Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

ProsenjitChatterjee

Prosenjit: যৌনতা এবং হিংসা ছাড়াও ওটিটিতে ভালো গল্প আছে: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

টলিউড সিনেমা জগতের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। 'জুবিলী' সিরিজ দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে ডেবিউ করেছেন। হিন্দি ছবির জগতের জনপ্রিয় তারকাদের মাঝেও নিজেকে অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা করেছেন সফলভাবে। রয় টকিজের কর্ণধার শ্রীকান্ত রয়ের দৃঢ় অভিনয় এখনও দর্শকদের চোখের সামনে ভাসছে। এরপর স্কুপ ওয়েব সিরিজেও জয়দেব সেনের চরিত্রে, অল্প জায়গায় নিজের অভিনয়ের ছাপ রেখেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

তবে অনেকে মনে করেন বড় পর্দায় সিনেমার ক্ষেত্রে যে বেড়াজালগুলো থাকে, ওটিটির ক্ষেত্রে তা থাকে না। ফলে সেখানে অবাধ যৌনতা এবং হিংসার প্রচার করা হয়। সত্যিই কী তাই? এই বিষয়ে কী মত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ? জানালেন তিনি।অভিনেতা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, 'ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা-সিরিজ দেখার এটিই সঠিক সময়। এই মাধ্যমটিকে যৌনতা এবং হিংসা নির্ভর কন্টেন্ট থেকে বেরিয়ে এসেছে অনেক আগেই। বর্তমানে এই মাধ্যম অনেক ভালো গল্প বলে।'

অভিনেতা আরও বলেছেন, 'রকেট বয়েস, জুবিলী, স্ক্যাম-১৯৯২ এর মতো কন্টেন্টগুলি প্রমান দিচ্ছে, যৌনতা এবং হিংসার বাইরে বেরিয়ে গিয়েছে ওটিটি। নির্মাতাদের ওপরেই নির্ভর করবে ছবির মান। টেলিভিশনের তুলনায় ওটিটি মাধ্যমের দর্শক আরও বেশি।' সময়ের সঙ্গে সঙ্গে সেই দর্শক আরও  বাড়বে বলে মনে করেন অভিনেতা। ওটিটিতে প্রথম দুটো কাজ করে যে তিনি তৃপ্ত সেকথাও বলেছেন।

10 months ago
Prosenjit: বনবাস কাটিয়ে পরিচালক অনুপ সেনগুপ্তর সিনেমায় ফিরছেন প্রসেনজিৎ

২০০৯ সালে পরিচালক অনুপ সেনগুপ্তর ছবি 'বদলা'-তে অভিনয় করেছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। এরপর নয় নয় করে ১৪ বছর কেটে গিয়েছে। সম্প্রতি বনবাস কাটিয়ে আবারও অনুপ সেনগুপ্তর ছবিতে ফেরার পরিকল্পনা করছেন বুম্বা দা। অনুপের পরিচালিত শেষ ছবি 'জানবাজ' মুক্তি পেয়েছিল ৪ বছর আগে। সেই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন পরিচালকের ছেলে তথা অভিনেতা বনি সেনগুপ্ত এবং অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। ইতিমধ্যে শুরু হয় প্যান্ডেমিক। ফলে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ছবিটি।

কোভিড সময়কালে পরিচালকের স্বাস্থ্যও বিশেষ ভালো ছিল না। সুস্থ হয়ে আবারও তিনি ফিরতে চাইছেন পরিচালনার কাজে। তবে এবারে মুখ্য চরিত্রে তিনি চাইছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। অভিনেতার তারিখের জন্য নাকি দীর্ঘ সময় অপেক্ষা করেছিলেন পরিচালক। এবার তারিখ মিললেই নাকি শুরু হবে শ্যুটিংয়ের কাজ।

জানা গিয়েছে, কেবলমাত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নয়, সিনেমার কাস্টিংয়ে নাকি আরও চমক থাকবে। বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিককেও নাকি দেখা যাবে এই সিনেমায়। তবে সিনেমার বিষয় কী হবে? এই নিয়ে নাকি পরিচালক মুখ খুলতে চাইছেন না। তবে দীর্ঘ সময় পরে আবারও পরিচালনায় আসছেন পরিচালক, এই নিয়েই খুশি তিনি।

11 months ago
Movie: মুক্তির অপেক্ষায় 'দেবী চৌধুরানী', শ্যুটিংয়ের প্রস্তুতি শুরু

বাংলার ব্যান্ডিট কুইন অর্থাৎ দেবী চৌধুরানীর (Devi Chowdhurani) জীবনী সিনেমার পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন বাংলার দর্শক। শুভ্রজিৎ মিত্রর পরিচালনায় সিনেমার পর্দায় দেবী চৌধুরানীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে (Shrabonti Chatterjee)। ভবানীর চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit Chatterjee)। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অনুসরণ করেই এগোবে চিত্রনাট্য। সিনেমাটি মুক্তি পেতে চলেছে ২০২৪ সালে। শ্যুটিং শুরু হতেও ঢের দেরি। কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সিনেমার প্রস্তুতি।

এই সিনেমায় বেশ কিছু অ্যাকশন দৃশ্য থাকবে। সেইসব দৃশ্য পরিচালনা করবেন বিখ্যাত অ্যাকশন পরিচালক শ্যাম কৌশল। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেসব দৃশ্যে অভিনয় করার প্রস্তুতি সারছেন। পুরোনো দিনের অ্যাকশন দৃশ্য, তাই সেখানে ঢাল তরোয়ালের উপস্থিতি থাকবে। সেই সময়কালকে যাতে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা যায়, তার জন্য সচেতন পরিচালক।সিনেমার শ্যুটিং নাকি হতে চলেছে বঙ্গেই। সেই প্রস্তুতিও ধীরে ধীরে সেরে ফেলছেন পরিচালক।

শুধুমাত্র বাংলা নয়, হিন্দি-তামিল-ইংরেজি-কন্নড়-তেলেগু ও মালায়ালম ভাষাতে মুক্তি পাবে সিনেমাটি। ইংরেজদের সঙ্গে লড়াইতে বাংলার প্রথম মহিলা সংগ্রামীর চিত্রনাট্য ফুটে উঠবে সিনেমায়। শ্রাবন্তী ও প্রসেনজিৎ ছাড়াও সিনেমায় দেখা যাবে অর্জুন চক্রবর্তী, বিবৃতি চট্টোপাধ্যায় এবং দর্শনা বণিককে। সিনেমাটি দেখতে অধীর আগ্রহে রয়েছেন দর্শকেরা।

11 months ago


Cinema: বিশ্ব দরবারে দেবী চৌধুরানী, পোস্টার রিলিজ কান চলচ্চিত্র উৎসবে

বাংলার সম্মান এবার বিশ্ব দরবারে। কান চলচ্চিত্র উৎসবে পোস্টার রিলিজ হতে চলেছে বাংলা সিনেমা দেবী চৌধুরানীর (Devi Chowdhurani)। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) নিজের সামাজিক মাধ্যমে একথা জানিয়েছেন। ইনস্টাগ্রাম একাউন্ট থেকে সিনেমার পোস্টারের ভিডিও আপলোড করেছেন 'প্রসেন ষ্টার'। জানা গিয়েছে, কান চলচ্চিত্র উৎসবেও (Cannes Film Festival) এই পোস্টার প্রকাশিত হবে। প্রসঙ্গত আন্তর্জাতিক দরবারে এই প্রথম কোনও সিনেমার পোস্টার মুক্তি পাবে।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের উপর ভিত্তি করে দেবী চৌধুরানী সিনেমার পটভূমি তৈরী হয়েছে।  নাম ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। ভবানীর চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী এবং বিবৃতি চট্টোপাধ্যায়। সিনেমাটি প্যান ইন্ডিয়ায় মুক্তি পেতে চলেছে। বাংলা, হিন্দি, তামিল, ইংরেজি, কন্নড় এবং মালায়ালম ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।

View this post on Instagram

A post shared by Prosenjit Chatterjee (@prosenstar)

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পোষ্টে উল্লেখ রয়েছে সিনেমা মুক্তির সময়। চলতি বছরে দুর্গাপুজোতেই মুক্তি পেতে পারে সিনেমাটি। প্রসঙ্গত দেবী চৌধুরানী প্রথম ভারতীয় মহিলা স্বাধীনতা সংগ্রামী, যিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। ১৯৭৪ সালে টলিউডে মুক্তি পেয়েছিল, পরিচালক দীনেন গুপ্তের দেবী চৌধুরানী। মূল চরিত্রে অভিনয় করেছিলেন সুচিত্রা সেন। বাংলার দর্শকের চোখে এখনও সুচিত্রা সেনের অভিনয় লেগে রয়েছে। এবার বড় পর্দায় শ্রাবন্তী সেই চরিত্র কতটা ফুটিয়ে তুলতে পারেন, সেইটাই দেখার।

12 months ago