Breaking News
BJP: জাতীয় সঙ্গীত 'অবমাননা' মামলায় জোর ধাক্কা রাজ্যের! বিজেপি বিধায়কদের গ্রেফতারে 'না' হাইকোর্টের      Recruitment Scam: ফের তৃণমূলের দুই কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত নথি ও অ্যাডমিট কার্ড!      Congress: স্বাধীনতার পর প্রথম তেলেঙ্গানায় সরকার গঠনের পথে কংগ্রেস      Deganga: গুরুতর অভিযোগ! মিড ডে মিলের চাল লুকিয়ে রাখা হচ্ছে স্কুলের শৌচালয়ে      Sujoykrishna: সুজয়কৃষ্ণের ভয়েস স্যাম্পেল টেস্টে 'ঢিলেমি'! এসএসকেএম-এর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন      Recruitment Scam: এবারে দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত একাধিক নথি!      Jyotipriya: এসএসকেএম-এও নেই স্বস্তি! সিসিটিভি ক্যামেরার নজরাধীন রাখার নির্দেশ আদালতের      CBI: কোথাও বিধায়ক, কাউন্সিলর, কোথাও ব্যবসায়ীর বাড়িতে হানা, রাজ্যজুড়ে ফের সক্রিয় সিবিআই      Mamata Banerjee: 'অনেক বিধায়কের কোটি কোটি টাকা', বিজেপি বিধায়কদের চাঁচাছোলা আক্রমণ মমতার      Amit Shah: লোকসভার আগে বিজেপির শাহী সভা যেন প্রেস্টিজ ফাইট, সভার লাইভ আপডেট     

Outage

Metro: অফিস টাইমে মেট্রো বিভ্রাট কালীঘাট স্টেশনে, সমস্যায় বহু নিত্যযাত্রী

ফের মেট্রো বিভ্রাট। কালীঘাট স্টেশনের কাছে যান্ত্রিক ত্রুটির জেরে রবীন্দ্র সরোবর থেকে যতীন দাস পার্ক পর্যন্ত বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। তার জেরে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। তবে দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলছে স্বাভাবিক ভাবেই।

মেট্রোর তরফে জানানো হয়েছে, কালীঘাট স্টেশনে যান্ত্রিক সমস্যার জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যে পাওয়ার ব্লক করে মেরামতের কাজ চলছে। খুব শীঘ্রই পরিষেবা ফের চালু হবে। এদিকে অফিস টাইমে মেট্রো পরিষেবা বন্ধ হওয়ার ফলে থিকথিকে ভিড় স্টেশনগুলিতে। বাসেও একই অবস্থা তৈরি হয়েছে। অন্যদিকে অন্যদিকে বাইক ট্যাক্সির চাহিদা বাড়ায় অনেকেই বুক করতে পারছেন না।

এর আগে বৃহস্পতিবার গিরীশ পার্ক মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। যদিও সেখানে উপস্থিত নিরাপত্তাকর্মী এবং যাত্রীরা দ্রুত তাঁকে উদ্ধার করেন। সেদিনও ওই ঘটনার জন্য দীর্ঘক্ষণ মেট্রো চলাচলে সমস্যা তৈরি হয়।

3 months ago
Snake: বিদ্যুৎহীন ১৬ হাজার পরিবার, বিদ্যুৎ দফতরে সাপের প্রবেশে এ ঘটনা!

একটি সাপের কারণে বিদ্যুৎ (Electricity) বিভ্রাট (Outage)। যার ফলে ভোগান্তির মুখে পড়লেন শহরের ১৬ হাজার পরিবার। ঘটনাটি ঘটেছে আমেরিকার (America) টেক্সাসে। বিদ্যুৎবিভ্রাট হতেই শোরগোল পড়ে যায় গোটা শহরে। কোথাও কোন ভুল ত্রুটি হয়েছে কিনা তা খুঁজতে থাকেন বিদ্যুৎ দফতরের কর্মীরা। তখন তাঁরা দেখেন, বিভ্রাট হয়েছে পাওয়ার স্টেশনেই। আর কারণ হলো একটি সাপ। 

বিদ্যুৎ দফতরের এক আধিকারিক ম্যাট জানিয়েছেন, বিদ্যুৎ দফতরের আশেপাশে প্রচুর পরিমাণে আগাছা এবং জঙ্গলে ভরে গিয়েছে। ফলে সেখান থেকেই কোনওভাবে একটি সাপ বিদ্যুৎ সরবরাহকারী যন্ত্রে ঢুকে পড়ে। তবে সাপটিকে দেখতে পাওয়ার পরই খবর দেওয়া হয় বন দফতরকে। খবর পেয়ে বন দফতরের কর্মীরা সাপটিকে উদ্ধার করে। এর আগে এমন ঘটনা ঘটেছে।


7 months ago