
বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রার (Sidharth Malhotra) আসন্ন সিনেমা মুক্তির দিন আরও পিছিয়ে গেল। আগে ঠিক ছিল, চলতি বছরে ৭ জুলাই মুক্তি পাবে সিনেমাটি। কিন্তু দর্শকদের আরও একটু অপেক্ষা করতে হবে। সিনেমা সমালোচক তরণ আদর্শ সামাজিক মাধ্যমে 'যোধা'র মুক্তির দিন পিছিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, সাগর আম্ব্রে এবং পুষ্কর ওঝা পরিচালিত 'যোধা' (Yodha) সিনেমাটি মুক্তি পাবে ১৫ সেপ্টেম্বর।
আগেই মুক্তি পেয়েছিল 'যোধা' সিনেমার ট্রেলার। একেবারে অন্য চরিত্রে দেখা যাবে 'শেরশাহ' খ্যাত অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে। 'যোধা' নাম শুনেই বোঝা গিয়েছে পুরোদমে একশন দেখা যাবে এই সিনেমায়। নাম ভূমিকায় দেখা যাবে সিদ্ধার্থকে। এই গল্প প্লেন হাইজ্যাকের। দুষ্কৃতীদের দখলে যখন হাওয়াই জাহাজ তখন ত্রাতা হয়ে দেখা দেবেন যোধা। সিনেমায় সিদ্ধার্থের পাশাপাশি দেখা যাবে রাশি খান্না এবং দিশা পাটানিকে।
SIDHARTH MALHOTRA: 'YODHA' GETS NEW RELEASE DATE... #Yodha - starring #SidharthMalhotra, #DishaPatani and #RaashiiKhanna - gets new release date: In *cinemas* on 15 Sept 2023… Directed by #SagarAmbre and #PushkarOjha.#KaranJohar and #PrimeVideo presents in association with… pic.twitter.com/FEdscwOHB4
— taran adarsh (@taran_adarsh) April 25, 2023
'যোধা' প্রসঙ্গে সিদ্ধার্থ মালহোত্রা এর আগে বলেছিলেন, 'একজন আর্টিস্ট হিসেবে, তুমি এমন স্ক্রিপ্টে কাজ করতে চাইবে, যা তোমার মধ্যের শিল্পসত্বার সেরাটুকু বের করে আনবে। এটা সত্যিই আমার অপ্রকাশিত একটি অংশ, যার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। জনগণের থেকে আমি যে ভালোবাসা পেয়েছি তা ম্যাজিকাল। যোধা দর্শকদের জন্য কী রেখেছে তা জানাতে আমি অধীর অপেক্ষায়।'