Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

OUT

ED: শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের নামে লুকআউট নোটিস জারি ইডির, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

এবার শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের নামে লুকআউট সার্কুলার জারি করল ইডি। এর আগে তলব করা হলে, একাধিকবার ইডির তলব এড়িয়ে গিয়েছেন শেখ সিরাজউদ্দিন। প্রায় সাড়ে তিন মাস অতিক্রান্ত, এখনও পর্যন্ত সিরাজউদ্দিনের খোঁজ মেলেনি ইডির। তাই এবার বিমানবন্দর থেকে শুরু করে পোর্ট প্রত্যেকটি জায়গায় লুকআউট সার্কুলার জারি করা হল। 

সূত্রের খবর, শেখ শাহজাহানের দুই আত্মীয়ের সঙ্গে ব্যবসার অংশীদারি ছিলেন শেখ আলমগীর। শেখ আলমগীর এই দুই ব্যক্তির সঙ্গে ট্যাক্স কনসালটেন্টের অফিসে যেতেন এবং একই কম্পিউটার থেকে একসঙ্গে বসে সব টেন্ডারের জন্য আবেদন করতেন। প্রতিটি টেন্ডারের দরদাম এই তিন ব্যক্তি স্থির করতেন। এই টেন্ডারের কোটেশন এমনভাবে করা হত যাতে যে টেন্ডারটা প্রয়োজন সেটাই প্রত্যেকে পায়। তাঁরা টেন্ডারিং পদ্ধতিতে কারসাজি করে সরকারের কাছ থেকে কম টাকায় টেন্ডার পেতেন।

পাশাপাশি, শেখ আলমগীর তাঁর বয়ানে স্বীকার করেছেন, শিবপ্রসাদ হাজরা ৩০ থেকে ৪০ শতাংশ টেন্ডার সংক্রান্ত কাজ তাঁর জন্য করেছিলেন। যা বরাদ্দ করা হয়েছিল M/S SKA Enterprise এর জন্য। এই ধরনের টেন্ডারের জন্য শেখ আলমগীর মোট অর্থের ২৫ শতাংশ নিতেন সরকারের থেকে এবং বাকি ৭৫% অর্থ ট্রান্সফার করতেন শিব প্রসাদ হাজরার (শিবু) নিজের ফার্ম M/S Hazra Enterprises-এ। এই টাকা দেওয়ার জন্য জাল বিল তৈরি করা হত। যেখানে দেখানো হত এই টাকা নির্মাণ সামগ্রী কেনার জন্য প্রয়োজন হয়েছে। অর্থাৎ M/S  SKA Enterprise নির্মাণ সামগ্রী M/S Hazra Enterprise থেকে নিয়েছেন ওই অর্থের বিনিময়ে। সেই সঙ্গে শিবপ্রসাদ হাজরার বয়ান থেকে স্পষ্ট, তিনি এক কোটিরও বেশি অর্থ জাল বিলের পরিবর্তে M/S  SKA Enterprise কে দিয়েছিলেন।

3 weeks ago
Heat wave: হিট ওয়েভ অ্যালার্ট! দক্ষিণে বাড়বে আরও তাপমাত্রা, বইবে লু, সতর্কতা জারি হাওয়া অফিসের

বাড়ির বাইরে বেরোলেই তীব্র গরমে জ্বলে পুড়ে যাচ্ছে গা। ক্রমশ তাপমাত্রা যেন বেড়েই চলছে। সকাল হতেই দেখা মিলছে চাঁদিফাটা রোদ। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কবার্তা। ছয় জেলায় চলবে চরম তাপপ্রবাহ। সেই সঙ্গে বইবে লু। তাই তীব্র তাপপ্রবাহের জেরে লাল সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুুযায়ী, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে চরম তাপপ্রবাহের লাল সতর্কবার্তা জারি থাকবে রবিবার পর্যন্ত। ইতিমধ্য়ে ৪০ ডিগ্রি পেরিয়েছে কলকাতার তাপমাত্রা। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছে। শুষ্ক পশ্চিমী হাওয়ায় গরম বাড়বে পশ্চিমের জেলায়।  আগামীকাল, রবিবার আরও বাড়তে পারে তাপমাত্রা। শনিবার গরম ও অস্বস্তিতে কাটবে সারাদিন। 

শনিবার কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা যেতে পারে ৪২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২২ থেকে ৮৬ শতাংশ।

4 weeks ago
Weather: তীব্র তাপপ্রবাহের মধ্যে দিয়েই চলছে প্রথম দফার ভোট, কবে থেকে বৃষ্টি? জানাল হাওয়া অফিস

আজ থেকে শুরু হয়েছে লোকসভা নির্বাচন। প্রথম দফায় ভোটগ্রহণ চলবে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। যদিও দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে গরমের মাত্রা অপেক্ষাকৃত কম। উত্তরে সামান্য় বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণে নেই কোনও বৃষ্টির পূর্বাভাস। তাই দক্ষিণবঙ্গে আপাতত তীব্র দাবদহ সহ অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। 

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে ক্রমশ তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বাড়বে আরও গরম। আগামী রবিবার পর্যন্ত তীব্র দাবদহে জ্বলবে দক্ষিণবঙ্গ। অন্য়দিকে বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা। ভোটের আবহে উত্তরবঙ্গের জেলাগুলির পরিস্থিতি উত্তপ্ত হলেও, বৃৃৃষ্টিতে সামান্য় স্বস্তি পাবে মানুষ। তবে বৃষ্টিপাত হলেও এখনই গরমের হাত কিন্তু রেহাই পাবে না উত্তরবঙ্গবাসী। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহওয়া দফতর। দার্জিলিং ,কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতে বজবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। 

4 weeks ago


Election: দক্ষিণ কলকাতায় কে কোথায়?

প্রসূন গুপ্তঃ পশ্চিমবঙ্গে বাম জমানাতেও দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র কংগ্রেস বা তৃণমূলকে ঢেলে ভোট দিয়েছে। ১৯৮৪/৮৫ থেকে আজ অবধি এই কেন্দ্রে না সিপিএম না বিজেপি তাদের সাংসদের জেতাতে পারে নি। এর অবিশ্যি অন্য একটা কারণ ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় ১৯৯১ থেকে এখানে টানা সাংসদ। এর মধ্যে ২০০৪-এ বাংলায় তৃণমূল মাত্র একটি আসনই জিতেছিল তা এই দক্ষিণ কলকাতায়। ২০০৯-এ শেষবারের মতো যেতেন মমতা নিজে কিন্তু আর দাঁড়ান নি কেননা এরপরেই রাজ্যে পরিবর্তন এবং তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে উপনির্বাচনে এই কেন্দ্রে জেতেন সুব্রত বক্সী। ২০১৪-তেও বক্সী জিতেছিলেন। ২০১৯-এ ভরা বিজেপি হাওয়াতেও এই কেন্দ্রে জিতে আসেন তৃণমূলের মালা রায়। দক্ষিণ কলকাতাকে তৃণমূলের গড় বলা হয়ে থাকে।

এবারে এই কেন্দ্রে মূল তিন প্রার্থী। তৃণমূলের মালা রায়, সিপিএমের সায়েরা শাহ হালিম এবং বিজেপির প্রাক্তন রায়গঞ্জের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। দেবশ্রী কলকাতার কাছেই থাকেন, আরএসএসের ঘনিষ্ঠ এবং বিজেপির দীর্ঘদিনের প্রচারক। মোদী সরকারের মন্ত্রী থাকলেও একসময় তাঁর মন্ত্রীত্ব চলে যায়। তিনি রায়গঞ্জেও নিয়মিত ছিলেন না। এবারে তাঁর টিকিট পাওয়া এক প্রকার অসম্ভব ছিল কিন্তু শোনা যায় সংঘ পরিবারের চাপেই নাকি দক্ষিণ কলকাতার টিকিট পান তিনি কিন্তু বড্ডো কঠিন জমিতে লড়াই তাঁর।

অন্যদিকে সায়েরা কিন্তু প্রাক্তন বাম স্পিকার আব্দুল হালিমের পুত্রবধূ এবং অভিনেতা নাসিরুদ্দিন শাহের ভাইঝি। বালিগঞ্জ কেন্দ্রে সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পরে উপনির্বাচনে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে দাঁড়িয়ে বেশ ভালো লড়াই দিয়েছিলেন কাজেই এবারেও তাঁর উপর ভরসা রেখেছে সিপিএম। এই লোকসভা কেন্দ্রে প্রায় ৩৬ শতাংশ সংখ্যালঘু ভোট, সেখানেই ভরসা বামেদের। তা যাই হোক না কেন এই অঞ্চলে এক ডজন তৃণমূলের বড় নেতাদের বসবাস এবং সংগঠন। বাংলার সবথেকে সেফ সিটে তৃণমূলকে হারানো ভয়ঙ্কর কঠিন কাজ।

a month ago
Train: শিয়ালদহ শাখায় বাতিল প্রায় দেড়শ লোকাল ট্রেন, চরম ভোগান্তিতে নিত্য়যাত্রীরা

সপ্তাহের শেষ দিনে চরম রেল বিভ্রাট। শনিবার সকাল থেকেই ব্য়হত শিয়ালদহ-বনগাঁ লোকাল ট্রেন। এছাড়াও বাতিল হয়েছে শিয়ালদহ-বনগাঁ শাখায় একাধিক ট্রেন। এর ফলে স্টেশন গুলোতে পর পর দাঁড়িয়ে রয়েছে ট্রেন। রেল বিভ্রাটে চরম হয়রানিতে পড়তে হচ্ছে নিত্য় যাত্রীদের।

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, আধুনিক সিগন্যালিং ব্যবস্থার জন্য দমদম জংশনে ৫২ ঘণ্টার নন ইন্টারলকিং কাজের প্রয়োজন। সেই কারণে আজ, শনিবার রাত বারোটা থেকে এই কাজ শুরু হবে। এরফলে এদিন ও রবিবার প্রায় ১৪৩ টি লোকাল ট্রেল বাতিল করা হয়েছে। সোমবার ভোর ৪ টের পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। বেশকিছু ট্রেনের সময়সূচী পরিবর্তন ও বেশ কিছু ট্রেনকে ঘুর পথে চালানো হবে এমনটাই জানা গিয়েছে।

উল্লেখ্য়, যে ট্রেনগুলি বাতিল হয়নি সেগুলিও দেড়িতে চলায় এবং যাত্রাপথ সংক্ষিপ্ত হয়ে যাওয়ায় চরম হয়রানির শিকার হতে হচ্ছে নিত্যযাত্রী সহ সাধারণ মানুষকে। এরই মধ্যে শনিবার রাজ্য সরকারের খাদ্য দফতরের চাকরির পরীক্ষা ছিল। ফলে সমস্যার সম্মুখীন হয়েছেন পরীক্ষার্থীরাও।

2 months ago


Death: ভিনরাজ্য়ে কাজে গিয়ে ফের বাংলার শ্রমিকের মৃত্য়ু, আহত ৩

আবারও ভিনরাজ্য়ে কাজ করতে গিয়ে মৃত্য়ু হল এক পরিযায়ী শ্রমিকের। আহত আরও তিনজন। জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম কুতুবউদ্দিন শেখ। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত চক এনায়েত নগরের বাসিন্দা তিনি।  

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতমাসে ২৮ ফেব্রুয়ারি জলপাইগুড়িতে কাজে যান চারজন শ্রমিক। যাঁরা হলেন কুতুবউদ্দিন শেখ, সিরাজ শেখ, ফুরকান শেখ, ইনসান শেখ। গতকাল অর্থাৎ শনিবার তাঁদের বাড়িতে খবর আসে যে, অ্যামোনিয়া গ্যাসের পাইপ লিক করে মৃত্য়ু হয়েছে কুতুবউদ্দিন শেখের। আর গুরুতরভাবে আহত হয়েছে সিরাজ শেখ, ফুরকান শেখ ও ইনসাফ শেখ। 

স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, মৃত কুতুবউদ্দিন ছিলেন তাঁর বাড়ির একমাত্র ভরসা। তাঁর উপার্জনের মাধ্য়মেই চলত গোটা সংসার। এক ছেলে ও এক মেয়ে, স্ত্রীকে নিয়ে সংসার তাঁর। হঠাৎ মৃত্যুতে ভেঙে পড়েছে তাঁর পরিবারসহ গোটা এলাকার মানুষজন। 

কুতুবউদ্দিন শেখের আত্মীয়-স্বজনদের বক্তব্য, এই রাজ্যে বা এই জেলায় যদি কাজ থাকত তাহলে ভিনরাজ্যে কাজে গিয়ে এইভাবে মৃত্যু হত না। কাজ নেই তাই পেটের টানে ভিনরাজ্যে ছুটতে হয় এই এলাকার মানুষজনদেরকে। পরিবারের লোকজন থেকে শুরু করে একটাই দাবি প্রশাসনের সাহায্যের।

2 months ago
Metro: হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটের মেট্রোর উদ্বোধন মোদীর, এবার গঙ্গার তলা দিয়ে ছুটবে মেট্রো

কলকাতার মেট্রোর মুকুটে নয়া পালক। দেশের প্রধামমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে অবশেষে উদ্বোধন হল হাওড়া-ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো রুট। এই রুটের মধ্যেই রয়েছে গঙ্গার তলা দিয়ে মেট্রো রেলের অংশ। গঙ্গার তলা দিয়ে এসপ্ল্যানেড এসে পৌঁছবে এই মেট্রো রুট। দেশে এই প্রথম জলের তলা দিয়ে ছুটবে মেট্রো। এদিন সকালে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে নয়া রুটের মেট্রোর উদ্বোধন করেন তিনি। এরপরই প্রায় ৫০০ স্কুল পড়ুয়াকে সঙ্গে নিয়ে গঙ্গার নিচ দিয়ে মেট্রো সফরে মোদী।

উল্লেখ্য, দেশের গভীরতম রেল স্টেশন হাওড়া-মেট্রো স্টেশন। প্রায় ১১৪ ফুট মাটির তলায় রয়েছে এই স্টেশন। যার মাধ্যমে ৮ মিনিটে হাওড়া থেকে ধর্মতলা এবং ১১ মিনিটে হাওড়া থেকে শিয়ালদহ পৌঁছে যাওয়া যাবে এমনটাই মেট্রো রেল সূত্রে খবর। সাধারণ নাগরিকদের জন্য আরও সহজ হবে যাতায়াত। প্রধানমন্ত্রীর হাতে বুধবার এই মেট্রো রুটের উদ্বোধন হলেও সাধারণের জন্য দ্রুত পরিষেবা চালু করতে চায় মেট্রো রেল, এমনটাই মেট্রো রেল সূত্রে খবর।

দেশের গভীরতম রেল স্টেশন হতে চলেছে হাওড়া মেট্রো স্টেশন। প্রায় ১১৪ ফুট মাটির তলায় স্টেশন। যার মাধ্যমে ৮ মিনিটে হাওড়া থেকে ধর্মতলা এবং ১১ মিনিটে হাওড়া থেকে শিয়ালদহ পৌঁছে যাওয়া যাবে এমনটাই মেট্রো রেল সূত্রে খবর।

হাওড়া মেট্রো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাওড়া মেট্রো উদ্বোধনের পর যাত্রী পরিষেবা শুরু হবে হোক শীঘ্রই এমনটাই কিন্তু মেট্রোরেল সূত্রে জানা গিয়েছে। তবে এই মেট্রো পরিষেবা যাত্রীদের একটা আলাদা মাত্রায় তুলে ধরবে বলেই আশা মেট্রো রেল কর্তৃপক্ষের।

মেট্রোরেল সূত্রে খবর, একই টিকিটে বা একই স্মার্টকার্ডে উত্তর-দক্ষিণ এবং পূর্ব-পশ্চিম মেট্রোতে পরিষেবা পাওয়ার পাশাপাশি যাতায়াত করা যাবে।

টিকিটের মূল্য-

হাওড়া থেকে হাওড়া ময়দান-৫ টাকা

হাওড়া থেকে মহাকরণ, এসপ্ল্যানেড পৌঁছে যাওয়া যাবে ১০ টাকায়

হাওড়া থেকে সেন্ট্রাল, চাঁদনি চক, পার্কস্ট্রিট এবং ময়দানের ভাড়া ১৫ টাকা

হাওড়া থেকে শোভাবাজার-সুতানটি, গিরিশ পার্ক এবং মহাত্মা গান্ধী রোডের ভাড়া ২০ টাকা হাওড়া থেকে রবীন্দ্র সদন, নেতাজি ভবন এবং যতীন দাস পার্কের ২০ টাকা

হাওড়া থেকে দমদম, বেলগাছিয়া এবং শ্যামবাজারের ভাড়া ২৫ টাকা

আপাতত এই ভাড়াই নির্ধারণ করা হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে। গ্রিন লাইনের এই মেট্রো রুটে জলের ৩২ মিটার নীচ দিয়ে গন্তব্যে পৌঁছবেন যাত্রীরা।

2 months ago
Dead: হাসপাতালের কোয়ার্টারে উদ্ধার চিকিৎসকের ঝুলন্ত মৃতদেহ, তদন্তে পুলিস

হাসপাতালের কোয়ার্টার থেকে উদ্ধার হল এক চিকিৎসকের ঝুলন্ত মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছে ডায়মন্ড হারবার মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে। পুলিস জানিয়েছে, মৃত ব্য়ক্তির নাম কল্যাণাশিস ঘোষ (৪৫)। হুগলির কোন্নগরের বাসিন্দা। 

জানা গিয়েছে, গতকাল অর্থাৎ রবিবার গভীর রাতে হাসপাতালের কোয়ার্টারের ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ওই চিকিৎসকের মৃতদেহ। এরপর মৃতদেহটি উদ্ধার করে মেডিক্য়াল কলেজ ও  হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। সূত্রের খবর, গত ছ'বছর আগে ডায়মন্ড হারবার মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে মেডিসিনের চিকিৎসক হিসেবে যোগ দিয়েছিলেন কল্যাণাশিস নামের ওই ব্য়ক্তি। বর্তমানে তিনি এম আর বাঙুর হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন। করোনার সময়কাল থেকে বিশেষ দায়িত্ব ছিল মেডিসিন বিশেষজ্ঞ ওই চিকিৎসকের। 

পারিবারিক কারণে মানসিক অবসাদের জেরে ওই চিকিৎসক আত্মঘাতী হয়েছেন বলে পুলিসের প্রাথমিক অনুমান। ইতিমধ্য়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিস। খবর দেওয়া হয়েছে মৃত ওই চিকিৎসকের পরিবারের কাছেও। আজ, সোমবার মৃত চিকিৎসকের দেহ ময়নাতদন্ত হবে।

2 months ago


CEO: লোকসভা নির্বাচন প্রসঙ্গে দুই ২৪ পরগনাকে নিয়ে বৈঠকে নির্বাচন কমিশন

লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। রাজনৈতিক দলগুলি প্রচারও শুরু করে দিচ্ছে। ভোটের দিনক্ষণ কবে, তা স্পষ্ট না হলেও হাতে আর খুব বেশি সময় নেই। তার আগে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা নিয়ে ফের বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। বুধবার CEO দফতরে এই বৈঠক হওয়ার কথা আছে। দুই ২৪ পরগনার জেলাশাসক, জেলা নির্বাচন অফিসার, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের সঙ্গে থাকবেন উত্তর ও দক্ষিণ কলকাতার দুই জেলা নির্বাচন অফিসাররাও। থাকতে পারেন পুলিশের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরাও।

এই বৈঠকের আগে আয়কর, ইডি-সহ একাধিক এজেন্সির সঙ্গেও ভোট সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করবেন রাজ্যের নির্বাচন মুখ্য আধিকারিক ও কমিশনের শীর্ষ আধিকারিকরা। এজেন্সির বৈঠকের পরই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েও বৈঠক হওয়ার কথা রয়েছে।

আগামী ৩ মার্চ রাজ্যে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চ আসার কথা। সেই বৈঠকে সন্দেশখালি-সহ রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গও উঠে আসবে বলে মনে করা হচ্ছে। তার আগে কলকাতা ও পাশ্ববর্তী জেলাগুলির বৈঠকের অন্য তাৎপর্য আছে বলে মত নির্বাচনী বিশেষজ্ঞদের। এদিকে ১ মার্চ রাজ্যে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে রাজ্যে। ৭ মার্চ আরও ৫০ কম্পানি বাহিনী মোতায়েন করা হবে। রাজ্যে এসেই এরিয়া ডমিনেশ শুরু করে দেবে কেন্দ্রীয় বাহিনী।

3 months ago
Ashokanagar: ঘরে ঢুকে শুটঅউট! পরপর তিন রাউন্ড গুলি করে খুন তৃণমূলের উপপ্রধানকে

গুলিবিদ্ধ হয়ে মৃত্য়ু হল এক তৃণমূল নেতার। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে অশোকনগরের গুমা-১ নম্বর পঞ্চায়েতের স্টেশন সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, নিহতের নাম বিজন দাস। গুমা-১ নম্বর পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান ছিলেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে ব্য়াপক চাঞ্চল্য় ছড়িয়েছে এলাকায়। 

জানা গিয়েছে, গতকাল অর্থাৎ রবিবার এলাকার একটি নামকীর্তন অনুষ্ঠানে গিয়েছিলেন বিজন দাস। সেখান থেকে ফিরে এসে নিজের বাড়ির ঘরে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। ঠিক সেই সময় এক দুষ্কৃতী ঘরের ভিতরে ঢুকে উপপ্রধানকে লক্ষ্য় করে পরপর তিন রাউন্ড গুলি চালায়। গুলির শব্দ শুনে স্থানীরা ছুটে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই তৃণমূল নেতা। ততক্ষণে ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত। তারপর আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি তাঁকে বারাসত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান। 

অভিযোগ, স্থানীয় এক যুবক গৌতম দাস-এর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, পুরনো শত্রুতার জেরেই গুলি করা হয়েছে উপপ্রধানকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় অশোকনগর এবং হাবরা থানার বিশাল পুলিস বাহিনী। ইতিমধ্য়ে কয়েকজন আটক করেছে পুলিস। এছাড়াও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। 

3 months ago


CBSE: সিলেবাসের বাইরের প্রশ্নে কী করণীয়? সুস্পষ্ট নির্দেশিকা CBSE-র

১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে CBSE বোর্ডের পরীক্ষা। আর সেই দিনই নির্দেশিকা দিয়ে পরীক্ষার্থীদের পাশে থাকার বার্তা দিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। বোর্ড পরীক্ষায় সিলেবাসের বাইরের প্রশ্ন এলে কী করণীয়? প্রশ্নপত্র ভুল থাকলে কোথায় জানাবে পড়ুয়ারা? দশম ও দ্বাদশের বোর্ড পরীক্ষার মধ্যেই এই নিয়ে সুস্পষ্ট নির্দেশিকা জারি করল CBSE।

এই ধরনের পরিস্থিতিতে সবার আগে বিষয়টি পরিদর্শকের নজরে আনতে বলেছে কেন্দ্রীয় বোর্ড। পাশাপাশি, পরিদর্শকদেরও বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে। এই ধরনের পরিস্থিতি তৈরি হলে ইন্সট্রাকটারদের রিভিউ রিপোর্ট-সহ প্রশ্নপত্র কেন্দ্রীয় বোর্ডে পাঠাতে হবে। পরীক্ষার দিনেই এই রিভিউ রিপোর্টটি তৈরি করতে হবে তাঁদের। পরীক্ষার শেষের পরে এই রিপোর্ট পাঠালে তা গ্রহণ করবে না কেন্দ্রীয় বোর্ড।

প্রসঙ্গত, ওই রিপোর্টে প্রশ্নপত্রে কী ধরনের ভুল রয়েছে, তা বিস্তারিতভাবে উল্লেখ করতে হবে। কেন কোনও প্রশ্নকে পাঠ্যসূচির বাইরে বলে মনে হচ্ছে, তার ব্যাখ্যা দেবেন ইন্সট্রাকটার। রিপোর্ট বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে CBSE। এই নির্দেশিকার ফলে পরীক্ষার্থীদের মনবল বাড়বে বলেই মনে করছে শিক্ষা মহল।

3 months ago
Maldah: মালদহে শুটআউট! দুষ্কৃতীদের গুলিতে মৃত ব্য়বসায়ী, আহত ১

মালদহে ফের শুটআউট। গুলিবিদ্ধ হয়ে মৃত্য়ু হল এক ব্য়বসায়ীর। ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বর্তমানে আহত ব্য়ক্তি মালদহ মেডিক্য়াল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদহের গাজোল থানার রশিদপুর এলাকায়। 

পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত ব্য়বসায়ীর নাম চিন্ময়ী বারুই। অন্যদিকে ঘটনায় আহত আরও এক যুবকের নাম প্রসেনজিৎ মোদি। তাঁদের বাড়ি গাজোল থানার হরিদাস এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মদের দোকানের সঙ্গে যুক্ত ছিল এই দুই যুবক। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার  রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয় ওই দুজন। চিন্ময়ী বারুই-এর পিঠে গিয়ে লাগে সেই গুলি। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে। তারপর সেথানের কর্মারত চিকিৎসকারা তাঁকে মৃত বলে দাবি করেন।

পুলিসের অনুমান, মদের দোকানে আসা কোনও বচসার জেরেই এই ঘটনা ঘটেছে। যদিও গোটা ঘটনার তদন্তে নেমেছে গাজোল থানার পুলিস। একের পর এক গুলি চলার ঘটনায় পুলিসের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও এই ঘটনাকে ঘিরে ব্য়াপক চাঞ্চল্য ছড়িয়েছে।

3 months ago
Weather: উত্তরে তুষারপাত, দক্ষিণে বৃষ্টি! জানুন ভিজবে কোন কোন জেলা...

সকাল থেকেই মেঘলা আকাশ সঙ্গে কুয়াশার দাপট। বেলায় কুয়াশা কেটে গেলেও মিলছে না রোদের দেখা। অন্য়দিকে মেঘ কাটতে না কাটতেই পারদ নেমেছে পশ্চিমের জেলাগুলিতে। কনকনে শীত বাঁকুড়া, পুরুলিয়াতে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার দক্ষিণবঙ্গের সাত জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। হালকা বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এছাড়াও বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া জেলার কিছু অংশে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার মেঘে ঢাকা থাকবে উত্তর ও দক্ষিণ বঙ্গ সহ কলকাতার আকাশ। আগামী ২৪ ঘণ্টা আবহাওয়ার বিশেষ কোনও হেরফেরের সম্ভাবনা নেই। তবে সোমবার থেকে পরিস্থিতির বদল ঘটতে পারে। দেখা মিলতে পারে ঝলমলে রোদের। মঙ্গলবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ২৪ ও ২৫ শে জানুয়ারি বৃষ্টি একটু বাড়তে পারে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম।

উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই থাকবে ঘন কুয়াশার দাপট। এছাড়াও একাধিক জেলায় চলছে তীব্র শৈত প্রবাহ। বিরাজ করছে ব্যাপক ঠান্ডা।  দার্জিলিংয়ের উপরিভাগে এবং সিকিমে রয়েছে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস। সব জেলাতেই কুয়াশার দাপট থাকলেও বেশি কুয়াশা হবে মালদহ এবং দিনাজপুরে। 

4 months ago


TMC: বহরমপুরে শুটআউট, নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হয়ে মৃত্য়ু প্রবীণ তৃণমূল নেতার

ফের রাজ্য়ে শুটআউট। মুর্শিদাবাদের বহরমপুরের চালতিয়া এলাকায় নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হয়ে মৃত্য়ু তৃণমূলের প্রবীণ নেতা সত্যেন চৌধুরীর। সূত্রের খবর, রবিবার বেলা দুটো নাগাদ ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

জানা গিয়েছে, ঘটনার সময় নিজের নির্মীয়মান ফ্ল্যাটের নিচে বসে ছিলেন তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক সত্যেন চৌধুরী। সেই সময় আচমকা তিন দুষ্কৃতী বাইকে করে এসে পর পর তিন রাউন্ড গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সত্যেন চৌধুরী। আততায়ীদের চিনতে পারার আগেই ঘটে যায় দুর্ঘটনা। বুকে ও মাথয় তিনটি গুলি লাগে বলে সূত্রের খবর। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন।

তবে কে বা কারা? গুলি চালিয়েছে তার এখনও পর্যন্ত কোন হদিশ পাওয়া যায়নি। তবে ইতিমধ্য়ে পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করছে। 

4 months ago
Shoot Out: ভর দুপুরে কামারহাটিতে শ্যুট আউট! তৃণমূলকর্মীকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ

ভর দুপুরে কামারহাটিতে শ্যুট আউট। গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। আজ অর্থাৎ বৃহস্পতিবার ভর দুপুরে কামারহাটি থানার ঢিল ছোড়া দূরত্বে তৃণমূল কর্মী সামসাদ আলি ওরফে কাল্লুকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ। সূত্রের খবর, তাঁর হাতে ও পায়ে গুলি লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় কাল্লুকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এভাবে জনবহুল এলাকায় গুলি চলায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ কামারহাটি থানার কাছেই তৃণমূল কর্মী সামসাদ আলি ওরফে কাল্লুকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। দুটি বাইক করে ছ'জন এসে চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালায়। যার মধ্যে দুটি গুলি তৃণমূল কর্মীর হাতে ও পায়ে লাগে। তাঁকে প্রথমে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীকালে অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতা এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর স্ত্রীর দাবি, হঠাৎই পটকা ফাটার মতো আওয়াজ শুনতে পান তিনি। প্রথমে তিনি কিছু বুঝতে পারেননি। পরে তিনি দেখেন তাঁর স্বামী গুলিবিদ্ধ। স্থানীয় সূত্রের খবর, এদিন দুটি বাইকে করে ছয় জন আসে। এরপরে একজন গুলি ছুড়তে থাকে। তারমধ্যে দুটি গুলি তৃণমূল কর্মী কাল্লুর হাতে ও পায়ে লাগে। গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর দাবি, আফসানা খাতুন তাঁর উপরে গুলি চালিয়েছে। ১ জানুয়ারি এক গন্ডগোলের কারণেই তাঁর এই পরিণতি বলে দাবি কাল্লুর।

4 months ago