Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Procession

High Court: শোভাাত্রার অনুমোদন, শর্তসাপেক্ষে অনুমতি হাইকোর্টের

বীরভূম আমদল হিন্দু মিলন মন্দিরের ধর্মীয় শোভাযাত্রার অনুমোদন চেয়ে এবার আদালতের দ্বারস্থ সঙ্ঘ। ১ এপ্রিল সকাল ৮ টা থেকে ১১ টা পর্যন্ত ধর্মীয় শোভাযাত্রার অনুমতি চাইলে সে অনুমতি দেয়নি পুলিস বলেই আদালতে অভিযোগ করেছে সঙ্ঘ। তাদের দাবি বিগত ৩৭ বছর ধরে এই ধর্মীয় শোভা যাত্রা হয়। শর্ত সাপেক্ষে শোভা যাত্রার অনুমোদন দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।

এদিন আবেদনকারী আইনজীবী কৃষ্ণেন্দু সরকার তার শুনানিতে বলেন, আমি প্রথম ১৭ তারিখ আবেদন করি। তারপর আরও দুই বার আবেদন করি। কিন্তু পুলিসের তরফ থেকে কিছু জানানো হয়নি।

রাজ্যের আইনজীবী অমল সেন উত্তরে বলেন, ৩৭ বছরের এই শোভাযাত্রার কোনও বছর পুলিসের কাছে আবেদন করা হয় না। এই প্রথম তারা আবেদন করেছেন। পুলিসের রিপোর্ট দেখুন। এর আগে পুলিস ওই সঙ্ঘের সদস্যদের সঙ্গে আলোচনা করেছে। পুলিস একটা আলাদা রুট সাজেস্ট করেছে। সেটা দিয়ে গেলে কোনও অসুবিধা নেই। ওদের পছন্দ মতো রুটে পূর্বপাড়া মাজার রয়েছে। তাই একটু বদল করার আবেদন করা হয়েছে। পুরো রাস্তা বদল নয়। এক কিলোমিটারের মত রাস্তা ঘোরানো হচ্ছে। আর শব্দদূষণ হওয়ার আশঙ্কা প্রবল। ওই সময় স্কুলের সময় তাই অসুবিধা হতে পারে।

a month ago
Kolkata: আদিবাসী সংগঠনের মিছিলে স্তব্ধ কলকাতা, প্রভাব উত্তর-মধ্য কলকাতায়

দুপুর হয়ে গেলেও আদিবাসী সংগঠনের মিছিলের জেরে এখনও স্তব্ধ কলকাতার একাংশ। কলকাতা পুলিস জানিয়েছে, এই মিছিলের জেরে মধ্য ও উত্তর কলকাতার একাংশে এর প্রভাব পড়েছে। সকাল ৯টা থেকে হাওড়া ব্রিজ থেকে এই মিছিল শুরু হয়। যার জেরে অফিস টাইমে ব্যাপক যানজট হয়। নাকাল হন অফিস যাত্রীরা।

পুলিস জানিয়েছে, মিছিল এগানোর সঙ্গেই যানজট বাড়তে থাকে ধর্মতলা, গণেশচন্দ্র অ্যাভিনিউ, চাঁদনি চকে। প্রভাব পড়ে উত্তর কলকাতার বিডন স্ট্রিট অঞ্চলে। একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হয়। নিত্যযাত্রীদের অভিযোগ, লঞ্চে উঠেও নিস্তার পাননি। কারণ, অতিরিক্ত ভিড়ের কারণে বেশ কিছু সময়ের জন্য লঞ্চ পরিষেবা বন্ধ রাখা হয়।

এদিকে, মিছিল ঘিরে পুলিসের বিরুদ্ধে অভিযোগ করেছেন নিত্যযাত্রীরা। অফিস টাইমে এই মিছিলে অনেক জায়গায় পুলিসের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তাঁদের অভিযোগ, পুলিস আরও একটু সক্রিয় হলে, ভোগান্তির হাত থেকে রেহাই পাওয়া যেত।

7 months ago
Procession: হাইকোর্টের নির্দেশে রাজপথে গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল, হাঁটলেন শুভেন্দু-কৌস্তভ

২০১৬ সালে বিধানসভা ভোটের আগে নবান্নে বসে ৬০ হাজার গ্রুপ ডি পদে নিয়োগের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের তরফে বিজ্ঞপ্তি জারি করার পর ২০১৭ সালের ২০ মে ১৯ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসেন। লিখিত পরীক্ষায় পাস করেন মাত্র ১৮ হাজার জন। ইন্টারভিউয়ের চূড়ান্ত প্যানেলে ৫ হাজার ৪২২ জনের নাম এলেও বাকিদের ওয়েটিং লিস্ট আজও প্রকাশ্যে আনা হয়নি।  আর তারপর ১০০ দিন নয়, ২০০ দিন নয়, ৪০০ দিন। ৪০০ দিন ধরে তারা বসে রয়েছেন মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে। কিন্তু তাদের মঞ্চে একবারও যাওয়ার সময় হয়নি শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীর। অথচ তাদের দফতর মুখ্যমন্ত্রীর নিজস্ব দফতর এবং সেখানে নেই কোনও আইনি জটিলতা, এমনটাই দাবি চাকরিপ্রার্থীদের।

এর আগেও তাদের দাবিদাওয়া নিয়ে ১৯ জুলাই শহীদ মিনার থেকে হাজরা মোড় পর্যন্ত তারা মিছিল করেছেন শহরের রাজপথে। ফের দ্বিতীয়বার হাইকোর্টের অনুমতি নিয়ে ক্যামাক স্ট্রিটে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে থেকেই মিছিলে সামিল হলেন রাজ্য গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ, ভুতুড়ে এসএমএসের মাধ্যমে অযোগ্য চাকরিপ্রার্থীদের হয়েছে নিয়োগ। যোগ্য মেধার দাম চাই, পুজোর আগে অবিলম্বে নিয়োগ চাই।

মিছিল সামাল দিতে বুধবার রাস্তায় দেখা গেল হাজার হাজার পুলিসকর্মীকে। বুধবার ক্যামাক স্ট্রিট এবং থিয়েটার রোড সংলগ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকেই মিছিলে হাঁটতে শুরু করেন চাকরিপ্রার্থীরা। অভিষেকের অফিসের সামনে দিয়ে মিছিল যাওয়ার জন্য ক্যামাক স্ট্রিটের রাস্তায় ছ'ফুটের জায়গা দেওয়া হয় চাকরিপ্রার্থীদের। খালি গায়ে স্লোগান লিখে ধুনো জ্বালিয়ে হাতে মশাল নিয়ে মিছিলে সামিল হতে দেখা যায় চাকরিপ্রার্থীদের।

শুধু চাকরিপ্রার্থীরাই নন, মিছিলে শামিল হন তাদের অভিভাবকেরাও। তাদের স্পষ্ট দাবি, লক্ষীর ভান্ডার তাদের চাই না, বরং তার পরিবর্তে চাকরি দেওয়া হোক গ্রুপ ডি যোগ্য চাকরিপ্রার্থীদের। এদিনের মিছিল থেকে কেন্দ্রের বিরুদ্ধে  মমতা বন্দ্যোপাধ্যায়ের I.N.D.I.A জোটকেও কার্যত কটাক্ষ করলেন রাজ্য গ্রুপ ডি মহিলা চাকরিপ্রার্থীরা। এক বিশেষ ধরনের ব্যানার সম্বলিত পোশাকে ব্যারিকেড করে একসঙ্গে তারা মিছিলে সামিল হন।

তাদের আরও দাবি, যেখানে কেন্দ্রীয় সরকার মহিলা সংরক্ষণ বিল আনছে সেখানে রাজ্যের মহিলা চাকরিপ্রার্থীরা নিয়োগ দুর্নীতির কারণে চাকরি থেকে বঞ্চিত। এদিনে রাজ্য গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিলে সামিল হন কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচী এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। নিজাম প্যালেস এবং এক্সাইড মোড় ঘুরে মিছিল এসে শেষ হয় হাজরা মোড়ে। চাকরিপ্রার্থীদের এই মিছিলের পদধ্বনি এবং স্লোগান কি আদৌ পৌঁছল রাজ্য প্রশাসনের কানে? রাজ্য প্রশাসন পদক্ষেপ না নিলে আগামী দিনে যে বৃহত্তর আন্দোলন চালিয়ে যাবেন, তা যেন ফের একবার বুঝিয়ে দিলেন রাজ্য গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা।

7 months ago


Procession: গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিলে আপত্তি, আদালতে রাজ্যের আবেদন খারিজ বিচারপতির

২৭ সেপ্টেম্বর মিছিলের পুলিসি অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্য গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। পুলিসের আপত্তির জায়গা ছিল গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিলের রুট, যা শহরের অন্যতম হাই সিকিউরিটি জোন এবং ব্যস্ততম জায়গা। মিছিলের রুট পরিবর্তন করে অনুমতি দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। কিন্তু মঙ্গলবার মিছিলের রুট থেকে ক্যামাক স্ট্রিটকে বাদ দেওয়ার আবেদন জানিয়ে ফের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসের দ্বারস্থ রাজ্য। তবে রাজ্যের আবেদন খারিজ করে দিয়ে আগের পরিবর্তিত রুটই বহাল রাখল হাইকোর্ট।

বিচারপতি জানিয়ে দেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ক্যামাক স্ট্রিটের উপর দিয়েই যাবে গ্ৰুপ-ডি চাকরিপ্রার্থীদের মিছিল। মিছিলের জন্য স্পেশাল চ্যানেল করতে হবে। স্কুল পড়ুয়ারা যাতে আটকে না পড়ে, তা নিশ্চিত করতে হবে রাজ্যকেই।

প্রসঙ্গত, গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের আগের রুট ছিল হাজরা থেকে কালীঘাট ফায়ার ব্রিগেড পেরিয়ে হরিশ মুখার্জি রোড, আশুতোষ মুখোপাধ্যায় রোড হয়ে ফের হাজরা মোড় পর্যন্ত। কিন্তু ওই রাস্তায় মুখ্যমন্ত্রীর বাসভবন থাকায় হাই সিকিউরিটি জোনের কারণ দেখিয়ে রুট পরিবর্তনের আবেদন করে রাজ্য। রাজ্যের আবেদন বিবেচনা করে বিচারপতি পরামর্শ দেন, থিয়েটার রোড মোড় থেকে শুরু হয়ে ক্যামাক স্ট্রিট ক্রসিং, নিজাম প্যালেস, এক্সাইড মোড়, আশুতোষ মুখোপাধ্যায় রোড হয়ে হাজরা মোড় পর্যন্ত যাবে গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের এই মিছিল। এদিন ফের রাজ্যের তরফে আবেদন জানানো হয়, ক্যামাক স্ট্রিটে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস, সেই কারণে রুট পরিবর্তন করা হোক।  আবেদন খারিজ করে বিচারপতি জয় সেনগুপ্তের পর্যবেক্ষণ, "ক্যামাক স্ট্রিটে মিছিল হলে অসুবিধা কোথায়? আপনাদের আবেদন মতো কালীঘাট এলাকায় অনুমতি দেওয়া হয়নি। ক্যামাক স্ট্রিটে কোনও স্কুল নেই আর এটা কোনও ধরনা কর্মসূচি নয়। ওই এলাকায় চাকরিপ্রার্থীদের মিছিল থামবে না এটা বলতে পারি, মিছিল হবেই।

এদিনের মামলার শুনানিতে গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের আইনজীবী কৌস্তভ বাগচি আপত্তি জানিয়ে বলেন, মিছিলে অংশগ্রহণকারীদের প্রস্তুতি শেষ, ব্যানার ছাপা হয়ে গিয়েছে। যদি আপত্তি থাকত যেদিন আদালতে রুট তৈরি হল, সেদিন বললো না কেন ?  রাজ্যের আইনজীবী অমৃতা পাঁজা মল্লিক বলেন, ক্যমাক স্ট্রিটে স্কুল আছে, মিছিলের সময় স্কুল ছুটি হবে, তাতে ট্রাফিক সমস্যা হতে পারে ।তাই ক্যামাক স্ট্রিট থেকে শুরু না করে নিজাম প্যালেস থেকে শুরু করা হোক।  আমরা চাইছি থিয়েটার রোড হয়ে এক্সাইড মোড় থেকে আশুতোষ কলেজের সামনে দিয়ে হাজরা মোড়। বিচারপতি বলেন, স্কুল থাকলে তার জন্য আলাদা ব্যবস্থা করবে পুলিস। খুব জোর হলে ১০০ জন মিছিল করবে। আমি মিছিলের সদস্যদের শান্তিপূর্ণ মিছিল করতে বলতে পারি, আমি দিন বদলাতে কি করে বলি? মিছিল হবে ওই দিনে ওই রাস্তাতেই, ব্যবস্থা করতে হবে পুলিসকে।

সব মিলিয়ে একটা বিষয় যেন পরিস্কার, গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল নিয়ে রক্তচাপ বাড়ছে পুলিস প্রশাসনে। বুধবারের এই মিছিলের থেকে হকের চাকরির দাবিতে স্লোগান রাজ্য সরকারের আরও অস্বস্তি বাড়ায় কি না, সেটাই দেখার।

7 months ago
Drugs: ২৬ শে জুন মাদকবিরোধী দিবস উপলক্ষে মিছিল পুলিসের

আগামী ২৬ শে জুন মাদকবিরোধী (Drugs) দিবস। শুক্রবার সেই বিরোধী দিবস উপলক্ষে বেহালায় (Behala) স্কুল পড়ুয়া এবং টলিউড শিল্পীদের নিয়ে পুলিসের উদ্যোগে মিছিল করা হয়। সেই উপলক্ষে এদিন কলকাতা পুলিসের সাউথ ওয়েস্ট ডিভিশনের উদ্যোগে বেহালা থানা থেকে একটি মিছিল করা হয়। বেহালা থানা থেকে শুরু হয়ে ম্যানটন হয়ে আবারো বেহালা থানায় এসে শেষ হয় সেই মিছিলটি। স্কুল পড়ুয়া এবং টলিউড শিল্পীদের নিয়ে এই মিছিলটি করা হয় পুলিসের উদ্যোগে। উপস্থিত ছিলেন ডিসি সাউথ ওয়েস্ট সৌম্য রায় সহ বেহালা, ঠাকুরপুকুর, সরশুনা, পর্ণশ্রী, হরিদেবপুর এবং তারাতলা থানার পুলিস আধিকারিকরা। এমনকি বাংলা সিরিয়ালের তারকারাও সেখানে উপস্থিত ছিলেন। 

এছাড়াও সাউথ ওয়েস্ট ডিভিশনের বিভিন্ন থানা এলাকায় রমরমিয়ে চলছে সাট্টা খেলা। সাট্টা খেলায় আসক্ত হয়ে পড়ছে বহু মানুষ এই বিষয়ে ডিসি সাউথ ওয়েস্ট সৌম্য রায় কে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'এই বিষয়ে খতিয়ে দেখা হবে।' তিনি আরও বলেন, 'এই বিষয়ে মানুষদের সচেতন করা হবে। এবং পদক্ষেপ নেওয়া হবে।' 

11 months ago


Procession: আদালতের ঠিক করা রুটে হ্যারিকেন হাতে মিছিল গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের

আদালতের নির্দেশে বদল হলো গ্রুপ ডি চাকরি প্রার্থীদের মিছিলের রুট। চাকরির দাবিতে হ্যারিকেন মিছিলের (Procession) আয়োজন করেছিল গ্রুপ ডি কর্মীরা। সেই মিছিলের রুট মমতা (Mamata Banerjee) ও অভিষেকের (Abhishek Banerjee) পাড়ায় করতে চেয়ে আবেদনও করেছিল তাঁরা।  কিন্তু সেই অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরিপ্রার্থীরা। অভিষেকের পাড়ায় মিছিলে কোনও সমস্যা দেখে নি বিচারপতি রাজাশেখর মান্থা। ফলে ওই মিছিলের অনুমতি দেয় বিচারপতি রাজাশেখর মান্থা।

কিন্তু রাজ্য সরকারের এই মিছিল নিয়ে আপত্তি আগেই ছিল, কারণ এর আগে অভিষেকের পাড়ায় অর্থাৎ হরিশ চ্যাটার্জী স্ট্রিটে এর আগে ডিএ আন্দোলনকারীদের মিছিল নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছিল। এবং অভিষেকের বাড়ির সামনে চোর স্লোগান শোনা যায়। যে কারণে আগেভাগে বাড়তি সতর্কতা জারি করেছিল কলকাতা পুলিস।  সূত্রের খবর, এর পর মঙ্গলবার এই মিছিলকে ওই পথে আটকাতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। আদালত মঙ্গলবার নির্দেশ দেয় মিছিলের রুট পরিবর্তন করতে হবে।

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ বাতিল করে অন্য রাস্তা দিয়ে মিছিল নিয়ে যেতে বলেছে চাকরিপ্রার্থীদের। দুই বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, হরিশ মুখার্জি রোডের বদলে গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা মিছিল নিয়ে যেতে পারবেন আশুতোষ মুখার্জি রোড ধরে। আর কালীঘাট থানার আগে ব্যারিকেডেই থামাতে হবে মিছিল। হ্যারিকেন হাতে ওই মিছিলের সন্ধ্যায় করতে চেয়েছিলেন গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই সময়ও বদলে দিয়েছে। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, মিছিল দুপুর ১২টায় শুরু করে শেষ করতে হবে বিকেল ৪টের মধ্যে। সেই মতই হ্যারিকেন হাতে বুধবার বেলা ১২টা থেকে মিছিল শুরু করেছে গ্রুপ ডি চাকরি প্রার্থীরা। 

12 months ago
Procession: অভিষেকের পাড়ায় মিছিলের অনুমতি দিল না হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, রয়েছে বিধি নিষেধও

গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল (Procession) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পাড়ায় করা যাবে না, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এমনকি, ওই মিছিল কালীঘাট থানার আগে শেষ করতে হবে বলেও নির্দেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

বুধবার সন্ধ্যায় শহিদ মিনার থেকে হরিশ মুখার্জি রোড হয়ে কালীঘাট পর্যন্ত এই মিছিল করার অনুমতি চেয়েছিলেন গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ বাতিল করে অন্য রাস্তা দিয়ে মিছিল নিয়ে যেতে বলেছে চাকরিপ্রার্থীদের।

হ্যারিকেন হাতে চাকরিপ্রার্থীদের মিছিলের কর্মসূচিতে এর শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য। মঙ্গলবার বিকেলে ওই মামলা শুনানির জন্য ওঠে। সেখানেই দুই বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, হরিশ মুখার্জি রোডের বদলে গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা মিছিল নিয়ে যেতে পারবেন আশুতোষ মুখার্জি রোড ধরে। আর কালীঘাট থানার আগে ব্যারিকেডেই থামাতে হবে মিছিল।

হ্যারিকেন হাতে ওই মিছিলের সন্ধ্যায় করতে চেয়েছিলেন গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই সময়ও বদলে দিয়েছে। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, মিছিল দুপুর ১২টায় শুরু করে শেষ করতে হবে বিকেল ৪টের মধ্যে।

12 months ago