Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

RBI

RBI: ভারতীয় ব্যাঙ্কগুলোয় টাকা রাখা এই মুহূর্তে কতটা নিরাপদ, রিজার্ভ ব্যাঙ্কের বিবৃতি কী বলছে

হিন্ডেনবার্গ রিপোর্টের (Hindenburg Report) উপর ভিত্তি তৈরি হওয়া আদানি কাণ্ডের (Adani Row) জেরে ব্যাঙ্কে রাখা টাকা কতটা নিরাপদ? সে নিয়ে স্বাভাবিক কারণেই উদ্বিগ্ন সাধারণ মানুষ। জীবনের শেষ সঞ্চয় তাঁরা কিছু সুদের জন্য ব্যাঙ্কেই (Bank Report) গচ্ছিত রাখেন। তাই আমানতকারী তথা আম আদমিকে সুরাহা দিতে বিবৃতি প্রকাশ রিজার্ভ ব্যাঙ্কের। বিজ্ঞপ্তিতে আরবিআই লিখেছে, 'ভারতের ব্যাঙ্কগুলি নিরাপদ-সুরক্ষিত। প্রতিনিয়ত পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।'

শুক্রবার জারি করা বিজ্ঞপ্তিতে আরবিআইয়ের সংযোজন, 'সংবাদমাধ্যমের প্রতিবেদনে একটি ব্যবসায়িক গোষ্ঠীর সঙ্গে ভারতীয় ব্যাঙ্কগুলির সম্পর্ক নিয়ে দুশ্চিন্তার চিত্র উঠে এসেছে। আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে নিয়ন্ত্রক এবং নজরদার হিসাবে আরবিআই ব্যাঙ্কিং ক্ষেত্রের উপর প্রতিনিয়ত নজরদারি চালিয়ে যাচ্ছে।'

গত সপ্তাহে হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশিত হওয়ার পর থেকে ক্রমাগত পড়ছে আদানিদের শেয়ারের দর। এমনকি বিশ্ব ধন কুবেরদের ক্রমতালিকায় নিচে নামছেন গৌতম আদানি। এই মুহূর্তে দেশের বিত্তবান ব্যক্তি মুকেশ আম্বানি। এই পরিস্থিতিতে বুধবার রাতে আদানি এন্টারপ্রাইস ২০ হাজার কোটি টাকার নতুন শেয়ার ছাড়ার প্রক্রিয়া (এফপিও) এফপিও  স্থগিতের কথা ঘোষণা করেছে।

one year ago
Brazil: মরুশহরে সাম্বা শিল্প, সার্বিয়াকে ২-০ গোলে হারালো ব্রাজিল

হীরক বোস: কাতার থেকে কোপাকাবানা হয়ে কলকাতা মহাবিশ্বের আস্ত একটা গ্রহ তখন রাত জাগছে। তখনই ফুটবলের সবুজ ঘাসের ক্যানভাসে দ্য ভিঞ্চির তুলির আঁচড় দিচ্ছে সাম্বার দেশ। যার শুরুটা ছিল একটু আশ্চর্যের।

ব্রাজিলের ৯ নম্বর জার্সি একটা ঐতিহ্য বহন করে চলেছে। তা সে রোমারিও হোক বা রোনাল্ডো। গত বিশ্বকাপেও এই ৯ নম্বর জার্সিটা পরে মাঠে নেমেছিলেন গ্যাব্রিয়াল জেসাস। কিন্তু এই বিশ্বকাপে তার জার্সি নাম্বার বদলে গিয়ে ১৮। আর তিতের দলে তার জায়গা হয়েছে রিজার্ভ বেঞ্চে। কিন্তু কেন? 'ব্রাজিলিয়ান নাইন' তাহলে কে? লাইনআপে চুলে সাদা কালার করা ছেলেটাকে দেখে কেউ কি বুঝতে পেরেছিল নতুন এক তারকা জন্ম নিতে চলেছে?

রিচার্লিসনের সঙ্গে রিপিনহাকে সামনে রেখে অ্যটাকিং মিডে নেইমারকে রেখে দল সাজিয়েছিল তিতে। যাদের বল সাপ্লাই দেওয়ার দায়িত্ব পিছনে থাকা ক্যাসেমেরোর। নিজের গতি দিয়ে বাঁ দিকের উইংটাকে সচল রেখেছিলেন ভিনিসিয়াস জুনিয়ার। তবে বিক্ষিপ্ত কিছু সুযোগ ছাড়া প্রথমার্ধে সেভাবে খোলস ছেড়ে বেরতে দেখা গেলো না সেলেকাওদের। নেইমারও ঠিক নেইমারসুলভ খেলা উপহার দিতে পারেননি। এদিকে, থিয়াগো সিলভা, ডিলানোদের ডিফন্সকে সেভাবে কোন পরীক্ষার মুখে ফলতে পারেনি সার্বিয়া।

দ্বিতীয়ার্ধে শুরু হয়ে গেলো সাম্বার আক্রমনাত্মক ঝাঁজ। দীর্ঘ একঘন্টার অপেক্ষার পর অবশেষে এলো গোল। নেইমারের বল থেকে ভিনিসিয়াসের শট সার্বিয়ার গোলরক্ষক সেভ দিতেই ফিরতি বল ফাঁকায় দাঁড়িয়ে থাকা রিচার্লিসন খুব সহজেই জালে জড়িয়ে দেন। ঠিক তার ১০ মিনিট পরেই আসলো বিশ্বকাপের অন্যতম সেরা গোলটা, সেই রিচার্লিসনের পা থেকেই। ভিনিসিয়াসের থ্রু ধরে দুরন্ত সাইডভলিতে গোল ব্রাজিলের নতুন নাম্বার নাইনের। দুটো গোলই নয় সেলেকাওদের দুটো শট পোষ্টে লেগেও ফিরে আসে। ম্যাচের বয়স যখন ৮০ মিনিট নেইমার, রিচার্লিসনদের তুলে নিয়ে গ্যাব্রিয়াল জেসাসকে নামিয়ে দেন তিতে। ভিনিসিয়াসের গতিময় ফুটবল তখন রীতিমতো ছেলেখেলা করছে সার্বিয়ার ডিফেন্সকে নিয়ে। তবে গোলরক্ষকের প্রচেষ্টার জন্য আর গোলসংখ্যা বাড়াতে পারেনি ব্রাজিল।

ব্যক্তিকেন্দ্রিক ফুটবল নয়, দলগত প্রচেষ্টায় সাম্বার শিল্প ধরা দিলো মরুশহরে। যা দেখে চোখ জুরিয়ে গেলো ফুটবল ভক্তদের।

one year ago
Chennai: সিবিআই-ইডি শুধু আম আদমিকে হেনস্থা করে, ব্রিজ দুর্ঘটনার তদন্তে কেন্দ্রীয় সংস্থা নয় কেন: মমতা

একদিনের সফরে বুধবার চেন্নাই (Chennai Visit) উড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata)। তার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোরবি ব্রিজ-কাণ্ডে (Morbi Bridge Incident) মৃতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, 'আমি কোনও সমালোচনা করতে চাই না। মানুষের জীবন রাজনীতির থেকে বেশি গুরুত্বপূর্ণ। মৃতদের পরিবারের সঙ্গে সহমর্মী। আর কত মৃতদেহ পাওয়া যাবে জানি না। আমাদের একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা কোনও সরকারের দায় নয়। কিন্তু যাদের গাফিলতিতে দুর্ঘটনা ঘটে, তাঁরা অবশ্যই অপরাধী।'

তিনি জানান, যারা এই ধরনের ব্রিজ বানায়, যারা বরাত পায় তাঁরাই অপরাধ করে। ভোটে ব্যস্ত থাকার জন্য গুজরাত সরকার দুর্গতদের সেভাবে সাহায্য করতে পারেনি। কিন্তু অসম্পূর্ণ ব্রিজকে, সম্পূর্ণ বলে চালিয়ে দেওয়া এক ধরনের অপরাধ। আমার মনে হয় সুপ্রিম কোর্টের তদারকিতে বিচার বিভাগীয় কমিশন বানিয়ে যারা অভিযুক্ত, বিশেষ করে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিৎ। এখন কেন সিবিআই-ইডি তদন্ত হবে না। ওরা শুধু আম আদমিকে হেনস্থা করে। কিন্তু যারা আসল অপরাধী, তাঁদের এভাবে ছেড়ে রেখেছে।

মোরবি ব্রিজ-কাণ্ডের প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'সারা বাংলাজুড়ে দেড় হাজার ব্রিজ রয়েছে। কিন্তু বিশেষজ্ঞ, অভিজ্ঞতা না থাকলে সেতু সংস্কার করা উচিৎ নয়। আমি এই ঘটনায় খুব ব্যথিত, রাজনীতি করতে চাই না। গুজরাত আমিও যেতে চাই কিন্তু বলা হবে রাজনীতি করছি। আমাদের একজনের দেহ ভিখারির মতো পাঠিয়ে দিয়েছে।'

গুজরাতে ধর্মীয় সংখ্যালঘু শরণার্থীদের নাগরকিত্ব প্রসঙ্গে এদিন মমতা বলেন, 'পুরোটাই রাজনীতি। আমাদের এখানে এসব হতে দেব না। আমরা এখানে সবাই নাগরিক।'পাশাপাশি একদিনের চেন্নাই সফর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যপালের পারিবারিক অনুষ্ঠানে আমন্ত্রণ রক্ষা করতে চেন্নাই যাচ্ছি। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের সঙ্গেও দেখা হবে। দু'জন রাজনৈতিক ব্যক্তি মুখোমুখি হলে রাজনৈতিক আলোচনাও হবে। ২০২৪-এ বিরোধী ঐক্য কী অবস্থায় রয়েছে, সব আঞ্চলিক দলের সঙ্গে কথা বলে জানাতে পারব।

2 years ago


Modi: মোরবি দুর্ঘটনাস্থল পরিদর্শন প্রধানমন্ত্রীর, হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা

মোরবি সেতু-কাণ্ডে (Morbi Incident) দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। মঙ্গলবার দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকারী দল এনডিআরএফ এবং সেনাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। পরে হাসপাতালে গিয়ে সেতু দুর্ঘটনায় আহতদের সঙ্গে কথা বলেন। ঘটনার পর দু'দিন কাটলেও এখনও অনেকে নিখোঁজ। তাই মৃতের সংখ্যা ১৩৫ ছুঁলেও সেটা বাড়তে পারে। এমনটাই আশঙ্কা করছে জেলা প্রশাসন। এদিকে, শুধু দুর্ঘটনাস্থল পরিদর্শন নয়, গান্ধীনগর রাজভবনে পরবর্তী পরিস্থিতি পর্যালোচনার বৈঠক করেন মোদী।


এই বৈঠকে উপস্থিত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল, স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সিংভি-সহ মুখ্য সচিব এবং গুজরাত পুলিসের ডিজি। এই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে বুধবার রাজ্যজুড়ে শোক দিবস পালন করবে গুজরাত সরকার।

এদিকে, এই ঘটনায় শোকবার্তা পাঠিয়েছে আন্তর্জাতিক মহল। বিবৃতি দিয়েছেন ইউএস প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনা বিদেশ মন্ত্রক। ভারত সরকারের বেদনার সঙ্গে সহমর্মী নেপাল, শ্রীলঙ্কা, ইজরায়েলের মতো দেশগুলোও।

2 years ago
Bridge: মোরবি ব্রিজ-কাণ্ডে মর্মাহত আন্তর্জাতিক মহল, ইউএস, রাশিয়া, চিনের শোক প্রকাশ

ঝুলন্ত সেতু (Morbi Bridge Mishap) ভেঙে শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে গুজরাতে (Gujarat)। ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। এখনও বহু মানুষ নিখোঁজ, এই শোকের আবহে সেতু বিপর্যয়ের দুঃখপ্রকাশ আন্তর্জাতিক মহলের (International Diaspora)। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন আমেরিকা (USA), রাশিয়া, ইজরায়েলের রাষ্ট্র প্রধানরা।

রবিবার সন্ধ্যায় মাছু নদীর সেতু বিপর্যয়ে এখনও পর্যন্ত ১৩০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। যে সময় সেতুটি ভেঙে পড়ে, সে সময় সেখানে শতাধিক মানুষের ভিড় ছিল। পুলিসকে প্রথম থেকেই এই দাবি করছেন প্রত্যক্ষদর্শীরা। সংস্কারের পর ২৬ অক্টোবর এই ঝুলন্ত সেতু জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় সেতু সংস্কারকারী সংস্থার কর্মী-সহ ৯ জন গ্রেফতার হয়েছে।

পাশাপাশি সেতু বিরর্যয়ের ঘটনায় রীতিমতো বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট বাইডেন লেখেন, 'ভারতের পাশে রয়েছি আমরা। মৃতদের পরিবারকে সমবেদনা জানাই। আমেরিকা ও ভারতের মধ্যে নিবিড় বন্ধন রয়েছে। এই কঠিন সময়ে আমরা ভারতীয়দের সঙ্গে রয়েছি।' আমেরিকার মতোই সেতু দুর্ঘটনায় ভারতের পাশে দাঁড়িয়েছে স্বাভাবিক মিত্র রাশিয়াও। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন লিখেছেন, 'গুজরাতে সেতু বিপর্যয়ের ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।' দুঃখপ্রকাশ করে বার্তা দিয়েছেন ই‌জ়রায়েলের প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিড। এই ঘটনায় গভীর ভাবে মর্মাহত বলে মন্তব্য শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের।

শোকপ্রকাশ করেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা, সৌদি আরবের বিদেশ মন্ত্রক ও চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্রও।

2 years ago


BCCI: সৌরভ বিদায়ে ভারতীয় দলের সাপোর্ট স্টাফ এবং প্রথম একাদশে কতটা বদল আসবে?

প্রসূন গুপ্ত: রজার বিনির (Roger Binny) বিসিসিআইয়ের (BCCI) সভাপতি হওয়ার চিত্র পরিষ্কার। নিশ্চিত অমিত পুত্র জয়ের (Jay Shah) সচিব পদে থেকে যাওয়া। কিন্তু বাকি অনেক পরিবর্তন হচ্ছে ভারতীয় বোর্ড তথা ক্রিকেট দলে বলে গুঞ্জন বাজারে। প্রথমে হকি তারপর ফুটবল, শেষে ক্রিকেট বোর্ডেও পরোক্ষভাবে কেন্দ্রীয় শাসক দলের অঙ্গুলিহেলন। এমন একটা সমালোচনা বিরোধী শিবিরে। যদিও ক্রীড়া সংস্থা এমন একটা প্রতিষ্ঠান, যেখানে বরাবর রাজনৈতিক মধ্যস্থতা। যে যখন ক্ষমতায়, কমবেশি তাঁদের গুডবুকের লোকেরা শীর্ষ পদে। একাধিক পদে নেতা মন্ত্রী বা তাঁদের ঘনিষ্ঠরা দায়িত্বে। এই বিষয়ে জোর চর্চা জাতীয় ক্রীড়ামহলে।

তবে রাজ্য ক্রীড়া সংস্থায় এভাবে নিজেদের লোক বসানো কঠিন। যেমন পশ্চিমবঙ্গ, দেখার সিএবিতে কারা আসছেন। যাঁরাই আসুন তাঁদের মাথার উপর যে রাজ্য শাসক দলের আশীর্বাদ থাকবে, তা বলাই বাহুল্য। পাশাপাশি সৌরভের আমলে ভারতীয় ক্রিকেট দলে অনেক পরিবর্তন এসেছিল। রবি শাস্ত্রীকে এক প্রকার বিদায় জানিয়ে সৌরভের বন্ধু এবং ভারতীয় ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল রাহুল দ্রাবিড়কে কোচিংয়ের দায়িত্বে এনেছে বিসিসিআই। একইভাবে জুনিয়র দলে দায়িত্ব পেয়েছিলেন সৌরভের আরও এক প্রিয়পাত্র ভিভিএস লক্ষণ।

তাঁরা এখনও দায়িত্বে আছেন এবং চট করে তাঁদের সরানো কঠিন কাজ। তা হবু বোর্ড কর্তারা ভালোই জানেন। তবে দ্বিতীয় টার্মে তাঁদের রাখা হবে কিনা সময় বলবে। এমএস ধোনির উপর শোনা গিয়েছে সৌরভ অখুশি ছিলেন। তাঁকে বিভিন্ন সাংবাদিক বৈঠকে বিরাট কোহলির প্রশংসা করতে দেখা গিয়েছে। তবে বিরাটের অধিনায়কত্ব ছাড়া আবার এই সৌরভের আমলেই। ধোনি আচমকাই খেলা ছেড়ে দেন। প্রথমে টেস্ট ম্যাচ, পরে ওয়ান ডে ক্রিকেট থেকেও। অবশ্য তার অনেক আগে তাঁর হাত থেকে ওডিআইয়ের নেতৃত্ব নিয়ে নেওয়া হয়েছিল। কোহলি কিন্তু গাঙ্গুলি স্যারের ইয়েস ম্যান না হয়ে নতুন কোচ রবি শাস্ত্রীর ঘনিষ্ঠ ছিলেন। বিসিসিআইয়ে এমনটাই কানাঘুষো।

বিরাটের খেলার ফর্মের অবনতি ঘটলে রোহিত শর্মাকে নিয়ে আসা হয় অধিনায়কত্বে। এই পরিবর্তনের পিছনেও নাকি দাদার মস্তিষ্ক কাজ করেছে। সম্প্রতি শোনা গেলো নতুন কমিটি নাকি কোহলির বিষয় ফের উৎসাহী।  অন্যদিকে বাংলার শামিকে শুধুমাত্র টেস্ট ম্যাচের জন্য ধরে রাখা হয়েছিল। বুমরার চোট থাকায় দ্রুত শামিকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। অবশ্য রবিবারের প্রাকটিস ম্যাচ এবং সোমবারের ম্যাচে দুর্দান্ত খেলেছেন শামি। রইলো বাকি কোহলির প্রিয় উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা, দেখতে হবে তিনিও ফিরছেন কিনা।

2 years ago
CAB: বিসিসিআই শীর্ষপদে বিনির অভিষেক নিশ্চিত, সৌরভ কি তবে ফের সিএবি প্রেসিডেন্ট পদে?

প্রসূন গুপ্ত: ১৮ অক্টোবর বিসিসিআইয়ের সাধারণ সভা (BCCI AGM) বা এজিএম। সভায় কী হবে মোটামুটি ধারণা হয়ে গিয়েছে। সম্ভাব্য সভাপতি হচ্ছেন ৮৩-র বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য রজার বিনি (Roger Binny)। রজার বিনি খুব শান্ত, মার্জিত প্রকৃতির মানুষ। একটা সময়ে বিশ্বনাথ খেলা ছেড়ে দেওয়ার পর কিছুদিন কর্নাটকের অধিনায়ক হয়েছিলেন। কিন্তু দলের খুব কিছু একটা সুবিধা হয়নি। মুম্বই, দিল্লি এবং কর্নাটক চিরকাল ভারতকে সেরা খেলোয়াড় দিয়েছে। কর্নাটক পরবর্তীতে ব্রিজেশ প্যাটেলের পর ভাল ক্রিকেটার এবং অধিনায়ক দিয়েছে; যেমন রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে প্রমুখ।

সেরা কর্নাটক দলে অবশ্যই বিনি অন্তর্ভুক্ত। একাধারে তিনি ওপেনিং ব্যাটার এবং বোলার ছিলেন। তাঁর প্রাক্তন সতীর্থ এবং ৮৩ বিশ্বকাপজয়ী দলের প্রথম একাদশের সদস্য তথা উইকেটরক্ষক সৈয়দ কিরমানির মতে, 'বিনির মতো জেন্টলম্যান আর হয় না। কিন্তু বিনি নাকি বরাবরই নীরব কর্মীর মতো খেলে গিয়েছেন।' তিনি ক্রিকেট জীবনে কোনওদিন বিতর্কেও জড়াননি। আবার আগ বাড়িয়ে কোনও উপদেশ দেননি। কাজেই প্রশ্ন উঠেছে, বিনিকে কাঠের পুতুল বানিয়ে কি জয় শাহ বোর্ড চালাবেন, যা কিনা সৌরভের আমলে সম্ভব ছিল না বলেই গুঞ্জন। কিন্তু সৌরভ কি করবেন এরপর?

অভিষেক ডালমিয়া বর্তমানে বাংলা ক্রিকেট বোর্ড বা সিএবি-র সভাপতি। কিন্তু এবার তাঁর প্রথম টার্ম শেষ হচ্ছে। আগামীতে আইপিএলের সাব কমিটিতে তিনি স্থান পেয়েছেন, অতএব জাতীয় ক্রিকেটে তিনি দায়িত্ববান হচ্ছেন। অভিষেক অবশ্য এই প্রতিবেদককে বললেন, ১৮-র এজিএম পৌরোহিত্য করবেন মহারাজদা অর্থাৎ সৌরভ স্বয়ং। তারপর পরের সভাগুলি হবে ৬ জনের বিশেষ কমিটি সদস্যদের মধ্যে। যেখানে অবশ্যই সৌরভ থাকবেন না। এক বছর বাদে ফের সাধারণ সভায় সব রাজ্যের ক্রিকেট সংস্থার সদস্যরা উপস্থিত থাকবেন।

যদিও প্রশ্ন থাকছে এরপর সিএবির পরবর্তী সভাপতি কে হবেন? সাধারণত এই রাজ্যের শাসক দল পরোক্ষে তা ঠিক করে থাকে। যেমন এক সময়ে সুভাষ চক্রবর্তী, জ্যোতি বসুরা জগমোহন ডালমিয়াকে ওই পদে রাখতে ক্ষমতার কসুর করেননি। আবার ডালমিয়াকে সরিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য প্রসূন মুখোপাধ্যায়কে সিএবি সভাপতি করেছিলেন।  এরপর মমতা ক্ষমতায় আসার পর সৌরভ এবং অভিষেক ক্ষমতায় আসেন। এবার কি ফের মমতা দায়িত্ব নিয়ে সৌরভকে ফের বাংলা ক্রিকেটের মসনদে বসাবেন এবং সৌরভ কি দুধের স্বাদ ঘোলে মেটাবেন? ১৮র পর চিত্র পরিষ্কার হবে।

2 years ago
BCCI: বোর্ডের সভাপতি পদ থেকে সরতে পারেন সৌরভ, তাঁর উত্তরসূরি সম্ভবত রজার বিনি

BCCI-র সভাপতি পদ থেকে সরতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সূত্রের খবর, তাঁর জায়গায় বসতে পারেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার রজার বিনি (Roger Binny)। ১৮ অক্টোবর ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক (AGM) সভায় এই রদবদলে চূড়ান্ত সিলমোহর পড়বে। বিসিসিআই-তে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জয় শাহদের প্রথম দফায় তিন বছরের টার্ম শেষ। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে আরও একটা টার্ম অর্থাৎ ২০২৫ পর্যন্ত তাঁদের গদি নিশ্চিত ছিল। সেই মোতাবেক জয় শাহ বিসিসিআই সচিব থাকলেও, বোর্ড সভাপতি পদে রদবদল আসন্ন। সেই সম্ভাবনা ক্রমশ প্রবল। ভারতীয় ক্রিকেটের দাদার উত্তরসূরি হিসেবে উঠে আসছেন কর্নাটক ক্রিকেট অ্যাসোশিয়েশনকে প্রতিনিধিত্ব করা রজার বিনি।

জানা গিয়েছে, ইতিমধ্যে IPL-এর চেয়ারম্যান পদে ব্রিজেশ প্যাটেলের পরিবর্তে আসছেন অরুন সিং ধুমল। সব সিদ্ধান্ত চূড়ান্ত হবে ১৮-ই অক্টোবর বোর্ডের বার্ষিক সভায়। সূত্রের খবর, রাজধানীতে কেন্দ্রীয় সরকারের প্রভাবশালী মন্ত্রীর সঙ্গে বৈঠক করে মঙ্গলবার মুম্বই উড়ে যাচ্ছেন 'দাদা'।

সেখানে যোগ দেবেন বোর্ডের শীর্ষ পদাধিকারীদের বৈঠকে। এই বৈঠকের বিশেষ তাৎপর্য রয়েছে। ১৮ তারিখ বোর্ডের বার্ষিক সাধারণ সভার আগে এই বৈঠক কার্যত সেমিফাইনাল। বিসিসিআইয়ের পরবর্তী মুখ কে হবেন? তাঁর সঙ্গেই বা কে কে থাকবেন সেটা অনেকটা স্পষ্ট হয়ে যেতে পারে আজকের বৈঠকে।

2 years ago


Repo rate: ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়াল আরবিআই, বাড়তে পারে বাড়ি-গাড়ি ইএমআই

মধ্যবিত্তের পকেটে চাপ বাড়িয়ে রেপো রেটের (Repo Rate) হার বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। শীর্ষ ব্যাঙ্ক ৫০ বেসিস পয়েন্ট বাড়াল রেপো রেট। নতুন এই হার বেড়ে দাঁড়াল ৫.৯০%, ফলে প্রভাবিত হতে পারে বাড়ি-গাড়ি সংক্রান্ত ঋণের ইএমআই (Loan EMI)। অর্থনীতিবিদদের মত, পাইকারি এবং খুচরো বাজারে গত কয়েক মাস ধরে নিরবচ্ছিন্ন বাড়ছে দ্রব্যমূল্য। সেই মূল্যবৃদ্ধিতে রাশ টানতে রেপোরেট বৃদ্ধির সিদ্ধান্ত। কিন্তু বাজারের মূল্য নিয়ন্ত্রণ করতে গিয়ে উৎসবের মরশুমে মধ্যবিত্তের উপর বাড়তি চাপ দিল না তো? 

রেপো রেট আদতে যে হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলোকে ঋণ দেয় রিজার্ভ ব্যাঙ্ক। গত চার মাসে এই নিয়ে চতুর্থ বার রেপো রেট বাড়াল আরবিআই। এদিকে, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্তের নেতৃত্বে গঠিত মনিটারি পলিসি কমিটি এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে।

লকডাউনের সময় ২০২০ সালের মার্চে শেষবার রেপো রেটের হার কমেছিল। তারপর দীর্ঘ সময় স্থিতাবস্থা বজায় রেখেছে আরবিআই। ২০২২-র মে মাসে প্রথম রেপো রেট বৃদ্ধি করে শীর্ষ ব্যাঙ্ক। এই নিয়ে গত চার মাসে ১৯০ বেসিস পয়েন্ট বাড়ল আরবিআইয়ের রেপো রেট।

2 years ago