢাকা দিয়ে থাকা আমির খানকে গাজিয়াবাদ থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিস। তারপরে বেড়েছে এই প্রতারণা চক্রের বিরুদ্ধে তদন্তের ঝাঁজ।

এই চক্রে জড়িত থাকার অভিযোগে আরও পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতদের মধ্যে এক মহিলাও রয়েছেন। রয়েছেন সল্টলেকের ওই ফাঁকা অফিসের ম্যানেজারও।  তাঁর অ্যাকাউন্টের মাধ্যমে ৩০ কোটি টাকার লেনদেন হয়েছে। প্রাথমিক তদন্তের পর এমনটাই অনুমান পুলিসের। আমির-সহ এই ঘটনায় এখনও পর্যন্ত ধৃত ৬। কলকাতা পুলিসের গোয়েন্দাদের দাবি, অনলাইন গেমিং প্রতারণা চক্রে অর্থ লেনদেনে যে অ্যাকাউন্টগুলো ব্যবহার হতো, সেগুলোর সূত্র ধরে এই গ্রেফতারি। টাকার বিনিময়ে নিজেদের অ্যাকাউন্ট ব্যবহার করার অনুমতি দিতেন অভিযুক্তরা।

পাশাপাশি এই প্রতারণা চক্রে দুবাই যোগের সূত্র পেয়েছে কলকাতা পুলিস। সল্টলেকের যে অফিসে শুধু সার্ভার রুমের হদিশ পাওয়া গিয়েছে, সেটা দুবাই থেকে নিয়ন্ত্রিত হয়। এমনটাই তদন্তে জানতে পেরেছে পুলিস। এই প্রতারণা-কাণ্ডে পরিবহণ ব্যবসায়ী আমির খানের পাশাপাশি আরও এক ব্যক্তির নাম উঠেছে। তিনি দুবাইবাসী শুভজিৎ শ্রীমানি। সল্টলেকের অফিস সম্ভবত তাঁর। সেখান থেকে ১৯৫২টি সিম কার্ড, তিন হাজার এটিএম কার্ড এবং ৪৮৩টি ব্যাঙ্ক কিট উদ্ধার হয়েছে।

এদিকে, এই প্রতারণা চক্রের পৃথক তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা ইডি। তারা বুধবার কলকাতার একাধিক জায়গায় অভিযান চালায়। উত্তর কলকাতার বিকে পাল অ্যাভিনিউ থেকে দক্ষিণ শহরতলির বেহালা-সহ পাঁচ জায়গায় অভিযান চালায় ইডি।

2 years ago


Dengu: পুজোর আগে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি, নতুন আক্রান্ত প্রায় হাজার ছুঁইছুঁই

রাজ্যে ফের বাড়লো ডেঙ্গি (dengue) আক্রান্তের সংখ্যা। নতুন করে আক্রান্ত ৯৬৫ জন। রাজ্যের স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ৬০৪ জন রোগী এখনও সরকারি হাসপাতালে (hospital) চিকিৎসাধীন রয়েছেন। যেভাবে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে স্বাস্থ্য দফতরের পর্যবেক্ষণ, উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা, সল্টলেক (saltlake), দক্ষিণ দমদম (South Dumdum), টিটাগরের বিস্তীর্ণ এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যাও বেশি।

এছাড়াও উত্তর ২৪ পরগনার কিছু গ্রামীণ এলাকা, যেমন দেগঙ্গা, বারাসাত ব্লক ১, স্বরূপনগর এই সমস্ত এলাকাতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। মঙ্গলবার স্বাস্থ্য দফতরের তরফ থেকে এই সমস্ত বিস্তীর্ণ এলাকাতে নজরদারির কথা বলা হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করতে এই এলাকার যারা স্বাস্থ্যকর্তারা রয়েছেন, তাদের সঙ্গে বৈঠক করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী এবং শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা দেবাশীষ ভট্টাচার্য।

এদিকে, ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে ডেঙ্গি রোধে ব্যবস্থা নিতে। সেই মোতাবেক নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের তরফে পুরসভাগুলিকে ডেঙ্গি রোধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। কিন্তু ঢিলেঢালা মনোভাব দেখা যাচ্ছে দক্ষিণ দমদম পুর এলাকায়।

ইতিমধ্যেই এই পুর এলাকায় ৭১ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। পুর অঞ্চলের একাধিক ওয়ার্ডে ক্রমশ বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। পুরসভার ১৭ নং ওয়ার্ডে একই বাড়িতে আক্রান্ত তৃতীয় শ্রেণীর পড়ুয়া থেকে বাড়ির গৃহবধূ। তাঁদের অবস্থা এতটাই সঙ্গীন হয়ে পড়ে যে হাসপাতালে পর্যন্ত ভর্তি করতে হয়। এখন কিছুটা সুস্থ হয়ে তাঁরা বাড়িতে আসলেও অনেকটা দুর্বল হয়ে পড়েছেন, এমনটাই জানালেন ডেঙ্গি আক্রান্ত মহিলা থেকে শিশুর মা। তাঁদের বাড়ির পিছনে একটি ডোবা রয়েছে, সেই অপরিষ্কার জলাশয় থেকেই মশার উৎপাত, এমনটাই ক্ষোভ তাঁদের।

2 years ago
Saltlake: গুগলে পাওয়া ফোন নম্বরে ডাক্তার বুকিংয়ে আর্থিক প্রতারণা! গ্রেফতার ১

সাইবার(cyber) প্রতারণায় জামতারা গ্যাং(jamtara gang)। এক অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস। পুলিস সূত্রে খবর, ২১ এপ্রিল বাগুইআটি এলাকার বাসিন্দা কল্লোল সান্যাল বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন যে তিনি চিকিৎসার জন্যে গুগলে(Google) চিকিৎসকের খোঁজ চালাচ্ছিলেন। সেখানেই একটি ফোন নম্বর পান তিনি। সেখানে যোগাযোগ করলে তাকে চিকিৎসক বুকিং করতে বলা হয়। সেই বুকিংয়ের টাকা পাঠানোর সময় তার অ্যাকাউন্ট থেকে সব টাকা উধাও হয়ে যায় বলে অভিযোগ করেন তিনি। ঘটনার তদন্ত শুরু করে পুলিস(police) জানতে পারে এই প্রতারণা চক্র চালানো হচ্ছে জামতারা থেকে।

বাগুইআটি এলাকায় হানা দিয়ে গতকাল মহম্মদ উসমান নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস। পুলিস সূত্রে খবর ধৃত ব্যক্তির সঙ্গে জামতারা গ্যাঙের   যোগ রয়েছে। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। পুলিস তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিস সূত্রে খবর। এই চক্রের সঙ্গে আর কাদের যোগ রয়েছে সেটা তদন্ত করে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস।

2 years ago


Saltlake: এমআর, লকডাউনে কাজ হারিয়ে শুরু এটিএম লুট! পুলিসের নাকা চেকিংয়ে ধৃত অভিযুক্ত

সল্টলেকে (Saltlake) পরপর কয়েকটি এটিএম (ATM) ভেঙে লুটের চেষ্টার ঘটনায় গ্রেফতার (arrest) মূল অভিযুক্ত। জানা যায়, মেডিক্যাল রিপ্রেজেন্টটিভের (Medical Representative) কাজ চলে যাওয়ায় এটিএম লুট করে বেশি টাকা উপার্জনের আশায় অপরাধের পথ বেছে নিয়েছিল অভিযুক্ত পলাশ পোদ্দার। বৃহস্পতিবার রাতে নাকা চেকিং করার সময় অভিযুক্ত পলাশ পোদ্দারকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিস (Bidhannagar North Police Station)। শুক্রবারই ধৃতকে বিধাননগর আদালতে (Bidhannagar Court) তোলা হয়। পুলিস নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়।

পুলিস সূত্রে খবর, ১ অগাস্ট সল্টলেকের সিডি ২৮ নম্বরে এটিএম ভেঙে চুরির চেষ্টা করা হয়। সেই পরিপেক্ষিতে একটি কেস করা হয়। খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজ এবং তার বাইকটিকে চিহ্নিত করা হয়। এরপরে আবারও বিবি ব্লকে এটিএমে একই ঘটনার রিপোর্ট হয়, সঙ্গে সঙ্গে এই দুষ্কৃতীকে ধরতে একটি স্পেশাল টিম তৈরি করা হয়। তদন্ত করতে গিয়ে দেখা যায় তারা এটিএম কাউন্টারে ঢোকার সঙ্গে সঙ্গে সিসিটিভি ক্যামেরাতে ব্ল্যাক স্প্রে করে দেয়। পুলিস স্পেশালভাবে নাকা চেকিং শুরু করে সল্টলেকের বিভিন্ন জায়গায়। 

এরপরে বৃহস্পতিবার রাতে সল্টলেক পিএনবি মোড়ে নাকা চেকিং চলার সময় সেই বাইকটি পুলিসের নজরে আসে। তারপরই পলাশ পোদ্দার নামে একজনকে আটক করা হয়। তার বাড়ি নাগেরবাজার থানার সাতগাছি এলাকায়। তার কাছ থেকে একটি মেটাল কাটিং মেশিন উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে সে তার অপরাধের কথা স্বীকার করে, এরপরেই তাকে গ্রেফতার করা হয়। এই কাজে তার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, বা অন্য কোথাও এরকম ঘটনা ঘটিয়েছে কিনা তার জন্য তাকে বিধাননগর আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিস।

পুলিস সূত্রে আরও খবর, পলাশ পোদ্দার মেডিক্যাল রিপ্রেজেন্টভ-এর চাকরি করত। কিন্তু লকডাউনের সময় তার কাজ চলে যায়। এরপর থেকেই কোনওরকম কাজ না পেয়ে  সে এই অপরাধের পথে নেমে টাকা উপার্জনের রাস্তা বেছে নিয়েছে।

2 years ago