Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Postponed

SLST: আইনি জটিলতা কি আদৌ কাটবে? পিছিয়ে গেল নিয়োগ সংক্রান্ত শুনানি

নিয়োগের দাবিতে সুদীর্ঘ এক হাজার সাত দিন ধরে অবস্থান বিক্ষোভ করছেন এসএলএসটি  উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। ইতিমধ্যেই রীতিমত খালি গায়ে, মাথা মুড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন বহু চাকরিপ্রার্থী। আর এরপরেই গত ১১ ডিসেম্বর তড়িঘড়ি চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ শিক্ষা দফতরের একাধিক আধিকারিকরা। এই বৈঠকে ব্রাত্য বসু বলেছিলেন আইনি জট কাটলেই নিয়োগ হবে। আর শিক্ষামন্ত্রীর এই কথাতেই একটু হলেও আশার আলো দেখতে পেয়েছিলেন রাজ্যের বঞ্চিত চাকরিপ্রার্থীরা। গত ১৪ ডিসেম্বর ছিল সুপ্রিম কোর্টের সুপার নিউমেরারি পোস্ট সংক্রান্ত মামলার শুনানি। এই শুনানির তারিখও পিছিয়ে গিয়ে হয়েছে আগামী ৫ ফেব্রুয়ারি।

আর এই কারণেই প্রশাসনের সদিচ্ছা নিয়ে ফের প্রশ্ন  তুলছেন রাজ্যের যোগ্য বঞ্চিত  চাকরিপ্রার্থীরা। আগামী ২২ ডিসেম্বর ফের শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে চাকরিপ্রার্থীদের।  কিন্তু নিয়োগ নিয়ে প্রশাসনের এমন টালবাহানা দেখে তাঁদের বক্তব্য, প্রশাসনের সদিচ্ছা থাকলে ঠিকই নিয়োগ হতো, বারবার বৈঠক এবং আলোচনার প্রয়োজন পড়ত না।

তবে ১১ ডিসেম্বরের বৈঠকে প্রশাসনের তরফে  চাকরিপ্রার্থীদের নিয়োগের আশ্বাস দেওয়া হলেও নিয়োগের স্বপ্ন কিন্তু সেই বিশ বাওঁ জলেই।  আর এই কারণেই প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন চাকরিপ্রার্থীরা।  তাঁদের বক্তব্য, নিয়োগ দিতে না পারলে প্রশাসন নিজের ব্যর্থতা স্বীকার করুক এবং পুলিস ফোর্স পাঠিয়ে গুলি করে মেরে ফেলুক প্রার্থীদের।  তবুও নিয়োগ না পেলে অবস্থান বিক্ষোভ  থেকে কোনওভাবেই সরে দাঁড়াবেন না বলে জানালেন চাকরিপ্রাথীরা।

দীর্ঘ প্রশাসনিক টালবাহানায় আটকে রয়েছে ২০১৬ সালের এসএলএসটি উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের নিয়োগ। এই ইস্যুতে বারংবার একাধিক বৈঠক, একাধিক আলোচনা হলেও কোনও সুরাহা হয়নি। আশ্বাস এবং প্রতিশ্রুতির বন্যায় রাজ্যের বঞ্চিত চাকরিপ্রার্থীদের নিয়োগের ভবিষ্যৎ এখনও সেই তিমিরেই।

5 months ago
Pollution: ভয়াবহ দূষণ দিল্লিতে, ১০ তারিখ অবধি স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

রাজধানীর বাতাস দূষিত। এই বিপজ্জনক পরিস্থিতিতে খুদে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে দিল্লির সমস্ত প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাজধানীর সরকার।

রবিবার সকালে দিল্লির শিক্ষামন্ত্রী একটি টুইট করেছেন। টুইটে তিনি জানিয়েছেন, আগামী ১০ নভেম্বর পর্যন্ত দিল্লির সব প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে, শুধু খুদে পড়ুয়া নয়। টুইটে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্যেও স্কুলে যাওয়ার বদলে বাড়ি থেকে অনলাইন ক্লাস করানোর ভাবনাচিন্তা করছে রাজধানীর সরকার।

দিল্লির দূষণ ভয়াবহ পরিস্থিতি ধারণ করেছে। রবিবার সকালে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স পৌঁছে গিয়েছে ৪১৫ থেকে সরাসরি ৪৬০-এ। দূষণের কারণে  দিল্লিজুড়ে নির্মাণ কাজও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

দূষণের মাত্রা এতটাই বেড়ে গিয়েছে যে বাইরে বেরোলেই অনেকেই চোখ জ্বালা করতে শুরু করেছে। দিল্লির এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য পাবলিক ট্রান্সপোর্টের উপর জোর দেওয়া হয়েছে। চিকিৎসকরা এই সময় অতিরিক্ত সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

6 months ago
Metro: দেশের মধ্যে প্রথম কলকাতা মেট্রোয় এই অত্যাধুনিক প্রযুক্তি কাজে লাগানো হচ্ছে

ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা বন্ধ থাকবে আগামী ১৯ ও ২৬ অগাস্ট। সল্টলেক সেক্টর-ফাইভ থেকে শিয়ালদহ এবং হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড- ইস্ট-ওয়েস্ট মেট্রোর দুই বিচ্ছিন্ন অংশকে সফটওয়্যার এবং হার্ডওয়্যার প্রযুক্তির মাধ্যমে যোগ করার কাজ শুরু করে দিয়েছে কলকাতা মেট্রো। তার ফলেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। ফলে, শনিবার যাঁদের এই মেট্রো ধরে কর্মক্ষেত্রে যেতে হয়, তাঁদের ১৯ ও ২৬ অগাস্ট বিকল্প রাস্তায় যেতে হবে। দুই শনিবার ট্রেন না চলার ফলে মেট্রোর ইঞ্জিনিয়াররা পর পর দু'সপ্তাহ ইন্টিগ্রেটেড সেফটি টেস্টের সুযোগ পাবেন।

উল্লেখ্য, পরিকাঠামো উন্নয়নে বাড়তি গুরুত্ব দিচ্ছে কলকাতা মেট্রো। সম্প্রতি মেট্রো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন, দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে বসানো হবে ‘ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম’। দেশের মধ্যে প্রথম কলকাতা মেট্রোয় এই অত্যাধুনিক প্রযুক্তি কাজে লাগানো হচ্ছে। এর ফলে বিদ্যুৎ বিপর্যয় হলেও সুড়ঙ্গের মধ্যে আর মেট্রোর রেক আটকে পড়বে না।

9 months ago


Movie: পিছিয়ে গেল সিদ্ধার্থ মালহোত্রার আসন্ন ছবি 'যোধা'র মুক্তির দিন

বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রার (Sidharth Malhotra) আসন্ন সিনেমা মুক্তির দিন আরও পিছিয়ে গেল। আগে ঠিক ছিল, চলতি বছরে ৭ জুলাই মুক্তি পাবে সিনেমাটি। কিন্তু দর্শকদের আরও একটু অপেক্ষা করতে হবে। সিনেমা সমালোচক তরণ আদর্শ সামাজিক মাধ্যমে 'যোধা'র মুক্তির দিন পিছিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, সাগর আম্ব্রে এবং পুষ্কর ওঝা পরিচালিত 'যোধা' (Yodha) সিনেমাটি মুক্তি পাবে ১৫ সেপ্টেম্বর।

আগেই মুক্তি পেয়েছিল 'যোধা' সিনেমার ট্রেলার। একেবারে অন্য চরিত্রে দেখা যাবে 'শেরশাহ' খ্যাত অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে। 'যোধা' নাম শুনেই বোঝা গিয়েছে পুরোদমে একশন দেখা যাবে এই সিনেমায়। নাম ভূমিকায় দেখা যাবে সিদ্ধার্থকে। এই গল্প প্লেন হাইজ্যাকের। দুষ্কৃতীদের দখলে যখন হাওয়াই জাহাজ তখন ত্রাতা হয়ে দেখা দেবেন যোধা। সিনেমায় সিদ্ধার্থের পাশাপাশি দেখা যাবে রাশি খান্না এবং দিশা পাটানিকে।

'যোধা' প্রসঙ্গে সিদ্ধার্থ মালহোত্রা এর আগে বলেছিলেন, 'একজন আর্টিস্ট হিসেবে, তুমি এমন স্ক্রিপ্টে কাজ করতে চাইবে, যা তোমার মধ্যের শিল্পসত্বার সেরাটুকু বের করে আনবে। এটা সত্যিই আমার অপ্রকাশিত একটি অংশ, যার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। জনগণের থেকে আমি যে ভালোবাসা পেয়েছি তা ম্যাজিকাল। যোধা দর্শকদের জন্য কী রেখেছে তা জানাতে আমি অধীর অপেক্ষায়।'

one year ago