Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

RudranilGhosh

Rudranil Ghosh: হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ! বিজেপির প্রার্থীতালিকায় এবারও নেই রুদ্রনীল ঘোষের নাম

২০২১-এর বিধানসভা ভোটে হাইপ্রোফাইল ভবানীপুর আসনের প্রার্থী হয়েছিলেন তিনি। কৃষ্ণনগরের সম্ভাব্য বিজেপি প্রার্থী হিসেবে চব্বিশের ভোট আবহেও তিনি চর্চায় ছিলেন। কিন্তু দুই দফায় বাংলার মোট ৩৮ আসনের প্রার্থীতালিকা ঘোষণা করে বিজেপি। কোথাও নেই অভিনেতা-রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষের নাম। এদিকে, রবিবার বাংলার জন্য বিজেপির দ্বিতীয় দফায় প্রার্থীতালিকা ঘোষিত হতেই প্রায় ৫০টির বেশি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন রুদ্রনীল। পুরোটাই কাকতালীয়, না অন্য উদ্দেশ্য? সিএন-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কী বলছেন রুদ্রনীল ঘোষ, জানুন।

৭৭টি গ্রুপকে বিদায় জানিয়েছেন তিনি। অভিনেতা-রাজনীতিবিদ বলছেন, বিজেপি কর্মী-সমর্থকরা ভালোবেসে তাঁকে একাধিক গ্রুপে জুড়েছেন। এই গ্রুপগুলোর সঙ্গে সরাসরি দলের কোনও সংযোগ নেই। প্রতি গ্রুপের কনটেন্টও কমবেশি প্রায় এক। তাই তিনি বিজেপি কর্মী-সমর্থকদের সম্মান জানিয়েও গণহারে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন। দলের অফিসিয়াল গ্রুপগুলোতে বহাল তবিয়তে রয়েছেন তিনি। সিএন-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে  এমনটাই জানান রুদ্রনীল। কিন্তু তাতেও ধোঁয়াশা সরছে না, কোথাও কি ক্ষুব্ধ তিনি, এই প্রশ্নও উঠছে।

শিবপুরের ছেলে হয়েও একুশের ভোটে তিনি ভবানীপুরের মতো হেভিওয়েট বিধানসভা আসনে বিজেপির প্রার্থী হয়েছিলেন। দলই তাঁকে সেই সুযোগ করে দিয়েছিল, তিনি সাধ্যমতো লড়াইও করেছিলেন। দলের দেওয়া দায়িত্ব তিনি পালন করেছেন। সিএন-কে দেওয়া সাক্ষাৎকারে এই দাবি করলেন রুদ্রনীল ঘোষ। ভোটের পরও তিনি এলাকায় ছিলেন এবং শারীরিক নিগ্রহেরও শিকার হয়ে রক্তাক্ত হয়েছেন তিনি, এই অভিযোগ তুললেন রুদ্রনীল ঘোষ। দলের প্রতি আনুগত্য বা সংকল্প থেকে তিনি এসব করেছেন, এমন সুরও ফুটেছে রুদ্রনীলের গলায়। একুশের ভোটের পর চব্বিশের লোকসভা নির্বাচন, এবার কৃষ্ণনগর লোকসভা আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে তাঁর নাম চর্চায় ছিল। কিন্তু আসন্ন লোকসভা ভোটে তৃণমূলের মহুয়া মৈত্রের প্রতিদ্বন্দ্বী তিনি নয়, কেন? এবার সেই আসনে বিজেপির প্রার্থী অমৃতা রায়। রাজনৈতিক ব্যক্তিত্ব নয় কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী, তাও দলের পছন্দের তালিকায় কেন তিনি? এসব প্রশ্ন ঘিরে চর্চা তুঙ্গে।

'দল আমার ভালো লাগা দিয়ে চলে না, একটা দল চলে অ্যাজেন্ডার উপর।' কৃষ্ণনগরে বিজেপির প্রার্থী হিসেবে তাঁর নাম না থাকা ঘিরে শুরু হওয়া চর্চায় এভাবেই জল ঢালতে চেয়েছেন তিনি। এমনকী, কৃষ্ণনগরের দলীয় প্রার্থীকে নিয়েও কৌশলী রুদ্রনীল ঘোষ। তিনি বলছেন, সম্পূর্ণ দলীয় সিদ্ধান্ত। শুধু রাজনৈতিক পরিচিতির বাইরেও প্রার্থীপদে থাকা ব্যক্তির পিছনে অনেক ফ্যাক্টর কাজ করে। সিএন-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাত্কারে এই দাবি করেছেন রুদ্রনীল ঘোষ।

তাঁর মতে, যাঁদের যোগ্য মনে হয়েছে, যাঁদের মানুষ চাইছে তাঁদের প্রার্থী করা হয়েছে। এখনও চার আসনে প্রার্থীতালিকা ঘোষণা বাকি, সেখানে কি নাম থাকবে রুদ্রনীল ঘোষের। তিনি বলছেন আশা তো রাখছি! মোটের উপর কৌশলী রুদ্রনীলের জবাব, তিনি বিজেপিতেই আছেন। কিন্তু তিনি উত্তর খুঁজছেন কোন কোন যোগ্যতায় বাকিরা প্রার্থী, আর তাঁর অযোগ্যতা কোথায়? যাঁরা বিজেপির টিকিটে লোকসভা ভোটে প্রার্থী, তাঁদের শুভেচ্ছা জানিয়ে রুদ্রনীল ঘোষের সাফ মন্তব্য, আগামিতে দলের পতাকা ধরেই লড়াই জোরদার হবে।

a month ago
Fir: কুরুচকির মন্তব্যের জের, রুদ্রনীলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের রাজন্যার

তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে বক্তব্য রেখে ভাইরাল তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্যা হালদার। সেই রাজন্যাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য রুদ্রনীল ঘোষের। শনিবার এই নিয়ে বিজেপি নেতার বিরুদ্ধে সোনারপুর থানায় এফআইআর দায়ের করেন টিএমসিপি নেত্রী।

একটি ভিডিয়োতে রুদ্রনীল রাজন্যাকে 'বোন' বলে সম্বোধন করেন। সেখানে তিনি বলেন, নিজের ঘরের দরজাটা ভাল করে এঁটে রেখো। ঘর কত বড়, সব দেখে নেওয়া হচ্ছে। ১, ২ কোটি, ৫০ কোটি ঢোকানো যাবে কিনা, তা দেখে নিচ্ছে। দেবাংশুকে টেনেও মন্তব্য করেন রুদ্রনীল। এরপরই সোনারপুর থানায় অভিযোগ জানান রাজন্যা।

অভিযোগ জানানোর পর রাজন্যা বলেন, "রাজ্যে মহিলাদের উন্নয়ন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি পরিচালিক সরকার নারীদের উপর অত্যাচার করছে। বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ এই রাজ্যের মহিলাদের নিয়ে কীভাবে এত কুরুচিকর মন্তব্য করেন?"

9 months ago
OTT: নতুন সিরিজের জন্য জোট বাঁধছেন সোহিনী-রুদ্রনীল-তৃণা

একসময় সিনেমা-ধারাবাহিক মানেই ছিল বড় পর্দা কিংবা ছোট পর্দা। তবে প্রযুক্তির নতুন আমদানি ওটিটি (OTT), জোর টক্কর দিচ্ছে এই মাধ্যমদুটিকে। আরও একটি নতুন আমদানি 'সিরিজ'। আরও ভালো অর্থে বললে 'ওয়েব সিরিজ'। একসময় অভিনেতা অভিনেত্রীদের কাছে কাজ থাকত না। তবে ওটিটি আসার পর এত বেশি কন্টেন্ট হয়েছে যে সর্বত্র বিরাজ করছেন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। দর্শকদের কাছে পৌঁছাতে এই মাধ্যমটিকে বিরাট মাধ্যম হিসেবে দেখেন তাঁরা। হিন্দির পাশাপাশি বাংলাতেও এখন ওয়েব সিরিজের ছড়াছড়ি। তেমনই একটি সিরিজের জন্য জুটি বাঁধতে চলেছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh), সোহিনী সরকার (Sohini Sarkar) এবং তৃণা সাহা। 

জানা গিয়েছে, আসন্ন সিরিজের নাম 'মাতঙ্গী'। পরিচালনার ব্যাটন ধরবেন সৌমিক চট্টোপাধ্যায় এবং দীপাঞ্জন ভৌমিক। চার মহিলার জীবন কেন্দ্র করে আবর্তিত হবে এই থ্রিলার সিরিজের চিত্রনাট্য। ওয়েব সিরিজের এই চার মহিলার মধ্যে মিল, তাঁরা সকলেই সন্তানের মা। এই চার মহিলার একজনের স্বামী নিখোঁজ হতেই, গল্প নতুন মোর পাবে। সব মিলিয়ে এই সিরিজ নিয়ে আশাবাদী সকলেই।

রুদ্রনীল এবং সোহিনী দুজনেই আগে থ্রিলার সিরিজে কাজ করেছেন। অন্যদিকে ধারাবাহিকে অভিনয় করা তৃণা সাহাও নিজের অভিনয় দক্ষতা প্রমান করেছেন দর্শকদের সামনে। তবে থ্রিলার তৈরী করা অত সহজ নয়।মাতঙ্গীর গল্প কতটা জমাট বাধে, অভিনেতারা দর্শকদের মন কতটা জয় করতে পারেন, এখন সেটাই দেখার।

10 months ago


Rudranil Ghosh: 'ম্যাডাম...পেরেছি?', রাজীব সিনহাকে 'ষড়যন্ত্রের সেনাপতি' বলে খোঁচা রুদ্রনীলের

পঞ্চায়েত নির্বাচনকে (Panchayat Election 2023) ঘিরে যত উত্তেজনা ছড়িয়েছে রাজ্যজুড়ে, সমস্ত কিছুর জন্য রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে (Rajiva Sinha) কাঠগড়ায় দাঁড় করিয়েছে রাজ্যের বিরোধী দলগুলি। রাজ্যের বিরোধী দলগুলির অধিকাংশই সরবা হয়েছে পঞ্চায়েতের হিংসা নিয়ে। এবার বিরোধী দল অর্থাৎ বিজেপির নেতা রুদ্রনীল ঘোষ পঞ্চায়েতের এই হিংসার বিরুদ্ধে সরব হয়েছেন। রাজীব সিনহাকে তোপ দাগতে এক অভিনব পন্থা বেছে নিয়েছেন তিনি। রুদ্রনীল এক ব্যঙ্গাত্মক ছবি এঁকে রাজীব সিনহার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। সেই ছবিতে তিনি এঁকেছেন রাজীব সিনহাকে ও তাঁর মাথায় রয়েছে, নীল-সাদা রংয়ের চটি। আর এই ছবি ফেসবুকে শেয়ার করেছেন রুদ্রনীল যা নিয়েই এখন আলোচনা তুঙ্গে।

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকে রাজ্যে শুরু হয়ে অশান্তি। এমনকি পঞ্চায়েত ভোটের দিনও একই দৃশ্য দেখতে পেল সারা বাংলা। বেলাগাম সন্ত্রাস, ছাপ্পা ভোট, ব্যালট বক্স লুঠ, খুনোখুনির মাঝেও নীরব ভূমিকা পালন করছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। এমনটাই অভিযোগ রাজ্যের বিরোধী দলের। তাই এবারে রুদ্রনীল একটি ছবি এঁকে তাঁকে তোপ দেগেছেন। তিনি এই ছবিতে রাজীব সিনহার ব্যঙ্গাত্মক ছবি এঁকে ক্যাপশনে লিখেছেন, "ম্যাডাম...পেরেছি? হচ্ছে??????????" ইতি- আদরের রাজীব।'

এখানেই থেমে যাননি রুদ্রনীল। তিনি রাজীব সিনহাকে 'ষড়যন্ত্রের সেনাপতি' বলে উল্লেখ করেছেন। ফলে রাজ্যে যে একের পর এক হিংসার বলি হয়েই চলেছে, তা নিয়ে কোনও পদক্ষেপই নিচ্ছেন না রাজ্য নির্বাচন কমিশন। ফলে তাঁর এই  অঙ্কনের মাধ্যমেই রাজীব সিনহাকে আক্রমণ করলেন রুদ্রনীল ঘোষ। যদিও রাজীব সিনহা শনিবার পঞ্চায়েত নির্বাচন নিয়ে মৃত্যুর পরিসংখ্যান উল্লেখ করেছেন, যেখানে গোটা রাজ্যে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, সেখানে রাজীব সিনহা ৩ জনের মৃত্যুর রিপোর্ট উল্লেখ করেছেন।

10 months ago