Breaking News
Congress: স্বাধীনতার পর প্রথম তেলেঙ্গানায় সরকার গঠনের পথে কংগ্রেস      Deganga: গুরুতর অভিযোগ! মিড ডে মিলের চাল লুকিয়ে রাখা হচ্ছে স্কুলের শৌচালয়ে      Sujoykrishna: সুজয়কৃষ্ণের ভয়েস স্যাম্পেল টেস্টে 'ঢিলেমি'! এসএসকেএম-এর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন      Recruitment Scam: এবারে দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত একাধিক নথি!      Jyotipriya: এসএসকেএম-এও নেই স্বস্তি! সিসিটিভি ক্যামেরার নজরাধীন রাখার নির্দেশ আদালতের      CBI: কোথাও বিধায়ক, কাউন্সিলর, কোথাও ব্যবসায়ীর বাড়িতে হানা, রাজ্যজুড়ে ফের সক্রিয় সিবিআই      Mamata Banerjee: 'অনেক বিধায়কের কোটি কোটি টাকা', বিজেপি বিধায়কদের চাঁচাছোলা আক্রমণ মমতার      Amit Shah: লোকসভার আগে বিজেপির শাহী সভা যেন প্রেস্টিজ ফাইট, সভার লাইভ আপডেট      Suvendu: অসম্মানজনক আচরণ! শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু      Fraud: সেনা কর্মীর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার, বৃদ্ধের ব্যাংক থেকে উধাও দেড় লক্ষ টাকা     

Ritabhari

Ritabhari Chakraborty: হালকা শাড়ি-ডার্ক লিপস্টিক-ছোট্ট টিপ আর ঋতাভরী, অভিনেত্রীর এই ছবিগুলো দেখলে মুগ্ধ হবেন

রবিবাসরীয় সকালে নেটিজেনদের যখন ঘুমের ঘোর ভাঙেনি। তখনই সামাজিক মাধ্যমে টলিউড (Tollywood) ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty) ছবি দেখে সম্বিত ফিরল অনেকের। সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি আপলোড করেছেন তিনি। কোন পশ্চিমী পোশাক নয়, এবার তিনি 'শাড়িতে নারী'। মিষ্টি ছবিগুলি দেখে ঘোর লেগে যায় নেটিজেনদের চোখে।


অভিনেত্রী নিজের জন্য বেছে নিয়েছেন হালকা রঙের শাড়ি। সঙ্গে সাদা ব্লাউজ। চুলের ঢল নেমেছে পিঠ পর্যন্ত। অভিনেত্রীর চাহনি যেন ঝড় তুলেছে ভক্তদের মনে। সেই ছবি আপাতত ইন্টারনেটে চর্চার প্রসঙ্গ হয়ে উঠেছে।


শাড়ি পরবেন আর ফটোশ্যুট করবেন না তা কি হয়! বেশ কিছু ছবি তিনি আপলোড করেছেন সামাজিক মাধ্যমে। কখনও হাসিমুখ, কখনও লাজুকে, কখনও আবার মোহময়ী রূপে দেখা গিয়েছে অভিনেত্রীকে।


ঋতাভরীর মুখে এত আনন্দ দেখা যাবে নাই বা কেন। তিনি এখন সপ্তম স্বর্গে। আর কিছুদিন পরে মুক্তি পেতে চলেছে তার প্রথম অভিনীত ওটিটি  সিরিজ 'নন্দিনী'। সেই আনন্দের জেল্লায় হয়তো প্রতিফলিত হয়েছে অভিনেত্রীর চেহারায়।

2 months ago
Ritabhari: মা হতে চলেছেন ঋতাভরী! সব প্রশ্নের উত্তর দিলেন অভিনেত্রী

বৃহস্পতিবার সন্ধ্যে নামতেই ফেসবুকে ঝড়ের মতো নেমে এসেছিল একটি সংবাদ। মডেল ও টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) 'অন্তঃসত্ত্বা' (Pregnancy)। হাওয়ায় ভেসে আসেনি এই খবর। অভিনেত্রী নিজেই সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে এই সুখবর দিয়েছিলেন। একটি গোলাপী-নীল ব্যাকগ্রাউন্ডে লেখা ছিল, 'আমি এবং আমার স্বামী অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমি সন্তানসম্ভবা। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ চাই।'

সামাজিক মাধ্যমে ঋতাভরীর লক্ষ লক্ষ ভক্তরা সেই খবর অবশ্য হজম করতে পারেননি। হাজারও প্রশ্ন উঠেছে। কেউ জিজ্ঞেস করেছেন ঋতাভরীর স্বামী কে? কেউ জিজ্ঞেস করেছেন কখন বিয়ে করেছেন? আবার কেউ কেউ বলেছেন, এই খবর আসলে অভিনেত্রীর আসন্ন কাজের প্রমোশন ছাড়া আর কিছুই নয়। এই শেষ ধারণাটি যাদের, তাঁরা ১০০-তে ১০০ পেয়েছেন। কারণ সামাজিক মাধ্যমে ঋতাভরী এবার আসল কথা স্বীকার করেছেন।

ঋতাভরীর আসন্ন ওয়েব সিরিজ 'নন্দিনী'। সেখানেই অন্তঃসত্ত্বার চরিত্রে অভিনয় করবেন ঋতাভরী। ফালাক মীর পরিচালনা করবেন এই সিরিজটির। ১৫ অক্টোবর ওটিটিতে মুক্তি পেতে চলেছে সিরিজটি। পোস্টারে মা দুর্গার আদলও দেখা গিয়েছে। প্রসঙ্গত এই প্রথম ওয়েব সিরিজে ডেবিউ করতে চলেছেন ঋতাভরী। তাই কিছুটা রহস্য রেখে শুরু করেছেন প্রচার কাজ। সিরিজে ঋতাভরী ছাড়াও দেখা যাবে সুহোত্র মুখোপাধ্যায়, দেবযানী চট্টোপাধ্যায়, অলিভিয়া সরকার ও শ্বেতা মৌ ভট্টাচার্যকে।

2 months ago
Ritabhari Chakraborty: সন্তানসম্ভবা ঋতাভরী! সামাজিক মাধ্যমের পোস্ট ঘিরে জোর চর্চা

বৃহস্পতিবার সন্ধ্যে হতে না হতেই একপ্রকার ঝড় উঠল সামাজিক মাধ্যমে। টলিউড অভিনেত্রী ও মডেল ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন তিনি সন্তানসম্ভবা (Pregnant)। নেটিজেন এবং তাঁর ভক্তরা এই মুহূর্তে নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। যদিও পোস্টের কমেন্ট বক্সে শুভেচ্ছার ঢল নেমেছে। সকলেই জানতে চাইছেন এই খবর কি আদৌ সত্যি?

ঋতাভরী তাঁর সামাজিক মাধ্যমে গোলাপি ও নীল ব্যাকগ্রাউন্ডের একটি ছবি পোস্ট করেছেন। সেখানে জ্বলজ্বল করে লেখা রয়েছে, 'আমি এবং আমার স্বামী আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমি অন্তঃসত্ত্বা। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ চাই।' এর বেশি আর কিছুই লেখেননি অভিনেত্রী। উঠছে বেশ কিছু প্রশ্ন, তাহলে কী অভিনেত্রী গোপনে বিয়ে করেছেন? 'স্বামী' বলে যাকে উল্লেখ করছেন তিনি কে?


অভিনেত্রী সামাজিক মাধ্যমে আগেই জানিয়েছিলেন, তাঁর মন গলেছে তথাগত চট্টোপাধ্যায়ের প্রেমে। তথাগত মনোবিদ।  তাঁর কাছে থেরাপি করাতে গিয়েই প্রেমে পড়েন ঋতাভরী। তবে কী তাঁর সঙ্গেই বিয়ে করেছেন সকলের অলক্ষ্যে? নাকি এই পোস্ট কেবলই পাবলিসিটি স্টান্ট? হয়তো ঋতাভরীর নতুন কাজের প্রমোশন। আরও একটি আশঙ্কা বাদ দেওয়া যায় না, অভিনেত্রীর সামাজিক মাধ্যম কি হ্যাক হল!

2 months ago


Ritabhari: মানুষ নীতি পুলিশি এবং গঠনমূলক সমালোচনার পার্থক্য ভুলে যান; ঋতাভরী

টলিউড হোক কিংবা বলিউড যেসব তারকাদের অনেক আলো ঘিরে থাকে, সেসব তারকাদের অনেকসময় খেজুর কথাও ঘিরে থাকে। এসব কথা সমালোচনা নয়, অনেক সময় কটূ কথার মতো বিদ্ধ করে তাঁদের। এই তালিকা থেকে ব্যাড যাননি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীও (Ritabhari Chakraborty)। সম্প্রতি তিনি নানা শারীরিক বদলের মধ্যে দিয়ে গিয়েছেন। একসময় অভিনেত্রী ছিলেন একেবারে টোনড চেহারার। তারপর অসুস্থ হয়ে খানিকটা ওজন বেড়ে গিয়েছিল ঋতাভরীর। এরপর আবার সিনেমায় চরিত্রের প্রয়োজনে কখনও নিজের ওজন বাড়িয়েছেন আবার কখনও কমিয়েছেন। এমন সময় নেটিজেনরা তাঁকে নিয়ে অনেক কথাই বলেছেন। বেশিরভাগ ক্ষেত্রে সেসব সমালোচনা। তাই এবার এই নিয়ে মুখ খুললেন তিনি।

ঋতাভরী এক সাক্ষাৎকারে বলেছেন, 'যেখানে গঠনমূলক সংলাপ জরুরি, সেখানে অসংখ্য অযথা সংলাপ এবং নীতি পুলিশি স্বাস্থ্যকর আলোচনায় ব্যাঘাত ঘটায়। সামাজিক মাধ্যমে নেটিজেনদের আরও একটু সহানুভূতিশীল হতে হবে। তাঁদের বুঝতে হবে, অন্য মানুষদের মতোই তারকারাও মানুষ এবং তাঁদের ব্যক্তিগত পরিসর থাকার অধিকার রয়েছে। আমি অনেক সময় দেখেছি, বিশেষ করে অভিনেত্রীদের মধ্যে সামান্থা রুথ প্রভু, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাডুকোনকে এমন নীতি পুলিশির মুখে পড়তে হয়েছে।'

অভিনেত্রী আরও বলেন, 'অন্যান্য মানুষদের মতোই তারকাদেরও নিজের মতামত-ইচ্ছে এবং জীবনযাপন প্রকাশ করার পূর্ণ স্বাধীনতা রয়েছে। সামাজিক মাধ্যমের নেতিবাচক আলোচনা, তারকাদের আসল সত্বা তুলে ধরতে বাধা দেয়।'

5 months ago
Ritabhari: লাল বেনারসীতে 'ফুল্লরা' ঋতাভরী, সামাজিক মাধ্যমে দিলেন ছবি

মডেল ও অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। তাঁর অভিনয় জীবনে ডেবিউ হয়েছিল ছোট পর্দায় ধারাবাহিক দিয়ে। সেই প্রথম ধারাবাহিকেই তিনি প্রশংসা কুড়িয়েছিলেন। তবে জনপ্রিয়তা পেয়েছেন আরও কিছুটা পরে। সামাজিক মাধ্যমে নিজের সাহসী অবতার প্রকাশ করেন অভিনেত্রী। সেই থেকেই সামাজিক মাধ্যমে তিনি 'ক্রাশ' হয়ে ওঠেন। তাঁর নানা ছবি শেয়ার হতে শুরু করে। সামাজিক মাধ্যমে তাঁর ফলোয়ারের সংখ্যা ৩.৫ মিলিয়ন।


মঙ্গলবার সামাজিক মাধ্যমে নিজের বেশ কয়েকটি নতুন ছবি আপলোড করেছেন তিনি। খোলা চুলে, লাল বেনারসীতে, হাতে জুঁই ফুলের মালা নিয়ে ছবি তুলেছেন। ক্যাপশনে লিখেছেন, 'ফুল্লরা'। প্রসঙ্গত, ঋতাভরী 'ফাটাফাটি' ছবিতে অভিনয় করেছিলেন। সেই ছবিতেই তাঁর চরিত্রের নাম ছিল 'ফুল্লরা'। ফটোশ্যুটে সেই চরিত্রকেই ঘুরে দেখেছেন।


অভিনেত্রীর পরবর্তী ছবি 'আপনজন'। তাঁর বিপরীতে দেখা যাবে, অভিনেতা জিতু কমলকে। সিঙ্গেল মাদারের চরিত্রে অভিনয় করবেন ঋতাভরী। ফাটাফাটির জন্য নিজের ওজন বাড়াতে হয়েছিল অভিনেত্রীকে। নতুন চরিত্রের জন্য নিজেকে এই ভাঙাগড়া, দর্শকদের কাছে তাঁকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করছে।'

5 months ago


Ritabhari: ঋতাভরীর জন্মমাস, কেক-ফুল-টেডি বিয়ারে বিদেশে শুরু হল উদযাপন

অভিনয় (Acting) জগতের পাশাপাশি সামাজিক মাধ্যমের সেনসেশন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। তাঁর জন্ম মাস শুরু হল। আগামী ২৬ জুন অভিনেত্রীর জন্মদিন। কিন্তু তার আগেই শুরু হয়ে গেল উদযাপন। তবে কলকাতায় নয়, একেবারে বিদেশে। ঋতাভরী সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। তিনি নিজেই লন্ডনে জন্মদিন উদযাপনের বেশ কিছু ছবি দিয়েছেন সামাজিক মাধ্যমে।

দুই সপ্তাহ আগে লন্ডনে ছিলেন ঋতাভরী। তাই কেবলমাত্র জন্মদিন নয়, শুরু হয়েছে জন্ম মাস উদযাপন। একটি লাল রঙের পোশাক পরেছিলেন তিনি। জন্মদিনে ছিল কেক, সূর্যমুখী ফুল এবং ছোট্ট সুন্দর একটি টেডি বিয়ার। ছবিগুলি সামাজিক মাধ্যমে আপলোড করে অভিনেত্রী লিখেছেন, 'আমার জন্মদিন ২৬ জুন। এখনই আমাকে শুভেচ্ছা জানাতে শুরু করবেন না।' অভিনেত্রী এও জানিয়েছেন যে, জন্মদিন উদযাপনের ব্যাপারে তিনি এখনও বাচ্চা।

ঋতাভরী অভিনীত সিনেমা ফাটাফাটি মুক্তি পেয়েছে ইতিমধ্যেই। এখনও সগৌরবে চলছে সিনেমাটি। অন্যদিকে নতুন সিনেমা 'আপনজন'-এর শুটিং শুরু হওয়ার কথা ছিল। সেই কারণেই হয়তো ঋতাভরীর এই লন্ডন সফর। তবে অভিনেত্রী বলা সত্বেও নেট মাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন ভক্তরা।

5 months ago
Ritabhari: গ্রীষ্মের দুপুরে জলকেলি ঋতাভরীর, ছবিতে উষ্ণতা বাড়ছে নেট দুনিয়ায়

কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) অভিনীত ছবি 'ফাটাফাটি'। সেই সিনেমার জন্য প্রায় ২৫ কেজি ওজন বাড়িয়েছিলেন তিনি। তবে নতুন চরিত্রের জন্য প্রস্তুতি শুরু হতেই আবারও আগের চেহারায় ফিরে যাওয়ার যাত্রা শুরু করেছেন তিনি। অভিনেত্রী সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। তবে বৃহস্পতিবারের দুপুরে সামাজিক মাধ্যমে ঝড় তুললেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।

কলকাতার তাপমাত্রা এমনিই তুঙ্গে। ফোনের ওয়েদার রিপোর্টে তাপমাত্রা যতই ৩৮ ডিগ্রি দেখাক না কেন, জনসাধারণেরা বলছেন, যা গরম লাগছে তাতে তাপমাত্রা' ফিল লাইক' ৫০ ডিগ্রি। এমন অবস্থায় ঋতাভরীর ছবিতে সেই উত্তাপ আরও খানিকটা বৃদ্ধি পেল। সামাজিক মাধ্যমে আপলোড করা ছবি অভিনেত্ৰীর জল স্নানের। নীলচে সবুজ জল যেন একেবারে সমুদ্র। আর সেই সমুদ্রে কালো ব্র্যালেট পরে ধরা দিয়েছেন জলপরী থুড়ি ঋতাভরী।

গ্রীষ্মের দুপুরে ঋতাভরীর এই ছবি শান্তির মতো নেমে এসেছে নেটিজেনদের মনে। একাধিক পোজে ছবি তুলেছেন অভিনেত্রী।  সেই ছবিই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। এক নেটিজেন লিখেছেন, 'এমন জলপরী থাকলে আমি জলেও থাকতে রাজি।' 


6 months ago
Ritabhari: সাদা কালো ছবিতে ঋতাভরী না মেরিলিন মনরো? চিনতে পারবেন না

যত দিন যাচ্ছে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) যেন আরও মোহময়ী হয়ে উঠছেন। কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল ঋতাভরী অভিনীত সিনেমা 'ফাটাফাটি'। সেই সিনেমার জন্য বেশ কিছুটা ওজন বাড়াতে হয়েছিল অভিনেত্রীকে। সেই চেহারা ভেঙে অভিনেত্রী আবারও নতুন চরিত্রের জন্য প্রস্তুতি নি