Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

RanilWickremesinghe

Mamata-Ranil: 'আপনিই কি বিরোধী জোটকে নেতৃত্ব দেবেন?' শ্রীলঙ্কার প্রেসিডেন্টের প্রশ্নে কী উত্তর দিলেন মমতা

বিদেশ সফরে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুবাই হয়ে স্পেনের উদ্দেশে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু স্পেনে যাওয়ার আগেই দুবাই বিমানবন্দরে হঠাৎ সাক্ষাৎ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের (Ranil Wickremesinghe) সঙ্গে। আর দেখা হতেই এমন এক প্রশ্ন করে বসলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, যার জন্য দিদি একেবারেই অপ্রস্তুত ছিলেন। জানা গিয়েছে, শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করার পরই রনিল বিক্রমাসিংহে জিজ্ঞাসা করেন, 'আপনিই কি বিরোধী জোটকে নেতৃত্ব দিতে চলেছেন?' এর পরেই কিছুটা ইতস্তত হয়ে উত্তর দিতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে।

বিদেশ সফরে গিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়কে বিরোধী জোট নিয়েই প্রশ্নের মুখে পড়তে হল। বুধবার স্পেনের উদ্দেশে রওনা দেওয়ার আগেই দুবাই বিমানবন্দরে দেখা হয় শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে। তাঁর সঙ্গে দেখা হতেই তিনি জিজ্ঞাসা করেন, 'আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি?' মমতা উত্তর দেন, 'হ্যাঁ, অবশ্যই।' এর পরেই বিক্রমসিংহে প্রশ্ন করেন, 'আপনিই কি বিরোধী জোটকে নেতৃত্ব দিতে চলেছেন?' কিছুটা অপ্রস্তুত হয়েও উত্তরে তিনি বললেন, 'ওহ মাই গড', এর পরেই হেসে ফেলেন তিনি। তার পরই একটু থেমে মুখ্যমন্ত্রী বলেন, 'এটা মানুষের উপর নির্ভর করছে। বিরোধীরাও ক্ষমতায় আসতে পারে।'

8 months ago
Mamata: মেট্রোয় চেপে দুবাই বিমানবন্দরে পৌঁছলেন 'দিদি', 'হঠাৎ দেখা' শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে

দীর্ঘ ৫ বছর পর বিদেশ সফরে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুবাই হয়ে স্পেনে (Spain) যাবেন তিনি। কিন্তু স্পেন যাওয়ার আগেই দুবাই বিমানবন্দরে হঠাৎ সাক্ষাৎ হল শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সঙ্গে। বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার রাষ্ট্রপতির এই 'হঠাৎ দেখা'-এর মুহূর্তই ক্যামেরাবন্দি করা হয়েছে যা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। এছাড়াও স্পেনে যাওয়ার আগেই দুবাই বিমানবন্দরে পৌঁছনোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে মেট্রোতে চড়তে। সেই ছবিও বুধবার সকাল থেকেই ট্রেন্ডিং-এ।


সূত্রের খবর, বুধবার দুবাই বিমানবন্দরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সঙ্গে হঠাৎ দেখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দু’জনের মধ্যে সৌজন্য বিনিময় হয়। এরপরেই মুখ্যমন্ত্রী ফেসবুকে লেখেন, 'বিমানবন্দরের লাউঞ্জে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হঠাৎ আমাকে দেখতে পেয়ে ডাকেন। কিছু বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়। আমি ওঁর সৌজন্যে আপ্লুত।' তিনি আরও জানান, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের জন্য তিনি শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছেন। এদিকে মাদ্রিদ উড়ে যাওয়ার আগে তিনি শ্রীলঙ্কাতেও আমন্ত্রণ পেলেন বলে জানিয়েছেন।

বুধবার ভারতীয় সময় সকাল পৌনে দশটা নাগাদ দুবাই থেকে মাদ্রিদ উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিল তাঁর প্রতিনিধি দলও। মূলত ১২ দিনের শিল্প সফরে মুখ্য়মন্ত্রী স্পেনে যাচ্ছেন। মঙ্গলবারই কলকাতা থেকে রওনা দিয়েছেন তিনি। দুবাই হয়ে মাদ্রিদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী। যদিও দুবাইগামী বিমানটি নির্দিষ্ট সময়ে ছাড়েনি। দু’ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করতে হয় তাঁকে।

দুবাই পৌঁছে আবার মুখ্য়মন্ত্রী নিজের পছন্দের ছবিও আঁকেন। সেই ছবিও পোস্ট করেন ইনস্টাগ্রামে। লাল, নীল-সবজে রঙা একটি ফুল, তাতে বাহার আনতে সাদা রঙের টান। ওপরে নীলচে আভাস। বাহারি ফুলের অবয়বের সেই ছবি নীচে নিজের নাম লিখে তারিখও লিখে রাখেন মুখ্যমন্ত্রী। নিজের হাতে আঁকা ছবি তিনি আবার উপহারও দিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকেও। এছাড়াও এদিন 'দিদি'-র আরও এক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, বাংলার মুখ্যমন্ত্রী চড়েছেন দুবাইয়ের মেট্রোতে। দুবাইয়ের বিমানবন্দরে পৌঁছনোর জন্যই তিনি মেট্রোতে চেপেছিলেন বলে সূত্রের খবর।


8 months ago
Modi: এবারে শ্রীলঙ্কাতেও ব্যবহার করা হবে ইউপিআই, বৈঠক শেষে জানালেন প্রধানমন্ত্রী মোদী

শ্রীলঙ্কার (Srilanka) চরম আর্থিক সংকটের সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভারত (India)। পাশে ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এবারে তাঁকে সরাসরি ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে (Ranil Wickremesinghe)। দু'দিনের জন্য ভারত সফরে এসেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি বিক্রমাসিংহে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতে এসে পৌঁছেছেন তিনি। এরপর আজ অর্থাৎ শুক্রবার সকালে নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। এই বৈঠকের মাধ্যমে ভারত ও শ্রীলঙ্কার সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি এদিন বিভিন্ন চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। তারমধ্যে অন্যতম হল পেট্রোলিয়াম পাইপলাইন নির্মাণ ও ইউপিআই সিস্টেম। জানা গিয়েছে, এখন থেকে শ্রীলঙ্কাতেও ব্যবহৃত হবে ভারতের ইউপিআই (UPI)।

২০ জুলাই, বৃহস্পতিবার ভারত সফরে এসেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভি. মুরলীধর। এরপর আজ দিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে তাঁদের মধ্যে একাধিক বিষয়ে আলোচনা হয়। এরপর প্রধানমন্ত্রী মোদী এক বিবৃতিতে জানান, শ্রীলঙ্কাতে ইউপিআই সিস্টেম চালু করার ক্ষেত্রে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত করা হবে যাতে দুই দেশের আর্থিক লেনদেন আরও বেশি শক্তিশালী হয়। এছাড়া আর্থিক, প্রযুক্তিগত চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে আলোচনা করা হবে। এছাড়াও মোদী এদিন জানান, প্রতিবেশি রাষ্ট্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে ভারত।

10 months ago