Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

ParliamentBuilding

Session: বিশেষ অধিবেশনের আগে নতুন সংসদ ভবনে উড়ল জাতীয় পতাকা, রয়েছে সর্বদল বৈঠকও

বিশেষ অধিবেশনের আগে নতুন সংসদ ভবনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হল। আজ অর্থাৎ রবিবার রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় জাতীয় পতাকা উত্তোলন করলেন। সূত্রের খবর, সোমবার, ১৮ সেপ্টেম্বর থেকে বসছে সংসদের বিশেষ অধিবেশন। এদিন এই অনুষ্ঠানে মোদির উপস্থিত থাকার কথা থাকলেও তিনি থাকতে পারেননি। তবে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে। অনুষ্ঠানে অংশ নিতে না পারার জন্য দুঃখ প্রকাশও করেছেন কংগ্রেস সভাপতি। আজকের এই অনুষ্ঠানের পর রীতি মেনে সর্বদলীয় বৈঠকও রয়েছে।

কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালেই নতুন সংসদ ভবনে জাতীয় পতাকা উত্তোলনের অনুষ্ঠান হবে। সমস্ত কেন্দ্রীয় নেতৃত্বরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আমন্ত্রিত বিরোধী দলের নেতারাও। এই অনুষ্ঠানের পর আজ বিকেল সাড়ে চারটে নাগাদ সর্বদলীয় বৈঠক হবে। আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর সংসদে বিশেষ অধিবেশন বসছে। তার আগেই সমস্ত দলের নেতাদের নিয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কেন্দ্রের ডাকা এই বিশেষ অধিবেশন ঘিরে জল্পনার শেষ নেই। কেন হঠাৎ বিশেষ অধিবেশন ডাকা হল, তা নিয়ে বিরোধীরা নানা রকমের প্রশ্ন তুলেছেন। পরে কেন্দ্রের তরফে এই অধিবেশনে আলোচ্যসূচি প্রকাশ করা হয়, যেখানে ৪টি বিলের উল্লেখ করা হয়েছে। এর মধ্যে অন্য়তম হল মুখ্য নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের নিয়োগ সংক্রান্ত বিল। এছাড়াও অ্যাডভোকেট (সংশোধনী) বিল, ২০২৩, প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অব পিরিওডিক্য়াল বিল ২০২৩, পোস্ট অফিস বিল পেশ করা হবে।

এই বিলগুলির মধ্যে বিরোধীরা নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত বিলের বিরোধিতা করবে বিরোধীরা। কোন ইস্যুতে অধিবেশন, সেই নিয়েও কেন্দ্র ধোঁয়াশা রেখেছে বলে অভিযোগ বিরোধীদের। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সংসদের বিশেষ অধিবেশনের প্রথম দিন সংসদের দুই কক্ষে স্বাধীনতার ৭৫ তম বর্ষ  ও পুরনো সংসদ ভবনের ইতিহাস, ঐতিহ্য় নিয়ে আলোচনা করা হবে। এরপর ১৯ সেপ্টেম্বর থেকে নতুন সংসদ ভবনে অধিবেশন বসতে পারে।

8 months ago
Dress: সংসদের কর্মীদের জন্য বিশেষ পোশাকে পদ্ম ফুলের নকশা, ক্ষুব্ধ কংগ্রেস

চলতি মাসের ১৯ তারিখ নতুন সংসদ ভবনের উদ্বোধন। তার জন্য সংসদের কর্মীদের জন্য পদ্ম ফুলের নকশা দেওয়া বিশেষ পোশাক তৈরি করা হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। কংগ্রেসের অভিযোগ, সংসদ ভবনের পোশাক তৈরির ক্ষেত্রেও নিজেদের ক্ষমতা প্রয়োগ করে দলীয় প্রতীক ব্যবহার করেছে বিজেপি।

নয়া সংসদ ভবনের কর্মীদের জন্য পোশাক তৈরি করেছে ন্যাশনাল ইন্সটিটিউট অফ ফ্যাশন টেকনোলজি। নেহেরু জ্যাকেট এবং খাকি রঙের প্যান্ট তৈরি করা হয়েছে। গোলাপি রঙের পোশাকে রয়েছে পদ্মফুলের নকশা। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। পাশাপাশি বদল করা হয়েছে মর্শালদের পোশাকও।

পোশাক বিতর্ক নিয়ে মুখ খুলেছে কংগ্রেস। কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুরের বক্তব্য, সংসদের পোশাকে বাঘ বা ময়ূরের বদলে পদ্মফুলকেই বেছে নেওয়া হয়েছে। বিজেপির প্রতীকের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ।

8 months ago
Gadar 2: ইতিহাস তৈরির পথে 'গদর ২'! প্রথম হিন্দি সিনেমা হিসাবে নতুন সংসদ ভবনে প্রদর্শিত হবে সানির ছবি

'গদর'- এর (Gadar) পর, এর সিক্যুয়াল 'গদর ২' (Gadar 2) বক্সঅফিসে সুপারহিট। মুক্তির পর থেকে সারা বিশ্বে প্রায় ৫০০ কোটির ব্যবসা করে ফেলেছে ছবিটি। গড়ে তুলছে একের পর এক রেকর্ড। এবারে আরও একটা ইতিহাস লিখতে চলেছে 'গদর ২'। সূত্রের খবর, এই ছবিই প্রথম, যেটি পার্লামেন্টেও দেখানো হবে। সূত্রের খবর, ৩ দিন ধরে সংসদভবনে সাংসদদের জন্য দেখানো হবে আমিশা পটেল (Ameesha Patel) ও সানি দেওল (Sunny Deol) অভিনীত 'গদর' ছবির এই সিক্যুয়াল।

View this post on Instagram

A post shared by Ameesha Patel (@ameeshapatel9)

গুরদাসপুরের বিজেপি সাংসদ সানি দেওলের ছবি 'গদর ২' বক্সঅফিসে ইতিমধ্যেই সাফল্য পেয়েছে। আর এবার এই ছবির মুকুটে জুড়ল আরও এক সম্মানের পালক। নতুন সংসদ ভবনের বালযোগী অডিটোরিয়ামে দেখানো হচ্ছে এই ছবি। মোট ৫টি শোয়ের আয়োজন করা হয়েছে। ২৫ অগাস্ট থেকেই শুরু হয়ে গিয়েছে এই ছবি দেখানো। শোনা যাচ্ছে সানি দেওল সহ বেশ কিছু সাংসদের অনুরোধেই নাকি সংসদভবনে দেখানো হচ্ছে এই ছবি। এই প্রথম কোনও হিন্দি ছবি যা সংসদভবনে বিশেষ করে সাংসদদের জন্য দেখানো হবে।

8 months ago


Parliament: নতুন সংসদ ভবনে নজর কেড়েছে বাঙালি শিল্পীর হাতের কারুকার্য

নতুন সংসদ ভবন (New Parliament Building) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এই ভবন তৈরির কাজ যাঁরা করেছেন, রবিবার তাঁদের উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন প্রধানমন্ত্রী। তবে জানেন কি নতুন এই সংসদ ভবন সেজে উঠেছে একাধিক বাঙালি শিল্পীর হাতের কারুকার্যে? নজর কেড়েছে বাঙালির কীর্তি।

সংসদ ভবনের প্রধান তিনটি দরজা জ্ঞানদ্বার, শক্তিদ্বার এবং কর্মদ্বারের ভিতরে ঢুকেই বিখ্যাত বাঙালি শিল্পী গৌরমোহন পাহাড়ির নেতৃত্বে তৈরি দু'পাশের দেওয়ালে লাগানো ছ'টি পিতলের ম্যুরাল। গাজিয়াবাদের লোনির কর্মশালায় গত এক বছর ধরে তৈরি হয়েছে এই ম্যুরালগুলি। গৌরমোহনের পরামর্শ অনুযায়ী কলকাতা আর্ট কলেজের ছাত্রছাত্রীরা নতুন সংসদ ভবনের 'কনস্টিটিউশনাল ফয়ার'এর দেওয়ালের ফ্রেসকোয় ফুটিয়ে তুলেছেন সংবিধানে আঁকা ১৫ টি ছবি। যার মধ্যে উল্লেখযোগ্য নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তাঁর আজাদ হিন্দ বাহিনীর ছবি এবং কলকাতার বিখ্যাত দক্ষিণেশ্বর মন্দিরের চিত্র। এছাড়াও রাম-লক্ষণ-সীতার পুষ্প বিমান, মহেঞ্জোদারো, গুরুকুল, নেতাজি-আজাদ হিন্দ, গান্ধীজির হিন্দু-মুসলিম ভ্রাতৃত্বের মতো ১৫টি ছবি। গৌরমোহনের‌ই পরামর্শে যা করেছেন কলকাতা আর্ট কলেজের বাঙালি শিল্পীরা। সংবিধানের পাতায় যা এঁকেছিলেন নন্দলাল বসু, হুবহু তাই ফুটেছে ফ্রেসকোয়। কলা, শিল্প, স্থাপত্য নামে তিন ‘ইন্ডিয়া গ্যালারি’র দুই দেওয়ালে ভারতীয় সংস্কৃতির নানা উদাহরণও হবে দৃশ্যমান।  

এছাড়াও সংসদ ভবনের উপরে যেখানে সিংহের এমব্লেম বসানো হয়েছে ঠিক তার সামনে রাখা হয়েছে 'ফোকো পেন্ডুলাম'। যার দুলুনি প্রমাণ করে পৃথিবীর নিজের চারিদিকে ঘুরছে। কলকাতার ন্যাশনাল কাউন্সিল অব সাইন্স মিউজিয়ামের ডিজি অরিজিৎ দত্ত এবং সেন্ট্রাল রিসার্চ এন্ড ট্রেনিং ল্যাবরেটরি ডিরেক্টর নটরাজ দাশগুপ্ত তৈরি করেছেন এই অনন্য পেন্ডুলাম। ২৫ সেন্টিমিটার গোলাকার এবং ৩০ কেজি ওজনের এই পেন্ডুলামের উপরে রয়েছে সোনার পরত। বাঙালি পদার্থবিদদের তৈরি এই অভিনব ফোকো পেন্ডুলাম থাকছে নতুন সংসদ ভবনের একেবারে কেন্দ্রে। যা চোখ এড়াতে পারবেন না কারোর।

11 months ago
Parliament: মোদীর হাতেই উদ্বোধন হল নতুন সংসদ ভবন, স্থাপন হল ঐতিহাসিক স্বর্ণদন্ড 'সেঙ্গল'

নতুন সংসদ ভবনে স্থাপন হল ঐতিহাসিক স্বর্ণদন্ড 'সেঙ্গল'। উদ্বোধন হল নতুন সংসদ ভবনের (Parliament Building)। নির্ধারিত সূচি মেনেই সকাল থেকে নতুন সংসদ ভবন চত্বরে শুরু হয় পুজো ও হোম। পুজোয় সামিল হন প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন, শুরুতেই 'সেঙ্গল'-কে সাষ্ঠাঙ্গে প্রণাম জানালেন প্রধানমন্ত্রী। পুজোর পর ওই 'সেঙ্গল' নিয়ে নতুন সংসদ ভবনে পা রাখেন মোদী। পবিত্র বেদমন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে লোকসভা কক্ষে স্থাপন করেন 'সেঙ্গল'। লোকসভার স্পিকার ওম বিড়লাকে সঙ্গে নিয়ে প্রদীপ প্রজ্বোলন করেন। সব শেষে তামিলনাড়ুর বিভিন্ন মঠের সন্তদের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করেন।

এদিন, সকাল সাড়ে ৭টায় ট্র্যাডিশনাল পোশাকে সংসদ চত্বরে প্রবেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে স্বাগত জানান, লোকসভার স্পিকার ওম বিড়লা। পূজাপাঠের মাধ্যমে শুরু হয় সংসদ ভবন উদ্বোধনের মূল অনুষ্ঠান। এরপর সেঙ্গল প্রতিষ্ঠা। তারপর সর্বধর্ম প্রার্থনা। যে সব শ্রমিক এই সংসদ ভবন তৈরি করেছেন, তাঁদের সংবর্ধনাও দেন প্রধানমন্ত্রী।

দুপুর ১২টায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হবে। জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই অনুষ্ঠান হবে। এরপর নতুন সংসদ ভবনের উদ্বোধন উপলক্ষ্যে ২টি শর্ট ফিল্মও দেখানেো হবে। এরপর রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির বার্তা পাঠ করে শোনাবেন রাজ্যসভার চেয়ারম্যান। লোকসভার স্পিকারও বিবৃতি দেবেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি হবে।

অনুষ্ঠানের মাঝেই এদিন, ৭৫ টাকার কয়েনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।

11 months ago


Modi: রাত পোহালেই নতুন সংসদ ভবনের দ্বারোদ্ঘাটন, অধিনামরা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন সেঙ্গোল

আর কিছুক্ষণের অপেক্ষা, রাত পোহালেই দ্বারোদ্ঘাটন হবে নতুন সংসদ ভবনের (New Parliament Building)। ২৮ মে, রবিবার উদ্বোধন হতে চলেছে নতুন সংসদ ভবন। প্রধানমন্ত্রীর হাত ধরেই এই উদ্বোধন হতে চলেছে। বিশেষ পুজোর মধ্য দিয়েই উদ্বোধন হবে নতুন সংসদ ভবনের। আর তার আগেই আজ অর্থাৎ শনিবার বিকেলে নয়াদিল্লিতে (New Delhi) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) হাতে ক্ষমতা হস্তান্তরের প্রতীক পবিত্র সেঙ্গোল (Sengol) তুলে দিলেন পবিত্র শৈব মঠ তিরুভাদুথুরাই অধিনামের (Adheenams) সন্ন্যাসীরা। ওই সময় প্রধানমন্ত্রীর বাড়িতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও।

সূত্রের খবর, রবিবার বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে সংসদ ভবনের ভিতরে ঐতিহ্যবাহী সেঙ্গোল স্থাপন করা হবে ও এরপর প্রার্থনাসভারও আয়োজন করা হয়েছে। জানা গিয়েছে, আগামীকাল সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে নতুন সংসদের লোকসভা কক্ষে সেঙ্গোল স্থাপন করা হবে। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবন উদ্বোধনের আগেই তাঁর নিজের বাসভবনে অধিনামদের সঙ্গে দেখা করেন। তাঁদের থেকে আশীর্বাদ গ্রহণ করেন ও তাঁর হাতে তুলে দেওয়া হয় সেঙ্গোল। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, নতুন সংসদ ভবনে স্পিকারের পাশেই রাখা হবে এই সেঙ্গোল।

11 months ago