Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

MinorGirl

Siliguri: টিউশনি পড়ানোর নামে নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থা্র চেষ্টা, গ্রেফাতর শিক্ষক

নাবালিকা স্কুল ছাত্রীকে যৌন নিগ্রহের চেষ্টার অভিযোগ। ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হতেই অভিযুক্ত স্কুল শিক্ষককে গ্রেফতার করল শিলিগুড়ি মহিলা থানার পুলিস। শুক্রবার ধৃতকে আদালতে পেশ করা হয়। অন্যদিকে, এই ঘটনায় অভিযুক্ত ওই শিক্ষকের কঠোর শাস্তির দাবি তুলে তার চাকরি থেকে বরখাস্ত করার আর্জি জানিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে দেখা করলেন এবিভিপির সদস্যরা। 

অভিযোগ, মহম্মদ আলম নামে ওই স্কুল শিক্ষক টিউশনি পড়ানোর নামে এক স্কুল ছাত্রীকে ডেকে যৌন হেনস্তার চেষ্টা করে। ঘটনাটি ঘটেছে চলতি বছরের ৩ রা জানুয়ারি। বেশ কিছুদিন বিষয়টি ধামাচাপা থাকলেও সম্প্রতি তা প্রকাশ্যে আসে। এরপরই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অন্যদিকে, অভিযুক্ত ওই শিক্ষক অসুস্থতার কারণ দেখিয়ে শিলিগুড়ি শহরের সেবক রোড এলাকার একটি নার্সিংহোমে ভর্তি হন। সেখানেই চিকিৎসাধীন থাকা অবস্থায় পুলিস তাকে গ্রেফতার করে। 

শুক্রবার নার্সিংহোমের তরফে অভিযুক্ত ওই শিক্ষককে ছেড়ে দেওয়া হলে তৎক্ষনাৎ তাকে আদালতে পেশ করা হয়। এরপর এদিন জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয় এবিভিপির তরফে। তাদের দাবি অবিলম্বে ওই শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করতে হবে।

3 months ago
Maldah: নিখোঁজের দু'দিন পর উদ্ধার নাবালিকা ছাত্রীর মুণ্ডহীন মৃতদেহ, পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের

দু'দিন নিখোঁজ থাকার পর উদ্ধার নাবালিকা ছাত্রীর মুন্ডুহীন মৃতদেহ। মৃতদেহটি উদ্ধার হয়েছে মালদহের ইংরেজ বাজারের এলাকা থেকে। উল্লেখ্য, বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্য়ায় মালদহ সফরে গিয়েছিলেন। তার আগের দিন ইংরেজ বাজারের উত্তর বালুচর এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় পঞ্চম শ্রেণীর এক নাবালিকা ছাত্রী। ব্যবসায়ীর নাবালিকা কন্যা খুনের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের শাস্তির দাবিতে মালদহ শহরের পোস্ট অফিস মোড় ও রথবাড়ি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে।

জানা গিয়েছে, নিখোঁজ নাবালিকা একটি বেসরকারি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী। বাড়ি মালদহের ইংরেজবাজারের উত্তর বালুচরে। ব্য়বসায়ী এই বিষয়ে জানিয়েছেন, সোমবার বিকেলে বাড়ির সামনেই খেলাধুলো করছিল তাঁর নাবালিকা মেয়ে। কিছুক্ষণ পর বাড়ির সামনে থেকে আচমকাই উধাও হয়ে যায় ওই নাবালিকা। এরপর বাড়ির সবাই উত্তেজিত হয়ে খোঁজাখুজি শুরু করে। কিন্তু অনেক খোঁজাখুজির পরে অবশেষে উদ্ধার হয় ওই নাবালিকার মৃতদেহ। 

পুলিস সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় ওই নাবালিকার এক আত্মীয়কে পুলিস গ্রেফতার করেছে। পারিবারিক বিবাদের জেরে এই খুন বলে পুলিসের অনুমান। বাড়ির সামনে থেকেই ওই নাবলিকাকে অপহরণ করা হয়। তারপর মালদহ শহর থেকে কিছুটা দূরত্বে আম বাজার এলাকার থেকে ওই নাবালিকার মৃতদেহটি উদ্ধার হয়। 

3 months ago
Siliguri: হোমের শৌচাগার থেকে উদ্ধার নাবালিকার ঝুলন্ত দেহ, প্রশ্নের মুখে শিলিগুড়ি হোম

শিলিগুড়ির হোমে এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যু। বুধবার ভোরে হোমের শৌচাগার থেকে উদ্ধার হয় নাবালিকার ঝুলন্ত মৃতদেহ। মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। হোমের বিরুদ্ধে উঠেছে গাফিলতির অভিযোগ। পাশাপাশি মহিলাদের সুরক্ষা নিয়ে হোমের নিরাপত্তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। ঘটনস্থলে পুলিস গিয়ে নাবালিকার মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য় শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠিয়ে গোটা ঘটনার তদন্তে নেমেছে। 

পুলিস সূত্রে জানা গিয়েছে, গত আগস্ট মাসে নকশালবাড়ির বাসিন্দা ওই নাবালিকা যৌন নিগ্রহের শিকার হয় বলে অভিযোগ। তারপর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিলে ওই নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে জেল হেফাজতে আনা হয়। আর নির্যাতিতার নিরাপত্তার জন্য় তাকে রাখা হয় শিলিগুড়ির ওই হোমে। নির্যাতিতার পরিবার সূত্রে খবর, নাবালিকার ব্যবহারে অস্বাভাবিক কিছু ছিল না। নিয়মিত বাড়ির সঙ্গে যোগাযোগ ছিল তার। দিন কয়েকের মধ্যেই বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু বাড়ি ফেরার আগেই ঘটে গেল চাঞ্চল্য়কর ঘটনা। 

পরিবারের অভিযোগ হোমের গাফিলতিতে এই মৃত্যু হয়েছে।‌ যার জেরে মেয়ের অস্বাভাবিক মৃত্যু নিয়ে হোমের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে নির্যাতিতার পরিবার। আত্মহত্য়া নাকি এর পিছনে রয়েছে অন্য় কোনো কারণ তা খতিয়ে দেখছে শিলিগুড়ি থানার পুলিস।


4 months ago


Murshidabad: বিয়ের প্রস্তাব দিয়ে নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ, আত্মঘাতী নির্যাতিতা

বাড়ি থেকে জোরপূর্বকভাবে নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে রাতভোর যৌন নির্যাতনের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ঘটনার জেরে গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মঘাতী অষ্টম শ্রেণীর ওই ছাত্রী। অভিযোগ, নাবালিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে বাড়ির থেকে জোর করে তুলে নিয়ে যায়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কান্দি থানা এলাকায়। জানা গিয়েছে, অভিযুক্ত ওই যুবক খড়গ্রাম থানার বাসিন্দা। 

নাবালিকার পরিবারের অভিযোগ, শুক্রবার বিয়ের প্রস্তাব দিয়ে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে নাবালিকাকে নিজের বাড়িতে রাখে অভিযুক্ত ওই যুবক। তারপর সেখানেই রাতভোর যৌন নির্যাতন করা হয় এবং শনিবার ভোরবেলায় নাবালিকাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। তারপর সেখান থেকে নির্যাতিতা নাবালিক তার নিজের বাড়িতে যান এবং সম্মানহানির কারণে গায়ে আগুন দেয় বলে অভিযোগ নাবালিকার পরিবারের। এরপর স্থানীরা আশঙ্কাজনক অবস্থায় নাবালিকাকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানান।

নৃশংস এই ঘটনার জেরে অভিযুক্ত ওই যুবক সহ মোট তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিস। ঘটনার জেরে মৃতার পরিবার সহ প্রতিবেশীরাও ক্ষোভে ফুঁসছে।  

5 months ago
Rajasthan: প্রেমিকের সঙ্গে দেখা করতে পাকিস্তানে পাড়ি দেওয়ার চেষ্টা কিশোরীর! তারপর যা হল...

সীমা, অঞ্জুর পর এবারে এক ভারতীয় কিশোরী (Minor Girl) ভালোবাসার টানে পাড়ি দিচ্ছিলেন পাকিস্তান (Pakistan)। প্রকাশ্যে এসেছে, সেও নাকি তার প্রেমিকের সঙ্গে দেখা করতে দেশের সীমানা পেরিয়ে পাকিস্তানে (Pakistan) যাচ্ছিলেন, তবে শেষপর্যন্ত যেতে পারেনি সে। কিন্তু পরে তাকে জেরা করতে গিয়ে আরও এক তথ্য বেরিয়ে আসে, যা শুনে হতবাক পুলিস আধিকারিকরা। সূত্রের খবর, রাজস্থানের (Rajasthan) সিকর জেলার এক কিশোরী জয়পুরের বিমানবন্দরে যায় ও সেখানকার টিকিট কাউন্টারে গিয়ে পাকিস্তানের টিকিট কাটতে গিয়েছিলেন। কিন্তু তার কাছে ভিসা ও পাসপোর্ট না থাকায় তাকে পুলিসের কাছে তুলে দেওয়া হয়।

সূত্রের খবর, বাড়ি থেকে পালিয়ে পাকিস্তানে যাচ্ছিল কিশোরী। কিন্তু তার কাছে পাসপোর্ট ও ভিসা না থাকায় তাকে টিকিটই দেওয়া হয়নি। প্রথমে তাকে জয়পুর বিমানবন্দর কর্তৃপক্ষ আটক করে ও পরে তাকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়। এরপর তার বাবা-মাকেও ডেকে পাঠানো হয়। তার বাবা-মা-এর সামনেই পাকিস্তান যাওয়ার কারণ জিজ্ঞাসা করা হলে সে জানায়, সবার দৃষ্টি করতেই সে এমন করেছে। যদিও এই কথা মানতে রাজি নয় পুলিস। ফলে এই কিশোরীর পাকিস্তান যাওয়ার নেপথ্যে কী কারণ, তা তদন্ত চালাচ্ছে পুলিস।

পুলিস সূত্রে খবর, রাজস্থানের সেই কিশোরী বিমানবন্দর থেকে টিকিট নেওয়ার জন্য মিথ্যা গল্পও বানিয়েছিল। বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে জানায়, তিন বছর আগে ইসলামাবাদ থেকে ভারতে এসেছিল সে। কাকিমার সঙ্গে থাকে সে। কিন্তু কাকিমার সঙ্গে এখন আর থাকতে না পারায় সে এখন পাকিস্তানে ফিরে যেতে চায়। বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা কিশোরীর কথা শুনে স্তম্ভিত হয়ে যান। কিন্তু তদন্তের পর পুলিস জানতে পারে, কিশোরী ইসলামাবাদের বাসিন্দা নয়, সে রাজস্থানের সিকর জেলার রত্নপুরা গ্রামের।

9 months ago


Cooch Behar: কোচবিহারে নির্যাতিতা নাবালিকার মৃত্যুর প্রতিবাদে সরব রাজ্য শিশু সুরক্ষা কমিশন

নারীদের যৌন নির্যাতন এবং বিবস্ত্র করে মারধরের ঘটনায় উত্তপ্ত গোটা দেশ। এমনকি ওই প্রত্যেকটি ঘটনায় পুলিসি নিরাপত্তা নিয়ে আঙুল তুলছে সাধারণ মানুষ। একের পর এক এইরকম নৃশংস ঘটনায় বেশ আতঙ্কেও রয়েছেন সাধারণ মানুষ। মণিপুর, বিহার, রাজস্থান, পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, মালদার পাশাপাশি একইভাবে উত্তপ্ত কোচবিহারও। 

চলতি মাসের ১৮ তারিখে এক নাবালিকা স্কুল পড়ুয়াকে অপহরণ করে দুদিন ধরে ক্রমাগত যৌন নির্যাতন করার ঘটনাটি ঘটেছে কোচবিহারে (Cooch Behar)। সূত্রের খবর, ঘটনার দিন ওই নাবালিকা (Minor Girl)) স্কুলে যায়। তবে স্কুলে যাওয়ার পর পরই তার পেটে ব্যথা শুরু হয়। আর এরফলে ওই নাবালিকা পড়ুয়া (Dead) স্কুলে ছুটির আবেদন করে স্কুল থেকে বাড়ির উদ্দেশ্যে বের হয়। আর ঠিক সেই সময়ই রাস্তা থেকে তাকে অপহরণ করে নিয়ে যায় কিছু দুষ্কৃতী। তারপরেই দুদিন ধরে ওই নাবালিকার উপর যৌন নির্যাতন চলে। নির্যাতিতার পরিবারের দাবি, নাবালিকার পেটে ব্যথা বা ছুটির আবেদন করে স্কুল থেকে বাড়ি ফেরার কথা আগে স্কুলের পক্ষ থেকে জানানো হয়নি ওই নাবালিকার পরিবারকে। ওই মেয়ে স্কুল থেকে বাড়ি না ফিরলে স্কুলে গিয়ে খোঁজখবর করার পর জানা যায় নাবালিকা পেটে ব্যথা হওয়ার কারণে সে আগেই স্কুল থেকে বেরিয়ে গিয়েছে। তারপর কিছুক্ষণ খোঁজাখুঁজি করে থানার দারস্থ হয় নাবালিকার পরিবার। থানায় যাওয়ার একদিন পরেই নাবালিকাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিস। চিকিত্সাধীন অবস্থায় চলতি মাসের ২৬ তারিখে হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করে ওই নাবালিকা।

তবে এই ঘটনায় তখনও পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করেনি পুলিস। পরে গ্রামবাসীরা ওই অভিযুক্তদের ধরে পুলিসের হাতে তুলে দেন। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ৪ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তবে পুলিসের এই কাজে সন্তুষ্ট নয় নির্যাতিত ওই নাবালিকার পরিবার। পুলিসের কাজে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছে তাঁরা। এমনকি এই ঘটানয় বেশ আতঙ্কেও রয়েছেন তাঁরা। যদিও এই ঘটনায় রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা ওই নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেছেন। এমনকি এই ঘটনায় নাবালিকার পরিবার, রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা ও বেশকিছু সংগঠন দোষীদের ফাঁসির দাবি জানিয়েছেন।

9 months ago
MP: মাকে মারধর করেন বাবা! গ্রেফতারির দাবি নিয়ে পুলিস স্টেশনে হাজির দুই নাবালিকা

নিজের বাবাকে গ্রেফতার (Arrest) করার দাবিতে পুলিস স্টেশনে গিয়ে হাজির দুই নাবালিকা। একজনের বয়স প্রায় ৫ ও আরেকজনের ৭। কিন্তু কী এমন কারণ, যার জন্য এই দুই শিশু পুলিস স্টেশনে। তাদের দেখে রীতিমতো হতবাক স্টেশনের কর্মরত পুলিসরা। জানা গিয়েছে, নাবালিকাদের দাবি, তাদের বাবা তাদের মায়ের উপর অত্যাচার করেন ও মারধর করেন। ফলে তাদের মায়ের তরফে একটি চিঠি নিয়ে এসেছে স্টেশনে অভিযোগ দায়ের করার জন্য। ঘটনাটি মধ্যপ্রদেশের (MadhyaPradesh) গোয়ালিওরের।

সূত্রের খবর, গোয়ালিওরের ভিতরওয়ার পুলিস স্টেশনে কর্মরত ছিলেন প্রতীপ শর্মা। তখন হঠাৎ দুই নাবালিকাকে স্টেশনে ঢুকতে দেখা যায়। তাদের হাতে একটি চিঠিও ছিল। তাদের দেখতে পেয়েই প্রতীপ শর্মা জিজ্ঞাসাবাদ করেন ও বলেন তারা যাতে ভয় না পায়। এরপরেই একে একে সব ঘটনা বলে দুই মেয়ে। তারা সেই চিঠি দিয়ে বলে, তাদের বাবা তাদের মাকে মারধর করেন। ফলে তাদের বাবাকে যেন গ্রেফতার করা হয়।

নাবালিকাদের অভিযোগ শোনার পরই প্রতীশ শর্মা তাদের বাড়ি যান ও তাদের বাবা-মায়ের সঙ্গে দেখা করেন। সেই দম্পতিকে ভালোভাবে বুঝিয়ে বলেন যে, তাঁরা যাতে পরবর্তীতে আর কোনও ঝগড়া না করেন। কারণ এতে সন্তানদের উপর খারাপ প্রভাব পড়ে।

11 months ago
Apps: চোখের অসুখ ধরতে এগারো বছরেই অ্যাপস বানালেন ভারতীয় কিশোরী, কী ফিচার্স

চোখে কী কী অসুবিধা হচ্ছে, বা চোখের কী কী রোগ রয়েছে, তা জানিয়ে দেবে অ্যাপ (Apps)। তবে জানেন এই অ্যাপটি কে তৈরি করেছে? ১১ বছরের এক কিশোরী তৈরি করে ফেলেছে 'Ogler Eyescan' নামক অ্যাপটি। হ্যানা রাফিকের কথা নিশ্চয় মনে রয়েছে, এই আইওএস ডেভেলপার সবথেকে কম বয়সে অ্য়াপ বানিয়ে অ্যাপেলের সিইও টিম কুক থেকে প্রশংসা পেয়েছিল, তারই দিদি লীনা রাফিক (Leena Rafeeq) চোখের জন্য এই অ্যাপটি বানিয়ে খবরের শিরোনামে উঠে এসেছে।

জানা গিয়েছে, ১১ বছর বয়সী লীনা রাফিক ভারতীয় মেয়ে তবে সে দুবাইয়ে বসবাস করে। সে এই Ogler Eyescan  নামক অ্যাপটি ১০ বছর বয়সে তৈরি করেছে। জানা গিয়েছে, এই খুদে নিজেই কোডিং করা শিখেছে ও অ্যাপটি বানিয়েছে। এই অ্যাপটি এমনভাবে তৈরি করা হয়েছে, যার সাহায্য়ে চোখের বিভিন্ন রোগ যেমন মেলানোমা, আর্কাস, ক্যাটারাক্ট ইত্যাদি রোগ ধরে যাবে খুব সহজেই।

ইতিমধ্যেই লীনা তার এই অ্যাপের খবর তার লিঙ্কডিনে পোস্ট করে বলেছে যে, সে খুবই খুশি যে, তার বানানো আইওএস অ্যাপটি এক ভিন্ন রকমের স্ক্যানারের ফলে বিভিন্ন ধরণের রোগ ধরে নিতে পারে। সে আরও জানিয়েছে, তার এই অ্য়াপটি বানাতে কারও সাহায্য লাগেনি ও মাত্র ৬ মাসেই এটা তৈরি করে ফেলেছে সে। তবে তাকে এটা বানানোর জন্য অনেক বিষয়ে যেমন চোখ,  কম্পিউটার, মেশিন, সেন্সর ডেটা ইত্যাদি নিয়ে পড়াশোনা করতে হয়েছে। একবার এই অ্যাপের পরীক্ষা করা হয়ে গেলে এটা ব্যবহার করা যেতে পারে জানিয়েছে লীনা।

এই অ্যাপ বর্তমানে আইফোন ১০ ও আইওএস ১৬ প্লাসে সাপোর্ট করে বলে জানা গিয়েছে। এছাড়াও এখন এটা অ্যাপ স্টোরে রিভিউয়ের জন্য রাখা হয়েছে। সে দৃঢ়বিশ্বাসী যে, এটা খুব শীঘ্রই লিস্টে যোগ করা হবে।

one year ago


Rape: স্কুলের দোতলায় নাবালিকা ছাত্রীকে যৌন নিগ্রহ, গ্রেফতার ৩ স্থানীয় যুবক

বিদ্যালয়ের মধ্যেই নাবালিকা ছাত্রীকে যৌন নিগ্রহের (Rape) অভিযোগ। অভিযোগ উঠেছে স্থানীয় তিন যুবকের বিরুদ্ধে। মালদহের (Malda) গাজল থানা এলাকার ঘটনা। ইতিমধ্যেই ওই তিন যুবকের বিরুদ্ধে গাজল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ওই তিন জনকে গ্রেফতার করে পুলিস (Police)। 

পরিবারের অভিযোগ, ঘটনাটি ১৮ই মার্চের। নির্যাতিতা গাজলের একটি জুনিয়র উচ্চ বিদ্যালয়ের ছাত্রী । তাকে স্কুলের দোতলার রুমে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করা হয় বলে অভিযোগ। তাঁরা আরও জানায়, শনিবার নাবালিকা সকাল ১০টা নাগাদ স্কুলে যায়। তারপর দুপুর ১২টা নাগাদ সে স্কুলের মধ্যে কান্নাকাটি করলে, স্কুল থেকে পরিবারের সদস্যদের ডেকে পাঠানো হয়। তখনই স্কুলের আরও কয়েকজন ছাত্রী নির্যাতিতার পরিবারকে গোটা ঘটনা জানায়। 

নির্যাতিতার পরিবারের তরফে সোমবার গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরিবারের অভিযোগে ভিত্তিতে তিন অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে। মালদা জেলা পুলিস সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, আইপিসি ধারায় মামলার রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। 

one year ago
Delhi: পরীক্ষা খারাপ হওয়ায় মিথ্যা ধর্ষণের মামলা দায়ের কিশোরীর, তাজ্জব পুলিস

পরীক্ষা ভালো হয়নি, বাড়িতে বোকা খাওয়ার ভয়ে দায়ের মিথ্যা ধর্ষণের (fake rape case) অভিযোগ! রাজধানী দিল্লির (Delhi incident) এক ১৪ বছরের কিশোরীর কাণ্ড শুনে রীতিমতো অবাক দিল্লি পুলিস। মিথ্যা ধর্ষণের অভিযোগ করেই থেমে থাকেনি সেই নাবালিকা। নিজেই আবার ব্লেড দিয়ে কেটেছে হাত। আবার ধর্ষণ ও অপহরণের অভিযোগে পকসো আইনের (Pocso Case) অধীনে মামলাও রুজু করা হয়েছে।

সূত্রের খবর, চলতি মাসের ১৫ তারিখ এই অভিযোগ দিল্লির ভজনপুরা পুলিস স্টেশনে দায়ের হয়েছে। দশম শ্রেণির ওই নাবালিকা জানিয়েছে, সেদিন পরীক্ষা দিয়ে আসার পর তিনটি ছেলে তার বাড়ির কিছু মিটার দূরে নিয়ে যায় ও তাকে ধর্ষণ করে। যার ফলে সে আহতও হয়েছে। এরপর পুলিস এই ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে।

ফুটেজ ভালো করে খতিয়ে দেখতেই বেরিয়ে আসে আসল সত্য। দেখা যায় দশম শ্রেণির ছাত্রীটি যেমন দাবি করেছিল, তেমনটা কিছুই ঘটেনি। বরং সে রাস্তায় একাই ঘুুরে বেড়াচ্ছিল। এরপর তাকে জেরা করতে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাওয়া হয় ও সেখানেই নাবালিকা অবশেষে মুখ খোলে। সে বলেছে, '১৫ মার্চ তার সোশ্যাল স্টাডিজের পরীক্ষা ছিল, আর সেটা একেবারেই ভালো হয়নি। বাড়িতে যাতে বাবা-মায়ের কাছে বকুনি খেতে না হয়, তাই নিজেই নিজেকে আহত করেছে ও এই মিথ্যা ধর্ষণের গল্প বানিয়েছে।' তার এই বয়ান রেকর্ড করা হয়েছে। এই মামলার কোনও সত্যতা নেই বলে খারিজ করা হয়েছে, এমনটাই জানিয়েছে পুলিস।

one year ago


Minor: নাবালিকা নাতনিকে যৌন নিগ্রহ দাদুর, মুখ বন্ধ রাখতে ঘুষ! অভিযুক্তকে ধোলাই

নাবালিকা নাতনিকে যৌন নিগ্রহের (Rape) অভিযোগ ৬০ বছরের দাদুর বিরুদ্ধে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গোরক্ষপুরের ঘটনা। এমনকি কুকীর্তি ঢাকতে এবং মুখ বন্ধ রাখতে নাবালিকা নাতনিকে ১০ টাকা ঘুষও দেন বলে অভিযোগ। স্থানীয়রা ঘটনার আঁচ করতে পেরে অভিযুক্তকে গণধোলাই দিয়ে থানায় নিয়ে যান। ইতিমধ্যেই পুলিস (Police) গ্রেফতার করেছে অভিযুক্তকে। 

পুলিসের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার মা। অভিযোগ, বুধবার সন্ধ্যায় মা-মেয়ে মাঠে ছাগল চড়াচ্ছিলেন। সেই সময় নাবালিকার দাদু এসে মাকে বাড়ির অন্য কাজে পাঠিয়ে দেন। পরে নাতনিকে কাঠ কাটার জন্য কুঠার আনতে বলেন। নাতনি কুঠার হাতে দাদুর কাছে পৌঁছলে দাদু তাকে যৌন নিগ্রহ করেন। নিগ্রহের পর নাবালিকার মুখ বন্ধ রাখার জন্য ১০ টাকা ঘুষ দেন দাদু, এমনটাই অভিযোগ।

জানা গিয়েছে, এই ঘটনার সময় ওই এলাকা দিয়ে জল আনতে যাচ্ছিলেন গ্রামেরই এক বাসিন্দা। তিনি বিষয়টি বুঝতে পেরে গ্রামের অন্যদের খবর দেন। সেই সময়ই গ্রামের সকলে মিলে হাতেনাতে ধরে ফেলেন অভিযুক্তকে। তারপরই অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিসের হাতে তুলে দেয় গ্রামবাসীরা। এই ঘটনায় থানা আধিকারিক মনোজকুমার পাণ্ডে জানিয়েছেন, 'নাবালিকার মা, শ্বশুরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।'

one year ago
Fire:জঙ্গলের পথ ধরে মেলায় যাওয়ার পথে দুর্ঘটনা!আগুনে ঝলসে মৃত কিশোরী

মেলার আনন্দে শামিল হতে যাচ্ছিল এক কিশোরী। জঙ্গলের পথ ধরে তাড়াতাড়ি মেলায় পৌঁছনোর পরিকল্পনা করেছিল শে। তাই নবম শ্রেণির ওই ছাত্রী (Student) জঙ্গলের পথ নেয়। তবে মুহূর্তের আনন্দ যে বিষাদে পরিণত হবে, তা হয়তো ভাবতেও পারেননি কেউ! জঙ্গলের ধিকিধিকি জ্বলা আগুনে (Fire) পুড়ে মৃত্যু (Death) কিশোরীর। বন দফতরের কর্মীরা এর জন্য স্থানীয়দের দায়ী করেছেন।

ঘটনাটি কর্নাটকের টুমাকুরু জেলার দেবরায়ণদুর্গা জঙ্গলের। মৃত কিশোরীর নাম এস মনসা (১৩)। জানা গিয়েছে, জঙ্গল লাগোয়া ইরাকাসান্দ্রা এলাকায় ওই কিশোরীর বাড়ি। মায়ের সঙ্গে থাকত সে। ওই এলাকায় কিশোরীর মায়ের একটি ছোট খাবার দোকান আছে। তার বাবা আগেই মারা গিয়েছেন।

ফলে মা ও মেয়ের সংসার। ঘটনার দিন মঙ্গলবার আত্মীয় পরিজনদের সঙ্গে দল বেঁধে সে লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরের পাশের মেলায় যাচ্ছিল। সেসময় জঙ্গলের একটা অংশে অগুন জ্বলছিল। অসাবধানে সেই আগুনের সংস্পর্শে এসে পড়ে মনসা। তার পোশাকে আগুন ধরে যায়।

কিশোরীর সঙ্গে আরও যাঁরা ছিলেন, তাঁরা আগুন নেভানোর যথাসাধ্য চেষ্টা করেন। কিন্তু আগুনে ততক্ষণে ঝলসে গিয়েছিল কিশোরীর দেহ। শেষমেশ তাকে উদ্ধার করে টুমাকুরু সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকেরা জানান, তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছে। চিকিৎসা চলাকালীন হাসপাতালেই মৃত্যু হয় কিশোরীর।

বন দফতরের দাবি, অনেকবার বারণ করা সত্ত্বেও স্থানীয়রা কথা শোনেননি।  জঙ্গলের একাংশের শুকনো ঘাসপাতায় আগুন ধরিয়ে দেন প্রায় সময়। প্রায়ই জঙ্গলের নানা প্রান্তে আগুন জ্বলতে দেখা যায়। সেই আগুন ধীরে ধীরে জঙ্গলের অনেকাংশে ছড়িয়ে পড়ে। এর ফলেই এই দুর্ঘটনা।

one year ago
Kultali: মেলা থেকে নাবালিকাকে অপরহরণ এবং গণধর্ষণ! কুলতুলিতে গ্রেফতার ২

দিদির বাড়িতে বেড়াতে এসে কুলতুলিতে গণধর্ষণের (Gangrape in Kultali) শিকার এক নাবালিকা। অভিযোগ, 'তাকে (Minor Girl) মেলা থেকে অপহরণ নিয়ে গিয়ে প্রথমে বাড়িতে এবং পরে মাঠে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেছে আবদুল মোল্লা-সহ এক নাবালক।' 

জানা গিয়েছে, মাঠে ধর্ষণের সময় নাবালিকা চিৎকার করলেও কেউ শুনতে পায়নি। কারণ মেলার মাঠে মাইকের শব্দে সেই চিৎকার ঢাকা পড়েছিল। এরপর কুকর্ম সেরে অভিযুক্তরা নাবালিকাকে অসুস্থ অবস্থায় রাস্তার ধারে ফেলে চম্পট দেয়। মেলা ফেরত মানুষরা নির্যাতিতাকে উদ্ধার করে পরিবারকে খবর দেন। সেখান থেকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। একটু সুস্থ হলে নাবালিকা মাকে সব খুলে বলে।

কুলতলি থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে কুলতলি থানার পুলিস। ওই নাবালিকার শারীরিক পরীক্ষার করা হয়েছে। পুলিস সূত্রে খবর, অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার রাতেই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার অভিযুক্তদের বারুইপুর আদালতে তোলা হয়। ধৃত দু'জনের বিরুদ্ধে গণধর্ষনের মামলা রুজু হয়েছে।

এদিকে, নির্যাতিতার পরিবার অভিযুক্তদের কড়া শাস্তির দাবিতে সরব।

one year ago


Murder: নাবালিকাকে নির্যাতন করে খুন, চা বাগানে উদ্ধার দেহ! অসমে চাঞ্চল্য

ফের চা বাগানে (Tea Garden) নির্যাতনের শিকার এক ছয় বছরের নাবালিকা। অসমের (Assam) সোনিতপুর জেলার একটি চা বাগানে ছয় বছরের এক নাবালিকাকে শারীরিক নির্যাতন ও খুন (Murder) করা হয়েছে বলে পুলিস সূত্রে খবর। জানা গিয়েছে, মঙ্গলবার ঢেকিয়াজুলির কাছে মুহিনীপুর চা বাগানে এ ঘটনা ঘটে।

পুলিস মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। সোনিতপুর জেলার অতিরিক্ত পুলিস সুপার বিরিঞ্চি বোরাহ বলেছেন, 'পুলিস অপরাধীকে শনাক্ত করেছে এবং শীঘ্রই গ্রেফতার করা হবে। চা বাগানের মধ্যে একটি নাবালিকার দেহ পড়ে রয়েছে বলে তাদের কাছে খবর যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।'

অপরদিকে, এলাকাবাসী অবিলম্বে দোষীদের গ্রেফতারের জন্য জেলা প্রশাসন ও পুলিসের কাছে দাবি জানিয়েছেন। স্থানীয় এক যুবক বলেন, 'আমরা প্রশাসনের কাছ থেকে জানতে পেরেছি যে, ৬ বছর বয়সী নাবালিকা মেয়েটিকে শারীরিক নির্যাতন ও খুন করা হয়েছে।' আমাদের দাবি, 'অপরাধীদের দ্রুত গ্রেফতার করা হোক। প্রশাসনের উচিত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।'

one year ago
Bengaluru: নাবালিকার সঙ্গে কথা বলার 'শাস্তি', ৪ জন মিলে পিটিয়ে খুন করলো যুবককে

বেঙ্গালুরুতে নাবালিকার সঙ্গে কথা বলায় পিটিয়ে খুন করা হল এক যুবককে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ২০ বছরের যুবক গোবিন্দরাজুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। রবিবার সকালে অনিল নামে অভিযুক্ত এক যুবক গোবিন্দরাজুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর অপর তিন অভিযুক্ত লোহিত,ভরত এবং কিশোর অনিলের সঙ্গে যোগ দিয়ে গোবিন্দরাজুকে খুন করে। খুনের পর মৃতদেহ লোহিতের গাড়িতে রেখে দেওয়া হয়েছিল। পরে তা চারমুদিঘাট এলাকায় ফেলে আসা হয়। মৃতের খোঁজ না পেয়ে পুলিসের দারস্থ হয়ে নিখোঁজ ডায়রি করেছিল পরিবার লোকজন।

 বৃহস্পতিবার এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই পুলিশ তদন্তে নেমে ৪ অভিযুক্তকে গ্রেফতার করে। তাঁদের জেরা করে উঠে আসে অনেক তথ্য। তবে পুলিস জানিয়েছে, শুধুমাত্র নাবালিকার সঙ্গে কথা বলার জন্যই এই খুন করা হয়েছে কিনা, তা এখনও পর্যন্ত জানা যায়নি।

one year ago