Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Parineetiraghav

Parineeti-Raghav: কঠোর বারণ ছিল উপহারে, বিয়েতে কেবল 'আশীর্বাদ' চেয়েছিলেন পরিণীতি রাঘব

২৪ সেপ্টেম্বর, রবিবার একেবারে ধুমধাম করে বিয়ে সেরেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং আপ সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha)। উদয়পুরের দুটি বিলাসবহুল হোটেলে ছিলেন কনেপক্ষ এবং বরপক্ষ। সেখানেই একেবারে রূপকথার মতো বিয়ে করেছেন তারকারা। ২৩ সেপ্টেম্বর সকাল থেকে ক্রিকেট ম্যাচ, হলদি, চূড়া শেষে রবিবার সকালে বিয়ে হয় তাঁদের। সাজসজ্জা থেকে খানাপিনা সবেতেই ছিল এলাহী আয়োজন।আমন্ত্রিত অতিথিরা একেবারেই রাঘব পরিণীতির কাছের লোক।

শনিবারেই উদয়পুরে পৌঁছে গিয়েছিলেন বেশিরভাগ আমন্ত্রিতরা। রবিবারে গিয়েছিলেন গুটিকতক। সকলেই তাঁদের প্রিয় মানুষদের বিয়েতে উপহার দিতে চেয়েছিলেন। কিন্তু পরিণীতি ও রাঘব কী চেয়েছিলেন? সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়ার মা, মধু চোপড়া একথা প্রকাশ্যে এনেছেন। মেয়ে প্রিয়াঙ্কা চোপড়া কেন পরিণীতির বিয়েতে আসতে পারেননি? সেই নিয়েও মুখ খুলেছেন তিনি।

মধু বলেছেন,মেয়ে প্রিয়াঙ্কা কাজে আটকে গিয়েছে, তাই বিয়েতে আসতে পারেননি। এরপর তাঁকে জিজ্ঞেস করা হয়, তাহলে কী পরিণীতি-রাঘবের জন্য কি তিনি কোনোও উপহার পাঠিয়েছেন? এই প্রসঙ্গে মধু বলেছেন, 'না পাঠায়নি। কারণ যেকোনও উপহারে কঠোর বারণ ছিল। কেবল আশীর্বাদই কাম্য ছিল তাঁদের।'

9 months ago
Priyanka Chopra: পরিণীতির বিয়েতে আসছেন না প্রিয়াঙ্কা! সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানালেন ছোট বোনকে

২৩ সেপ্টেম্বর, শনিবার সকাল ১০টা শুরু হয়ে গিয়েছে, রাঘব-পরিণীতির (Parineeti-Raghav) বিবাহপূর্ব (Wedding) অনুষ্ঠান। প্রথমে শোনা গিয়েছিল, তুতো বোনের বিয়েতে আসবেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। শুক্রবার রাতে আমেরিকা থেকে দিল্লির বিমানে উঠবেন বলেও জানা গিয়েছিল। তবে শেষ মুহূর্তে প্রিয়াঙ্কার পরিকল্পনায় বদল এসেছে। অভিনেত্রী বোধহয় আসবেন না বোনের বিয়েতে। তাঁর সামাজিক মাধ্যম আপাতত তেমনই ইঙ্গিত দিচ্ছে।

প্রিয়াঙ্কা চোপড়ার ইনস্টাগ্রাম দেখলে বোঝা যাচ্ছে, তিনি এখন একটি ফার্ম হাউজে মেয়ে মালতি মেরিকে নিয়ে সময় কাটাচ্ছেন। সেই ঝলক দিয়েছেন সামাজিক মাধ্যমে। আরও একটি পোস্ট থেকে ইঙ্গিত মিলছে প্রিয়াঙ্কার অনুপস্থিতির। সামাজিক মাধ্যমের স্টোরিতে ছোট বোন পরিণীতির একটি ছবি আপলোড করেছেন প্রিয়াঙ্কা। প্রকাশ্যে শুভেচ্ছা জানিয়েছেন পরীকে।


প্রিয়াঙ্কা লিখেছেন, 'আশা করি তোমার জীবনের সবচেয়ে বড় দিনে তুমি এভাবেই খুশি থাক ছোট। সবসময় তোমাকে অনেক ভালোবাসা জানাচ্ছি।' তবে প্রিয়াঙ্কা না এলেও তাঁর মা মধু চোপড়া পৌঁছে গিয়েছেন উদয়পুরের লীলা প্যালেসে। তিনি থাকবেন পরিণীতি-রাঘবের বিয়েতে।

9 months ago
Priyanka: বোনের বাগদানে উচ্ছসিত প্রিয়াঙ্কা, না দেখা ছবি শেয়ার করলেন সামাজিক মাধ্যমে

শনিবার বাগদান সেরেছেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং রাঘব চাড্ডা (Raghav Chadha)। বহু প্রতীক্ষিত এই বাগদানের অপেক্ষায় ছিলেন খোদ প্রিয়াঙ্কা। তাই তুতো বোনের বাগদানে মার্কিন মুলুক থেকে উড়ে এসেছিলেন দিল্লি। বিকেলের আগেই সেজেগুজে বোনের বিশেষ দিনে উপস্থিত থেকেছেন। হলদেটে সবুজ রঙের ইন্দো-ওয়েস্টার্ন পোশাক পরেছিলেন প্রিয়াঙ্কা (Priyanka Chopra)। বোনের বাগদানে আনন্দ করেছেন। একইসঙ্গে উপরি পাওনা পরিবারের সঙ্গে সাক্ষাৎ।

প্রিয়াঙ্কা চোপড়া নিজের সামাজিক মাধ্যমে রাঘব এবং পরিণীতির বিয়ের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। একটি ছবিতে দেখা গিয়েছে আত্মীয় সিদ্ধার্থ চোপড়ার সঙ্গে ছবি দিয়েছেন প্রিয়াঙ্কা। আরেকটি ছবিতে পরিবারের আরও অনেক সদস্যের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলেছেন প্রিয়াঙ্কা। রাঘব এবং পরিণীতির বাগদানের অনুষ্ঠান হয়েছে শিখ ধর্মমতে। শনিবার আয়োজন করা হয়েছিল ধর্মীয় সংগীতানুষ্ঠানের। সেই অনুষ্ঠান চলাকালীন প্রিয়াঙ্কা তাঁর বোন এবং রাঘবকে ক্যামেরাবন্দী করেছিলেন। সেই ছবিও দিয়েছেন নিজের সামাজিক মাধ্যমে।

View this post on Instagram

A post shared by Priyanka (@priyankachopra)

নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে ছবিগুলি দিয়ে প্রিয়াঙ্কা লিখেছেন। 'অভিনন্দন তিশা এবং রাঘব। বিয়ের জন্য অপেক্ষা করতে পারছি না। তোমাদের জন্য এবং পরিবারের জন্য আমি খুব খুশি। পরিবারের সঙ্গে দেখা হয়ে খুব আনন্দ হল।' প্রিয়াঙ্কা চোপড়া একাই এসেছিলেন বোনের বিয়েতে। দিল্লি আসতে পারেননি নিক। তবে সামাজিক মাধ্যমে নিজের 'আধি ঘরওয়ালি'র ছবিতে শুভেচ্ছা জানাতে ভোলেননি।

one year ago