Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Panchayat-Election

Bomb: স্কুলের মাঠ থেকে উদ্ধার ২টি বোমা, ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছে মালদহে

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections) ভয়ঙ্কর তাণ্ডবের স্মৃতি এখনও রয়েছে বিদ্যালয়ের ভিতরে। শুক্রবার, মালদহের (Maldah) খরবার গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ে উদ্ধার (rescue) হয় দুটি বোমা (bomb)। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খরবা ফাঁড়ির পুলিস। এই বোমা উদ্ধারকাণ্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়িযেছে গোটা স্কুল চত্বর এলাকায়।  

 পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন খরবার গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠের কোণ থেকে উদ্ধার হয়েছে দুটি বোমা। এছাড়াও শৌচালয় থেকে পাওয়া গিয়েছে  বাঁশের লাঠি। ভাঙন ধরেছে দেওয়ালে। এমনকি স্কুলের ক্লাসরমের ভিতরে থাকা পাখাগুলিও বাঁকানো অবস্থায় রয়েছে। তবে স্কুলে আরও বোমা থাকতে পারে বলে এমনটাই অনুমান করা হচ্ছে। এরপর খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে। 

আপাতত বন্ধ রয়েছে স্কুলের পাঠ্যক্রম ব্যবস্থা। তবে এই বোমা উদ্ধারের ঘটনাকে ঘিরে স্কুলের শিক্ষক শিক্ষিকারা ক্ষুব্ধ রয়েছেন। তাঁদের একটাই দাবি, দিন দিন রাজনৈতিক হিংসার প্রভাব যেন বেড়েই চলেছে। যার ফলে সমস্যায় পড়ছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ। 

10 months ago
Arrest: পঞ্চায়েত নির্বাচনে প্রকাশ্যে বন্দুকবাজি! পুলিসের হাতে ধৃত ২

পঞ্চায়েত নির্বাচনের দিন প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখানো ও গুলি (shot) চালানোর অভিযোগে গ্রেফতার মূল অভিযুক্ত সহ এক দুষ্কৃতী। ওই দুই অভিযুক্তকে  গ্রেফতার (arrest) করল খড়দহ থানার পুলিস। শনিবার পঞ্চায়েত ভোটের দিন এক যুবককে দেখা যায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে বিপক্ষকে হামলা করেছে, সংবাদমাধ্যমে ক্যামেরায় ধরা পড়ে সেই চিত্র। ব্যারাকপুর (barrackpur) মোহনপুর পঞ্চায়েত এলাকার এই ঘটনায় উদ্বিগ্ন হয়ে ওঠে রাজ্যবাসী সহ বিরোধীরা। পুলিস সূত্রে খবর, ওই ঘটনায় মূল অভিযুক্তের নাম ধীরাজ হেলা ও নূর হাসান। অভিযুক্তরা টিটাগড় থানার অন্তর্গত মুচিপাড়া এলাকার বাসিন্দা। এই ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। 

পুলিস সূত্রে জানা গিয়েছে, ব্যারাকপুর মোহনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্বাশা এলাকায় নির্দল প্রার্থীকে মারধরের ঘটনা ও প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা সামনে আসতেই, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে খড়দহ থানার পুলিস মূল অভিযুক্ত ধীরাজ হেলা ও নূর হাসানকে খড়দহ রাসখোলা ঘাট থেকে আগ্নেয়াস্ত্র সহ  গ্রেফতার করেছে। পুলিস জানিয়েছে, ওই ঘটনার পর দুই অভিযুক্ত খড়দহ রাসখোলা ঘাট থেকে নৌকা পার হয়ে কোন্নগরে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। তবে তার আগেই পুলিস অভিযানে নেমে তাদেরকে ধরে ফেলে। 

10 months ago
Violence: কোথায় বাহিনী! কোথায় পুলিস! ভোটের শুরুতেই রক্তস্নাত বাংলা

মণি ভট্টাচার্য: শনিবার বেলা সাতটা থেকে কথামতো শুরু হয়ে গিয়েছে বাংলা ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। কিন্তু বারংবার পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের সময়ই গোটা দেশকে চিনিয়েছে যে বাংলায় নির্বাচন কখনও অবাধে শান্তিপূর্ণ হয় না। ঠিক সেই ধারাই বহাল রাখল পশ্চিমবঙ্গ। গোটা রাজ্যজুড়ে প্রত্যেক জেলায় কমবেশি রিগিং, প্রিজাইডিং অফিসারকে মারধর, ছাপ্পা, ব্যালট লুঠ ও সংঘর্ষের পাশাপাশি খুনের অভিযোগ উঠে এসেছে। এখন প্রশ্ন উঠছে কোথায় পুলিস! কোথায় বা কেন্দ্রীয় বাহিনী?

নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যে শুক্রবার রাত অবধি ৬০০-এর অধিক কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। অর্থাৎ তাদের মধ্যে কার্যকরী কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ আধা সামরিক বাহিনীর সংখ্যা প্রায় ৪২০০০। সেক্ষেত্রে কোথায় সেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, এ নিয়ে প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মনে।

পঞ্চায়েত ভোট শুরুর পর থেকে এখনও অবধি সাত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় সকাল থেকেই হিংসা মারধর ও বেলাগাম ছাপ্পার অভিযোগ উঠে এসেছে। কোথাও ভোট কর্মীদের মারধর, কোথাও ব্যালট পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠছে, ফলত এটা স্পষ্ট যে বাংলা তার চেনা রূপই দেখালো। কিন্তু প্রশ্ন উঠছে এই ৪২ হাজার কেন্দ্রীয় বাহিনী কোথায় গেল? রাজ্যের বিভিন্ন জেলা থেকে অভিযোগ, রাজ্যের বিভিন্ন জেলায় ভোটে স্পর্শকাতর কেন্দ্রগুলোতেও কোনোভাবেই সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর দেখা নেই। এ বিষয়ে বিভিন্ন জেলা পুলিস আধিকারিকদের কাছে জানতে চাওয়া হলে তারা এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি।

ভোটগ্রহণের শুরুর চার ঘন্টা পর এখনও অবধি শনিবার মৃতের সংখ্যা ৭, এবং পাশাপাশি সূত্রের খবর অনুযায়ী, ১২ শতাংশ ভোট পড়েছে এবং এখনও অবধি নির্বাচনী হিংসায় আহত কমপক্ষে ১০০ জন।

10 months ago


Bomb: পঞ্চায়েত ভোটের মুখে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু ১ ব্যক্তির

পঞ্চায়েত ভোটের (Panchayat Election) মুখে ফের বোমা (Bomb) বাঁধতে গিয়ে মৃত্যু হল ১ ব্যক্তির। বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙ্গার ভাবতা-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেশপুর এলাকা থেকে একটি মৃতদেহ উদ্ধার হয়। ওই মৃতদেহের পাশ থেকে বিস্ফোরক উদ্ধার করেছে পুলিস। পুলিস জানিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম, কামাল শেখ। মৃতদেহটিকে উদ্ধার করে পুলিস ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের একাংশের সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে মহেশপুর মোড় থেকে প্রায় এক কিলোমিটার দূরে রাস্তার পাশে কামালের দেহ পড়ে থাকতে দেখা যায়। দেহ দেখে তাঁর পরিবারের সদস্যদের অনুমান, বোমা বিস্ফোরণেই মৃত্যু হয়েছে কামালের। মৃতের ভাই রিপন শেখ বলেন, 'গত কাল রাতে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল ও। দু’জন লোক বাড়িতে থেকে ওকে ডেকে নিয়ে গিয়েছিল। আমরা তাদের চিনি না। লোভে পড়ে বোমা বাঁধতে এসে মৃত্যু হল ওর।' স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ঘটনাস্থল থেকে কৌটো বোমার টুকরো পাওয়া গিয়েছে। বোমা তৈরির মশলাও ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে পুলিস। এ ছাড়া ফেটে যাওয়া বোমার কিছু টুকরোও উদ্ধার হয়েছে।

10 months ago
Ashoknagar: নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূলের হাতে আক্রান্ত সিপিআইএম সমর্থক, অভিযোগ অস্বীকার তৃণমূলের

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat elections) প্রচারে বেরিয়ে তৃণমূলের হাতে বেধড়ক মার খেলেন সিপিআইএম কর্মী সমর্থকরা। ঘটনাটি ঘটেছে অশোকনগর (Ashokanagar) থানার দীঘরা মালিকবেড়িয়া পঞ্চায়েতের ট্যাংরা এলাকায়। এই ঘটনায় চার জন সিপিআইএম কর্মী সমর্থক আহত (injure) হয়েছেন বলে খবর। আহতদের বারাসাত হাসপাতালে (hospital) ভর্তি করানো হয়। পঞ্চায়েতের নির্বাচনী প্রচারের প্রায় শেষ সময়ে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের ২১ নম্বর সংসদের প্রার্থী বিলকিস বিবি ট্যাংরা এলাকাতে ভোট প্রচার বেরিয়েছিলেন। ঠিক সেই সময় তৃণমূলের একটি বাইক মিছিল যাচ্ছিল। অভিযোগ, সিপিএম সমর্থকদের প্রচার করতে দেখে তৃণমূলের কর্মীরা বাইক মিছিল থেকে বেরিয়ে হামলা চালায়। আচমকাই বাঁশ, লাঠি দিয়ে বেধারক মারধর করতে শুরু করে। এর ফলে চার জন সিপিএম কর্মী গুরুতর আহত হয়েছেন। আহতদের বারাসাত হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে একজন গুরুতর আহত অবস্থায় হাসাপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। আর বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। 

সিপিআইএমের তরফে অভিযোগ, সিপিআইএম সমর্থক আতিয়ার রহমানকে বেধড়ক মারধর করে এবং তাঁর মাথায় বাঁশ দিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। রক্তাক্ত অবস্থায় তাঁকে বারাসাত হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছে বলে অভিযোগ করেন ২১ নম্বর জেলা পরিষদের সিপিএম প্রার্থী বিলকিস খাতুন।

11 months ago


Demonstration: সব বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে কমিশনের সামনে বিক্ষোভে বসবে সংগ্রামী যৌথ মঞ্চ

সব বুথে কেন্দ্রীয় বাহিনীর (Central Force) দাবিতে এবার নির্বাচন কমিশনের (Election Commission) সামনে বিক্ষোভে বসতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ (Sangrami Joutha Mancha)। রবিবার প্রকাশ করা একটি বিবৃতিতে এই বিষয়ে জানিয়েছে তারা। আগামী ৪ জুলাই বেলা ১টা নাগাদ বিক্ষোভে সামিল হবেন মঞ্চের সদস্যরা।

এবারের পঞ্চায়েত নির্বাচনে বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে কিনা সেবিষয়ে এখনও নিশ্চিত নয়। সূত্রের খবর, নির্বাচন কমিশনের অন্দরেও এবিষয়ে আলোচনা চলছে। তারই মাঝে কমিশনে বিক্ষোভ দেখাবে সংগ্রামী যৌথ মঞ্চ। তাদের তরফে জানানো হয়েছে, এবার সরকারী কর্মী, চিকিৎসক, নার্স, শিক্ষক, অধ্যাপক, ব্যাঙ্ক কর্মী সহ একাধিক পেশায় নিযুক্তদের নির্বাচনের কাজে নিযুক্ত করা হবে। ফলে তাঁদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা জরুরি।

পাশাপাশি তাঁদের বক্তব্য, নির্বাচন কমিশনের তরফে জানানো হয়নি বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে কিনা। ফলে স্বভাবতই সরকারী কর্মীরা উদ্বিগ্ন। তাই বাধ্য হয়েই এই কর্মসূচি নিচ্ছেন মঞ্চের নেতারা। একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার দাবিতে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে গণ ইমেইল করার সিদ্ধান্তও নিয়েছেন তাঁরা।

11 months ago
Bdn: নির্বাচনের প্রচারে বেড়িয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন বিধায়ক

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat elections) প্রচারে বেড়িয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন বিধায়ক (MLA)। ভোগান্তি কাকে বলে বোঝাতে বিধায়ক কে কাঁদা রাস্তায় জোর করে হাঁটালেন গ্রামবাসীরা। কথায় বলে ঠ্যালায় পড়লেই নাকি বিড়ালও গাছে ওঠে, কিন্তু এই ঠ্যালায় যে কোনো দিন স্বয়ং বিধায়ককেই পড়তে হবে তা মনে হয় স্বপ্নেও ভাবেন নি ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী।

শনিবার সকালে ভাতারের নিত্যনন্দপুর গ্রাম পঞ্চায়েতের কালুত্তকে পঞ্চায়েত সমিতির প্রার্থী আব্দুল রউফের সমর্থনে প্রচারে বের হোন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী। প্রচার শুরু করতেই গ্রামবাসীরা, প্রার্থী ও বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখান। এবং তাঁদের ভোগান্তির কথা তুলে ধরেন। সেখানেই কার্যত গ্রামবাসীদের সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে পড়তে দেখা যায় প্রার্থীকে। শুধু তাই নয় এরপর গ্রামবাসীরা নিজেদের নিত্যদিনের দুর্ভোগের চিত্র তুলে ধরতে বিধায়ককে কাঁদা রাস্তায় হাঁটতে বাধ্য করেন। গ্রামবাসীদের একটাই দাবি, ভোট দিই, ভোট নেন, রাস্তা কই?

বিধায়ক মনগোবিন্দ অধিকারী জানিয়েছেন, গ্রামের মেয়েরা এসে রাস্তা খারাপের কথা জানিয়েছেন। তিনিও আরও বলেছেন তৃণমূলের লোক দেখলেই বিক্ষোভ করতে পারেন। সিপিআইএম কিংবা বিজেপির লোককে মানুষ বিক্ষোভ দেখাতে পারে না। কারণ, তাঁরা জানে তৃণমূলের লোক কথা শুনবে। এই কারণে তিনি গ্রামবাসীদে আশ্বাস দেন আগামী দু,মাসের মধ্যেই রাস্তা ঠিক করে দেবেন। 

গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ ২০ বছর ধরে গ্রামের রাস্তার হাল খারাপ। বিভিন্ন স্তরে বারংবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। তাই এদিন বিধায়ক আসতেই রাস্তার দাবী জানানো হয়। 

11 months ago
Bomb: ফের পঞ্চয়েত নির্বাচনের আগে উদ্ধার ব্য়াগ ভর্তি তাজা বোমা, চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

পঞ্চয়েত নির্বাচনের (Panchayat elections) আগে একের পর এক জায়গা থেকে উদ্ধার (Rescue) হচ্ছে বোমা (Bomb)। আবারও ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার। বুধবার ঘটনাটি ঘটেছে রানীনগরের পানিপিয়ায়। বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোর রাতে রানীনগরের পানিপিয়ায় গোপন সূত্রে খবর পেয়ে ওই ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করে রানীনগর থানার পুলিস। বোম ডিসপোজাল ইউনিটে খবর দেওয়া হয়েছে পুলিসের তরফে। পুলিস বোমা উদ্ধারের স্থানটিকে ঘিরে রেখেছে। তবে কে বা কারা এই বোমা গুলিকে পাট খেতে রেখে গিয়েছে তা এখনও পর্যন্ত অজানা এলাকাবাসীর। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিস।


11 months ago


Bomb: পঞ্চায়েত নির্বাচনের আগেই ফের উদ্ধার ৫০ টি তাজা বোমা, চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat elections) আগে আবারও উদ্ধার (Rescue) হল বোমা (Bomb)। বীরভূমের (Birbhum) বোলপুরের লোহাগর এলাকায় প্রাইমারি স্কুলের পিছনের মাঠ থেকে আনুমানিক প্রায় ৫০ টি তাজা বোমা উদ্ধার করলো শান্তিনিকেতন থানার পুলিস। বোমা উদ্ধারকাণ্ডকে কেন্দ্র করে চাঞ্চল্য় ছড়িয়েছে গোটা এলাকায়। যার ফলে বোমাতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা।  

জানা গিয়েছে, স্থানীয় সূত্রে খবর পেয়ে বোমা গুলি উদ্ধার করেছে পুলিস। ইতিমধ্যেই বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে বোমা গুলিকে নিষ্ক্রিয় করার জন্য। 

উল্লেখ্য, শান্তিনিকেতন থানার লোহাগর গ্রাম মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে। জানা গিয়েছে, এখানেই বোমায় গুরুতর জখম হয়েছেন দুই তৃণমূল কর্মী। অভিযোগের তীর ছিল কংগ্রেসের দিকে। একের পর এক জায়গা থেকে এইধরনের তাজা বোমা উদ্ধার হচ্ছে। পাশাপাশি অনেক জায়গাতে আবার মনোনয়নপত্র জমা দেওয়া চলাকালীন বোমাবাজিও হয়েছে। যার ফলে আতঙ্ক ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্য়ে। এই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিস প্রশাসন।

11 months ago
Purulia: পঞ্চায়েত নির্বাচনের আগে মাও নামাঙ্কিত পোস্টার উদ্ধার ঘিরে চাঞ্চল্য

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat election) আগে উদ্ধার (Rescue) মাও নামাঙ্কিত পোস্টার (Poster)। জঙ্গলমহলের বিজেপি বিধায়কের নামে এই হুমকি পোস্টার। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার (Purulia) বলরামপুরে ডাভা গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে বলরামপুর থানার পুলিস এসে পোস্টারগুলি উদ্ধার করে নিয়ে যায়। পঞ্চায়েত নির্বাচনের আগে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার ঘিরে আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রামে।

বলরামপুর বিধানসভার বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাতোর নামে এই পোষ্টার গুলি দেখা যায়। পোস্টারে বিধায়ককে দল ছাড়ার হুমকি দেওয়া হয়। একই সঙ্গে তৃণমূলে যোগদান করতেও বলা হয় এবং সাত দিনের সময়সীমা দেওয়া হয়। নাহলে প্রাণে মারার হুমকিও পর্যন্ত দেওয়া হয়েছে এই পোস্টারে। গত পঞ্চায়েত নির্বাচনে এই বলরামপুরে একাধিক বিজেপি কর্মীর রহস্যময় মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছিল উত্তেজনা। এবার ফের পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হতে না হতেই শুরু হয়েছে মাও নামঙ্কিত পোস্টার পড়া। 

এই বিষয় বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাতোর বক্তব্য, এই পোস্টার মাওবাদীদের নয়। এই পোস্টারের পিছনে তৃণমূলের হাত রয়েছে। তাঁকে এবং বিজেপি কর্মীদের ভয় দেখাতে এই পোস্টার ছড়িয়েছে তৃণমূল। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া। তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনে আগে নিজেদের হাইলাইট করতে ও তৃণমূলকে বদনাম করতে তারাই নিজেরাই এই পোস্টার ছড়িয়েছে। এই পুরো ঘটনা পুলিস তদন্ত করে দেখুক। ঘটনায় যারা যুক্ত রয়েছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

11 months ago