Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

RRR

Eti: তাপস সাহার গার্লফ্রেন্ড ইতি সরকার! সমাজমাধ্যমে এমন পোস্ট করে গ্রেফতার যুবক

তেহট্টের বিধায়ক তাপস সাহা (Tapas Saha) ঘনিষ্ঠ তৃণমূল (TMC) নেত্রীকে নিয়ে, কুকথা সমাজ মাধ্যমে পোস্ট করার অভিযোগে গ্রেফতার (Arrest) এক যুবক। শনিবার ওই তৃণমূল নেত্রী ইতি সরকারের অভিযোগের ভিত্তিতে, তেহট্ট থানার পুলিস ওই যুবককে গ্রেফতার করে। সূত্রের খবর, শনিবার ওই যুবক ফেসবুকে একটি পোস্ট করেন, যেখানে ওই যুবক উল্লেখ করেন, তৃণমূল নেত্রী ইতি সরকার তাপস সাহার গার্লফ্রেন্ড। এ সংক্রান্ত পোস্ট সমাজের মাধ্যমে নজরে আসার পরেই ইতি সরকার লিখিত অভিযোগ দায়ের করেন। তারপরেই তড়িঘড়ি ওই যুবককে গ্রেফতার করে পুলিস। পুলিস জানিয়েছে, ওই যুবকের নাম রতন ভুঁইয়া, এছাড়া রবিবার তাঁকে কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে তোলা হয়।

সিবিআই তল্লাশি চালিয়ে, শনিবার তাপস সাহার বাড়ি থেকে পাওয়া নথির ভিত্তিতে তাপস ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী ইতি সরকারের বাড়ি হানা দেয় সিবিআই। পাশাপাশি প্রাক্তন আপ্ত সহায়ক প্রবীর কয়ালের বাড়িতেও হানা দেয় সিবিআই।

12 months ago
War: টাইগারকে সরিয়ে 'ওয়ার টু'-তে ঋত্বিকের সঙ্গে জনপ্রিয় দক্ষিণী অভিনেতা

বড় চমক 'ওয়ার টু'-তে (War 2)। শোনা গিয়েছিল অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই সিনেমায় ঋত্বিক রোশনের (Hrithik Roshan) বিপরীতে দেখা যাবে টাইগার শ্রফকে (Tiger Shrof)। তবে এখন শোনা যাচ্ছে টাইগার নয়, সিনেমায় দেখা যাবে জুনিয়ার এনটিআরকে। প্রসঙ্গত আরআরআর সিনেমায় অভিনয় করার পর জুনিয়ার এনটিআর আর কেবল দক্ষিণী অভিনেতা নয়, সর্বভারতীয় অভিনেতা হয়ে উঠেছেন। 'ওয়ার টু'-তে মূল চরিত্রই অভিনয় করবেন তিনি।

বক্স অফিস বিশেষজ্ঞ তরণ আদর্শ নিজের টুইটার থেকে এই খবর জানিয়েছেন। একটি পোস্ট দিয়ে তিনি লিখেছেন, 'আনুষ্ঠানিক ঘোষণা। ঋত্বিক রোশন এবং জুনিয়ার এনটিআর এই প্রথম ওয়ার টু-তে একই পর্দায় কাজ করবে।' এই ঘোষণার পরেই উচ্ছ্বাসে ফেটে পড়েছেন ঋত্বিক ও এনটিআর জুনিয়ারের ভক্তরা। অভিনয়ের পাশাপাশি গানেও চমক আশা করছেন তারা।

বক্স অফিসে ভালোই ব্যবসা করেছিল 'ওয়ার'। ঋত্বিক ও টাইগারের জুটি পছন্দ করেছিল সকলে। পার্ট টু-তে টাইগারকে সরিয়ে দেওয়ায় তাঁর ভক্তরা হতাশ হয়ে পড়েছে। তবে জুনিয়ার এনটিআরের চাহিদা এখন অনেক বেশি। ওয়ার টু-তে এই জুটি কতটা রসায়ন জমাতে পারে, চিত্রনাট্য কতটা প্রশংসা পায়, তাই-ই দেখার।    

one year ago
Priyanka:'আরআরআর' প্রসঙ্গে ভুল মন্তব্য, প্রিয়াঙ্কা চোপড়ার সমালোচনায় নেটদুনিয়া

সম্প্রতি 'দেশি গার্ল' প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) চর্চায় উঠে এসেছেন। একসময় বলিউড কাঁপালেও বর্তমানে তিনি হলিউডবাসিনী। এপ্রিল মাসে মুক্তি পেতে চলেছে প্রিয়াঙ্কা চোপড়ার নতুন ওয়েব সিরিজ 'সিটাডেল'। বর্তমানে তাঁরই প্রচার সারছেন অভিনেত্রী। সম্প্রতি গিয়েছিলেন ডক্স শেফার্ডের 'আর্মচেয়ার এক্সপার্ট' পডকাস্টে। সেখানে বলিউড সম্পর্কে তাঁর বক্তব্য ভাইরাল (Viral)। তবে সেই অনুষ্ঠানেই 'আরআরআর'(RRR) প্রসঙ্গে প্রিয়াঙ্কার মন্তব্য ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

অনুষ্ঠানের সঞ্চালক 'আরআরআর' সিনেমাটিকে 'বলিউড সিনেমা' বলে বসেন।প্রিয়াঙ্কা চোপড়া তাঁর ভুল শুধরে দিতে চেয়ে বলেন 'আরআরআর তামিল সিনেমা'। অভিনেত্রী বুঝতে পারেননি তিনিও ভুল তথ্য দিচ্ছেন। 'আরআরআর' আসলে তেলেগু সিনেমা। জনপ্রিয় এই সিনেমা লস এঞ্জেলসে নিজের বাড়িতে প্রদর্শনীর ব্যবস্থা করিয়েছিলেন অভিনেত্রী। দক্ষিণ ভারতীয় তারকাদের নিয়ে নিজের বাড়িতে অনুষ্ঠানের আয়োজনও করেছিলেন।

বর্তমানে প্রিয়াঙ্কার মন্তব্য ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। নেটিজেনরা বলছেন, 'প্রিয়াঙ্কার আরআরআর নিয়ে যে তেমন জ্ঞান নেই তা স্পষ্ট তাঁর বক্তব্যে'। এক নেটিজেন তাঁর মন্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে লিখেছেন,'মুখ খোলার আগে একবার ভেবে নিন কী বলছেন।'

one year ago


Ajay: 'নাটু নাটু অস্কার পেয়েছে আমার জন্য', কেন এমন বললেন অজয় দেবগন?

অস্কার (OScar) জিতেছে 'আরআরআর' (RRR) ছবির বিখ্যাত গান 'নাটু নাটু' (Naatu Naatu)। তাবড় তাবড় হলিউড গায়ক-গায়িকাদের ছাপিয়ে সেরা গানের শিরোপা জিতে নিয়েছে এম এম কীরাবাণির কম্পোজ করা এই গান। সারা পৃথিবীতে সাড়া ফেলে দিয়েছে নাটু নাটু। পৃথিবী জুড়ে মানুষ এই নাচের গানে পা মিলিয়েছে, তা একাধিকবার দেখা গিয়েছে ভাইরাল হওয়া ভিডিওতে। এই গানের কৃতিত্বের জন্য এতদিন গানের সুরকার কীরাবাণি ও গায়ক রাহুল সিপলিগুঞ্জ, কাল ভৈরবকেই দেওয়া হয়েছে। কিন্তু এক আশ্চর্যকর দাবি করে বসলেন অজয় দেবগন। তিনি বলেছেন, নাটু নাটু গান নাকি অস্কার পেয়েছে তাঁরই জন্য। সবারই জানা, এই ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল অজয় দেবগনকে। তবে অস্কার পাওয়ার পিছনে কেন এমন দাবি করলেন অজয়?

সম্প্রতি অজয় দেবগন ও টাবু অভিনীত আসন্ন ছবি 'ভোলা'র জন্য় প্রোমোশন করছেন তাঁরা। এই ছবির প্রচারের জন্য তাঁরা পৌঁছে গিয়েছিলেন কপিল শর্মা শোতে। সেখানে কপিল অজয়কে যখন আরআরআর ছবির জন্য অভিনন্দন জানাচ্ছিলেন, তখনই অজয় বলেন, 'আরআরআর-এর নাটু নাটু আমার জন্যই অস্কার পেয়েছে কারণ আমি যদি সেই গানে নাচতাম তবে কী হত?' আর এরপরেই হেসে উঠলেন কপিল শর্মা শো-এর দর্শক সহ প্রত্যেকে। অর্থাৎ অজয় এই কথাটি ঠাট্টা করার জন্যই বলেছিলেন।

one year ago
RRR: অস্কার পর্ব অতীত, 'আরআরআর-টু' সিনেমার শ্যুটিং সূচি জানুন

'আরআরআর' (RRR) সিনেমার দ্বিতীয় পর্বের শ্যুটিং শুরু হতে চলেছে শীঘ্রই। দক্ষিণী ছবি পাড়ায় কান পাতলে আপাতত সেই গুঞ্জনই শোনা যাচ্ছে। এসএস রাজামৌলি (SS Rajamouli) পরিচালিত 'আরআরআর' ছবির প্রথম পর্ব ব্যাপক সাফল্য পেয়েছে। ঠিক যেভাবে বাহুবলীর দ্বিতীয় পর্ব এসেছিল, সেভাবেই এই ছবিরও দ্বিতীয় পর্ব আসবে বলে মনে করছেন দর্শকরা। ২০২২ সালেই 'RRR' সিনেমার দ্বিতীয় পর্বের চিত্রনাট্য নির্মাণের কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছিল।চলতি বছরে শ্যুটিং শুরু হবে বলে কানাঘুষো।

গত এক বছর ধরে রাজামৌলী পরিচালিত 'আরআরআর' সুনাম অর্জন করেছে। শুধুমাত্র ভারত নয়, বিশ্ব দরবারেও প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। গোল্ডেন গ্লোব, দাদা সাহেব ফালকে, অস্কারের মতো পুরস্কার রয়েছে এই সিনেমার ঝুলিতে। প্রবল জনপ্রিয়তা পেয়েছে 'নাটু নাটু' গানটি। সেই গানের কোরিওগ্রাফার প্রেম রক্ষিত আবারও সিনেমার পরিচালকের সঙ্গে কাজ করছেন বলে খবর।

জানা যাচ্ছে, দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি তবে আগামী দুই মাসেই শুরু হতে পারে সিনেমার শ্যুটিং। এবারে কোন গানে পা মেলাতে দেখা যাবে এনটিআর জুনিয়র ও রাম চরণ তেজাকে? সিনেমায় কোন চমক লুকিয়ে থাকবে? তা জানতে অধীর আগ্রহে রয়েছেন দর্শকেরা। যদিও এই বিষয়ে মুখ খোলেননি পরিচালক। মুখ খোলেননি অভিনেতারাও।


one year ago


Virat: অস্ট্রেলিয়ার বিপরীতে ক্রিকেটের ময়দানে 'নাটু নাটু' গানে নাচলেন বিরাট কোহলি

চলতি অস্ট্রেলিয়া সিরিজ যেন বিরাট কোহলির (Virat Kohli) পুনরুত্থানের গল্প। ফাইনাল টেস্ট ম্যাচে ভালোই ফলাফল করেছেন কিং কোহলি। সাধারণত কোহলি মাঠে নামলে বিনোদনের কোনও ত্রুটি হয় না। কখনও চারে, কখনও ছক্কায় 'পাঞ্জাবি মুন্ডা' বিরাট নেচেই ময়দান মাতান। এবার বিরাট 'নাটু নাটু' (Naatu Naatu Song) গানের স্টেপে পা মেলালেন।

অস্ট্রেলিয়া ও ভারতের ওয়ান ডে সিরিজের লাইভ স্ট্রিমিং'এ এই দৃশ্য প্রত্যক্ষ করলেন বিরাটের অগণিত ভক্তরা। বিরাটের সতীর্থ মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজের দারুন পারফরমেন্স দেখে খুশি হন কোহলি। বিরাটচিত স্টাইলে সদ্য অস্কার পাওয়া 'নাটু নাটু' গানের স্টেপে পা নাচাতে দেখা যায় তাঁকে।

'আরআরআর' সিনেমায় ঠিক যেভাবে নায়কেরা ইংরেজদের বিরুদ্ধে 'নাটু নাটু' গানে নেচে তাক লাগিয়েছিলেন, ঠিক সেইভাবেই যেন অস্ট্রেলিয়ার সামনে ভারতের ভালো ফলের উচ্ছ্বাস প্রকাশ পেল কোহলির নাচে। পর্দার ইংরেজ ও ভারতীয়দের লড়াই ও জয়ের আনন্দ যেন প্রকাশ পেল বাস্তবের মাটিতে। রিল-রিয়েল মিলেমিশে একাকার হয়ে গেল, বলছেন বিরাটের ভক্তরা।

রাজামৌলি পরিচালিত 'আরআরআর' সিনেমার 'নাটু নাটু' গানটি প্রায় এক বছর ধরে ইন্টারনেট মাতিয়ে চলেছে। ইন্সটাগ্রাম কিংবা ফেসবুক এই গানের রিলিস'এ ছেয়ে গিয়েছে। এই গানটির এবং গানের নাচের ভক্ত সংখ্যা অনেক। বিরাট কোহলিও যে এই গানের ভক্ত তা বোঝা গেল তাঁর নাচেই। 'নাটু নাটু' গানের আনন্দে যে সেলিব্রিটি ক্রিকেটাররাও সামিল, তাও স্পষ্ট।


one year ago
Oscar: অস্কারজয়ী 'নাটু নাটু' গায়ক ক্ষমা চাইলেন সিনেমার দুই নায়কের কাছে, কিন্তু কেন?

৯৫তম অস্কারের (Oscar) মঞ্চে সেরা সঙ্গীত হিসাবে নির্বাচিত হয়েছে দক্ষীণের ছবি আরআরআর-এর 'নাটু নাটু'। আর তা নিয়েই মঞ্চে এক জমকালো পারফরম্যান্স রেখেছেন গানটির কণ্ঠশিল্পী কালা ভৈরব এবং রাহুল সিপলিগঞ্জ। এমনকি একের পর এক উচ্ছ্বসিত পোস্টও দেখা গিয়েছিল এই নিয়ে। এমনকি ভারতীয় উপস্থাপক হিসাবে মঞ্চে ছিলেন দিপীকা পাডুকোন। তাঁর ঘোষণার পরই ১২ মার্চ মঞ্চে ওঠেন ‘নাটু নাটু’ শিল্পীরা। সিনেমায় নাটু নাটু গানটি কালা ভৈরবেরই গাওয়া তারপরেও কেন ক্ষমা চাইতে হল গায়ককে? এই নিয়ে সমাজমাধ্যমে দেখা গেল তাঁর দীর্ঘ পোস্ট।  

এই ছবির পরিচালক রাজামৌলি নাটু নাটু গানের কম্পোজার কিরাবাণী-সহ সকলকে ধন্যবাদ জানালেও দুই প্রধান অভিনেতা রাম চরণ এবং জুনিয়র এনটিআর-এর নাম নিতে ভুলে গিয়েছিলেন। তাই নিজের ভুল শুধরে ক্ষমা চেয়ে টুইট করে লিখেছেন, “আমার কোনও সন্দেহ নেই যে, রামচরণ এবং জুনিয়র এনটিআর ‘আরআরআর’ এবং ‘নাটু নাটু’র সাফল্যের কারণ। আমি কেবল তাঁদেরকেই ধন্যবাদ জানিয়েছিলাম, যাঁরা অ্যাকাডেমি মঞ্চে পারফর্ম করার সুযোগ পেতে সাহায্য করেছিলেন। আর কিছুই নয়। কিন্তু আমি দেখছি, একটা ভুল বার্তা পৌঁছেছে। সে কারণে আমি সকলের কাছে ক্ষমা চাইছি আমার শব্দচয়নের জন্য।”

সিনেমার অভিনেতা রাম চরণ এবং জুনিয়র এনটিআর-এর অনুরাগীদের কাছে নিজের দোষ স্বীকার করলেন কালা ভৈরব। তিনি বলেন, সুরেও রয়েছে ভারতীয় সংস্কৃতির মাদকতা, যা পরিচালক এস এস রাজামৌলির ‘আরআরআর’ ছবিকেও আন্তর্জাতিক উচ্চতা দিয়েছে। তাই সবাই মিলেই গর্বের ভাগিদার হয়েছেন। কেবল মাত্র মঞ্চে উঠে তিনি আর রাহুল পারফর্ম করেছেন বলে বাকিদের নাম সমাজমাধ্যমে উল্লেখ না করা অন্যায় হয়েছে তাঁর, এই বলেই ক্ষমা চাইলেন গায়ক।

এই ছবিতে দুই তারকার অনবদ্য পারফরম্যান্সই এই গানের দৃশ্যের আকর্ষণ, যা বিশ্ববাসীর মন কেড়েছে। এমনকি তারকাদের রসায়নও মুগ্ধ করেছে দর্শকদের। তবে জানা গিয়েছে, এই দুই তারকার মধ্যে নাকি দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতা। আবার অস্কারের গৌরবে নাকি তা আরও জরালো হয়েছে। এ নিয়ে একাধিক প্রতিবেদন পড়ে শেষমেশ মুখ খুললেন রাম চরণ। 

রামচরণ জানান, “অনেক অল্প বয়স থেকে এনটিআরকে চিনি, তখন আমরা খুব ছোট ছিলাম। তবে চার-পাঁচ বছর আগে আমরা খুবই ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছিলাম। আমি জানতামই না এনটিআর-এর সঙ্গে কাজ করতে চলেছি। এমনকি দু’জনের মধ্যে কে প্রথম ফোন পেয়েছিল আমি তাও জানিনা। আমি যখন রাজামৌলির বাড়িতে যাই, দেখি এনটিআর বসে আছে। তখন রাজামৌলি জানান ছবিতে তিনি দু’জনকেই নেওয়া হয়েছে। রাজামৌলি না হয়ে অন্য কোনও পরিচালক হলেও আমরা কোনও না কোনও দিন একই ভাবে কাজ করতাম।”

রাম চরণ আরও বলেন, “অনেকে বলেন, দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে আমাদের দুই পরিবারের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। আমরা কখনও এটা ব্যক্তিগত ভাবে গায়ে মাখিনি। আমাদের একসঙ্গে নিয়ে কাজ করার বিষয়ে কারও ভরসার প্রয়োজন ছিল। রাজামৌলিই সেই মানুষ। তাঁর জন্যেই এটা সম্ভব হয়েছে।”

one year ago
Oscar: জয় হিন্দ! সেরা সং নাটু-নাটু আর সেরা ছোট তথ্যচিত্রে অস্কার ভারতের

১৪ বছরের খরা কাটিয়ে অস্কার জয় (Won Oscar) ভারতের। প্রথম থেকেই সম্ভাবনা ছিল। এবার অপেক্ষার অবসান। 'RRR'-ছবির 'নাটু নাটু' গানের মুকুটে নয়া পালক। ফের সেরার পুরস্কার ছিনিয়ে নিয়ে এসেছে। এর আগে গোল্ডেন গ্লোব পুরস্কার পেয়েছিল রাজামৌলীর 'RRR' ছবির 'নাটু নাটু' গানটি। এক কথায়, এবার রেকর্ড গড়েছে 'RRR'। বেস্ট অরিজিনাল সংয়ের পুরস্কার জিতে নিয়েছে অস্কারের মঞ্চে। উচ্ছ্বসিত গোটা দেশ।

অন্যদিকে, সোমবার লস অ্যঞ্জলসের ডলবি থিয়েটারে ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ডকুমেন্টরি শর্ট বিভাগে সেরা তথ্যচিত্র হিসাবে সম্মানিত হল 'The Elephant Whisperers'। ছবিটি পরিচালনা করেছেন পরিচালক কার্তিকি গঞ্জালভিজ। প্রযোজক গুনিত মঙ্গা। মানুষ আর পশুর মধ্য সম্পর্ককে কেন্দ্র করে তৈরি হয়েছে এই তথ্যচিত্র। হাতিদের রক্ষা করার বিশেষ বার্তাই দিয়েছে এই তথ্যচিত্রটি। ওদিকে অস্কার পেয়ে আপ্লুত প্রযোজক গুনিত মঙ্গা। টুইটে তিনি লেখেন, “ভারতীয় প্রযোজক হিসেবে এই প্রথম কেউ অস্কার পেল। দুজন নারীর জয় এটা। এখন কাঁপছি।”

রবিবার রাত থেকেই শ্বাসরোধ ছিল গোটা ভারতবাসীর। মোট তিন মনোনয়ন, সোমবার ভোর হতেই শুরু হয়ে যায় কাউন্টডাউন। মনোনয়ন পাওয়ার খবর শেয়ার করে আরআরআর-এর পক্ষ থেকে জানান হয়েছিল, ‘নাট্টু নাট্টু’ শ্রেষ্ঠ অরিজিনাল সং বিভাগে মনোনয়ন পেয়েছে। এই খবর শেয়ার করে আমরা গর্বিত। আন্তর্জাতিক এই পুরস্কার হাতে নিয়ে উচ্ছ্বসিত ছিলেন সুরকার কিরাবাণী।' গান গেয়েই তিনি ধন্যবাদ জানান পরিচালক এস এস রাজামৌলি ও ‘RRR’ সিনেমার গোটা টিমকে।

one year ago


Oscar: আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরই অস্কার! তার আগে জমিয়ে পার্টির আয়োজন প্রিয়াঙ্কার

অস্কারের (Oscar) আগেই বড়সড় এক পার্টির আয়োজন করলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। তারপরেই ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। সোমবার দেখা যাবে কার হাতে উঠল এবছরের অস্কার।

প্রিয়াঙ্কা চোপড়ার আয়োজিত করা পার্টিতে আমন্ত্রণ ছিল,অস্কারে নাম নথিভুক্ত বেশ চর্চিত যুগল রামচরণ ও তাঁর স্ত্রীর। এছাড়াও দক্ষিণবঙ্গের তারকা শিল্পীরাও এই পার্টিতে উপস্থিত ছিলেন। আরও ছিলেন আরআরআর সিনেমার তারকা, নাটু নাটু গানের গায়ক রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরব। পার্টির কিছু মুহূর্ত দেখা গেলো সমাজমাধ্যমে।

এরপরেই পার্টিতে এসে উপস্থিত হয় প্রিয়াঙ্কার স্বামী নিক জোনস-সহ পরিবারের বেশ কিছু সদস্য। অভিনয় জগতে থাকলেও পরিবার নিয়ে যথেষ্ট মনোযোগী প্রিয়াঙ্কা। এইকারণেই হয়তো স্বামী নিক প্রিয়াঙ্কাকে নিয়ে গর্বিত। পার্টিতে একটি সাদা পালকের পোশাকে দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়াকে। পার্টিতে বেশ তাক লাগিয়েছিল প্রিয়াঙ্কার লুক। পার্টির একটি ছবি শেয়ার করলেন প্রশংসা করলেন স্বামী নিক জোনস।

উল্লেখ্য, ৯৫তম অস্কার অ্যাকাডেমির পুরষ্কার এবছর কে পেতে চলেছে তা নিয়ে আগ্রহী হয়ে আছেন অনেক অনুরাগীরা। অস্কার না পেলেও, অস্কারে নাম নথিভুক্ত সকল তারকাদের জন্য থাকবে একটি উপহারের ব্যাগ। সেই উপহারের ব্যাগের মধ্যে থাকবে কোটি কোটি টাকার উপহার। জানা গিয়েছে, এবারের উপহারের ব্যাগে থাকবে ৬০ টিরও বেশি দামী উপহার। অ্যাকাডেমিক পুরষ্কার না পাওয়ার কারণেই এই সান্ত্বনা পুরষ্কার ব্যাগের আয়োজন। অস্কার না পেলেও মন খারাপের কোনো জায়গা থাকবে না। কারণ এবারের পুরষ্কারে থাকবে অনেক কিছু, যেমন-বিদেশ ভ্রমণের টিকিট,বিলাসবহুল রেস্তোরাতে খাবার কুপন, বিনামূল্যে প্লাস্টিক সার্জারি করার কুপন, হেয়ার স্পা করার কুপন। এছাড়াও থাকবে নানা স্বাদের বিদেশি চকলেট, ড্রাইফ্রুটস,আরও থাকবে বেশ মোটা টাকার একটি চেক ভাউচার। এখনও পর্যন্ত জানা গিয়েছে, প্রায় ১২ কোটির উপহার থাকবে ব্যাগে। সকলে তাঁর প্রিয় তারকার হাতে অস্কার দেখার অপেক্ষায় রয়েছে।

one year ago
Modi: নাটু-নাটু গানের ঝুলিতে গোল্ডেন গ্লোব, ট্যুইটে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর

আরআরআর-এর গোটা টিমকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (PM Narendra Modi)। ট্যুইটারের মাধ্যমে শুভেচ্ছাবার্তা জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন, 'আরআরআর-এর (RRR Movie) টিমকে শুভেচ্ছা, এই পুরস্কার পেয়ে আমরা গর্বিত'। এদিকে, ভারতীয় ছবির মুকুটে নয়া পালক। ক্যালিফোর্নিয়ায় আয়োজিত ২০২৩ গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডে এসএস রাজমৌলি পরিচালিত আরআরআর  ছবির 'নাটু নাটু' (Natu Natu Song) গান, সেরা গান বিভাগে পুরস্কৃত। কলা ভাইরাভি-রাহুল শিল্পিগঞ্জের লেখা ও এমএম কেরাভনির পরিচালনায় তৈরি 'নাটু-নাটু' গান।

এদিন অ্যাওয়ার্ড শো-তে উপস্থিত ছিলেন ছবির প্রত্যেক সদস্য ও পরিচালক এসএস রাজমৌলি সহ 'নাটু-নাটু' গানের মুখ্য চরিত্র জুনিয়ার এনটিআর ও রাম চরণ। পুরস্কার নিতে মঞ্চে উঠে এমএম কেরাভানি ছবির পরিচালক এসএস রাজমৌলি-সহ কলা ভাইরাভি জুনিয়ার এনটিআর ও রাম চরণকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, এই বিভাগে মনোনীত তালিকায় ছিল টেলর সুইফ্টের ‘ক্যারোলিনা’, লেডি গাগার ‘টপ গান: ম্যাভেরিক’ ছবির ‘হোল্ড মাই হ্যান্ড’, ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ ছবির ‘লিফ্ট মি আপ’ গান, যদিও এই সকল গানগুলিকে হারিয়ে প্রথম স্থানে নাম উঠে এসেছে 'নাটু-নাটু' গানটি।

one year ago


RRR: ভারতের গোল্ডেন গ্লোব জয়, সেরা গানের পুরস্কার আরআরআর ছবির 'নাটু-নাটু'র ঝুলিতে

ভারতীয় ছবির (Indian Cinema) মুকুটে জুড়ল নয়া পালক। ২০২৩ সালে ক্যালিফোর্নিয়ায় আয়োজিত হওয়া গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড (Golden Globes Award) শোয়ে এসএস রাজমৌলি পরিচালিত আরআরআর (RRR Movie) মুভির 'নাটু নাটু' গান সেরা গান (Best Original Score) বিভাগে পুরস্কৃত। কলা ভাইরাভি-রাহুল শিল্পিগঞ্জের লেখা ও এমএম কেরাভনির পরিচালনায় তৈরি 'নাটু-নাটু' (Natu Natu Song) গান। 

এদিন অ্যাওয়ার্ড শো-তে উপস্থিত ছিলেন ছবির প্রত্যেক সদস্য ও পরিচালক এসএস রাজমৌলি সহ 'নাটু-নাটু' গানের মুখ্য চরিত্র জুনিয়ার এনটিআর ও রাম চরণ। পুরস্কার নিতে মঞ্চে উঠে এমএম কেরাভানি ছবির পরিচালক এসএস রাজমৌলি-সহ কলা ভাইরাভি জুনিয়ার এনটিআর ও রাম চরণকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, এই বিভাগে মনোনীত তালিকায় ছিল টেলর সুইফ্টের ‘ক্যারোলিনা’, লেডি গাগার ‘টপ গান: ম্যাভেরিক’ ছবির ‘হোল্ড মাই হ্যান্ড’, ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ ছবির ‘লিফ্ট মি আপ’ গান, যদিও এই সকল গানগুলিকে হারিয়ে প্রথম স্থানে নাম উঠে এসেছে 'নাটু-নাটু' গানটি। খুশির মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিতে অনুরাগীদের সঙ্গে সেলফিও তোলেন জুনিয়ার এনটিআর ও রাম চরণ। আরআরআর-এর গোটা টিমকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীও। ট্যুইটারের মাধ্যমে শুভেচ্ছাবার্তা জানিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, 'আরআরআর-এর টিমকে শুভেচ্ছা, এই পুরষ্কার পেয়ে আমরা গর্বিত'।

one year ago