Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

MithunChakraborty

Mithun: 'অন্তত ২১ জন তৃণমূল বিধায়ক আমার সঙ্গে যোগাযোগ করেছে', বিস্ফোরক মিঠুন চক্রবর্তী

দুর্গাপুজোর দিন সাতেক আগে বিজেপির (BJP) সাংগঠনিক বৈঠকে যোগ দিতে কলকাতায় মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। শনিবার তিনি বিজেপির হেস্টিংস অফিসে রুদ্ধদ্বার বৈঠক করেন। এরপর বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumder) পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেন টলিউডের মহাগুরু। তিনি দাবি করেন, 'আগেও বলেছি এখনও বলছি অন্তত ২১ জন তৃণমূল বিধায়ক আমার সঙ্গে যোগাযোগ করেছেন। সংখ্যাটা ২১-র কম নয় এটা বলতে পারি।'

এদিন তিনি দুর্নীতিবিদ্ধ তৃণমূল নেতাদের বিরুদ্ধেও সরব হয়েছিলেন। সম্প্রতি এক সভায় মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, তিনি বিশ্বাস করেন কেন্দ্রীয় সংস্থা ইডি-সিবিআইয়ের অতি সক্রিয়তায় প্রধানমন্ত্রীর সমর্থন নেই। শনিবার হেস্টিংস অফিসে বসে মিঠুন জানান, মুখ্যমন্ত্রী ঠিক কথা বলেছেন। প্রধানমন্ত্রীর হাত নেই কারণ কোর্ট নির্দেশে তদন্ত হচ্ছে। বঙ্গ বিজেপির হাত নেই কারণ কোর্টকে গিয়ে ওরা বলেনি তদন্তের কথা। যদিও আপনার বিরুদ্ধে কোনও তথ্য-প্রমাণ না থাকে, তাহলে আপিনি নিশ্চিন্তে ঠাণ্ডা ঘরে ঘুমোন। এদিন এই বার্তাই তৃণমূলের নেতাদের দিয়েছেন মিঠুন চক্রবর্তী। 

যদিও মিঠুনের এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'উনি দক্ষ অভিনেতা। বিজেপির স্ক্রিপ্ট পড়ে বলছেন। উনি ঘুম থেকে উঠে আয়নায় নিজের মুখ দেখেন। তাই সবাইকে দলবদলু মনে হয়, পৃথিবীকে সুবিধাবাদী মনে হয়। উনি আসলে জলঢোরা।' তাঁর কটাক্ষ, 'মিঠুন চক্রবর্তী বারবার রাজনীতিতে ভেসে থাকার চেষ্টা করছেন। উনি সুবিধাবাদী রাজনীতিবিদ, বিশ্বাসঘাতক। মমতা বন্দ্যোপাধ্যায় ওকে ডেকে সাংসদ করছেন। তখন বলছেন মমতা দিদি আমার বোন আর এখন পিঠে ছুড়ি মারছেন। এটা বাংলার কোনও ভাই, কোনও বোন বরদাস্ত করবে না।'

2 years ago