
বিদেশ সফরে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুবাই হয়ে স্পেনের উদ্দেশে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু স্পেনে যাওয়ার আগেই দুবাই বিমানবন্দরে হঠাৎ সাক্ষাৎ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের (Ranil Wickremesinghe) সঙ্গে। আর দেখা হতেই এমন এক প্রশ্ন করে বসলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, যার জন্য দিদি একেবারেই অপ্রস্তুত ছিলেন। জানা গিয়েছে, শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করার পরই রনিল বিক্রমাসিংহে জিজ্ঞাসা করেন, 'আপনিই কি বিরোধী জোটকে নেতৃত্ব দিতে চলেছেন?' এর পরেই কিছুটা ইতস্তত হয়ে উত্তর দিতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে।
বিদেশ সফরে গিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়কে বিরোধী জোট নিয়েই প্রশ্নের মুখে পড়তে হল। বুধবার স্পেনের উদ্দেশে রওনা দেওয়ার আগেই দুবাই বিমানবন্দরে দেখা হয় শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে। তাঁর সঙ্গে দেখা হতেই তিনি জিজ্ঞাসা করেন, 'আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি?' মমতা উত্তর দেন, 'হ্যাঁ, অবশ্যই।' এর পরেই বিক্রমসিংহে প্রশ্ন করেন, 'আপনিই কি বিরোধী জোটকে নেতৃত্ব দিতে চলেছেন?' কিছুটা অপ্রস্তুত হয়েও উত্তরে তিনি বললেন, 'ওহ মাই গড', এর পরেই হেসে ফেলেন তিনি। তার পরই একটু থেমে মুখ্যমন্ত্রী বলেন, 'এটা মানুষের উপর নির্ভর করছে। বিরোধীরাও ক্ষমতায় আসতে পারে।'
VIDEO | Sri Lankan President Ranil Wickremesinghe asked West Bengal CM Mamata Banerjee "if she is going to lead the opposition alliance (INDIA)."
— Press Trust of India (@PTI_News) September 13, 2023
To this, Banerjee smiled and replied: "It depends on people. The opposition may be (in) position also."
The brief interaction… pic.twitter.com/rA8Wc2JtOx